PDA

View Full Version : লাভ বা লস মাত্রা



hripon
2014-12-20, 01:47 PM
আমি ডেমো তে ১ ভলিউম ট্রেড করে ৪ লাভ করেছি। লাইভ ট্রেড এ কি একই রকম ১ ডলার ট্রেড এ ৪ ডলার হবে? আবং লস এর ক্ষেত্রেও কি একই পরিমান লস হবে?

shuvo2014
2014-12-22, 11:55 PM
আমি ডেমো তে ১ ভলিউম ট্রেড করে ৪ লাভ করেছি। লাইভ ট্রেড এ কি একই রকম ১ ডলার ট্রেড এ ৪ ডলার হবে? আবং লস এর ক্ষেত্রেও কি একই পরিমান লস হবে?

আপনি যেভাবে ডেমো ট্রেড করেন ঠিক সেইভাবে ড়িয়েল ট্রেড ও করা হয়।

hripon
2014-12-24, 12:01 PM
কি তাজ্জব ব্যাপার,তাহলেতো ১ডলার এ যেমন ৪লাভ তেমনি ৪ লস। মারাত্নক খেলার চেয়েও সিরিয়াস বিষয়। তাহলে ব্যাপক অভিজ্ঞতা ছাড়া ধাদা মেরে টেষ্ট করাও যাবেনা।

sam018
2014-12-26, 04:23 PM
ভাই বিষয়টা ঠিক এরকমই । আপনি যেমন ১ ডলারে ৪ ডলার লাভ করেছেন ঠিক তেমনি লাইভে ও ১ ডলারে ৪ ডলার লাভ বা লস ও করতে পারেন । কিন্তু আগে ভাল করে ফরেক্স সিক্ষে নেওয়া উচিত বলে আমি মনে করি তা না হলে লাভেরচে লসি বেসি হতেপারে।

fh.ratul
2014-12-26, 10:29 PM
মাত্রা ব্যবহার করা অনেক ভাল । কারন এতে আপনার লস কম হবে লাভ বেশি হবে। তআ ফরেক্স কে করে ঝুকি মুক্ত ।

robi_21123
2015-01-03, 11:52 PM
আপনি যেভাবে ডেমো ট্রেড করেন ঠিক সেইভাবে ড়িয়েল ট্রেড ও করা হয়।

robi_21123
2015-01-06, 05:25 PM
আপনি যেভাবে ডেমো ট্রেড করেন ঠিক সেইভাবে ড়িয়েল ট্রেড ও করা হয়। এবং লাভ লস ও এক ই হবে।

shuvo2014
2015-01-08, 01:08 AM
০.০১ দিয়ে ট্রেড করলে ও আপনার বেলান্স থেকে ৫.০১ পর্জন্তও (-) হতে পারে যা আমার হয়েছিল।

jeko
2015-01-11, 12:34 PM
প্রত্যেক ট্রেডারকে লাভ ও লস হিসাব করে সঠিক ভলিউম মেনে ট্রেড করা উচিত তাতে তার মূলধন টিকে থাকবে এবং যা তার পরবর্তীতে লাভ করতে সহায়তা করবে !

qpionee
2015-01-12, 12:34 AM
আমার ধারনা মতে লাভ বা লসের একটা পূব্র নিধ্রারিত মাত্রা থাকা দরকার | সেক্ষেত্রে চোট মাত্রা বেশী কাজে আসে | ছোট মাত্রায় লাভ সেট করলে লসের পরিমান কম হবে বলে ধারনা করা যায়|

Newrakib
2015-01-15, 11:13 PM
ডিমো ট্রেড আর লাইফ ট্রেড এ কিছু টা পার্থক্য থাকে। যেমন, ডিমো ট্রেড এ আপনার ব্যালেন্স থাকে অনেক। আর লাইফ ট্রেড এ আপনার ব্যালেন্স তুলনামূলক কম থাকে। তো ট্রেড করার সময় মনে হয় একটু বেশি দামি ট্রেড ওপেন করি। যা লাইফ ট্রেড এর খেতরে এমন টা হয় না।

A Momin Chowdhury262
2015-03-12, 12:28 PM
হ্যাঁ ভাই আপনি ডেমোতে যেভাবে লাভ করেছেন ঠিক সেই ভাবে রিয়েল ফরেক্সেও লাভ বা লস করতে পারেন । এর জন্য আপনাকে ফরেক্স সম্পর্কে ভালভাবে জানতে হবে ।

mybff
2015-03-22, 09:32 AM
ডেমো ট্রেড আর রিয়াল ট্রেড করার মধ্যে কোন পার্থক্য নেই । পার্থক্য শুধু একটাই যে আপনি যদি ডেমো তে লস করে থাকেন তাহলে আপনার কিছু যায় আসে না এবং আপনি যদি ডেমো তে বিপুল পরিমান লাভ করে থাকেন তাহলেও আপনি সে টাকা উঠাতে পারবেন না । তাছাড়া সব কিছুই একি । আপনি ১ ডলার দিয়ে যেভাবে ডেমো লাভ করেছেন ঠিক সেভাবেও রিয়াল এ পারবেন যদি আপনি সত্যি ফরেক্স এনালাইসিস এ দক্ষ ও অভিজ্ঞ হয়ে থাকেন ।

ahsan
2015-04-11, 06:51 PM
ডেমো ট্রেডিং এবং রিয়েল ট্রেডিং এর ক্ষেত্রে লাভ/লসের পরিমান একই হয়ে খাকে। কিন্তু এই দুই ধরনের ট্রেডিং এর ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হল অনভিজ্ঞ ট্রেডাররা লাইভ ট্রেড করার সময় অনেক ভীত এবং দ্বিধাগ্রস্থ থাকে, যে কারনে দেখা যায় যে তারা ডেমো ট্রেডিং এ ভাল লাভ করলেও লাইভ ট্রেডিং এ ক্ষতির সম্মুখীন হয়ে থাকে।

mithun
2015-04-25, 01:14 AM
১ ডলারের বিপরীতে যখন ৪ ডলার লাভ হয় তখন অনেক ভালো লাগে কিন্তু তার চেয়ে অনেক বেশি খারাপ লাগে যখন ১ ডলারের বিপরীতে ৪ ডলার লস হয়।

basaki
2016-01-01, 09:25 AM
আসলে ফরেক্স ব্যবসাট অনেকটা নির্ভর করে একজন ব্যবসাহির তার ব্যবসার দক্ষতার উপর তার লাভ এবং লস। একজন ফরেক্স ডেমো ট্রেডার খুব সহজেই ট্রেড করে লাভ করতে পারে। কারন হচ্ছে ডেমো একাউন্টে ব্যালেন্স থাকে অনেক বেশি। আর রিয়াল ট্রেড করতে গেলে অনেক ভয়ের কাজ করে। কিন্তু ডেমোতে ভয়ের কোন বালাই নেই।

yasir arafat
2016-04-03, 08:40 PM
সুতরাং এগুলো সঠিকভাবে পালন করার দায়িত্ব আপনার।আমরা যদি সার্পোট এবং রেসিসটেন্স দিয়ে ট্রেড করি আমরা অবশ্যই ফরেক্সে সফল হব।সুতরাং আমরা দেখি যে মার্কেটে দুই রকম ট্রেন্ড থাকে ।:p

ahal
2016-04-04, 12:29 AM
জি আপনি থিক ই ধরেছেন। ডেমো ট্রেডে আমরা জা যা ফেস করি লাইভ ট্রেড করতে গেলে ও ঠিক তাই ই হবে। যদি ডেমো তে লাভ বা লস হয় লাইভ ট্রেড এও তাই ই হবে একি রকম।

RUBEL MIAH
2016-05-26, 11:15 PM
লাভ বা লসের মাত্রা নির্ণয় করা যায় দক্ষতার উপর । যার যত বেশী দক্ষতা রয়েছে সে তত বেশী লাভ করবে । অার যে ট্রেডার যত এ্যনালাইসিস কম করবে সে তত বেশী লসে পড়বে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য দক্ষতা অর্জন করার চেষ্টা করব তাহলেই লাভবান হতে পারব ।

maziz6989
2016-05-30, 10:42 AM
লাভ বা লসের মাত্রা হল রিক্স : রিওয়ার্ড এর অনুপাত। এখানে নানা মুণীর নানা মত পাওয়া যায়। কেউ বলেন ১:২ হওয়া যৌক্তিক তো কেউ আবার হিসেব করে দেখান ১:৫ কিভাবে তার থেকেও বেশি যৌক্তিক হয়। তবে আমি ব্যক্তিগত ভাবে রিক্স রিওয়ার্ড রেশিও ১:৩ এর পক্ষপাতি।

Md. Tariqul Islam
2016-06-16, 05:12 PM
প্রত্যেক ট্রেডারকে লাভ ও লস হিসাব করে সঠিক ভলিউম মেনে ট্রেড করা উচিত তাতে তার মূলধন টিকে থাকবে, সেক্ষেত্রে চোট মাত্রা বেশী কাজে আসে | ছোট মাত্রায় লাভ সেট করলে লসের পরিমান কম হবে বলে ধারনা করা যায়| যেভাবে ডেমো ট্রেড করেন ঠিক সেইভাবে ড়িয়েল ট্রেড ও করা হয়। এবং লাভ লস ও এক ই হবে।

Rahat015
2016-06-17, 04:01 AM
১ ভলিউমে আপনি ৪ ডলার লাভ করে অনেক খুশি ডেমোতে। আসলেই অনেক ভাল নিউজ আপনার জন্য। কিন্তু তার মানে এই নয় যে আপনি ফরেক্স শিখে গেছেন। আপনার কিন্তু ৪ ডলার লস করার ও চান্স ছিল। হুম, আপনি ভাল ভাবে ট্রেড করলে রিয়াল একাউন্ট এ ৪ ডলার থেকে বেশী লাভ করতে পারবেন।

milonkhanfx1993
2016-09-29, 09:48 PM
আমি ডেমো তে ১ ভলিউম ট্রেড করে ৪ লাভ করেছি। লাইভ ট্রেড এ কি একই রকম ১ ডলার ট্রেড এ ৪ ডলার হবে? আবং লস এর ক্ষেত্রেও কি একই পরিমান লস হবে?
সব চেয়ে বড় বিষয় হচ্ছে আপনি যখন ডেমো তে ৪ লাভ করেছেন তখন আপনার কোন অনুভুতি আসে নি বা আপনি ৪ লস করলেউ কোন অনুভুতি আসবে না কিন্তু রিয়াল এর জায়গা টা এরকম না আর তাই নিজেকে সেভাবে প্রস্তুত করে আর ছোট ছোট লটে ট্রেড করে এগুতে হবে।

motiar
2016-09-30, 09:29 AM
ফরেক্সে লোভ হলো বড় ধরনের বিপদ । ১ ডলার দিয়ে ৪ ডলার আয় করার আসা মানেই লোভ । রিয়েলে এরকঅম হবার কোন সুযোগ নাই । তাই অল্পে ধুশি থাকতে হবে ।

mithun30
2016-10-04, 09:32 PM
আমার মতে বেসি লিভারেজ ব্যবহার করলে লাভ বেসি হয় এটা ঠিক আছে কিন্তু যদি আপনার ট্রডিং ভুল অর্থাৎ মার্কেট যদি আপনার বিপরিতে যায় তাহলে আপনি আপনার লট ও লিভারেজ অনুযায়ী দবীগুন বেসি লস হবে। এমনকি আপনি যদি স্টপ লস ব্যাবহার না করেন তাহলে মার্কেট আপনার বিপরিতে ১০০ পিপস মুভ করণেই আপনার একাউন্ট জিরো।

tarekbsl101
2016-10-05, 04:07 PM
আমি বলবো আপনি আর ২ থেকে ৩ মাস ডেম করেন আশা করি খুব ভাল একটা ধারনাহ আসবে ফরেক্স নিয়ে

tarekbsl101
2016-10-06, 12:10 PM
মেইন কথা হল যে পরিমান লাভ হবে ঠিক অই প্রিমান এ লস হবে ।

MoinFX
2016-10-06, 12:28 PM
আমাদের কে মনে রাখতে হবে লাভ বা লসের মাত্র সীমার মধ্যে রাখতে পারলে ফরেক্স মার্কেটে আপনি সফল হতে পারবেন। আর ফরেক্স মার্কেটে সফল হওয়া মানে আপনি আর পিছনের দিকে তাকানো লাগবেনা কারন ফরেক্স ব্যাবসার মত যোগান্তকারী ব্যাবসা আর হতে পারেনা।

nisho5533
2016-11-27, 11:48 PM
আপনি যে ভলিউম দিয়ে ট্রেড করে আপনার যত লাভ হবে থিক আপনি যদি লস করেন তবে সেই পরিমান লস হবে |আমি ফরেক্স করে এটাই বুজেছি তাছারা জানি না আপনি এর থেকে যদি বেশি কিছু জানেন তবে জানাবেন |ধন্যবাদ...............|

maziz6989
2016-11-29, 10:46 PM
আপনার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারি নি। তবে আমার মনে হয় আপনি জানতে চেয়েছেন লাভ লস সমান হয় কিনা। আসলে লাভের থেকে লসের মাত্রা সব সময়ই কিছুটা বেশি হয়ে থাকে কেননা ব্রোকারের স্প্রেড একটা ফ্যক্টর। তাই লাভ লস না খুজে আপনাকে খুজতে হবে কোথায় সঠিক এন্ট্রি। ধন্যবাদ।

kumarkhali
2016-12-01, 05:48 PM
একজন ফরেক্স ট্রেডার এর যদি ট্রেড করে লস টা যদি বেশী হয় তাহলে সেই ফরেক্স ট্রেডার এর জন্য দুঃখের কথা, ফরেক্স মার্কেটে লস টা বেশী হয় এই কথা টা সব ট্রেডার খুব ভালো করে জানে,আমি মনে করি ফরেক্স মার্কেটে ভালো ভাবে ট্রেড শিখে ফরেক্স করতে পারলে তার লসের মাত্ত্রা টা কম হবে।

riponinsta
2016-12-04, 05:27 PM
আপনি আপনার টেড ইং অ্যাকাউন্ট এ ১০ থেকে ৫০০ % পর্যন্ত লাভ করতে পারেন । এটা নিরভর করছে আপনি কেমন ফরেক্স শিখতে পারছেন । যারা অনেক ডলার দিয়ে টেড করে তারা বিনা রিস্ক এ মাসে ১০ % + লাভ করে থাকে । যারা নতুন ফরেক্স করা শুরু করে তাদের মধ্যে অনেকে ভাল লাভ করতে পারে । তাই আপনি ও লেগে থাকুন আপনি ও ভাল লাভ করতে পারবেন আমি মনে করি ।

nbfx
2016-12-14, 06:04 PM
ট্রেড ওপেন করলেই যে লাভ হওয়া শুরু করবে এমনটি আশা করা যায় না। অর্থাৎ মার্কেটের প্রকৃতি হলো মুভমেন্ট করা এই মুভমেন্ট আমার পক্ষে বা বিপক্ষে যেতে পারে। তার জন্য চাই পূর্ব প্রস্তুতি। বেশী পরিমান ব্যাকআপ পিপ স রাখা। ওভার ট্রেড না করা। ছোট লটে ট্রেড করা। ধৈর্য্য ধরলে লসের ট্রেড একসময় লাভে রূপান্তর হয় । সে পর্যন্ত অনেকে ধৈর্য্য ধারন করতে পারে না। ধৈর্য্য ধরুন। একটি ট্রেড লসে ক্লোজ করে অন্য একটি ট্রেড ওপেন করলে সেটাওতো লস হতে পারে। কাজেই ধৈর্য্য ধরুন। মার্কেটের গতি বুঝতে চেস্টা করুন।

NILSKY
2016-12-15, 12:19 PM
ডেমো অ্যাকাউন্ট ও লাইভ অ্যাকাউন্ট এর লেনদেন সহ সব কিছু একই। শুধু লাইভ অ্যাকাউন্ট এ রিয়েল টাকা আর ডেমো অ্যাকাউন্ট এ ভার্চুয়াল টাকা দিয়ে লেনদেন হয়। রিয়েল অ্যাকাউন্ট এর লাভ তুলতে পারবেন কিন্তু ডেমো অ্যাকাউন্ট এর লাভ তুলতে পারবেন না।

mithun30
2016-12-25, 02:45 AM
সত্যি কথা বলতে আমি আমার জীবনের সাথে ফরেক্স জড়িয়ে ফেলেছি অনেক আগের থেকে আমি কতটুকু শিখতে পারছি তা আমি এখন পযন্ত বলতে পারি না কিন্তু আমার বিশ্বাস আমি একদিন ফরেক্স থেকে ভাল কিছু করতে পারব ।

Amit4040
2016-12-25, 10:15 PM
ভাই আপনি যে ভলিউম দিয়ে লাভ করছে থিক সে ভাবে আপনি ফরেক্স লস করবেন | তবে ভাই আপনার জেনে রাখা ভাল ফরেক্স মাকেটে রিক্সি মাকেট এখান থেকে আপনি লাভ থেকে লস করতে পারবেন খুব তারাতারি | আতাই আপনি কম ভ্লিউম দিয়ে ট্রেড করেন না হলে আপনি লস করতে পারেন |

msisohel
2016-12-27, 10:02 AM
১ ডলার থেকে ৪ ডলার লাভ করলে লস ও হতে পারত ৪ ডলার। সুতরাং এটা কি পরিমান রিস্কি ব্যবসা এই ট্রেড থেকে তা বোঝা যায়। বাস্তবে এ ধরনের ট্রেডের জনা প্রয়োজন অনেক অভিজ্ঞতা ও মূলধন। তাই মার্কেট ট্রেন্ড বুঝে ট্রেড করা টা সফলতার পূর্ব শর্ত।