PDA

View Full Version : MT5 ও MT4 এর Fill ও kill অপশন



Montu Zaman
2019-08-19, 03:41 PM
MT5 ও MT4 এ ডিরেক্ট অর্ডার দুই ধরনের এক্সিকিউশন হয়। একটা হলো Instant Execution আর আরেকটা হলো Market Execution। MT4 এবং MT5 এ Instant Execution এর সময় প্রাইস রিকোটসও করতে পারে। মানে যে প্রাইসে অর্ডার ওপেন করতে ইচ্ছুক, মার্কেটের প্রাইস সেই প্রাইস থেকে সরে গেলে টার্মিনাল অর্ডারটি ওপেন না করে অর্ডার ওপেন ডায়ালগ বক্সে পুনরায় নতুন প্রাইসে অর্ডার ওপেন করার অনুমতি চাইবে। এক্ষেত্রে ইউজার ইচ্ছে করলে অর্ডারটি ওপেন করতে চাইলে পুনরায় বাই কিংবা সেল বাটনে চাপবে। আর না চাইলে ডায়লগ বক্স ক্লোজ করে দেবে।
MT4 এর Market Execution এ যে প্রাইসে অর্ডার ওপেন করতে ইচ্ছুক সেই প্রাইস মার্কেটে না পেলে কাছাকাছি পরবর্তী প্রাইসে অটোমেটিক অর্ডার ওপেন হবে। এর জন্য টার্মিনাল নতুন করে ইউজারের কাছে অনুমতি চাইবে না।
তবে MT5 এর Market Execution এ Fill or Kill অপশনটি দেখা যায়। ইউজার যে প্রাইসে অর্ডার ওপেন করতে ইচ্ছুক সেই প্রাইস পাওয়া না গেলে কিংবা সেই ভলিউম (লট) পাওয়া না গেলে পরবর্তী প্রাইসে কিংবা যখন ঐ পরিমাণ ভলিউম পাওয়া যাবে তখন অর্ডারটি ফিল (Fill) মানে ওপেন করবে। খুব বেশি দেরি হয়ে গেলে আর অর্ডারটি ওপেন না করে অর্ডারটি কিল (Kill) করে দেবে।
Instant Execution সাধারণত মার্কেট মেকার ব্রোকারে হয় এবং Market Execution সাধারণত ইসিএন/ এসটিপি ব্রোকারে হয়। তাই ব্রোকারভেদে অর্ডার এক্সিকিউশনে ভিন্নতা দেখতে পাওয়া যায়।
8645