PDA

View Full Version : অল্প বিদ্যা ভয়ংকর।



TanjirKhandokar1994
2019-08-20, 05:59 PM
কথায় আছে অল্প বিদ্য ভয়ংকর। আসলেই কথাটা একেবারে সত্যি। কেননা এখানে অনেক ট্রেডার আছেন যারা প্রথম অবস্থায় তেমন না জেনেই এখানে ট্রেড করা শুরু করেন এবং সব হারিয়ে বিদায় নেয়। তাই আমি মনে করি প্রথম অবস্থায় ধৈর্য্য নিয়ে এখানে কাজ করে ভালো দক্ষ ও অবিজ্ঞ ট্রেডার হয়ে ট্রেড করাই সবচেয়ে উত্তম হবে বলে আমার মনে হয়। আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন তাহলে সবাই উপকৃত হবে। ধন্যবাদ

KaziBayzid162
2019-08-20, 07:56 PM
অল্প বিদ্যা ভয়ংকর, ফরেক্সে কথাটি সম্পূর্ণ সত্য,অর্থাৎ ফরেক্স সম্পর্কে সামান্য জ্ঞান অর্জন করে কেউ যদি ফরেক্স ট্রেডিং করতে আসে তাহলে তার জন্য ফরেক্স ট্রেডিং খুবই বিপদজনক, কেননা অল্প বিদ্যা দিয়ে ট্রেডিং করলে সে লাভ করার পরিবর্তে লস করার মাধ্যমে সমস্ত ব্যালেন্স হারিয়ে ফরেক্স থেকে সরে যেতে বাধ্য হবে, যেটা তার একাউন্ট এর মৃত্যু সমতূল্য হবে। এ জন্য সামান্য জ্ঞান অর্জন করে ট্রেডিং শুরু না করে বরং ধৈর্য ধারণ করে সময় দিয়ে ফরেক্স সম্বন্ধে জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে অভিজ্ঞ ও দক্ষ করে তোলা উচিত,পাশাপাশি ফরেক্স এর ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং প্রাকটিস করার মাধ্যমে নিজেকে একজন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হিসেবে গড়ে তোলা উচিত, এবং তার পরেই সঠিকভাবে মার্কেট যাচাই বাছাই করে অভিজ্ঞতা ও দক্ষতা কে কাজে লাগিয়ে ট্রেডিং করা উচিত। তবেই ফরেক্স থেকে সফলতা আশা করা যেতে পারে।

BENGALPIASH0007
2019-08-20, 11:34 PM
অল্প বিদ্যা ভয়ংকর কথাটি চিরন্তন সত্য । ফরেক্স মার্কেটের জন্য এটা একেবারে কাম্য নয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নতুন যারা ফরেক্স মার্কেটে কাজ শুরু করেন । তারা ফরেক্স মার্কেটে এসেই কোন কিছু না জেনে না বুঝে ট্রেডিং শুরু করে দেয় আর পরিণাম হয় লস । তাদের মনের মধ্যে এক ধরনের ভ্রান্ত ধারণার সৃষ্টি হয় ফরেক্স মানুষকে সর্বশান্ত করে দেয়। কিন্তু তারা যদি প্রথমে ফরেক্স মার্কেটে এসে ফরেক্স মার্কেট সম্পর্কে দক্ষতা অভিজ্ঞতা অর্জন করে ট্রেডিং শুরু করত তাহলে অবশ্যই তারা ভালো ফলাফল পেতে। তাই ফরেক্স মার্কেট এর ক্ষেত্রে অল্প বিদ্যা খুবই ভয়ংকর।

AMIRSHIKDER976
2019-08-20, 11:38 PM
বাংলায় প্রচলিত একটি পুরাতন অল্প বিদ্যা ভয়ংকরী যেকোনো কাজেই আপনি যদি কম জানেন এবং শেখাবে পারদর্শিতা দেখানোর চেষ্টা করেন তাহলেই বিপদ নিশ্চিত।
প্রতিটি কাজের ক্ষেত্র ফরেক্স ও একই রকম নিয়ম আপনি যতটুকু জানেন ততটুকু করার চেষ্টা করবেন এর বেশি করার চেষ্টা করলেই আপনি বিপদের সম্মুখীন হবেন অথবা আপনার অ্যাকাউন্টটি বিপদের সম্মুখীন হবে সুতরাং এরকম কাজ করা যাবে না। অল্প বিদ্যা ভয়ংকর তার মধ্যে আবার পারদর্শিতা দেখানোটা মানুষের একটি অন্যতম মনোভাব।

MDRIAZ777
2019-08-20, 11:52 PM
অল্প বিদ্যা ভয়ঙ্কর এই প্রবাদ বাক্যটি আমরা সকলেই কম বেশি শুনেছি অনেকেই বাস্তব জীবনে এর প্রয়োগ এবং তার ফলাফল কমবেশি উপলব্ধি করেছি। আপনি যে কাজই করুন না কেন উক্ত কাজে শতভাগ সফলতা অর্জনের পূর্বে অবশ্যই আপনাকে উক্ত কাজ এর পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে ভাষা ভাষা জ্ঞান অথবা সামান্য পুঁথিগত জ্ঞান ব্যবহার করে কখনোই কোন কাজ শতভাগ সফলতার সঙ্গে সম্পন্ন করা সম্ভব না ফলে কাঙ্খিত ফলাফল ও আশা করা ঠিক নয়। ফরেক্স মার্কেট নিয়ে আমরা যারা কাজ করছি তারা প্রত্যেকেই কম-বেশি ফরেক্স মার্কেট সম্পর্কে অবহিত রয়েছি আসলে ফরেক্স হলো বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় এর সব থেকে বড় মার্কেট প্লেস যেখানে প্রতিদিন বিলিয়ন বিলিয়ন অর্থের আদান-প্রদান হয়ে থাকে যার মধ্য দিয়ে ট্রেডাররা কাঙ্ক্ষিত প্রফিটের দেখা পায়। ফরেক্স মার্কেট এমন একটি মুদ্রা বাজার যেখানে প্রতিনিয়তই মুদ্রার মূল্যের পরিবর্তন ঘটতে থাকে আর কোন মুদ্রার কতটুকু পরিবর্তন হতে পারে সেই সম্ভাব্যতা যাচাই কে মার্কেট এনালাইসিস বলা হয় আর যখন একজন ট্রেডার সঠিক ফরেক্স ট্রেডিং জ্ঞান অর্জন করতে সক্ষম হয় তখনই কেবলমাত্র তার দ্বারা সঠিক মার্কেট এনালাইসিস করে সঠিক কারেন্সি পেয়ারে ট্রেড করা সম্ভব করা হয় যার ফলশ্রুতিতে ভাল প্রফিট এর সম্ভাবনা অনেকাংশে নিশ্চিত হয়। ফলে যারা ফরেক্স ট্রেডিংকে আয়ের মাধ্যম হিসেবে অর্থাৎ পেশা হিসেবে গ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে বলব ফরেক্স মার্কেট সম্পর্কে প্রথমে ভালোভাবে জ্ঞান অর্জন করুন স্বল্প ট্রেডিং জ্ঞান নিয়ে ফরেক্স মার্কেটে হয়তো বা সামান্য সময়ের জন্য আপনি টিকে থাকতে পারবেন তবে কখনোই দীর্ঘ সময়ের জন্য সফলতার সাথে ফরেক্স মার্কেট এ আপনার পক্ষে টিকে থাকা সম্ভব হবে না।

Hasinapx
2019-08-21, 11:11 AM
”অল্প বিদ্যা ভয়ঙ্কর “ কথাটি ফরেক্সের ক্ষেত্রে ১০০% সত্য। অনেকে ফরেক্স সম্পর্কে কিছু জানার পরেই রিয়েল ট্রেড শুরু করেন। ভাগ্যক্রমে প্রথম প্রথম প্রফিট হলেও যখনই লস হয় এবং ব্যালেন্স জিরো হয়ে যায় তখনই নেগেটিভ হয়ে যায় এবং ফরেক্স সম্পর্কে ভূল ধারণা তৈরী হয়। ফলে বন্ধ করে দেয় ট্রেড। এভাবেই ঝরে যায় ভালো একটা ব্যবসা থেকে অসংখ্য ভাই। যা আমাদের কাম্য নয়।

Mahmud1984fx
2019-08-21, 11:33 AM
অল্প জেনে ফরেক্সের মতো আন্তর্জাতিক মানের ব্যবসা করা আদৌ সম্ভব নয়। কারণ এখানে ব্যবসা করতে গেলে ইংরেজী ভাষা,কম্পিউটার/মোবাইল বিদ্যা,ফরেক্স সম্পর্কে পরিষ্কার ধারণা ,ডেমোতে বাস্তব ট্রেড করা শেখার পরে রিয়েল ট্রেডে যেতে হয় না হলে সফল হওয়ার স্বপ্ন দেখা আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছুই নয়।

IFXmehedi
2019-08-21, 12:03 PM
ভাই আপনার সাথে আমি একমত । আমি অনেকে দেখেছি যে ৭/৮ দিন ফরেক্স নিয়ে ঘাঁটাঘাঁটি করে মনে করে ফরেক্সে সে বস হয়ে গেছে । কিন্তু যখনি যে রিয়েল ট্রেড করার জন্য ডিপোজিট করছে সেখান থেকে সে কোন লাভ করতে পারে নাই । অ্যাকাউন্ট শূন্য করে ফেলেছে । কথায় যেমন আসছে অল্প বিদ্যা ভয়ংকারি বাস্তবেও তাই । তাই নিজেকে অধিক জ্ঞানী না মনে করে ধীরে ধীরে আগানোই ভাল । ফরেক্স সম্পর্কে নিজের জ্ঞান বারান তারপর ফরেক্স থেকে টাকা আয় করার কথা ভাবুন ।

masum0086
2019-08-21, 03:00 PM
অল্প বিদ্যা ভয়ংকর, ফরেক্সে কথাটি সম্পূর্ণ সত্য,অর্থাৎ ফরেক্স সম্পর্কে সামান্য জ্ঞান অর্জন করে কেউ যদি ফরেক্স ট্রেডিং করতে আসে তাহলে তার জন্য ফরেক্স ট্রেডিং খুবই বিপদজনক, কেননা অল্প বিদ্যা দিয়ে ট্রেডিং করলে সে লাভ করার পরিবর্তে লস করার মাধ্যমে সমস্ত ব্যালেন্স হারিয়ে ফরেক্স থেকে সরে যেতে বাধ্য হবে, যেটা তার একাউন্ট এর মৃত্যু সমতূল্য হবে।

MANIK6642
2019-08-21, 03:17 PM
অল্প বিদ্যা ভয়ঙ্কর এটা চিরন্তন একটা সত্য কথা।ফরেক্স এ কিছু কিছু ট্রেডার আছে যারা বোঝার আগেই সব বুঝে যায়।ফরেক্স কে মানি মেকার ভেবে ট্রেডিং শুরু করে দেয় কোন কিছু ভালভাবে শেখার প্রয়োজন মনে করেনা।এরা অনেক বেশি ইনভেস্ট ও করে।শেষমেষ দেখা যায় তাদের আম ছালা কোনটাই নাই।তারা তাদের অল্পবিদ্যা দিয়ে ফরেক্সকে জয় করতে যায়।ফরেক্স এমন একটি ক্ষেত্র যেখানে আপনার দক্ষতা অভিজ্ঞতা ছাড়া কোন কাজ হয়না।এমনো অনেক দক্ষ দক্ষ ট্রেডার আছে যারা ফরেক্স এ কাজ করতে করতে বুড়ো হয়ে গেল তারা তাই মাঝে মাঝে বুঝতে পারেনা মার্কেট কখন উঠবে কখন নামবে।আর কিছু কিছু বিদ্বান আছে তারা দুদিনেই ফরেক্স বুঝে ট্রেড শুরু করে দেয়।শেষমেষ পুজি হারিয়ে তারাও হারিয়ে যায়।ফরেক্স এ অল্পবিদ্যা শিখার কোন কাজ নেই।এখানে আগে দক্ষ ও অভিজ্ঞ হয়ে আসতে হবে তবেই ফরেক্স হতে প্রফিট করা সম্ভব।