View Full Version : অতি লোভে তাঁতি নষ্ট
Hasinapx
2019-08-21, 09:47 AM
ফরেক্সের ক্ষেত্রে এই প্রবাদ বাক্যটি তথা ”অতি লোভে তাঁতি নষ্ট “ ১০০%সঠিক ।আমার জানা মতে ফরেক্সে লোভে পড়ে ব্যালেন্স জিরো করে নাই এমন ট্রেডার পাওয়া ভার। প্রথম প্রথম আমরা ভালই নিয়ম কানুন মেনে ট্রেড করি ,প্রফিট ও করি হঠাৎ তাঁতির মতো গরুর দুধ বিক্রি করে বেশী লাভের আশায় তাঁত বিক্রি করে গোয়াল ঘর বানাতে পারলেও আর গরু কিনতে পারে নাই। শেষে তাঁত গেল সবই গেল-অতি লোভে তাঁতি নষ্ট হয়ে গেল। তেমনি আমাদেরকে অবশ্যই তাঁতির মতো অতি লোভ করে সব শেষ করা যাবে না। যে কোন মূ্ল্যে লোভ নিয়ন্ত্রণ করতে পারলে ফরেক্সে সফল হওয়া সম্ভব ।
Mahmud1984fx
2019-08-21, 11:26 AM
”অতি লোভে তাঁতি নষ্ট” কথাটি বাস্তব সত্য। কিন্তু লোভ কিভাবে সামলানো যায় সেই বিষয়গুলো বিস্তারিত আসা দরকার। কারণ আমরা সবাই জানি লোভ খুব খারাপ -লোভের কারণেই ফরেক্সে অনেকে টিকে থাকতে পারে না। মানি ম্যানেজমেন্ট ঠিক রাখা যায় না শুধুমাত্র অতিরিক্ত লোভের কারণেই।সুতরাং আমাদের উচিত যে কোন মূল্যে লোভ নিয়ন্ত্রণের মাধ্যমে ফরেক্সে টিকে থাকা।
masum0086
2019-08-21, 03:17 PM
অতি লোভে তাতি নষ্ট কথাটি বাস্তব সত্য । কারণ ফরেক্সে নতুন ,ডেমোতে ট্রেড করি ,ভালই প্রফিট হয় কিন্তু মাঝে মাঝে বেশী লাভের আশায় এ্যান্ট্রি দিয়ে ফেলি তখনই প্রফিটের দিকে না গিয়ে লসের দিকে ধাবিত হয় । তাই বুঝলাম ফরেক্সে অতিরিক্ত লোভ করা যাবে না ।
MANIK6642
2019-08-21, 03:29 PM
অতি লোভে তাতি নষ্ট কথাটি ফরেক্সের বেলায় একেবারেই সত্য।ফরেক্স এ লোভ করে একাউন্ট জিরো করেনাই এমন লোক খুব কম রয়েছে।ফরেক্স এ যেই লোভ করেছে সেই তার একাউন্ট জিরো হয়ে গেছে।ফরেক্স এ আপনি যদি সফল হতে চান তবে সর্বপ্রথম আপনাকে লোভ পরিহার করতে হবে।লোভ যদি আপনার ভিতর সামান্য থেকে থাকে তবে আপনি কখনোই ফরেক্স এ সফল হতে পারবেন না।লোভ মানুষকে ধ্বংস করে দেয়।এজন্য আগে লোভ পরিহার করে ফরেক্স খুব ভালভাবে শিখতে হবে।আপনি ফরেক্স এ যত দক্ষ এবং অভিজ্ঞ হবেন আপনার সফল হওয়ার সম্ভাবনাও বেশি হবে।এজন্য আগে ফরেক্স এ এসে আগে লাভের চিন্তা না করে আগে নিয়মিত ডেমো ট্রেড এবং নিয়মিত ফরেক্সের সাথে থেকে ফরেক্স শিখে নিতে হবে।লোভ পরিহার করে যত বেশি ফরেক্স এ দক্ষ এবং অভিজ্ঞ হতে পারবেন আপনি তত তাড়াতাড়ি ফরেক্স এ সফল হতে পারবেন।
KaziBayzid162
2019-08-23, 07:45 AM
আসলে কোন কিছুই অতিরিক্ত ভালো নয়, অর্থাৎ যখন কোন কিছুর পরিমাণ অতিরিক্ত হয়ে যায় তখন সেটা ভালোর পরিবর্তে খারাপের দিকে চলে যায়, যেমন মিষ্টির কথাই ধরেন না কেন যতক্ষণ পর্যন্ত এটা আপনার লিমিটের ভিতরে থাকবে ততক্ষণ এটা স্বাস্থ্যের জন্য উপকারী আবার যখন এটার পরিমাণ বেশি হয়ে যাবে তখন এটা আপনার স্বাস্থ্যের জন্য বিষে পরিণত হবে, তেমনি ফরেস্কর ক্ষেত্রে অতি লোভ খুবই বিপদজনক, কারণ ফরেক্সের লোভের কোন স্থান নেই যারা ফরেক্স থেকে লাভ করেছে তারাই ফরেস্ক থেকে সরে যেতে বাধ্য হয়েছে,তবে যেহেতু মানুষ লোভের উদ্ধে নয় অর্থাৎ সব মানুষের ভিতরে কমবেশি লোভ রয়েছে, তাই ফরেক্স থেকে সফলতা অর্জন করতে হলে অবশ্যই লোভকে নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু কেউ যদি লোভকে নিয়ন্ত্রণ করতে না পারে, এবং লোভের বশবর্তী হয়ে মানি ম্যানেজমেন্ট সাড়াই কোন ট্রেড ওপেন করে ফেলে তাহলে সে ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবে না বরং লস করার মাধ্যমে ব্যালেন্স হারিয়ে ফেলবে।তাই বলব ফরেক্স মার্কেটে টিকে থেকে সফলতার সাথে ব্যবসা করতে চাইলে লোভকে নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ।
souravkumarhazra6763
2019-08-23, 11:24 AM
জী হ্যা আতি লোভ এ তাঁতি নষ্ট এই কথাটা অতিব বাস্তব,আমি লোভ এর ফলে এই বিজিনেস থেকে অনেক বার আমার একাউন্ট জিরো করেছি,তাই এই বিজিনেস অংশগ্রহণ করতে হলে আপনাকে আগে লোভ ত্যাগ করতে হবে,আমি যানি লোভ ত্যাগ করা খুব কঠিন কিন্তু সফল হতে হলে লোভ ত্যাগ করতে হবে।
TanjirKhandokar1994
2019-08-23, 05:38 PM
অবশ্যই ফরেক্স ট্রেডিং এ বেশি লোভ করা মানেই ভয়ংকর রকমের বিপদ। আমরা ছোট বেলায় পপরেছিলাম যে অতি লোভে তাতি নষ্ট বা লোভে পাপ পাপে মৃত্যু কথা গুলো প্রবাদবাক্য হলেও আসলেই ঠিক। ফরেক্স ট্রেডিং এমনই একটি আন্তর্জাতিক অনলাইন বিজনেস যেখান সবাই চাইলেই কাজ করতে পারেন। তবে এখানে সবাই টিকে থাকতে পারে না আর এখানে টিকে থাকতে না পারার কারন হলো লোভ করা। অনেক অদক্ষ ট্রেডার আছেন যারা এই ভুল গুলো করে আর যার ফলশ্রুতিতে সব হারাতে হয়। তাই আমি মনে করি আমাদের সবারই উচিত ফরেক্স ট্রেডিং করার সময় সকল প্রকার লোভ সামলিয়ে কাজ করা। ধন্যবাদ
mamunjd97
2019-08-29, 12:24 PM
অতি লোভে তাতী নষ্ট কথাটি ফরেক্সের ক্ষেত্রে কেউ মিথ্যা বলবে না । কারণ লোভ করতে গিয়ে ব্যালেন্স জিরো করেছেন জীবনে একবার হলেও এমন মনে হয় সবাই হবে। আমার কথা বলি আমি যতবার লোভ করেছি ততবার প্রায় লস হয়েছে। যখন লোভ নিয়ন্ত্রণে রেখে ট্রেড করেছি তখন ভালই হয়েছে। লস সাধারণত: হয়নি । এজন্য সবাইকে বলবো কেউ কখনো অতিরিক্ত লোভ করতে যাবেন না।তাহলে ফরেক্সে টিকতে পারবেন না হলে আউট।
Hredy
2019-08-29, 02:59 PM
লোভে পাপ অার পাপে মৃত্যু কথাটা ফরেক্স এর ক্ষেত্রে সত্য। লোভ করে ব্যালান্স জিরো হবার ঘটনা ফরেক্স এ নিয়মিত ঘটে। অতিরিক্ত কোন কিছু আশা করা ঠিক না, কথায় আছে সবরে মেওয়া ফলে। সুতরাং ধৈর্যশীল হতে হবে একলাফে কোন দিন তাল গাছে ওঠা যায় না। লোভ সকলের মধ্যেই কম অথবা বেশি আছে যে লোভ কে কন্ট্রোল করতে পারবে সে টিকে থাকবে ফরেক্স এ। যে লোভ করবে ব্যালেন্স জিরো হবার পর সে নিজেই বলবে অতি লোভে তাঁতি নষ্ট, কেনো এত লোভ করতে গেলাম।
ARIFULISLAM1996
2019-09-01, 09:25 PM
ফরেক্স একটি লোভনীয় ব্যবসা। তবে ফরেক্সে বেশি লোভ করা ভালো নয়।ফরেক্স মার্কেটে আসার আগে নিজের মধ্য থেকে লোভ ত্যাগ করতে হবে।ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই ধৈর্যের সাথে ট্রেড করতে হবে। লোভের তাড়নায় পড়ে ঝুঁকি নিয়ে অধিক লটে ট্রেড করা কখনই উচিত নয়।লোভের কারণে হয়তো আপনি লাভবান হতে পারবেন কিন্তু সেই লাভ খুবই ক্ষণস্থায়ী হবে।কাজেই ফরেক্স জেনেশুনে ভালভাবে বুঝে তারপর ট্রেড করতে হবে। চ্যাট করার সময় নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে এবং কখনোই ধৈর্য হারা হয়ে তাড়াহুড়ো করা যাবে না। মনে রাখবেন ফরেক্স খুবই ঝুঁকিপূর্ণ একটি ব্যবসা।
BENGALPIASH0007
2019-09-01, 09:52 PM
অতি লোভে তাঁতি নষ্ট কথাটি 100% সত্যি ফরেক্স মার্কেটের জন্য।ফরেক্স এমন একটি মার্কেট এখানে আপনার লোভ কে নিয়ন্ত্রণ করা খুব কঠিন ব্যাপার হয়ে যায়। অনেকেই আছেন যারা ফরেক্স মার্কেটে এসে নিজের লোককে নিয়ন্ত্রণ করতে না পেরে। রাতারাতি কোটিপতি হয়ে যাওয়ার আশায় অনাকাঙ্ক্ষিত পরিমানে ট্রেডিং করা শুরু করে যার ফলশ্রুতিতে বেশিরভাগ সময় লাভের পরিবর্তে ব্যালেন্স ও জিরো হয়ে যায়।তাই ফরেক্স মার্কেটে সফলতার সাথে টিকে থাকতে হলে অবশ্যই আপনার লোভ কে নিয়ন্ত্রণ করতে হবে। তা না হলে আপনার ফরেক্স ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে।
rakib.r
2020-03-08, 01:40 PM
আমি আপনার সাথে একমত। অতি লোভে তাতি নষ্ট কথাটা একদম ঠিক। এই সতাহে মার্কেট কোজ হবার আগে আমি বড় ধরনের ধরা খাইছি। আমার টা অবশ্য আমি লোভের কথা বলবো না আমি আসলে নিউজ খেয়াল করিনাই তার জন্য আমি ট্রেডে এন্ট্রি নিয়ে নেওয়ার পরেই আমার লস টা এক লাফে ৫ ডলারে চলে যায়। স্টপ লস ও সেট করার টাইম পাই নাই। আসলে এটা করা উচিৎ, সব কিছু ভেবে চিনতে তারপর আসলে ট্রেড নেওয়া উচিৎ। আর এটাও আসলে ঠিক যে লোভ করা মানে নিজের বিপদ নিজে ডেকে আনা
KANIZFATEMA1997
2020-03-08, 02:50 PM
আমরা সবাই বাংলা একটা প্রবাদ এর সঙ্গে পরিচিত আর তা হল লোভে পাপ পাপে মৃত্যু ছোটবেলা থেকেই আমরা এই প্রবাদ বাক্যটি শুনতে শুনতে বড় হয়েছি তবে বাস্তবিক লাইফে অর্থাৎ কর্মব্যস্ততা ময় এই জীবন ব্যবস্থায় আমরা এই প্রবাদ বাক্যটি অনুসরণ করে খুব কমই চলতে পারি। এটা সত্য যে লোভ মানুষকে সব সময় বিপথে পরিচালিত করে যার ফলশ্রুতিতে মানুষ বিভিন্ন ধরনের অযোক্তিক কর্মকান্ডে লিপ্ত হয়ে থাকে। আমরা সবাই জানি যে ফরেক্স মার্কেটে সফলতার অন্যতম প্রধান চাবিকাঠি হলো সঠিক ফরেক্স ট্রেডিং জ্ঞান, দক্ষতা এবং অভিজ্ঞতা যা অর্জন করতে দীর্ঘ সময় ব্যয় হয়ে যায় তথাপি এই দীর্ঘ সময় ব্যয় করার পর অর্জিত ফরেক্স ট্রেডিং জ্ঞানের আলোকে অনেক সময় আমরা ট্রেডিং সিদ্ধান্ত গ্রহণ করতে পারিনা আর এর পিছনে থাকে লোভের প্ররোচনা। লোভ একজন অভিজ্ঞ ফরেক্স ট্রেডারকে ও অতি উৎসাহী এবং অতি আবেগী করে ভূল ট্রেডিং এর দিকে যেতে উৎসাহিত করে যার ফলে অভিজ্ঞতা এবং দক্ষতা সম্পন্ন জ্ঞান থাকা সত্বেও অনেক ফরেক্স ট্রেডার শুধুমাত্র লোভের দাঁড়া পরিচিত হয়ে ফরেক্স মার্কেটে বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পরে। তাই প্রত্যেক ফরেক্স ট্রেডারের উচিত নিজের লোভকে নিয়ন্ত্রণে রেখে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহণ করা এতে করে প্রফিট অল্প হলেও বিনিয়োগকে অনেক বেশি নিরাপদ রেখে মার্কেটপ্লেসে সফলতার সাথে নিজের অবস্থান নিশ্চিত করা যায়।তাই বলা হয় অতি লোভে তাতি নষ্ট। লোভ করলে তা ধ্বংসের দিকে নিয়ে যায়।ফরেক্সে ঠিকে থাকার জন্য লোভ করে পরিহার করতে হবে।ধৈর্য্যশীল হতে হবে
Romjan1989
2020-03-08, 04:40 PM
ফরেক্স ট্রেডিং হল একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যেখানে টাকা বা ডলার লেন দেন করা হয়। যেখানে অর্থের লেন দেন হয় সেখানে মানুষের মাঝে লোভ কাজ করে এটাই স্বাভাবিক কারণ অর্থের উপর সকলেরি লোভ কাজ করে। আর ফরেক্স ট্রেডিং ব্যবসায় এই লোভের জন্যই অনেক মানুষের একাউন্ট জিরো হয়ে যায়। তাই আমি মনে করি অতি লোভে তাতি নস্ট কথাটি আসলেই সত্যি।ফরেক্স ট্রেডিং ব্যবসায় লোভ না করাই ভাল।
MdRubelShaikh
2020-03-08, 04:45 PM
অতি লোভে তাতী নষ্ট একথাটার সাথে আমিও একমত।কারণ আমি নিজে তার প্রমান, আমি যখুন বেশি লোভ করেছি তখুন বেশি বিপদে পরেছি।আর ফরেক্স ব্যবসাতে লোভ করাটা হারাম।লোভ করেছেন তো মরেছেন।
Suriya Sultana Hira
2020-03-08, 05:08 PM
অতি লোভে তাতি নষ্ট এই কথাটা বহুল আলোচিত একটি কথা এবং আমাদের সকলের জানা কথা । লোভ করলে কোনো ব্যবসায় সফল হওয়া সম্ভব নয় । ফরেক্স মার্কেট ও তার বিপরীত নয় । ফরেক্স মার্কেটে ও লোভ করলে কোনো ভাবেই সফলতা অর্জন করা সম্ভব নয় । তাই আমাদের উচিত ধৈর্য ধারন করে টিকে থাকা এবং লোভ না করে অল্প লাভে খুশি থাকা,,,, ধন্যবাদ ।
Md.Nasim Uddin
2020-03-08, 05:34 PM
ফরেক্স এর ক্ষেত্রে অতি লোভে তাঁতি নষ্ট প্রবাদ বাক্যটি 100% সত্য। আমরা সব ব্যবসায়ী অল্পতে অধিক লাভের আশায় বেশি রিক্স নিয়ে ফেলি। এর ফলে ট্রেডারের একাউন্ট জিরো হয়ে যেতে পারে। ফরেক্স বিজনেসকরতে হলে আপনাকে লোভ থেকে বিরত থাকতে হবে। যদি কোন ট্রেডার লোভ লালসা থেকে দূরে থাকতে পারে তাহলেই ফরেক্স বিজনেস করে লাভবান হবে। আর যদি লোভে পড়ে ফরেক্স মার্কেটে ট্রেড করে তাহলে ব্যালেন্স ও হারাতে পারে। তাই আমাদের উচিত হবে অল্প অল্প লাভ করে ফরেক্স সম্বন্ধে সঠিক তথ্য গ্রহণ করে ট্রেড ওপেন করাও বিজনেস চালিয়ে যাওয়া।.......ধন্যবাদ
Wajih Toushif
2020-03-08, 05:44 PM
ফরেক্সের ক্ষেত্রে এই প্রবাদ বাক্যটি তথা ”অতি লোভে তাঁতি নষ্ট “ ১০০%সঠিক ।আমার জানা মতে ফরেক্সে লোভে পড়ে ব্যালেন্স জিরো করে নাই এমন ট্রেডার পাওয়া ভার। প্রথম প্রথম আমরা ভালই নিয়ম কানুন মেনে ট্রেড করি ,প্রফিট ও করি হঠাৎ তাঁতির মতো গরুর দুধ বিক্রি করে বেশী লাভের আশায় তাঁত বিক্রি করে গোয়াল ঘর বানাতে পারলেও আর গরু কিনতে পারে নাই। শেষে তাঁত গেল সবই গেল-অতি লোভে তাঁতি নষ্ট হয়ে গেল। তেমনি আমাদেরকে অবশ্যই তাঁতির মতো অতি লোভ করে সব শেষ করা যাবে না। যে কোন মূ্ল্যে লোভ নিয়ন্ত্রণ করতে পারলে ফরেক্সে সফল হওয়া সম্ভব ।
আপনি একদম সঠিক কথা বলেছেন। অনেক ভালো করেই অনেকেই অতি লোভ করতে গিয়ে সব হারিয়েছে এরকম লোক এর সংখ্যা অনেক বেশী। তাই আমার মতে প্লেন করে লস করলেও লোভ টা আসে না। তাই আমি সবাইকে বলি প্লেন করে ট্রেড করতে। আপনার এই পোস্ট অনেকের জন্য উপকার হবে আসা করি।
Emarif1992
2020-03-08, 10:01 PM
”অতি লোভে তাঁতি নষ্ট” কথাটি বাস্তব সত্য। কিন্তু লোভ কিভাবে সামলানো যায় সেই বিষয়গুলো বিস্তারিত আসা দরকার। কারণ আমরা সবাই জানি লোভ খুব খারাপ -লোভের কারণেই ফরেক্সে অনেকে টিকে থাকতে পারে না। মানি ম্যানেজমেন্ট ঠিক রাখা যায় না শুধুমাত্র অতিরিক্ত লোভের কারণেই।সুতরাং আমাদের উচিত যে কোন মূল্যে লোভ নিয়ন্ত্রণের মাধ্যমে ফরেক্সে টিকে থাকা।যা আমাদের কে টিকে থাকতে সাহায্য করবে।
Sapna1212
2020-03-08, 10:10 PM
হ্যাঁ আমার প্রিয় ভাই আপনি ঠিক বলেছেন যে এটি আমাদের অত্যধিক লোভী ধ্বংসের দিকে নিয়ে যায় If যদি আমরা এতে আমাদের অভিশাপটি শেষ করি তবে আমরা এতে খুব ভাল হয়ে উঠতে পারি C সেলিয়া কখনই লোভী হওয়া উচিত নয়। যদি আমরা এতে কাজ করি, লোভ নয়, ধৈর্য ও ধৈর্য, আমরা দ্রুত সাফল্য খুঁজে পাব।
Habibur shaikh
2020-03-08, 11:02 PM
ব্যবসায় কার্য পরিচালনা করতে হলে লাভ-লোকসান হয়ে থাকে। তবে অতিরিক্ত লোভ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ফরেক্স এর ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। অতি লোভে তাঁতি নষ্ট প্রবাদ বাক্যটির সাথে ফরেক্সের গভীর মিল রয়েছে।
Mas26
2020-03-08, 11:27 PM
অতি লোভে তাঁতি নষ্ট
”অতি লোভে তাঁতি নষ্ট” কথাটি বাস্তব সত্য। কিন্তু লোভ কিভাবে সামলানো যায় সেই বিষয়গুলো বিস্তারিত আসা দরকার। কারণ আমরা সবাই জানি লোভ খুব খারাপ -লোভের কারণেই ফরেক্সে অনেকে টিকে থাকতে পারে না। মানি ম্যানেজমেন্ট ঠিক রাখা যায় না শুধুমাত্র অতিরিক্ত লোভের কারণেই।সুতরাং আমাদের উচিত যে কোন মূল্যে লোভ নিয়ন্ত্রণের মাধ্যমে ফরেক্সে টিকে থাকা
Hredy
2020-04-25, 07:01 AM
অতি লোভে তাতি নষ্ট কথাটি বাস্তব সত্য । কারণ ফরেক্সে নতুন ,ডেমোতে ট্রেড করি ,ভালই প্রফিট হয় কিন্তু মাঝে মাঝে বেশী লাভের আশায় এ্যান্ট্রি দিয়ে ফেলি তখনই প্রফিটের দিকে না গিয়ে লসের দিকে ধাবিত হয় । তাই বুঝলাম ফরেক্সে অতিরিক্ত লোভ করা যাবে না ।
HASIBURRAHMAN
2020-05-25, 07:15 PM
অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আর ফরেক্সে লোভের কোন স্থান নেই। লোভ করলে ফরেক্স ব্যালেন্স জিরো হতে বেশি সময় লাগে না।
Lubna1212
2020-05-25, 07:34 PM
এটি ফরেক্সের অ্যাকাউন্টে বৈধ। ফরেক্সে এয়ারিসের মাধ্যমে শূন্য রেকর্ড নেই এমন অনেক ব্যক্তি নেই। ফরেক্সে অবিচ্ছিন্ন ব্যক্তির রেকর্ড শূন্য হয়ে গেছে। ফরেক্সে আপনার কার্যকর হওয়া দরকার এমন ইভেন্টে, প্রথম গুরুত্বের বিষয় হিসাবে আপনাকে অপরিচ্ছন্নতা থেকে কৌশলগত দূরত্ব বজায় রাখতে হবে। আপনার ভিতরে ভেরিটির স্মিডজেনের অফ অফ সুযোগটি রয়েছে, আপনি কখনই ফরেক্সে ফলদায়ক হতে পারবেন না। অতৃপ্তি ব্যক্তিদের বিলোপ করে। আপনি ফরেক্সে যত বেশি প্রতিভাশালী এবং অভিজ্ঞ, আপনার সফল হওয়ার ব্যাপারে প্রায় নিশ্চিত। এইভাবে, ফরেক্সে আসার আগে, আপনাকে সুবিধাগুলির উপর চাপ না দিয়ে সাধারণ ডেমো এক্সচেঞ্জ এবং সাধারণ ফরেক্সের সাথে ফরেক্স শিখতে হবে। বৈদেশিক মুদ্রার মধ্যে যতটা সম্ভব অপ্রয়োজনীয়তা থেকে কৌশলগত দূরত্ব বজায় রাখুন। আপনি যত দক্ষ এবং অভিজ্ঞ, যত তাড়াতাড়ি আপনি ফরেক্সে বিজয়ী হতে পারবেন।
SHARIFfx
2020-05-25, 07:36 PM
আসলে লোভ করে ফরেক্স ট্রেড করলে রেজাল্ট জিরু হয়। তাই আমাদের কে ট্রেড এর এন্ট্রি নিতে হলে অফেক্ষা করতে হবে। সাপোর্ট আর রেজিস্টেন্স দেখে এন্ট্রি নেওয়ার সময় হলে এন্ট্রি ট্রেড নিতে হবে। তা ছাড়া মানিমেনেজমান্ট করে ট্রেড নেওয়া উচিত।
FATEMAKHATUN
2020-05-25, 09:35 PM
লোভে পাপ পাপে মৃত্যু যদি লোভ অতিরিক্ত হয় অথবা অনিয়ন্ত্রিত হয়। লোভ নিয়ন্ত্রণ করতে না পারলে ধ্বংস অনিবার্য।
এটা সত্য যে লোভ মানুষকে সব সময় বিপথে পরিচালিত করে যার ফলশ্রুতিতে মানুষ বিভিন্ন ধরনের অযোক্তিক কর্মকান্ডে লিপ্ত হয়ে থাকে । আমরা সবাই জানি যে ফরেক্স মার্কেটে সফলতার অন্যতম প্রধান চাবিকাঠি হলো সঠিক ফরেক্স ট্রেডিং জ্ঞান, দক্ষতা এবং অভিজ্ঞতা যা অর্জন করতে দীর্ঘ সময় ব্যয় হয়ে যায় । তথাপি এই দীর্ঘ সময় ব্যয় করার পর অর্জিত ফরেক্স ট্রেডিং জ্ঞানের আলোকে অনেক সময় আমরা ট্রেডিং সিদ্ধান্ত গ্রহণ করতে পারিনা আর এর পিছনে থাকে লোভের প্ররোচনা ।
DEARMUM100
2020-06-23, 11:27 PM
আমরা সবাই বাংলা একটা প্রবাদ এর সঙ্গে পরিচিত আর তা হল অতি লোভে তাতীঁ নষ্ট ছোটবেলা থেকেই আমরা এই প্রবাদ বাক্যটি শুনতে শুনতে বড় হয়েছি তবে বাস্তবিক লাইফে অর্থাৎ কর্মব্যস্ততা ময় এই জীবন ব্যবস্থায় আমরা এই প্রবাদ বাক্যটি অনুসরণ করে খুব কমই চলতে পারি। এটা সত্য যে লোভ মানুষকে সব সময় বিপথে পরিচালিত করে যার ফলশ্রুতিতে মানুষ বিভিন্ন ধরনের অযোক্তিক কর্মকান্ডে লিপ্ত হয়ে থাকে। আমরা সবাই জানি যে ফরেক্স মার্কেটে সফলতার অন্যতম প্রধান চাবিকাঠি হলো সঠিক ফরেক্স ট্রেডিং জ্ঞান, দক্ষতা এবং অভিজ্ঞতা যা অর্জন করতে দীর্ঘ সময় ব্যয় হয়ে যায় তথাপি এই দীর্ঘ সময় ব্যয় করার পর অর্জিত ফরেক্স ট্রেডিং জ্ঞানের আলোকে অনেক সময় আমরা ট্রেডিং সিদ্ধান্ত গ্রহণ করতে পারিনা আর এর পিছনে থাকে লোভের প্ররোচনা। লোভ একজন অভিজ্ঞ ফরেক্স ট্রেডারকে ও অতি উৎসাহী এবং অতি আবেগী করে ভূল ট্রেডিং এর দিকে যেতে উৎসাহিত করে যার ফলে অভিজ্ঞতা এবং দক্ষতা সম্পন্ন জ্ঞান থাকা সত্বেও অনেক ফরেক্স ট্রেডার শুধুমাত্র লোভের দাঁড়া পরিচিত হয়ে ফরেক্স মার্কেটে বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পরে। তাই প্রত্যেক ফরেক্স ট্রেডারের উচিত নিজের লোভকে নিয়ন্ত্রণে রেখে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহণ করা এতে করে প্রফিট অল্প হলেও বিনিয়োগকে অনেক বেশি নিরাপদ রেখে মার্কেটপ্লেসে সফলতার সাথে নিজের অবস্থান নিশ্চিত করা যায়।
Starship
2020-06-24, 12:24 AM
সেই পূর্বকাল থেকে প্রচলিত প্রবাদ বাক্যটি মানব সভ্যতাকে অনেক ইতিহাস রচনা করার সুযোগ দিয়েছে। প্রবাদ বাক্যটি চিরন্তন সত্য তা বলার কোন সন্দেহ রাখে না। এই অতি লোভের কারনে আজ অনেকে উদাহরণ হয়ে গেছেন। তাই যে কোন বিষয়ে অতি লোভ ভালো ফল বয়ে আনে না।
আর সেটা যদি হয় ফরেক্স মার্কেট তাহলে তো কথাই নেই। এখানে অতি লোভের ফলে জিরো ব্যালেন্স হওয়ার উদাহরণ দেওয়ার মত র্টেডারের অভাব নেই। তাই ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে হলে অতি লোভ বর্জন করতে হবে।
konok
2020-06-24, 12:04 PM
অতি লোভে তাতি নষ্ট কথাটি ফরেক্সের বেলায় একেবারেই সত্য।ফরেক্স এ লোভ করে একাউন্ট জিরো করেনাই এমন লোক খুব কম রয়েছে।ফরেক্স এ যেই লোভ করেছে সেই তার একাউন্ট জিরো হয়ে গেছে।ফরেক্স এ আপনি যদি সফল হতে চান তবে সর্বপ্রথম আপনাকে লোভ পরিহার করতে হবে।লোভ যদি আপনার ভিতর সামান্য থেকে থাকে তবে আপনি কখনোই ফরেক্স এ সফল হতে পারবেন না।লোভ মানুষকে ধ্বংস করে দেয়।এজন্য আগে লোভ পরিহার করে ফরেক্স খুব ভালভাবে শিখতে হবে।আপনি ফরেক্স এ যত দক্ষ এবং অভিজ্ঞ হবেন আপনার সফল হওয়ার সম্ভাবনাও বেশি হবে। সবাইকে বলবো কেউ কখনো অতিরিক্ত লোভ করতে যাবেন না।তাহলে ফরেক্সে টিকতে পারবেন না হলে আউট।
muslima
2020-07-11, 02:54 AM
অনেকেই আছেন যারা ফরেক্স মার্কেটে এসে নিজের লোককে নিয়ন্ত্রণ করতে না পেরে। রাতারাতি কোটিপতি হয়ে যাওয়ার আশায় অনাকাঙ্ক্ষিত পরিমানে ট্রেডিং করা শুরু করে যার ফলশ্রুতিতে বেশিরভাগ সময় লাভের পরিবর্তে লস হয় । আমরা জানি লোভ খুব খারাপ আর লোভের কারণেই ফরেক্সে অনেকে টিকে থাকতে পারে না। মানি ম্যানেজমেন্ট ঠিক রাখা যায় না শুধুমাত্র অতিরিক্ত লোভের কারণেই।সুতরাং আমাদের উচিত যে কোন মূল্যে লোভ নিয়ন্ত্রণের মাধ্যমে ফরেক্সে টিকে থাকা ।
IFXmehedi
2020-07-11, 03:47 AM
ফরেক্সের ক্ষেত্রে এই প্রবাদ বাক্যটি তথা ”অতি লোভে তাঁতি নষ্ট “ ১০০%সঠিক ।আমার জানা মতে ফরেক্সে লোভে পড়ে ব্যালেন্স জিরো করে নাই এমন ট্রেডার পাওয়া ভার। প্রথম প্রথম আমরা ভালই নিয়ম কানুন মেনে ট্রেড করি ,প্রফিট ও করি হঠাৎ তাঁতির মতো গরুর দুধ বিক্রি করে বেশী লাভের আশায় তাঁত বিক্রি করে গোয়াল ঘর বানাতে পারলেও আর গরু কিনতে পারে নাই। শেষে তাঁত গেল সবই গেল-অতি লোভে তাঁতি নষ্ট হয়ে গেল। তেমনি আমাদেরকে অবশ্যই তাঁতির মতো অতি লোভ করে সব শেষ করা যাবে না। যে কোন মূ্ল্যে লোভ নিয়ন্ত্রণ করতে পারলে ফরেক্সে সফল হওয়া সম্ভব ।
একদম উচিত কথা বলেছেন আপনি । আমি মনে করি লোভ আমাদের চরম শত্রু এই লোভের কারণে আমরা কোন কিছুতেই সফল হতে পারেনা যে কোন কিছুতেই যদি আমরা সফল হতে চায় তাহলে আমাদের লোভ কে পরিহার করতে হবে । আমরা যদি লোভ পরিহার করতে পারি তবেই আমরা আমাদের সঠিক গন্তব্যে পৌঁছে যেতে পারব । আপনি যদি ফরেক্স মার্কেটের ট্রেডিং করার সময় নিজের লোভকে নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেট থেকে কখনোই আপনার কাঙ্খিত পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন না বরং আপনি লস্ই বেশি করবেন ।
NEWVISION2020
2020-07-11, 04:11 AM
লোভ শুধুমাত্র ফরেক্স ব্যবসা নয় বরং যেকোনো ব্যবসার জন্য ক্ষতিকর।কারণ যখনই কোন মানুষ লোভের দ্বারা প্রভাবিত হয় যায় তখন সে তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এবং তখন তার ভিতরে শুধুমাত্র একটা বিষয় কাজ করতে থাকে যে কিভাবে অধিক থেকে অধিকতর আয় করা সম্ভব। আর এই কারনেই কোন না কোন সময় সে লাভের পরিবর্তে অতিরিক্ত লস এর সম্মুখীন হয় এমনকি মূলধন হারিয়ে সেই ব্যবসা থেকেই সরে যেতে বাধ্য হয়।তাই আমাদের উচিত হবে ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় অবশ্যই আমাদের লোভকে নিয়ন্ত্রণ করার কেননা আজ পর্যন্ত যারাই ফরেক্স মার্কেটে অনেক বেশি লোভ করেছে তারা কেউই ফরেক্স মার্কেটে টিকে থেকে ব্যবসা করতে পারেনি।
uzzal05
2020-07-11, 04:25 AM
বেশি লোভ করলে মার্কেট এ কখনোই টিকে থাকা যাবে না। মার্কেট থেকে কম প্রফিট নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। মার্কেট এ যদি আমরা বেশি প্রফিট করতে চাই আসলে বেশি লাভ করতে যেয়ে বেশি লস করে ফেলব। সব সময় কম লাভের চিন্তা করে ট্রেড করতে হবে।
Devdas
2020-07-11, 09:53 PM
কোন কিছুতেই লোভ করা ভাল নয়। লোভ করে কোন *কিছু করলে তা থেকে সাফলতা অর্জন করা যায় না। ঠিক এই ফরেক্স মার্কেট এ লোভ করে আসলে সে কখনোই ফরেক্স থেকে সাফলতা অর্জন করতে পারবে না। এমনকি ফরেক্স থেকে খুব তারাতারি পতন হয় ফরেক্স এ লোভ করে আসলে। তাই ফরেক্স আসলে আগে আপনার লোভটাকে বিসর্জন দিয়ে তারপর ফরেক্স করতে হবে তাহলে আপনি ফরেক্স থেকে সাফলতা অর্জন করতে পারবেন। ধন্যবাদ।
Md.shohag
2020-07-24, 06:48 PM
অতি লোভে তাতি নষ্ট কথাটি বাস্তব সত্য । কারণ ফরেক্সে নতুন ,ডেমোতে ট্রেড করি ,ভালই প্রফিট হয় কিন্তু মাঝে মাঝে বেশী লাভের আশায় এ্যান্ট্রি দিয়ে ফেলি তখনই প্রফিটের দিকে না গিয়ে লসের দিকে ধাবিত হয় । তাই বুঝলাম ফরেক্সে অতিরিক্ত লোভ করা যাবে না ।
Fardin02
2020-07-24, 07:36 PM
অতি লোভে তাতী নষ্ট কথাটি ফরেক্সের ক্ষেত্রে কেউ মিথ্যা বলবে না । কারণ লোভ করতে গিয়ে ব্যালেন্স জিরো করেছেন জীবনে একবার হলেও এমন মনে হয় সবাই হবে। আমার কথা বলি আমি যতবার লোভ করেছি ততবার প্রায় লস হয়েছে। যখন লোভ নিয়ন্ত্রণে রেখে ট্রেড করেছি তখন ভালই হয়েছে। যে লোভ করবে ব্যালেন্স জিরো হবার পর সে নিজেই বলবে অতি লোভে তাঁতি নষ্ট, কেনো এত লোভ করতে গেলাম।
FREEDOM
2020-08-17, 12:56 AM
অতি লোভে তাঁতি নষ্ট কথাটি 100% সত্যি ফরেক্স মার্কেটের জন্য।ফরেক্স এমন একটি মার্কেট এখানে আপনার লোভ কে নিয়ন্ত্রণ করা খুব কঠিন ব্যাপার হয়ে যায়। অনেকেই আছেন যারা ফরেক্স মার্কেটে এসে নিজের লোককে নিয়ন্ত্রণ করতে না পেরে। রাতারাতি কোটিপতি হয়ে যাওয়ার আশায় অনাকাঙ্ক্ষিত পরিমানে ট্রেডিং করা শুরু করে যার ফলশ্রুতিতে বেশিরভাগ সময় লাভের পরিবর্তে ব্যালেন্স ও জিরো হয়ে যায়।তাই ফরেক্স মার্কেটে সফলতার সাথে টিকে থাকতে হলে অবশ্যই আপনার লোভ কে নিয়ন্ত্রণ করতে হবে। তা না হলে আপনার ফরেক্স ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে।
অতি লোভে তাতি নষ্ট কথাটি বাস্তব সত্য । কারণ ফরেক্সে নতুন ,ডেমোতে ট্রেড করি ,ভালই প্রফিট হয় কিন্তু মাঝে মাঝে বেশী লাভের আশায় এ্যান্ট্রি দিয়ে ফেলি তখনই প্রফিটের দিকে না গিয়ে লসের দিকে ধাবিত হয় । তাই বুঝলাম ফরেক্সে অতিরিক্ত লোভ করা যাবে না ।
ভাই আপনার সাথে আমি একমত কারন বেশি লোভের আশায় মাঝে মাঝেই আমরা ট্রেড নিয়ে ঝুলে থাকি পরিনামে কি দাঁড়ায় যেখানে সকাল বেলা ১০ ডলার লাভ থাকা সত্ত্বেও ক্লোজ করলাম না বিকালে বা রাতে এসে চিন্তা করতে হয় একাউন্ট ব্যালেন্স কি শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে। এইটাই আমাদের সবচেয়ে বড় ভূল সিদ্ধান্তের অভাব।
”অতি লোভে তাঁতি নষ্ট” কথাটি বাস্তব সত্য। কিন্তু লোভ কিভাবে সামলানো যায় সেই বিষয়গুলো বিস্তারিত আসা দরকার। কারণ আমরা সবাই জানি লোভ খুব খারাপ -লোভের কারণেই ফরেক্সে অনেকে টিকে থাকতে পারে না। মানি ম্যানেজমেন্ট ঠিক রাখা যায় না শুধুমাত্র অতিরিক্ত লোভের কারণেই।আমরা সবাই জানি যে ফরেক্স মার্কেটে সফলতার অন্যতম প্রধান চাবিকাঠি হলো সঠিক ফরেক্স ট্রেডিং জ্ঞান, দক্ষতা এবং অভিজ্ঞতা যা অর্জন করতে দীর্ঘ সময় ব্যয় হয়ে যায় । তথাপি এই দীর্ঘ সময় ব্যয় করার পর অর্জিত ফরেক্স ট্রেডিং জ্ঞানের আলোকে অনেক সময় আমরা ট্রেডিং সিদ্ধান্ত গ্রহণ করতে পারিনা আর এর পিছনে থাকে লোভের প্ররোচনা।
Soh1952
2020-08-24, 10:03 PM
অতি লোভে তাতি নষ্ট কথাটা একদম ঠিক। এই সতাহে মার্কেট কোজ হবার আগে আমি বড় ধরনের ধরা খাইছি। আমার টা অবশ্য আমি লোভের কথা বলবো না আমি আসলে নিউজ খেয়াল করিনাই তার জন্য আমি ট্রেডে এন্ট্রি নিয়ে নেওয়ার পরেই আমার লস টা এক লাফে ৫ ডলারে চলে যায়। স্টপ লস ও সেট করার টাইম পাই নাই। আসলে এটা করা উচিৎ, সব কিছু ভেবে চিনতে তারপর আসলে ট্রেড নেওয়া উচিৎ। মানি ম্যানেজমেন্ট ঠিক রাখা যায় না শুধুমাত্র অতিরিক্ত লোভের কারণেই।সুতরাং আমাদের উচিত যে কোন মূল্যে লোভ নিয়ন্ত্রণের মাধ্যমে ফরেক্সে টিকে থাকা।যা আমাদের কে টিকে থাকতে সাহায্য করবে।
opudey
2020-08-24, 10:40 PM
অতি লোভে তাঁতি নষ্ট বাক্যটি সম্পূর্ণরূপে যথার্থ। কারণ লোভ করলে পস্তাতে হবে। ফরেক্সে লোভ করে আমরা অনেক সময় আমাদের অর্জিত প্রফিট হারিয়ে ফেলি। লোভের কারণে অনেকের ব্যালেন্স জিরো হয়ে যায়। ফরেক্সে সামান্য লোভ কিংবা ভুল পতনের কারণ হয়ে দাঁড়ায়। লোভ থেকে বিরত থেকে কাজ করে যেতে হবে। তাহলে স্বপ্ন পূরণ হবে।
IslamMdMerajul
2020-08-24, 11:17 PM
অতি লোভে তাঁতি নষ্ট এই বাক্যটি ফরেক্সের জন্য অনেক সত্য।কারণ ফরেক্স মার্কেট এমন একটি ব্যবসায় প্রতিষ্ঠান। যেখানে বেশি লোভ করা মানে লাভের থেকে লসের দিকে পা টা বাড়িয়ে দেওয়া। তাই ফরেক্স মার্কেটের বেশি লোভ করা ঠিক নয়। মাথা ঠান্ডা রেখে ফরেক্স মার্কেটে কাজ করতে পারলে ফরেক্স মার্কেট থেকে অনেক ভাল কিছু আশা করা যায় ।
ABDUSSALAM2020
2020-08-24, 11:20 PM
হ্যাঁ কোথায় আছে অতি লোভে তাঁতি নষ্ট এ কথাটার মানে বলতে বুঝায় এমন কেউ লোভ করবেন না কারণ অল্প হবে ভয়াবহ আকার ধারণ করতে পারে তবে আপনি যদি লোক না করে কোন বিষয় ভালোভাবে জেনে শুনে কাজ করতে হবে আপনি অনেক ভালো ধরনের নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারবেন তবে যদি আপনি লাভ করেন খুব অল্প সময়ের মধ্যে আপনি সর্বহারা হয়ে যাবেন লোভে পাপ পাপে মৃত্যু।
ForexHero
2020-08-24, 11:28 PM
আমি এবং আমার পরিচিত অনেকেই ফরেক্স মার্কেটের সাথে সম্পৃক্ত। অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি যে কোন কোন দিন বেশ প্রফিট করেছি তারপরও মন চাইতো আরো বেশি প্রফিট করি আর তা করতে গিয়েই অনেকসময় ডলার শূন্য হয়ে যেত। যা অতি লোভে তাঁতি নষ্ট কথাটির সাথে সম্পূর্ণ মিলে যায়। যারা ফরেক্স ট্রেডের সাথে জড়িত সকলের উচিৎ বেশি মুনাফা হবার পর মার্কেট বন্ধ করে ভেবে চিন্তে কিছু সময় পর ট্রেড করা।
Shole33
2020-08-24, 11:40 PM
অতি লোভে তাঁতি নষ্ট
ফরেক্স একটি লোভনীয় ব্যবসা। তবে ফরেক্সে বেশি লোভ করা ভালো নয়।ফরেক্স মার্কেটে আসার আগে নিজের মধ্য থেকে লোভ ত্যাগ করতে হবে।ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই ধৈর্যের সাথে ট্রেড করতে হবে। লোভের তাড়নায় পড়ে ঝুঁকি নিয়ে অধিক লটে ট্রেড করা কখনই উচিত নয়।লোভের কারণে হয়তো আপনি লাভবান হতে পারবেন কিন্তু সেই লাভ খুবই ক্ষণস্থায়ী হবে।কাজেই ফরেক্স জেনেশুনে ভালভাবে বুঝে তারপর ট্রেড করতে হবে। চ্যাট করার সময় নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে এবং কখনোই ধৈর্য হারা হয়ে তাড়াহুড়ো করা যাবে না। মনে রাখবেন ফরেক্স খুবই ঝুঁকিপূর্ণ একটি ব্যবসা.।
jimislam
2020-09-06, 11:47 AM
এটি ফরেক্সের অ্যাকাউন্টে বৈধ। ফরেক্সে এয়ারিসের মাধ্যমে শূন্য রেকর্ড নেই এমন অনেক ব্যক্তি নেই। ফরেক্সে অবিচ্ছিন্ন ব্যক্তির রেকর্ড শূন্য হয়ে গেছে। ফরেক্সে আপনার কার্যকর হওয়া দরকার এমন ইভেন্টে, চ্যাট করার সময় নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে এবং কখনোই ধৈর্য হারা হয়ে তাড়াহুড়ো করা যাবে না। মনে রাখবেন ফরেক্স খুবই ঝুঁকিপূর্ণ একটি ব্যবসা.।
KAZIMAJHARULISLAM
2020-09-06, 01:10 PM
আসলেই আপনার কথাটি সম্পূর্ণ সত্য।আমরা সকলেই হয়তোবা সেই লোভী চাষির গল্প টা পড়েছি। যে কিনা একই সাথে সবগুলো সোনার ডিম পাবার জন্য, তার সোনার ডিম পাড়া রাজহাঁস টাকেই জবাই করেছিল। পরিশেষে সে ডিম এবং রাজাহাঁস দুটোকেই হারিয়েছিল।তেমনি ফরেক্স ও সোনার ডিম পাড়া রাজহাঁস এর মতই। আপনি যদি এখানে আপনার মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে,লোভকে উপেক্ষা করে, ধৈর্য ধারণ করে, টিকে থাকে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। তাহলে এখান থেকেও, সোনার ডিমের মতোই অনেক বেশি পরিমাণ উপার্জন করা সম্ভব। যা দিয়ে খুব সহজেই নিজের ও পরিবারের মুখে হাসি ফোটানো যাবে। তাই আমাদের সকলের উচিত লোভকে উপেক্ষা করে, ধৈর্য ধারণ করে,ফরেক্সে টিকে থাকা।কেননা আপনি টিকে থাকতে পারলে,এখান থেকে অবশ্যই অবশ্যই উপার্জন করতে পারবেন।
Sakib42
2020-09-06, 02:15 PM
ফরেক্সের ক্ষেত্রে এই প্রবাদ বাক্যটি তথা ”অতি লোভে তাঁতি নষ্ট “ ১০০%সঠিক ।আমার জানা মতে ফরেক্সে লোভে পড়ে ব্যালেন্স জিরো করে নাই এমন ট্রেডার পাওয়া ভার। প্রথম প্রথম আমরা ভালই নিয়ম কানুন মেনে ট্রেড করি ,প্রফিট ও করি হঠাৎ তাঁতির মতো গরুর দুধ বিক্রি করে বেশী লাভের আশায় তাঁত বিক্রি করে গোয়াল ঘর বানাতে পারলেও আর গরু কিনতে পারে নাই। শেষে তাঁত গেল সবই গেল-অতি লোভে তাঁতি নষ্ট হয়ে গেল। তেমনি আমাদেরকে অবশ্যই তাঁতির মতো অতি লোভ করে সব শেষ করা যাবে না। যে কোন মূ্ল্যে লোভ নিয়ন্ত্রণ করতে পারলে ফরেক্সে সফল হওয়া সম্ভব ।
আমি আপনার সাথে একদম একমত যারা অনেক লাভ করে তারা আরো চায় লাভ করার জন্য এবং এটি তাদের লস এর মুখে নিয়ে আসে কিন্তু সবাই এই লসন মুখে পড়ে না কারণ অনেকেই আছে যে অভিজ্ঞতা সাহায্যে লাভের পর লাভ করে যাচ্ছে কিন্তু আমরা যদি বেশি লোভ করি তাহলে দেখা যাবে একটি সময় আমাদের সেই লোভ এর ফলে অনেক কিছু হারিয়ে ফেলতে হবে দেখা যাবে অনেক অর্থ উপার্জন করার পরেও আমরা সে টিকে ধরে রাখতে পারবোনা লোভের কারণে আমাদের সেটাকে হারাতে হবে
EmonFX
2020-09-06, 03:51 PM
ফরেক্স মার্কেটে, “অতি লোভে তাঁতি নষ্ট” কথাটি পুরোপুরি সঠিক। ফরেক্স থেকে ঝড়ে যাওয়ার মূল কারন অতি লোভ করা। ৯০% ট্রেডার ঝরে যায় শুধু মাত্র অতিরিক্ত লোভ করার জন্য। দু’একটি ট্রেড ভালো ভাবে নিতে পারলেই আমরা মনে করি ফরেক্সের অনেক কিছু শিখে *গেছি। তখন লোভ করে বড় লটে ট্রেড নিয়ে বসি এবং লস করে হতাশ হয়ে ফরেক্সকে বিদায় জানাই।
আবার কেউ কেউ শুরুর দিকে কিছু লস করে সেটা পুষিয়ে নেয়ার জন্য বড় লট ওপেন করে বসি। ফলাফল ঐ একই আবারো লস। এভাবে করে করে একসময় ব্যালেন্স শুন্য করে ফেলি। তাই বলবো ফরেক্সে লোভকে না বলি। ধৈর্য ধরে ট্রেড করে যেতে পারলে অবশ্যই একদিন ভালো করা সম্ভব।
sss21
2020-09-06, 06:01 PM
আমি আপনার সাথে একমত। অতি লোভে তাতি নষ্ট কথাটা একদম ঠিক। এই সতাহে মার্কেট কোজ হবার আগে আমি বড় ধরনের ধরা খাইছি। আমার টা অবশ্য আমি লোভের কথা বলবো না আমি আসলে নিউজ খেয়াল করিনাই তার জন্য আমি ট্রেডে এন্ট্রি নিয়ে নেওয়ার পরেই আমার লস টা এক লাফে ৫ ডলারে চলে যায়। স্টপ লস ও সেট করার টাইম পাই নাই। আসলে এটা করা উচিৎ, সব কিছু ভেবে চিনতে তারপর আসলে ট্রেড নেওয়া উচিৎ। আর এটাও আসলে ঠিক যে লোভ করা মানে নিজের বিপদ নিজে ডেকে আনা
DhakaFX
2020-11-04, 06:11 PM
ফরেক্স মার্কেটে বেশিরভাগ ট্রেডার লস করে অতি লোভের কারনে। আমার মনে হয় বাংলাদেশের ট্রেডার দের সমস্যা এটাই।এই সমস্যা সমাধান কোন দিন মনে হচ্ছে হবে না। কারন বছরে ১০% টার্গেট রাখলে আমাদের দেশের সাকসেস্ফুল ট্রেডার কয়েকশ গুন বেড়ে যাবে। এটা আমার ব্যাক্তিগত মতামত। ধন্যবাদ
12781
Fahmida1
2020-11-04, 10:30 PM
অতি লোভে তাঁতি নষ্ট আসলে কথাটা সম্পূর্ণ সঠিক। যেকোনো কর্মক্ষেত্র থেকে লাভবান হতে চাইলে অতিরিক্ত লোভ করলে ধ্বংসের মুখে পতিত হতে হয়। তাছাড়া সে কর্মক্ষেত্র থেকে পিছিয়ে পড়তে হয়। যে কোন কাজে সফল হতে হলে অতিরিক্ত লোভ নিয়ে সফল হওয়া যায় না। কম লোভ করলে অবশ্যই যে কোন পেশা ধরে রাখা যায়। তাছাড়া অতি সহজেই লাভবান হওয়া যায়। পৃথিবীতে বড় ধরনের কিছু অর্জন করতে হলে লোভকে অবশ্যই পরিহার করতে হবে তাহলেই পৃথিবীতে খ্যাতিমান হওয়া যায়।
Tariq
2020-11-19, 04:24 PM
আপনি একদম সঠিক কথা বলেছেন। অনেক ভালো করেই অনেকেই অতি লোভ করতে গিয়ে সব হারিয়েছে এরকম লোক এর সংখ্যা অনেক বেশী। তাই আমার মতে প্লেন করে লস করলেও লোভ টা আসে না। তাই আমি সবাইকে বলি প্লেন করে ট্রেড করতে। আপনার এই পোস্ট অনেকের জন্য উপকার হবে আসা করি।
samun
2020-11-20, 12:17 AM
লোভ হলো ধ্বংসের মূল উৎস। লোভ একটি জাতিকে ধ্বংস করে দিতে পারে। ফরেক্স অনলাইন ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড। ফরেক্স মার্কেটে সফলতার অন্যতম প্রধান চাবিকাঠি হলো সঠিক ফরেক্স ট্রেডিং জ্ঞান, দক্ষতা এবং অভিজ্ঞতা যা অর্জন করতে দীর্ঘ সময় ব্যয় হয়ে যায় । তথাপি এই দীর্ঘ সময় ব্যয় করার পর অর্জিত ফরেক্স ট্রেডিং জ্ঞানের আলোকে অনেক সময় আমরা ট্রেডিং সিদ্ধান্ত গ্রহণ করতে পারিনা আর এর পিছনে থাকে লোভের মতো একটি হিংস্র কারণ। লোভ মানুষের চাহিদাকে বাড়িয়ে দেয়। ফলে একটি সময় লাভের স্থানে লোকসান বাসা বাঁধে। আমাদের নিজেদের প্লাটফর্ম তৈরী করতে হলে অবশ্যই লোভের মতো একটি খারাপ ব্যাধি থেকে নিজেকে মুক্ত রাখতে হবে।
FRK75
2020-12-13, 04:54 PM
লোভ করে ফরেক্স ট্রেড করলে রেজাল্ট জিরু হয়। তাই আমাদের কে ট্রেড এর এন্ট্রি নিতে হলে অফেক্ষা করতে হবে। সাপোর্ট আর রেজিস্টেন্স দেখে এন্ট্রি নেওয়ার সময় হলে এন্ট্রি ট্রেড নিতে হবে। তা ছাড়া মানিমেনেজমান্ট করে ট্রেড নেওয়া উচিত। এখানে অতি লোভের ফলে জিরো ব্যালেন্স হওয়ার উদাহরণ দেওয়ার মত র্টেডারের অভাব নেই। তাই ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে হলে অতি লোভ বর্জন করতে হবে।
asfiyarimo5
2020-12-13, 07:32 PM
অতি লোভে তাতি নষ্ট ,, কথাটি ১০০% সত্য আর এ কথার সাথে আমি একমত কারন ফরেক্স মার্কেট এমন একটা জায়গা যেখানে মনেুষ বেশি প্রফিট করার আশায় তাদের ব্যালেন্স শুন্য করে ফেলে ,, ফরেক্স মার্কেটের প্রথম শর্ত হল লোভকে বর্জন করতে হবে এবং ধৈর্যের সাথে মার্কেটের সাথে লেগে থাকতে হবে যে এ বিষয় গুলো মেনে চলতে পারবে সেই ফরেক্স থেকে ভাল প্রফিট পাবে ।
FRK75
2021-06-22, 11:43 AM
অতি লোভে তাঁতি নষ্ট” কথাটি বাস্তব সত্য। কিন্তু লোভ কিভাবে সামলানো যায় সেই বিষয়গুলো বিস্তারিত আসা দরকার। কারণ আমরা সবাই জানি লোভ খুব খারাপ -লোভের কারণেই ফরেক্সে অনেকে টিকে থাকতে পারে না। মানি ম্যানেজমেন্ট ঠিক রাখা যায় না শুধুমাত্র অতিরিক্ত লোভের কারণেই।তাই যে কোন বিষয়ে অতি লোভ ভালো ফল বয়ে আনে না।
আর সেটা যদি হয় ফরেক্স মার্কেট তাহলে তো কথাই নেই। এখানে অতি লোভের ফলে জিরো ব্যালেন্স হওয়ার উদাহরণ দেওয়ার মত র্টেডারের অভাব নেই। তাই ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে হলে অতি লোভ বর্জন করতে হবে।
Mas26
2021-06-22, 12:02 PM
কারণ ফরেক্সে নতুন ,ডেমোতে ট্রেড করি ,ভালই প্রফিট হয় কিন্তু মাঝে মাঝে বেশী লাভের আশায় এ্যান্ট্রি দিয়ে ফেলি তখনই প্রফিটের দিকে না গিয়ে লসের দিকে ধাবিত হয়।তাই বুঝলাম ফরেক্সে অতিরিক্ত লোভ করা যাবে না।হ্যা আতি লোভ এ তাঁতি নষ্ট এই কথাটা অতিব বাস্তব,আমি লোভ এর ফলে এই বিজিনেস থেকে অনেক বার আমার একাউন্ট জিরো করেছি,তাই এই বিজিনেস অংশগ্রহণ করতে হলে আপনাকে আগে লোভ ত্যাগ করতে হবে,আমি যানি লোভ ত্যাগ করা খুব কঠিন কিন্তু সফল হতে হলে লোভ ত্যাগ করতে হবে।আমার কথা বলি আমি যতবার লোভ করেছি ততবার প্রায় লস হয়েছে। যখন লোভ নিয়ন্ত্রণে রেখে ট্রেড করেছি তখন ভালই হয়েছে। লস সাধারণত: হয়নি । এজন্য সবাইকে বলবো কেউ কখনো অতিরিক্ত লোভ করতে যাবেন না।তাহলে ফরেক্সে টিকতে পারবেন না হলে আউট।যে লোভ করবে ব্যালেন্স জিরো হবার পর সে নিজেই বলবে অতি লোভে তাঁতি নষ্ট, কেনো এত লোভ করতে গেলাম।
FRK75
2021-08-12, 04:47 PM
অতি লোভে তাতি নষ্ট কথাটা একদম ঠিক। এই সতাহে মার্কেট কোজ হবার আগে আমি বড় ধরনের ধরা খাইছি। আমার টা অবশ্য আমি লোভের কথা বলবো না আমি আসলে নিউজ খেয়াল করিনাই তার জন্য আমি ট্রেডে এন্ট্রি নিয়ে নেওয়ার পরেই আমার লস টা এক লাফে ৫ ডলারে চলে যায়। স্টপ লস ও সেট করার টাইম পাই নাই। আসলে এটা করা উচিৎ, সব কিছু ভেবে চিনতে তারপর আসলে ট্রেড নেওয়া উচিৎ।
Devdas
2021-08-12, 09:36 PM
কোন কিছুতেই লোভ করা ভাল নয়। কোন কিছুতে লোভ করে আসলে তা থেকে সাফলতা অর্জন করা যায় না। ঠিক এই ফরেক্স মার্কেট এ লোভ করা মোটেই ঠিক নয়। ফরেক্স মার্কেট এ সব থেকে বড় শত্রু হল এই লোভ। যারাই ফরেক্স মার্কেট এ লোভ করে আসবে তারাই ফরেক্স মার্কেট থেকে লাভ নয় লস করে ফরেক্স মার্কেট থেকে বিদায় হবেন। তাই ফরেক্স মার্কেট থেকে আয় করতে হলে আগে আপনার লোভকে বিসর্জন করে তারপর ফরেক্স করতে হবে তাহলে আপনি ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারবেন।
FREEDOM
2021-08-21, 12:08 AM
ফরেক্সের ক্ষেত্রে এই প্রবাদ বাক্যটি তথা ”অতি লোভে তাঁতি নষ্ট “ ১০০%সঠিক ।আমার জানা মতে ফরেক্সে লোভে পড়ে ব্যালেন্স জিরো করে নাই এমন ট্রেডার পাওয়া ভার। প্রথম প্রথম আমরা ভালই নিয়ম কানুন মেনে ট্রেড করি ,প্রফিট ও করি হঠাৎ তাঁতির মতো গরুর দুধ বিক্রি করে বেশী লাভের আশায় তাঁত বিক্রি করে গোয়াল ঘর বানাতে পারলেও আর গরু কিনতে পারে নাই। শেষে তাঁত গেল সবই গেল-অতি লোভে তাঁতি নষ্ট হয়ে গেল। তেমনি আমাদেরকে অবশ্যই তাঁতির মতো অতি লোভ করে সব শেষ করা যাবে না। যে কোন মূ্ল্যে লোভ নিয়ন্ত্রণ করতে পারলে ফরেক্সে সফল হওয়া সম্ভব ।
ফরেক্সে এয়ারিসের মাধ্যমে শূন্য রেকর্ড নেই এমন অনেক ব্যক্তি নেই। ফরেক্সে অবিচ্ছিন্ন ব্যক্তির রেকর্ড শূন্য হয়ে গেছে। ফরেক্সে আপনার কার্যকর হওয়া দরকার এমন ইভেন্টে, চ্যাট করার সময় নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে এবং কখনোই ধৈর্য হারা হয়ে তাড়াহুড়ো করা যাবে না। কারণ ফরেক্স মার্কেট এমন একটি ব্যবসায় প্রতিষ্ঠান। যেখানে বেশি লোভ করা মানে লাভের থেকে লসের দিকে পা টা বাড়িয়ে দেওয়া। তাই ফরেক্স মার্কেটের বেশি লোভ করা ঠিক নয়।
Mas26
2021-11-07, 08:25 PM
হ্যা আতি লোভ এ তাঁতি নষ্ট এই কথাটা অতিব বাস্তব,আমি লোভ এর ফলে এই বিজিনেস থেকে অনেক বার আমার একাউন্ট জিরো করেছি,তাই এই বিজিনেস অংশগ্রহণ করতে হলে আপনাকে আগে লোভ ত্যাগ করতে হবে,আমি যানি লোভ ত্যাগ করা খুব কঠিন কিন্তু সফল হতে হলে লোভ ত্যাগ করতে হবে।ডেমোতে ট্রেড করি ,ভালই প্রফিট হয় কিন্তু মাঝে মাঝে বেশী লাভের আশায় এ্যান্ট্রি দিয়ে ফেলি তখনই প্রফিটের দিকে না গিয়ে লসের দিকে ধাবিত হয়। তাই বুঝলাম ফরেক্সে অতিরিক্ত লোভ করা যাবে না।ফরেক্স ট্রেডিং এমনই একটি আন্তর্জাতিক অনলাইন বিজনেস যেখান সবাই চাইলেই কাজ করতে পারেন। তবে এখানে সবাই টিকে থাকতে পারে না আর এখানে টিকে থাকতে না পারার কারন হলো লোভ করা। অনেক অদক্ষ ট্রেডার আছেন যারা এই ভুল গুলো করে আর যার ফলশ্রুতিতে সব হারাতে হয়। তাই আমি মনে করি আমাদের সবারই উচিত ফরেক্স ট্রেডিং করার সময় সকল প্রকার লোভ সামলিয়ে কাজ করা।
samun
2022-07-18, 10:41 PM
লোভ শুধুমাত্র ফরেক্স ব্যবসা নয় বরং যেকোনো ব্যবসার জন্য ক্ষতিকর।কারণ যখনই কোন মানুষ লোভের দ্বারা প্রভাবিত হয় যায় তখন সে তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এবং তখন তার ভিতরে শুধুমাত্র একটা বিষয় কাজ করতে থাকে যে কিভাবে অধিক থেকে অধিকতর আয় করা সম্ভব। লোভ করতে গিয়ে ব্যালেন্স জিরো করেছেন জীবনে একবার হলেও এমন মনে হয় সবাই হবে। আমার কথা বলি আমি যতবার লোভ করেছি ততবার প্রায় লস হয়েছে। যখন লোভ নিয়ন্ত্রণে রেখে ট্রেড করেছি তখন ভালই হয়েছে। যে লোভ করবে ব্যালেন্স জিরো হবার পর সে নিজেই বলবে অতি লোভে তাঁতি নষ্ট, কেনো এত লোভ করতে গেলাম।
samun
2022-07-18, 10:42 PM
অতি লোভে তাঁতি নষ্ট এই বাক্যটি ফরেক্সের জন্য অনেক সত্য।কারণ ফরেক্স মার্কেট এমন একটি ব্যবসায় প্রতিষ্ঠান। যেখানে বেশি লোভ করা মানে লাভের থেকে লসের দিকে পা টা বাড়িয়ে দেওয়া। তাই ফরেক্স মার্কেটের বেশি লোভ করা ঠিক নয়। ফরেক্স ও সোনার ডিম পাড়া রাজহাঁস এর মতই। আপনি যদি এখানে আপনার মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে,লোভকে উপেক্ষা করে, ধৈর্য ধারণ করে, টিকে থাকে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। তাহলে এখান থেকেও, সোনার ডিমের মতোই অনেক বেশি পরিমাণ উপার্জন করা সম্ভব। যা দিয়ে খুব সহজেই নিজের ও পরিবারের মুখে হাসি ফোটানো যাবে। তাই আমাদের সকলের উচিত লোভকে উপেক্ষা করে, ধৈর্য ধারণ করে,ফরেক্সে টিকে থাকা।
abdulguffer
2022-07-19, 02:28 AM
ফরেক্স ট্রেডিং এর বেলায় ,"অতি লোভে তাঁতি নষ্ট " প্রবাদটি অতি ফলপ্রসূ। এখানে অনেকে বেশি লাভ করার জন্য অতিরিক্ত লিভারেজ ব্যবহার করে বড় লট এ একাধিক ট্রেড ওপেন করে থাকে। ফলে মার্জিন অনেক কমে যায়। এতে করে ট্রেডটি বিপরীতে গেলে কম মার্জিন এর কারণে অনেক লসে ক্লোজ হয়ে যায়। এমনকি একাউন্ট ব্যালেন্স অনেক সময় জিরো হয়ে যায়।
FRK75
2023-01-29, 04:15 PM
কথাটি বাস্তব সত্য। কিন্তু লোভ কিভাবে সামলানো যায় সেই বিষয়গুলো বিস্তারিত আসা দরকার। কারণ আমরা সবাই জানি লোভ খুব খারাপ -লোভের কারণেই ফরেক্সে অনেকে টিকে থাকতে পারে না। মানি ম্যানেজমেন্ট ঠিক রাখা যায় না শুধুমাত্র অতিরিক্ত লোভের কারণেই।সুতরাং আমাদের উচিত যে কোন মূল্যে লোভ নিয়ন্ত্রণের মাধ্যমে ফরেক্সে টিকে থাকা. সেই পূর্বকাল থেকে প্রচলিত প্রবাদ বাক্যটি মানব সভ্যতাকে অনেক ইতিহাস রচনা করার সুযোগ দিয়েছে। প্রবাদ বাক্যটি চিরন্তন সত্য তা বলার কোন সন্দেহ রাখে না। এই অতি লোভের কারনে আজ অনেকে উদাহরণ হয়ে গেছেন। তাই যে কোন বিষয়ে অতি লোভ ভালো ফল বয়ে আনে না।
আর সেটা যদি হয় ফরেক্স মার্কেট তাহলে তো কথাই নেই। এখানে অতি লোভের ফলে জিরো ব্যালেন্স হওয়ার উদাহরণ দেওয়ার মত র্টেডারের অভাব নেই। তাই ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে হলে অতি লোভ বর্জন করতে হবে।
Mas26
2023-01-29, 05:10 PM
অতি লোভে তাতি নষ্ট কথাটি ফরেক্সের বেলায় একেবারেই সত্য।ফরেক্স এ লোভ করে একাউন্ট জিরো করেনাই এমন লোক খুব কম রয়েছে।ফরেক্স এ যেই লোভ করেছে সেই তার একাউন্ট জিরো হয়ে গেছে।ফরেক্স এ আপনি যদি সফল হতে চান তবে সর্বপ্রথম আপনাকে লোভ পরিহার করতে হবে।লোভ যদি আপনার ভিতর সামান্য থেকে থাকে তবে আপনি কখনোই ফরেক্স এ সফল হতে পারবেন না।লোভ মানুষকে ধ্বংস করে দেয়।এজন্য আগে লোভ পরিহার করে ফরেক্স খুব ভালভাবে শিখতে হবে।আপনি ফরেক্স এ যত দক্ষ এবং অভিজ্ঞ হবেন আপনার সফল হওয়ার সম্ভাবনাও বেশি হবে।এজন্য আগে ফরেক্স এ এসে আগে লাভের চিন্তা না করে আগে নিয়মিত ডেমো ট্রেড এবং নিয়মিত ফরেক্সের সাথে থেকে ফরেক্স শিখে নিতে হবে।লোভ পরিহার করে যত বেশি ফরেক্স এ দক্ষ এবং অভিজ্ঞ হতে পারবেন আপনি তত তাড়াতাড়ি ফরেক্স এ সফল হতে পারবেন।
samun
2023-04-18, 12:06 PM
লোভের কারণেই ফরেক্সে অনেকে টিকে থাকতে পারে না। মানি ম্যানেজমেন্ট ঠিক রাখা যায় না শুধুমাত্র অতিরিক্ত লোভের কারণেই।আমরা সবাই জানি যে ফরেক্স মার্কেটে সফলতার অন্যতম প্রধান চাবিকাঠি হলো সঠিক ফরেক্স ট্রেডিং জ্ঞান, দক্ষতা এবং অভিজ্ঞতা যা অর্জন করতে দীর্ঘ সময় ব্যয় হয়ে যায় । ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই ধৈর্যের সাথে ট্রেড করতে হবে। লোভের তাড়নায় পড়ে ঝুঁকি নিয়ে অধিক লটে ট্রেড করা কখনই উচিত নয়।লোভের কারণে হয়তো আপনি লাভবান হতে পারবেন কিন্তু সেই লাভ খুবই ক্ষণস্থায়ী হবে।কাজেই ফরেক্স জেনেশুনে ভালভাবে বুঝে তারপর ট্রেড করতে হবে। চ্যাট করার সময় নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে এবং কখনোই ধৈর্য হারা হয়ে তাড়াহুড়ো করা যাবে না। আমাদের সকলের উচিত লোভকে উপেক্ষা করে, ধৈর্য ধারণ করে,ফরেক্সে টিকে থাকা।কেননা আপনি টিকে থাকতে পারলে,এখান থেকে অবশ্যই অবশ্যই উপার্জন করতে পারবেন।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.