PDA

View Full Version : ফরেক্স ট্রেডিং থেকে আপনি কেমন আয় আশা করেন ?



IFXmehedi
2019-08-21, 11:42 AM
সবারই একটা ধারণা ফরেক্স ট্রেডিং হচ্ছে দ্রুত টাকা আয় করার মাধ্যম । কিন্তু বাস্তবে কি তাই হয় ? মটেও না । ফরেক্স থেকে টাকা আয় করা অত সহজ নয় যতটা আমরা ভাবি । তবে হ্যাঁ , যদি আপনি ফরেক্স সম্পর্কে ভালভাবে জেনে ট্রেড শুরু করেন তাহলে ফরেক্স থেকে টাকা আয় করা অন্য যেকোনো বিজনেস থেকে সহজ ।
এখন আসি আয় করার পরিসর নিয়ে । আসলে ফরেক্স থেকে টাকা আয় করার মার্জিনটা নির্ভর করে আপনার ট্রেডিং সক্ষমতা আর আপনার মূলধন এর উপর । আপনার মূলধন যদি ১০০$ হয় তাহলে প্রতিমাসে ২০$+ আয় খারাপ না । তেমনি আপনার মূলধন যদি ১০০০$ হয় এবং আপনি যদি মানি ম্যানেজমেন্ট অনুসরণ করেন তাহলে আপনি খুব সহজেই ২৫০$ এর মত আয় করতে পাবেন । তাই আমার পরামর্শ হল ফরেক্স ট্রেডিং শেখার পাশাপাশি ট্রেডিং মূলধন সংগ্রহের চেষ্টায় থাকুন । তাহলে আপনার ভবিষ্যৎ ট্রেডিং ক্যারিয়ার লাভজনক হবে :1f60d: ।

KaziBayzid162
2019-08-22, 09:32 AM
ফরেক্স হচ্ছে একটি লাভজনক এবং ঝুঁকিপূর্ণ ব্যবসা অর্থাৎ থেকে যেমন খুব ভাল প্রফিট করা সম্ভব তেমনি ফরেক্স থেকে লস করা ট্রেডারের সংখ্যা অনেক বেশি।অর্থাৎ কেউ যদি ভাবে যে ফরেক্স ব্যবসা শুরু করে কয়েক দিনের মধ্যে আনলিমিটেড ইনকাম করে কোটিপতি হয়ে যাবে তাহলে সে ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবে না বরং লসকরে ব্যালেন্স হারিয়ে সরে যেতে বাধ্য হবে। তাই আমি ফরেক্স থেকে কোন আনলিমিটেড ইনকাম আশা করি না বরং একটি নির্দিষ্ট ইনকামে সন্তুষ্ট থাকার চেষ্টা করি। কেননা আমি বিশ্বাস করি ,যদি আমি স্বল্প ইনকামের সন্তুষ্ট থেকে ফরেক্স মার্কেটের টিকে থাকতে পারি তাহলে অবশ্যই ফরেক্স থেকে খুব ভালো আয় করতে সক্ষম হবে। আর বর্তমানে আমার ব্যালেন্সের পরিমাণ 300 প্লাস আর এই ব্যালেন্স দিয়ে আমি প্রতি মাসে 50 ডলার প্রফিট করতে পারলেই আমি সন্তুষ্ট।

Hasinapx
2019-08-22, 09:48 AM
ফরেক্স ট্রেডিং থেকে সকলেই তো আশা করে একটা ভালো এ্যামাউন্ট আয় করতে। আমি মনে কারো আশায় অবান্তর নয়। মার্কেট এ্যানালাইসিস করার সক্ষমতা, মানি ম্যানেজমেন্ট অনুসরণ, বিনিয়োগ বনাম লিভারেজ,লট এবং অন্যান্য বিষয়গুলোর ভারসাম্য রেখে ট্রেড করতে পারলে ভালো আয় করা সম্ভব।

Mahmud1984fx
2019-08-22, 10:58 AM
ফরেক্সের মাধ্যমে আমি ব্যাপক আশা রাখি কারণ ফরেক্স সম্পর্কে যতটুকু বুঝেছি তাতে মনে হয়েছে কেউ যদি ভালোভাবে ফরেক্সে লেগে থাকে তাহলে এক সময় নিজের ক্যারিয়ার গঠন করতে পারবে এই ব্যবসার মাধ্যমে। তবে তার আগে ফরেক্সের বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে যেমন মার্কেট এ্যানালাইসিস,মানি ম্যানেজমেন্ট,টাইম ফ্রেম,লট/ভলিউম,লিভারেজ,স্টপ লস,টেকপ্রফিট ইত্যাদি সম্পর্কে ভালোভাবে জেনে দক্ষতা অর্জন করতে হবে।

Rokibul7
2019-08-22, 02:56 PM
আমি আসলে ফরেক্সএ নতুন তাই কোন অনুমান করতে পারছি না নাযে প্রফিটে আনি সন্তুষ্ট থাকবো।তবে ইচ্চে হয় তো কুটিকুটি হওয়ার।দেখি ফরেক্স এনালাইসিস করে কতদিন টিকে থাকতে পারি,আর কেমন আয়ে নিজেকে মানিয়ে নিতে পারি

TanjirKhandokar1994
2019-08-23, 06:28 PM
আমার মনে হয় আমাদের যোগ্যতা অনুযায়ী ফরেক্স ট্রেডিং এ আসা করা উচিত হবে। কেননা যোগ্যতার বেশি আসা করা হবে সুধুই বিলাসিতা। কেননা ফরেক্সে যদি আপনি দক্ষ ও অবিজ্ঞ না হন তাহলে এখানে আপনি ভালো প্রফিট আসা করতে পারেন না। তবে সবাই আসা করে আমি যেন সবচেয়ে বেশি লাভ করতে পারি। বা এটাই চায়। তবে আশা করা ভালো তাতে কোন বাধানিষেধ নাই। তবে সেই আশাকে বাস্তবতা দিতে হলে অবশ্যই ফরেক্স ট্রেডিং এ পর্যাপ্ত সময় নিয়ে কাজ করতে হবে এবং এখানে একজন দক্ষ ও অবিজ্ঞ ট্রেডার হতে হবে তাহলেই কেবল আপনার আশা আপনি পূরণ করতে পারবেন। ধন্যবাদ

samun
2019-08-23, 08:33 PM
ফরেক্স ব্যবসায় থেকে আমি মাসে ১৫,০০০ থেকে ২০,০০০ টাকা ইনকাম করতে চাই। তার জন্য নিজেকে আগে তৈরী করতে হবে। এখানে শুধু লাভ হবে তা নয় লস নিশ্চিত। ট্রেড সম্পর্কে ভালো ধারণা অর্জন করতে হবে। মার্কেট এনালাইসিস করে বুঝে যদি ট্রেড করতে পারি তবে দৈনিক আমি ৫ - ১০ ডলার ইনকাম করতে পারবো। তবে ভাগ্য অবশ্যই সহায় হতে হবে।আর দৈনিক না হলে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। তবেই ফরেক্স থেকে ভালো অর্থ উপার্জন করা সম্ভব।

BENGALPIASH0007
2019-08-23, 11:26 PM
অনেকের ধারণা ফরেক্স মার্কেট হচ্ছে ম্যাজিক্যাল বিজনেস বা মানি মেকিং বিজনেস। তারা ভাবে ফরেক্স মার্কেটে এসেই রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারবে ফরেক্স মার্কেট মোটেই এমনটা না।তবে ফরেক্স মার্কেট থেকে আপনি কত টাকা ইনকাম করবেন কি পরিমানে আয় করতে পারবেন সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার নিজের উপর।আপনি যদি আপনার অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে সঠিকভাবে ফরেক্স মার্কেটে কাজ করেন তাহলে অবশ্যই আপনি ভাল আয় করতে পারবেন। তার জন্য আপনার নিজেকে দক্ষ ও অভিজ্ঞ করে গড়ে তুলতে হবে।

MANIK6642
2019-08-24, 02:57 AM
ফরেক্স মার্কেট এ আমি এখন খুব বেশি আয় আশা করিনা।কারণ আমি জানি ফরেক্স মার্কেট খুবই রিস্কি একটা মার্কেট। আপনি এখানে যেমন ভাল প্রফিট করতে পারেন তেমনি লস ও করতে পারেন।আমার লক্ষ্য হল আগে লস না করে প্রফিট করা সেটা কম হোক।এজন্য আমি আগে ফরেক্স সম্পর্কে পুরোপুরি ধারণা অর্জন করতে চাচ্ছি।আগে আমি ফরেক্স সম্পর্কে অনেক বেশি দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করতে চাই।আমি যদি ফরেক্স ভালভাবে না শিখেই মাসে ৩০০$ আয় করব এটা ভেবে বসে থাকি সেটা সম্ভব না।তাই আগে আমি ডেমোতে প্র্যাক্টিস করে অনেক বেশি দক্ষতা অর্জন করতে চাই।আর এখন আমার লস না করে ৩০$ প্রফিট আমার জন্য যথেষ্ঠ আমি মনে করি।