PDA

View Full Version : কোন ট্রেডে লস করলে কি আপনার রাগ হয় ?



IFXmehedi
2019-08-23, 02:32 PM
আমরা সবাই ফরেক্স এ ট্রেড করি লাভ এর জন্য । আমাদের কিছু কিছু ট্রেড মাঝে মাঝে লস হয় । এ সময় আমরা আমাদের মনের উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি । আমি কিছু কিছু ট্রেডে যখন লস করি তখন প্রচণ্ড রাগ হয় । এর পরে রাগে যখন পরবর্তী ট্রেড দেই তখন ও সেই ট্রেড লস হয় । এ থেকে আমি অনুধাবন করেছি যে - যখন একটা ট্রেড এ লস করি তখন আমাদের উচিত ট্রেড কিছুক্ষণের জন্য নতুন ট্রেড দেয়া বন্ধ রাখা । কিস্কুখন পরে মেজাজ ঠাণ্ডা হলে মার্কেট আনাল্যসিস করে নতুন ট্রেড দেয়া উচিত ।

fxjaman
2019-08-23, 02:43 PM
ভাই কোন ট্রেডে লস হলে রাগ করবেন কেন? আসলে লসগুলো হয় আমাদের নিজের ভুলের জন্য। আর তাছাড়া আপনি শুধু সব সময় প্রফিট নিয়েই যাবেন, তাহলেতো এটা আর ব্যবসা থাকবে না। এখানে এই লসগুলো এটাও ব্যবসার একটা অংশ। তবে চেষ্টা করতে হবে কিভাবে আপনার লসগুলোকে কমিয়ে আনা যায়। এখন আমার লস হলে আর গায়ে লাগে না, কারন আমি জানি মাস শেষে (ইনশাআল্লাহ) আমি প্রফিটেই থাকবো।

Rokibul7
2019-08-23, 02:49 PM
টেড লস হলে তো একটু রাগ অথবা খারাপ লাগে।যখন আমার কষ্টের বোনাস লস হয়ে যায় তখন রাগ লাগা সাভাবিক।তবে লসই আমাদের শিক্ষা দেয়। লস করলে আমরা মূলত লসের উপায় জানতে পারি শুধু আমার ক্ষেত্রে নয় এটা সবার ক্ষেত্রে। হ্যা তবে আপনার কতায় আমি একমত যে বড় কোন টেড লস বা একের অধিক কোন টেডে পরাপর লস হলে টেড বন্ধ করে এনালাইসিস করা উচিৎ

MANIK6642
2019-08-23, 02:57 PM
ফরেক্স একটা ব্যবসা আর ব্যবসাতে লাভ লস থাকবেই।মাঝে মাঝে আমি ভুল ট্রেড এন্ট্রি করি এবং আমার লস হয়।তবে লস হলে মন খারাপ হয় বাট কখনো রাগ হয়না।আমি জানি রাগ হলে আমি আবারো ভুল ট্রেড করব ওই লস রিকভার করার জন্য।কিন্তু তাতে আরো বেশি লস হবে।এজন্য রাগ না করে ওই লসের কারণ খুজি এবং পরবর্তীতে যেন একই ভুল না করি সেটা নিয়ে ভাবি।আমার এটা মনে হয় রাগ ক্রোধ হিংসা মানুষকে ধ্বংস করে দেয় তাই আমাদের সকলের উচিত রাগ পরিহার করে লসের প্রকৃত কারণ খুজে বের করা।আর এটা পারলেই তো আপনি ফরেক্স এ একদিন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হতে পারবেন।

Grimm
2019-08-23, 04:30 PM
কোন ট্রেডে লস করে আগে আমার অনেক রাগ হতো। কিন্তু এখন আমি কোন রাগ করি না। কারণ ফরেক্স যেহেতু একটা ব্যবসা আর এই ব্যবসায় লাভ লস দুটোই হবে। এই ব্যবসা হতে শুধুমাত্র মুনাফা কেউ করতে পারবে না। আর যে ব্যক্তি শুধুমাত্র মুনাফার উদ্দেশে এই ব্যবসা করে থাকে সে কখনই এই ব্যবসায় টিকে থাকতে পারে না। তাছাড়া এই ব্যবসা করার জন্য অবশ্যই আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করতে হবে। যদি আমরা না নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা কখনই বেশিদিন টিকে থেকে মুনাফা উপার্জন করতে পারবো না।

MDRIAZ777
2019-08-23, 04:46 PM
লস মানে হল অর্থনৈতিক ক্ষতি সাধিত হওয়া আর কেউ কখনোই নিজের অর্থনৈতিক ক্ষতি কে স্বাভাবিকভাবে গ্রহণ করবে না অর্থাৎ অর্থনৈতিক ক্ষতি হওয়ার পরে প্রত্যেকের মধ্যেই একটা কষ্ট লাগা কাজ করে থাকে ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে প্রতিটি ট্রেডের বিপরীতে ট্রেডার একটি কাঙ্খিত প্রফিট আশা বা কল্পনা করে থাকে আর যখন সেই আকাঙ্খিত প্রফিট এর বিপরীতে লসের দেখা মেলে তখন অবশ্যই ট্রেডারের খারাপ লাগা কাজ করে।

AMIRSHIKDER976
2019-08-26, 03:30 PM
আমরা যারা ফরেক্স এ ট্রেড করি সপ্তাহে একটি অথবা দুটি অনেক আশা ভরসা নিয়ে এবং মুনাফা অর্জনের উদ্দেশ্যে চ্যাট করে সে ক্ষেত্রে যদি চ্যাট করতে গিয়ে আমাদের মত হয় তাহলে রাগ হওয়া টা অবশ্যই স্বাভাবিক বিষয়।
কিন্তু ফরেক্সে ট্রেড করতে হলে আপনাকে ভোট দোষীর হতে হবে এবং লক্ষ্য রাখবে পরিহার করতে হবে তবেই আপনি ট্রেড করে সফল হতে পারবেন অন্যথায় ফরেক্সের টিকে থাকা বা সফল হওয়া সম্ভব নয় তাই রাগকে কন্ট্রোল করতে হবে। মানুষটা জীবিকার জন্য বা এর উৎস হিসেবে কোন কিছু করলে সে ক্ষেত্রে যদি তার লস হয় তাহলে রাগ হওয়াটা স্বাভাবিক প্রত্যেকের হয় আমাদেরও হতে পারে বা হবে এটা নিয়ে কিছু করার নেই তবে রাগকে কন্ট্রোল করে পুনরায় আবার চেষ্টা করাটাই উত্তম।

souravkumarhazra6763
2019-08-26, 04:11 PM
ট্রেড এ লস হলে খুব খারাপ লাগে কিন্তু রাগ হয়না,আমার অনেক ট্রেড আগে স্টপ লস হিট করতো কিন্তু এখন একটু কম হয়,কারণ আগে আমি না বুঝে এন্ট্রি নিতাম যার ফলে আমি লস বেশি করতাম।কিন্তু এখন আমি ফরেক্স ট্রেড এ কিছুটা দক্ষতা অর্জন করেছি তাই লস কম হয়ে থাকে,আর লস হলে রাগ না হয়ে রিকোভার করার চেষ্টা করে থাকি।

TanjirKhandokar1994
2019-08-26, 05:18 PM
ভাই প্রতিটি ব্যবসায়েই লাভ লস থাকবেই আর এটাই স্বাভাবিক ব্যাপার তবে তাই বলে মন খারাপ করা বা রাগ হওয়া অথবা হতাশ হওয়া কোন সমাধান নয়। তবে ফরেক্স ট্রেডিং এ আমরা সকলেই ট্রেড করি লাভ করার জন্য আর লস হলে রাগ হবেই এটাই স্বাভাবিক তবে তাই বলে মন খারাপ করে ট্রেড করা বন্ধ করা যাবেনা। লস হলে দেখতে হবে কি কারনে লস হলো সেটা খুঁজে বের করতে হবে। এবং প্রয়োজনে লিখে রাখতে হবে যাতে করে পরবর্তী সময়ে একই ধরনের ভুল না হয়। আর এটা প্রতিটি ট্রেডারের উচিত পূর্বের ভুল গুলো খেয়াল রেখে ট্রেড করা। এবং ট্রেড করার আগে অবশ্যই মার্কেট ভালো করে এনালাইসিস করে ট্রেড করা এতে করে লস এড়ানো যাবে।

KANIZFATEMA1997
2019-08-27, 12:11 AM
রেগে গেলেন তো হেরে গেলেন।রাগ করলেই লস।আর লস ভালো কিছু বয়ে নিয়ে আসে না।
যিনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন তিনিই সফলতা লাভ করেছন।
লস মানে হল অর্থনৈতিক ক্ষতি সাধিত হওয়া আর কেউ কখনোই নিজের অর্থনৈতিক ক্ষতি কে স্বাভাবিকভাবে গ্রহণ করবে না অর্থাৎ অর্থনৈতিক ক্ষতি হওয়ার পরে প্রত্যেকের মধ্যেই একটা কষ্ট লাগা কাজ করে থাকে ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে প্রতিটি ট্রেডের বিপরীতে ট্রেডার একটি কাঙ্খিত প্রফিট আশা বা কল্পনা করে থাকে আর যখন সেই আকাঙ্খিত প্রফিট এর বিপরীতে লসের দেখা মেলে তখন অবশ্যই ট্রেডারের খারাপ লাগা কাজ করে।তাও হতাশ হওয়া চলবে না।রাগকে শক্তিতে পরিনত করতে হবে।তাহলেই ভালো ফল পাওয়া যাবে

গি

KaziBayzid162
2019-08-27, 01:15 AM
কোন ট্রেডে লস করলে রাগ হওয়াটা অস্বাভাবিক কোন বিষয় না, এবং আমার নিজের ও নিজের প্রতি রাগ হয়ে থাকে, আর মনে হতে থাকে কেন এমন করলাম,বা কেন অমন করলাম না, কিন্তু পরক্ষণেই চেষ্টা করি রাগকে নিয়ন্ত্রণে আনার,যখন অনেক বেশি উত্তেজিত হয়ে যাই বা নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারিনা তখন ফরেক্স ট্রেডিং করা থেকে বিরত থাকি।কারণ আমার মনে হয় যে আমি যদি উত্তেজিত অবস্থায় ইমোশনকে নিয়ন্ত্রণ করতে না পেরে কোন ভুল ট্রেড ওপেন করে ফেলি তাহলে সেই ট্রেডথেকে লাভ করার পরিবর্তে লস করার মাধ্যমে ব্যালান্স শূন্য করে ফেলতে পারি, এজন্য আমি সব সময় আমার রাগও ইমোশনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি, লাভের পাশাপাশি নাটকেও স্বাভাবিকভাবে মেনে দেওয়ার চেষ্টা করি।

amreta
2020-01-22, 04:31 PM
লোভ আমাদের ট্রেডিং ক্যারিয়ারের নেতিবাচক কারণ হিসাবে আমরা কোনও মারাত্মক ক্ষতির মুখোমুখি হতে পারি। আমরা সর্বদা আরও বেশি বেশি পেতে আগ্রহী কিন্তু একই প্রচেষ্টা বারবার ক্ষতির কারণ হয়ে উঠছে। যত তাড়াতাড়ি আমরা আমাদের ভুল এবং নিয়ন্ত্রণ লোভ ফ্যাক্টর শিখতে এবং পুনঃস্থাপন করার সাথে সাথে আমরা আমাদের মূলধন সংরক্ষণ করব এবং ফলস্বরূপ আমরা কিছু লাভ করতে পারি। লোভী ব্যক্তি সর্বদা ব্যবসায়ের সুযোগ অনুসন্ধান করে এবং তাদের অ্যাকাউন্টগুলি ফুটিয়ে তোলে। বারবার ব্যবসায়ের জন্য আপনার সংবেদনগুলি নিয়ন্ত্রণ করুন এবং লোভ এড়ান। এটি সমস্ত ব্যবসায়ীদের জন্য একটি খারাপ অভ্যাস।

saraa
2020-02-26, 11:46 AM
প্রবণতাটি আমাদের বন্ধু বলে ভান করা হয়। যদি আমরা সঠিক প্রবণতাটি খুঁজে পাই তবে আমরা ভাল লাভ করতে পারি। আমাদের ট্রেন্ডগুলি অনুসরণ করতে হবে কারণ প্রবণতাটি প্রবাহিত হওয়া খুব লাভজনক তবে এর সনাক্তকরণগুলি সামান্য শক্ত। যদি আমরা প্রবণতার বিরুদ্ধে যাই তবে এটি আমাদের পক্ষে খুব বিপজ্জনক হতে পারে, এটি আমাদের বিশ্লেষণের উপর নির্ভর করে যে শীতল লাভের পাইপগুলি তৈরি করার জন্য আমরা কীভাবে প্রবণতাটি জানি।

FRK75
2021-04-06, 05:03 PM
আপনি শুধু সব সময় প্রফিট নিয়েই যাবেন, তাহলেতো এটা আর ব্যবসা থাকবে না। এখানে এই লসগুলো এটাও ব্যবসার একটা অংশ। তবে চেষ্টা করতে হবে কিভাবে আপনার লসগুলোকে কমিয়ে আনা যায়। এখন আমার লস হলে আর গায়ে লাগে না, কারন আমি জানি মাস শেষে (ইনশাআল্লাহ) আমি প্রফিটেই থাকবো।প্রয়োজনে লিখে রাখতে হবে যাতে করে পরবর্তী সময়ে একই ধরনের ভুল না হয়। আর এটা প্রতিটি ট্রেডারের উচিত পূর্বের ভুল গুলো খেয়াল রেখে ট্রেড করা। এবং ট্রেড করার আগে অবশ্যই মার্কেট ভালো করে এনালাইসিস করে ট্রেড করা এতে করে লস এড়ানো যাবে।

Mas26
2021-04-06, 11:39 PM
ফরেক্স মার্কেটে কোন ট্রেড করে যদি লস করে থাকি তাহলে অবশ্যই রাগ হয়।কিন্তু রাগ হলেও কিছু করার নেই কারণ ""রাগ করলে তো লস করলেন"" সে কথাটা মাথায় রেখে এটা থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি যাতে ভবিষ্যতে এভাবে আল্লাহ রহমতে কখনো লস না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য চেষ্টা করি।

আর এগুলো যদি আমি সঠিকভাবে করতে পারি তাহলে হয়তোবা ইনশাল্লাহ ভবিষ্যতে এই ভুল গুলোর মাধ্যমে আল্লাহ রহমতে লস হওয়ার সম্ভাবনা থাকবে না।

FRK75
2021-04-07, 04:39 PM
আপনি শুধু সব সময় প্রফিট নিয়েই যাবেন, তাহলেতো এটা আর ব্যবসা থাকবে না। এখানে এই লসগুলো এটাও ব্যবসার একটা অংশ। তবে চেষ্টা করতে হবে কিভাবে আপনার লসগুলোকে কমিয়ে আনা যায়। এখন আমার লস হলে আর গায়ে লাগে না, কারন আমি জানি মাস শেষে (ইনশাআল্লাহ) আমি প্রফিটেই থাকবো।প্রয়োজনে লিখে রাখতে হবে যাতে করে পরবর্তী সময়ে একই ধরনের ভুল না হয়। আর এটা প্রতিটি ট্রেডারের উচিত পূর্বের ভুল গুলো খেয়াল রেখে ট্রেড করা। এবং ট্রেড করার আগে অবশ্যই মার্কেট ভালো করে এনালাইসিস করে ট্রেড করা এতে করে লস এড়ানো যাবে।

Sakib42
2021-04-07, 09:57 PM
লস হলে মন খারাপ হয় বাট কখনো রাগ হয়না।যিনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন তিনিই সফলতা লাভ করে।ট্রেড এ লস হলে খুব খারাপ লাগে আর এটাই স্বাভাবিক। কিন্তু যদি আমরা রাগ করে বসি তাহলে সেটি আমাদের জন্য ক্ষতির মুখে নিয়ে যায়, কেননা রাগ থেকে আমরা অনেক কিছু করে ফেলি যেটির ফলাফল কখনোই ভালো হয় না। আমাদের যখন কোনো ক্ষতি হয় তখন আমাদের উচিত সেই খান থেকে শিক্ষা গ্রহণ করে পরবর্তিতে ভালো ফলাফল অর্জন করা। সব সময় নিজেকে কন্ট্রোল করতে হবে কেননা এটিই আমাদের জন্য সর্বোত্তম পন্থা।

EmonFX
2021-04-07, 10:28 PM
ফরেক্স যেহেতু একটা ব্যবসা সেহেতু লাভ-লস দুটোই থাকবে এটাই স্বাভাবিক। তাই বলে অধৈর্য হওয়া যাবে না বা রাগ করা যাবে না। রাগ করে উল্টাপাল্টা ট্রেড করে বসলে তখন হিতে বিপরীত হতে পারে। মাথা ঠান্ডা করে নিজের ভুলগুলো খুঁজে বের করে সেই অনুযায়ী সংশোধন করতে হবে। শুধু ফরেক্স কেনো পৃথিবীর সব ব্যবসাতেই লাভ-লসের ঝুকি থাকবে। লাভ-লস না থাকলে সেটাকে ব্যবসা বলা যায় না। শুরুতে আপনাকে কিছুটা লস করতে হতে পারে এটা ধরে নিয়েই ফরেক্সে ট্রেড করতে হবে। ফরেক্সে লস হলে হতাশ না হয়ে এটাকে আপনার Business cost মনে করুন, কেননা আপনি কোন ব্যবসা শুরু করতে হলে সেখানে কিছু প্রাথমিক খরচ করতে হতো বাট ফরেক্সে সেটা আপনাকে করত হয় না। লসকে পুজি করে, শক্তিতে রুপান্তরিত করে ট্রেড করতে হবে। ট্রেড করতে করতে একদিন আপনি দক্ষ ও অভিজ্ঞ হয়ে উঠবেন। এভাবে করেই আজ অনেকে সফল ট্রেডার। আপনিও একদিন সফল হবেন যদি ধৈর্য ধরে নিজেকে নিয়ন্ত্রণ করে ফরেক্স ট্রেডিং চালিয়ে যেতে পারে।

Smd
2021-04-07, 10:56 PM
যখন আমার কষ্টের বোনাস লস হয়ে যায় তখন রাগ লাগা সাভাবিক।তবে লসই আমাদের শিক্ষা দেয়। লস করলে আমরা মূলত লসের উপায় জানতে পারি শুধু আমার ক্ষেত্রে নয় এটা সবার ক্ষেত্রে। ফরেক্স ট্রেডিং এ আমরা সকলেই ট্রেড করি লাভ করার জন্য আর লস হলে রাগ হবেই এটাই স্বাভাবিক তবে তাই বলে মন খারাপ করে ট্রেড করা বন্ধ করা যাবেনা। লস হলে দেখতে হবে কি কারনে লস হলো সেটা খুঁজে বের করতে হবে। এবং প্রয়োজনে লিখে রাখতে হবে যাতে করে পরবর্তী সময়ে একই ধরনের ভুল না হয়।

Starship
2021-04-07, 11:12 PM
ফরেক্সে ট্রেড করে যদি আপনি রাগের সম্মুখীন হন বা যদি আপনার রাগ হয় তাহলে আপনি ফরেক্সে কখনোই সফল হতে পারবেন না। কেননা আপনি জানি ফরেক্স হলো একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা। প্রতি ব্যবসার ন্যায় এই ব্যবসাতেও লাভ লস হবে এটাই স্বাভাবিক। আমি কখনো ফরেক্সে লস হলে মন খারাপ করি না। বরং লসের কারণ খুঁজে বের করে তার সমাধান করে পরবর্তী সময়ে তা ট্রেড করার জন্য চেষ্টা করি। কেননা লস থেকে আমরা যে জ্ঞান লাভ করতে পারব তা তারাই একসময় ফরেক্স আমরা সফল হতে পারব।

samun
2021-05-27, 01:29 PM
ভাই সুন্দর একটা কথা বলেছেন আমি প্রথম প্রথম যখন ট্রেডিংয়ে লস করতাম তখন আমি খুব নার্ভাস হয়ে পড়তাম এবং পাশাপাশি খুব রাগ হতাম আর মনে মনে বলতাম আমার সাথে শুধু কেন এমন হয় যে আমি এন্ট্রি নিলেই সেটি আমার বিপরীতে চলে যায় কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে আমি নিজে রিয়েলাইজ করতে পারলাম এবং বুঝতে পারলাম যে আমার নিজের ভুলের কারণে এবং আমার ভুল এনালাইসিস এর কারণে সাধারণত আমার এই সমস্যাগুলো হয়ে থাকে পরবর্তীতে আমি আমার নিজের সমস্যাগুলোকে শনাক্ত করে সমাধান করার চেষ্টা করি এবং নেওয়ার পরবর্তীতে আমি ধৈর্য ধরে অপেক্ষা করে এখন আমার আগের থেকে অনেক বেশী কন্ট্রোল হয়ে গেছে এবং রাগের বশবর্তী হয়ে আমি কোন ভুল সিদ্ধান্ত নেই না যা বিগত দিনে আমি নিয়েছিলাম তাই সকল ট্রেডারদের অনুরোধ করবো জানো কেউ রাগ না হয়

md mehedi hasan
2021-05-27, 02:43 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করলে লাভ লস দুটোই থাকবে।ফরেক্স মার্কেটে এমন কোন ট্রেডার খুজে পাবেন না যে শুধু লাভ করে বা শুধু লস করে।তবে ফরেক্স মার্কেটে লসের চাইতে লাভ এর পরিমাণ বেশি হলে কোন সমস্যা নেই।কিন্তু লাভের চাইতে লসের পরিমাণ বেশি হলে মানষিক ভাবে অসস্থী লাগে মনে হয় আমাকে দিয়ে ফরেক্স হবেনা।

Devdas
2021-07-08, 02:47 PM
আসলে কোন কিছুতে লস করলে তা থেকে রাগ বা একটু খারাপ লাগবেই এটাই স্বাভাবিক। তবে নিজেকে অনেকটা নিয়ন্ত্রন করে রাখি। ফরেক্স এ লাভ লস মিলেই ফরেক্স করতে হয়। ফরেক্স এ আসলেই যে সব সময় লাভ করতে হবে তা নয়। তবে আমার যখন লস হয় তখন আমি কোন প্রকার রাগ মন খারাপ না করে আমি আবার সেখান থেকে অনুশীলন ও রিসার্চ শুরু করে অভিজ্ঞতা নিই যাতে পরবর্তীতে এই ধরনের পরিস্থিতিতে পরলে যাতে লস না করে লাভ করা যায় সেই কৌশল গুলো নিয়ে প্রাকটিস করি।

Smd
2021-10-04, 10:10 PM
আমরা সর্বদা আরও বেশি বেশি পেতে আগ্রহী কিন্তু একই প্রচেষ্টা বারবার ক্ষতির কারণ হয়ে উঠছে। যত তাড়াতাড়ি আমরা আমাদের ভুল এবং নিয়ন্ত্রণ লোভ ফ্যাক্টর শিখতে এবং পুনঃস্থাপন করার সাথে সাথে আমরা আমাদের মূলধন সংরক্ষণ করব এবং ফলস্বরূপ আমরা কিছু লাভ করতে পারি। ট্রেড এ লস হলে খুব খারাপ লাগে আর এটাই স্বাভাবিক। কিন্তু যদি আমরা রাগ করে বসি তাহলে সেটি আমাদের জন্য ক্ষতির মুখে নিয়ে যায়, কেননা রাগ থেকে আমরা অনেক কিছু করে ফেলি যেটির ফলাফল কখনোই ভালো হয় না।

FRK75
2021-10-04, 10:57 PM
ফরেক্স যেহেতু একটা ব্যবসা আর এই ব্যবসায় লাভ লস দুটোই হবে। এই ব্যবসা হতে শুধুমাত্র মুনাফা কেউ করতে পারবে না। আর যে ব্যক্তি শুধুমাত্র মুনাফার উদ্দেশে এই ব্যবসা করে থাকে সে কখনই এই ব্যবসায় টিকে থাকতে পারে না। তাছাড়া এই ব্যবসা করার জন্য অবশ্যই আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করতে হবে। যদি আমরা না নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা কখনই বেশিদিন টিকে থেকে মুনাফা উপার্জন করতে পারবো না।

FRK75
2021-12-07, 01:58 PM
লস করলে রাগ হওয়াটা অস্বাভাবিক কোন বিষয় না, এবং আমার নিজের ও নিজের প্রতি রাগ হয়ে থাকে, আর মনে হতে থাকে কেন এমন করলাম,বা কেন অমন করলাম না, কিন্তু পরক্ষণেই চেষ্টা করি রাগকে নিয়ন্ত্রণে আনার,যখন অনেক বেশি উত্তেজিত হয়ে যাই বা নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারিনা তখন ফরেক্স ট্রেডিং করা থেকে বিরত থাকি।কারণ আমার মনে হয় যে আমি যদি উত্তেজিত অবস্থায় ইমোশনকে নিয়ন্ত্রণ করতে না পেরে কোন ভুল ট্রেড ওপেন করে ফেলি তাহলে সেই ট্রেডথেকে লাভ করার পরিবর্তে লস করার মাধ্যমে ব্যালান্স শূন্য করে ফেলতে পারি, এজন্য আমি সব সময় আমার রাগও ইমোশনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি, লাভের পাশাপাশি নাটকেও স্বাভাবিকভাবে মেনে দেওয়ার চেষ্টা করি।

FRK75
2022-06-08, 07:48 PM
ফরেক্স একটা ব্যবসা আর ব্যবসাতে লাভ লস থাকবেই।মাঝে মাঝে আমি ভুল ট্রেড এন্ট্রি করি এবং আমার লস হয়।তবে লস হলে মন খারাপ হয় বাট কখনো রাগ হয়না।আমি জানি রাগ হলে আমি আবারো ভুল ট্রেড করব ওই লস রিকভার করার জন্য।কিন্তু তাতে আরো বেশি লস হবে।এজন্য রাগ না করে ওই লসের কারণ খুজি এবং পরবর্তীতে যেন একই ভুল না করি সেটা নিয়ে ভাবি।আমার এটা মনে হয় রাগ ক্রোধ হিংসা মানুষকে ধ্বংস করে দেয় তাই আমাদের সকলের উচিত রাগ পরিহার করে লসের প্রকৃত কারণ খুজে বের করা।আর এটা পারলেই তো আপনি ফরেক্স এ একদিন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হতে পারবেন।করেছন।
লস মানে হল অর্থনৈতিক ক্ষতি সাধিত হওয়া আর কেউ কখনোই নিজের অর্থনৈতিক ক্ষতি কে স্বাভাবিকভাবে গ্রহণ করবে না অর্থাৎ অর্থনৈতিক ক্ষতি হওয়ার পরে প্রত্যেকের মধ্যেই একটা কষ্ট লাগা কাজ করে থাকে ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে প্রতিটি ট্রেডের বিপরীতে ট্রেডার একটি কাঙ্খিত প্রফিট আশা বা কল্পনা করে থাকে আর যখন সেই আকাঙ্খিত প্রফিট এর বিপরীতে লসের দেখা মেলে তখন অবশ্যই ট্রেডারের খারাপ লাগা কাজ করে।তাও হতাশ হওয়া চলবে না।রাগকে শক্তিতে পরিনত করতে হবে।তাহলেই ভালো ফল পাওয়া যাবে

Mas26
2022-06-08, 11:37 PM
ফরেক্স একটা ব্যবসা আর ব্যবসাতে লাভ লস থাকবেই।মাঝে মাঝে আমি ভুল ট্রেড এন্ট্রি করি এবং আমার লস হয়।তবে লস হলে মন খারাপ হয় বাট কখনো রাগ হয়না।আমি জানি রাগ হলে আমি আবারো ভুল ট্রেড করব ওই লস রিকভার করার জন্য।কিন্তু তাতে আরো বেশি লস হবে।এজন্য রাগ না করে ওই লসের কারণ খুজি এবং পরবর্তীতে যেন একই ভুল না করি সেটা নিয়ে ভাবি।আমার এটা মনে হয় রাগ ক্রোধ হিংসা মানুষকে ধ্বংস করে দেয় তাই আমাদের সকলের উচিত রাগ পরিহার করে লসের প্রকৃত কারণ খুজে বের করা।আর এটা পারলেই তো আপনি ফরেক্স এ একদিন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হতে পারবেন।