PDA

View Full Version : ফরেক্স কি আমি একা একা ঘরে বসে শিখতে পারবো?



Arifurr293
2019-08-24, 02:22 PM
জানা ও শেখার কোন শেষ নাই যে যেভাবে পারে সে সেভাবে শেখে।
তবে আপনি যদি কোন সফল ট্রেডারের কাছ থেকে ফরেক্স শিখতে পারেন তাহলে আপনি খুব দ্রুত শিখতে পারবেন।
তবে আপনি ঘরে বসেই ফরেক্স শিখতে পারেন সেক্ষেত্রে আপনাকে ফরেক্সের বিভিন্ন সাইড রয়েছে সেখান থেকে আপনি শিখতে পারেন।
ট্রেড সম্পর্কে সেখান থেকে জ্ঞান অর্জন করতে পারেন।
ইউটিউব থেকে বিভিন্ন টিউটোরিয়াল দেখে আপনি ফরেক্স সম্পর্কে জানতে পারেন।
তবে সর্বোপরি আপনি যদি কোন সফল ট্রেডারের কাছ থেকে হাতে কলমে শিখতে পারেন তাহলে ভালো করে শিখতে পারবেন এবং দ্রুতই আপনি ট্রেড করতে পারবেন।

Fxxx
2020-01-20, 11:17 PM
হ্যা ফরেক্স ঘরে বসেই শেখা যায়। যদি সঠিক মেধা ও চেষ্টা চালানো যায় তবে খুব সহজেই ঘরে বসে ফরেক্স শেখা যাবে। তবে এর জন্য নিজেকে ভালো ইংরেজি জানতে হবে এবং অনলাইন সম্পর্কিত জ্ঞান থাকতে হবে। কারন এসব আপনাকে ভালো ফরেক্স শিখতে সাহায্য করবে বলে আমি মনে করি।

Dibakar Biswas
2020-03-26, 06:31 PM
ফরেক্স জানার বা শেখার অনেক পদ্ধতি আছে । তার মাঝে অন্যতম হলো অনলাইনে প্রচুর সময় দেয়া। আজকাল অনলাইনে সার্চ দিলে অনেক সাইট পেয়ে যাবেন। আপনি যদি ইংরেজী ভালো জানেন তবে ইংরেজী আর যদি বাংলা চান তবে গুগল সার্চে গিয়ে খুজে নিতে পারেন। পাশাপাশি আপনাকে ডেমো প্রাকটিস করতে হবে । আপনার জানার জন্য আমি আপনাকে একটা সাইট দিলাম - সাইট (http://forexbanglait.blogspot.com/)। আশা করি এখানে আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

অনলাইনে ফরেক্স সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক (http://forexbanglait.blogspot.com/)করুন।