PDA

View Full Version : টাইমফ্রেম



shawon2015
2014-12-21, 01:46 AM
টাইমফ্রেমের মাধ্যমে আমরা কোন নির্দিষ্ট ৫ মিনিট, ১৫ মিনিট, ১ ঘন্টা, ১ সপ্তাহ বা ১ মাসে প্রাইস সর্বোচ্চ কত বেড়েছিল বা কমেছিল ইত্যাদি আমরা জানতে পারি। যদি আমরা ১টি ৫ মিনিটের ক্যানডেল দেখি, তাহলে তা থেকে আমরা বুঝতে পারবো.

Eraulhaque
2015-02-04, 08:27 PM
ফরেক্স মর্কেটে টাইমফ্রেম বলতে একটা নির্দিষ্ট সময়ের ভেতর মার্কেটের অবস্তা। উদাহরনস্বরূপ বলা যায় যে ১ঘন্টার একটি টাইমফ্রেমে ঐ এক ঘন্টা সময়ে মার্কেট কত বেড়েছিল বা কমেছিল।অর্থাত মার্কেটের অবস্থা বোঝাবে।ফরেক্স মার্কেটে সচরাচর ৫,মিনিট, ৩০ মিনিট,১ঘন্টা,১দিন, বা ১মাসের টাইমফ্রেম প্রদর্শিত হয়।

জাহাঙ্গীর
2015-02-05, 11:43 AM
টাইমফ্রেম ফরেক্স মার্কেটে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। টাইমফ্রেমের ক্যানডেল টিক দেখে বুঝা যায় মার্কেটের অবস্থান। আমরা চার্টে দেখে থাকি ১ মিনিট, ৫ মিনিট, ১৫ মিনিট, ১ ঘন্টা, ১ সপ্তাহ ও ১ মাসের ক্যানডেল টিকের মাধ্যমে যে কোন পেয়ারের মূল্য সর্বোচ্চ কত বেড়েছিল বা কমেছিল। ট্রেড করার জন্য আমি মনে করে ১ ঘন্টা ও ৪ ঘন্টার টাইমফ্রেমের ক্যান্ডেলটিক লক্ষ্য করে বাইস সেল করা উচিত।

shawonrfx
2015-02-07, 07:42 PM
টাইমফ্রেমের মাধ্যমে আমরা কোন নির্দিষ্ট ৫ মিনিট, ১৫ মিনিট, ১ ঘন্টা, ১ সপ্তাহ বা ১ মাসে প্রাইস সর্বোচ্চ কত বেড়েছিল বা কমেছিল ইত্যাদি আমরা জানতে পারি। যদি আমরা ১টি ৫ মিনিটের ক্যানডেল দেখি, তাহলে তা থেকে আমরা বুঝতে পারবোঃ
কোন প্রাইসে ক্যানডেলটি শুরু হয়েছে
কোন প্রাইসে ক্যানডেলটি ক্লোজ হয়েছে
প্রাইস ঐ ৫ মিনিতে সর্বোচ্চ কত বেড়েছিল
প্রাইস ঐ ৫ মিনিতে সর্বনিম্ন কত কমেছিল
সাধারনত নিম্নোক্ত টাইমফ্রেমগুলো বেশী ইউজ হয় কারন এগুলো মেটাট্রেডার ৪ এ দেয়া আছে। কিন্তু মেটাট্রেডার ৫ এ আপনি আরো কাস্টম টাইমফ্রেম ব্যবহার করতে পারবেন।
m1 , m5 , m15 , m30 , h1 , h4 , d1 , w1 , mn ।

Harun1650
2015-03-18, 03:02 AM
ফরেক্স মার্কেট এ টাইমফ্রেম একটা বড় ধরনের জিনিস যেটার মাধ্যমে আপনি কোন টাইমফ্রেম এ ট্রেড করবেন,কারন এক এক জন ট্রেডার এক এক টাইমফ্রেমএ কাজ করে থাকে।এটা মুলত আপনি কতক্ষন ধরে বা লং টাইম নাকি শর্ট টাইম এর মধ্যে ট্রেড করবেন তা নির্ধারন করে ট্রেড করে থাকে।আপনি যদি শর্ট টাইম এর জন্য ট্রেড অপেন করে থাকেন তাহলে m1,m5,m15 এইসময়গুলো খেয়াল রাখতে হবে,আর লং টাইম এর জন্য h1,h4,mnt1এইসব টাইম ফ্রেম এর দিকে খেয়াল রাখতে হবে।

Esan Islam
2015-03-19, 08:02 AM
টাইমফ্রেম ফরেক্স মার্কেটের গুরুত্বপূর্ণ বিষয়।টাইমফ্রেমের মাধ্যমেই মার্কেটের অবস্থা ৫ মিনিট, ১৫ মিনিট,১ঘন্টা, ১ সপ্তাহ এবং ১ মাসে কেমন ছিল তা বোঝা যায়।সুতরাং বলা যায় যে ফরেক্স মার্কেটে বিভিন্ন রকম টাইমফ্রেম রয়েছে যেমন ৫ মিনিটের টাইমফ্রেম ১৫ মিনিটের টাইমফ্রেম ১ ঘন্টার টাইমফ্রেম ১ সপ্তাহের টাইমফ্রেম ১ মাসের টাইমফ্রেম ইত্যাদি।

mybff
2015-03-21, 11:51 PM
টাইমফ্রেমের মাধ্যমে আমরা কোন নির্দিষ্ট ৫ মিনিট, ১৫ মিনিট, ১ ঘন্টা, ১ সপ্তাহ বা ১ মাসে প্রাইস সর্বোচ্চ কত বেড়েছিল বা কমেছিল ইত্যাদি আমরা জানতে পারি। যদি আমরা ১টি ৫ মিনিটের ক্যানডেল দেখি, তাহলে তা থেকে আমরা বুঝতে পারবো.

আমরা টাইম্ফ্রেম থেকে বুঝতে পারি একটি নির্দিস্ট সময়ে কোন একটি কারেন্সি পেয়ার এর দাম কত বেড়েছিল বা কমেছিল । আমরা যদি স্ক্যাল্পিং করতে চাই তাহলে ৫ মিনিট বা ১৫ মিনিট এর টাইম ফ্রেম গুলয় আমাদেরকে বেশি বেশি এনালাইসিস করতে হবে । আর আমরা যদি আরোও একটু লং ট্রেড করতে চাই তাহলে আমাদেরকে ৩০ মিনিট , ১ ঘন্টা বা ৪ ঘন্টার টাইম ফ্রেম এনালাইসিস করতে হবে ।আর যদি পজিশন ট্রেডিং করতে চাই তাহলে দিন বা সপ্তাহের টাইম ফ্রেম দেখতে হবে।

mun195
2015-03-27, 12:01 PM
ফরেক্স ট্রেড এ কারেন্সি পেয়ার একটি গুরুত্বপুণ্য বিষয়, এর মাধ্যমে আমরা এনালাইসিস করতে বা জানতে পারি যে কন কারেন্সি পেয়ারটি কত কমেছিল বা বেড়েছিল, ট্রেড করার জন্য ভিবিন্ন টাইমফ্রেম রয়েছে ৫ মিনিট, ১৫ মিনিট, ১ঘন্টা, ১ সপ্তাহ এবং ১ মাস আপনি যে ফ্রেমে ট্রেড করতে চান সেটা ভালোভাবে এনালাইসি করে ট্রেড করেন।

shojib23
2015-04-09, 05:34 PM
সাধারনত নিম্নোক্ত টাইমফ্রেমগুলো বেশী ইউজ হয় কারন এগুলো মেটাট্রেডার ৪ এ দেয়া আছে। কিন্তু মেটাট্রেডার ৫ এ আপনি আরো কাস্টম টাইমফ্রেম ব্যবহার করতে পারবেন।
m1 , m5 , m15 , m30 , h1 , h4 , d1 , w1 , mn ইত্যাদি দেখে বুজতে পারবেন ৫ মিনিটে কতটা দাম কমলো বা বাড়ল ।

Imrankhan
2015-04-12, 12:23 PM
ফরেক্স মর্কেটে টাইমফ্রেম বলতে একটা নির্দিষ্ট সময়ের ভেতর মার্কেটের অবস্তা। টাইমফ্রেম ফরেক্স মার্কেটে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। টাইমফ্রেমের ক্যানডেল টিক দেখে বুঝা যায় মার্কেটের অবস্থান। আমরা টাইম্ফ্রেম থেকে বুঝতে পারি একটি নির্দিস্ট সময়ে কোন একটি কারেন্সি পেয়ার এর দাম কত বেড়েছিল বা কমেছিল ।

Tuhin
2015-04-12, 04:59 PM
ফরেক্সে টাইম ফ্রেম অনেক গুরুত্বপূর্ণ বিষয়। লক্ষ্য করলে দেখতে পারবেন মেট্রাট্রেডার ট্রেডিং প্লাটফর্ম এ m1,m5, m15, m30.h1,h4,D1 etc নামে কিছু অপসন আছে এগুলো হল এক একটি টাইম ফ্রেম। উপেরর m বলতে মিনিট, H তে ঘন্টা, D তে দিন বোঝানো হয়েছে এখানে আমরা যে টাইম ফ্রেম সিলেক্ট করবো সেই সময় এর মার্কেটের অবস্থান জানতে পারবো।

Imrankhan
2015-04-16, 09:26 PM
টাইমফ্রেম বলতে একটা নির্দিষ্ট সময়ে ফরেক্স মর্কেটের ট্রেডিং অবস্তা কে বুঝায়। এর মাধ্যমে আমরা জানতে পারি কোন কারেন্সির মূল্য কত কমেছিল বা বেড়েছিল।

Bijoysingh
2015-04-22, 05:26 PM
টাইমফ্রেমের মাধ্যমে আমরা কোন নির্দিষ্ট ৫ মিনিট, ১৫ মিনিট, ১ ঘন্টা, ১ সপ্তাহ বা ১ মাসে প্রাইস সর্বোচ্চ কত বেড়েছিল বা কমেছিল ইত্যাদি আমরা জানতে পারি। যদি আমরা ১টি ৫ মিনিটের ক্যানডেল দেখি, তাহলে তা থেকে আমরা বুঝতে পারবোঃ
কোন প্রাইসে ক্যানডেলটি শুরু হয়েছে, কোন প্রাইসে ক্যানডেলটি ক্লোজ হয়েছে ,প্রাইস ঐ ৫ মিনিতে সর্বোচ্চ কত বেড়েছিল ,প্রাইস ঐ ৫ মিনিতে সর্বনিম্ন কত কমেছিল
সাধারনত নিম্নোক্ত টাইমফ্রেমগুলো বেশী ইউজ হয় কারন এগুলো মেটাট্রেডার ৪ এ দেয়া আছে। কিন্তু মেটাট্রেডার ৫ এ আপনি আরো কাস্টম টাইমফ্রেম ব্যবহার করতে পারবেন।

m1
m5
m15
m30
h1
h4
d1
w1
mn

tofazzal1
2015-04-23, 11:47 PM
টাইমফ্রেম গুরুত্বপুন্ন বিষয় ফরেক্স এ ট্রেড করতে হলে আপনাকে ১টা টাইমফ্রেম পছন্দ করতে হবে। এক এক টা টাইমফ্রেম এর ক্যান্ডল/Candle এক এক রকম হয় যেমন ১ মিনিট এর টা এক রকম ৫ মিনিট এর টা এক রকম টাইমফ্রেম ১ মিনিট ,৫ মিনিট , ১৫ মিনিট , ৩০মিনিট , ১ ঘণটা, ৪ ঘণটা, ১ দিন, ১ স্পতাহ , ১মাস এর হয়।

Zakariea
2015-05-08, 06:30 PM
টাইমফ্রেম আমাদের সাহায্য করে আমাদের ট্রেডিং স্ট্রাটেজি সেটআপ করার জন্য। আমরা টাইমফ্রেম এর মাধ্যমে জানতে পারি ফরেক্সে হেসটরিকাল ডাটা। কোন সময় মারকেট ডাউন ট্রেন্ড ছিল কোন সময় মারকেট আপট্রেন্ড ছিল।

Shimanto754
2015-05-12, 07:58 PM
টাইমফ্রেম হলো ক্যান্ডেল ভিত্তিক মার্কেটের অবস্থা।অর্থাৎ যতটুকু সময়ের টাইমফ্রেম একেকটা ক্যান্ডেল ততটুকু সময় অবস্থান করে মার্কেটের অবস্থা প্রকাশ করবে।আমরা আমাদের ট্রেডিং টার্মিনালে মেটাট্রেডার ফোরে ১মি,৫মি,১৫মি,৩০মি,১ঘন্টা,৪ঘন্টা,১দিন,৭দিন,১মা সের টাইমফ্রেম দেখে থাকি।ভিন্ন ভিন্ন ট্রেডার টাইমফ্রেম দেখে ট্রেড করে থাকে।

FxAhsan
2015-09-06, 11:29 PM
ফরেক্সে মোট ৯ ধরনের টাইমফ্রেম রয়েছে,একেক টির গুরুত্ত একেকরকম, যেমন স্ক্যাল্পিং যারা করে তারা সাধারণত ১মিনিট থেকে শুরু করে ৩০মিনিট এর টাইমফ্রেম ব্যবহার করে,আর যারা ডে ট্রেড করে তার আবার ১ ঘন্টা,৪ ঘন্টার টাইমফ্রেম ইউজ করে থাকে আর যার লং টার্ম ট্রেড করে থাকে তারা ডে, উইকলি এবং মান্থলি টাইমফ্রেম ব্যবহার করে থাকে।

fxover
2015-09-13, 03:23 PM
টাইম ফ্রেম হচ্ছে কোন নির্দিষ্ট সময়ে মার্কেট কতটা মুভ করে তার একটি গঠন । আমরা যখন কোন একটি ট্রেড ওপেন করতে চাই তার আগে আমাদের বিভিন্ন টাইম্ফ্রেমের ক্যান্ডেল এনালাইসিস করে ট্রেড ওপেন করতে হয় । আমরা যদি স্ক্যাল্পিং করতে চাই তাহলে আমাদেরকে স্বল্প সময়ের ফ্রেমগুলো এনালাইসিস করতে হবে আর আমরা যদি লং টাইম এর ট্রেড করতে চাই তাহলে আমাদের ১ ঘন্টা থেকে দিন এর চার্ট গুলো এনালাইসিস করতে হবে ।

MotinFX
2015-09-15, 08:13 PM
ফরেক্স মার্কেটে টাইম ফ্রেম বলতে একটা নির্দিষ্ট সময়ে মার্কেটের গতিবিধি দেখা। যেমন ১ ঘন্টার টাইম ফ্রেমে মার্কেট কি পরিমান বাড়ছে এবং কি পরিমান কমছে তার উপর এনালাইসিস করা।

Momen
2015-10-18, 01:13 PM
টাইম ফ্রেমের মাধ্যমে আমরা প্রতি টাইম ফ্রেমের সময় কতটুকু পরিমান মার্কেটের মুভমেন্ট হয়েছিল তা দেখতে পারি। এতে করে আমরা অতি সহজেই টেকনিক্যাল এনাল্যাইসিস করতে পারি।

mlbasumata
2015-10-21, 06:09 PM
ফরেক্সে বাজারের ওঠা নামাকে বিভিন্ন সময় ব্যবধানে আপনি দেখতে পারেন, একে টাইমফ্রেম বলে। আপনার চার্টে ঐ সময়ের মধ্যে বা প্রতি মুদ্রা জোড়ার বাজার ওঠা নামার গ্রাফ দেখাবে। যেমন আপনি যদি eurusd-তে m5 সিলেক্ট করেন তবে আপনাকে প্রতি ৫ মিনিটে eurusd জোড়ার বাজার ওঠা নামার গ্রাফ দেখাবে যা দেখে আপনি ট্রেড করবেন।

AbuRaihan
2015-10-22, 03:04 PM
ট্রেডিং এর ক্ষেত্রে টাইমফ্রেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । কেননা টাইমফ্রেমের মাধ্যমে আমরা মার্কেট এর গতি সম্পর্কে ধারণা লাভ করতে পারি এবং পূর্বের মার্কেট যাচাই করতে পারি । এবং এর উপর ভিত্তি করেই ট্রেড করতে পারি । ফরেক্স সাধারণত দুই ধরনের টাইম ফ্রেম আছে এবং তা হল ১. শর্ট টাইমফ্রেম ও ২.লংটাইমফ্রেম । সাধারণত শর্ট টাইম ফ্রেম ব্যবহার করে স্কাল্পাররা । ট্রেডিং এর জন্য লং টাইমফ্রেম খুব ভালো ।

dinner
2015-12-04, 03:48 PM
সাধারনত নিম্নোক্ত টাইমফ্রেমগুলো বেশী ইউজ হয় কারন এগুলো মেটাট্রেডার ৪ এ দেয়া আছে। কিন্তু মেটাট্রেডার ৫ এ আপনি আরো কাস্টম টাইমফ্রেম ব্যবহার করতে পারবেন।

m1
m5
m15
m30
h1
h4
d1
w1
mn

আপনি কোন নির্দিষ্ট টাইমফ্রেমের কোন ১টি ক্যানডেল দেখলেই বুঝতে পারবেন ঐ সময়ে প্রাইসের মুভমেন্ট কেমন হয়েছিল।

basaki
2016-03-19, 08:17 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে অনেক কিছুই শিখতে হবে তাই আপনি যদি ভাল করে ট্রেড লাইন ভাল করে বুঝতে পারেন তবে আপনি তাহকে অনেক ভাল করেই ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবেন। কিন্তু আপনি যদি না যেনে ট্রেড করেন তাহকে আপনার অনেক লস হবে। আর টাইম লাইন ভাল করে শিখতে হবে।

abdulguffer
2016-03-19, 08:45 AM
ফরেক্স এ টেকনিক্যাল এনালাইসিস করার জন্য টাইম ফ্রেম এর গুরুত্ব অনেক। বিভিন্ন টাইম ফ্রেমে সাপোর্ট ও রেজিস্টানস লেভেল নির্নয় করে টেকনিক্যাল এনালাইসিস করতে হয়। সর্ট টার্ম ট্রেড এর জন্য ছোট টাইম ফ্রেম(M1, M5 , M15, M30)এ টেকনিক্যাল এনালাইসিস করা হয় এবং লং টার্ম ট্রেড এর জন্য বড় টাইম ফ্রেম ব্যবহার (H1, H4 ,d1) করা হয়।

yasir arafat
2016-04-01, 02:05 PM
একটা নির্দিষ্ট টাইম ফ্রেম নির্বাচন আমাদের জন্য একান্ত জরুরী।কারণ একেকে টাইমফ্রেমে ক্যান্ডেল স্টিকগুলো একেক রকম হয় এবং সেঅনুযায়ী টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো করতে হয়।আমরা মেটা ট্রেডারে সাধারণত 1m,5m,15m,30m,1h,1day,1w এবং 1mn এর টাইমফ্রেম দেখে থাকি।

ASADUR RAHMAN
2016-04-05, 08:31 PM
ফরেক্স মার্কেটে বিভিন্ন ধরনের টাইম ফ্রেম আছে। যেমন, m5 , m15 , m30 , H1, H4, D1, MN1
৫ মিনিটের টাইম ফ্রেমে বোঝায়,

কোন প্রাইসে ক্যানডেলটি শুরু হয়েছে?
কোন প্রাইসে ক্যানডেলটি ক্লোজ হয়েছে?
প্রাইস ঐ ৫ মিনিতে সর্বোচ্চ কত বেড়েছিল?
প্রাইস ঐ ৫ মিনিতে সর্বনিম্ন কত কমেছিল?

sharifulbaf
2016-05-20, 07:59 AM
ফরেক্স মার্কেটে আমরা টাইম ফ্রেম ব্যাবহার করে এনালাইসিস করে মামার্কেটেট্রেড করে থাকি,ফরেক্স মার্কেটে টাইম ফ্রেম কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি,লং টাইম ফ্রেম আর সর্ট টাইম ফ্রেম,যে সকল ফরেক্স ট্রেডার স্কাল্পিং করে তাদের জন্য সর্ট টাইম ফ্রেম,আর যে সকল ট্রেডার লং ট্রেড করে তাদের জন্য লং টাইম ফ্রেম,মুলত টাইম ফ্রেমের ক্যান্ডেল দেখে এনালাইসিস করে থাকি।

Sahed
2016-07-25, 04:23 PM
ফরেক্স মার্কেটে টাইম ফ্রেম একটি গুরুত্বপূর্ন বিষয় । মিনিট ১ আথবা মিনিট ৫ টাইম ফ্রেম ট্রেড করার জন্য উপযোক্ত নয় । মিনিট ৫ থেকে মিনিট ১৫ টাইম ফ্রেম হচ্ছে মার্কেটে স্ক্যাল্পিং করার জন্য । *আপনি যদি লং টাইম ট্রেড করতে চান তাহলে ১ ঘন্টা বা ৪ ঘন্টা টাইম ফ্রেম উত্তম বলে আমি মনে করি । এই টাইম ফ্রেমে মার্কেট এ্যনালাইসিস করা খুবই কার্যকারী বলে মনে হয় । ধন্যবাদ ।।

fatema begum
2016-07-31, 08:41 PM
ফরেক্স মার্কেটে টাইমফ্রেম একটি গুরুত্বপূর্ণ দিক ।কারণ এই টাইমফ্রেমের উপর নির্ভর করে আমাদের অ্যনালাইসিস ইএ বা ইন্ডিকেটর গুলো কাজ করে থাকে ।সুতরাং আমরা যদি স্কালপিং করি তাহলে লো টাইমফ্রেম এবং লং টার্ম ট্রেডের ক্ষেত্রে লং টাইমফ্রেম ব্যবহার করতে পারি।

dwipFX
2016-08-03, 03:28 PM
আমরা বিভিন্ন রকমের টাইম ফ্রেম দেখে ট্রেড করি তার এক ঘন্টার বা ডেইলি টাইম ফ্রেম আমার কাছে অনেক ভাল লাগে। কারন মার্কেটে ডেইলি মার্কেট দেখে এনালাইসিস করলে কিছুটা সাপোর্ট রেজিস্টেন্স বুঝা যায় তাই আমাদের কে এই গুলো দেখে ট্রেড করতে হবে।

SHOYEB
2016-08-08, 10:41 AM
টাইমফ্রেম হচ্ছে ফরেক্স মার্কেটে দর বৃদ্বি এবং হ্রাসের সময়কাল। টাইমফ্রেম বুঝলে ট্রেডিং করতে সুবিধা।

md mehedi hasan
2016-11-30, 03:33 PM
ফরেক্স মার্কেট ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই নির্দষ্ট একটি টাইম ফ্রেমে ট্রেড করতে হবে।আমি লং ট্রেড করি আর তাই ডেলি টাইম ফ্রেমে ট্রেড করি।আপনি যদি শর্ট ট্রেড করেন তাহলে ১ঘন্টা বা ৩০ মিনিটের টাইম ফেমে ট্রেড করবেন।

জ্যাক কয়েন
2016-11-30, 07:18 PM
আমার জানা মতে টাইমফ্রেমের মাধ্যমে আমরা কোন নির্দিষ্ট ৫ মিনিট, ১৫ মিনিট, ১ ঘন্টা, ১ সপ্তাহ বা ১ মাসে প্রাইস সর্বোচ্চ কত বেড়েছিল বা কমেছিল ইত্যাদি আমরা জানতে পারি। যদি আমরা ১টি ৫ মিনিটের ক্যানডেল দেখি, তাহলে তা থেকে আমরা বুঝতে পারবো।

RUBEL MIAH
2016-12-11, 10:02 PM
আমরা টাইমফ্রেম অবলম্বন করে তারপর ট্রেড করার চেষ্টা করব । যে ট্রেডার টাইম ফ্রেম মেনে ট্রেড করতে পারবে সে অবশ্যই লাভবান হতে পারবে । অতএব আমরা সব সময় ৪ ঘন্টার টাইম ফ্রেম অথবা দিনের টাইম ফ্রেডম দেখে ট্রেড করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর আপনারাও চেষ্টা করেন টাইম ফ্রেম মেনে ট্রেড করার তাহলেই লাভবান হতে পারবেন ।

nbfx
2016-12-13, 08:46 PM
ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে মেটা ট্রেডার ৪ এ টাইমফ্রেম খুবই গুরুত্বপূর্ণ । লং ট্রেড করার জন্য ডেইলি চার্ট এবং উইকলি চার্ট ব্যবহার করলে ভাল ফল পাওয়া যায়। ডে-ট্রেডিং এর জন্য ১ঘন্টার চার্ট, ৪ঘন্টার চার্ট এবং ডেইলি চার্ট ব্যবহার করা হয়। স্ক্যাপ্লিং করার জন্য সাধারনত ৫ মিনিট, ১৫মিনিট এবং ৩০ মিনিটের চার্ট ব্যবহার করা হয়।

riponinsta
2017-01-22, 04:49 PM
ফরেক্স মার্কেট এ বিভিন্ন টাইমফ্রেম আছে বিভিন্ন টেড আর বিভিন্ন টাইম এ টেড করে থাকে আপনার হাতে যদি সময় কম থাকে তা হলে আপনি বড় টাইম এ টেড করবেন যাদের হাতে সময় বেশি থাকে তারা ছোট টাইম এ টেড করে আপনি যত ছোট টাইম এ টেড করবেন আপনাকে তত তারাতারি টেড ওপেন করতে হবে তাই আপনার সময় অনুজায়ি টেড ইং সিস্টেম সিলেট করে টেড করুন তা হলে আপনি ভাল করবেন

Eefatali
2017-01-24, 04:46 PM
ফরেক্স মার্কেট একটা গতিশীল মার্কেট।প্রতি সেকেন্ড মার্কেট উঠানামা করে।কতটুকু সময়ে কতটুকু মুভ করছে সেটা যে ফ্রেমে দেখানো হয় তাকে টাইমফ্রেম বলে। ট্রেডিয় মার্কেটে অনেকরকমের টাইমফ্রেম রয়েছে। ১ মিনিট, ৫ মিনিট, ১৫ মিনিট, ৩০ মিনিট, ১ ঘন্টা, ৪ ঘন্টা, ১ দিন,৭ দিন, ১ মাস ইত্যাদি বিভিন্ন ধরনের টাইমফ্রেমে মার্কেটের মুভমেন্ট বোঝা যায়।

nbfx
2017-01-24, 07:26 PM
ফরেক্স মার্কেটে টেকনিক্যাল এনালাইসিস করার জন্য টাইমফ্রেম খুবই গুরুত্বপূর্ণ। বড় টাইমফ্রেম দেখে এনালাইসিস করলে ট্রেডে নির্ভরশীলতা বেশী পাওয়া যায়। ধরুন, ৪ ঘন্টার টাইমফ্রেম একটি ক্যান্ডলস্টিক ৪ ঘন্টা সময়ের মধ্যে কতটুকু মুভমেন্ট করেছে তা বুঝা যায়। আর প্রতি ৪ ঘন্ট অন্তর অন্তর একটি নতুন ক্যান্ডলস্টিক ওপেন হয়।

shohanjacksion
2017-02-04, 05:04 PM
টাইমফ্রেম দিয়ে আমরা মার্কেটের কোন একটি নির্দিষ্ট সময়ের মাধ্যে প্রাইজ কতটুকু উঠানামা করল তা বুঝা যায়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মার্কেটে ট্রেন্ড বুঝতে হলে আমাদের সবধরনের টাইমফ্রেম এনালাইসিস করতে হয়।

amdad123
2017-02-04, 05:33 PM
টাইম ফ্রেম হল একটা নির্দিষ্ট সময়ে প্রাইস সর্বোচ্চ কত পর্যন্ত উঠেছিল বা নেমেছিল তার একটি চিত্র দেখার একটি চার্ট। এ টাইমফ্রেম দেখে ফরেক্স ট্রেডাররা ট্রেড করে থাকে।টাইমফ্রেম কয়েক ধরণের হয়ে থাকে যেমন: (১ ,৫, ১৫, ৩০) মিনিট ,১ঘন্টা, ৪ ঘন্টা, ডেইলি, সাপ্তাহিক ও মাসিক। এই টাইমফ্রেম গুলোর মুভমেন্ট দেখে ট্রেডাররা ট্রেড করে থাকে। যে সকল ট্রেডার স্কাল্পার তারা সর্ট টাইমফ্রেম ও লং টার্ম ট্রেডাররা হায়ার টাইমফ্রেমে ট্রেড করে।তবে এখানে আমার মতে সবচেয়ে ভাল টাইমফ্রেম হল ৪ ঘন্টার টাইমফ্রেম।

Mamun13
2017-11-22, 06:37 PM
ফরেক্স মার্কেটের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই টাইমফ্রেম৷সর্বদা লং টাইমফ্রেম দেখে ট্রেড করা ভালো এবং নিরাপদ৷লং টাইমফ্রেমগুলো অনেক নির্ভরযোগ্য আর শর্ট টাইমফ্রেমগুলো খুবই অস্হির ও ঝুঁকিপূর্ণ৷বিভিন্ন ট্রেডারদের মন মানষিকতা ভিন্ন হওয়াতে তারা বিভিন্ন টাইমফ্রেম পছন্দ করেন৷

morshed naim
2017-12-05, 02:47 AM
ফরেক্সে বাজারের ওঠা নামাকে বিভিন্ন সময় ব্যবধানে আপনি দেখতে পারেন, একে টাইমফ্রেম বলে। আপনার চার্টে ঐ সময়ের মধ্যে বা প্রতি মুদ্রা জোড়ার বাজার ওঠা নামার গ্রাফ দেখাবে।আমরা যদি স্কালপিং করি তাহলে লো টাইমফ্রেম এবং লং টার্ম ট্রেডের ক্ষেত্রে লং টাইমফ্রেম ব্যবহার করতে পারি।মিনিট ৫ থেকে মিনিট ১৫ টাইম ফ্রেম হচ্ছে মার্কেটে স্ক্যাল্পিং করার জন্য । *আপনি যদি লং টাইম ট্রেড করতে চান তাহলে ১ ঘন্টা বা ৪ ঘন্টা টাইম ফ্রেম উত্তম বলে আমি মনে করি ।

Fxhuman
2020-01-29, 12:32 AM
ফরেক্স ট্রেড এ কারেন্সি পেয়ার একটি গুরুত্বপুণ্য বিষয়, এর মাধ্যমে আমরা এনালাইসিস করতে বা জানতে পারি যে কন কারেন্সি পেয়ারটি কত কমেছিল বা বেড়েছিল, ট্রেড করার জন্য ভিবিন্ন টাইমফ্রেম রয়েছে ৫ মিনিট, ১৫ মিনিট, ১ঘন্টা, ১ সপ্তাহ এবং ১ মাস আপনি যে ফ্রেমে ট্রেড করতে চান সেটা ভালোভাবে এনালাইসি করে ট্রেড করেন।

Fxxx
2020-01-30, 01:06 PM
মার্কেটে টাইমফ্রেম খুবই গুরুত্বপূর্ণ কারন টাইমফ্রেম এর উপর ভিত্তি করে সাপোর্ট রেজিস্টান্স ও ট্রেন্ড লাইন তৈরি হয়। সাধারনত ১ মিনিট থেকে সর্বোচ্চ ১ মাসের টাইমফ্রেম দেয়া আছে মার্কেটে। যে যার সুবিধামতো টাইমফ্রেম ব্যাবহার করে থাকে।

Hredy
2020-02-08, 04:37 PM
টাইমফ্রেম ফরেক্স মার্কেটে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। টাইমফ্রেমের ক্যানডেল টিক দেখে বুঝা যায় মার্কেটের অবস্থান। আমরা চার্টে দেখে থাকি ১ মিনিট, ৫ মিনিট, ১৫ মিনিট, ১ ঘন্টা, ১ সপ্তাহ ও ১ মাসের ক্যানডেল টিকের মাধ্যমে যে কোন পেয়ারের মূল্য সর্বোচ্চ কত বেড়েছিল বা কমেছিল। ট্রেড করার জন্য আমি মনে করে ১ ঘন্টা ও ৪ ঘন্টার টাইমফ্রেমের ক্যান্ডেলটিক লক্ষ্য করে বাইস সেল করা উচিত।

Rokibul7
2020-02-24, 12:03 AM
টাইমফেমের মাধ্যমে মাকেট এ প্রাইচ এর উঠা নামা দেখতে পাই।ফরেক্স মারকেটে নানা ধরনের টাইম ফেম দেখা যাব।আমারা সবাই বিভিন্ন টাইম ফেম ব্যাবহার করি বা টেড ধরি।তাই আমি কোন টাইমফেমে টেড করি বা পছন্দ করি সেটা বলবো।আমি সাধারতন h4 টাইমনফেম ব্যাবহার করি।h4 টাইম ফেমে ট্রেনৃড বোঝা সহজ বা মাকের এর মুভমেন্ট প্রাইস ভাল বোঝা যায়।আপনারা সবাই সবার অভিজ্ঞতা শেয়ার করেন তাই আমিও আমার অভিজ্ঞতা শেয়ার করলাম

Sarder
2020-03-30, 06:07 AM
স্বতন্ত্র বৈদেশিক মুদ্রার সময়ের স্প্যানগুলি ব্যবহার করে ব্যবসায়ীদের আরও বড় প্যাটার্নগুলি এবং ক্রমবর্ধমান দানাদার ব্যয় ক্রিয়াকলাপটি স্বীকৃতি দিতে সহায়তা করতে পারে যা উদয় হতে পারে। অনুরূপ নগদ জোড়ায় বিভিন্ন সময় বরাদ্দের মধ্যে আদান প্রদানের সময় বিভিন্ন দৃষ্টিকোণকে আকার দেওয়া যেতে পারে এবং এটি হয় লাভ বা তদন্তকে আটকাতে পারে। এইভাবে, নিখুঁত প্রথম বাণিজ্য থেকে ফরেক্স ট্রেডিং সময় বরাদ্দের একটি বোধগম্যতা থাকা আবশ্যক।

এটি একটি টেন্ডারফুটের গাইড যা বৈদেশিক মুদ্রার সময়কাল সম্পর্কে ধারণা দেয়, তাদের অসুবিধাগুলি, কেন তারা মূল্যবান এবং কীভাবে তা প্রয়োগ করা যায় .ফোরেক্স ট্রেডিংয়ের সময় বরাদ্দগুলি নিয়মিতভাবে দীর্ঘ সময়সীমা, মাঝারি-মেয়াদী এবং বর্তমান মুহুর্তে অর্পিত হয়। সম্ভাব্য ব্যবসার তদন্ত করার সময় ব্যবসায়ীদের তিনটির প্রত্যেককে একত্রীকরণ বা মূলত আরও দীর্ঘতর এবং একটি স্বল্প সময়ের ব্যবধান ব্যবহারের পছন্দ রয়েছে have যদিও আরও বর্ধিত সময়কাল কোনও ব্যবসায়ের সেট আপ করার জন্য সুবিধাজনক, সংক্ষিপ্ত সময়ের বরাদ্দের সময় উত্তরণে সহায়ক।

প্রায়শই, পরিবর্তিত সময়সীমা দেখে ব্যবসায়ীরা নগদ জোড়ায় সংঘাতের দৃষ্টিকোণ পেতে পারেন। উদাহরণস্বরূপ, দিনে দিনে ডায়াগ্রামটি একটি আপ-প্যাটার্ন দেখিয়ে দিচ্ছে, তবে প্রতি ঘন্টার রূপরেখাটি ডাউন-প্যাটার্নটি প্রদর্শন করতে পারে। এটি যেভাবেই হোক না কেন, এটি কেনাবেচা করার পক্ষে কোন দিক থেকে এটি একটি ভাল ধারণা হবে?

ব্যবসায়ের ব্যবস্থা করার চেষ্টা করার সময় এই বিশৃঙ্খলা ব্যবসায়ীর মানসিকতায় পাল্টা-লাভজনক ঝামেলা প্রদান করতে পারে। সুতরাং, ব্যবসায়ীদের তাদের ট্রেডিং কৌশল অনুসারে যে সময়কাল তারা বাণিজ্য করতে চান তা ডিজাইন করা তাৎপর্যপূর্ণ।

সুইং ট্রেডিং মডেল

নিম্নোক্ত সময়সীমার গ্রাফগুলিতে পর্যালোচনা মানের মূল্য পর্যালোচনা করার সময় কোনও সুইং ব্যবসায়ী নীচের পদ্ধতির সাথে আঁকড়ে থাকা উচিত অযত্ন পছন্দগুলিতে স্থিতিশীল হওয়া থেকে বিরত থাকা। ব্যবসায়ীরা স্বল্প সময়ের বরাদ্দ গ্রাফে কোন প্যাটার্ন বিপরীতটির অনুরূপ তা দেখতে পারে। যাইহোক, প্রতিদিনের বাহ্যরেখার জরিপটি পরবর্তী সময়ে, প্যাটার্নটি এখনও নিখরচায় দেখতে পারা যায়।

Sarder
2020-03-30, 09:16 PM
আমি আমার সোজা সোয়িং ট্রেডিং ফ্রেমওয়ার্কটি বিশদভাবে পরিষ্কার করব। সুইং ট্রেডিং অবশ্যই স্ক্যালপিংয়ের চেয়ে উচ্চতর। হকার হিসাবে, আপনাকে প্রতিদিন নিয়মিতভাবে যথেষ্ট পরিমাণ সময় ধরে আপনার পিসিতে আটকে থাকতে হবে। তবে, সুইং ট্রেডিংয়ে আপনার রূপরেখাটি পরীক্ষা করতে এবং ব্যয়টি কোথায় চলছে তা নির্ধারণ করার জন্য আপনার কেবল প্রতিদিন 15-20 মিনিটের প্রয়োজন। আমি সুইং ট্রেডিংয়ের জন্য যে সময় বরাদ্দ ব্যবহার করি তা হ'ল 4। এই সময় বরাদ্দের একটি বাণিজ্য কয়েক দিন থেকে আধ মাস অবধি এগিয়ে যেতে পারে। স্বাভাবিক সময়ে এই সময়ের মধ্যে একটি দোল বাণিজ্য প্রায় 10-15 দিন চলতে থাকে। আপনি যখন এইচ 4 এবং ডি 1 এর মতো উচ্চতর সময়কালে বাণিজ্য করছেন তখন আপনি এনএফপি-র মতো অর্থনৈতিক সংবাদ প্রকাশগুলি তুচ্ছ হয়ে যায়। আমি আপনাকে কিভাবে ভবিষ্যতের পোস্টে দেব। প্রতিটি বাণিজ্য 300-500 পিপ এর মতো কিছু তৈরি করতে পারে। আপনি যদি সঠিকভাবে এবং যথাযথভাবে আপনার অবস্থানের পিরামিড করবেন তা উপলক্ষ্যে আপনি কেবলমাত্র একটি বাণিজ্য থেকে ব্যতিক্রমী ফলন করতে পারেন। পোস্টগুলিতে যথাযথভাবে পিরামিডিং করার সেরা উপায়টি আমি আপনাকে বলব।

সুতরাং এটি আমার মূল ঘটনা। আমি তিনটি অসিলেটর এমসিডি, স্টোকাস্টিক এবং আরএসআই-তে সমস্ত সময় দেখাতে স্বতন্ত্রতার উদাহরণ অনুসন্ধান করি। এই মুহুর্তে যখন আমি একটি বুলিশ পার্থক্য ডিজাইন সনাক্ত করি, তখন আমি অনেক দীর্ঘ। আমি এখনই এগিয়ে যাব এবং যদি আমি একটি বেয়ারিশ পার্থক্য ডিজাইন প্রদর্শিত হচ্ছে তা সনাক্ত করি এই মুহুর্তে যখন আমি একটি বেয়ারিশ ভিন্নতা ডিজাইন সনাক্ত করি,

Hridoy6763
2020-04-11, 12:34 PM
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য অনেক টাইম ফ্রেম আছে,আপনি আপনার পছন্দ মতো টাইম ফ্রেম নিয়ে কাজ করতে পারেন,বাট আপনি যা করে না কেনো লং টাইম ফ্রেম এ কাজ করুন তাহলে ভালো ভাবে এই বিজিনেস এ টিকে থাকতে পারবেন,শর্ট টাইম ফ্রেম স্ক্যাল্পিং এর জন্য ভালো,কিন্তু সবার জন্য ভালো না।

FREEDOM
2020-04-14, 07:28 PM
টাইমফ্রেমের মাধ্যমে আমরা কোন নির্দিষ্ট ৫ মিনিট, ১৫ মিনিট, ১ ঘন্টা, ১ সপ্তাহ বা ১ মাসে প্রাইস সর্বোচ্চ কত বেড়েছিল বা কমেছিল ইত্যাদি আমরা জানতে পারি। যদি আমরা ১টি ৫ মিনিটের ক্যানডেল দেখি, তাহলে তা থেকে আমরা বুঝতে পারবো.

আসলে টাইমফ্রেম না থাকলে আমরা কোনো নির্দিষ্ট সময়রে মধ্যে মার্কেট কি পরিমান মুভমেন্ট করেছিলো তা বুজতে পারতাম না। টাইমফ্রেম এর মাধ্যমেই আমরা কোনো নির্দিষ্ট সময়ের ব্যাবধানে মার্কেট কতটুকু আপডাউন হয়েছে বুঝতে পারি। যেমন ৫ মিনিটের টাইমফ্রেম দ্বারা বুঝা যায় মার্কেট ঐ ৫ মিনিটে কতটুকু মুভ করেছে তেমনি ১ দিনের টাইমফ্রেম দ্বারা মার্কেট ১ দিনের মধ্যে কতটুকু মুভমেন্ট করেছে তা বুঝায়। এতে করে ট্রেডারদের এনালাইসিস করতে অনেক সুবিধা হয়।