PDA

View Full Version : একজন সফল ফরেক্স ট্রেডার হবার জন্য কি কি দরকার ?



IFXmehedi
2019-08-24, 07:07 PM
ফরেক্স ট্রেডিং খুবই লাভজনক বিজনেস । একজন সফল ফরেক্স ট্রেডার ফরেক্স থেকে কত টাকা আয় করে সেটা কি কল্পনা করতে পারেন ? তবে একজন সফল ফরেক্স ট্রেডার হতে হলে আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে । আপনি ৪/৫ মাসে ফরেক্স সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে পারবেন না । আমি এমন অনেক ট্রেডার দেখেছি যারা ৪/৫ বছর ধরে ফরেক্স এর সাথে লেগে আছে এবং আজ তারা সফল । আমি তাদের সান্নিধে থেকে কিছু বেসিক বিষয় শিখেছি । সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি ।
১. ফরেক্স সম্পর্কে প্রাথমিক জ্ঞান ।
২. অনুশীলন
৩. অনুশীলন + রিয়েল ট্রেডিং (খুব অল্প পরিমাণ ডিপোজিট করে)
৪. মানি ম্যানেজমেন্ট
৫. রিস্ক ম্যানেজমেন্ট
৬. ক্যাপিটাল ম্যানেজমেন্ট
৭. ধৈর্য
৮. আত্মবিশ্বাস
৯. লোভ ত্যাগ করা
১০. পরিকল্পনা

*** আমার মনে হয় আপনি যদি এইসব কিছু অর্জন করতে পারেন তাহলে অন্তত ফরেক্স থেকে নিঃস্ব হবেন না । ভাল পরিমানে আয় করতে পারবেন ।

AMIRSHIKDER976
2019-08-27, 11:50 PM
ফরেক্স সে একজন সফল ট্রেডার হতে হলে আপনাকে ফরেক্স এর সকল নিয়ম কানুন সম্পর্কে অবগত হতে হবে এবং নিয়ম বহির্ভূত কোনো কাজ করা যাবে না। ফরেক্সে সফলতার জন্য অবশ্যই আপনাকে ট্রেড করার পূর্বে প্রতিবারই মার্কেট অ্যানালাইসিস করতে হবে এবং ফরেক্স এর সকল বিষয়গুলো ভালভাবে জানতে হবে এবং সকল বিষয়ে খবরের তাকে প্রায় প্রতিদিনই বিভিন্ন নিউজ আছে সেগুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে। লোভ মানুষের পতনের একটি বড় কারণ তাই ফরেক্সে ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই লোককে ত্যাগ করতে হবে পরিশ্রমী হতে হবে সময় দিয়ে সফলতার সাথে ফরেক্স এ কাজ করতে হবে।

KaziBayzid162
2019-08-28, 03:14 AM
ফরেক্সে একজন ট্রেডার হওয়া যতটা সহজ, একজন সফল ট্রেডার হওয়ার ঠিক ততটাই কঠিন,কারণ একজন ট্রেডার কে সফল ট্রেডারের পরিণত হতে হলে তাকে অনেকগুলো বিষয়ের প্রতি নজর রাখার পাশাপাশি বেশ কতগুলো বৈশিষ্ট্য বা গুণে গুণান্বিত হতে হয়,এবং ওই গুণগুলোকে যখন সম্পূর্ণরূপে কাজে পরিণত করা সম্ভব হয় তখনই একজন ট্রেডার সফল ট্রেডারের পরিণত হতে পারে, সে গুন গুলো হল: -
১/ফরেক্স সম্পর্কে অবশ্যই তাকে যথেষ্ট জ্ঞানী হতে হবে.
২/ফরেক্স এর সকল প্রকার এনালাইসিস সম্পর্কে ধারণা থাকতে হবে.
৩/ডেমো একাউন্টে দীর্ঘদিন প্রাকটিস করার দক্ষতা থাকতে হবে.
৪/মানি ম্যানেজমেন্ট করা জানতে হবে.
৫/নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে ধৈর্য ধারণ করে সঠিক সুযোগের অপেক্ষা করতে হবে.
৬/অধিক লাভের আশায় ঝুঁকি নিয়ে ট্রেড করা থেকে বিরত থাকতে হবে.
৭/লোভ ও ইমোশনকে নিয়ন্ত্রণে রেখে ট্রেডিং করতে হবে.
৮/লাভের পাশাপাশি লস কেউ মেনে নেয়ার মানসিকতা রাখতে হবে. উপরোক্ত বৈশিষ্ট্যগুলো যদি একজন ট্রেডার সফলভাবে আয়ত্ত করার মাধ্যমে কাজে লাগাতে পারে, তাহলে অবশ্যই সে একজন সফল ট্রেডারের পরিণত হতে পারবে।

Hredy
2019-08-28, 09:10 AM
একজন সফল ট্রেডারের বিভিন্ন গুণ থাকে যেগুলো ছাড়া সফল ট্রেডার হওয়া সম্ভব নয়। একজন সফল ট্রেডার ফরেক্স এ এসে ট্রেড করবে না সে প্রথমে পর্যাপ্ত জ্ঞান অর্জন করবে তারপর অনুশীলন চালিয়ে যাবে যতক্ষণ না অভিজ্ঞতা অর্জন করছে। সফল ট্রেডার কখনোই লোভকে প্রশ্রয় দিবে না, নিয়মকানুন মেনে মানি ম্যানেজমেন্ট, মার্কেট এনালাইসিস, রিস্ক ম্যানেজমেন্ট এবং ধৈর্যধরে ট্রেড করবে। একজন সফল ট্রেডার অবশ্যই একটি উত্তম পরিকল্পনা মাফিক এগিয়ে যায়।

ARIFULISLAM1996
2019-09-04, 08:56 PM
একজন সফল ট্রেডার হওয়ার জন্য সর্ব প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে ফরেক্স সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি জ্ঞান থাকতে হবে। ফরেক্স সম্পর্কে অভিজ্ঞ এবং দক্ষতা হবে। অভিজ্ঞ ট্রেডাররা সবসময় ফরেক্সের নিয়মকানুন মেনেই ট্রেড করে থাকেন। একজন সফল ট্রেডার হতে গেলে নিজেকে আগে ধৈর্যশীল এবং আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে। সফল ট্রেডার হতে গেলে নিজের মন থেকে লোভ এবং ভয়-ভীতি পরিহার করতে হবে। ফরেক্স এর বেসিক জিনিস গুলো মাথায় রাখতে হবে।মানি ম্যানেজমেন্ট সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে কেননা মানি ম্যানেজমেন্টের ওপরই আপনার প্রফিট নির্ভর করবে।ফরেক্সের মার্কেট খুবই পরিবর্তনশীল অর্থাৎ ফরেক্স মার্কেটের প্রাইস খুব বেশি ওঠানামা করে।কাজেই ফরেক্স মার্কেট সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে। ফরেক্স এর বিভিন্ন এনালাইসিস গুলো সঠিকভাবে করতে হবে। আপকামিং নিউজগুলো বিশ্লেষণ করার দক্ষতা থাকতে হবে।সফল ট্রেডাররা কখনও ঝুঁকি নিয়ে অধিক লাভের ট্রেড করে না। কাজেই লোভের তাড়নায় পড়ে অধিক লটে রিক্স নিয়ে ট্রেড করা যাবে না। সফল ট্রেডার হতে গেলে অবশ্যই নিজের ইমোশনকে কন্ট্রোল রাখতে হবে। কেননা ফরেক্স মার্কেটে লাভের চেয়ে লোকসানই পরিমাণটাই বেশি হয়।কাজেই লসের সময়গুলোতে মাথা ঠাণ্ডা রেখে কাজ করতে হবে।এছাড়াও ফরেক্স সম্পর্কে দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করার জন্য ডেমো ট্রেডিংয়ে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। কেননা ফরেক্সে ভালো কিছু করতে হলে ডেমো ট্রেডিং এর বিকল্প কিছু হয়না।

alamsat
2019-09-05, 07:28 PM
আপনি আপনার থ্রেট এ যা যা লিখছেন এর উপর আর কিছু লেখা চলে না। কারন এই নিয়মগুলি হল ফরেক্স এর মুল ভিত্তি আর এগুলি যে অক্ষরে অক্ষরে মানতে পারবে তার জন্য ফরেক্স আর্শিবাদ স্বরুপ। তারপরেও একটি মাত্র উপদেশ দিতে চাই সবাই এই লেখাগুলি কপি করে আপনার টেবিলের বা ডেক্সের নীচে রেখে ট্রেড করতে পারলে অবশ্যয় জীবনে ফরেক্স ট্রেড করে সফলতা পাবেন কারন আমরা এই নিয়মগুলি জানি কিন্তু ভলে যাওয়ার কারনে সে গুলি মানতে পারি না তাই তো এত এত লস করে ফেলি তাই সবার উচিৎ এগুলি কপি করে সংরক্ষন করা।