PDA

View Full Version : ফরেক্স একটা ডিজিটাল কারসাজি !!



Hasinapx
2019-08-25, 10:31 AM
ফরেক্স নামক ডিজিটাল কারসাজির মাধ্যমে অসংখ্য ব্রোকার মানুষকে ডলারের লোভ দেখিয়ে, কোটিপতি হওয়ার স্বপ্নে বিভোর করে বোকা বানিয়ে কোটি কোটি ডলার হাতিয়ে নিচ্ছে -আর আমরা হাজার হাজার ডলার প্রফিটের আশায় নেশাগ্রস্ত-মাতাল হয়ে শত শত ডলার ডিপোজিট করতেছি আর ব্যালেন্স জিরো করতেছি। ব্যালেন্স কয়েকবার জিরো হয়নি এমন কোন ট্রেডার আছে কি বাংলাদেশে ? যাদের অর্থ আছে তারা এখনও চালিয়ে যাচ্ছে নি:শ্ব হওয়ার আশায়, আর যারা ইতিমধ্যে নি:শ্ব হয়েছেন তারা পূজি ফেরানোর নেশায় অন্য ধান্দায় আছে । এভাবে ফরেক্সের মাধ্যমে অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি নৈতিকতা হারিয়ে বিধ্বস্ত অবস্থায় ধ্বংসের মুখোমুখি দাড়িয়ে অনেকে । বন্ধুরা ! এধরণের বক্তব্য দিয়ে যারা ফরেক্স সম্পর্কে নেগেটিভ কথা ছড়াচ্ছে তারা অজ্ঞ -মূর্খ এবং দেশের চরম দুশমন। এদের থেকে দূরে থাকার পরামর্শ রইল সকলের প্রতি। ধন্যবাদ সবাইকে।

Mahmud1984fx
2019-08-25, 11:25 AM
ফরেক্স বা বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয় বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় অর্থ বাজার । প্রতিদিন এই বাজারে কোটি কোটি ডলারের লেনদেন হয়। ফরেক্স সম্পর্কে ব্যাপক পড়াশোনা না করলে পরিষ্কার ধারণা তৈরী হবে না। এজন্য অনেকে ফরেক্স সম্পর্কে না জেনেই অনেক মন্তব্য করে যা আদৌ সঠিক নয়।

mamunjd97
2019-08-26, 09:00 AM
আমি নতুন ট্রেডার । ফরেক্স কি আসলেই ডিজিটাল কারসাজি -সেটা আমার কাছে মনে হয় না। ভালই তো মনে হয়।

Hredy
2019-08-26, 01:00 PM
ফরেক্স একটি ঝুঁকিপূর্ণ ব্যবসায় এখানে যারা আমরা অর্থনৈতিক ভাবে স্বচ্ছল নই তারা ট্রেড করার জন্য বিভিন্ন বিদেশি ব্রোকারের উপর নির্ভরশীল। এই সুযোগকে কাজে লাগিয়ে অনেক ব্রোকার বেশি ডলারের লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। এজন্য ব্রোকার নির্বাচনের সময় সজাগ দৃষ্টি রাখা উচিত তা না হলে প্রতারিত হতে হবে ডিজিটাল কায়দায়। নিজের মূলধন কে সুরক্ষা দিতে সঠিক ব্রোকার নির্বাচন করা অতীব জরুরি।