PDA

View Full Version : কোন টাইমফ্রেমে ট্রেড করবেন?



Arifurr293
2019-08-25, 11:42 PM
এটা নির্ভর করে আপনি কি ধরনের ট্রেড করতে চান। আপনি যদি স্ক্যাল্পিং পছন্দ করেন তবে আপনার উচিত m1, m5 অথবা m15 এ ট্রেড করা। আপনি যদি সাধারন কিংবা একটু লং টার্ম ট্রেড করতে চান, তবে আপনার m30, h1 অথবা h4 এ ট্রেড করা উচিত। সুইং বা পজিশন ট্রেড করতে আগ্রহী হলে আপনার সপ্তাহ অথবা মাসের টাইমফ্রেমগুলোকে অ্যানালাইসিস করা উচিত।

fxjaman
2019-08-25, 11:52 PM
ট্রেডিং এর জন্য টাইমফ্রেম ওতটা গুরুত্বপূর্ণ নয়। এখানে আপনি যে কোন একটা টাইমফ্রেম ব্যবহার করে কাজ করতে পারেন। তবে মার্কেটে আপনাকে যেসব বিষয়গুলো বেশি গুরুত্ব দিতে হবে এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার এ্যানালাইসিস যেন সঠিক হয়, এছাড়াও আপনার জ্ঞান ও অভিজ্ঞতাকে এখানে কাজে লাগাতে হবে।

SOMARANITHAKUR1995
2019-08-25, 11:59 PM
আমার ব্যালেন্স অনেকটা কম। এই ক্ষেত্রে আমার অনেক সর্তকতা অবলম্বন করতে হয়। তাই আমি লং ট্রেড করতে পছন্দ করি। কারণ লং ঝুঁকি কম থাকে। এই ক্ষেত্রে দীর্ঘসময়ের টাইমফ্রেম নেওয়াটা উত্তম। তাই আমি H4, D1, W1, Nm এ টাইম ফ্রেম নিয়ে এনালাইসিস করে ট্রেড করে থাকি। ট্রেড এন্ট্রি করার পর মার্কেটের মুভমেন্ট দেখার জন্য H1,H4 ব্যবহার করে থাকি।

marjahan
2019-08-26, 12:34 AM
কোন টাইমফ্রেমে ট্রেড করবো সেটা হলো যার যার নিজস্ব ব্যাপার।কারন সবারই একটা নির্দিষ্ট স্ট্রাটেজী থাকে সেখানে সে তার পছন্দের টাইমফ্রেম ব্যাবহার করে।আমিও সাধারনত দুইটা টাইমফ্রেম ব্যাবহার করি একটা চার ঘন্টার এবং অপরটি একদিনের ক্যান্ডেল।তাছারা স্কালপিংয়ের সময় ছোট ছোট টামফ্রেম ব্যাবহার করি।

MANIK6642
2019-08-26, 01:06 AM
ফরেক্স ট্রেডিং এ নির্ভর করে আপনার ব্যালেন্সের উপর।আপনার ব্যালেন্স কম হলে আপনাকে লং ট্রেড করা উচিত কারণ লং ট্রেডে রিস্ক বা ঝুকি অনেক কম থাকে।এজন্য দীর্ঘ সময়ের টাইমফ্রেম টাই আপনার জন্য দরকারী আমার মনে হয়।এক্ষেত্রে আপনি H4,D1,W1,Nmএ টাইমফ্রেম নিয়ে এনালাইসিস করে ট্রেড করতে পারেন।ট্রেড এন্ট্রি করার পর মার্কেটের মুভমেন্ট দেখার জন্য H1,H4 ব্যবহার করতে পারেন।আপনার ব্যালেন্স বেশি হলে শর্ট টার্ম ট্রেড করতে পারেন এতে লাভ বেশি হয়।

KaziBayzid162
2019-08-26, 01:31 AM
ফরেক্স মার্কেটে আমার দক্ষতা অভিজ্ঞতা কম , এবং আমার ব্যালেন্সের পরিমাণ কম থাকায় আমার কাছে এ শর্ট টাইম ট্রেডিং এর তুলনায় লং টাইম সে মেয়ে ট্রেড করাই বেশি সুবিধাজনক লাভজনক বলে মনে করি, কারণ লংটাইম ফ্রেমে লস হওয়ার ঝুঁকি কম থাকে এবং সঠিকভাবে মার্কেট এনালাইসিস করা যায়, আর এজন্য আমি লং টাইম ফ্রেম অর্থাৎ h1,h4 বা d1 টাইমফ্রেমে ট্রেড করে থাকি।তবে আপনার ব্যালেন্সে ,আপনার অভিজ্ঞতা ও দক্ষতার পরিমাণ যদি অনেক বেশি হয়ে থাকে এবং আপনি যদি লং টাইম ট্রেডিং এর থেকে শর্ট টাইমে ট্রেডিং বেশি পছন্দ করে থাকেন তাহলে শর্ট টাইম সময় ট্রেডিং অর্থাৎ m1,m15 বা m30 টাইমফ্রেম ব্যবহার করেও ট্রেডিং করতে পারেন, কিন্তু আমার কাছে লংটাইম ট্রেডিং করাই বেশি সুবিধাজনক বলে মনে হয়।