PDA

View Full Version : পিপস(pips) কি?



Arifurr293
2019-08-25, 11:46 PM
ফরেক্স মার্কেটে কোন কারেন্সি পেয়ারের দশমিকের পরে ৪থ সংখ্যার প্রতি এক একক পরিবর্তন বা মুভমেন্টকে PIP বা পিপ বলে। PIPS অথবা পিপস হচ্ছে PIP এর বহুবচন, যেমনঃ Market has changed 120 pips today. অর্থাৎ, মার্কেট আজকে ১২০ পিপস পরিবর্তিত হয়েছে। অনেকে পিপস কে পয়েন্ট ও বলে। তবে আন্তর্জাতিকভাবে pips ই বহুল প্রচলিত।

Rajib_Biswas
2020-04-03, 06:04 PM
ফরেক্স মার্কেটে মেটাট্রেডার 4 প্লাটফর্মে চার্টের মূল্য পরিবর্তনের ক্ষুদ্রতম একককে পিপস বলা হয়। অর্থাৎ দশমিকের পর চতুর্থ সংখ্যার যে পরিবর্তন হয়ে থাকে তা পিপসে গণনা করা হয়। যেমন ইউরো/ইউএসডি কারেন্সি পেয়ার যদি 1.1200 থেকে 1.1250 পর্যন্ত মুভ করে তাহলে মার্কেটের পরিবর্তন হয় 50 পিপস। পিপসের থেকেও ক্ষুদ্রতম একক মেটাট্রেডার5 প্লাটফর্মে ব্যবহার করা হয়। যাকে পিপেটিস বলা হয়। 1 পিপস সমান 10 পিপেটিস।

XXXTentacion
2020-04-15, 12:16 PM
পরিবর্তনের ক্ষুদ্রতম একককে পিপস বলা হয়। অর্থাৎ দশমিকের পর চতুর্থ সংখ্যার যে পরিবর্তন হয়ে থাকে তা পিপসে গণনা করা হয়। যেমন ইউরো/ইউএসডি কারেন্সি পেয়ার যদি 1.1200 থেকে 1.1250 পর্যন্ত মুভ করে তাহলে মার্কেটের পরিবর্তন হয় 50 পিপস। পিপসের থেকেও ক্ষুদ্রতম একক মেটাট্রেডার5 প্লাটফর্মে ব্যবহার করা হয়। যাকে পিপেটিস বলা হয়। 1 পিপস সমান 10 পিপেটিস।

DEARMUM100
2020-07-11, 12:26 PM
ফরেক্স মাকের্টে কোনো কারেন্সি পেয়ারের দশমিকের পর ৪র্থ সংখ্যারর প্রতি এক একক পরির্বতন বা মুভমেন্টকে পিপ বলে পিপস হলো পিপ এর বহুবচন। যেমন -মাকের্টে আজকে ১২০পিপস পরিবতির্ত হয়েছে।অনেকে পিপসকে পয়েন্ট ও বলে।আন্তঃজাতিক ভাবে পিপস ই বহুল পরিচলিত। ফরেক্স মাকের্টের মুভমেন্ট পিপস এর সাহায্য গণনা করা হয়