PDA

View Full Version : ফরেক্সে বেশী প্রফিট করা যায় - দিনে নাকি রাতে ??



Mahmud1984fx
2019-08-26, 09:48 AM
ফরেক্স এমন একটি ব্যবসা যা ২৪ ঘন্টা করা যায়। এমনকি হিসেব করে এ্যান্ট্রি দিয়ে ঘুমালেও সকালে দেখা যায় বেশ প্রফিট হয়েছে। তবে এক্ষেত্রে ফরেক্সে বেশী লাভ করা যায় দিনে ট্রেড করে নাকি রাতে ট্রেড করে । এব্যাপারে হয়ত ট্রেডার ভাইদের মধ্যে মতপার্থক্য হতে পারে। কেউ হয়ত দিনে প্রফিট করেন বেশী আবার হয়ত কেউ রাতে ঠান্ডা মাথায় ট্রেড করে বেশী প্রফিট করতে পারেন। তবে আমার জানা মতে বা বাস্তব অভিজ্ঞতা বলে আপনি যদি মার্কেট এ্যানালাইসিস করার ক্ষমতা রাখেন, মানি ম্যানেজমেন্ট মেনে চলেন,টাইম ফ্রেম দেখে,বিনিয়োগ -লট/ভলিউম ভারসাম্য রেখে ট্রেড করতে পারেন তাহলে আপনার জন্য দিন বা রাত কোন সমস্যা না, সব সময় আপনি ট্রেড করে প্রফিট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।

KaziBayzid162
2019-08-26, 12:29 PM
ফরেক্স মার্কেট হচ্ছে একটি গতিশীল মার্কেট, যেটা সপ্তাহের 5 দিন 24 ঘন্টাই খোলা থাকে,এবং এই সময়ের মধ্যে যেকোনো সময় এখান থেকে প্রফিট করা সম্ভব,তবে যে সময় গুলোতে মার্কেট সবথেকে বেশি মুভমেন্ট করে থাকে ওই সময়ে ট্রেডিং করলে প্রফিট করতে পারার সম্ভাবনা অনেক বেশি থাকে।আমার এনালাইসিস অনুসারে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত সময়ের মধ্যে মার্কেট সবথেকে বেশি মুভমেন্ট করে থাকে, যার ফলস্বরূপ উক্ত সময়ের মধ্যে ট্রেডিং করলে বেশি প্রফিট করা যাবে বলে আমার কাছে মনে হয়। এবং আমি নিজেও এই সময়ের মধ্যে ট্রেডিং করে থাকি, এবং এখান থেকে মোটামুটি একটা ভালো আয় করতে পারছি। এজন্য আপনি চাইলে এই সময়ের মধ্যে ট্রেডিং করে প্রফিট করতে পারেন, বা আপনার পছন্দমত রাত দিনের যেকোনো সময় ট্রেডিং করার মাধ্যমে ফরেক্স থেকে প্রফিট করতে পারবেন।

md mehedi hasan
2019-08-27, 08:27 AM
ফরেক্স হচ্ছে এমন একটি মার্কেট আপনি দিনেও বেশি প্রফিট করতে পারেন আবার আপনি রাতেও বেশি প্রফিট করতে পারেন।কারন এটা সম্পর্ণ নির্ভর করবে আপনার ট্রেডিং স্ট্রেজীর উপর।আপনার ট্রেডিং স্ট্রেজী অনুসারে যদি দিনে ট্রেড হয় তাহলে দিনে ট্রেড করে প্রফিট করবে।আবার রাতে ট্রেড হলে রাতে ট্রেড করে প্রফিট করবেন।

Hasinapx
2019-09-09, 09:58 AM
ফরেক্স মার্কেটে সপ্তাহের ৬দিন ,মাসের ৩০দিনই ট্রেড করা যায়। মার্কেট যখন বেশী মুভমেন্ট করে তখন যেমন প্রফিট করার সম্ভাবনা খুব বেশী তেমনি লস করার পরিমাণও কিন্তু অনেক বেশী থাকে। আমার কাছে যেটা মনে হয়েছে যে, দিনের বেলায় মাঝে মাঝে বেশী মুভমেন্ট করে কিন্তু সন্ধ্যার পর থেকে রাত ১১টা নাগাদ খুব বেশী মুভমেন্ট করে মার্কেট । এই সময়গুলোতে টেক প্রফিট এবং স্টপলস ব্যবহার করলে ব্যালেন্স নিরাপদ থাকে।

alamsat
2019-09-09, 11:47 AM
আমার জানা মতে ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকলেও দেখতে হবে কখন মার্কেট বেশি মোভ করে আর তখনই বেশি প্রফিট করা যাবে এবং আমার এ্যানালিসিস অনুযয়ী লন্ডল সেশনে মার্কেট বেশি মোভ করে থাকে আর সেটির সময় হল বাংলাদেশ সময় অনুযায়ী দুপুর ১ টা থেকে রাত্র ১০টা তাই এই সময়ে মার্কেট বেশি মোভ করে থাকে কারন বেশির ভাগ নিউজ এই সময়ে রিলিজ হয়ে থাকে। তাই বেশি প্রফিট করতে হলে এই সময়ে ট্রেড করতে হবে।

masum0086
2019-09-09, 12:40 PM
আমার মনে হয় ফরেক্স মার্কেট দিনের চেয়ে রাতেই বেশী মুভমেন্ট করে । বিশেষ করে সন্ধ্যার পরেই মার্কেট হঠাত করে লাফালাফি শুরু করে। এসময় একটু দেখেশুনে ট্রেড না করলে ব্যাপক লস হতে পারে অথবা ভাল করে সিস্টেম মেনে ট্রেড করলে ব্যাপক লাভ ও হয়ে যেতে পারে।

alamsat
2019-09-09, 01:06 PM
আমার মনে হয় ফরেক্স মার্কেট দিনের চেয়ে রাতেই বেশী মুভমেন্ট করে । বিশেষ করে সন্ধ্যার পরেই মার্কেট হঠাত করে লাফালাফি শুরু করে। এসময় একটু দেখেশুনে ট্রেড না করলে ব্যাপক লস হতে পারে অথবা ভাল করে সিস্টেম মেনে ট্রেড করলে ব্যাপক লাভ ও হয়ে যেতে পারে।

প্রিয় মাসুম ভাই সন্ধ্যাপ পর মার্কেট বেশি মোভ করে এর একটি মাত্র কারন হল নিউওয়ার্ক সেশন এর শুরু হওয়া। আর বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টার সময় নিউওয়ার্ক শেসন শুরু হয় এবং এই সেশনের নিউজগুলি ৬.৩০ মিনিট এ বেশি রিলিজ হয়ে থাকে তাই এ সময় মার্কেট একটু বেশি ওঠা নামা করে থাকে কিন্তু যখন রাত্র ১০ টা বাজে অর্থাৎ লন্ডন সেশন শেষ হয়ে যাই তখন দেখবেন মার্কেট আর একটুও মোভ করছে না। তাই সব চেয়ে ভাল হয় দুপুর ১টা থেকে রাত্র ১০ টা পর্যন্ত ট্রেড করা কারন এই সময়ের মধ্যে মার্কেট বেশি মোভ করে থাকে।

ARIFULISLAM1996
2019-09-09, 05:51 PM
ফরেক্স একটি উন্মুক্ত এবং স্বাধীন ব্যবসা। সপ্তাহে দুইদিন ব্যতীত বাকী পাঁচদিন এই ফরেক্স মার্কেট দিন-রাত ২৪ ঘণ্টা খোলা থাকে। এটি ফরেক্স মার্কেটের বড় সুযোগ গুলোর মধ্যে অন্যতম একটি। ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই।আপনি যদি ফরেক্স সম্পর্কে অভিজ্ঞ এবং যোগ্য হয়ে থাকেন তাহলে আপনি দিনে অথবা রাতে যেকোন সময়ই হোক না কেন ফরেক্স ট্রেডিং করতে পারবেন। ফরেক্সে প্রফিট করতে হলে শুধু দরকার দক্ষতা এবং অভিজ্ঞতা।আমি মনে করি যে আপনি যদি ফরেক্স সম্পর্কে অভিজ্ঞ এবং দক্ষ হয়ে থাকেন এবং ভালো মানি ম্যানেজমেন্ট করে ভলিউম সেট করে রাতে ঘুমিয়ে পড়েন তারপরও সকালে উঠে দেখবেন আপনার ভাল প্রফিট হয়েছে।কাজেই আমাদের আগে উচিত মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেন যদিও তা পুরোপুরি সম্ভব নয়।আমার জানামতে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত এবং দুপুর বারোটা টা থেকে বিকাল চারটা টা পর্যন্ত ফরেক্স মার্কেট খুব বেশি ওঠানামা করে। মনে রাখবেন ফরেক্স মার্কেট খুবই পরিবর্তনশীল। আর সেটা বুঝেই ফরেক্সে ট্রেড করতে হবে সেটা হোক দিনে অথবা রাতে।

alamsat
2019-09-09, 07:47 PM
ফরেক্স একটি উন্মুক্ত এবং স্বাধীন ব্যবসা। সপ্তাহে দুইদিন ব্যতীত বাকী পাঁচদিন এই ফরেক্স মার্কেট দিন-রাত ২৪ ঘণ্টা খোলা থাকে। এটি ফরেক্স মার্কেটের বড় সুযোগ গুলোর মধ্যে অন্যতম একটি। ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই।আপনি যদি ফরেক্স সম্পর্কে অভিজ্ঞ এবং যোগ্য হয়ে থাকেন তাহলে আপনি দিনে অথবা রাতে যেকোন সময়ই হোক না কেন ফরেক্স ট্রেডিং করতে পারবেন। ফরেক্সে প্রফিট করতে হলে শুধু দরকার দক্ষতা এবং অভিজ্ঞতা।আমি মনে করি যে আপনি যদি ফরেক্স সম্পর্কে অভিজ্ঞ এবং দক্ষ হয়ে থাকেন এবং ভালো মানি ম্যানেজমেন্ট করে ভলিউম সেট করে রাতে ঘুমিয়ে পড়েন তারপরও সকালে উঠে দেখবেন আপনার ভাল প্রফিট হয়েছে।কাজেই আমাদের আগে উচিত মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেন যদিও তা পুরোপুরি সম্ভব নয়।আমার জানামতে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত এবং দুপুর বারোটা টা থেকে বিকাল চারটা টা পর্যন্ত ফরেক্স মার্কেট খুব বেশি ওঠানামা করে। মনে রাখবেন ফরেক্স মার্কেট খুবই পরিবর্তনশীল। আর সেটা বুঝেই ফরেক্সে ট্রেড করতে হবে সেটা হোক দিনে অথবা রাতে।

ফরেক্স মর্কেট ২৪ ঘন্টা খোলা থাকলেও ফরেক্স মার্কেট সব সময় সব পেয়ারে মোভ বেশি করে না আপনি যদি ইউরোইউএসডি পেয়ারে ট্রেড করেন তাহলে আপনাকে লন্ডল সেশন বেছে নিতে হবে পক্ষান্তরে ইউরোজেপিজি পেয়ারে ট্রেড করতে হলে টোকিও সেশন বেছে নিতে হবে। মোট কথা আপনি যে পেয়ারে ট্রেড করবেন যেন সেই পেয়ারের দেশের ব্যাংকিং সময় হয়। ধরুন আপনি বিডিটি অর্থাৎ বাংলাদেশের কোন শেয়ার কিনবেন তখন আপনাকে সকাল ১০ থেকে বিকাল ৪টা এর মধ্যে ক্রয় করতে হবে। ঠিক ফরেক্স এর ক্ষেত্রে ও তেমনী যে পেয়ারে ট্রেড করবেন যেন সেই পেয়ারের ব্যাংকিং সময় হয়ে থাকে তাহলে বেশি মার্কেট মোভ করবে এবং বেশি প্রফিট করতে পারবেন।

souravkumarhazra6763
2019-09-10, 11:40 AM
ফরেক্স এর প্রফিট করতে হলে দিন বা রাত লাগে না,আপনি যদি ভালো ট্রেডার হন এবং ট্রেড এ দক্ষতা থাকে,তাহলে আপনি যে কোন সময় প্রফিট করতে পারেন,অনেক এ বলে দিন এ ট্রেড করলে লাভ বেশি হয় অনেক এ বলে রাত এ করলে প্রফিট করা যাই,আমি এই ধরনের কথা আমি মূল্য দিয় না,আমি মানি যার দক্ষতা আছে সে যে কোন সময় প্রফিট করতে পারে।

TanjirKhandokar1994
2019-09-10, 04:33 PM
আমরা সকলেই জানি যে ফরেক্স ট্রেডিং একটি আন্তর্জাতিক অনলাইন বিজনেস এবং এখানে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ কাজ করে। আর এই মার্কেট সপ্তাহে পাঁচ দিন চব্বিশ ঘণ্টাই খোলা থাকে। এবং এই চব্বিশ ঘন্টার মধ্যে যে কোন সময়েই আপনি চাইলে ট্রেড করতে পারেন। তবে আমাদের দেশের সময় অনুযায়ী এটা দুপুর দুইটা থেকে রাত দশটা পর্যন্ত মার্কেট বেশি মুভ করে এবং আমার মনে হয় এই সময়টাতে ট্রেড করার জন্য উপযুক্ত সময়। তবে আপনি চাইলে এই চব্বিশ ঘণ্টাই এখানে ট্রেড করতে পারেন। আর এটা যেহেতু অন্য দেশ পরিচালনা করে তাই তাদের দেশের সময় মানে অফিস আওয়ার অনুযায়ী মার্কেট বেশি মুভ করবে এটা আমার ধারণা।

KANIZFATEMA1997
2019-09-23, 06:38 PM
ফরেক্স দিনের ২৪ঘন্টা সপ্তাহের ৫দিন অলটাইম খোলা থাকে।আপনি যেকোনও সময় ট্রেড করতে পারেন।ফরেক্স একটি স্বাধীণ মাকের্ট এখানে আপনি আপনার ইচ্ছা মতো যেকোনও সময় ট্রেড ওপেন করতে পারেন।আর ভালো প্রফিট দিনরাতের ওপর নির্ভর করে না।নির্ভর করে আপনার দক্ষতা ওঅভিজ্ঞতার ওপর।আপনি যদি ভালো দক্ষ হন ট্রেডিং বিষয়ে তাহলে যেকোন সময়ে ট্রেড করে ভালো প্রফিট অর্জন করতে পারেন।সেখান রাতদিনের কোনও বিষয় নাই। আপনি আপনার মতো করে ট্রেড করেন।একসময় ভালো প্রফিট পাবেন।এই বিশ্বাস নিয়ে

nurulazim
2019-09-23, 06:43 PM
ফরেক্স দিনের ২৪ঘন্টা সপ্তাহের ৫দিন অলটাইম খোলা থাকে।আপনি যেকোনও সময় ট্রেড করতে পারেন।ফরেক্স একটি স্বাধীণ মাকের্ট এখানে আপনি আপনার ইচ্ছা মতো যেকোনও সময় ট্রেড ওপেন করতে পারেন।আর ভালো প্রফিট দিনরাতের ওপর নির্ভর করে না।নির্ভর করে আপনার দক্ষতা ওঅভিজ্ঞতার ওপর।আপনি যদি ভালো দক্ষ হন ট্রেডিং বিষয়ে তাহলে যেকোন সময়ে ট্রেড করে ভালো প্রফিট অর্জন করতে পারেন।

mamunjd97
2020-05-24, 12:50 PM
ফরেক্সে প্রফিট করা যায় দিনে নাকি রাতে ? এই প্রশ্নের উত্তরে আমি বলব- ফরেক্স এমন একটি ব্যবসা যা ২৪ ঘন্টায়ই প্রফিট করা যায় তবে যদি প্রয়োজনীয় নিয়ম কানুন মেনে ট্রেড করা হয়। তবে অভিজ্ঞতা বলে দিনে মার্কেট একটু কম উঠানামা করে , রাতে বিশেষ করে সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত ফরেক্স মার্কেট একটু বেশী উঠানামা করে।

Md.shohag
2020-07-24, 12:28 AM
আমার জানা মতে ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকলেও দেখতে হবে কখন মার্কেট বেশি মোভ করে আর তখনই বেশি প্রফিট করা যাবে এবং আমার এ্যানালিসিস অনুযয়ী লন্ডল সেশনে মার্কেট বেশি মোভ করে থাকে আর সেটির সময় হল বাংলাদেশ সময় অনুযায়ী দুপুর ১ টা থেকে রাত্র ১০টা তাই এই সময়ে মার্কেট বেশি মোভ করে থাকে কারন বেশির ভাগ নিউজ এই সময়ে রিলিজ হয়ে থাকে। তাই বেশি প্রফিট করতে হলে এই সময়ে ট্রেড করতে হবে।

IFXmehedi
2020-07-24, 02:19 AM
ফরেক্স এমন একটি ব্যবসা যা ২৪ ঘন্টা করা যায়। এমনকি হিসেব করে এ্যান্ট্রি দিয়ে ঘুমালেও সকালে দেখা যায় বেশ প্রফিট হয়েছে। তবে এক্ষেত্রে ফরেক্সে বেশী লাভ করা যায় দিনে ট্রেড করে নাকি রাতে ট্রেড করে । এব্যাপারে হয়ত ট্রেডার ভাইদের মধ্যে মতপার্থক্য হতে পারে। কেউ হয়ত দিনে প্রফিট করেন বেশী আবার হয়ত কেউ রাতে ঠান্ডা মাথায় ট্রেড করে বেশী প্রফিট করতে পারেন। তবে আমার জানা মতে বা বাস্তব অভিজ্ঞতা বলে আপনি যদি মার্কেট এ্যানালাইসিস করার ক্ষমতা রাখেন, মানি ম্যানেজমেন্ট মেনে চলেন,টাইম ফ্রেম দেখে,বিনিয়োগ -লট/ভলিউম ভারসাম্য রেখে ট্রেড করতে পারেন তাহলে আপনার জন্য দিন বা রাত কোন সমস্যা না, সব সময় আপনি ট্রেড করে প্রফিট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।

ভাই ফরেক্স মার্কেট থেকে আপনি কখন অর্থোপার্জন করতে পারবেন এটা কখনো দিন বা রাত এর উপর নির্ভর করে না । ফরেক্স মার্কেট থেকে অর্থ উপার্জন করাটা নির্ভর করে আপনার ট্রেডিং জ্ঞান এবং এনালাইসিস এর উপর । আপনার যদি ফরেক্স ট্রেডিং সম্পর্কে জ্ঞান ভালো থাকে এবং আপনি যদি একজন দক্ষ ফরেক্স ট্রেডার হন তাহলে অবশ্যই আপনি আপনার কাঙ্খিত সময় ট্রেডিং করে প্রফিট করতে পারবেন । তাই আজেবাজে চিন্তা না করে ফরেক্স ট্রেডিং ভালোভাবে শিখুন ।

uzzal05
2020-07-24, 06:38 AM
আসলে মার্কেট যত বেশি মুভ করবে তত বেশি আমাদের জন্য ভালো। কেননা মার্কেট যদি মুভ না করে তাহলে আমরা প্রফিট করতে পারব না। দেখা যায় অনেক সময় মার্কেট কোন মুভ করে না। এজন্য খুব বিরক্ত লাগে। আবার যখন মার্কেট থেকে বের হয়ে যাই তখন মার্কেট মুভ করে।

FREEDOM
2020-10-28, 01:58 PM
ফরেক্স এর প্রফিট করতে হলে দিন বা রাত লাগে না,আপনি যদি ভালো ট্রেডার হন এবং ট্রেড এ দক্ষতা থাকে,তাহলে আপনি যে কোন সময় প্রফিট করতে পারেন,অনেক এ বলে দিন এ ট্রেড করলে লাভ বেশি হয় অনেক এ বলে রাত এ করলে প্রফিট করা যাই,আমি এই ধরনের কথা আমি মূল্য দিয় না,আমি মানি যার দক্ষতা আছে সে যে কোন সময় প্রফিট করতে পারে।

Sid
2020-11-22, 07:13 PM
ফরেক্স হচ্ছে এমন একটি মার্কেট আপনি দিনেও বেশি প্রফিট করতে পারেন আবার আপনি রাতেও বেশি প্রফিট করতে পারেন।কারন এটা সম্পর্ণ নির্ভর করবে আপনার ট্রেডিং স্ট্রেজীর উপর।আপনার ট্রেডিং স্ট্রেজী অনুসারে যদি দিনে ট্রেড হয় তাহলে দিনে ট্রেড করে প্রফিট করবে।আবার রাতে ট্রেড হলে রাতে ট্রেড করে প্রফিট করবেন।

Sakib42
2020-11-22, 09:18 PM
ফরেক্স এমন একটি ব্যবসা যা ২৪ ঘন্টা করা যায়। এমনকি হিসেব করে এ্যান্ট্রি দিয়ে ঘুমালেও সকালে দেখা যায় বেশ প্রফিট হয়েছে। তবে এক্ষেত্রে ফরেক্সে বেশী লাভ করা যায় দিনে ট্রেড করে নাকি রাতে ট্রেড করে । এব্যাপারে হয়ত ট্রেডার ভাইদের মধ্যে মতপার্থক্য হতে পারে। কেউ হয়ত দিনে প্রফিট করেন বেশী আবার হয়ত কেউ রাতে ঠান্ডা মাথায় ট্রেড করে বেশী প্রফিট করতে পারেন। তবে আমার জানা মতে বা বাস্তব অভিজ্ঞতা বলে আপনি যদি মার্কেট এ্যানালাইসিস করার ক্ষমতা রাখেন, মানি ম্যানেজমেন্ট মেনে চলেন,টাইম ফ্রেম দেখে,বিনিয়োগ -লট/ভলিউম ভারসাম্য রেখে ট্রেড করতে পারেন তাহলে আপনার জন্য দিন বা রাত কোন সমস্যা না, সব সময় আপনি ট্রেড করে প্রফিট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।

দেখেন ফরেক্স মার্কেটে প্রফিট করার নির্দিষ্ট কোন সময় নেই তাই এটি মানুষের মধ্যে একদম ভুল ধারণা রয়েছে যে দিনে কিংবা রাতে বেশি প্রফিট করা যায় দেখেন মার্কেট কোন দিন কোন দিকে মুভমেন্ট করবে সেটা সম্পর্কে কেউ নিশ্চয়তা দিয়ে বলতে পারে না সবাই এটা অনুমানের উপর নির্ভর করে থাকে। এদিকে কেউ ভালো ফলাফল পায় আবার কেউ খারাপ বললে হবে না যে আপনি রাত্রে বেশি টাকা ইনকাম করতে পারবেন অথবা দিনে বেশি ইনকাম করতে পারবেন। আপনাকে সিচুয়েশন বুঝে কাজ করতে হবে যে কোন সময় মার্কেট টা বেশি মুভমেন্ট করতে পারে সেই অনুযায়ী আপনার সাথে সাথে ট্রেড করতে হবে যেন আপনি সেই প্রবাহ টা ধরতে পারেন এবং শিল্প বারোটা থেকে ধরতে পারেন এবং যদি ট্রেড আপনার অনুমান অনুযায়ী যায় তাহলে আপনি অনেক লাভবান হবেন। ট্রেড যে কোন সময় করা যায় এবং মার্কেট যেকোন সময় যেকোন ভাবে মুভমেন্ট করতে পারে তাই রাগ কিংবা দিনের তফাৎ না করে নিজেকে অভিজ্ঞ করে তোলাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

IslamMdMerajul
2020-11-22, 09:51 PM
ফরেক্সে প্রফিট করার বিষয়টি অবশ্যই মার্কেটের মুভমেন্ট এর উপর ডিপেন্ড করে। যদি মার্কেটে ট্রেড করা ভালো হয়ে যায় তাহলে প্রফিট ভালো হবে। এছাড়া ফরেক্সে প্রফিট করার জন্য চব্বিশ ঘন্টাই উপযুক্ত সময়। কিন্তু প্রফিটের বিষয়টা নির্ভর করে ফরেক্স মার্কেটের উপর।

Smd
2020-11-22, 10:23 PM
মার্কেট যখন বেশী মুভমেন্ট করে তখন যেমন প্রফিট করার সম্ভাবনা খুব বেশী তেমনি লস করার পরিমাণও কিন্তু অনেক বেশী থাকে। আমার কাছে যেটা মনে হয়েছে যে, দিনের বেলায় মাঝে মাঝে বেশী মুভমেন্ট করে। মোট কথা আপনি যে পেয়ারে ট্রেড করবেন যেন সেই পেয়ারের দেশের ব্যাংকিং সময় হয়। ধরুন আপনি বিডিটি অর্থাৎ বাংলাদেশের কোন শেয়ার কিনবেন তখন আপনাকে সকাল ১০ থেকে বিকাল ৪টা এর মধ্যে ক্রয় করতে হবে।

ABDUSSALAM2020
2020-11-22, 10:24 PM
ফরেক্সে বেশী প্রফিট করা যায় - দিনে নাকি রাতে ??
ফরেক্স এমন একটি ব্যবসা যা ২৪ ঘন্টা করা যায়। এমনকি হিসেব করে এ্যান্ট্রি দিয়ে ঘুমালেও সকালে দেখা যায় বেশ প্রফিট হয়েছে। তবে এক্ষেত্রে ফরেক্সে বেশী লাভ করা যায় দিনে ট্রেড করে নাকি রাতে ট্রেড করে । এব্যাপারে হয়ত ট্রেডার ভাইদের মধ্যে মতপার্থক্য হতে পারে। কেউ হয়ত দিনে প্রফিট করেন বেশী আবার হয়ত কেউ রাতে ঠান্ডা মাথায় ট্রেড করে বেশী প্রফিট করতে পারেন। তবে আমার জানা মতে বা বাস্তব অভিজ্ঞতা বলে আপনি যদি মার্কেট এ্যানালাইসিস করার ক্ষমতা রাখেন, মানি ম্যানেজমেন্ট মেনে চলেন,টাইম ফ্রেম দেখে,বিনিয়োগ -লট/ভলিউম ভারসাম্য রেখে ট্রেড করতে পারেন তাহলে আপনার জন্য দিন বা রাত কোন সমস্যা না, সব সময় আপনি ট্রেড করে প্রফিট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

Starship
2020-11-22, 11:13 PM
ফরেক্স মার্কেটে দিনের তুলনায় সন্ধ্যা থেকে রাত এগারোটা পর্যন্ত মার্কেট বেশি মুভ করে থাকে। কেননা এই সময়ে লন্ডন সেশন ও নিউইয়র্ক সেশন এর আওতায় পড়ে। তাই এই সময় সিডনি সেশন ও বেইজিং সেশন তুলনায় মার্কেট অনেক বেশি আপ-ডাউন করে।

আর মার্কেট বেশি আপ-ডাউন করলে প্রফিট কিংবা লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আমরা বলতে পারি দুপুর তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত মার্কেট মুভমেন্ট করে তাই এই সময় প্রফিত লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই শুধু দিনে কিংবা রাতে প্রফিট হওয়ার সম্ভাবণা বেশি থাকে এমনটা নাম বলতে পারিনা

EmonFX
2020-11-23, 10:48 AM
আপনি যদি ফরেক্সে অভিজ্ঞ হন তাহলে লাভ করার জন্য দিনরাত সবসময় আপনার কাছে উপযুক্ত। দিনরাত মেটার না হলো আপনি কতটা ভালো ট্রেডিং করতে পারেন। আমি মনে করি ট্রেড করার জন্য আপনার সুযোগ মতো দিন বা রাত যে কোন একটি সময় বেচে নিতে পারেন। ট্রেড করার জন্য সপ্তাহে ৫ দিনের ২৪ ঘন্টার যে কোন একটি সময় বেচে নিতে পারেন। হ্যা, তবে আপনি যে পেয়ারে ট্রেড করবেন সেই মার্কেট কখন খোলা থাকে এবং এবং মার্কেট মুভমেন্ট কখন বেশি করে সেটা দেখে নেয়া ভালো। যেমন ইউরো/উএসডি পেয়ারে ট্রেড করলে দুপুর ১টা থেকে রাত ১০ টায় ট্রেড নেয়া ভালো। বাংলাদেশ সময় দুপুর একটা থেকে রাত দশটার মধ্যে ট্রেড নেয়া ভালো, কেননা এই সময়ে মার্কেটে মুভমেন্ট ভালো থাকে। তবে ভোররাতের দিকে যখন মার্কেট ওপেন হয় তখন ট্রেড নেয়ার জন্য ভালো সময়। এভাবে যে পেয়ারে ট্রেড নিতে চান সেই পেয়ারের মার্কেট কখন ভালো থাকে সেটা মার্কেট এনালাইসিস করে বঝে শুনে ট্রেড নেয়া উচিৎ। সর্বোপরি বলবো আপনি ভালো ট্রেড নিতে জানলে আপনার জন্য সবসসয়ই উপযুক্ত সময়। তাই নিজের ফরেক্স দক্ষতা বাড়ানোর প্রতি বিশেষ নজর দিন।

OLIYOURRAHMAN2021
2020-11-23, 11:14 AM
ফরেক্স মার্কেট এ রকম একটি মার্কেট যে মার্কেটে 24 ঘন্টা একটিভ থাকা যায় তবে ফরেক্স মার্কেটে সন্ধ্যার পর হতে রাত দুইটা পর্যন্ত মার্কেটের মুভমেন্ট বেশি থাকে তাই ওই সময়টার মধ্যে ভালোভাবে বুঝে শুনে এন্ট্রি করতে পারলে ভাল প্রফিট পাওয়া সম্ভব আমার মনে হয়।

Sakib42
2020-11-25, 10:59 PM
ফরেক্সে প্রফিট করার জন্য রাত কিংবা দিন কোনোটিকে বিশেষভাবে দেখা হয়না। মার্কেট যেকোন সময় যেকোন দিকে মুভমেন্ট করতে পারে সেটা হতে পারে রাত কিংবা সেটা হতে পারে দিন সেটা হতে পারে দুপুর এবং সেটা হতে পারে মধ্যরাত। তখন খুব জোরে মুভমেন্ট করবে তা নিশ্চয়তা দিয়ে বলা যায় না কিন্তু কিছু কিছু সময় বোঝা যায় যে মার্কেট আজকে বেশি মুভমেন্ট করতে পারে যার ভিত্তি হচ্ছে নিউজ। তাই যদি আপনি নিউজ কে ফলো করেন তাহলে বুঝতে পারবেন এই সময়ে মার্কেট উঠানামা বেশি করতে পারে কিন্তু সেটা কখন রাত্রে হবে নাকি কখন দিনে হবে সেটা বলা যায় না। তাই দিন রাতে তফাৎ না করে আমাদের উচিত ভালোমতো মার্কেট এনালাইসিস করা। মার্কেট এনালাইসিস আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে আমরা জানতে পারি অনুমান করতে পারি যে মার্কেটের মূল্য কোন দিকে যেতে পারে, সুতরাং আমাদের উচিত ভালোভাবে নিজেকে অভিজ্ঞ করে তোলা প্রাকটিসের মাধ্যমে। এবং আমাদের আরও উচিত রাত-দিনের তফাৎ থেকে বেরিয়ে আসা কারণ নিশ্চয়তা দিয়ে বা রাতদিন এর উপর ভিত্তি করে আমাদের মার্কেট মুভমেন্ট করে না।

ForexStar
2020-11-26, 11:16 PM
আপনার যদি ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালো অভিজ্ঞতা থাকে তাহলে দিনে-রাতে যখনই হোক না কেনো আপনি ভালো প্রফিট করতে পারবেন। ফরেক্স মার্কেটে সপ্তাহের ৫ দিনের ২৪ ঘন্টাই ট্রেড করার জন্য উপযুক্ত সময়। তারপরেও ব্যক্তি ক্ষেত্রে এটা বিভিন্ন রকম নির্ধারিত হয়ে থাকে। একেক জনের ট্রেডিং করার সময় একেক রকেম। একজন ট্রেডার কখন ট্রেড করবেন করবেন সেটা নির্ভর করে তার সময় ও সুযোগ উপর। এক এক জনের সময়-সুযোগ ও ট্রেডিয় সাইক্লোজি এক এক ধরনের। আমদের একেক জনের ট্রেডিং সাইক্লোজির পার্থাক্যটা অনেক বেশি কারন আমাদের শেখার মাধ্যমটা ভিন্ন ভিন্ন। আমি মনে করি মার্কেট খোলার প্রথম দিন ও মার্কেট ক্লোজিং এর দিন ট্রেড থেকে বিরত থাকা ভালো। বিভিন্ন ট্রেডিং সেশনের মধ্যে আমেরিকান সেশন আমার কাছে ভালো মনে হয় । এই সময়ে অস্ট্রেলিয়া, টোকিও ও লন্ডন মার্কেট বন্ধ থাকে তাই মার্কেটের গতি প্রকৃতি বেশির ভাগ আমেরিকা সেশনে সিফট হয়ে থাকে। আপনি আপনার সুযোগ ও সময় মতো ফরেক্স ট্রেডিং করতে পারেন।

Mahidul84
2020-11-27, 09:40 AM
ভাই আপনি যদি ফরেক্স মার্কেট সম্পর্কে অধিক ও অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে যে কোন সময় ট্রেড করে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন এতে কোন সন্দেহ নেই। তবে সবচেয়ে বেশি মুনাফা উপার্জন করা সম্ভব হয় নিউজ টাইম গুলোর সময়, আবার এসময় অনেকে লোজারও হয়ে যেতে পারে। কারণ যাদের দক্ষতা কম এবং মার্কেট সম্পর্কে তেমন বেশি অভিজ্ঞ না তাদের জন্য নিউজ টাইমে ট্রেড না করাটাই ভাল। মোটকথায় ভাল মুনাফা উপার্জন করতে চাইলে আপনাকে অবশ্যই আগে ফরেক্স সম্পর্কে জ্ঞান অভিজ্ঞতা অর্জনে সক্ষম হতে হবে। তবেই আপনি ভাল মুনাফা উপার্জন করতে পারবেন এর আগে নয়।

MISNIVA777
2020-11-27, 12:14 PM
আমার জানা মতে ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকলেও দেখতে হবে কখন মার্কেট বেশি মুভ করে আর তখনই বেশি মুভ করে আর তখনই বেশি প্রফিট করা যাবে এবং আমার এ্যানালাইসিস অনুযায়ী লন্ডন সেশনে মার্কেট বেশি মুভ করে থাকে আর সেটির সময় হল বাংলাদেশ সময় অনুযায়ী দুপুর ১ টা থেকে রাত্র ১০ টা তাই এই সময়ে মার্কেট বেশি মুভ করে থাকে কারন বেশির ভাগ নিউজ এই সময়ে রিলিজ হয়ে থাকে। তাই বেশি প্রফিট করতে হলে এই সময়ে ট্রেড করতে হবে।

micky1212
2020-11-27, 01:38 PM
রাতের পর আরও বাজার সরিয়ে নেওয়ার মূল উদ্দেশ্য হ'ল নতুন কার্য সভার শুরু। তদুপরি, নিউইয়র্ক সভাটি বাংলাদেশ সময় সন্ধ্যা at টায় শুরু হয় এবং এই সভার তথ্য সন্ধ্যা 30.৩০-এরও বেশি সময় সরবরাহ করা হয় তাই বাজারটি এখনই এক টুকরোয় যায় যদিও লন্ডনের সভা রাত ১০ টায় বন্ধ হলে আপনি বাজারটি দেখতে পাবেন এবং কোনও উপায়ে চলছে না। সুতরাং এই সময়কালে বাজার আরও সরে যায় এই কারণেই দুপুর ১ টা থেকে রাত দশটা অবধি বিনিময় করা আদর্শ।

sss21
2020-11-29, 07:07 PM
মার্কেট যখন বেশী মুভমেন্ট করে তখন যেমন প্রফিট করার সম্ভাবনা খুব বেশী তেমনি লস করার পরিমাণও কিন্তু অনেক বেশী থাকে। আমার কাছে যেটা মনে হয়েছে যে, দিনের বেলায় মাঝে মাঝে বেশী মুভমেন্ট করে। মোট কথা আপনি যে পেয়ারে ট্রেড করবেন যেন সেই পেয়ারের দেশের ব্যাংকিং সময় হয়। ধরুন আপনি বিডিটি অর্থাৎ বাংলাদেশের কোন শেয়ার কিনবেন তখন আপনাকে সকাল ১০ থেকে বিকাল ৪টা এর মধ্যে ক্রয় করতে হবে।

KF84
2020-12-28, 10:35 PM
ফরেক্স মার্কেট সাধারনত রাতে খুব কম মুভ করে থাকে আর দিনে বেশি মুভ করে থাকে । তবে এর মানে এই নয় যে প্রতিদিনই মার্কেট দিনে মুভ করে । যেমন সপ্তাহের শুরুতে মার্কেট মুভমেন্ট খুব একটা থাকে না । মার্কেট সাধারনত ট্রেন্ড গঠন করে বুধবার থেকে এবং শুক্রবার পর্যন্ত মার্কেটের মুভমেন্ট আরও বৃদ্ধি পায় । তাই আপনি প্রতিদিন বা প্রতিরাত টার্গেট না নিয়ে অপেক্ষা করুন মার্কেট এ ভাল মুভমেন্ট হওয়ার । আর সেই সময়ে ট্রেড করে আপনি সপ্তাহের পুরো লাভ একদিনেই নিয়ে আসতে পারবেন ।

FRK75
2021-01-20, 10:15 AM
ফরেক্স ট্রেডিং একটি আন্তর্জাতিক অনলাইন বিজনেস এবং এখানে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ কাজ করে। আর এই মার্কেট সপ্তাহে পাঁচ দিন চব্বিশ ঘণ্টাই খোলা থাকে। এবং এই চব্বিশ ঘন্টার মধ্যে যে কোন সময়েই আপনি চাইলে ট্রেড করতে পারেন। তবে আমাদের দেশের সময় অনুযায়ী এটা দুপুর দুইটা থেকে রাত দশটা পর্যন্ত মার্কেট বেশি মুভ করে এবং আমার মনে হয় এই সময়টাতে ট্রেড করার জন্য উপযুক্ত সময়। তবে আপনি চাইলে এই চব্বিশ ঘণ্টাই এখানে ট্রেড করতে পারেন।ট্রেড যে কোন সময় করা যায় এবং মার্কেট যেকোন সময় যেকোন ভাবে মুভমেন্ট করতে পারে তাই রাগ কিংবা দিনের তফাৎ না করে নিজেকে অভিজ্ঞ করে তোলাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

Smd
2021-04-12, 08:50 AM
মার্কেট যখন বেশী মুভমেন্ট করে তখন যেমন প্রফিট করার সম্ভাবনা খুব বেশী তেমনি লস করার পরিমাণও কিন্তু অনেক বেশী থাকে। আমার কাছে যেটা মনে হয়েছে যে, দিনের বেলায় মাঝে মাঝে বেশী মুভমেন্ট করে কিন্তু সন্ধ্যার পর থেকে রাত ১১টা নাগাদ খুব বেশী মুভমেন্ট করে মার্কেট । আমি মনে করি যে আপনি যদি ফরেক্স সম্পর্কে অভিজ্ঞ এবং দক্ষ হয়ে থাকেন এবং ভালো মানি ম্যানেজমেন্ট করে ভলিউম সেট করে রাতে ঘুমিয়ে পড়েন তারপরও সকালে উঠে দেখবেন আপনার ভাল প্রফিট হয়েছে।কাজেই আমাদের আগে উচিত মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেন যদিও তা পুরোপুরি সম্ভব নয়।

FRK75
2021-07-17, 10:17 PM
প্রফিট করার বিষয়টি অবশ্যই মার্কেটের মুভমেন্ট এর উপর ডিপেন্ড করে। যদি মার্কেটে ট্রেড করা ভালো হয়ে যায় তাহলে প্রফিট ভালো হবে। এছাড়া ফরেক্সে প্রফিট করার জন্য চব্বিশ ঘন্টাই উপযুক্ত সময়। কিন্তু প্রফিটের বিষয়টা নির্ভর করে ফরেক্স মার্কেটের উপর।আমার এ্যানালাইসিস অনুযায়ী লন্ডন সেশনে মার্কেট বেশি মুভ করে থাকে আর সেটির সময় হল বাংলাদেশ সময় অনুযায়ী দুপুর ১ টা থেকে রাত্র ১০ টা তাই এই সময়ে মার্কেট বেশি মুভ করে থাকে কারন বেশির ভাগ নিউজ এই সময়ে রিলিজ হয়ে থাকে। তাই বেশি প্রফিট করতে হলে এই সময়ে ট্রেড করতে হবে।

Starship
2021-07-18, 07:46 AM
আপনার বিষয়টি হলো ফরেক্সে কখন বেশি প্রফিট করা যায় সেটাও দিনে বা রাতে হতে পারে। এখন এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার পেয়ার সিলেকশন এর উপর। আপনার পেয়ার সিলেকশনে উপর নির্ভর করে উক্ত টাইম সেশনে মার্কেট মুভমেন্ট বেশি করে থাকবে। আর এর ভিত্তিতে বলা যাবে যে বেশি প্রফিট কখন করা যাবে রাতে না দিনের ক্ষেত্রে। যেমন আমি নিউইয়র্ক টাইম সেশনে আওতাধীন ইউএসডি গোল্ড সিলভার এইসব টাইমফ্রেমে ট্রেড করে থাকি। যার ফলে আমার ট্রেড গুলো বেশির ভাগ হয় সন্ধ্যার পর থেকে এবং রাত এগারোটার মধ্যে সকল ট্রেড ক্লোজ করি।

Smd
2021-10-19, 12:06 PM
ফরেক্স একটি স্বাধীণ মাকের্ট এখানে আপনি আপনার ইচ্ছা মতো যেকোনও সময় ট্রেড ওপেন করতে পারেন।আর ভালো প্রফিট দিনরাতের ওপর নির্ভর করে না।নির্ভর করে আপনার দক্ষতা ওঅভিজ্ঞতার ওপর।আপনি যদি ভালো দক্ষ হন ট্রেডিং বিষয়ে তাহলে যেকোন সময়ে ট্রেড করে ভালো প্রফিট অর্জন করতে পারেন। আপনি যদি ভালো ট্রেডার হন এবং ট্রেড এ দক্ষতা থাকে,তাহলে আপনি যে কোন সময় প্রফিট করতে পারেন,অনেক এ বলে দিন এ ট্রেড করলে লাভ বেশি হয় অনেক এ বলে রাত এ করলে প্রফিট করা যাই,আমি এই ধরনের কথা আমি মূল্য দিয় না।

samun
2021-10-19, 12:23 PM
ফরেক্স ট্রেডিং একটি আন্তর্জাতিক অনলাইন বিজনেস এবং এখানে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ কাজ করে। আর এই মার্কেট সপ্তাহে পাঁচ দিন চব্বিশ ঘণ্টাই খোলা থাকে। এবং এই চব্বিশ ঘন্টার মধ্যে যে কোন সময়েই আপনি চাইলে ট্রেড করতে পারেন। তবে আমাদের দেশের সময় অনুযায়ী এটা দুপুর দুইটা থেকে রাত দশটা পর্যন্ত মার্কেট বেশি মুভ করে এবং আমার মনে হয় এই সময়টাতে ট্রেড করার জন্য উপযুক্ত সময়। ট্রেড যে কোন সময় করা যায় এবং মার্কেট যেকোন সময় যেকোন ভাবে মুভমেন্ট করতে পারে তাই রাগ কিংবা দিনের তফাৎ না করে নিজেকে অভিজ্ঞ করে তোলাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

Smd
2022-01-31, 06:34 PM
আমি মনে করি ট্রেড করার জন্য আপনার সুযোগ মতো দিন বা রাত যে কোন একটি সময় বেচে নিতে পারেন। ট্রেড করার জন্য সপ্তাহে ৫ দিনের ২৪ ঘন্টার যে কোন একটি সময় বেচে নিতে পারেন। হ্যা, তবে আপনি যে পেয়ারে ট্রেড করবেন সেই মার্কেট কখন খোলা থাকে এবং এবং মার্কেট মুভমেন্ট কখন বেশি করে সেটা দেখে নেয়া ভালো। যেমন ইউরো/উএসডি পেয়ারে ট্রেড করলে দুপুর ১টা থেকে রাত ১০ টায় ট্রেড নেয়া ভালো। তবে সবচেয়ে বেশি মুনাফা উপার্জন করা সম্ভব হয় নিউজ টাইম গুলোর সময়, আবার এসময় অনেকে লোজারও হয়ে যেতে পারে। কারণ যাদের দক্ষতা কম এবং মার্কেট সম্পর্কে তেমন বেশি অভিজ্ঞ না তাদের জন্য নিউজ টাইমে ট্রেড না করাটাই ভাল।

FRK75
2023-02-04, 09:39 PM
ফরেক্স ট্রেডিং একটি আন্তর্জাতিক অনলাইন বিজনেস এবং এখানে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ কাজ করে। আর এই মার্কেট সপ্তাহে পাঁচ দিন চব্বিশ ঘণ্টাই খোলা থাকে। এবং এই চব্বিশ ঘন্টার মধ্যে যে কোন সময়েই আপনি চাইলে ট্রেড করতে পারেন। তবে আমাদের দেশের সময় অনুযায়ী এটা দুপুর দুইটা থেকে রাত দশটা পর্যন্ত মার্কেট বেশি মুভ করে এবং আমার মনে হয় এই সময়টাতে ট্রেড করার জন্য উপযুক্ত সময়। তবে আপনি চাইলে এই চব্বিশ ঘণ্টাই এখানে ট্রেড করতে পারেন। আর এটা যেহেতু অন্য দেশ পরিচালনা করে তাই তাদের দেশের সময় মানে অফিস আওয়ার অনুযায়ী মার্কেট বেশি মুভ করবে এটা আমার ধারণা।মার্কেটে প্রফিট করার নির্দিষ্ট কোন সময় নেই তাই এটি মানুষের মধ্যে একদম ভুল ধারণা রয়েছে যে দিনে কিংবা রাতে বেশি প্রফিট করা যায় দেখেন মার্কেট কোন দিন কোন দিকে মুভমেন্ট করবে সেটা সম্পর্কে কেউ নিশ্চয়তা দিয়ে বলতে পারে না সবাই এটা অনুমানের উপর নির্ভর করে থাকে। এদিকে কেউ ভালো ফলাফল পায় আবার কেউ খারাপ বললে হবে না যে আপনি রাত্রে বেশি টাকা ইনকাম করতে পারবেন অথবা দিনে বেশি ইনকাম করতে পারবেন। আপনাকে সিচুয়েশন বুঝে কাজ করতে হবে যে কোন সময় মার্কেট টা বেশি মুভমেন্ট করতে পারে সেই অনুযায়ী আপনার সাথে সাথে ট্রেড করতে হবে যেন আপনি সেই প্রবাহ টা ধরতে পারেন এবং শিল্প বারোটা থেকে ধরতে পারেন এবং যদি ট্রেড আপনার অনুমান অনুযায়ী যায় তাহলে আপনি অনেক লাভবান হবেন। ট্রেড যে কোন সময় করা যায় এবং মার্কেট যেকোন সময় যেকোন ভাবে মুভমেন্ট করতে পারে তাই রাগ কিংবা দিনের তফাৎ না করে নিজেকে অভিজ্ঞ করে তোলাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

samun
2023-04-03, 02:05 PM
ফরেক্স মার্কেট থেকে লাভ করার নির্দিষ্ট কোন সময় নেই। বরং ফরেক্স মার্কেটে যখনই নিউজ টাইম হয় তখনই সেই নির্দিষ্ট কারেন্সির ওপর প্রভাব বিস্তার করে এবং সেই কারেন্সির মুভমেন্ট বেড়ে যাই। তা দিনেও হতে পারে আবার রাতেও হতে পারে।

Mas26
2023-04-04, 08:26 AM
ফরেক্স মার্কেট হচ্ছে একটি গতিশীল মার্কেট, যেটা সপ্তাহের 5 দিন 24 ঘন্টাই খোলা থাকে,এবং এই সময়ের মধ্যে যেকোনো সময় এখান থেকে প্রফিট করা সম্ভব,তবে যে সময় গুলোতে মার্কেট সবথেকে বেশি মুভমেন্ট করে থাকে ওই সময়ে ট্রেডিং করলে প্রফিট করতে পারার সম্ভাবনা অনেক বেশি থাকে।আমার এনালাইসিস অনুসারে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত সময়ের মধ্যে মার্কেট সবথেকে বেশি মুভমেন্ট করে থাকে, যার ফলস্বরূপ উক্ত সময়ের মধ্যে ট্রেডিং করলে বেশি প্রফিট করা যাবে বলে আমার কাছে মনে হয়। এবং আমি নিজেও এই সময়ের মধ্যে ট্রেডিং করে থাকি, এবং এখান থেকে মোটামুটি একটা ভালো আয় করতে পারছি। এজন্য আপনি চাইলে এই সময়ের মধ্যে ট্রেডিং করে প্রফিট করতে পারেন, বা আপনার পছন্দমত রাত দিনের যেকোনো সময় ট্রেডিং করার মাধ্যমে ফরেক্স থেকে প্রফিট করতে পারবেন।