Mahmud1984fx
2019-08-27, 11:29 AM
ট্রেডার হওয়ার ধাপ ৫টি :
ধাপ-০১ : অচেতনে অযোগ্যতা :- অনেক বেশী ট্রেড করবে;প্রচুর রিস্ক নিবে,লস পূরণের জন্য ট্রেড সাইজ দ্বিগুন হবে আগের তুলনায়,মার্কেট যেদিকে সেদিকেই এ্যান্ট্রি নিবে, নিজের যোগ্যতা সম্পর্কে সম্পূর্ণ অন্যমনস্ক থাকবে ।
ধাপ-০২: সচেতনে অযোগ্যতা :- যেমনটি ভেবেছেন ফরেক্স ঠিক তেমনটি নয়, সচেতনভাবে বুঝতে পারবেন যে আপনার রেগুলার প্রফিট করার মত যোগ্যতা বা জ্ঞান নেই ।
ধাপ-০৩: ইউরেকা :- ট্রেড করবেন নিজস্ব মেথডে, ১টা সিস্টেম নিয়ে কাজ করা শুরু করবেন যেটা আপনার সাথে যায়, খুশি হতে শুরু করবেন,লস ডিফাইন করা শুরু করে দেবেন,ট্রেড খারাপ হলে রাগ করবেন না,আপনি ভাল মানি ম্যানেজমেন্ট,লিভা েজ ইত্যাদি সম্পর্কে শিখবেন ।
ধাপ-০৪: সচেতনে যোগ্যতা :- সিস্টেম ট্রেড করতে বললেই ট্রেড করেন,লাব-লসের কারণে মানসিক অবস্থা পরিবর্তন হবে না,প্রতি সপ্তাহে ধারাবাহিক লাভ করতে থাকবেন,অন্য ট্রেডারদের সম্মান পাবে ও অনেককে সিগন্যাল দিবে ।
ধাপ-০৫: অচেতনে যোগ্যতা:- চেয়ারে বসেন ট্রেড করেন অচেতনভাবেই,লাভ লস কোনটাই আনন্দ/উচ্ছাস প্রকাশ করতে পারে না,ট্রেডিংয়ের কল্পনারাজ্য -অনুভূতি আয়ত্ব করেছেন,এমন একজন ট্রেডার যার এ্যাকাউন্ট প্রতিনিয়ত বাড়ছে,জবের মতই মনে হবে,সফল হওয়ার কারণ যোগ্যতা নয়,টিকে থাকার শক্তি।
নিজেকে জিজ্ঞেস করুন- ”আপনি কত বছর স্কুল,কলেজ ,বিশ্ববিদ্যালয়ে যেতেন যদি জানতেন শেষে আপনার জন্য বছরে মিলিয়ন ডলার বেতনের একটা চাকরী অপেক্ষা করছে “?
ধাপ-০১ : অচেতনে অযোগ্যতা :- অনেক বেশী ট্রেড করবে;প্রচুর রিস্ক নিবে,লস পূরণের জন্য ট্রেড সাইজ দ্বিগুন হবে আগের তুলনায়,মার্কেট যেদিকে সেদিকেই এ্যান্ট্রি নিবে, নিজের যোগ্যতা সম্পর্কে সম্পূর্ণ অন্যমনস্ক থাকবে ।
ধাপ-০২: সচেতনে অযোগ্যতা :- যেমনটি ভেবেছেন ফরেক্স ঠিক তেমনটি নয়, সচেতনভাবে বুঝতে পারবেন যে আপনার রেগুলার প্রফিট করার মত যোগ্যতা বা জ্ঞান নেই ।
ধাপ-০৩: ইউরেকা :- ট্রেড করবেন নিজস্ব মেথডে, ১টা সিস্টেম নিয়ে কাজ করা শুরু করবেন যেটা আপনার সাথে যায়, খুশি হতে শুরু করবেন,লস ডিফাইন করা শুরু করে দেবেন,ট্রেড খারাপ হলে রাগ করবেন না,আপনি ভাল মানি ম্যানেজমেন্ট,লিভা েজ ইত্যাদি সম্পর্কে শিখবেন ।
ধাপ-০৪: সচেতনে যোগ্যতা :- সিস্টেম ট্রেড করতে বললেই ট্রেড করেন,লাব-লসের কারণে মানসিক অবস্থা পরিবর্তন হবে না,প্রতি সপ্তাহে ধারাবাহিক লাভ করতে থাকবেন,অন্য ট্রেডারদের সম্মান পাবে ও অনেককে সিগন্যাল দিবে ।
ধাপ-০৫: অচেতনে যোগ্যতা:- চেয়ারে বসেন ট্রেড করেন অচেতনভাবেই,লাভ লস কোনটাই আনন্দ/উচ্ছাস প্রকাশ করতে পারে না,ট্রেডিংয়ের কল্পনারাজ্য -অনুভূতি আয়ত্ব করেছেন,এমন একজন ট্রেডার যার এ্যাকাউন্ট প্রতিনিয়ত বাড়ছে,জবের মতই মনে হবে,সফল হওয়ার কারণ যোগ্যতা নয়,টিকে থাকার শক্তি।
নিজেকে জিজ্ঞেস করুন- ”আপনি কত বছর স্কুল,কলেজ ,বিশ্ববিদ্যালয়ে যেতেন যদি জানতেন শেষে আপনার জন্য বছরে মিলিয়ন ডলার বেতনের একটা চাকরী অপেক্ষা করছে “?