PDA

View Full Version : নতুন মেসেজিং অ্যাপ ‘থ্রেড’ আনছে ফেইসবুক



kohit
2019-08-27, 06:00 PM
নতুন আরেকটি মেসেজিং অ্যাপ বানাচ্ছে ফেইসবুক। নিকট বন্ধুদের সঙ্গে আরও বেশি তথ্য শেয়ারের উদ্দেশ্যেই বানানো হচ্ছে অ্যাপটি।

ফেইসবুকের ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামের সহায়ক অ্যাপ হিসেবে আনা হবে থ্রেডস নামের এই মেসেঞ্জারটি-- খবর প্রযুক্তি সাইট সিনেটের।

স্বয়ংক্রিয়ভাবে বন্ধুদের সঙ্গে গ্রাহকের “অবস্থান, গতি এবং ব্যাটারি লাইফ” শেয়ার করবে থ্রেডস। এর পাশাপাশি ছবি এবং টেক্সটের মতো অন্যান্য সামাজিক মাধ্যমের পোস্টও শেয়ার করা যাবে।

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে বলা হয়, ইনস্টাগ্রামের ‘নিকট বন্ধুদের’ সঙ্গে ব্যবহারের জন্যই আনা হচ্ছে অ্যাপটি। বর্তমান ফেইসবুক প্ল্যাটফর্মে এটির পরীক্ষা চালানো হচ্ছে।

কবে নাগাদ ইনস্টাগ্রামে থ্রেডস অ্যাপটি আনা হবে তা নিশ্চিত করে বলা হয়নি। এ বিষয়ে কোনো মন্তব্যও করেনি ফেইসবুক।

চলতি বছরের শুরুতেই স্ন্যাপচ্যাটের মতো ক্যামেরা-ফার্স্ট অ্যাপ ডিরেক্ট-এ সমর্থন বন্ধ করেছে ফেইসবুক। ২০১৭ সালে ডিরেক্ট নামের উন্মুক্ত করার পর চিলি, ইসরায়েল, ইতালি, পর্তুগাল, তুরস্ক এবং উরুগুয়েতে এটির পরীক্ষা চালানো হয়। বিশ্বজুড়ে অ্যাপটি উন্মুক্ত করার আগেই চলতি বছরের শুরুতে এটি বাতিল করে ফেইসবুক।

এ বছরের জানুয়ারিতে ফেইসবুকের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামকে একত্রিত করা হবে। এর মাধ্যমে অ্যাপ পরিবর্তন না করেই এক অ্যাপ থেকে অন্য অ্যাপে বার্তা আদান প্রদান করতে পারবেন গ্রাহক।

এই প্রকল্পের মাধ্যমে অ্যাপগুলো আলাদা থাকলেও এগুলোকে একটি মেসেজিং প্ল্যাটফর্ম বা প্রোটোকলেও আওতায় আনা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম