PDA

View Full Version : হঠাৎ রাতে ঘুম ভাঙলে কী চেক করেন ?



Mahmud1984fx
2019-08-28, 11:52 AM
সম্ভবত: ফরেক্সের প্রথম দিকেই হয়ত এমনটা হয় । ফরেক্সে এ্যান্ট্রি দেয়া থাকলে যে কোন সময়ই ট্রেডের ফলাফল জানার জন্য মনটা অস্থির হয়ে ওঠে,চেক করে নিই ,প্রফিট হলে মনটা আনন্দে ভরে যায় ,ফরেক্স নিয়ে ভবিষ্যতের দারুণ স্বপ্ন ভেসে ওঠে-মনে হয় কিছু করা যাবে। গভীর ঘুমে আচ্ছন্ন,সিস্তব্ধ রজনী,হঠাৎ ঘুম ভেঙে গেল-কোন কাজ আগে ,না সব কাজের আগে ফরেক্সের এ্যাকাউন্ট চেক করি তার পরে মনে শান্তি-পরে অন্য কাজ- এমনও মনে হয়েছে ফরেক্সের কারণে মাঝে মাঝে ঘুম ভেঙে যায় । এটা শুধু কি আমারই ? নাকি অন্য কোন ভাইদেরও হয় এমনটা । শেষে বলবো ব্যবসায় নেশা হওয়া ভাল তবে এত নেশা ভাল না। কি বলেন ??

Hasinapx
2019-08-28, 12:51 PM
যখন আমি ফরেক্স শুরু করি তখন সবসময় অনুভূতিটাই আলাদা থাকত। সব সময় মনের আশা-নিরাশার মাঝে দোদুল্যমান থাকত। সব সময় মনের ভিতর একটা টেনশন কাজ করত যে , মার্কেট এই বুঝি কোনদিকে গেল , সাথে সাথে চেক করতাম ,প্রফিট হলে ভাল লাগত আর লস হলে একটু খারাপ লাগত। এভাবে ২৪ ঘন্টায় অনুভুতি কাজ করত। মাঝে মাঝে রাতে ঘুম থেকে উঠলেও চেক করে দেখতাম কী অবস্থা ।

KANIZFATEMA1997
2019-08-28, 02:18 PM
সময় বড় মূল্যবান জিনিস। যে সময়ের সঠিক ব্যবহার করে তাকে কেউ পরাস্ত করবে এমন কোনও শক্তি পৃথিবীতে নেই।ফরেক্স যখন ট্রেড ওপেন করি তখন খুব বেশী টেনশনে থাকি।আর টেনশনে থাকলে ভালো ঘুম হয় না।আর যদিও বা ঘুমাই মাঝ রাতেই ঘুম ভেঙ্গে যায়।আর ঘুম ভেঙ্গে গেলে আগে ট্রেড গুলোর অবস্থা চেক করি।কারণ প্রতিনিয়ত মাকের্টের প্রাইজ ওঠানামা করে।প্রফিট হলে খুব ভালো লাগে।মন শান্ত হয়।আর লস হলে মনটা আরও বেশী টেনশন করে।বেশী করে এনালাইসিস করা লাগে।রাতের ঘুম গুলো কেড়ে নেয় কে জানো