PDA

View Full Version : ফরেক্স থেকে উপার্জিত/প্রফিট করা অর্থ/টাকা কি ইসলামের দৃষ্টিকোণ থেকে হালাল/বৈধ?



ENGR:SUZON
2019-08-28, 03:11 PM
পরিকল্পনা, সময় আর শ্রমের সমন্নয়ে মানুষের কাছে সেবা পৌছে দেয়ার মাধ্যমে অর্থ/টাকা উপার্জন ইসলামের দৃষ্টিকোণ থেকে হালাল (কুর'আন এর ভিত্তিতে)। তাই ফরেক্স সম্পর্কে আমার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। আশা করি, যারা এই পেশা সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখেন (বিশেষ করে এডমিন, সিনিয়র মেম্বার), শুধুমাত্র তারাই আমার প্রশ্নের উত্তর দিবেন। আর যদি কেউ সঠিক উত্তর না জানেন, পোস্ট বাড়িয়ে বোনাস লাভের আশায় তার উত্তর দেয়ার দরকার নাই। কতজন সঠিক/হালাল বুঝে তারপর ফরেক্স করছে নাকি না বুঝেই হারাম উপার্জন করছে, জানা প্রয়োজন?
০১) ফরেক্স থেকে আমাদের উপার্জিত/প্রফিট করা অর্থ/টাকা কে বা কারা বা কোন প্রতিষ্ঠান, কিভাবে পে করে? প্রফিট/লাভের টাকা কিভাবে আসে?
০২) ফরেক্স এ আমাদের লসের অর্থ/টাকা কে বা কারা বা কোন প্রতিষ্ঠান, কিভাবে ভোগ করে? লসের টাকা কোথায় যায়?
এটা কি এমন যে, কারও লসের টাকা আমি আমার দক্ষতা দ্বারা প্রফিট হিসেবে পাচ্ছি আবার আমার লসের টাকা কেউ তার দক্ষতা দ্বারা প্রফিট হিসেবে পাচ্ছে?
হালাল প্রমাণিত হলে আমিও ফরেক্স করবো, কথা দিলাম।

Hredy
2019-08-28, 04:31 PM
ফরেক্স থেকে উপার্জিত অর্থ অবশ্যই হালাল। ফরেক্স একটি হালাল ব্যবসায় এখানে লাভ লস দুটোই থাকে। ইসলামের দৃষ্টিতে রিবা বা সুদকে হারাম করা হয়েছে এবং ব্যবসায় কে হালাল করা হয়েছে। ফরেক্স এ কোন সুদের কারবার নেই সুতরাং এটি ইসলামের দৃষ্টিতে ১০০% হালাল এবং বৈধ।

TanjirKhandokar1994
2019-08-28, 06:01 PM
ভাই আপনি যদি কুরআনের আলোকে ফরেক্স ট্রেডিং হালাল না হবার এর ব্যাখ্যা চান তাহলে আমি বলবো একজন ভালো মুফতি বা বড়ো কোন আলেমের কাছে এর সঠিক উত্তর নিতে পারেন। কেননা এখানে যারা কাজ করে তারা কখনোই কুরআনের আলোকে এর সঠিক উত্তর দিতে পারবেনা। আমিও একই প্রশ্ন করেছিলাম এর আগে। যখন আমি ফরেক্স ট্রেডিং এ একেবারেই নতুন তখন আমারও মনে প্রশ্ন ছিল ফরেক্স ট্রেডিং হালাল না হারাম। তবে এখানে আমি একটু বলতে পারি আমরা যখন ইনস্টাফরেক্স একাউন্ট খুলতে যাই তখন একটা অপশন থাকে তাহলো সোয়াপ ফ্রী একাউন্ট। আর এখানে অভিজ্ঞ ভাইয়েরা এটাকেই বলে থাকেন হালাল করার মাধ্যম এটাই। ধন্যবাদ

ARIFULISLAM1996
2019-09-02, 08:28 PM
আমি ফরেক্স এর সম্পূর্ণ নতুন একজন ট্রেডার। ফরেক্স থেকে প্রাপ্ত ইনকাম হালাল নাকি হারাম সে বিষয়ে আমার স্পষ্ট কোনো জ্ঞান নেই। এ বিষয়ে আমি অভিজ্ঞদের মতামত আশা করছি। এছাড়াও এ বিষয়ে ভালোভাবে জানার জন্য বড় কোন আলেমের সহায়তা নিতে পারেন।আমার মতে আমার ক্ষুদ্র জ্ঞান যা বলে সেটা হচ্ছে ফরেক্স একাউন্ট খোলার সময় সোয়াপ মুক্ত এবং সোয়াপ যুক্ত দুইটি অপশন থাকে অর্থাৎ সুদ মুক্ত এবং সুদ যুক্ত। আমরা মনে করি সুদ মুক্ত অপশনটি হালাল। এ ব্যাপারে আমি আপনাদের মতামত জানতে চাই।

alamsat
2019-09-05, 07:53 PM
পরিকল্পনা, সময় আর শ্রমের সমন্নয়ে মানুষের কাছে সেবা পৌছে দেয়ার মাধ্যমে অর্থ/টাকা উপার্জন ইসলামের দৃষ্টিকোণ থেকে হালাল (কুর'আন এর ভিত্তিতে)। তাই ফরেক্স সম্পর্কে আমার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। আশা করি, যারা এই পেশা সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখেন (বিশেষ করে এডমিন, সিনিয়র মেম্বার), শুধুমাত্র তারাই আমার প্রশ্নের উত্তর দিবেন। আর যদি কেউ সঠিক উত্তর না জানেন, পোস্ট বাড়িয়ে বোনাস লাভের আশায় তার উত্তর দেয়ার দরকার নাই। কতজন সঠিক/হালাল বুঝে তারপর ফরেক্স করছে নাকি না বুঝেই হারাম উপার্জন করছে, জানা প্রয়োজন?
০১) ফরেক্স থেকে আমাদের উপার্জিত/প্রফিট করা অর্থ/টাকা কে বা কারা বা কোন প্রতিষ্ঠান, কিভাবে পে করে? প্রফিট/লাভের টাকা কিভাবে আসে?
০২) ফরেক্স এ আমাদের লসের অর্থ/টাকা কে বা কারা বা কোন প্রতিষ্ঠান, কিভাবে ভোগ করে? লসের টাকা কোথায় যায়?
এটা কি এমন যে, কারও লসের টাকা আমি আমার দক্ষতা দ্বারা প্রফিট হিসেবে পাচ্ছি আবার আমার লসের টাকা কেউ তার দক্ষতা দ্বারা প্রফিট হিসেবে পাচ্ছে?
হালাল প্রমাণিত হলে আমিও ফরেক্স করবো, কথা দিলাম।

আমি যতটুকু জানি ফরেক্স এমন একটি ব্যবসা যেখানে দুটি দেশের টাকার দরাদরি হয়। ধরুন আপনি ৫০০ টাকা দিয়ে ৫ ডলার ক্রয় করে আপনার কাছে রেখে দিলেন এবং সেটি ১ মাস পরে মনে করলেন বিক্রি করে দিব তখন দেখলেন যে ৫ ডলারের দাম বেড়ে ৬০০ টাকা হয়েছে এখন আপনি ডলার বিক্রি করে যে ১০০ টাকা প্রফিট করলেন সেটাকে কি বলবেন হালাল নাকি হারাম? অন্যভাবে বলি আপনি যদি গোডাউনের ব্যবসা করেন তাহলে ১০ কেজি দরে ধান কিনে রাখলেন এবং ১ মাস পরে সেটা দাম বেড়ে ১২ হলে বিক্রি করে দিলেন তাহলে আপনি কেজি প্রতি ২ টাকা প্রফিট করতে পারলেন তাহলে এটি হালাল নাকি হারাম আপনি বলেন? লস করলেও সেটা আপনার টাকা থেকে লস হত তাই এখন আপনি চিন্তা করে যেটা ভাল মনে করেন সেটা করুন।

KaziBayzid162
2019-11-05, 08:26 PM
কোন ট্রেডার অ্যাকাউন্ট ওপেন করার সময় যদি সোয়াপ ফ্রি অপশনে টিক প্রদান করার মাধ্যমে সুদমুক্ত অ্যাকাউন্ট ওপেন করে থাকেএবং ফরেক্স এর নিয়ম মেনে একমুখী ট্রেডিং করে ব্যবসা করে আয় করে থাকে তাহলে এই আয় অবশ্যই তার জন্য ইসলামের দৃষ্টিতে হালাল বলেই গণ্য হবে। কারণ ফরেক্স অন্য পাঁচটা ব্যবসার মতো এটা একটা ব্যবসা তাই এখানেও লাভের পাশাপাশি লস হয়ে থাকে। তাই আমার স্বল্প জ্ঞানে বলতে গেলে ফরেক্স ইসলামের দৃষ্টিতে হালাল হবে বলেই আমার কাছে মনে হয়।

PK_SHIKDER
2019-11-05, 08:49 PM
ফরেক্স আইডি ইসলামের দৃষ্টিতে হালাল কি হারাম সেটা আমার জানা নেই । তবে আমার জানা মতে ব্যবসা একটি হালাল,,,, যেহেতু ইসলামের দৃষ্টিতে ব্যবসাকে হালাল হিসেবে দেখা হয়েছে,,,,, সেহেতু এই ফরেক্স ব্যবসাটাকে ও হালাল হিসেবে ধরে নেওয়া যায় । কিন্তু এই ব্যবসাতে যদি সুদ বা জুয়ার কোন প্রকার অপশন থেকে থাকে,,,,, তাহলে সেটা ইসলামের দৃষ্টিতে প্রকাশ্যে হারাম হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে আপনাদের মতামত আশা করছি,,,, ধন্যবাদ।

ARD
2019-11-06, 09:04 PM
বৈদেশিক মুদ্রার ব্যবসায়ের লোভকে নিয়ন্ত্রণ করা শক্ত। আপনি রাতারাতি প্রচুর অর্থোপার্জন করছেন এটি আপনাকে লোভী করে তোলে এবং তার পরে আপনি লাভের সুযোগ হবেন এমন একটি সুযোগ রয়েছে the লোভ এবং আমি এর জন্য আমার কিছু অর্থ হারিয়েছি

samun
2019-11-06, 09:20 PM
ফরেক্স থেকে উপার্জিত অর্থ অবশ্যই হালাল। ফরেক্স একটি হালাল ব্যবসায় এখানে লাভ লস দুটোই থাকে। ইসলামের দৃষ্টিতে রিবা বা সুদকে হারাম করা হয়েছে এবং ব্যবসায় কে হালাল করা হয়েছে। ফরেক্স এ কোন সুদের কারবার নেই সুতরাং এটি ইসলামের দৃষ্টিতে ১০০% হালাল এবং বৈধ।