PDA

View Full Version : কতদিন ডেমো ট্রেডিং করা উচিত?



robi_21123
2014-12-23, 10:15 PM
এর নির্দিষ্ট কোন সময় নেই। তবে কমপক্ষে ২ থেকে ৩ মাস ডেমো ট্রেড করা উচিত। এতে আপনার অভিজ্ঞতা বাড়বে।

anny
2014-12-24, 10:40 AM
আমার জানা মতে ফরেক্স মার্কেট আপনি মিনিমাম ৩ বৎসর ডেমো ট্রেডিং করা উচিত ।
কারন যে ডেমো ট্রেডিং করে তার ভাল অজ্ঞিতা হয়।
তাই আমি বলব আপনি ভাল করে ডেমো ট্রেডিং করুন তারপর রিয়াল আকান্ট আসুন।

Tamim Al Mamun
2014-12-24, 11:16 AM
ফরেক্স একটি আন্তর্জাতিক মুদ্রা কেনা বেচার বাজার এখানে আপনাকে টিকে থাকতে হলে এটি সম্পর্কে আপনাকে ভালো করে জানতে হবে। প্রত্যেক ব্যবসায় পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন করার প্রয়োজন পরে। ফরেক্স এ আপনি ডেমোতে প্রকটিস করে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আপনাকে মোটামুটি অভিজ্ঞতা অর্জনের জন্য কম পক্ষে ৩-৬ মাস ডেমোতে ট্রেড করা উচিত।

hripon
2014-12-24, 11:45 AM
আমার মনে হয় ডেমো করার কোন নির্দিষ্ট সময় নাই তবে মিনিমাম ৬মাস করা ভাল।তার পরও রিয়েল এর পাশে ডেমো চালিয়ে যাওয়া ভাল তাতে অভিজ্ঞতাই বাড়ে

Fasor
2014-12-24, 09:53 PM
আমি প্রথমে ডেমো একাউন্ট ৬ মাস করি এবং কিছুদিন পর অল্প পরিমান টাকা দিয়ে রিয়াল ফরেক্স শুরু করি। আমি মনে করি যে এই ৬ মাসই যথেস্ট ডেমো একাউন্ট এর জন্য। তবে কেউ চাইলে আরো বেশি দিন করতে পারে।

robi_21123
2014-12-25, 12:17 PM
তিন বছর? এতদিন করতে পারলে ভালো...অভিজ্ঞতা হবে...

robi_21123
2014-12-25, 12:23 PM
একদম ঠিক বলেছেন...... যত বেশী অনুশীলন তত বেশী অভিজ্ঞতা

robi_21123
2014-12-25, 12:27 PM
আসলে ৩-৬ মাস ই যথেষ্ট। তবে অভিজ্ঞতার জন্য আরো বেশী দিন করা যেতে পারে...

bdtake
2014-12-27, 09:51 PM
কতদিন ডেমো ট্রেড করতে হবে তার নির্দিষ্ট কুন সময় নেই। আপনি রিয়েল ট্রেডিং শুরু করার পরও ডেমো ট্রেডিং করতে পারেন। তবে আপনার ফরেক্সে নতুন অবস্থায় কমপক্ষে ৩ থেকে ৪ মাস ডেমো ট্রেডিং করা দরকার। তারপর রিয়েল ট্রেডিং করতে হবে। ধন্যবাদ

robi_21123
2014-12-29, 11:27 AM
ডেমো করাটা নিজের উপর ই...। কে কতদিনে ব্যাপারটা আয়ত্তে আনতে পারবে...

Esan Islam
2015-03-23, 08:13 PM
ডেমো ট্রেডিং কত দিন প্র্যাকটিস করা উচিৎ তা নির্দিষ্ট ভাবে বলা যায় না।তবে সাধারনত ৪-৫ মাস ধরে ডেমো ট্রেডিং প্র্যাকটিস করা ভালো।ডেমো ট্রেডিং প্র্যাকটিস করা রিয়েল ট্রেডে সফলতার জন্য। তাই ডেমো ট্রেড করে যতদিন পর্যন্ত কোন অভিজ্ঞতা অর্জন না হবে ততোদিন পর্যন্ত ডেমো প্র্যাকটিস করতে হবে।অনেক ট্রেডার রয়েছে যারা রিয়েল ট্রেডের পাশাপাশিও ডেমো ট্রেড প্র্যাকটিস করে।

mun195
2015-03-27, 12:05 PM
ডেমো আপনার অভিজ্ঞতা যাচায় করার জন্য তাই যতক্ষণ না আপনি রিয়েল ট্রেড করার জন্য উপযুক্ত না হচ্ছেন ডেমো চালিয়ে যান, ডেমো অনুশীলন আপনাকে ফরেক্স মার্কেটে দক্ষ ট্রেডারে পরিণত করবে কোন ভাবেই এটাকে ছোট করে দেখা উচিত হবে না কম করে হলেও ৪/৫ মাস ডেমো প্র্যাকটিস করুন এমন কি রিয়েল ট্রেড এর পাশাপাশীও ডেমো করা উচিত।

shojib23
2015-04-08, 12:48 PM
৫ থেকে ৬ মাসই যথেষ্ট । কিন্তু আপনি অভিজ্ঞতার জন্য বেশি সময় নিতে পারেন । সবই নির্ভর করবে আপনার উপর।

shojib23
2015-04-09, 05:10 PM
ডেমো করাটা নিজের উপরেই । আপনি যখন অভিজ্ঞ হয়ে যাবেন আপনি তখনি বুজতে পারবেন এবং তখন রিয়াল ট্রেড শুরু করতে পারবেন ।

Soiod Md Masud
2015-04-16, 12:58 PM
বন্ধুরা,
খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আর সেটা হচ্ছে " ডেমো ট্রেডিং " । এটা খুবই গুরুত্বপূর্ণ ফরেক্স করার জন্য । কেননা এখান থেকেই অভিজ্ঞতা অর্জন করতে হবে । এটার কোণ সময় সীমা নেই । আমি মনে করি আপনি যতদিন পর্যন্ত এক্সপার্ট না হবেন ডেমো ট্রেডিং চালিয়ে যান । এতে করে আপনার দক্ষতা বাড়বে । আপনি নিজেকে আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে পারবেন ।
ধন্যবাদ । :)

Imrankhan
2015-04-16, 09:15 PM
আমার মতে ফরেক্স ট্রেড ভালো ভাবে না বুঝে ইনভেস্ট করা উচিত না। যতদিন অবধি ট্রেড সম্পর্কে পুরাপুরি অভিজ্ঞতা অর্জন না করা যায় ততদিন ডেমো ট্রেডিং এর মাঝেই থাকা উচিত।

Bijoysingh
2015-04-23, 05:39 PM
আমার মতে কমপক্ষে ৩-৪ মাস ডেমো ট্রেড করা উচিত। ডেমো ট্রেডিংয়ের মাধ্যমে আপনি ফরেক্সের বিভিন্ন কৌশল গুলো শিখতে পারবেন, বিভিন্ন ট্রেডিং স্ট্রাটেজি টেস্ট করতে পারবেন আপনার লস করার কারন গুলো চিহ্নিত করতে পারবেন এবং তা শুধরে নিতে পারবেন নতুন কোন ea কিংবা ইন্ডিকেটরের কার্যকারিতা পরীক্ষা করে দেখতে পারেন সর্বমোট আপনার ট্রেডিংকে আরও উন্নত করার জন্য ডেমো ট্রেডিং আপনাকে অনেকভাবে সাহায্য করবে।সব শেসে বলতে চাই ফরেক্স ট্রেড করার জন্য ডেমো ট্রেড করার কোন বিকল্প নেই ।

fxakas
2015-04-23, 05:49 PM
ডেমো ট্রেগুরুত্ব অপরিসিম। ফরেক্স শিখতে ডেমো ট্রেডিং-এর বিকল্প কিছু নাই। কেবল ফরেক্স শিখতে নয় বিভিন্ন ফরেক্স ট্রেডিং স্টাটাজি ও ইএ পরিক্ষামূলক ব্যাবহার করতেও ট্রেডিং-এর বিকল্প হয় না। তাই আমি মনে করি সাড়া জীবনই ডেমো ট্রেডিং-এর প্রয়োজনে হতে পারে।

mithun
2015-04-24, 01:47 AM
আমি সম্প্রতি একটি ডেমো একাউন্ট খুলেছি। এটার মেয়াদ কত দিন থাকবে মানে আমি কত দিন এই একাউন্ট দিয়ে ট্রেড করতে পারব কেউ জানলে জানাবেন প্লিজ। সবাই যে পোষ্ট দিয়েছে তাতে মনে হচ্ছে ৬ মাসের কম ডেমো একাউন্ট দিয়ে প্র্যাকটিস করে রিয়েল একাউন্ট দিয়ে ট্রেড করা ঠিক হবে না। তাই আমি ভাবছি ১ বছর ডেমো একাউন্ট দিয়ে প্র্যাকটিস চালিয়ে যাব, দেখি কি হয়।

fxover
2015-09-20, 02:02 AM
ডেমো করাটা নিজের উপর ই...। কে কতদিনে ব্যাপারটা আয়ত্তে আনতে পারবে...

ভাই আমি এই ফোরামের এডমিন বিভাগের কেউ না , তারপরও আমি আপনার ভালোর জন্য কিছু কথা বলছি দয়া করে কিছু মনে করবেন না । আমি এই ফোরামে অনেক দিন থেকে আছি (এটা আমার ১ম একাউন্ট না)। এই ফোরামে একই পোস্টে বার বার পোস্ট করলে এডমিন আপনাকে ব্যান করে দিতে পারে তাই একই পোস্টে বার বার পোস্ট করা থেকে বিরত থাকুন । আচ্ছা এবার আসল কথায় আসি । বিভিন্ন ব্রোকার রিয়াল ট্রেড করার আগে আমদেরকে দেমো ট্রেড করার সুযোগ দিয়ে থাকে । এর কারন হচ্ছে যেন আমরা নিজেকে দক্ষ ও অভিজ্ঞ করে গড়ে তুলতে পারি । আমাদের অন্তত ৬ মাস ডেমো ট্রেড করার উচিত।

onlyfx
2015-10-22, 06:55 PM
কথায় আছে "প্রাকটিস মেকস আ ম্যান পারফেক্ট" কিন্ত আমি বলি "রাইট প্রাকটিস মেকস আ ম্যান প্রাকটিস " । আমরা যদি ভুল প্রাকটিস করতে থাকি তাহলেয়া মরা ভুল করতে করতে অভ্যাস্থ হহয়ে যাব । ডেমো ট্রেড করার জন্য আমাদের সাথে এই ব্যাপারটা খুব বেশি যায় । যেমন ধরেন আমরা কোন নিয়ম না মেনে মানি ম্যানেজমেন্ট ছাড়া , এনালাইসিস ছাড়া দিনের পর দিন ডেমো ট্রেড করে যাচ্ছি তাহলে আমাদের ডেমো করার কি মুল্য থাকবে । যাই হোক কমপক্ষে ৩ মাস ডেমো ট্রেড করা উচিত ।

dinner
2015-11-29, 08:47 PM
আপনি ডেমোতে লস করতে পারেন, এমনকি পুরো ব্যালেন্স উড়িয়ে দিতে পারেন, কোন সমস্যা নেই। এটা শুধুমাত্র আপনার দক্ষতাকে আরও বাড়ানোর জন্য। আপনি যত ট্রেড করবেন, আপনি তত ট্রেড শিখবেন। আপনি ভালভাবে ট্রেডিং শেখার আগে আপনার রিয়েল ট্রেড শুরু করা উচিত নয়। কারন তাহলে কিন্তু আপনার লস করার সম্ভবনাই বেশী থাকবে। তাই ডেমো ট্রেড করে আপনি যখন আপনার ট্রেডিং নিয়ে সন্তুষ্ট হবেন, তখনই শুধুমাত্র রিয়েল ট্রেড শুরু করা উচিত।তাই ৩ থেকে ৫ মাস ডেমো ট্রেড করুন ।

Marufa
2015-12-01, 09:30 PM
ডেমো ট্রেড এক মাসের বেশি করা উচিৎ নয় । ডেমো ট্রেড করে তেমন কোন সুফল পাওয়া যায় না । কারন ডেমো ট্রেড সিরিয়াসরি করা হয় না । এর চেয়ে ফোরাম পোষ্টিং করে অল্প কিছু ডলার নিয়ে ট্রেডিং শুরু করা যেতে পারে ।

iqbalearth
2015-12-02, 10:29 AM
কতদিন ডেমো ট্রেড করতে হবে তার নির্দিষ্ট কুন সময় নেই। আপনি রিয়েল ট্রেডিং শুরু করার পরও ডেমো ট্রেডিং করতে পারেন। তবে আপনার ফরেক্সে নতুন অবস্থায় কমপক্ষে ৩ থেকে ৪ মাস ডেমো ট্রেডিং করা দরকার। তারপর রিয়েল ট্রেডিং করতে হবে।

rubby12767
2015-12-02, 01:20 PM
আমি বাস্তব একাউন্টে বৈদেশিক মুদ্রার শুরু হয়নি যে পরে, সূচক ফাইন্যান্স, সমর্থন স্তর, প্রতিরোধের মাত্রা, এবং সংবাদ পড়ার মত ফরেক্স এ জিনিস প্রচুর শিখতে যে পরে অন্তত দুই থেকে তিন মাস ডেমো অ্যাকাউন্ট এ কাজ

rubby12767
2015-12-02, 01:21 PM
এক বছর কিন্তু ছয় মাসের জন্য ডেমো একাউন্টে কোন এক ট্রেড বা অনুশীলন ডেমো ট্রেডিং অনেক জিনিস এবং অনেক কৌশল জানতে পারবেন খুব গুরুত্বপূর্ণ কোন এক যদি এটা ভাল.

majidiqbal
2015-12-02, 05:55 PM
ডেমো ট্রেড করে অনেক কৌশল জানতে পারবেন।তবে অবশ্যই ভাল মানি ম্যানেজমেন্ট ছাড়া ফরেক্স ট্রেডিং সফলতা লাভ করা সম্ভব নয়। শিক্ষাত্রি হিসাবে আপনি নিজে যদি মনে করেন যে আমি ঠিকমাত শেখা সম্পন্ন করেছি তবে নিজের ভেতরে এই ভাব টুকু জগ্রত করতে আপনার যে সময় লাঘবে সেটিই হল আপনার শেখার সময়।

Furkan
2015-12-03, 03:46 AM
আপনি যদি নতুন ফরেক্র মারকেটে ডুকে থাকেন তাহলে ডেমো অ্যাকাউন্ট খোলতে পারেন। আবার একটি কথা মনে রাখবেন। ডেমো অ্যাকাউন্ট এর সাথে রিয়েল অ্যাকাউন্ট এর কোন মিল নাই। যারা ডেমো অ্যাকাউন্ট এ ট্রেড করে লাভ করতে পারবেন। তারা যখন রিয়েল অ্যাকাউন্ট এ ট্রেড করবেন তখন একটু ভয় ডুকে যাবে। ফরেক্র মারকেট শিখার জন্য ১০ হতে ১৫ দিন ডেমো অ্যাকাউন্ট এ ট্রেডিং করা উচিত।

resmi
2015-12-03, 12:13 PM
কতদিন ডেমো ট্রেড করতে হবে তার নির্দিষ্ট কুন সময় নেই। আপনি রিয়েল ট্রেডিং শুরু করার পরও ডেমো ট্রেডিং করতে পারেন। তবে আপনার ফরেক্সে নতুন অবস্থায় কমপক্ষে ৩ থেকে ৪ মাস ডেমো ট্রেডিং করা দরকার। তারপর রিয়েল ট্রেডিং করতে হবে।

Md Opu
2015-12-03, 12:52 PM
১ বছর ধরে ডেমো প্রাকটিশ করে
লাইভ ট্রেড করা ভালো ।

mzkhanom
2015-12-10, 01:02 PM
এটাতে কোন বাধা ধরা নিয়ম নাই । যত বেশি সময় ধরে ডেমো ট্রেডিং করা যাবে তত বেশি ট্রেড সম্পর্কে জানতে পাড়া যাবে । ট্রেডিং সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করা সম্ভব । তবে ডেমো ট্রেড করার সময় মনে করতে হবে রিয়েল ট্রেড করছি তাহলে ট্রেড সম্পর্কে আর ও ভাল জানতে পারব । তাই একটু বেশি সময় ধরে ডেমো ট্রেড করলে ভাল হয় ।

hasan019
2015-12-10, 01:34 PM
জতদিন না আপনি লাভ করছেন ততদিন ডেমো ট্রেডিং করা উচিত। এখানে সময় আমার মনে হয় না খুব বেশি গুরুত্বপূর্ণ আসলে আমরা কতটা শিখলাম তাই গুরুত্বপূর্ণ।

sayem11
2015-12-10, 03:35 PM
আমার মতে ডেমো ট্রেডে কোন নিদিষ্ট সময় নেই । আপনি প্রথমে কমপক্ষে ৩ মাস ডেমো ট্রেড করে রিয়েল ট্রেড শুরু করলেই যে শেষ তা নয় । আপনি একজন পুরাতন ট্রেডার হলেও যখন আপনি নতুন কোন নিয়ম মার্কেটে দেখবেন এবং নতুন কোন স্ত্যাটেজি তৈরি করবেন, সেই স্ত্যাটেজি মার্কেটে কেমন কাজ করবে তা যাচাই করার জন্য ডেমো ট্রেড আবশ্যক । সুতরাং আমি বলব ডেমো ট্রেডের কোন নিদিষ্ট সময় নেই ।

basaki
2016-03-17, 10:36 AM
এটা নির্বর করব্র আপনি ফরেক্স মার্কেটে দেমো ট্রেড করে কি পরিমান উন্নত করতে পেরেছন। আপনি যদি মনে করেন যে আপনার যে আপনার দক্ষতা কাজে লাগিয়ে ট্রেড করবেন তা হলে আপনার কোন ক্ষতি হবে বলে আমি মনে করি না। তাই আপনি ব্রশি বেশি ডেমো প্রেক্টিস করে পরে ট্রেড করোন।

abdulguffer
2016-03-18, 01:51 AM
ফরেক্স এ ডেমো ট্রেড না করে রিয়েল ট্রেড করা ঠিক হবে না। ডেমো ট্রেড হচ্ছে একটি প্রেকটিস একাউন্ট যেখানে থাকে ভার্চুয়াল মানি । ডেমো একাউন্ট এ চর্চা যত বেশি করবেন আপনার দক্ষতা তত বেশি বৃদ্ধি পাবে। রিয়েল ট্রেড করার আগে কম পক্ষে 6 ছয় মাস ডেমো ট্রেড করা ভালো।

Md Akter Hossain
2016-03-18, 10:17 AM
কত দিন ডেমো ব্যবহার করবেন সেটা নির্বর করছে অাপনি ডেমোতে কতটুকু সিরিয়াস সেটার উপর । আপনি যদি ডেমোতে সিরিয়াস না হতে পারেন তাহলে আপনার সারা জীবন ডেমো করলেও লাভ হবে না । আর যদি *সিরিয়াললি ডেমো করতে পারেন তাহলে আমার মতে ৬ থেকে ১ বছর যথেষ্ঠ ।

ASADUR RAHMAN
2016-03-19, 09:55 PM
আমি মনে করি সেটা আপনার উপর নির্ভর করে।কারন আপনি যদি মনোযোগ সহকারে ট্রেডিং করেন তা হলে আপনি খুভ তারা তারি ডেমো ট্রডিং করতে পারবেন। আপনি যদি না বুঝে করেন তা হলে আপনার কোন দিনও সফল হতে পারবেন না।

RUBEL MIAH
2016-06-20, 04:11 PM
ডেমো ট্রেডিং কমপক্ষে ২ থেকে ৩ বছর করা উচিত । আমরা যদি ভালোভাবে ডেমো ট্রেড করি তাহলে অবশ্যই আমরা সফলতা আনয়ন করতে পারব । আর আমরা যে সময়েই রিয়েল এ্যাকাউন্ট করব সে সময়ই ডেমো এ্যাকাউন্টেও ট্রেড করব তাহলেই সফলতা আসবে । সুতরাং আমরা ডেমো কখনোই ছাড়ব না আশা করা যায় তাহলেই উন্নতি করব ।

HKProduction
2016-06-20, 05:05 PM
দুই তিন মাস ডেমো করে কোন ফল হবে বলে আমার মনে হয় না। একজন ভাল ট্রেডার হতে হলে কমপক্ষে দুই বছর ডেমো প্রাকটিস করা উচিত। একজন ডেমো ট্রেডার ডেমো ট্রেডের মাধ্যমে ফরেক্স মার্কেটের সব লাভ ক্ষতি পর্যক্ষেণ করতে পারে। এতে তার কোন টাকা খরচ হয় না। কিন্তু আমরা যদি লাইভ মার্কেট থেকে ট্রেড শিখতে যাই তাহলে আমাদেরকে অনেক লস দিয়ে ট্রেড শিখতে হবে। তাই ভালভাবে ডেমো ট্রেড করলে রিয়েল ট্রেডে কোন সমস্যা থাকে না।।।

Rahat015
2016-06-21, 09:24 AM
কতদিন ডেমো করা উচিত এর কোন নির্দিষ্ট দিন নেই। যতদিন আপনি ফরেক্স এ দক্ষতা অর্জন করতে পারবেন না ততদিন ডেমো করা উচিত। কারন দক্ষতা ছাড়া রিয়াল ট্রেড এ আপনার লস করার সম্ভাবনা বেশী। তাই আগে পাকাপোক্ত হয়ে নিন। এরপর রিয়াল ট্রেড এ যোগ দিন।

Wajih Toushif
2016-06-21, 11:16 AM
ট্রেডইং এ আপনি উন্নতি বা লাভাংশ পেতে চাইলে আপনাকে এর সম্পর্কে জানতে হবে আপনি ট্রেডইং সম্পর্কে ভাল ভাবে জানতে হলে আপনাকে করতে হবে সেক্ষেত্রে আপনি তিন মাস ডেমো ট্রেড করতে পারেন তাহলে আপনি খুব ভাল ভাবে এটি আয়ত্তে আনতে পারবেন।

Md. Tariqul Islam
2016-06-21, 01:26 PM
প্রত্যেক ব্যবসায় পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন করার প্রয়োজন পরে। ফরেক্স এ আপনি ডেমোতে প্রকটিস করে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আপনাকে মোটামুটি অভিজ্ঞতা অর্জনের জন্য কম পক্ষে ৩-৬ মাস ডেমোতে ট্রেড করা উচিত। আমি প্রথমে ডেমো একাউন্ট ৬ মাস করি এবং কিছুদিন পর অল্প পরিমান টাকা দিয়ে রিয়াল ফরেক্স শুরু করি। আমি মনে করি যে এই ৬ মাসই যথেস্ট ডেমো একাউন্ট এর জন্য। তবে কেউ চাইলে আরো বেশি দিন করতে পারে।

Md. Tariqul Islam
2016-06-21, 04:53 PM
ডেমো ট্রেড করতে হবে তার নির্দিষ্ট কুন সময় নেই। আপনি রিয়েল ট্রেডিং শুরু করার পরও ডেমো ট্রেডিং করতে পারেন। তবে আপনার ফরেক্সে নতুন অবস্থায় কমপক্ষে ৩ থেকে ৪ মাস ডেমো ট্রেডিং করা দরকার। তারপর রিয়েল ট্রেডিং করতে হবে। আমি মনে করি যে এই ৬ মাসই যথেস্ট ডেমো একাউন্ট এর জন্য। তবে কেউ চাইলে আরো বেশি দিন করতে পারে।

Sahed
2016-07-24, 07:34 PM
নতুন ট্রেডারদের কথা চিন্তা করে ডেমো একাউন্ট এর আবিস্কার । ফরেক্স একটি জটিল ব্যবসায় ।ফরেক্স মার্কেটে কিভাবে ট্রেড করতে হয় এবং মার্কেট সম্পর্কে ভালভাবে পরিচিতি লাভ করার জন্য ডেমো ট্রেডের ব্যবস্থা করা । আপনি একটি ডেমো একাউন্ট ওপেন করে সেখানে প্রাকটিস করে দক্ষ হয়ে তারপর ফরেক্স রিয়েল মার্কেটে ট্রেড করতে পারবেন । আমি মনে করি কমপক্ষে ১ বছর ডেমো প্র্যাকটিস করে তারপর রিয়েল মার্কেটে ট্রেড করা উচিত ।

milonkhanfx1993
2016-09-30, 02:22 PM
এর নির্দিষ্ট কোন সময় নেই। তবে কমপক্ষে ২ থেকে ৩ মাস ডেমো ট্রেড করা উচিত। এতে আপনার অভিজ্ঞতা বাড়বে।

ডেমো অনেকে করে শুধু মাত্র ব্যালেন্স বৃদ্ধি করার জন্য আর তাই বড় বড় লটে অনেক গুলো ট্রেড করে আর সাথে সাথে নিজেকে পেছনে ফেলে রাখে এভাবে ডেমো করে কোন লাভ হয় না বরং আপনি যদি দিনে একটি ট্রেড ওপেন করেন আর নিজে থেকে সেটা বিশ্লেষন করেন সেতাই ভাল।

Dilip05
2016-09-30, 10:21 PM
ডেমো একাউন্টে ট্রেড করে লাভবান হওয়ার কোন কৌশল বের না করে রিয়াল একাউন্টে ট্রেড করা উচিত না। এর জন্য ভাল কোন কৌশল ফলো করে ট্রেড করলে প্রফিট করা যায়।

Ajobja12
2016-09-30, 10:57 PM
ফরেক্স মার্কটে ডেমো ট্রেড হল আপনি যে ব্রোকারের অধীনে ট্রেড করবেন উক্ত ব্রোকার আপনাকে ট্রেড করার জন্য ভার্চুয়েল মানি দেবে এই টাকা দিয়ে আপনি ট্রেড করে আপনার ট্রেডিং দক্ষতা বৃদ্ধি করতে পারবেন এবং কিন্তুু আপনি যদি লাভ করেন উক্ত টাকা উত্তোলন করতে পারবেন না।আর রিয়েল ট্রেড করতে হলে আপনাকে টাকা ডিপোজিট করতে হবে এবং ট্রেড করে লাভ হলে উক্ত টাকা উত্তোলন করতে পারবেন এবং লস হলে উক্ত ক্ষতি আপনাকে বহন করতে হবে।

MoinFX
2016-10-06, 10:53 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে আগে ডেমো মার্কেটে প্রেকটিস করতে হবে কারন ডেমো মার্কেটে প্রেকটিস করা অনেক গুরুত্বপুর্ন। আমরা ডেমো করার মাধ্যমে লাভ এবং ক্ষতির দিক গুলো জানতে পাররি। তাই আমাদের কে সব সময় নতুন কিছু করার আগে ডেমোতে করতে হবে।

forexboy
2016-10-11, 03:06 PM
তাই আমি বলব আপনি ভাল করে ডেমো ট্রেডিং করুন তারপর রিয়াল আকান্ট আসুন। একদম ঠিক বলেছেন...... যত বেশী অনুশীলন তত বেশী অভিজ্ঞতা

Rahat015
2016-10-13, 11:35 AM
এর নির্দিষ্ট কোন সময় নেই। ডেমো করাটা নিজের উপর ই...। কে কতদিনে ব্যাপারটা আয়ত্তে আনতে পারবে.

sumon72
2016-10-18, 01:35 PM
কতদিন ডেমো ট্রেড করতে হবে তার নির্দিষ্ট কোন সময় নেই।তবে আপনার ফরেক্সে নতুন অবস্থায় কমপক্ষে ৩ থেকে ৪ মাস ডেমো ট্রেডিং করা দরকার। তারপর রিয়েল ট্রেডিং করতে হবে। তাহলে সুফল পাওয়ার সম্ভাবনা থাকে।

mithunsarkar
2016-10-20, 12:57 PM
আমি মনে করি কমপক্ষে ৬-১২ মাস ডেমো ট্রেড করা উচিত.তারপর যদি ডেমো ট্রেড এর রেকর্ড আপনার ভালো হয়ে থাকে তবে রিয়েল ট্রেডিং করার সিদ্ধান্ত নিন.ট্রেডিং এ স্বল্প সময়ে লাভবান হওয়া গেলেও এইখানে ধারাবাহিকভাবে লাভবান হওয়া সুব যে সহজ তা নয়.তাই এইক্ষেত্রে ডেমো ট্রেড ত্রাদের দের জন্য অনেক উপযোগী.

sharifulbaf
2016-10-22, 04:33 AM
ফরেক্স মার্কেটে ট্রেডিং করার অভিজ্ঞতা থেকে আমি বলি যে মিনিমাম ৬ মাস ডেমো ট্রেডিং না করে ফরেক্স মার্কেটে ট্রেডিং করা উচিৎ নয়। তাই ট্রেডিং শেখার সময় আমাদের স্টপলস আর টেক প্রফিট ব্যাবহার করা শিখতে হবে যাতে মার্কেটে আমাদের ট্রেডিং করার সময় লস কম হয়। ট্রেডিং।শিখা হয়ে গেলে মার্কেটে পরে ডিপোজিট করে ট্রেডিং করা।

Sahed Srabon
2016-10-26, 04:16 AM
আসলে ফরেক্স মার্কেটে সফল ট্রেডার হতে হলে আপনাকে অনেকগুলা ধাপ পার হতে হবে। ডেমো একাউন্টে ট্রেড করা হচ্ছে ফরেক্স শিখার প্রথম ধাপ । ডেমো একাউন্টের মাধ্যমে আপনি কিভাবে একটি ট্রেড ওপেন করতে হয় তা শিখবেন আর মানি ম্যানেজমেন্ট কি, এ্যনালাইসিস কি, লিভারেজ কি, সিগনাল কি, ইন্ডিকেটর কি, ইকুইটি কি, মার্জিন কি, ইত্যাদি জানার জন্য আপনাকে পড়াশুনা করতে হবে ।

instasaiful
2016-10-31, 10:26 AM
আমি মনে করি অন্তত তিন মাস করতে হবে। যদিও আমি সে পর্যন্ত দধর্য ধরকত পারিনি।

Hassan Raja
2016-11-04, 12:09 AM
ডেমোতে ট্রেডিং এর নিদিষ্ট কোন সময় নাই । ডেমো ট্রেডিং করা হয় আপানর ট্রেডিং ঞ্জান বাড়ানো জন্য আপনি যদি দুই মাসে অথবা ছয় মাসে আপনার ট্রেডিং ঞ্জান বাড়াতে পারেন তবে আপনার জন্য যথেষ্ট তবে মার্কেট মনিটরিং এর জন্য আপনি রিয়েল ট্রেডিং এর পাশাপাসি ডেমো একাউন্ট চালাতে পারের এতে আপানর মার্কেট মুভমেন্ট সহজে আপনার চোখে পড়বে।

Shimul77
2016-11-04, 03:36 AM
আমি বলব ফরেক্স মার্কেটে ২ বা ৩ মাস নয় অন্তত ৬ মাস ডেমো প্রাকটিস করা উচিত।কারন ২ থেকে ৩ মাস ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে সময় লেগে যাই।আর ফরেক্স মার্কেট এ তারাই টিকে থাকতে পারে যে মার্কেট সম্পর্কে দক্ষ।

Mamun13
2017-10-04, 08:21 PM
ফরেক্স মার্কেটে পেশাদার ও প্রতিষ্ঠিত ট্রেডার হতে হলে অবশ্যই দীর্ঘদিন যাবৎ নিয়মিত ডেমো প্র্যাকটিস করতেই হবে৷যত বেশি ডেমো প্র্যাকটিস করবেন ততই আপনার অভিজ্ঞতা বাড়বে,দক্ষতা আসবে৷এই ডেমো ট্রেডিংয়ের মাধ্যমে আপনার ট্রেডিং স্ট্র্যাটেজী নিশ্চিত হতে পারবেন,মানি মেনেজমেন্ট সঠিক ভাবে ফলো করা শিখতে পারবেন,আপনার ট্রেডিং সাইকোলোজী স্ট্রং করতে পারবেন৷তাই রিয়েল ট্রেডের পূর্বে ডেমো ট্রেডের কোনোও বিকল্প নাই৷

expkhaled
2017-10-13, 02:10 PM
ডেমো ট্রেডিং এর আসলে কোন ধরাবাধা সময় নায়। আপনি কত টুকু সময় দিতে পারেন মার্কেট অবজার্ভ করার সেটা হলো বড় ব্যপার। কেউ যদি ১-২ মাস মার্কেট দেখে ভাল করতে পারে তো সে ভাল লাভ করতে পারেন। আবার অনেকে অনেক দিন মার্কেট দেখলেও কোন কিছু বুঝতে পারেন না। তবে মোটামুটি ভাবে জানতে হলে ১ থেকে ২ বছর প্র্যাকটিস করতে পারেন। তবে সাথে আপনি রিয়েল একাউন্ট ও যোগ করতে পারেন।

Rokibul7
2020-07-22, 11:57 PM
এর নির্দিষ্ট কোন সময় নেই। তবে কমপক্ষে ২ থেকে ৩ মাস ডেমো ট্রেড করা উচিত। এতে আপনার অভিজ্ঞতা বাড়বে।

আমি বলবো যে কম পক্ষে এক বছর নিয়োমিত টেডো তে টেড করা উচিৎ। তাও আবার ফান্ডামেন্টাল এনালাইসিস সহ।ডেমো তে হয়তো আমরা আসল টাকা ইনকাম করতে পারবো না।তবে এই ডেমোই আমাদের আসল লাভ করতে দক্ষ করে তুলবে।আর আমার মনে হয় অল্প ডিপোজিটএ ফরেক্স টেডিং করে লাভ নেই।অল্প ইনভেস্ট এ বেশি প্রফিট করা যায় না।

Md.shohag
2020-07-24, 10:46 AM
ফরেক্স একটি আন্তর্জাতিক মুদ্রা কেনা বেচার বাজার এখানে আপনাকে টিকে থাকতে হলে এটি সম্পর্কে আপনাকে ভালো করে জানতে হবে। প্রত্যেক ব্যবসায় পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন করার প্রয়োজন পরে। ফরেক্স এ আপনি ডেমোতে প্রকটিস করে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আপনাকে মোটামুটি অভিজ্ঞতা অর্জনের জন্য কম পক্ষে ৩-৬ মাস ডেমোতে ট্রেড করা উচিত।

FREEDOM
2020-07-25, 01:00 PM
আমার মতে কমপক্ষে ৩-৪ মাস ডেমো ট্রেড করা উচিত। ডেমো ট্রেডিংয়ের মাধ্যমে আপনি ফরেক্সের বিভিন্ন কৌশল গুলো শিখতে পারবেন, বিভিন্ন ট্রেডিং স্ট্রাটেজি টেস্ট করতে পারবেন আপনার লস করার কারন গুলো চিহ্নিত করতে পারবেন এবং তা শুধরে নিতে পারবেন নতুন কোন ea কিংবা ইন্ডিকেটরের কার্যকারিতা পরীক্ষা করে দেখতে পারেন সর্বমোট আপনার ট্রেডিংকে আরও উন্নত করার জন্য ডেমো ট্রেডিং আপনাকে অনেকভাবে সাহায্য করবে।সব শেসে বলতে চাই ফরেক্স ট্রেড করার জন্য ডেমো ট্রেড করার কোন বিকল্প নেই ।