PDA

View Full Version : কিভাবে ডেমো ট্রেড শুরু করবেন?



robi_21123
2014-12-23, 10:31 PM
ডেমো বা রিয়েল ট্রেড করার জন্য আপনার একটি সফটওয়্যার এর প্রয়োজন হবে। যেটাকে ফরেক্সের ভাষায় বলা হয় ট্রেডিং টার্মিনাল। অধিকাংশ ব্রোকার মেটাট্রেডার টার্মিনাল ব্যবহার করে। আমাদেরকেও একটি মেটাট্রেডার টার্মিনাল ডাউনলোড করতে হবে।। নিচের লিঙ্কে ক্লিক করে একটি ডেমো অ্যাকাউন্ট ওপেন করুন এবং মেটাট্রেডার প্লাটফর্ম ডাউনলোড করুন।

hripon
2014-12-24, 12:08 PM
টার্মিনাল সেটিং ও ডেমো একাউন্ট খোলবার পর লগিন করে প্লাটফর্ম এ যে তথ্য বা পরিবাষা থাকে সেগুলো সম্পর্কে জেনে নিতে হবে তবেই সহজ ও সার্থক ট্রেড হবে

bdtake
2014-12-27, 05:35 PM
ডেমো ট্রেডিং শুরু করতে হলে আপনার ডেমো একাউন্ট থাকতে হবে। সাথে একটি সফটওয়ারও লাগবে যেটা হল মেটা ট্রেডার টার্মিনাল। প্রথমে আপনাকে ইনসতাফরেক্স ডট কম এ যেতে হবে। তারপ সেখানে ডান দিকে ডেমো একাউন্ট খোলার লিঙ্ক আছে। সেখান থেকে ডেমো একাউন্ট খুলতে হবে এবং সেখানে মেটাট্রেডারও আছে। ধন্যবাদ

Eraulhaque
2015-02-02, 04:04 PM
ডেমো ট্রডিং করতে হলে প্রথমত মেটা ট্রেডার ফোর নামক সফটওয়্যার যেকোনভাবে সংগ্রহ করতে হবে। এরপর ব্রোকার সিলেক্ট করে উক্ত ব্রোকারের আওতায় একাউন্ট করতে হবে।এরপর নিয়োমিত চার্ট দেখে মার্কেট বুঝে ট্রডিং করতে হবে। এভাবে আস্তে আস্তে ধৈর্য্য ধরে ট্রেডিং পরিচালনা করতে হবে

shuvo2014
2015-02-03, 09:04 PM
অধিকাংশ ব্রোকার মেটাট্রেডার টার্মিনাল ব্যবহার করে। আমাদেরকেও একটি মেটাট্রেডার টার্মিনাল ডাউনলোড করতে হবে।। নিচের লিঙ্কে ক্লিক করে একটি ডেমো অ্যাকাউন্ট ওপেন করুন এবং মেটাট্রেডার প্লাটফর্ম ডাউনলোড করুন।ডেমো বা রিয়েল ট্রেড করার জন্য আপনার একটি সফটওয়্যার এর প্রয়োজন হবে। যেটাকে ফরেক্সের ভাষায় বলা হয় ট্রেডিং টার্মিনাল।

জাহাঙ্গীর
2015-02-05, 12:38 PM
কিভাবে ডেমো ট্রেড শুরু করবেন তা সংক্ষেপে বুঝানো কঠিন। তবে বলছি, প্রথমে আপনি যে কোন একটি ব্রোকার হাউজের ওয়েব সাইটে প্রবেশ করবেন। তার পর সেখান থেকে ট্রেডিং টার্মিনাল ডাউনলোড করতে হবে। প্রায় সকল ব্রোকার হাউজই মেটাট্রেডার ৪ ব্যবার করে। টার্মিনাল ডাউনলোড করে এটা নিয়ম অনুযাযী ইন্সটল করে আপনি ডেমো ট্রেড শুরু করতে পারেন।

shawonrfx
2015-02-07, 07:34 PM
আপনি হয়ত ফরেক্স ট্রেড করতে আগ্রহী । কিন্তু আপনি জানেন না কিভাবে ফরেক্স ট্রেড করে । অনেকের কাছেই পিপস, লিভারেজ এগুলো শুনেছেন, কিন্তু ট্রেড না করায় এগুলো কিছুই বুঝতে পারছেন না । তাই আপনি হয়ত শুরুতেই ফরেক্সে ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন । কারন যেহুতু কিছুই পারেন না, লস করার সম্ভবনাটাই বেশী । কিন্তু এই আধুনিক যুগে আপনি কিন্তু কোন টাকা খরচ না করেই টেস্ট ট্রেড করতে পারেন । এজন্য ব্রোকাররা ডেমো ট্রেডের ব্যবস্থা রেখেছে । ডেমো অ্যাকাউন্টে আপনি ভার্চুয়াল মানি দিয়ে ট্রেডিং প্রাকটিস করতে পারবেন । আপনি ডেমোতে লস করতে পারেন, এমনকি পুরো ব্যালেন্স উড়িয়ে দিতে পারেন, কোন সমস্যা নেই । এটা শুধুমাত্র আপনার দক্ষতাকে আরও বাড়ানোর জন্য । আপনি যত ট্রেড করবেন, আপনি তত ট্রেড শিখবেন । আপনি ভালভাবে ট্রেডিং শেখার আগে আপনার রিয়েল ট্রেড শুরু করা উচিত নয় । কারন তাহলে কিন্তু আপনার লস করার সম্ভবনাই বেশী থাকবে । তাই ডেমো ট্রেড করে আপনি যখন আপনার ট্রেডিং নিয়ে সন্তুষ্ট হবেন, তখনই শুধুমাত্র রিয়েল ট্রেড শুরু করা উচিত ।

shawonrfx
2015-02-07, 07:36 PM
ডেমো ট্রেড করলে যে লাভগুলো হয় ,
ডেমো ট্রেডিংয়ের মাধ্যমে আপনি ফরেক্সের বিভিন্ন কৌশল গুলো শিখতে পারবেন ।
বিভিন্ন ট্রেডিং স্ট্রাটেজি টেস্ট করতে পারবেন ।
আপনার লস করার কারন গুলো চিহ্নিত করতে পারবেন এবং তা শুধরে নিতে পারবেন ।
নতুন কোন ea কিংবা ইন্ডিকেটরের কার্যকারিতা পরীক্ষা করে দেখতে পারেন ।

shuvo2014
2015-02-08, 01:27 PM
প্রথমে আপনাকে ইনসতাফরেক্স ডট
কম এ যেতে হবে। তারপ সেখানে ডান দিকে ডেমো একাউন্ট
খোলার লিঙ্ক আছে। সেখান থেকে ডেমো একাউন্ট
খুলতে হবে এবং সেখানে মেটাট্রেডারও আছ

fh.ratul
2015-02-11, 10:06 AM
খুব ই সহজ । যেকোন ব্রোকার এর কাছ থেকে আপনি চাইলেই ডাউন লোড কড়ে নিন আপনার জন্য মেটা ট্রেডার ৪ অথবা ৫/।
ডেমো একাউন্ট এর অপ্সহন থেকে আপনার নামে খুলে নিন ডেমো একাউন্ট।
শুরু কড়ে দিন আপনার ট্রেড ডেমো তে।

Harun1650
2015-03-17, 02:20 AM
মূলত ডেমো একাউন্ট খুলতে হলে আপনাকে নেট কানেকশন এর মাধ্যমে যেকোন ব্রাউজার দিয়ে www.instaforex.com এতে ডুকে ক্রিয়েট ডেমো একাউন্ট এটাতে ক্লিক দিয়ে একাউন্ট খোলার পর আপনাকে একটা সফটওয়ার নামাতে হবে মেটাট্রেডার নামে দেন সেখানে আপনার ব্রাউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে ডেমো ট্রেড করতে পারবেন আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি রিয়াল এ যত টাকা ইনভেস্ট করবেন তার সমপরিমান টাকা নিয়ে ট্রেদ অপেন করলে তাতে আপনার জন্য ভাল হবে।

Esan Islam
2015-03-17, 09:44 AM
ফরেক্স মার্কেটে যদি ট্রেড করার ইচ্ছা থাকে তাহলে ডেমো ট্রেড প্র্যাকটিস করে নিতে হবে।ডেমো ট্রেডে অ্যাকাউন্ট করতে হলে মেটা ট্রেডার ৪ নামক সফটওয়্যার সংগ্রহ করতে হবে। তারপর সফটওয়্যারটি ইন্সটল করে যে ব্রোকারে অ্যাকাউন্ট করতে ইচ্ছুক সেই ব্রোকারটি নির্বাচন করতে হবে।ব্রোকার নির্বাচনের পর যে পেজটি আসবে সেই পেজটি পূরন করলেই অ্যাকাউন্ট সাকসেসফুল দেখালেই অ্যাকাউন্ট হয়ে যাবে।

mybff
2015-03-21, 11:40 PM
একটি ডেমো একাউন্ট খোলা এবং সেখনে ট্রেড করা এমন কঠিন কিছুই নয় । ইন্সটাফরেক্স এর ওয়েব সাইটে গিয়ে আপনি একটি মেটা ট্রেডার টার্মিনাল ডাউনলোড করে নিলেই হবে । তার পর আপনি আপনার ইন্সটল কৃত সফটওয়্যারটি ওপেন করলে গেলেই আপনাকে একাউন্ট করার জন্য অফার করা হবে । আপনি চাইলে সেখান থেকে একটি ডেমো একাউন্ট খুলে নিয়ে আপনার ফরেক্স শিখার অভিযান শুরু করতে পারেন ।

shojib23
2015-04-08, 01:11 PM
ডেমো বা রিয়েল ট্রেড করার জন্য আপনার একটি সফটওয়্যার এর প্রয়োজন হবে। যেটাকে ফরেক্সের ভাষায় বলা হয় ট্রেডিং টার্মিনাল। অধিকাংশ ব্রোকার মেটাট্রেডার টার্মিনাল ব্যবহার করে। এই সফটওয়্যার ডাওনলোড করে তারপর কাজ শুরু করেন ।

shojib23
2015-04-09, 05:23 PM
খুব ই সহজ । ইন্টারনেট থেকে ডাউন লোড কড়ে নিন তারপর একটা ডেমো একাউন্ট খুলে নিন তারপর শুরু কড়ে দিন আপনার ট্রেড ডেমো তে।

Tuhin
2015-04-14, 07:40 PM
ফরেক্স ট্রেডিং এ ট্রেড শুরু করার জন্য আপনাকে ডেমো প্যাকটিস করার জন্য প্রথমে পিসি বা আন্ড্রইড ফোনে ইন্টারনেট সংযোগ দিয়ে যে কোন ব্রোকার থেকে ট্রেডিং প্লাটফর্ম নামাতে হবে। তারপর প্রয়োজনীয় তথ্য দিয়ে একাউন্ট করে ডেমো প্যাকটিস শুরু করতে পারবেন। যতদিন না নিজেকে পারফেক্ট ভাবতে পারবেন ততদিন ভালমত ডেমো প্যাকটিস করুন।

mithun
2015-04-24, 02:22 AM
ডেমো একাউন্ট খুলেছি কিন্তু ট্রেড কিভাবে করতে হয় তা বুঝতে পারছি না। এই ব্যাপারে কি ভাবে শিখতে পারি। আমি ইন্সট্রা ফরেক্স সফটওয়্যারটিও নেট থেকে ডাউনলোড করিছি।

hasanmasud1985
2015-04-24, 12:02 PM
একটি ডেমো একাউন্ট খোলা এবং সেখনে ট্রেড করা এমন কঠিন কিছুই নয় । ইন্সটাফরেক্স এর ওয়েব সাইটে গিয়ে আপনি একটি মেটা ট্রেডার টার্মিনাল ডাউনলোড করে নিলেই হবে । তার পর আপনি আপনার ইন্সটল কৃত সফটওয়্যারটি ওপেন করলে গেলেই আপনাকে একাউন্ট করার জন্য অফার করা হবে ।

Bijoysingh
2015-04-25, 05:19 PM
ডেমো ট্রেড করার জন্য আপনাকে ট্রেডিং টার্মিনাল ডাউনলোড করতে হবে এবআপনি হয়ত ফরেক্স ট্রেড করতে আগ্রহী। কিন্তু আপনি জানেন না কিভাবে ফরেক্স ট্রেড করতে হয় । তাই আপনি হয়ত শুরুতেই ফরেক্সে ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন। কারন যেহুতু কিছুই পারেন না, লস করার সম্ভবনাটাই বেশী। কিন্তু এই আধুনিক যুগে আপনি কিন্তু কোন টাকা খরচ না করেই টেস্ট ট্রেড করতে পারেন। এজন্য ব্রোকাররা ডেমো ট্রেডের ব্যবস্থা রেখেছে। ডেমো অ্যাকাউন্টে আপনি ভার্চুয়াল মানি দিয়ে ট্রেডিং প্রাকটিস করতে পারবেন। তাই ট্রেডিং টার্মিনাল ডাউনলোড করার পর আপনি ট্রেড করা আরম্ব করবেন।

HELPINGHAND
2015-04-27, 02:30 PM
ডেমো ট্রেডিং আমরা যদিও আমাদের দক্ষতা পরিক্ষা করার জন্য করে থাকি। তবুও এমন চিন্তা করে ডেমো ট্রেডিং করা উচিৎ যেন আপনি রিয়েল ট্রেডিং করছেন। যতটুকু মূলধন দিয়ে রিয়েল ট্রেডিং শুরু করার পরিকল্পনা আছে ঠিক ততটুকু ডিপোসিট ডেমো ট্রেডিং শুরু করা উচিৎ।

Shimanto754
2015-05-13, 09:08 AM
ডেমো ট্রেড শুরু করার জন্য সবারই প্রয়োজন ট্রেডিং টার্মিনাল। এটা একটা ফরেক্স সফটওয়্যার।প্রতিটি ফরেক্স ব্রোকারেই সেই ব্রোকারের টার্মিনাল সফটওয়্যার পাওয়া যায়।সেখান থেকে সফটওয়্যার ডাউনলোড করে ডেমো অ্যাকাউন্ট খোলা যায়।তারপর ডেমো অ্যাকাউন্ট লগিন করে ডেমো ট্রেড শুরু করে দিতে হবে।

fxover
2015-09-20, 04:48 PM
আপনি যদি ডেমো ট্রেড করতে চান তাহলে আপনাকে আগে মেটা ট্রেডার সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে । তারপর য়াপনি সেটি ইন্সটল করবেন । ইন্সটল করা শেষে আপনি যখন সেটি ওপেন করতে যাবেন তখন আপনার কাছে লগিন করার বা নতুন একাউন্ট খোলার জন্য চয়েস আসবে । আপনি সেখান থেকেই আপনার ডেমো একাউন্টটি খুলে নিতে পারেন এবং তারপর থেকে আপনি ডেমো ট্রেড করে রিয়াল ট্রেড এর অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং নিজেকে রিয়াল ট্রেডিং এর জন্য প্রস্তুত করতে পারবেন ।

onlyfx
2015-10-22, 07:26 PM
ফরেক্সে ট্রেড করা জটিল কিছু না । আর ডেমো ট্রেড করা তো আরোও সহজ । এর জন্য শুধু আপনাকে একটি সফটওয়্যার ডাউনলোড করে ইন্সটল করতে হবে । তারপর আপনি সেখান থেকে একটি ডেমো একাউন্ট খুলেই ডেমো ট্রেড কএরা শুরু করে দিতে পারবেন । ডেমো ট্রেড আর রিয়াল ট্রেড এর মধ্যে খুব বেশি পার্থক্য নাই । আপনি যদি ডেমো ট্রেড অরে লাভ লস করেন তাহলে আপনার কোণ লাভ বা লস কিছুই হবে না কিন্তু রিয়াল ট্রেড করে লাভ হলেও আপনার লস হলেও আপনার।

shawon85
2015-10-26, 12:47 AM
আপনি ডেমো একাউন্ট শুরু করার জন্য আপনার কাংকিত সাইট এ গেলে দেখতে পাবেন যে ডেমো একাউন্ট সম্পর্কে ।তারপর সেখান থেকে একাউন্ট অপেন করে ডেমো শুরু করেন ।

hasan019
2015-10-26, 08:44 PM
প্রথমে ট্রেডিং টার্মিনাল ব্রোকারের সাইট থেকে ডাউনলোড করে ইন্সতল দিতে হবে। তারপর ফাইল অপস্নে ক্লিক করে নিউ ডেমো অ্যাকাউন্ট ক্লিক করতে হবে। তারপর সব গ্যাপ ফিল করলেই অ্যাকাউন্ট হয়ে যাবে।

Fxaziz
2015-10-30, 02:15 PM
ডেমো একাউন্ট এ ট্রেড করতে হলে আপনাকে আগে একটি প্লাটফরম নামাতে হবে।তারপর আপনাকে সেটা সেটিং করে নিতে হবে।এর পর আপনি আপনার মত করে ডিপোজিট নিতে পারবেন তবে হ্যাঁ ডেমো একাউন্ট এ ডিপোজিট এর পরিমাণ ৫০০০ ডলার এর বিতর নিতে হবে। এর বেশি ডিপোজিট ডেমো একাউন্ট এর জন্য প্রযোজ্য নয়।ফরেক্স মার্কেট এ অভিজ্ঞ হতে হলে ডেমো একাউন্ট এর মাধ্যমে অভিজ্ঞ হতে পারেন।রিয়েল ট্রেড আর ডেমো একাউন্ট এ ট্রেড করা প্রাই সমান।

Md Opu
2015-11-13, 12:07 PM
প্রথমে ডেমো ট্রেডে একাউন্ট করে ডেমো ট্রেড শুরু করতে হবে ।
ডেমো ট্রেড এর অনেক সুভিধা আছে যেমন,
ডেমো ট্রেড করে ভলোভাবে ট্রেড করা শিখতে পারবেন
ডেমো ট্রেড করে যে সমস্যর সম্মুখি হবেন পরে তার সমাধান করতে পারবেন

dinner
2015-11-29, 07:44 PM
আপনা কে ডেমো শুরু করার জন্য ডেমো ট্রেড করার জন্য আপনার একটি সফটওয়্যার এর প্রয়োজন পড়বে । যেটাকে ফরেক্সের ভাষায় বলা হয় ট্রেডিং টার্মিনাল। এখন বতমানে বেশীর ভাগ ব্রোকার মেটাট্রেডার টার্মিনাল ব্যবহার করে। আমাদেরকেও একটি মেটাট্রেডার টার্মিনাল ডাউনলোড করতে হবে।। তার পর একটি ডেমো অ্যাকাউন্ট ওপেন করুন এবং মেটাট্রেডার প্লাটফর্ম ডাউনলোড করুন।

bonushunter
2015-11-29, 11:49 PM
যারা ফরেক্স ব্যবসা করতে চান তাদের অবশ্যই আগে ডেমো ট্রেড করতে হবে। ডেমো এর মাধ্যমেই যেকোন ব্যক্তি ফরেক্স করতে পারে। তাই ডেমো ট্রেড করার জন্য আপনাকে প্রথমে যেকোন ব্রোকারের মেটাট্রেডার প্লাটফর্ম ডাউনলোড করতে হবে। তার পর মাটাট্রেডার প্লাটফর্ম অপেন করতে হবে এবং নিউ অপেন ডেমো একাউন্ট এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তার পর থেকে আপনি ডেমো ট্রেড করতে পারবেন।

basaki
2016-03-25, 01:42 PM
ফরেক্স মার্কেটে ডেমো ত্রেড করতে আপনাকে বেশি কিছু করতে হবে না শুধু আপনি ফরেক্স মার্কেটে মেটা ট্রেডার ৪ ইন্সটল করলেই হবে আর আপনার একটি ইমেইল ঠিকানা থাকতে হবে তাহলে আপনি যদি ডেমো একাউন্ট ওপেন করেন তবে আপনি ট্রেড করতে পারবেন লাভ লস করতে পারবেন বলে মনে করি।

dwipFX
2016-05-13, 12:23 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে ডেমো ট্রেড দিয়ে ফরেক্স শিখতে হবে তাহলে ফরেক্স মার্কেটে ট্রেড শিখা সহজ হবে।ডেমো ট্রেড করার জন্য আপনাকে প্রথমে একটা সফটওয়ার ডাউনলোড করতে হবে তারপর বেজিস্ট্রিশন করতে হবে।

sharifulbaf
2016-05-13, 05:48 PM
ফরেক্স মার্কেটে ডেমো ট্রেডিং করার পুর্বে কিছু দিন ফরেক্স শিক্ষার ইবুক পড়ে নিলে ভাল হয়,তার পরে যে ফরেক্স ব্রোকারে ডেমো একাউন্ট করবেন সে ই ফরেক্স ব্রোকারে একাউন্ট অপেনিং করার করার পরে এমটি৪ প্লাটফরম এ গিয়ে লগইন করে তার পরে ডেমো ট্রেড করতে পারবেন,ট্রেডিং প্রেক্টস করার সময় স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করলে অনেক ভাল হবে।

HKProduction
2016-07-02, 06:19 AM
টার্মিনালে গিয়ে আপনার পছন্দ মত কয়েকটি পেয়ার নিয়ে নিন। ওয়ান আওয়ারের টাইম ফ্রেমেই প্রথম থেকে ট্রেড প্রাকটিস করুন। ডেমোতে একটি একাউন্ট খুলে চোখ বন্ধ করে সেল বাই মারতে থাকুন। কিছু ট্রেড ক্লোজ করুন, কিছু রাখুন। ডেমোতে আপনার কোন লস নেই। তাই যেভাবে খুশি ট্রেড করে ট্রেড করা শিখুন। এরপরে আসুন কেন লস হয় এবং কি করে প্রফিট করা যায় তা নিয়ে পর্যবেক্ষণ। এভাবেই আপনি এক এক করে একদিন বস হয়ে যাবেন।

basaki
2016-07-02, 07:24 AM
আপনি যদি ডেমো ট্রেড করতে চান তবে আপনি ভাল করে আগে ফরেক্স মার্কেটে সম্পর্কে জ্ঞান লাভ করেন তারপর আপনি যদি ডেমো ট্রেড করেন তবে আপনি ফরেক্স মার্কেটে ভাল কিছু করতে পারেন বলে আমি মনে করি আর আপনি যে কোন একটা এনালাইসিস নিয়ে ফরেক্স ডেমো ট্রেড করতে পারেন।

forexboy
2016-07-04, 08:26 AM
কিভাবে ডেমো ট্রেড শুরু করবেন? আমি যেভাবে ডেমু শুরু করলাম প্রথমে একটা এন্ড্রয়েড মোবাইল নেই। পরে play store থেকে একটা আপ ডাউনলোড করি সেটা হচ্ছে, মেটা ট্রেডার4 বা 5। সেটা ওপেন করলে 10 সেকেন্ড পর অটো একটা ডেমু আকাউন্ট খুলবে।

majidiqbal
2016-07-17, 04:27 PM
ফরেক্স মার্কেটে ডেমো ট্রেডিং করার পুর্বে যা যা করনিয়ঃ
• ফরেক্স মার্কেটে ডেমো ট্রেডিং করার পুর্বে কিছু দিন ফরেক্স শিক্ষার ইবুক পড়ে নিন।
• ব্রকার পচ্ছন্দ করুন এবং রিয়াল ট্রেডিং একাউন্ট করুন।
• টেডিং প্লাটফর্ম ডাউরলোড করে ইনিষ্টল করে ডেমো একাউন্ট চালু করুন।
• পিআর চিহ্নিত করে ট্রেড শুরু করুন।

Md. Tariqul Islam
2016-07-20, 01:30 PM
আমাদেরকেও একটি মেটাট্রেডার টার্মিনাল ডাউনলোড করতে হবে।। নিচের লিঙ্কে ক্লিক করে একটি ডেমো অ্যাকাউন্ট ওপেন করুন এবং মেটাট্রেডার প্লাটফর্ম ডাউনলোড করুন।ডেমো বা রিয়েল ট্রেড করার জন্য আপনার একটি সফটওয়্যার এর প্রয়োজন হবে। যেটাকে ফরেক্সের ভাষায় বলা হয় ট্রেডিং টার্মিনাল। বে বলছি, প্রথমে আপনি যে কোন একটি ব্রোকার হাউজের ওয়েব সাইটে প্রবেশ করবেন। তার পর সেখান থেকে ট্রেডিং টার্মিনাল ডাউনলোড করতে হবে। প্রায় সকল ব্রোকার হাউজই মেটাট্রেডার ৪ ব্যবার করে।

Mhk
2016-07-23, 04:42 PM
একটি ডেমো অ্যাকাউন্ট ওপেন করুন এবং মেটাট্রেডার প্লাটফর্ম ডাউনলোড করুন।ডেমো বা রিয়েল ট্রেড করার জন্য আপনার একটি সফটওয়্যার এর প্রয়োজন হবে। যেটাকে ফরেক্সের ভাষায় বলা হয় ট্রেডিং টার্মিনাল। প্রথমে আপনি যে কোন একটি ব্রোকার হাউজের ওয়েব সাইটে প্রবেশ করবেন। তার পর সেখান থেকে ট্রেডিং টার্মিনাল ডাউনলোড করতে হবে। প্রায় সকল ব্রোকার হাউজই মেটাট্রেডার ৪ ব্যবহার করে থাকে।

basaki
2016-07-23, 09:16 PM
যে কো ব্যবসা করতে হলে আগে এই ব্যবসার উপর ট্রেনিং নিতে হয় আর ফরেক্স মার্কেটে আপনি যদি ট্রেড করতে চান তবে আপনাকে আগে ফরেক্স ডেমো ট্রেড করলে অনেক ভাল হবে। কারন আপনি যদি ডেমো ট্রেড না করে ফরেক্স রিয়াল ট্রেড করেন তবে আপনি লস করতে পারেন।

Sahed
2016-07-28, 05:49 PM
ফরেক্স একটি জটিল ব্যবসায় । তাই নতুন অবস্থায় আপনি অবশ্যই চাইবেন না যে টাকা ডিপোজিট করে ট্রেড করতে । তাই ফরেক্স মার্কেটে কিভাবে ট্রেড করতে হয় এবং মার্কেট সম্পর্কে ভালভাবে পরিচিতি লাভ করার জন্য ডেমো ট্রেডের ব্যবস্থা করা । আপনি একটি ট্রেডিং সফটওয়্যার ডাউনলোড করে সেখানে ডেমো প্র্যাকটিস করতে পারেন ।

fatema begum
2016-07-31, 07:06 PM
এটা তেমন কঠিন কিছু না।আপনি মেটাট্রডারটা ব্রোকারের সাইট থেকে ডাউনলোড করে সেখানে ফাইল মেনু থেকে ওপেন নিউ ডেমো একাউন্টে যেতে হবে।তারপর আপনার ইনফরমেশনগুলো দিয়ে সঠিক তথ্য দিয়ে আপনাকে ফরম পূরণ করে একাউন্ট করতে হবে।

md mehedi hasan
2016-11-30, 10:26 AM
আপনি ফরেক্স করতে চান কিনা সে বিষয়ে মনস্থির করতে হবে।প্রথমে আমি মনে করতাম ফরেক্স মার্কেটে এক বছর ডেমো প্রাক্টিস করাই যতেষ্ঠ।কিন্তু না আমার ধারনা ভুল কমপক্ষে পাচ বছর ডেমো প্রাক্টিস করে ফরেক্স মার্কেটে প্রবেশ করা অত্যান্ত বুদ্ধি মানের কাজ হবে।

Lipu
2016-12-09, 01:58 PM
ভাই আমার মনে হয় আপনি আপনার কোণ বর ভাই এর কাছ থেকে ভাল করে শিখেন তবে আপনার জন্য ভাল হবে | ফরেক্স মাকেট শিখতে হলে যদি কারও কাছ থেকে শেখা যায় তাহলে আপনি ভাল করে শিখতে পারবেন | ফরেক্স মাকেটে সম্পরকে জানতে হলে ডেমো পারতিস করতে হবে তারপর আপনি জানতে পারবেন |

shukumar8099
2016-12-11, 03:25 PM
আপনি ইন্সটাফরেক্স গিয়ে আপনি ডেমো একাউন্ট খুলুন তারপর আপনি মেটা ট্রেডার ৪ নামিয়ে আপনি আপনার একাউন্ট আর পাসওওয়াড দিয়ে আপনি ডেমো পারতিস করেন | আপনাকে ডেমো পাড়টীশ করতে হলে আমি মনে করি ডেমো পারতিস করতে হবে |

RUBEL MIAH
2017-03-07, 11:05 AM
আমরা ফরেক্স মার্কেটে লাভবান হতে চাইলে মেটাট্রেডার টার্মিনাল ব্যবহার করতে হবে । আমাদেরকেও একটি মেটাট্রেডার টার্মিনাল ডাউনলোড করতে হবে । তারপর আমরা ধৈর্য্যের সহিত ফরেক্স মার্কেটে কাজ করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা মেটা চার ব্যবহার করব ।

H M R Al Amin
2017-03-08, 09:12 PM
ফরেক্স মার্কেটে কাজ করার একটি অন্যতম মাধ্যম হলো ডেমো ট্রেড আপনি যখন এই মার্কেট সম্পর্কে কিছু জানবেন তখন থেকেই ইপনি ডেমো একা্উন্টে কাজ শুরু করে দিবেন । আপনি ডেমো একাউন্ট খুরবেন কি করে ? আপনাকে প্রথমে একটা সফটার ডাউনলোড করতে হবে যার নাম হচ্ছে মেটাট্রেডার ৪ । বাংলাদেশিরা এই সফটারে বেশি কাজ করে থাকে । ওখান থেকে আপনি একাউন্ট খুলে তার পরে প্রাক্টিস শুরু করতে পারেন ।

riponinsta
2017-03-11, 12:16 PM
আপনি ইন্সতাফরেক্স এর ওয়েব সাইট এ জান তারপর নতুন একটা ডেমো অ্যাকাউন্ট খুলুন তারপর ইন্সতাফরেক্স থেকে এমটি ৪ ডাউনলোড করুন তারপর সেটাতে আপনার ডেমো অ্যাকাউন্ট লগিন করুন তারপর গুগল এ ভাল একটা ট্রেডিং সিস্টেম খুজে তারপর সেই ট্রেডিং সিস্টেম এ আপনি ডেমো ট্রেড করতে থাকুন ডেমো ট্রেড করে ভাল লাভ করতে পারলে তারপর আপনি রিয়েল ট্রেড করতে পারেন এই ভাবে ট্রেড করলে ভাল লাভ করতে পারবেন

Mamun13
2017-03-23, 11:20 PM
MT4 টার্মিনাল ডাউনলোড করে ওপেন করার পর ভালো করে ক্যান্ডেলস্টীক সাজিয়ে নিবেন৷তারপর মেজর কারেন্সী পেয়ারগুলো যেমন-eurusd,usdjpy,gbpusd,audusd....ইত্যাদি সিলেক্ট করে window গুলো সেটাপ করে নিন৷D1 টাইম ফ্রেম সিলেক্ট করবেন৷ইচ্ছামত ব্যালেন্স বা পুজিঁ নিয়ে দীর্ঘদিন ১০০ ভাগ রিস্ক্ ফ্রি ডেমো ট্রেডিং করে করে ট্রেডিং কৌশলগুলো ভালো ভাবে আয়ত্ত্ব করে নিন৷

nbfx
2017-03-24, 12:36 PM
মেটাট্রেডার সফটওয়্যার ইনস্টল করার পর করনিয় কাজ হলো -আপনার রিয়েল ট্রেডে টার্গেট যদি হয় ১০০ ডলার। তাহলে ডেমো একাউন্টে ১০০ ডলার দিয়ে প্র্যাকটিস করুন। আর লিভারেজ নিন ১:২৫। এই লিভারেজ কম নেয়ার কারনে মানিম্যানেজমেন্ট এবং রিস্ক রেশিও নিয়ে ভাবতে হবে না। আলাদাভাবে অংক করার প্রয়োজন নেই। আপনি অন্য কারো সিগন্যাল ফলো না করে নিজস্ব মেধা দিয়ে ট্রেড করুন। সফলতা আসবেই। যত বেশি ডেমো চর্চা করবেন তত অভিজ্ঞতা হবে। ফরেক্স মার্কেটে অভিজ্ঞতার মূল্য অনেক। ততদিন ডেমো চর্চা করবেন যতদিন আপনার মনের ভিতর থেকে তাগিদ আসে আপনি সফলভাবে রিয়েল ট্রেড করতে পারবেন।ডেমো একাউন্ট করা একজন আদর্শ ট্রেডার হওয়ার জন্য প্রথম শর্ত। নিজস্ব ট্রেডের কৌশল যাচাই বাছ্ইা করতে । কোন ইন্ডিকেটরের ব্যবহার পরিক্ষা করতে ডেমো একাউন্টের প্রয়োজন পরে। ডেমোতে সফল না হলে রিয়েল একাউন্টে ট্রেড করা ঠিক না। দীর্ঘদিন ডেমো চর্চার ফলে আপনার অর্জিত অভিজ্ঞতাই পরবর্তীতে সফল হতে সাহায্য করবে। কারন ফরেক্সে ইতিহাস বার বার ফিরে আসে।

Grimm
2018-01-29, 03:54 PM
আমার জানামতে ডেমোতে ট্রেড করার জন্য তেমন কিছুই করতে হয় না। আপনি শুধুমাত্র একটি ডেমো একাউন্ট খুলে তা টার্মিনাল এ লগ ইন করে ট্রেড শুরু করে দিতে পারেন। আসলে এখানে ডেমো ট্রেড আর রিয়েল ট্রেড প্রায় একই জিনিস। আর আপনি যদি আরও এই বিষয়ে বিস্তারিত কিছু জানতে চান তাহলে ইউটিব দেখতে পারেন সেখানে ভালভাবে দেখে বুঝে শুরু করতে পারবেন।

amreta
2020-01-25, 06:25 PM
যদি আমাদের পর্যাপ্ত জ্ঞান এবং ঠিকানা থাকে তবে আমরা ব্যবসায় পরিচালনা করতে এবং এটিকে লাভজনক করে তুলতে পারি এবং স্বপ্নের চেয়েও আরও বেশি, ফরেক্স তাদের পক্ষে অর্থ পোষাক যা এটি উপলব্ধি করে এবং তার মালিকানাধীন এবং ফরেক্স দুর্নীতি আমাদের জন্য সীমাহীন উত্পাদন পাওয়ার জন্য সর্বোত্তম স্থান is এবং ক্যারিয়ারের এটি আয়ের একটি ধর্মীয় উত্স যেখানে আমরা এটি অন্য কোনও ব্যবসায়ে পাব না

FREEDOM
2020-04-15, 11:36 PM
ডেমো বা রিয়েল ট্রেড করার জন্য আপনার একটি সফটওয়্যার এর প্রয়োজন হবে। যেটাকে ফরেক্সের ভাষায় বলা হয় ট্রেডিং টার্মিনাল। অধিকাংশ ব্রোকার মেটাট্রেডার টার্মিনাল ব্যবহার করে। আমাদেরকেও একটি মেটাট্রেডার টার্মিনাল ডাউনলোড করতে হবে।। নিচের লিঙ্কে ক্লিক করে একটি ডেমো অ্যাকাউন্ট ওপেন করুন এবং মেটাট্রেডার প্লাটফর্ম ডাউনলোড করুন।

আপনি এমটিফোর বা এমটিফাইভ ওপেন করলেই অটোমেটিক একটি ডেমো একাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আর নিজের মত করে ডেমো একাউন্ট খুলতে হলে আপনাকে ডেমো ট্রেডিং সার্ভার থেকে একাউন্ট করতে হবে। যেখানে আপনি নিজের ইচ্ছানুযায়ী ব্যালেন্স এ্যাড করে নিবেন এবং একটি নির্দিষ্ট স্ট্রাটেজিতে একটি টার্গেট নিয়ে ডেমো প্রাকটিস করে যাবেন।

souravkumarhazra6763
2020-04-22, 05:44 PM
ভাই আপনি খুব সহজে ডেমো একাউন্ট খুলে ট্রেড করতে পারবেন,ফরেক্স,মার্ কেট এ ট্রেড করার জন্য অনেক ব্রোকার আছে,আর প্রতেক ব্রোকার তাদের কিলায়েন্ট দের ফরেক্স লার্ন করানোর জন্য ডেমো একাউন্ট এর ব্যবস্থা করে থাকে,তাই আপনি ইন্সটা ফরেক্স এর ব্রোকার এ একটি ইমেইল দিয়ে ডেম একাউন্ট খুলতে পারবেন,এর জন্য তেমন কোন ডকুমেন্টস দরকার হবেনা শুধুমাত্র,ইমেইল,না ম এবং মোবাইল নাম্বার দিয়ে ডেম একাউন্ট খুলে ট্রেড শুরু করে দিতে পারবেন।

forex_fighter
2020-04-25, 07:38 PM
আপনি যদি ডেমো ট্রেড করতে চান তাহলে আপনাকে আগে মেটা ট্রেডার সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে । তারপর য়াপনি সেটি ইন্সটল করবেন । ইন্সটল করা শেষে আপনি যখন সেটি ওপেন করতে যাবেন তখন আপনার কাছে লগিন করার বা নতুন একাউন্ট খোলার জন্য চয়েস আসবে । আপনি সেখান থেকেই আপনার ডেমো একাউন্টটি খুলে নিতে পারেন এবং তারপর থেকে আপনি ডেমো ট্রেড করে রিয়াল ট্রেড এর অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং নিজেকে রিয়াল ট্রেডিং এর জন্য প্রস্তুত করতে পারবেন ।

Runil
2020-04-25, 07:58 PM
আপনি হয়ত ফরেক্স ট্রেড করতে আগ্রহী । কিন্তু আপনি জানেন না কিভাবে ফরেক্স ট্রেড করে । অনেকের কাছেই পিপস, লিভারেজ এগুলো শুনেছেন, কিন্তু ট্রেড না করায় এগুলো কিছুই বুঝতে পারছেন না । তাই আপনি হয়ত শুরুতেই ফরেক্সে ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন । কারন যেহুতু কিছুই পারেন না, লস করার সম্ভবনাটাই বেশী । কিন্তু এই আধুনিক যুগে আপনি কিন্তু কোন টাকা খরচ না করেই টেস্ট ট্রেড করতে পারেন । এজন্য ব্রোকাররা ডেমো ট্রেডের ব্যবস্থা রেখেছে । ডেমো অ্যাকাউন্টে আপনি ভার্চুয়াল মানি দিয়ে ট্রেডিং প্রাকটিস করতে পারবেন । আপনি ডেমোতে লস করতে পারেন, এমনকি পুরো ব্যালেন্স উড়িয়ে দিতে পারেন, কোন সমস্যা নেই । এটা শুধুমাত্র আপনার দক্ষতাকে আরও বাড়ানোর জন্য । আপনি যত ট্রেড করবেন, আপনি তত ট্রেড শিখবেন । আপনি ভালভাবে ট্রেডিং শেখার আগে আপনার রিয়েল ট্রেড শুরু করা উচিত নয় । কারন তাহলে কিন্তু আপনার লস করার সম্ভবনাই বেশী থাকবে । তাই ডেমো ট্রেড করে আপনি যখন আপনার ট্রেডিং নিয়ে সন্তুষ্ট হবেন, তখনই শুধুমাত্র রিয়েল ট্রেড শুরু করা উচিত ।

SHARIFfx
2020-04-25, 08:30 PM
আমার মতে আপনি ১০০০ ডলার দিয়ে ডিমো ট্রেডিং শুরু করুন। ডিমো ট্রেডিং এর ফেক ডলার কে নিজের ডলার মনে করুন। রিস্ক মেনেজমান্ট করে ট্রেড নিন। ভালো করে এনালাইসিস করুন। ডেইলি ১% রিস্ক নিয়ে ট্রেড করুন আর দিনের ট্রেড দিনে ক্লোজ করুন। এতে সফলতা ৯০% আশা করা যায়।

Rokibul7
2020-04-25, 08:35 PM
মেটাট্রেডার প্লাটফর্ম এ ডেমো অ্যাকাউন্ট হচ্ছে এমন একটা ভার্চুয়াল অ্যাকাউন্ট যেখানে আপনাকে ফরেক্স শেখার প্র্যাকটিস এর জন্য ভার্চুয়াল কিছু মানি দেওয়া হয় যেটা লাভ লস আপনি কোন প্রফিট পাবেন না সুতরাং ডেমো থেকে আপনার যদি প্রচুর লাভ হয় অথবা সীমিত লাভ হয় অনুসারে কোন টাকা নিজের পকেটে নিতে পারবে না এটা শুধু ফরেক্স শিক্ষা পরিচালনা করার জন্য দক্ষ হওয়ার জন্য প্ল্যাটফর্মের সৃষ্টি প্রত্যেকটি ব্রোকার আপনাকে ডেমো ট্রেড করার জন্য অ্যাকাউন্ট লগইন করতে দিবে

Rokibul7
2020-04-25, 08:37 PM
ফরেক্স এ যারা ট্রেড করে থাকে তারা সবাই ডেমোতে প্র্যাকটিস করে শব্দটি তাদের নতুন নতুন টিপস ফরেক্স এ দেমো প্লাটফর্মে ট্রেড করে তাদের অভিজ্ঞতা বাড়ায় এবং দক্ষতা অর্জন করে তাই সকল নতুন ট্রেডারদের উচিত ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে প্রচুর পরিমানের মার্কেট সম্পর্কে থেকে দক্ষতা অর্জন করা

Md.shohag
2020-12-03, 06:20 PM
ডেমো ট্রেডিং শুরু করতে হলে আপনার ডেমো একাউন্ট থাকতে হবে। সাথে একটি সফটওয়ারও লাগবে যেটা হল মেটা ট্রেডার টার্মিনাল। প্রথমে আপনাকে ইনসতাফরেক্স ডট কম এ যেতে হবে। তারপ সেখানে ডান দিকে ডেমো একাউন্ট খোলার লিঙ্ক আছে। সেখান থেকে ডেমো একাউন্ট খুলতে হবে এবং সেখানে মেটাট্রেডারও আছে। ধন্যবাদ

TanjirKhandokar1994
2020-12-10, 05:07 PM
আমরা সকলেই জানি যে ফরেক্স মার্কেটে দুই ভাবে ট্রেড করা যায় একটি হলো রিয়েল ট্রেডিং অন্যটি হচ্ছে ডেমো ট্রেডিং। তবে আপনি দুই টার যে কোন একটা তে কাজ করতে গেলে প্রথমেই আপনাকে একাউন্ট খুলতে হবে তার পরে ট্রেডিং করতে হবে। এখানে ডেমো ট্রেডিং হলো হাতে কলমে শিক্ষা গ্রহণ করার মতো অর্থাৎ রিয়েল ট্রেডিং এর বাস্তব রূপ বলা যায়। ডেমো ট্রেডিং এ আপনি প্রফিট করলে সেটা উঠাতে পারবেননা তবে রিয়েল ট্রেডিং বা লাইভ ট্রেডিং থেকে যা লাভ করতে পারবেন সেটাই উঠাতে পারবেন।

Sid
2020-12-20, 05:09 PM
কিভাবে ডেমো ট্রেড শুরু করবেন তা সংক্ষেপে বুঝানো কঠিন। তবে বলছি, প্রথমে আপনি যে কোন একটি ব্রোকার হাউজের ওয়েব সাইটে প্রবেশ করবেন। তার পর সেখান থেকে ট্রেডিং টার্মিনাল ডাউনলোড করতে হবে। প্রায় সকল ব্রোকার হাউজই মেটাট্রেডার ৪ ব্যবার করে। টার্মিনাল ডাউনলোড করে এটা নিয়ম অনুযাযী ইন্সটল করে আপনি ডেমো ট্রেড শুরু করতে পারেন।

EmonFX
2021-01-05, 07:53 PM
ডেমো ট্রেডিং শুরু করার জন্য একটি মেটাট্রেডার টার্মিনাল দরকার। মেটাট্রেডার টার্মিনাল ডাউনলোড করার জন্য ইন্সটাফরেক্সের ওয়েবসাইটে ঢুকে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড এরপরে ডেমো অ্যাকাউন্ট ওপেন করার জন্য অপশন এ ক্লিক করে আপনার ইমেইল এড্রেস দিয়ে সাবমিট করলে ডেমো অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। আর অবশ্যই একাউন্ট ওপেনিং এর সময় সর্বোচ্চ 100 ডলার ক্যাপিটাল নিয়ে ওপেন করা উচিত। কম ক্যাপিটাল নিয়ে ট্রেড করে প্রফিট করার অভিজ্ঞতা অর্জন করতে পারলে আপনি রিয়েল মার্কেটেও অনেক ভালো করতে পারবেন। ডেমো ট্রেডিং এর প্রফিট কাছে না আসলেও ডেমো ট্রেডিং এর অভিজ্ঞতা আপনাকে রিয়েল মার্কেটে অনেক কাজে দিবে। তাই বলবো ডেমো ট্রেডিং স্ট্রাটেজি ডেভলপ করে নিজেকে দক্ষ ট্রেডার হিসেবে তৈরি করে রিয়েল মার্কেটে পদার্পণ করুন।

AbdulRazzak
2021-01-26, 05:48 PM
ডেমো ট্রেডিং শুরু করতে আপনার অবশ্যই একটি ডেমো অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার মেটাট্রেডার টার্মিনাল নামে একটি সফ্টওয়্যারও লাগবে। প্রথমে আপনাকে ইন্সটাফরেক্স ডটকম এ যেতে হবে। তারপরে ডানদিকে একটি ডেমো অ্যাকাউন্ট খুলতে একটি লিঙ্ক রয়েছে। সেখান থেকে আপনাকে একটি ডেমো অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেখানে মেটাট্রেডারও রয়েছে। ধন্যবাদ

Mas26
2021-02-28, 12:50 PM
হয়েছে আমরা ট্রেড সম্পর্কে অভিজ্ঞ হওয়ার জন্য যে ডেমো অ্যাকাউন্ট কি করে থাকে সেটাকে আমরা সাধারণত ডেমো অ্যাকাউন্ট বলে থাকি আসলে ডেমো অ্যাকাউন্ট খুলতে নতুনরা অনেকেই জানেনা টিমে একাউন্ট কিভাবে খুলতে হয় আপনি যদি ডেমো অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনি প্লে স্টোরে গিয়ে অভিনয় করতে পারেন প্লে স্টোরে গিয়ে mp4 অ্যাপস লিখে সার্চ দিলে আপনার mt4 নামের সেই অ্যাপটি ইনস্টল করেে নিতে পারেন। এটাকে ফর্সা ট্রেড টার্মিনাল বলা হয়ে থাকে আপনি এখান থেকেই শিখতে পারবেন পরীক্ষা কিভাবে সেট করতে হয় ধন্যবাদ।