PDA

View Full Version : ফরেক্স শুরু > প্রফিট > লস > ব্যালেন্স জিরো > ডিপোজিট > জিরো এগুলোর পরস্পর সম্পর্ক কেমন ??



Hasinapx
2019-08-31, 11:32 AM
ফরেক্স সম্পর্কে মোটামুটি জানার পরে ট্রেড শুরু। প্রথম প্রথম ভালই প্রফিট -লোভনীয় প্রফিট। ধারণা তৈরী হয় -ফরেক্স তো বেশ সহজ- এতে সহজেই লাভ করা যায় । দারুণ ! পেয়ে গেছি !! হঠাত শুরু লসের পর্ব - লস - আবার লস । লসের পর্ব যেন শেষ হয় না । এই বুঝি মার্কেট ব্যাক করবে। কিন্তু না আর ব্যাক করলো না । হ্যা ব্যাক ঠিকই করলো -আমার ব্যালেন্স জিরো করার পরে । মাথা গরম ! প্রচন্ড ক্ষোভ !! লস উঠাতেই হবে। লস উঠানোর পরে ভালভাবে দেখে শুনে চিন্তা করে ট্রেড করতে হবে-মাথা গরম করা যাবে না। নতুন ডিপোজিট আবার ট্রেড -প্রফিট হবে হবে ভাব কিন্তু না দিন শেষে আবার ব্যালেন্স জিরো । হয়ত ফরেক্স বিদায় নচেত আবার নতুন করে ডিপোজিট-------। কিন্তু আর কত ??? বন্ধুরা ! অনেক কথা লিখে ফেললাম । বিরক্ত করার জন্য দু:খিত ।
তবে হয়ত অনেকের ফরেক্স লাইফ এমনই । কিন্তু কেন ? যারা ফরেক্সে প্রাথমিক অবস্থায় আছেন অথবা শুরু করবেন - তাদের জন্য পরামর্শ : সবকিছু হারানোর পরে উপলো্ব্ধি না করে অন্যের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে শুরুটা কাজে লাগান এবং ফরেক্স সম্পর্কে ভালভাবে জানার চেষ্টা করেন।

Mahmud1984fx
2019-08-31, 12:57 PM
কথাগুলো বাস্তব। আমরা যারা ট্রেড করি তাদের অনেকেই হয়ত শুরুটা এভাবে কেটেছে। তারা আস্তে আস্তে ফরেক্স সম্পর্কে ভালভাবে জেনে এবং দক্ষতা অর্জন করে একটা লেভেলে এসেছে । এখন আমরা যারা একটু অভিজ্ঞ তারা মানি ম্যানেজমেন্ট,টাইম ্রেম,মার্কেট এ্যানালাইসিস করে এবং নিয়ম কানুন ফলো করে টিকে থাকার চেষ্টা চলছে।যাতে ভবিষ্যতে এমন সমস্যা না হয়।

Rokibul7
2019-08-31, 01:23 PM
আমি নতুন ফরেক্সএ। আপনার কতা গুলো সবই বাস্তব। আপনারাদের দেখায় আমারও ফরেক্স এ কাজ করতে অগ্রহ ক্রমশ বেড়েই যাচ্চে।আমিও আপনাদের মত লাভ লসের লোভে জড়াতে চাই।অনেকে বলে ফরেক্স মাকেট এমন তেমন ইত্যাদি।তকন তাদের সাথে আমার তকে জড়াতে ইচ্ছে হয় না,কারন তারা হয়তো ফরেক্স মাকেট সহজে জানেই না।তবে আপনাদের মতামত ও কৌশল গুলো সবই বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ন।ফোরামে না আসলে হয়তো এত বিষয় এত খোজ আমি জানতামই না।ধন্যবাদ ফোরাম বাশিদের

mahmudpx
2019-08-31, 01:45 PM
ভাই, আপনি যেভাবে বর্ণনা দিয়েছেন তা এভাবেই ঘটে । আমার বাস্তব অভিজ্ঞতা এমনই। আপনাকে ধন্যবাদ।

mamunjd97
2019-09-01, 03:04 PM
ফরেক্স লাইফের শুরুটা একেবারে উথাল পাথাল সাগরের মত। ব্যালেন্স ডিপোজিট করার পরে শুরু হয় অন্য এক অনুভুতি যার ধারাবাহিকতায় এ্যান্ট্রি দিয়ে শুরু হয় প্রথম ব্যালেন্স হারানোর অভিযান। এই বুঝি প্রফিট হয়ে গেল ভাল একটা প্রফিট না ঠিক কিছুক্ষণ পরেই লসের দিকে টান , মনে হয় ফিরে আসবে আবার প্রফিটের দিকে । কিন্তু শেষ নাগাদ ব্যালেন্স জিরো না হয়ে মার্কেট ব্যাক করে না।এগুলো নিত্যদিনের ঘটনা কারণ সকলেরই প্রথম দিকে এমনটা ঘটে থাকে।

expkhaled
2019-09-01, 04:41 PM
আসলে প্রথম প্রথম ফরেক্স কে সহজ মনে হয়। তাই অনেকেই ফরেক্স এ ইনভেষ্ট করেন তারাতারি এবং লস ও করেন তারাতারি। আর কেউ যদি লস করার পর আবার ভালভাবে স্টাডি করে নিজস্ব অভিজ্ঞতা নিয়ে ট্রেড করেন তাহলে সফলতা তার কাছে ধরা দেয়। তবে ফরেক্স এ সফলতা অল্প কয়েক বছরের বিষয় নয়। অনেক বছরের অভিজ্ঞতা নিয়ে ট্রেড করার পরই এই মার্কেট প্রতিষ্ঠিত হতে হয়। আর লস হবেই, কিন্তু যদি মানিম্যানেজমেন্ট করে ট্রেড করেন তাহলে সেটাকে আপনি এড়িয়ে চলতে পারবেন।

KaziBayzid162
2019-09-01, 06:04 PM
আপনার কথাগুলো সবই সত্য কারণ বেশিরভাগ ট্রেডারদের ক্ষেত্রে এমনই হয়ে থাকে, অর্থাৎ ফরেক্স সম্পর্কে কিছু ধারনা অর্জন করার পরেই ডিপোজিট করার মাধ্যমে ট্রেডিং শুরু করে, এবং প্রথম দিকে বেশ ভাল প্রফিট করতে থাকে,প্রফিট করতে করতে তারা ভুলে যায় যে ফরেক্স একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা যেখানে যেকোনো সময় লস হতে পারে, যার ফলস্বরূপ হঠাৎ করে লস করার মাধ্যমে ব্যালেন্স জিরো করে ফেলে,পরবর্তীতে নতুন করে উৎসাহ-উদ্দীপনা নিয়ে ও ঝুঁকি নেয়া যাবে না,সঠিকভাবে মার্কেট অ্যানালাইসিস করতে হবে ,মানি ম্যানেজমেন্ট করতে হবে এমন প্রতিজ্ঞা করে ডিপোজিট করার মাধ্যমে আবারও ট্রেডিং শুরু করে, এবং দ্রুত লস রিকভার করার আশায় আবারো ঝুঁকি নিয়ে ট্রেডিং করতে থাকে, যার ফলে আবারও লস করার মাধ্যমে ব্যালেন্স জিরো করে ফেলে অনেকেই ফরেক্স থেকে সরে যেতে বাধ্য হয়, তবে যারা এরপরেও ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারে এবং যে সকল ভুলের কারনে লস করেছে সেগুলো কে খুঁজে বের করে সে বিষয়ে নিজেকে সচেতন করে তুলতে পারে, তারাই ফরেক্স মার্কেটে টিকে থেকে সফলতার সাথে ব্যবসা করতে পারে। তবে ফরেক্স মার্কেটে টিকে থেকে সফলতার সাথে ব্যবসা করতে চাইলে, ডিপোজিট ,লাভ, লস, ব্যালেন্স জিরো হাওয়া, ইত্যাদি বিষয়গুলো কে মাথায় রেখে ট্রেডিং করা উচিত, কারণ এই বিষয়গুলো প্রত্যেকে প্রত্যেকের সাথে পরস্পর ঘনিষ্ঠভাবে জড়িত।

habibi
2019-09-02, 06:29 PM
ফরেক্সে নতুনদের জন্য ৫টি পরামর্শ-
১। প্রাথমিক পর্যায়ে অল্প মূলধন নিয়ে শুরু করুন ।
২। যদি আপনার মূলধন খুব সামান্য হয়, তাহলে সকল মূলধন দিয়ে এক সাথে ট্রেড করবেন না।
৩। মার্কেটকে ভালবাসুন (এক ফোরেক্স টিপ যে এটি সব বলে)
৪। খুব গুরুত্বপূর্ণ ফরেক্স টিপ: হাই লেভেলে ট্রেড করার জন্য আপনার মার্কেট সম্পর্কে ভাল জ্ঞান প্রয়োজন। এমনকি মার্কেট সেরা ট্রেডারও সব সময় প্রফিট করতে পারে না।
৫। ফরেক্স মার্কেট অত্যন্ত অস্থির। এই কারণে, সময়জ্ঞান অপরিহার্য: কখন শুরু করবেন, কখন ক্লোজ করবেন বা কখন বিরতি নিবেন এই জানা ফরেক্স থেকে প্রফিট করার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

masum0086
2019-09-05, 03:46 PM
এই ধারাবাহিক প্রক্রিয়া নতুন অবস্থায় বেশী ঘটে। ফরেক্স শুরু করে প্রথমে লাভই হয় তারপর পরই শুরু হয় লস । এই লস যেন তামেই না।চলতেই থাকে পরিশেষে ব্যালেন্স জিরো হয় আবার ডিপোজিট আবার জিরো জিরো হয়। অভিজ্ঞতা এবং দক্ষতা হয়ে গেলে এটা তেমন হয় না।