PDA

View Full Version : চক চক করিলেই সোনা হয় না !!!



Mahmud1984fx
2019-09-04, 09:44 AM
”চক চক করিলেই সোনা হয় না “ বাক্যটির মূলভাবধারা হলো বাইরের চাকচিক্য ও সাজসজ্জা দেখে কোন কিছুকে গুনসম্পন্ন বা মূলবান মনে করা উচিত নয়। বাক্যটি যদি এভাবে বলি যে, চক চক না করলেও সোনা হয় না। কোন পরীক্ষা - নিরীক্ষা ছাড়াই ,ভালভাবে না জেনে, না দেখে,বুঝে শুধুমাত্র বাহ্যিক অবস্থা দেখে সিদ্ধান্ত নেয়া ঠিক নয়। চক চক করে যেটা সেটাও ভালভাবে দেখে-শুনে,বুঝে, প্রয়োজনে পরীক্ষা - নিরীক্ষা করে দেখতে হবে যে, এটা আসলেই সোনা নাকি তামা বা রুপা নাকি কাসা। হতে পারে সোনা আবার নাও হতে পারে।ফরেক্সকে অনেকে কিছুটা জেনে বা বুঝে পেয়েছি পেয়েছি বলে নিউটনের মত চিতকার করে ওঠে এবং বলে ফরেক্স এত সহজ,এত সহজ ইনকাম করা । ইনভেস্ট করে কয়েকবার পূজি হারানোর পরে নেগেটিভ হয়ে মনে করে এটা মাকাল ফল। কিন্তু সোনা যেমন চক চক করে ফরেক্সও তেমনি চক চক করে এবং বাস্তবও তাই। ভালভাবে জানতে হবে এবং বুঝতে হবে।

Hasinapx
2019-09-04, 12:00 PM
আমার মতে চক চক না করলেও কিন্তু সোনা হয়ে না। ফরেক্স যেমন প্রথম থেকেই চক চক করে ঠিক তেমনি শেষ অবধি এমনকি ভিতরেও চক চক করে। এটা দেখে বিভ্রান্ত হওয়ার কোন কারণ নেই । কারণ অনেকে প্রথম বুঝেই মনে করে ফরেক্স খুব সহজ, ইনকাম করাও সহজ । আবেগ তাড়িত হয়ে ট্রেড করে এবং ব্যালেন্স জিরো করে নেগেটিভ হয়ে যায় । এটা ঠিক নয়।

masum0086
2019-09-04, 12:34 PM
শুধুমাত্র একটা কম্পিউটার/মোবাইল , ইন্টারনেট সংযোগ, ফরেক্স সম্পর্কে মোটামুটি ধারণা তথা মার্কেট এ্যানালাইসিস, মানি ম্যানজেমেন্ট সহ কিছু কিছু জানলে ইনভেস্ট ছাড়াই ব্যাপক ইনকাম ঘরে বসেই সম্ভব । এর চেয়ে সহজ এবং বিনা পূজির ব্যাবসা দুনিয়াতে দ্বিতীয়টি আছে কিনা আমার জানা নেই। তবে এটাকে অনেকে চক চক করলেই সোনা হয় না বলে উড়িয়ে দেন। আসলে ঠিক না । ভালভাবে জানতে পারলে বাস্তবেই এটা জীবনটাকেও চক চকে করতে পারে করতে পারলে।

mamunjd97
2019-09-04, 12:54 PM
আমার মনে হয় ফরেক্স চক চক করলেও এটা আসলে সোনা। কারণ সোনা যেমন অমূল্য ধন্য তেমনি সারা বিশ্বে ফরেক্স তেমনি অমূল্য একটা ধন। কারণ এটাতে অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে,অনেক দেশ অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে ,বেকার সমস্যার সমাধানে উপকৃত হচ্ছে।

Rokibul7
2019-09-04, 01:21 PM
ফরেক্স এমন এটকা বিজনেস যা সয় ও ধয নিয়ে গড়তে হব।তাহলে দুদিকেই চকচক করবে।বোকাদের ফরেক্স থেকে দূরেথাকা উচিৎ।আর এ কতা সত্য যে অভিগতাই শেষ্ট

mondalpijush1985
2019-09-04, 03:12 PM
ফরেক্স আসলেই চক চক করে তবে এর ভিতরেও চক চক করে । কারণ এটা বুঝতে হলে ফরেক্স সম্পর্কে ব্যাপক পড়াশোনা করতে হবে।জানতে হবে ভালভাবে। দক্ষতা অর্জন করতে হবে।

alamsat
2019-09-05, 07:39 PM
আসলে ফরেক্স এত সহজ ব্যাপার না এটা সবাই জানে কিন্তু যারা নতুন তারা না জেনেশুনে শুধুমাত্র কারো মুখের কথায় ফরেক্স ট্রেড করে অনেক প্রফিট করা যাই এমন ভ্রান্ত ধারনা নিয়ে ট্রেড করতে আসলে সেটা তার জন্য খুবই খারাপ হবে কারন এখানে প্রফিট করতে হলে প্রয়োজন ফরেক্স সম্পর্কে ব্যাপক জ্ঞান পাশাপাশি দীর্ঘদিনের প্রাকটিস। তাই বাইরের কারো কথাশুনে ট্রেড করা বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না। আর ফরেক্স ট্রেড করতে হলে অবশ্যয় আপনাকে শিখতে হবে তারপর ট্রেড করতে হবে।