View Full Version : ফরেক্সে ট্রেডারদের প্রতিযোগিতার আয়োজন !
Hasinapx
2019-09-04, 10:51 AM
ইনস্টাফরেক্স ব্রোকারে যারা ট্রেড করেন তাদের জন্য মাসিক , দ্বিমাসিক , ত্রৈমাসিক, ষান্মাসিক বা বার্ষিক প্রতিযোগিতার আয়োজন করা উচিত। সেটা হতে পারে কিভাবে ট্রেড করে -মানি ম্যানেজমেন্ট, লট/ভলিউম,স্টপলস/টেকপ্রফিট সঠিকভাবে অনুসরণ করে কিনা , কত প্রফিট করে, লস কেমন হয়, কত পূজিতে কত প্রফিট করেছে তা যাচাইয়ের ভিত্তিতে পুরস্কৃত করা , রেজাল্ট ঘোষনার পরে । তাহলে বাংলাদেশের তরুনদের মধ্যে দারুন উতসাহ তৈরী হবে। আপনাদের মতামত বা মন্তব্য জানালে ভাল হয়।
masum0086
2019-09-04, 12:23 PM
বাংলাদেশ ফরেক্স ফোরামের উদ্যোগে যদি এধরণের প্রতিযোগীতার আয়োজন করা হয় তাহলে আমাদের জন্য বেশ উতসাহব্যাঞ্জক হয়। কারণ যে কোন কাজে প্রতিযোগীতা থাকলে বেশ ভাল এবং জমজমাট হয় । পাশাপাশি অভিজ্ঞদের কাছ থেকে অনেক কিছু জানার বাস্তব অভিজ্ঞতা হবে।
Mahmud1984fx
2019-09-04, 12:43 PM
খুবই ভাল হয় যদি ফোরাম উদ্যোগ নেয় যে, যারা ইনস্টাফরেক্সে ট্রেড করেন তাদের মধ্যে ট্রেডের সফলতার উপর প্রতিযোগীতার আয়োজন করা হবে তাহলে ট্রেডাররা স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এবং ইনস্টাফরেক্সে ট্রেডার সংখ্যা আরো বেড়ে যাবে।
mamunjd97
2019-09-04, 01:02 PM
প্রতিযোগীতার ব্যবস্থা থাকলে মেধার বিকাশ ঘটে খুব দ্রুত। কারন প্রতিযোগীতার মাধ্যমে প্রথম ১০জন পুরস্কৃত হবেন তারা কিভাবে সফল হলো তা তারা শেয়ার করবেন বিশেষ করে তাদের অভিজ্ঞতাগুলো আমাদের পাথেয় হিসাবে কাজ করবে।
mondalpijush1985
2019-09-04, 01:18 PM
মাঝে মাঝে ফোরামের উদ্যোগো প্রতিযোগীতার আয়োজন করলে মেধাবী ট্রেডাররা বের হয়ে আসবে। তাদের থেকে অন্যরা শিখতে পারবে।
Mahmudx84
2019-09-05, 03:29 PM
এধরণের উদ্যোগ নিলে খারাপ হবে না। আমরা যারা ফরেক্সে জড়িত তাদের মাঝে প্রতিযোগীতা হলে ব্যাপক সাড়া পাবে বলে আমার বিশ্বাস। এজন্য ফোরামের পক্ষ থেকে আয়োজন করা দরকার।
alamsat
2019-09-05, 03:46 PM
ইনস্টাফরেক্স ব্রোকারে যারা ট্রেড করেন তাদের জন্য মাসিক , দ্বিমাসিক , ত্রৈমাসিক, ষান্মাসিক বা বার্ষিক প্রতিযোগিতার আয়োজন করা উচিত। সেটা হতে পারে কিভাবে ট্রেড করে -মানি ম্যানেজমেন্ট, লট/ভলিউম,স্টপলস/টেকপ্রফিট সঠিকভাবে অনুসরণ করে কিনা , কত প্রফিট করে, লস কেমন হয়, কত পূজিতে কত প্রফিট করেছে তা যাচাইয়ের ভিত্তিতে পুরস্কৃত করা , রেজাল্ট ঘোষনার পরে । তাহলে বাংলাদেশের তরুনদের মধ্যে দারুন উতসাহ তৈরী হবে। আপনাদের মতামত বা মন্তব্য জানালে ভাল হয়।
আপনার হয়ত জানা নেই ইন্সটাফরেক্স সাপ্তাহিক, ১৫ দিনের এবং মাসিক ডেমো প্রতিযোগীতা নিয়মিত হতেই আছে। আর অনেকে এটা গ্রহন করে বেশ ভাল বোনাস ডলার পাচ্ছে এবং তা দিয়ে ট্রেড করে প্রাপ্ত মুনুফা উত্তোলন করতে পারছে এবং বলা বহুল্য যে ইনস্টাফরেক্স উক্ত প্রতিযোগীতার জন্য বেশ ভাল ডলার বোনাস প্রদান করে থাকে এবং সেটা প্রথম পুরস্কার হিসাবে ১০০ ডলার থেকে শুরু হয়। তাই আপনিও এই প্রতিযোগীতায় অংশ গ্রহন করে মুনাফা অর্জন করতে পারেন।
habibi
2019-09-05, 05:25 PM
ইনস্টাফরেক্স ব্রোকারে যারা ট্রেড করেন তাদের জন্য মাসিক , দ্বিমাসিক , ত্রৈমাসিক, ষান্মাসিক বা বার্ষিক প্রতিযোগিতার আয়োজন করা উচিত। সেটা হতে পারে কিভাবে ট্রেড করে -মানি ম্যানেজমেন্ট, লট/ভলিউম,স্টপলস/টেকপ্রফিট সঠিকভাবে অনুসরণ করে কিনা , কত প্রফিট করে, লস কেমন হয়, কত পূজিতে কত প্রফিট করেছে তা যাচাইয়ের ভিত্তিতে পুরস্কৃত করা , রেজাল্ট ঘোষনার পরে । তাহলে বাংলাদেশের তরুনদের মধ্যে দারুন উতসাহ তৈরী হবে। আপনাদের মতামত বা মন্তব্য জানালে ভাল হয়।
ভাই আপনি হয়ত জানেন না ইন্সটাফরেক্সে এই এমন প্রতিযোগিতাগুলো অনেক আগে থেকে শুরু করেছে। ইন্সটাফরেক্স দৈনিক, সপ্তাহিক, মাসিক ভিত্তিতে প্রতিজগিতার আয়োজন করে। এবং এক একটি প্রতিযোগিতায় জন্য ৫০০ ডলার পর্যন্ত বোনাস দিয়ে থাকে। ইন্সটাফরেক্সের প্রতিযোগিতা গুলো হল-
ইন্সটাফরেক্স স্নাইপার
ওয়ান মিলিয়ন অপশন
এফএক্স-১ রেলি
লাকি ট্রেডার
রিয়েল স্কালপিং
এই সবগুলো প্রতিযোগিতা ডেমো অ্যাকাউন্টে হয়ে থাকে এবং বিজয়ীদের নাম এই ফোরামেও প্রকাশিত হয়ে থাকে। এই প্রতিযোগিতাগুলোত সম্পর্কে ইন্সটাফরেক্সের ওয়েবসাইটে বিস্তারিত দেওয়া আছে। এর লিংকটি আমি দিয়ে দিচ্ছি। এই লিংকে বিস্তারিত তথ্য পাবেন -https://www.instaforex.com/bd/forex_contests
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.