PDA

View Full Version : টাকা উত্তোলন



hripon
2014-12-24, 01:15 PM
ইনস্টাফরেক্স থেকে কি যেকোনো সময়ে যেকোনো এম্যাউন্ট এর টাকা উত্তোলন করা যায়? বোনাস থেকে লাভের টাকা তুলতে কি বাড়তি কোন শর্ত আছে?

qpionee
2015-01-04, 12:41 AM
টাকা উত্তোলন প্রসেসটা একটু বিস্তারিত বলবেন। আমার ট্রেডকৃত অজর্িত টাকা কিভাবে নগদ করতে পারব?

mybff
2015-02-19, 08:02 PM
হা আপনি যে কোন পরিমান মানি উত্তোলন করতে পারবেন।। এই জন্য আপনাকে আপনার সুবিধা মত একটি মানি পেমেন্ট প্রসেস এ একাউন্ট করতে হবে।। তবে আপনি যেহেতু বাংলাদেশী তাই যেটাতে এখানে উইথড্র সুবিধা সেটা ব্যবহার করা ভাল।।

tradeking
2015-02-20, 12:35 AM
আপনি যে কোন পেমেন্ট প্রসেস দিয়ে টাকা উত্তোলন করতে পারেন। তবে আপনাকে দেখতে হবে কোন পেমেন্ট প্রসেসি দিয়ে টাকা উত্তোলন আপনার জন্য সুবিধা জনক। আমার জনা মতে ভাল কয়েকটা পেমেন্ট প্রসেস এর নাম আপনার সাথে শেয়ার করতে চাই। সেগুলা হল স্ক্রিল মানি ব্রোকার যেটা সবার কাছে মানি ব্রোকার নামে পরিচিত,তাছাড়া নিটলার, পেঅনার দেয়েও আপনি টাকা তুলতে পারেন।

MD Aktarul Arefine
2015-04-04, 02:54 PM
ডাচ বাংলা মোবাইল এ্যকাউন্ট দ্বারা কি টাকা তোলা সম্ভব?

Bijoysingh
2015-04-23, 05:16 PM
হা যে কোন সময় টাকা উত্তোলন করা যায় তবে এক ডলারের উপরে হতে হবে ।

fxakas
2015-04-23, 09:44 PM
Skrill অথবা Neteller দিয়ে উইথড্র করলে ভালো। করণ বাংলাদেশে অনেকেই আছে যারা টাকার বিনিময় Skrill অথবা Neteller ডলার কেনা বেচা করে থাকে।

mohonalom
2015-07-02, 05:14 PM
বোনাস পয়েন্ট সংগ্রহ করার বিষয়টি একেটু জানাবেন কি দয়য়া করে ?

fxtdr
2015-07-10, 12:30 PM
হা আপনি যেকোন সময় টাকা ঊথাতে পারবেন । স্ক্রিল বা নেটেলার ব্যাবহার করতে পারেন । এতে ভেরিফাই করা বেশ সুবিধা । তাছাড়া আরোও একটি বিষয় খেয়াল রাখবেন কোন সময় আপনি দলার এর বিনিময়ে বেশি টাকা পাবেন । সেই সময় এ উইথড্র দিলে আপনি একটু বেশি টাকা পাবেন আরকি । আর আপনি যদি ফরাম এর বোনাস দিয়ে রিয়াল ট্রেড করেন তাহলে কিছু রেখে টাকা উত্তলন করুন না হলে একাউন্ট ব্লক হতে পয়ারে । আমার এক বড় ভাই এর হয়েছে তাই বললাম।

bijoy121
2015-07-10, 12:38 PM
আমি এই বিষয়ে পুরোপুরি জানি না। আামি জানি instaForex থেকে যেকোন সময় টাকা উত্তোলন করা যায়।

samrat
2015-08-27, 03:34 PM
টাকা উত্তলন করতে আমাদের সবচেয়ে ভালো পদ্ধতি কোনটি হবে । আমরা বিভিন্ন যায়গায় টাকা
উত্তলন করে থাকি । কিন্তু আমাদরে সবথেকে ভালো কোনটি হবে । কোন টাতে আমাদের সবচেয়ে টাকা কোম কাটবে ।

mdshahed255
2015-09-01, 11:27 AM
আমিও জানতে চাই কিভাবে টাকা উত্তোলন করা যায়?

Defender
2015-09-01, 03:20 PM
বোনাস এর টাকা অন লাইন ব্যাংক এ অ্যাড করতে হয় অধাৎ এটা মাসে ১ম সপ্তাহে জমা হয়ে যায় অটোমোটিভ ভাবে তারপর এটা দিয়ে ট্রেড করে আয় হলে সেটা নিদিষ্ট একাউট এ জমা হয়ে যায়।

Marufa
2015-09-02, 05:02 PM
টাকা উত্তলনের জন্য সবচেয়ে জনপ্রিয় হল নেটলার এবং স্ক্রিল । নেটলারের মাস্টার কার্ড দিয়ে আপনি বাংলাদেশের যেকোন মাস্টার কার্ড চিহিৃত এটিএম বুথ থেকে টাকা উঠাতে পারবেন । এটিই সবচেয়ে সহজ পদ্ধতি । ইনস্টাফরেক্স থেকে যেকোন পরিমান টাকা উত্তোলন করতে পারবেন । তবে উত্তোলনের আগে নিজে কিছু ইনভেস্ট করা ভাল ।

Marufa
2015-09-05, 05:26 PM
ইনস্টাফরেক্স মার্কেট মেকার ব্রোকার । তাই টাকা উত্তোরন করতে হলে ছোট ছোট এমাউন্ট উত্তোলন করাই ভাল । আর বোনাসের টাকা উত্তোলন করা যায় না । তবে বোনাস দিয়ে যে প্রফিট করবেন তা উত্তোলন করতে পারবেন ।

FxAhsan
2015-09-06, 12:54 PM
আপনি যেকোন সময় যেকোন এমাউন্ট তুলতে পারবেন।আপনার যদি বোনাস একাউন্ট হয় তাহলে ২য় লেভেল ও ভেরিফাইড হতে হবে।আর যদি বোনাস একাউন্ট না হয় তাহলে ভেরিফাইড না হলেও চলবে।আর বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় পেমেন্ট প্রসেসর হচ্ছে স্ক্রিল এবং ন্যাটেলার।

FxAhsan
2015-09-11, 10:08 PM
আপনি যখন ইচ্ছা টাকা উত্তোলন করতে পারবেন এবং তাদের বাংলাদেশে যে প্রতিনিধি রয়েছে তার মাধ্যমেও আপনি টাকা তুলতে পারবেন।ফোরাম বোনাস দিয়ে যদি ট্রেড করে থাকেন তাহলে পুরো টাকা উত্তোলন কইরেন না,প্রফিট দিয়ে ট্রেড করেন।

Aunik
2015-09-28, 07:25 AM
ইনস্টাফরেক্স থেকে কি যেকোনো সময়ে যেকোনো এম্যাউন্ট এর টাকা উত্তোলন করা যায়? বোনাস থেকে লাভের টাকা তুলতে কি বাড়তি কোন শর্ত আছে?

ইন্সটা ফরেক্স থেকে আপনি যেকোনো সময় টাকা উত্তলোন করতে পারবেন ।। যদি আপনার রিয়াল একাউন্ট এ টাকা রিয়াল হই অরঠাত আপনার আপনি যদি বোনাস এমাউন্ট বাদে রিয়াল ডলার দেন ইন্সটা ফরেক্স একাউন্ট এ তাহলে আপনি যেকোনো সমই আপনার একাউন্ট এর যেকোন পরিমান ডলার উত্তলোন করতে পারবেন ।। তবে ফরাম বোনাস এর ডলার নিলে আপনি যেকোন প্রিমান টাকা নিতে পারবেন না ।। কারন আপনি এখানে নিয়মের মদ্ধয়ে পড়ে জান ।।

RUBEL MIAH
2015-10-05, 06:37 PM
স্কিল বা নেটেলার মাধ্যমে টাকা উত্তোলন করা যায় ।স্কিল এর কার্ড দ্বারা ও ডাচ* বাংলা ব্যাংকের মাধ্যমে টাকা উত্তোলন করা যায় ্

mlbasumata
2015-10-24, 11:29 PM
ট্রেড করে লাভ করা আপনার টাকা তোলার ক্ষেত্রে কোন অসুবিধা নেই। আপনি যেকোন সময় যেকোন পরিমাণ টাকা তুলে নিতে পারেন। আপনার মিনিমাম ডিপোজিট ছাড়া এখানে অন্য কোন শর্ত নেই।

HasanXM
2015-11-07, 12:30 PM
আমি মনে করি বাংলাদেশের ক্ষেত্রে ট্রেডার টাকাি উত্তোলনের জন্য Skrill অথবা Neteller ব্যাবহার করতে পারেন তবে যে কোন Skrill অথবা Neteller দিয়ে উইথড্র করার পূর্বে একাউন্ট ভেরিফাই করতে হবে তা না হলে টাকা উত্তোলন করতে পারবেন না.

owalith
2015-11-20, 09:34 PM
হা ফোরাম ফরেক্স থেকে আপনি আপনার যে কন মানি তুলতে পারবেন। কিন্তু সরাসরি ফোরাম ফরেক্স থেকে তুলতে পারবেন না। জেকন এক তি মাদ্ধম দিয়া তুলতে হবে। এই মাধম তাকে আমরা ভাইয়া বলে জেনে থাকি। জেকন এক টি ভাইয়া মধম দারা মানি তুলতে পারবেন।

majidiqbal
2015-11-22, 01:01 PM
ফরেক্স থেকে পেমেন্টের ক্ষেত্রে অনেক পেমেন্ট সার্ভিসের ব্যবহার হয়। বাংলাদেশের ক্ষেত্রে সহজ যে পেমেন্ট সার্ভিসের মাধ্যমে পেমেন্ট সহজে আনা যায় সে সব সার্ভিস ব্যবহার করা ভাল। তবে সর্বপরি যেটা বলার তা হল অবস্ই আপনার সুবিধা মত পেমেন্ট সার্ভিস নির্বাচন করুন যা ফরেক্সে ব্যবহার হয়।

MotinFX
2015-12-13, 01:59 PM
আমার জানা মতে বোনাস থেকে লাভের টাকা তুলতে কোন সমস্যা নেই। ডে কোন সময় লাভের টাকা উঠানো যায়। স্ক্রীল বা নেটেইলারের মাধ্যমে টাকা উঠানো যায়।

HKProduction
2015-12-13, 03:24 PM
টাকা উত্তোলনের জন্য মানিবুকার্স সবচেয়ে ভাল । অনেকে অনেক কথা বললেও আমি মানিবুকার্সের লেনদেনকে খুবই দ্রুত ও স্মার্ট বলে মনে করি। আমাদের দেশের অধিকাংশ জনগণ মানিবুকার্সের মাধ্যমে ট্রান্সফার ও যাবতীয় লেনদেন করে থাকেন। এটি একটি খুবই ভাল পেমেন্ট প্রসেসর।

AbuRaihan
2015-12-15, 11:23 PM
হ্যাঁ আপনি ইন্সটাফরেক্স থেকে টাকা তুলার ক্ষেত্রে পুরো টাকা উত্তলোন করতে পারবেন ৤ এখানে সাধারণত দুই ধরনের ডিপোজিট হয়ে থাকে উভয় ক্ষেত্রে ভিন্ন শর্ত রয়েছে ট্রেডারদের ৤ আমরা যারা ফোরাম করি তরা টাকা তুলার ক্ষেত্রে শুধুু প্রফিট মানি উত্তলোন করতে পারব যদি লস হয় ক্ষেত্রে তা রিকভার করতে হয় ৤ এবং যারা ব্যক্তিগত টাকা ইনভেস্ট করে তারা চাইলে যে কোন সময় যে কোন পরমাাণ টাকা উত্তলোন করতে পারবে এবং এ ক্ষেত্রে ট্রেডার এর কোন ধরনরে শর্ত নেই ৤

Rahat015
2015-12-21, 03:23 PM
আপনি পারবেন। তবে বোনাস মানি তুলতে পারবেন না। তবে বোনাস মানি দ্বারা অর্জিত টাকা আপনি ক্যাশ করতে পারবেন। আর ক্যাশ করার জন্য আপনাকে যেকোন একটি প্রসেস ব্যবহার করতে হবে। আপনি স্ক্রিল, মানি বুকার বা অন্যান্য যে প্রসেস আছে তা ব্যবহার করবেন। তবে ক্যাশ করার জন্য উত্তম সময় হবে যখন ডলারের বিপরিতে টাকার দাম বাড়বে।

basaki
2015-12-21, 05:48 PM
টাকা উত্তলন ফরেক্স মার্কেট থেকে খুব সহজ। তার জন্য একজন ফরেক্স ট্রেডারকে প্রথমে একটি অনলাইন ব্যাংক এ একাউন্ট করতে হবে। যেমন অয়েবমানি পেপল পেযা পারফেক্টমানি ইত্যাদি।তারপার ব্রোকার একাউন্ট থেকে উইথড্র দিলেই টাকা উত্তলন হয়ে যাবে ।

HKProduction
2015-12-23, 07:13 PM
ফরেক্স একাউন্ট থেকে টাকা উইথড্র দিতে হলে সকাল 07.00 একটা ভাল সময়। আপনার টাকা আপনি উইথড্র দিবেন এতে সমস্যা হওয়ার কথা নয়। তবে বোনাস মানি থেকে প্রফিট তুলতে হলে আপনার একাউন্টটি হাইলি ভেরিফাইড হতে হবে। নয়তো আপনি প্রফিট তুলতে পারবেন না। এ জন্য নিয়মাবলী দেখুন।

Sahed
2016-03-25, 10:18 AM
হ্যা আপনি ইন্সটা ফরেক্স থেকে যে কোন সময় উইথড্র করতে পারবেন । আপনি যদি আপনার বোনাস একাউন্ট থেকে পেমেন্ট উইথড্র করতে চান তাহলে আপনাকে অবশ্যই লাভের অংশ উইথড্র করতে হবে । তবে আপনাকে অবশ্যই আপনার পেমেন্ট প্রসেসরটি আগে ভেরিফাই করে নিতে হবে । ধন্যবাদ ।

yasir arafat
2016-04-05, 01:14 PM
না ভাই আপনি আপনার বোনাস ছাড়া সকল প্রফিট কোন শর্ত ছাড়া তুলতে পারবেন।ইন্সটাফরেক্স এ জন্য কোন শর্ত দেয় নি।আপনার টোটাল বোনাসের মধ্যে আপনি যা লাভ করবেন তা এক ডলার হবার পর উত্তলন করতে পারবেন।

askam
2016-04-18, 09:17 AM
হ্যাঁ কোন আসুবিধা নেই , আপনি যেকোনো সময় ফরেক্স থেকে আপনার টাকা উঠাতে কোন প্রব্লেম নেই । আপনি তার জন্য স্ক্রিল, নেটেলার ,অথবা পেইজা টে একটি একাউন্ত করে ভেরিফাই করে নিন । তার পর আপনার টাকা আপনি ডিপোজিট অথবা উঠাতে পারবেন । এবং যেকন সময় যেকোনো এমাউন্ত ব্যাল্যান্স উইথড্র করতে পারবেন ।

Sahed Srabon
2016-06-15, 10:49 AM
হ্যা আপনি যে কোন সময় আপনার ইন্সটা ফরেক্স এ্যাকাউন্ট থেকে যে কোন পেমেন্ট প্রসেসরে আপনি ডলার উত্তোলন করতে পারবেন । তবে আপনি উইথড্র রিকুয়েস্ট করলে তা আপনার পেমেন্ট প্রসেসর এ পৌছাতে চার থেকে পাচ ঘন্টা সময় লাগতে পারে । কখনও কখনও আরও বেশি সময় লাগতে পারে । ধন্যবাদ ।

Rahat015
2016-06-23, 11:20 AM
আপনি স্ক্রিল বা নেটেলার দিয়ে টাকা তুলতে পারবেন। কারন এগুলা খুবই সোজা এবং টাকা অল্প সময়ের মধ্যে চলে আসে। আর এদের ভেরিফিকেশন টাও অনেক সোজা। কোন ঝামেলা নেই। আর যখন টাকার দাম বাড়বে তখন টাকা তুলবেন। এতে আপনার লাভ।

Tanmay
2016-07-28, 07:55 AM
আসালামুঅলাইকুম আমি অভিজ্ঞ বড় ভাইদের কাছে জানতে চাই এখানে কি করে টাকা আয় করতে হয় এবং তা কোথায় কি করে ট্রেড করতে হয়। আর টাকা উঠানোর পদ্ধতি টাই বা কি? মোট ৩ টা প্রশ্ন সহজ সংক্ষিপ্ত উত্তর দিলেই হবে । ধন্যবাদ।

fatema begum
2016-08-01, 02:24 AM
আমি নতুন হওয়াতে এবিষয় নিয়ে এখনো পরিষ্কার না।তবে অশা করছি আমরা ভাল ট্রেড করতে পারব।আপনাদের এই পোস্টটা থেকে কিছু নিয়মাবলী জানতে পারলাম।তবে আপনার কোন উইথড্র মেথড ব্যবহার করেন তা জানাবেন।ইন্সটাফরেক্সে প্রায় অনেক ধরনের উইথড্র মেথড রয়েছে।সুতরাং আপনাদের এ বিষয়ে মতামত জানাবেন।আমার মতে নেটেলার ভাল।

IFXRasel
2016-08-01, 10:12 AM
আসালামুঅলাইকুম আমি অভিজ্ঞ বড় ভাইদের কাছে জানতে চাই এখানে কি করে টাকা আয় করতে হয় এবং তা কোথায় কি করে ট্রেড করতে হয়। আর টাকা উঠানোর পদ্ধতি টাই বা কি? মোট ৩ টা প্রশ্ন সহজ সংক্ষিপ্ত উত্তর দিলেই হবে । ধন্যবাদ।

আপনি আমাদের forex-bangla ফোরামে পোস্ট করে নিয়মিত ফোরাম বোনাস পেতে পারেন। প্রতি পোস্টের জন্য ২০ সেন্ট করে বোনাস পাবেন যা দিয়ে লাইভ ট্রেডিং করতে পারবেন এমনকি এর প্রফিটও উত্তোলন করতে পারবেন। এই সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ফোরামের এই থ্রেডটি পড়ে দেখুনঃ-
http://forex-bangla.com/showthread.php?279-???????-???????-????????
আর ইন্সটাফরেক্সের বিভিন্ন Withdraw মেথড গু্লো জানতে নিচের এই লিঙ্কটি অনুসরন করুন-
https://secure.instaforex.com/en/withdrawals
ধন্যবাদ

Dilip05
2016-10-01, 07:20 PM
টাকা উত্তোলনের জন্য মানিব্রোকার অথবা নেটেলার একাউন্ট করা ভাল বাংলাদেশীদের জন্য। কারণ এই দুইটি অনলাইন ব্যাংকিং সবচেয়ে ভাল লেনদেন করে ও অনেক বিশ্বস্ত।

MoinFX
2016-10-03, 03:05 PM
ফরেক্স মার্কেটে যখন আসে ট্রেড করা জানতে পারলেন তখন একদিন কিভাবে একাউন্ট টাকা তুলতে হয় সেটা জানতে পারবেন। আপনাকে আরোও বেশি করে জানতে হবে কারন এটা একটা গুরুত্বপুর্ন বিষয়।স্ক্রিল বা নেটেরারে একাউন্ট করে টাকা ট্রান্সফার করতে পারেন।

tarekbsl101
2016-10-06, 09:01 PM
নেটেলার বা স্কিরল ভয়াল একটি সিসস্টেম
এটি ব্যবহার করা ভাল

Momen
2017-07-24, 01:38 PM
ইন্সটা ফরেক্স থেকে আপনি যেকোন সময় যেকোন পরিমান টাকা তুলে নিতে পারবেন। তবে আপনার একাউন্টটি যদি বোনাস একাউন্ট হয় তাহলে আপনার এক সাথে ১০ ডলার এর উপর উইথড্র না দেওয়াই ভাল। কেননা, বোনাস একাউন্ট থেকে বড় বড় অংকের উইথড্র করলে অনেক সময় ব্রোকার একাউন্টটি বাতিল করে দেয়। তাই, আমি বলবো বোনাস একাউন্ট থেকে ছোট ছোট মাপের উইথড্র করাই ভালো হবে।

mahbubhb
2017-08-19, 12:34 PM
ফরেক্স ফোরামের বোনাসের টাকা ইনস্টা ফরেক্স এর ট্রেডিং একাউন্টে যোগ হওয়ার পর তা দিয়ে আপনাকে ট্রেডিং করতে হবে এবং ট্রেডিং করে যে লাভ হবে সেই লাভের টাকাই শুধুমাত্র উঠাতে পারবেন। এজন্য আপনাকে যে কোন একটি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতে হবে। তার জন্য স্ক্রিল বা নেটেলার বাংলাদেশের জন্য সবচেয়ে ভাল। তবে লাভের পুরো টাকা উঠাবেন না, কিছু পরিমাণ রেখে দিবেন তাহলে একাউন্ট ব্লক হওয়ার ভয় থাকবেনা।