PDA

View Full Version : কারেন্সি জোড়/পেয়ার



shuvo2014
2014-12-24, 03:39 PM
ফরেক্স ট্রেডিং হল একই সাথে একটি কারেন্সির ক্রয় এবং অন্য কারেন্সির বিক্রয়। কারেন্সি কোন ব্রোকার অথবা ডিলারের মাধ্যমে এবং Pair বা জোড়ায় ট্রেড করা হয়।

fxover
2015-09-19, 10:20 AM
ফরেক্স মার্কেটে আমরা যখন কোন মূদ্রা কেনাবেচা করি তখন তা জোড়ায় জোড়ায় করে থাকি । যেমন - eur/usd, aud/usd, cad/usd, gbp/usd ইত্যাদি । আর এগুলোর একেকটিকে কারেন্সি জোড় বা পেয়ার বলে । আমরা যদি ভালো দক্ষ ট্রেডার হতে চাই তাহলে আমাদের উচিত সব গুলো পেয়ার এনালাইসিস না করে কোন একটি নির্দিষ্ট পেয়ারে ট্রেড করা । সব গুলো পেয়ারে ট্রেড করলে আমি মনে করি এক্সপার্ট হওয়া যায় না ।

Momen
2015-09-19, 11:04 AM
ফরেক্স মার্কেট টা হল একটা কারেন্সির সাথে আর একটা কারেন্সির লেনদেন। একটা কারেন্সি ক্রয় করে অন্য কারেন্সি বিক্রি করা, একটা বিক্রি করে আর একটা ক্রয় করা।

dinner
2015-12-04, 03:10 PM
ফরেক্স ট্রেডিং হল একই সাথে একটি কারেন্সির ক্রয় এবং অন্য কারেন্সির বিক্রয়। কারেন্সি কোন ব্রোকার অথবা ডিলারের মাধ্যমে এবং Pair বা জোড়ায় ট্রেড করা হয়।উদাহারনসরূপঃ ইউরো ও ইউ. এস. ডলার এর জোড় EUR/USD অথবা ব্রিটিশ পাউন্ড ও জাপানিজ ইয়েন এর জোড় GBP/JPY.আপনি যখন ফরেক্স ট্রেডিং করবেন, আপনাকে Pair বা জোড় এর মাধ্যমে ক্রয়/বিক্রয় করতে হবে।

basaki
2016-03-17, 10:53 AM
ফরেক্স মার্কেটে আপনি যদি কারেন্সি পিয়ারে ট্রেড করতে পারেন তবে আমি মনে করি সেটাই অনেক ভাল হবে যদিও কারেন্সি পিয়ারে খুব কম আপডুন হয়ে তাকে তবে সেটাই ভাল হবে কারন যেখনে কম উপডাউন হয় সেখানে আপনার লস্টাও কম হবে বলে আমি মনে করি তাই কারেন্সি ভাল।

abdulguffer
2016-03-19, 08:59 PM
ফরেক্স এ কারেন্সি জোড়ায় বা পেয়ার এ ট্রেড করতে হয়। প্রতি কারেন্সি পেয়ার এ একটি মেইন কারেন্সি ও একটি বেইজ কারেন্সি থাকে ।প্রতি কারেন্সি পেয়ার ট্রেড এর সময় একটা কারেন্সি ক্রয় এর পাশাপাশি আরেকটি কারেন্সি বিক্রয় করা হয় ।

fatemaakhter
2016-03-19, 10:44 PM
ফরেক্স ট্রেডিংয়ে পেয়ার তথা মুদ্রাজোর অনেক গুরুত্বপূর্ন টুলস।মুদ্রাজোর গুলোর পরিবর্তনের মাধ্যমে লাভ-লস হয় বলে মুদ্রাজোর গুলোর অ্যানালাইসিস করতে হয়।কখন পেয়ারের মুভমেন্ট কেমন হতে পারে তা নির্ধারন করে ট্রেডিং করা হয়।আর এই অ্যানালাইসিস করার জন্য নির্ধারিত কিছু পেয়ার নিয়ে ট্রেড করাই ভালো। আমি euro/usd,gbp/usd পেয়ারে ট্রেড করি ।

dwipFX
2016-05-19, 10:45 AM
ফরেক্স মার্কেটে দুইটি শক্তি শালি দেশের মুদ্রা নিয়ে কারেন্সি পেয়ার হয়। যেমন eurusd,gbpusd,usdchf কারেন্সি পেয়ার। এই খানে প্রথম টাকে বলা হয় বেস কারেন্সি এবং দ্বিতীয় টিকে বলা হয় কাউন্টার কারেন্সি। আমরা যখন বাই করি বেস কারেন্সি বিপরীতে কাউন্টারি কারেন্স সেল করি।

mahbubhb
2017-08-09, 09:36 PM
কারেন্সি পেয়ার হচ্ছে ফরেক্সে ট্রেডিং করার সময় আমরা যে কোন দুটি দেশের মুদ্রার বিনিময় মুল্যকে কিনে থাকি। এখানে এই দুইটি মুদ্রাকে কারেন্সি পেয়ার বা জোড়া বলা হয়ে থাকে। আরেকটু সহজ করে বলতে গেলে আপনারা ফরেক্সে ট্রেডিং করার সময়ে লক্ষ্য করবেন যে দেওয়া থাকে urousd, gbpusd, usdcad ইত্যাদি। এই সংকেত গুলো হল কারেন্সি পেয়ার বা জোরা।

Zubaer54
2017-08-15, 04:09 PM
ফরেক্সে কারেন্সি ট্রেড করা হয়।ক্রস মুদ্রা জোড়ার হারকে বলা হয় ক্রস হার। ফরেক্সে প্রধান কিছু মুদ্রা জোড়া রয়েছে সেগুলো হলো: aud/usd, eur/usd, gbp/usd,cad/usd,usd/chf,ইত্যাদি। আর আমরা যখন ট্রেড করি তখন এই পেয়ারগলোর কোন একটাতে বাই বা সেল করি আর সেই বাই বা সেল হতেই লাভ বা লস হয়। ধন্যবাদ

shamim0976
2017-08-26, 12:35 PM
কারেন্সি পেয়ার হচ্ছে একটি মুদ্রার স্বপেক্ষে আরেকটি মুদ্রার মূল্য।
০১ ডলারের দাম কত? এটি একটি হাস্যকর প্রশ্ন কারন ১ ডলারের মূল্য ৮২ টাকা, 0.৮৮ ইউরো বা ৬৩ রুপি।
কাজেই একটি মুদ্রার মান নির্ভর করে অন্য আরেকটি মুদ্রার উপর। আর এজন্যই ফরেরক্স এ সবসময় দুইটা মুদ্রা একত্রে বিবেচনা করা হয় যা কারেন্সি পেয়ার নামে পরিচিত।

Rokibul7
2020-07-20, 01:02 AM
ফরেক্স মাকেটে কারেন্সি পেয়ারের মাধ্যমে টেড করা হয় এটা আমরা সবাই জানি।পেয়ারের প্রইজ কখনও বেজ কারেন্সির বারে আবার কখনও কোট কারেন্সির বাড়ে আর এর মাধ্যমেই প্রফিট জয়ে থাকে।

FREEDOM
2020-07-25, 01:26 PM
ফরেক্স ট্রেডিং হল একই সাথে একটি কারেন্সির ক্রয় এবং অন্য কারেন্সির বিক্রয়। কারেন্সি কোন ব্রোকার অথবা ডিলারের মাধ্যমে এবং Pair বা জোড়ায় ট্রেড করা হয়।উদাহারনসরূপঃ ইউরো ও ইউ. এস. ডলার এর জোড় EUR/USD অথবা ব্রিটিশ পাউন্ড ও জাপানিজ ইয়েন এর জোড় GBP/JPY.আপনি যখন ফরেক্স ট্রেডিং করবেন, আপনাকে Pair বা জোড় এর মাধ্যমে ক্রয়/বিক্রয় করতে হবে।