PDA

View Full Version : ফরেক্স এ স্টপ লস বিষয়টা কি ?



Pages : [1] 2

shohan
2014-01-29, 01:50 AM
ফরেক্স এ ট্রেডের ক্ষেত্রে স্টপ লস বিষয়টা কি ?এইটা কিভাবে ব্যবহার করতে হয়।ফরেক্স ট্রেডে এর ভুমিকা কেমন?

Saifulst1
2014-01-29, 10:04 AM
ফরেক্সে স্টপ লস একটা গুরুত্বপূর্ণ টার্ম। আপনি একটা ট্রেড ওপেন করলেন- আপনার অবশ্যই টার্গেট আছে কত পিপ গেইন করতে চাচ্ছেন ঠিক একই ভাবে আপনার টার্গেট থাকতে হবে আপনি কত পিপ লস নিতে চান।

RjUBEL
2014-01-29, 10:45 AM
স্টপ লস হল আপনার নির্দিষ্ট কোন অর্ডার যদি আপনার বিপরীতে যায় তাহলে আপনি কত ডলার প্রফিট করতে চান তা টেইক প্রফিট হিসেবে সেট করে দেওয়াকে বোঝায়। অর্থাৎ আপনি ট্রেডে যদি নাও থাকতে পারে তাহলে ঐ নির্দিষ্ট পরিমান লস এ গেলে আপনার সেট করা স্টপ লস হিট করে ট্রেডলি লসে ক্লোজ হয়ে যাবে এবং নির্দিষ্ট পরিমান লাভে গিয়ে আপনার দেওয়া টেক প্রফিট হিট করে ট্রেডটি অটোমেটিকভাবে লাভে ক্লোজ হয়ে যাবে। এটা হচ্ছে সাধারণভাবে স্পট লস এবং টেইক প্রফিট।

Jahangir2812
2014-01-29, 11:14 AM
আমি মনে করি ফরেক্স স্টপ লস বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ টার্ম কারণ আপনি যখন একটা ট্রেড অপেন করবেন তখন অবশ্যই আপনাকে একটা টার্গেট নিবেন যে কত পিপস লাভ নিবেন ঠিক তেমনি টার্গেট নিতে হবে কত পিপস লস নিবেন যে এর উপর আপনি লস আর বয়তে পারবেন। সেই টার্গেট টাকে লক্ষ্য রেখে টেক প্রফিট যেভাবে আপনি সেট করে রাখেন ঠিক তেমনি টেক লস অপশনটাও সেট করে রাখলে আপনার ঐপর্যন্ত মার্কেট এর অবস্থান যাওয়া হলে আপনার স্টপ লস বন্ধ হয়ে যাবে।

souravfx
2014-01-29, 02:22 PM
প্রতিটা ট্রেড এর ক্ষেত্রে স্টপ লস ব্যবহার করা উচিত। স্টপ লস ব্যবহার করলে অ্যাকাউন্ট সেভ হয় ।

mannaf
2014-01-29, 05:47 PM
প্রতিটি ট্রেডেই স্টপ লস টার্মটি ব্যবহার করা উচিত। স্টপ লস হলো এমন একটি কমান্ড যা নিদিস্ট এমাউন্ট সিলেক্ট করে সেট করলে দাম কমলে অটমেটিকলি ঐ দামে আসলেই ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। বেশি লস হবে না।

nurul1474
2014-01-29, 06:35 PM
ফরেক্স এ স্টপ লস হচ্ছে একটা অটোমেটিক একটা অপশন যেটা দিয়ে লস যাতে কম থাকে তার নিরাপত্তা নিশ্চিত করা। কখন ও ট্রেড এ সব সময় উপস্তিত থাকা সম্ভব হয় না। তখন লস যেন বেশি না হয় তার জন্য স্টপ লস বেবহার করা হয় । স্টপ লস থাকার এইতাই হল অনেক সুবিধা । নিজে উপস্তিত না থেকে ও ট্রেড ক্লোজ করা যায়।

দ্বিধা
2014-01-29, 06:56 PM
ফরেক্স এ যারা ট্রেড করেন তাদের জন্য স্টপ লস হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা হচ্ছে চলমান কোন ট্রেড এ আপনি সবচেয়ে বেশি কতটুকো লস করবেন তার সীমা। কোন ট্রেড সেই সীমাই পৌঁছালে স্বয়ংক্রিয় ভাবে সেই ট্রেড বন্ধ হয়ে যাবে।

Nayan22
2014-01-30, 06:54 PM
ফরেক্সে স্টপ লস একটা গুরুত্বপূর্ণ টার্ম। আপনি একটা ট্রেড ওপেন করলেন- আপনার অবশ্যই টার্গেট আছে কত পিপ গেইন করতে চাচ্ছেন ঠিক একই ভাবে আপনার টার্গেট থাকতে হবে আপনি কত পিপ লস নিতে চান।

rahat
2014-01-30, 07:12 PM
আমার মতে ফরেক্স এ ট্রেড করার জন্য স্টপ লজ বিষয়টা একটা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে কারন ট্রেড ওপেন করার সময় আপনি কতটুকু টেক প্রফিট এবং কতটুকু টেক লজ নির্ধারন করবেন তার উপর নির্ভর করবে এবং এর মধ্যে যদি ফরেক্স মার্কেট এ পিপস যদি কমতে থাকে এবং বাড়তে থাকে সেক্ষেত্রে আপনার ট্রেড এ যদি নির্দিষ্ট টেক প্রফিট ও টেক লজ নির্ধারন করা থাকলে আপনার একাউন্ট অনেক সেফ থাকবে। তবে আমার মতে স্টপ লজ ব্যবহার করা উচিত।

hamja
2014-01-30, 09:50 PM
স্টপ লস টা হল ট্রেডের জন্য অনেক বড় একটা অস্ত্র বলতে পারেন, কারন স্টপ লস ছাড়া ট্রেড করলে একসময় আপনার মানি ম্যনেজমেন্তে বড় ধরনের সমসস্যায় পরতে হবে, আর একজন ভাল ত্রেদার কখনই স্টপ লস ছাড়া ট্রেড করে না, আর রেক্স বিহীন ট্রেডের জন্য এর থেকে ভাল আর কোন মাধ্যম নাই ।

munir
2014-01-30, 11:46 PM
ফরেক্স এ যারা ট্রেড করেন তাদের জন্য স্টপ লস হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্টপ লস থাকার এইতাই হল অনেক সুবিধা । ট্রেড ওপেন টার্গেট কত পিপ গেইন করতে চাচ্ছেন ঠিক একই ভাবে আপনার টার্গেট থাকতে হবে আপনি কত পিপ লস নিতে চান। স্টপ লস হলো এমন একটি কমান্ড যা নিদিস্ট এমাউন্ট সিলেক্ট করে সেট করলে দাম কমলে অটমেটিকলি ঐ দামে আসলেই ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। বেশি লস হবে না।

saown
2014-01-31, 04:55 PM
ফরেক্স মার্কেটে স্টপ লস একটি অপশন যা দ্বারা আমরা আমাদের অ্যাকাউন্ট কে নিরাপরতা দিতে পারি।আমি মনে করি আঁটি একটা অনেক ভাল মাধ্যম যার মাধমে আমরা আমাদের লসের পরিমান নিয়ন্ত্রন করতে পারি।

FXSam
2014-02-01, 01:44 PM
স্টপ লস এর মাধ্যমে আমরা এই মার্কেট এ মানি ম্যানেজমেন্ট এর মাধ্যমে নির্দিষ্ট পয়েন্ট এ বা নির্দিষ্ট লস % হিসাব করে স্টপ লস বসিয়ে থাকি যাতে করে মার্কেট আমাদের টার্গেট ক্রস করলে অটো ট্রেড বন্ধ হয়ে যায় । স্টপ লসের মাধ্যমে আমাদের একাউন্টের নিরাপত্তা বজায় থাকে ।

Forex
2014-02-01, 09:56 PM
ফরেক্স মার্কেট এ স্টপ লস বিষয়টা হল আমাদের জন্য একটি প্রতিরক্ষা মূলক অবস্থান আমরা স্টপ লস আর টেক প্রফিত দিয়ে মার্কেট থেকে সহজেই টাকা বের করে আনতে পারি । এর মাধ্যমে আমাদের একাউন্ট এর ঝুঁকি কমে যায় ফলে আমরা খুব সহজেই এ থেকে আয় করে নিতে পারি ।

mostafa
2014-02-01, 11:48 PM
ফরেক্স মার্কেটে স্টপ লস একটা গুরত্ব পূর্ন বিষয় । স্টপ লস হলো আপনি একটা ট্রেড বা ্অর্ডর করলেন ্অর্ডর টি যদি আপনার বিপরিতে যায় তা্হলে কত বিপরীতে গেলে ট্রেডটি ক্লোজ হবে এটা স্টপ লস এর মাধ্যমে নির্ধারন করা হয়।

anik
2014-02-02, 03:32 PM
স্টপ লস এর মাধ্যমে আমরা এই মার্কেট থেকে পয়েন্ট হিসাবে লসের পরিমাণ নির্ধারণ করে থাকি আমি মনে করি আমাদের সকলের দরকার ফরেক্স মার্কেট এ স্টপ লসের বেবহার শিখা কারন স্টপ লসের মাধ্যমে আমরা আমাদের সকল সমস্যার সমাধান করে থাকি ।

shezankhan
2014-02-09, 10:19 PM
ফরেক্স এ স্টপ লস বিষয়টি হলো আমিনি যেই ট্রড ওপেন করেছেন সেই ট্রড আপনি কত হরো অপ হয়ে যাবে। সেই বিষয়ের উপর আপনি কমান্ড দিয়ে রাখবেন যে আমর যদি ট্রড ১৫ পিপস লস হয় তাহলে আমি আর ট্রড করতে চাচ্ছি না। তাই আপনি ট্রড প্রফিট আর টেক লস দিয়া থাকলে আপনার একাউন্ট অনেকটা সেফ থাকবে।

Md. Monirul
2014-02-09, 10:26 PM
ফরেক্স মার্কেটে আপনি যদি কোন ট্রেড দিয়ে থাকেন সেটা সেল বা বাই যাহাই হোক না কেন। সেই ট্রেড এ আপনার লাভ হলে খুবই ভাল। কিন্তু যদি আপনি মনে করেন লাভ না হয়ে যদি লস হয় তাহলে আপনি নির্দিষ্ট একটি পরিমান করবেন সেটা নির্নয় করবেন আপনার স্টপলস এর মাধ্যমে। আপনি যদি স্টপলস নির্নয় করে দেন তাহলে মার্কেট আপনার স্টপলস পরিমান এসে গেলে আপনার ট্রেড লসসহ সহবন্ধ হয়ে যাবে। ফরেক্স মার্কেটে ট্রেড এর ক্ষেত্রে স্টপলস ব্যবহার করা খুবই জরুরী।

sumon1231
2014-02-12, 04:03 PM
ফরেক্স মার্কেটে স্টপ লস খুবি গুরুত্তপূর্ন। ট্রেড করার জন্য ফরেক্স মার্কেটে স্টপ লস ব্যবহার করা উচিত আমি মনে করি তা না হলে আপনার একাউন্ট এ সমস্যা হতে পারে তাই স্টপ লস ব্যবহার করা ভাল।

kamrul12
2014-02-12, 04:59 PM
স্টপ লস বিষয়টি হল যে আপনি যদি বেশি লস খেতে থাকেন তা স্টপ করে দিবে।স্টপ লসের কারনে আপনি বেশি লস করবেন না।এটা আপনাকে লস থেকে লাভের পথে নিএ যাবে।

zaman
2014-02-12, 05:12 PM
স্টপ লস হচ্ছে একটা নির্দিষ্ট লসে স্বয়ংক্রিয় ট্রেড ক্লোজ হওয়ার অপশন।ফরেক্সের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়।নিউজ ট্রেডের সময় এটার গুরুত্ব অনেক বেশী।স্টপ লস আমাদের অ্যাকাউন্টকে জিরো হওয়ার হাত থেকে রক্ষা করে।

মাহিরা
2014-02-12, 05:16 PM
ফরেক্সে স্টপ লস একটা গুরুত্বপূর্ণ টার্ম।আপনি ট্রেডে যদি নাও থাকতে পারেন তাহলে ঐ নির্দিষ্ট পরিমান লস এ গেলে আপনার সেট করা স্টপ লস হিট করে ট্রেডলি লসে ক্লোজ হয়ে যাবে এবং নির্দিষ্ট পরিমান লাভে গিয়ে আপনার দেওয়া টেক প্রফিট হিট করে ট্রেডটি অটোমেটিকভাবে লাভে ক্লোজ হয়ে যাবে। এটা হচ্ছে সাধারণভাবে স্পট লস এবং টেইক প্রফিট।

fxkabir
2014-02-12, 09:12 PM
আমি মনে করি ফরেক্স মার্কেটে স্টপ লস খুবি গুরুত্তপূর্ন । স্টপ লস করলে আপনে বেশি লস করবেন না । আমি মনে করি আপনার একাউন্টকে টিকিয়ে রাখার জন্য স্টপ লস ব্যবহার করা ।

jaki
2014-02-12, 10:02 PM
আমি মনে করি ফরেক্স স্টপ লস বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ টার্ম কারণ আপনি যখন একটা ট্রেড অপেন করবেন তখন অবশ্যই আপনাকে একটা টার্গেট নিবেন যে কত পিপস লাভ নিবেন ঠিক তেমনি টার্গেট নিতে হবে কত পিপস লস নিবেন যে এর উপর আপনি লস আর বয়তে পারবেন।ফরেক্স এ স্টপ লস হচ্ছে একটা অটোমেটিক একটা অপশন যেটা দিয়ে লস যাতে কম থাকে তার নিরাপত্তা নিশ্চিত করা।

kawsar42nt
2014-02-12, 10:21 PM
ফরেক্স এ যারা নতুন তাদের যেন লস কম হয় তা করার এক্টিব উপায়ভ হল স্টপ লসস। স্টপ এর মাধ্যমে একটা নির্দিষ্ট পরিমান এমাউন্ট ঠিক করে লস এর পরিমান নির্ধারন করা যায়। এতে ট্রেডারের বেশি অংকের লস হয় না।

ashiknirob
2014-02-12, 10:50 PM
স্টপ লস বলতে এমন পরিমান লসের কথা বলা হই জার নিচে আর লস হবে না এতে ট্রেডারের লসের পরিমান টা কম হই , স্টপ লস বিশেষ করে যারা ফরেক্স এ নতুন তাদের জন্য ভাল।

shezankhan
2014-02-12, 11:01 PM
ফরেক্স এই বিষয় সর্ম্পকে আমরা সবাই পরিচিত এবং এটি দ্বারা বুঝায় যায় যে স্টপ লস মানে লস বন্দ করা এটি আপটি ট্রেড করার সময় ভাবেন যদি আপনি লস করবেন বেশি পরিমান এই জন্য আপনি স্টপ লস সেট করতে পারেন এটি তে আপনার একাউন্ট সচল থাকে।

noman9t9
2014-02-13, 02:02 AM
নতুন দের জন্য স্টপ লস ব্যাবহার করা টা অনেক জুরুরি বলে আমি মনে করি আপনি যদি নতুন হওয় থাকেন আর ফরেক্স সম্পর্কে কিছুই না জানেন তাহলে আপনাকে ওইটাই করতে হবে আর আমি মনে করি আপনি এইটা করলে অনেক ভাল করবেন আর আমি আসা করি আপনি পারবেন যদি টা ফলো করেন

Tomen
2014-02-13, 10:08 AM
ফরেক্স এ স্টপ লস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম বা প্যারামিটার। কারন এটার মাধ্যমে আমরা ট্রেডকে বলে দিতে পারি আমরা প্রতিটি ট্রেডে কত পরিমাণ লস দিতে রাজী আছি। যখন আমরা সেল করি তখন আমরা সেল প্রাইসের উপরে যত পিপস লস দিতে রাজি থাকি ঠিক তত পিপস এ স্টপ লস দিয়ে থাকি। যখন আমরা বাই করি ঠিক তার উলটো ঘটনা ঘটে। সুতরাং এটি একটা গুরুত্বপূর্ণ প্যারামিটার।

MasterFX2014
2014-02-17, 01:44 PM
ফরেক্স এ ট্রেড করার জন্য স্টপ লজ বিষয়টা একটা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে , স্টপ লস হল আপনার নির্দিষ্ট কোন অর্ডার যদি আপনার বিপরীতে যায় তাহলে আপনি কত ডলার প্রফিট করতে চান তা টেইক প্রফিট হিসেবে সেট করে দেওয়াকে বোঝায়। অর্থাৎ আপনি ট্রেডে যদি নাও থাকতে পারে তাহলে ঐ নির্দিষ্ট পরিমান লস এ গেলে আপনার সেট করা স্টপ লস হিট করে ট্রেডলি লসে ক্লোজ হয়ে যাবে এবং নির্দিষ্ট পরিমান লাভে গিয়ে আপনার দেওয়া টেক প্রফিট হিট করে ট্রেডটি অটোমেটিকভাবে লাভে ক্লোজ হয়ে যাবে। এটা হচ্ছে সাধারণভাবে স্পট লস এবং টেইক প্রফিট।

mostafa
2014-02-17, 03:14 PM
ফরেক্স মার্কেটে স্টপ লস গুরত্ব পূর্ন বিষয়। আপনি একটি ট্রেড ওপেন করলেন এখন আপনার একটা টার্গেট আছে যে আপনি কত পিপস লাভ করবেন আবার আপনার ট্রেডটি যদি বিপরীতে যায় সেটা কত পিপস বিপরীতে গেলে আপনার ট্রেডটি ক্লেজ করবেন সেটা স্টপ লস এর মাধ্যমে নির্ধারন করা হয়।

Forex
2014-02-17, 03:17 PM
স্টপ লস এর মাধ্যমে আমরা এই মার্কেট হতে আমাদের লস কে কমিয়ে আনি ফরেক্স করতে হলে আমাদের কে সব সময় মনে রাখতে হবে কখনই স্টপ লস ছাড়া ট্রেড করা যাবে না তাহলে এখানে যে কোন সময় লস হতে পারে । আমি চাই এই মার্কেট হতে প্রফিট করতে তাই আমি স্টপ লস আর টেক প্রফিট এর ব্যাবহার করে থাকি ।

shezankhan
2014-02-18, 02:51 AM
ফরেক্স এর স্টপ লস বিষয়টি হলো যখল আপনি সেল বা বাই বেশি টে্রড লটে ওপেন করে থাকেন তখন আপনার লস হলে যেন বেশি লস হই না এই কারনে স্পট লস দিয়া হইয়ে থাকে সাধারনত।

banna50
2014-02-18, 09:09 AM
ফরেক্স এ স্টপ লস খুবই গুরত্তপুড়নো একটা ব্যাপার। কারন স্টপ লস ব্যবহার করলে আপনার অ্যাকাউন্ট কখনও ০ হবে না। তবে কিছু সময়ই আপনার ট্রেড লস এ ক্লোস হতে পারে। তবে স্টপ লস ব্যবহার করা আমার মনে হয় অনেক নিরাপদ।

saidul1234
2014-02-24, 07:02 PM
ফরেক্স এ স্টপ লস বলতে আমি বুঝি আপনি কতটুকু লস করবেন তার আগাম বার্তা সেভ করে রাখাকেই স্টপ লস বলে । এর মাধ্যমে নির্দিষ্ট পরিমানে লসে গিয়ে অটোমেটক ভাবে ট্রেড ক্লোজ করে দেওয়াই স্টপ লসের কাজ ।মনে করেন আপনি একটি ট্রেডে ২% লস করবেন এর বেশি করা যাবে না , ট্রেড অপেন করার পর আপনার লসের পরিমান বেশি হতে চাইলে তখন অটোমেটিক ভাবে ট্রেড বন্ধ হয়ে যাবে । ফরেক্স এ স্টপ লস ব্যবহার করা ভাল আমি ও স্টপ লস ব্যবহার করি ।

monirbd
2014-02-25, 01:12 PM
ফরেক্স এ ট্রেডের ক্ষেত্রে স্টপ লস মানে আপনি একটি ট্রেডে কত পিপ বা পাইপেট লস মেনে নিবেন সেইটা সিলেক্ট করে দেওয়া হচ্ছে স্টপ লস। ধরুন আপনি একটি ট্রেড ১.৩৫০০ তে বাই ধরলেন এখন বাজার যত উপরে যাবে আপনার তত প্রফিট হবে কিন্তু যদি বাজার নিচের দিকে যায় তখন আপনার লস হবে, আপনি মনে করলেন ২০ পিপ আপনি লস নিবেন তাহলে আপনাকে ১.৩৪৮০ পিপে স্টপ লস দিয়ে রাখতে হবে তাহলে এর বেশি আপনার লস হবে না।

Reza
2014-02-25, 01:17 PM
ফরেক্স ট্রেডিং এ স্টপ লস এমন একটি বিষয় যা দ্বারা আপনি কত লস নিতে তা নির্ভর করে। আমরা যদি স্টপ লস ফিক্সড করে নিতে পারি তাহলে আমরা ভালো প্রফিট করতে পারব।

kolim
2014-02-25, 02:22 PM
আপনি একটা ট্রেড ওপেন করলেন- আপনার অবশ্যই টার্গেট আছে কত পিপ গেইন করতে চাচ্ছেন ঠিক একই ভাবে আপনার টার্গেট থাকতে হবে আপনি কত পিপ লস নিতে চান।

ratul
2014-02-28, 08:54 PM
স্টপ লস হল ফরেক্স মার্কেট এর একটি সেটিং যেখানে আপনি পয়েন্ট সেট করে রাখবেন মার্কেট অই পয়েন্ট এ গেলে ট্রেড আপনা আপনি ভাবে বন্ধ হয়ে যাবে এভাবে আপনি ফরেক্স মার্কেট থেকে অনেক সহজে ট্রেড করতে পারেন এ জন্য আমাদের কে ভাল করে ট্রেডিং শিখতে হবে ।

rafin95
2014-03-02, 08:07 PM
আমি মনে করি ফরেক্স স্টপ লস বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ টার্ম কারণ আপনি যখন একটা ট্রেড অপেন করবেন তখন অবশ্যই আপনাকে একটা টার্গেট নিবেন যে কত পিপস লাভ নিবেন ঠিক তেমনি টার্গেট নিতে হবে কত পিপস লস নিবেন যে এর উপর আপনি লস আর বয়তে পারবেন। সেই টার্গেট টাকে লক্ষ্য রেখে টেক প্রফিট যেভাবে আপনি সেট করে রাখেন ঠিক তেমনি টেক লস অপশনটাও সেট করে রাখলে আপনার ঐপর্যন্ত মার্কেট এর অবস্থান যাওয়া হলে আপনার স্টপ লস বন্ধ হয়ে যাবে।

imran95
2014-03-02, 09:06 PM
ফরেক্স এ স্টপ লস হচ্ছে একটা অটোমেটিক একটা অপশন যেটা দিয়ে লস যাতে কম থাকে তার নিরাপত্তা নিশ্চিত করা। কখন ও ট্রেড এ সব সময় উপস্তিত থাকা সম্ভব হয় না। তখন লস যেন বেশি না হয় তার জন্য স্টপ লস বেবহার করা হয় । স্টপ লস থাকার এইতাই হল অনেক সুবিধা । নিজে উপস্তিত না থেকে ও ট্রেড ক্লোজ করা যায়।

Reza
2014-03-03, 12:19 PM
ফরেক্সে স্টপ লস বলতে আমি ঠিক কতটুকু লস নিব তার একটি প্রক্রিয়া তাই এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের প্রত্যেকের উচিৎ ভালোভাবে এনালাইসিস করে মার্কেটে সামনের দিকে এগিয়ে যাওয়া।

Rubelmax
2014-03-03, 01:01 PM
স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।

mamun4earn
2014-03-03, 01:20 PM
ফরেক্সে স্টপ লস একটা গুরুত্বপূর্ণ টার্ম আপনি একটা ট্রেড ওপেন করলেন আপনার অবশ্যই টার্গেট আছে কত পিপ গেইন করতে চান।আপনার নির্দিষ্ট কোন অর্ডার যদি আপনার বিপরীতে যায় তাহলে আপনি কত ডলার প্রফিট করতে চান তা টেইক প্রফিট হিসেবে সেট করে দেওয়াকে বোঝায়।কোন ট্রেড সেই সীমাই পৌঁছালে স্বয়ংক্রিয় ভাবে সেই ট্রেড বন্ধ হয়ে যাবে।কিন্তু যদি আপনি মনে করেন লাভ না হয়ে যদি লস হয় তাহলে আপনি নির্দিষ্ট একটি পরিমান করবেন সেটা নির্নয় করবেন আপনার স্টপলস এর মাধ্যমে

Seema
2014-03-03, 01:57 PM
আপনি তাহলে আপনি কাজ করবে জিনিস সম্পর্কে জানতে জন্য Aso থাকবে জিনিস সম্পর্কে জানতে জন্য জিনিস হবে সে বিষয়ে knwo প্রয়োজন. কিছু জিনিস timet ণ তবে আপনাকে kow করার জন্য জিনিস হবে সে বিষয়ে kno প্রয়োজন.

fxsignal
2014-03-03, 07:07 PM
স্টপ লস লেভেলটি হচ্ছে আপনি আপনার ট্রেডটি কত পিপস লসে চলে গেলে আপনার ট্রেডটি আপনি বন্ধ করে দিতে চাচ্ছেণ। ধরুন আপনি চাচ্ছেন আপনার ট্রেডটি ৪০ পিপস লসে চলে যদি চায় তাহলে আপনি আপনার ট্রেডটি বন্ধ করে দিতে চাচ্ছেন। তাহলে আপনাকে স্টপ লস সেট করতে হবে ৪০ পিপস।

sohagh golder
2014-03-03, 07:18 PM
আমি মনে করি ফরেক্স স্টপ লস গুরুত্তপূন টাম ।আপনি একটা ট্রেড ওপেন করলেন আপনার অবশ্যইটাগেট আছে কত পিপ গেইন করতে হবে ।

shihab
2014-03-03, 07:47 PM
ফরেক্স এ ট্রেডের ক্ষেত্রে স্টপ লস বিষয়টা কি ?এইটা কিভাবে ব্যবহার করতে হয়।ফরেক্স ট্রেডে এর ভুমিকা কেমন?
যদি আমি সহজ বলি তাহলে ফরেক্স স্তপ লস হল এমন সিস্টেম যা আমাদের অ্যাকাউন্ট কে নিরাপদ রাখতে সাহাজ্জ করে, আমারা শবাই জানি ফরেক্স মার্কেট ২৪ ঘণ্টা খলা থাকে আর আমাদের পক্ষে মার্কেট এ অর্ডার দিয়ে শারাদিন বসে থাকা শম্ভব নয় তাই আমারা আমদের অ্যাকাউন্ট কে নিরাপদ রাখার জন্য স্তপ লস বেবহার করি, এবং প্রফিট নেয়ার জন্য তেক প্রফিত ব্যাবহার করি।

munz
2014-03-03, 07:56 PM
ফরেক্সে স্টপ লস একটা গুরুত্বপূর্ণ টার্ম। স্টপ লস হল আপনার নির্দিষ্ট কোন অর্ডার যদি আপনার বিপরীতে যায় তাহলে আপনি কত ডলার প্রফিট করতে চান তা টেইক প্রফিট হিসেবে সেট করে দেওয়াকে বোঝায়। অর্থাৎ আপনি ট্রেডে যদি নাও থাকতে পারে তাহলে ঐ নির্দিষ্ট পরিমান লস এ গেলে আপনার সেট করা স্টপ লস হিট করে ট্রেডলি লসে ক্লোজ হয়ে যাবে এবং নির্দিষ্ট পরিমান লাভে গিয়ে আপনার দেওয়া টেক প্রফিট হিট করে ট্রেডটি অটোমেটিকভাবে লাভে ক্লোজ হয়ে যাবে।

munz
2014-03-03, 08:04 PM
ফরেক্সে স্টপ লস একটা গুরুত্বপূর্ণ টার্ম। স্টপ লস হল আপনার নির্দিষ্ট কোন অর্ডার যদি আপনার বিপরীতে যায় তাহলে আপনি কত ডলার প্রফিট করতে চান তা টেইক প্রফিট হিসেবে সেট করে দেওয়াকে বোঝায়। অর্থাৎ আপনি ট্রেডে যদি নাও থাকতে পারে তাহলে ঐ নির্দিষ্ট পরিমান লস এ গেলে আপনার সেট করা স্টপ লস হিট করে ট্রেডলি লসে ক্লোজ হয়ে যাবে এবং নির্দিষ্ট পরিমান লাভে গিয়ে আপনার দেওয়া টেক প্রফিট হিট করে ট্রেডটি অটোমেটিকভাবে লাভে ক্লোজ হয়ে যাবে।

jahangiralam
2014-03-03, 09:00 PM
অন্তর্জাতিক মুদ্রা বাজারে স্টপ লস হলো এমন একটি ব্যবস্থা পার মাধ্যমে আপনি আপনার ট্রেডেল লস এর পরিমান নির্ধারণ করে দিতে পারবেন। উদাহরন হিসাবে বলা যায় আপনি যেখান থেকে একটি ট্রেড শুরু করলেন সেখান খেকে কত পিপ লস পর্যত আপনার চলমান ট্রেডটি কার্যকর থাকবে তা নির্ধরন করে দি পারবেন এই স্টপ লস সিস্টেমের মাধ্যমে। এজন ভাল ট্রেডার অবম্যই তার প্রতিটি ট্রেডে স্টপ লস কত দিবেন তা হিসেব করে থাকেন।

rafin95
2014-03-03, 09:35 PM
আমি মনে করি ফরেক্স স্টপ লস বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ টার্ম কারণ আপনি যখন একটা ট্রেড অপেন করবেন তখন অবশ্যই আপনাকে একটা টার্গেট নিবেন যে কত পিপস লাভ নিবেন ঠিক তেমনি টার্গেট নিতে হবে কত পিপস লস নিবেন যে এর উপর আপনি লস আর বয়তে পারবেন। সেই টার্গেট টাকে লক্ষ্য রেখে টেক প্রফিট যেভাবে আপনি সেট করে রাখেন ঠিক তেমনি টেক লস অপশনটাও সেট করে রাখলে আপনার ঐপর্যন্ত মার্কেট এর অবস্থান যাওয়া হলে আপনার স্টপ লস বন্ধ হয়ে যাবে।

rafin95
2014-03-03, 09:48 PM
আমি মনে করি ফরেক্স স্টপ লস বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ টার্ম কারণ আপনি যখন একটা ট্রেড অপেন করবেন তখন অবশ্যই আপনাকে একটা টার্গেট নিবেন যে কত পিপস লাভ নিবেন ঠিক তেমনি টার্গেট নিতে হবে কত পিপস লস নিবেন যে এর উপর আপনি লস আর বয়তে পারবেন। সেই টার্গেট টাকে লক্ষ্য রেখে টেক প্রফিট যেভাবে আপনি সেট করে রাখেন ঠিক তেমনি টেক লস অপশনটাও সেট করে রাখলে আপনার ঐপর্যন্ত মার্কেট এর অবস্থান যাওয়া হলে আপনার স্টপ লস বন্ধ হয়ে যাবে।

imran95
2014-03-03, 10:44 PM
স্টপ লস হল আপনার নির্দিষ্ট কোন অর্ডার যদি আপনার বিপরীতে যায় তাহলে আপনি কত ডলার প্রফিট করতে চান তা টেইক প্রফিট হিসেবে সেট করে দেওয়াকে বোঝায়। অর্থাৎ আপনি ট্রেডে যদি নাও থাকতে পারে তাহলে ঐ নির্দিষ্ট পরিমান লস এ গেলে আপনার সেট করা স্টপ লস হিট করে ট্রেডলি লসে ক্লোজ হয়ে যাবে এবং নির্দিষ্ট পরিমান লাভে গিয়ে আপনার দেওয়া টেক প্রফিট হিট করে ট্রেডটি অটোমেটিকভাবে লাভে ক্লোজ হয়ে যাবে। এটা হচ্ছে সাধারণভাবে স্পট লস এবং টেইক প্রফিট।

shahin9
2014-03-03, 10:45 PM
আমি মনে করি প্রতিটি ট্রেডেই স্টপ লস টার্মটি ব্যবহার করা উচিত। স্টপ লস হলো এমন একটি কমান্ড যা নিদিস্ট এমাউন্ট সিলেক্ট করে সেট করলে দাম কমলে অটমেটিকলি ঐ দামে আসলেই ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। বেশি লস হবে না।

munz
2014-03-04, 11:53 PM
স্টপ লস হল আপনার নির্দিষ্ট কোন অর্ডার যদি আপনার বিপরীতে যায় তাহলে আপনি কত ডলার প্রফিট করতে চান তা টেইক প্রফিট হিসেবে সেট করে দেওয়াকে বোঝায়।

Forex
2014-03-05, 04:19 AM
স্টপ লস এর মাধ্যমে আপনি ফরেক্স মার্কেট হতে আপনার নিজের লস কে কমিয়ে এনে আপনি ট্রেড করতে পারবেন এ জন্য আপনাকে ভাল করে এখানে ট্রেড শিখতে হবে ফরেক্স করে আপনারা চাইলেই পারবেন আপনাদের নিজেদের লস কে কমিয়ে নিয়ে আসতে এ জন্য আমাদের কে ভাল করে ট্রেড শিখা দরকার ।

FXSam
2014-03-05, 02:37 PM
স্টপ লস ব্যাবহার আমাদের সকলের দরকার কারন আমরা যদি ফরেক্স মার্কেট এ স্টপ লস এর ব্যাবহার না করি তাহলে আমাদের লস কে আমরা কখনই কমাতে পারব না তাই আমাদের কে সব সময় ফরেক্স মার্কেট হতে স্টপ লস বেভার করার অভ্যাস করতে হবে তাহলে আমরা এই মার্কেট থেকে ভাল লাভ করতে পারব ।

zahidbd9
2014-03-15, 11:37 PM
স্টপ লস হলো একধরনের সয়ংক্রিয় পেরামিটার যা কিনা আমাদের অনুপস্থিতিতে আমাদের লস ট্রেড গুলোকে ক্লোস করে দেয় যেমন ধরা যাক আমি একটি ট্রেড ওপেন করলাম ১.৩৬৩৫৯ এ সেল অর্ডার এ এখন আমি আমার ট্রেড টি কে ১০০ পিপস উপরে স্টপ লস লিমিট দিলাম তাহলে আমার ট্রেড টি লস হতে হতে যখন এ ১০০ পিপস লিমিট হিট করবে তখন ই সয়ংক্রিয় ভাবে আমাদের ট্রেড টি ক্লোস হয়ে যাবে এর জন্য আমাদের সারাক্ষণ কম্পিউটার এর সামনে বসে থেকে অর্ডার মনিটর এর দরকার নেই

FXSam
2014-03-22, 04:22 PM
স্টপ লস হল এই মার্কেট এর একটি টুলস এখানে স্টপ লস ও টেক প্রফিট এর মাধ্যমে আমাদের লাভ লস এর অনুপাত আগে থেকেই নির্ধারণ করা হয়ে থাকে এবং সেই অনুসারে মার্কেট যদি যায় তাহলে তা অটো ভাবে লাভ বা লস গ্রহণ করে থাকে এতে করে ট্রেড নিয়ে বসে থাকতে হয় না ।

pulok
2014-03-24, 12:31 AM
আমাদের কে আগে এই স্টপ লস এর ব্যাবহার জানতে হবে তারপরে আমাদের কে বেশী করে এই মার্কেট সম্পর্কে অবগত হতে হবে তবে আমরা পারব আমাদের ট্রেডিং কে আরও সুন্দর করে গড়ে তলতে এ জন্য আমাদের কে বেশী করে ট্রেড করতে হবে এইউ বিষয়গুলি শিখার জন্য ।

Forexstater
2014-03-24, 12:42 AM
ফরেক্স এ স্টপ লস তা হল s/l, আমি স্টপ লস লং ট্রেড এর জন্য ব্যবহার করি, এবং ধরুন আপনি ট্রেড ওপেন করছান, আই বার আফ্লাইন এ যাবেন, যাওয়ার আগে অবশ্যই স্টপ লস ফিট করে যাবেন এই তা আপনার রিস্ক সাফটি দিবা

robin
2014-03-25, 05:18 PM
স্টপ লস হল মার্কেট থেকে আমাদের লস কে কেটে কমিয়ে দেওয়া মানে ধরুন মার্কেট এ অনেক বড় একটি নিউজ আসতে চলছে আপনি যদি সেই সময়ে স্টপ লসের ব্যাবহার না করেন তাহলে আপনি অনেক লস করে ফেলবেন আর যদি আপনি সেই সময়ে স্টপ লস কে ব্যাবহার করেন তাহলে আপনি আপনার এই লস কে কমাতে পারেন অনেক সহজেই ।

fxjony
2014-03-26, 10:08 AM
ফরেক্স মার্কেট থেকে আমরা অনেক সহজেই ট্রেড করতে পারব এ জন্য আমাদের কে বেশী করে এই মার্কেট হতে ট্রেডিং শিখতে হবে কারন আমাদের ট্রেডিং শিখতে হলে সব সময় এই মার্কেট থেকে বেশী করে আমাদের কে জ্ঞান অর্জন করতে হবে এবং এ জন্য আমাদের কে ভাল করে বুঝতে হবে ।

Forexmt5
2014-03-26, 10:20 AM
ফরেক্স এ স্টপ লস এর কারনে ট্রেড অটো বন্ধ হয়ে যায়।আমরা ফরেক্স এর উপর ভাল শিক্ষা গ্রহনের মাধ্যমে এখান থেকে ভাল কিছু আশা করতে পারি। তাছাড়া আমরা যদি লোভ কে নিয়ন্ত্রনে আনতে পারি আমরা এখানে সফল ট্রেডার হতে পারব। এ কারনে আমাদের খুব বেশি ডেমো চর্চা করতে হবে। তাই আমরা স্টপ লস জানার মাধ্যমে ব্যবহার করতে পারি।

robin
2014-03-27, 11:51 PM
আমি এই মার্কেট এ নতুন তাই স্টপ লস এর ব্যাবহার কিছুটা জানি এর মাধ্যমে আমি নির্দিষ্ট স্থানে আমার ট্রেড ক্লোজ করার পজিশন আমি সেট করে রাখতে পারি স্টপ লস দিয়ে আমারা আমাদের লস কে কমিয়ে দিতে পারি অনেক সহজেই তাই আমাদের স্টপ লস এর ব্যাবহার করা অনেক জরুরি ।

rkpoint1
2014-05-14, 10:04 AM
টার্গেট টাকে লক্ষ্য রেখে টেক প্রফিট যেভাবে আপনি সেট করে রাখেন ঠিক তেমনি টেক লস অপশনটাও সেট করে রাখলে আপনার ঐপর্যন্ত মার্কেট এর অবস্থান যাওয়া হলে আপনার স্টপ লস বন্ধ হয়ে যাবে। এটাই স্টপ লস ।

rahman513
2014-05-14, 03:52 PM
ফ্রেরেক্স ট্রেডে স্টপ লস ও টেক প্রফিট দুইটি অত্যান্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি যখন ট্রেড ধরবেন তখন ঠিক কওরে নিবেন আপনি কত ডলার লাভ হলে ট্রেড ক্লোজ করতে চান (তা Take profit এর মধ্যে উল্লেখ করে দিবেন) এবং কত ট্রেড লস হলে ট্রেড ট্রেড ক্লোজ করতে চান (তা Take loss এর মধ্যে উল্লেখ করে দিবেন) আপনি জত ডলার লাভ বা লস চাইবেন ঠিক তত ডলার এর বাহিরে যাবেনা, ঠিক তত ডলার আসা মাত্র ট্রেড ক্লজ হয়ে যাবে। এতে আপনার একাউন্ট শূন্য হবেনা।

mishuamld
2014-05-26, 09:42 AM
আপনি জত ডলার লাভ বা লস চাইবেন ঠিক তত ডলার এর বাহিরে যাবেনা, ঠিক তত ডলার আসা মাত্র ট্রেড ক্লজ হয়ে যাবে। এতে আপনার একাউন্ট শূন্য হবেনা।

Paris Bala
2014-05-30, 01:05 PM
স্টপ লস ফরেক্স ট্রেডিং সফটওয়্যার এর একটা ফিচার যেটা দিয়ে আপনি অটোমেটিক ঠিক করে দিতে পারেন আপনার লস ঠিক কোন যায়গায় গিয়ে আর লস হবে না। আপনি যদি চান কোন ট্রেড এ আপনার ৫ ডলারের বেশী লস হবে না, আপনি অটোমেটিক সেটা ঠিক করে দিতে পারেন স্টপ লস ফিচার দিয়ে ।

Niloy223
2014-05-30, 03:20 PM
ফরেক্সে স্তপ লস এক্তি গুরুত্তপুরন বিশয় । আপনি যদি বেশি পরিমান লস করতে না চান তাহলে স্তপ লস ব্যবহার করতে পারেন । স্তপ লস ইউস করার পর একতা নিরদিস্ত পরিমান লস হলে আপনার ত্রেদ একাই বন্ধ হয়ে যাবে ।তবে এতা ব্যবহার করার কিছু সুবিধা অসুবিধা ২তাই আছে

sofiq
2014-06-09, 10:35 AM
ফরেক্স এ স্টপ লস একটা টুল এর মাধ্যমে লস কূমান যায়।অবশ্যই আমাদের শিক্ষা গ্রহন করা উচিত লস দেখে ভাল করে জাচাই বাছাই করে কথাই আমার ভূল আছে।আর একটা দিক আমাদের লক্ষ্য রাখতে হবে সটপ লস ব্যবহার করতে হবে।আর পরবরতিতে যেন র লসনা হয় সেদিক লক্ষ্য রাখতে হবে।তাহলে

raihanchowdhury
2014-06-09, 12:40 PM
ফরেক্সে স্টপ লসের ভূমিকা রয়েছে। এটি হচ্ছে আপনার লসকে স্টপ করার একটি কম্যান্ড। যা আপনার ডাউন পজিসনে লসের একটা সীমা নির্ধারণ করে। যখন সে পজিসনে চলে আসে তখন সয়ংক্রিয়ভাবে স্টপ হয়ে যাবে এটাই স্টপ লস।

sakib
2014-06-20, 03:38 PM
ফরেক্স এ স্টপ লস হচ্ছে একটা অটোমেটিক একটা অপশন যেটা দিয়ে লস যাতে কম থাকে তার নিরাপত্তা নিশ্চিত করা। কখন ও ট্রেড এ সব সময় উপস্তিত থাকা সম্ভব হয় না। তখন লস যেন বেশি না হয় তার জন্য স্টপ লস বেবহার করা হয় । স্টপ লস থাকার এইতাই হল অনেক সুবিধা । নিজে উপস্তিত না থেকে ও ট্রেড ক্লোজ করা যায়।

Forex.Hunter
2014-07-25, 12:43 PM
ফরেক্স মার্কেট এ স্টপ লস খুব একটি গুরুত্ব পূর্ণ জিনিস। আপনি মনে করেন একটি ট্রেড ওপেন করছেন এবং আপনার কত পিপ টার্গেট থাকবে এবং আপনি কত পিপ লস নিবেন তা নিরদারন করে আপনি স্টপ লস ব্যাবহার করবেন। আপনি সব সময় আপনার অ্যাকাউন্ট এ উপর নিরবর করে স্টপ লস ব্যাবহার করবেন।

MDRFX
2014-07-26, 05:03 PM
আমার মতে ফরেক্স মার্কেট এই প্রতি টা ট্রেড এ স্টপ লস ব্যাবহার করা খুবই গুরত্ত পূর্ণ। আপনি যদি ফরেক্স মার্কেট এ স্টপ লস ছাড়া ট্রেড করেন তাহলে আপনার অ্যাকাউন্ট জিরো হতে পারে। তাই আপনি ট্রেড করার সময় স্টপ লস ব্যাবহার করলে আপনার অ্যাকাউন্ট সেভ থাকবে।

Msjmoni
2014-10-12, 10:56 PM
স্পট লস হল এমন একটা টুলস যা দ্বারা আপনার রানিং থাকা ট্রেডটি কোন নিদ্দিষ্ট প্রাইসে লস বাড়ার আগেই ক্লোজ করে দিতে পারেন। ধন্যবাদ।

FXSam
2014-10-13, 01:33 PM
স্টপ লস হচ্ছে আপনি ট্রেড বা কম্পিউটার এর সামনে উপস্থিত নেই এখন আপনি চাইলে আপনার এই ট্রেড মার্কেট এর নির্দিষ্ট পয়েন্ট এ গেলে আপনি তা বন্ধ করে দিতে পারেন এ জন্য আপনাকে যা করতে হবে তা হল স্টপ লস পয়েন্ট সেট করে রাখতে হবে যাতে করে মার্কেট নির্দিষ্ট পয়েন্ট এ গেলে আপনার ট্রেড অটো বন্ধ হয়ে যাবে ।

mdeamran112
2014-10-15, 01:16 AM
আপনার কোন জায়গায় যাওয়ার একটা ম্যাপ আছে গতি আছে, যে আমি এত টুকু যাবো, টিক স্টপ লস এমন আপনি কত টুকু লস দিতে যাবেন, যদি আপনার মার্কেট ডাউন হয়।

FXSam
2014-10-15, 11:42 AM
ফরেক্স মার্কেট এ আমারা সব সময় চাই ভাল ভাবে ট্রেড করতে ও রিস্ক কম নিয়ে ট্রেড করতে আমাদের কে তাই ভাল ভাবে ট্রেড করার জন্য সব সময় স্টপ লস ও টেক প্রফিট এর ব্যাবহার করতে হবে তবে আমরা এখানে ভাল ভাবে সফলতা পেতে পারি এজন্য আমাদের কে চেষ্টা করতে হবে ।

Sreepad2014
2014-10-25, 04:41 PM
স্টপ লস হল আপনার নির্দিষ্ট কোন অর্ডার ... সেট করে দেওয়াকে বোঝায়।

satudas
2014-10-25, 08:57 PM
নতুন দের জন্য এটা একটা বিশাল ভূমিকা রাখে, কারন এতা এমন একটা লাইন যেখানে গেলে আপনার এন্ট্রি আর আপুনাকে লস দিবে না ঐ খানে ই ক্লোজ হয় এযাবে। মানে মনে করেন আপনি একটা এন্ট্রি নিলেন এখন কথা হল যে আপনি এমন একটা লেবেল মেটাট্রেডারে দিয়ে দিলেন যেখানে গেলে মার্কেট আপনার ঐ এন্ট্রি টি আর কোন লস না দিইয়ে কেটে যাবে মানে আর লস হবে না। যত টুকু আপনি নির্ধারন করে দিবেন এর চে বেশি লস আর হবে না। এতাকেই স্টপ লসস বলে।

রুহুল আমিন
2014-10-26, 07:56 AM
হ্যা ফরেক্স স্টপ লস একটি গুরুত্ব পুর্ন বিষয় । আর তাহল ফরেক্স এ স্টপ লস হচ্ছে একটা অটোমেটিক একটা অপশন যেটা দিয়ে লস যাতে কম থাকে তার নিরাপত্তা নিশ্চিত করা। কখন ও ট্রেড এ সব সময় উপস্তিত থাকা সম্ভব হয় না। তখন লস যেন বেশি না হয় তার জন্য স্টপ লস বেবহার করা হয় । স্টপ লস থাকার এইতাই হল অনেক সুবিধা ।

rajukst
2014-11-14, 03:56 PM
স্টপ লস হল আপনার নির্দিষ্ট কোন অর্ডার যদি আপনার বিপরীতে যায় তাহলে আপনি কত ডলার প্রফিট করতে চান তা টেইক প্রফিট হিসেবে সেট করে দেওয়াকে বোঝায়।

salamshalauddin
2014-11-15, 09:55 PM
স্টপ লস হল এমন একটা অর্ডার যা আপনার ট্রেডের সাথে দিয়ে রাখলে আপনার মার্কেটে না থাকা কালীন যদি মার্কেট হঠাৎ বিপরীদ দিকে ঘুরে যায় তবুও আপনার একাউন্ট স্পট লস প্রাইসে গিয়ে অল্প লস নিয়ে বন্ধ হয়ে যাবে এবং তাতে আপনার একাউন্ট বড় ক্ষতি থেকে বেচে যাবে। ধন্যবাদ।

ali.kamal
2014-12-23, 11:34 AM
স্টপ লস মানে আপনার ট্রেডিং এ যখন লস বা ক্ষতির কারনে বিনিয়োগের অর্থ কমতে থাকে এই কমে যাওয়াকে বন্ধ করার একটি ভাল উপায়। বাজারের গতিবিধি যখন ভাল থাকে না মুল্যের উঠানামার গতি বেশি থাকে তখন ট্রেডাররা এই পদ্ধতি ব্যবহার করে থাকে।

Sacrifice
2015-03-25, 07:50 PM
স্টপ লস হল একটি অপশন। যার মাধ্যমে আপনি অনলাইনে না থেকেও চালু ট্রেড আপনার প্রতিকূলে গেলে তা নির্দিষ্ট মাত্রায় নিয়ন্ত্র করতে পারবেন। অর্থাৎ আপনি আপনার ওপেনকৃত ট্রেড যদি আপনার বিপরীতে যায় তবে তা কতটুকু পর্যন্ত আপনি ধরে রাখবেন তার সীমা নির্ধারণ করার জন্যই স্টপ লস অপশনটি ব্যবহার করা হয়। এটি নির্ধারণ করে দিলে আপনি যদি অনলাইনে নাও থাকেন তবুও এটি অটোমেটিক কাজ করবে। আপনার ট্রেড ঐ অবস্থানে পৌছালে তা ক্লোজ হয়ে যাবে।

FHGCXB
2015-03-26, 06:56 AM
স্টপ লস ফরেক্স মার্কেটে এমন একটি পদ্ধতি যেটি চালু করা থাকলে স্টপ লস এর অবস্থানে গেলে ট্রেড আপনা আপনি ক্লোজ হয়ে যাবে। ফলে আপনি অধিক লস হাওয়া থেকে বেঁচে যাবেন।

Esan Islam
2015-03-26, 07:49 AM
ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করি সবসময় তাদের পক্ষে মার্কেটের সাথে থাকা সম্ভব হয় না।তাই আমরা যখন একটা ট্রেড ওপেন করি সেটাতে অনেক লস হতে পারে তাই এই লস যেন একটা নির্দিষ্ট পরিমানে হয় এই জন্যই স্টপ লস।অর্থাৎ স্টপ লস হলো ট্রেডার যতটুকু লসে ট্রেড ক্লোজ করতে ইচ্ছুক ততটুকু লসে আপনা আপনি ট্রেড ক্লোজ হয়ে যাওয়া।

Shimanto754
2015-03-26, 09:12 AM
ফরেক্স যে অনেক গতিশীল মার্কেট তা আমরা সকলেই জানি।এই মার্কেট কখনও খুব বেশি পরিবর্তনও হয়ে থাকে।তো এই পরিবর্তনের ফলে আমাদের নেওয়া ট্রেডটি যদি পরিবর্তনের বিপরীতে হয়ে যায় তবে অনেক লস হওয়ার সম্ভবনা থাকে।এজন্য একটা নির্দিষ্ট পরিমান লসে ট্রেডটি অটোমেটিক ক্লোজ হওয়ার জন্য স্টপ লস ব্যবহৃত হয়।কেননা স্টপ লস সেট করে দিলে যে পরিমান লসের মাত্রা নির্ধারন করা হয় মার্কেট ঠিক ঐ প্রাইসে গেলে ট্রেডটি ক্লোজ হয়ে যাবে।

amitbd
2015-03-26, 11:45 AM
যারা ফরেক্স ট্রেড করেন তাদের প্রায় ট্রেডার দের স্টপ লস এর বিষয় জানা অতি জরুলি , স্টপ লস ব্যবহার করা আমার মতে সব থেকে সুবিধা জনক , যখন তখন মার্কেট হঠাৎ আপ-ডাউন করে সেই সময় স্টপ লস দিয়া থাকলে আপনার বিপরিতে ট্রেড যদি যায় তাতে আপনার লসের পরিমান কম হবে ।

mun195
2015-03-26, 01:48 PM
ফরেক্স এ স্টপ লস এর কাজ হচ্ছে আপনার লসে থাকা ট্রেডটি কত লসে ক্লোজ করবেন তা নিধারন করার একটি গুরুত্বপুণ্য অপশন, ইহার মাধ্যমে আপনি আপনার ইমোশন বা লোভ কন্ট্রোল করে ট্রেড করতে পারেন যেমন- আপনি একটি ট্রেড ওপেন করার আগে জানেন না ট্রেডটি লাভে না লসে যাবে ধরুন আপনার ট্রেডটি লসে যাবে এখন কত লসে ট্রেদতি ক্লোজ করবেন তা ট্রেড ওপেন করার সময় নিধারন করাই স্টপলসের কাজ।

pallabbd
2015-05-22, 12:32 AM
মার্কেট যদি আপনার প্রতিকূলে যেতে থাকে তাহলে আপনার লস হয়ে যাবে। যদি অনেক বেশি চলে যায় তাহলে আপনার অনেক লস হয়ে যাবে। তাই আপনার লসকে কমিয়ে আনতে স্টপ লস কথাটি উল্লেখ করে দেওয়া হয়ে থাকে। ধন্যবাদ

md.tariqul
2015-05-22, 12:46 AM
স্টপ লস বলতে আমি বুঝি যে আমি যখন একটা ট্রেড ওপেন করব তখন আমাকে একটা টার্গেট ফিক্সট করততে হই জা আমি কি পরিমান লাভ নিব। আবার ঠিক তাম্নি কি পরিমান লস নিব তাও ফিক্সত করে নিতা হয় জা এই প্রিমান লস হওয়ার পর আর কোন লস হবে না । লস টা আপনা আপনি বন্ধ হয়ে যাবে।

musa
2015-05-22, 12:59 AM
মার্কেট যখন নিচে বা উপরে উঠতে থাকে তখন কিছুক্ষণের মধ্যেই অনেক দূর চলে যেতে পারে। তখন আমার যদি প্রতিকূলে ট্রেডটি গিয়ে থাকে তাহলে তো আমার অনেক লস হয়ে যাবে। তাই স্টপ লস আমরা দিয়ে থাকি। এতে করে আমাদের লসের পরিমান অনেক কম হয়। ধন্যবাদ

TselimRezaa
2015-05-22, 08:44 AM
ফরেক্স এমন একটি জায়গা যেটাকে সমুদ্রের সাথে তুলনা করা যায়। এখানে রয়েছে অসংখ্য ট্রেডিং টুল । স্টপ লসও তেমন একটি ট্রেডিং টুল। আমরা অনেক সময় মার্কেটে নজর রাখতে পারিনা। কিন্তু মার্কেট সবসময় মুভ করে। স্টপ লস হলো এমন একটি প্রাইস নির্ধারন করে দেয়া যেটা মার্কেট অতিক্রম করলে ট্রেড আপনাআপনিই ক্লোজ হয়ে যেয়ে আপনাকে অনাকাঙ্খিত লসের হাত থেকে বাচাবে।

banna
2015-05-22, 03:14 PM
ফরেক্স মার্কেটে ট্রেড এর ক্ষেত্রে স্টপ লস গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে। কারন আমরা যদি ট্রেড করার সময় স্টপ লস ব্যাবহার করি তাহলে আমরা আমাদের অ্যাকাউন্ট ০ হওয়া থেকে রক্ষা করতে পারবো। আমি প্রথমে স্টপ লস ব্যাবহার করতাম না। যার কারনে অনেকবার আমার অ্যাকাউন্ট ০ হয়েছে। আমি এখন সবসময় স্টপ লস ব্যাবহার করি। ফলে আমি লস করলেও আমার অ্যাকাউন্ট ০ হয় না।

Dipok121
2015-05-22, 03:42 PM
ফরেক্স এ স্টপ লস বিষয়টা একটা গুরুত্বর্পুণ ব্যাপার। আমরা জানি ফরেক্স একটি বিজনেস মার্কেট পেলেম । আমরা যখন ট্রেড করি তখন এতো সহজে বুঝতে পারা যায় না । আসলে লাভ হবে না লস হবে। আর ফরেক্স এ যে কোনো সময় পরিবর্তন হয় । তখন অামরা বুঝতে পারি না কি হবে। মনে হয় ট্রেড করলে লাভ হবে কিন্তু দেখা যায় যে দিকে যাওয়ার কথা ছিল সেদিকে না যেয়ে বিপরীত দিকে যায়। তখনেই লস হয়। আর ফরেক্স স্টপ হলো নির্দিষ্ট করে দেওয়া যে এ পর্যন্ত হলে সে ক্লোজ হয়ে যাবে । মানে একটি নির্দিষ্ট করে দেয় এই দাগ পর্যন্ত হলে আর লস হবে না । এর কারনে আমাদের অনেক লসের হাত থেকে রক্ষা করে।

rakib22
2015-05-25, 01:14 PM
আমি বলবো ফরেক্স মার্কেটে স্টপ লস একটি দারুন গুরুত্ত পূর্ণ রক্তি বিষয় কারন স্টপ লস একটি অ্যাকাউন্ট কে রক্ষা করতে পারে আবার স্টপ লস না থাকলে একটি আচ্চউন্ট জিরো হয়ে জেতে পারে একটি ট্রেড আপনার যে কন সময় বিপরিত জেতে পারে সব ট্রেড সব সময় সটীক এন্ট্রি নেয়া খুভ কতিন বেপার।

shimulmoni
2015-05-25, 09:50 PM
ফরেক্স ট্রেডিং করার ক্ষেত্রে স্টপ লস বেশ গুরুত্ব পুর্ন একটা ট্রেডিং টুলস যা আপনাকে বড় রকম লসের হাত তেকে বাচাতে পারে তাই আমার মতে সব ট্রেডের সাথেই স্টপ লস সেট করা উচিত কারন কারন তা না করা হলে আপনার অন উপস্থিতিতে ফরেক্স মার্কেটে বড় ধারনের দর পতন হলে বা আপনার ট্রেড অনেক লসে বা আপনার একাউন্ট জিরো হতে পারে। ধন্যবাদ।

biswas90
2015-05-25, 10:03 PM
ফরেস্কে স্টপ লস একটা গুরুত্বপূর্ন টুলস । যা আপনাকে আপনার ক্যাপিটাল ধরে রাখতে সাহায্য করবে এবং বড় কোন লস হতে আপনাকে রক্ষা করবে। স্টপ লস টুলসে আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে মার্কেট যদি প্রভিটের প্রতিকুলে যায় তবে তা সেখানে সয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং আপনার যতটুকু ক্ষতি করবে তা আপনার জন্য পরবর্তিতে রিকোভার করা সহজ হবে।

mdfarhan
2015-05-25, 10:15 PM
ফরেক্স এ স্টপ লস বিষয় টা হোলো আপনি আাপনার কতটুকো ট্রেড করার পর লস করবেন বা লাভ করবেন মার্কেটে তা নির্দেশনা করা তাই আমি বলবো যে আপনি যদি ফরেক্স এ লাভ করতে চান তহলে আপনি স্টপ লস ইউজ করুন তাহলে আপনি ফরেক্স লাভ করতে পারবো এবং আপনি যদি লস করেন তাহলে আপনি লস ও কম করবেন। আর স্টপ লস আপনার যদি কাজ করে তাহলে আপনি লস করবেন ঠিকই কিন্তু আপন সল্প পরিমান লস করবেন যা আপনি আসা করেছেন।

raihanuddin
2015-05-25, 11:47 PM
ফরেক্স মার্কেটে স্টপ লস খুবই গুরুত্বপুন ভূমিকা পালন করে থাকে।আমরা জানি ফরেক্স মার্কেট মূহুতের মধ্যে দ্রুত পরির্বতন হয়।যদি মার্কেট প্রতিকূলে থাকে তাহলে আপনার লস হবে।আর যদি মার্কেট বেশী প্রতিকূলে থাকে তাহলে আপনার অনেক বেশী লস হবে।যদি স্টপ ব্যবহার না করি তাহলে যদি বেশী লস হয় তাহলে আপনার ব্যলেন্স শূন্য হওয়ার সম্ভবনা বেশী থাকে।স্টপ লস এর মাধ্যমে আমরা লসের পরিমান কমিয়ে আনতে পারি।ধন্যবাদ

raihanuddin
2015-05-26, 12:00 AM
ফরেক্স মার্কেটে স্টপ লস খুব গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।ফরেক্স মার্কেট সর্বদা দ্রুত পরির্বতনশীল।যদি মার্কেট প্রতিকূলে থাকে লস হবে।আর যদি বেশী প্রতিকূলে থাকে তাহলে আপনার বেশী লস হবে।স্টপ লসের মাধ্যমে লসটাকে ও ফিক্সড করে দেয়া যায়। এতে করে আপনার ব্যলেন্স শূন্য হওয়ার সম্ববনা থাকে না।

raihanuddin
2015-05-26, 12:00 AM
ফরেক্স মার্কেটে স্টপ লস খুবই গুরুত্বপুন ভূমিকা পালন করে থাকে।আমরা জানি ফরেক্স মার্কেট মূহুতের মধ্যে দ্রুত পরির্বতন হয়।যদি মার্কেট প্রতিকূলে থাকে তাহলে আপনার লস হবে।আর যদি মার্কেট বেশী প্রতিকূলে থাকে তাহলে আপনার অনেক বেশী লস হবে।যদি স্টপ ব্যবহার না করি তাহলে যদি বেশী লস হয় তাহলে আপনার ব্যলেন্স শূন্য হওয়ার সম্ভবনা বেশী থাকে।স্টপ লস এর মাধ্যমে আমরা লসের পরিমান কমিয়ে আনতে পারি।ধন্যবাদ

mpapayar
2015-05-26, 12:13 AM
ফরেক্সে স্টপ লস একটা গুরুত্বপূর্ণ টার্ম । যখন একটা ট্রেড অপেন করবেন তখন অবশ্যই আপনাকে একটা টার্গেট থাকতে হবে যে কত পিপস লাভ নিবেন ঠিক তেমনি টার্গেট নিতে হবে কত পিপস লস নিবেন । সেই টার্গেট টাকে লক্ষ্য রেখে টেক প্রফিট যেভাবে নিবেন এবং লস যতটুকু নিবেন তাকেই বুঝাই ।

akashbd
2015-05-26, 10:02 AM
ফরেক্সে স্টপ লস বলতে আপনি উল্লেখ করে দিলেন যে এই ট্রেড এর বিপরীতে যদি এত পিপস যায় তাহলে ট্রেডটি সাথে সাথে ক্লোজ হয়ে যাবে। একে সংক্ষেপে এস এল বলে। এস এল এর মাধ্যমে আপনি আপনার লসকে অনেকাংশে কমিয়ে নিয়ে আসতে পারেন। ধন্যবাদ

roni11
2015-08-10, 11:02 PM
ফরেক্স মার্কেটে স্টপ লস বিসয়টা হল ফরেক্স মার্কেটে ট্রেড এন্ট্রি নেয়ার পর শ্তপ লস বসাটে হয় ।স্টপ লস বসান হয় শুধু মাত্র একাউন্ট সেফ রাখার জন্য জেতে করে একাউন্ট কোন প্রকার রক্স মুক্ত থাকে সেই জন্য স্টপ লস বসাতে হয়।

Vimri
2015-08-11, 12:35 AM
ফরেক্স এ স্টপ লস আপনাকে অধিক লস থেকে বাঁচায় এতে আপনার ট্রেডিং আকাউন্ট অনেক সেফ থাকে যদি স্টপ ব্যবহার না করি তাহলে যদি বেশী লস হয় তাহলে আপনার ব্যলেন্স শূন্য হওয়ার সম্ভবনা বেশী থাকে।স্টপ লস এর মাধ্যমে আমরা লসের পরিমান কমিয়ে আনতে পারি।

sunil
2015-08-11, 07:01 AM
ফরেক্স মার্কেটে স্টপ লস বিসয়টা হল যে যখন কোন ট্রেড ওপেন করা হয় তখন ওই ট্রেডটা যদি আমার ট্রেডের পক্ষে না যায় তখন আমার ট্রেড অনেক লস হয়ে জেতে পারে তাই স্টপ লস ব্যবহার করলে কি হয় লস হবে আমি যেখানে স্টপ লস ব্যবহার করবো এই টুকু লস হবে।

Doom
2015-08-11, 09:04 AM
স্টপ লস ছাড়া আমরা এই বাবসায় কখন বর ডেপজিত দিএ তেরেড করতে পারব না। আমাদের দরকার সব সময় টাকা ত্য আমরা অনেক সময় স্টপ লস দেয় না জা আমাদের পরে লস হিওতে বাদ্ধ করে।

mamun93
2015-08-11, 09:15 AM
ফরেক্সে স্টপ লস হল একটি ট্রেডিং সহায়ক অপশন যার মাধ্যমে আপনি একটি ট্রেড ওপেনের পর যদি মার্কেট আপনার প্রতিকূলে যায় তাহলে কত পিপস প্রতিকূলে গেলে যেন আপনার ট্রেড আপনা আপনি ভাবে ক্লোজ হয়ে যায় তা সেট করে দেওয়ার সুবর্ন সুযোগ স্টপ লসের মাধ্যমে পাওয়া যায়।

sagor
2015-08-15, 08:48 PM
ফরেক্স মার্কেটে স্টপ লস বিসয় টা হল ফরেক্স মার্কেটে যখন একটি ট্রেড এন্ট্রি নিয়ে তখন স্টপ লস দিতে হয় স্টপ লস বিসয়টা হল আমি কত টুকু লস করবো যদি মার্কেট আমার ট্রেডের বিপরিত জায় তাহলে কতো টুকু লস করলে হবে সেখানে আমি স্টপ লস বসাবো।

muhim123
2015-08-15, 09:07 PM
প্রতিটি ট্রেডেই স্টপ লস টার্মটি ব্যবহার করা উচিত। স্তপ লস এর অর্থাৎ হল আপনি ট্রেডে যদি নাও থাকতে পারে তাহলে ঐ নির্দিষ্ট পরিমান লস এ গেলে আপনার সেট করা স্টপ লস হিট করে ট্রেডলি লসে ক্লোজ হয়ে যাবে এবং নির্দিষ্ট পরিমান লাভে গিয়ে আপনার দেওয়া টেক প্রফিট হিট করে ট্রেডটি অটোমেটিকভাবে লাভে ক্লোজ হয়ে যাবে। এটা হচ্ছে সাধারণভাবে স্পট লস এবং টেইক প্রফিট।

azizulhaque
2015-08-24, 05:39 PM
যারা ট্রেড করেন তাদের জন্য স্টপ লস হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্টপ লস থাকার এইতাই হল অনেক সুবিধা । ট্রেড ওপেন টার্গেট কত পিপ গেইন করতে চাচ্ছেন ঠিক একই ভাবে আপনার টার্গেট থাকতে হবে আপনি কত পিপ লস নিতে চান। স্টপ লস হলো এমন একটি কমান্ড যা নিদিস্ট এমাউন্ট সিলেক্ট করে সেট করলে দাম কমলে অটমেটিকলি ঐ দামে আসলেই ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। বেশি লস হবে না।

saidul02
2015-08-24, 05:44 PM
আমি ফরেক্স এ নতুন আমি আসলে জানি না যে ফরেক্স এ স্টপ লস বিষয় কি । তবে আমার মনে হয় ফরেক্স এ স্টপ লস ফরেক্স এর একটা পাট আমি মনে করি আপনি কিভাবে ফরেক্স এ কাজ করবেন তা যেনে নেন ।

MotinFX
2015-08-24, 06:08 PM
ফরেক্স মার্কেটে স্টপ লস এবং টেক প্রপিট গুরুতপুর্ণ ভুমিকা পালন করে। স্টপ লস ব্যবহার করলে আপনি যদি কোথাও চলে যান তাহলে নির্দিষ্ট পরিমান আপনার বিপরীত যাওয়ার পর বন্ধ হয়ে যায়।

fxover
2015-09-26, 06:45 AM
ফরেক্স এ ট্রেডের ক্ষেত্রে স্টপ লস বিষয়টা কি ?এইটা কিভাবে ব্যবহার করতে হয়।ফরেক্স ট্রেডে এর ভুমিকা কেমন?

ফরেক্সে স্টপ লসের যথেষ্ট ভুমিকা রয়েছে । আমরা ট্রেড ওপেন করার পর আমাদের ট্রেড এ সর্বোচ্চ কতটুকু লস মেনে নিতে চাই তা নির্ধারন করে দেয়া যায় । এর ফলে আমাদের ট্রেড টি যদি আমাদের বিপরীতে যায় তবুও আমাদের বড় ধরনের কোন ক্ষতি হবে না । আর আমাদের একাউন্ট কোন ভুল ট্রেড এর জন্য যেন অনেক বড় লস না হয় এই উদ্দেশ্যেই স্টপ লস সেট করে দেয়া হয় । আমরা যদি মার্কেটে না থাকি বা আমাদের পিসি যদি সুইচড অফ থাকে তারপর ও আমাদের ট্রেড ওইখানে গিয়ে ক্লোজ হয়ে যাবে ।

sopon
2015-09-27, 10:31 AM
ফরেক্স মার্কেটে আমি মনে করি কি অনেক ভাল ভাল সুজগ সুবিধা আছে জা দিয়ে ফরেক্স মার্কেটে ভাল করা জায় ফরেক্স স্টপ লস ব্যবহার করা জায় আর এই স্টপ লস অনেক গুরুত পূর্ণ একটি জিনিস স্টপ লস ব্যবহার করতে হয় যখন একটি ট্রেড ওপেন করতে হয় তখন এই স্টপ লস ব্যবহার করা হয় আমি যদি বাই করি তাহলে তার বিপরিত দিকে স্টপ লস বসাতে হয় জেন লসের পরিমান বারতে না পারে ।

monorom
2015-09-27, 05:17 PM
ফরেক্স মার্কেট এ স্টপ লস আমাদের অ্যাকাউন্ট কে অধিক লস থেকে রক্ষা করে । মার্কেট বিভিন্ন গতিতে মুভ করে । একটি ট্রেড এর বিপরীতে মুভ করলে অনেক লস হওয়ার সম্ভবনা থাকে এই জন্য ঠিক নির্দিষ্ট পরিমান লস ঠিক করার জন্য স্টপ লস ব্যাবহার করা হয় । একটি ট্রেড এ কি পরিমান আপনি লস মেনে নিবেন তার প্রাইস ঠিক করে ট্রেড টি তে স্টপ লস সেট করে দেয়া হয় ।

pips
2015-09-27, 05:26 PM
স্টপ লস বলতে বুঝায় আপনি কোন ট্রেড এর উপর কত লস নিবেন সেইটা। আপনি কোন ট্রেড যদি নিজে ক্লোজ না করে অটোমেটিক ক্লোজ করতে চান তাইলে আপনি এই অপশনটি ব্যবহার করতে পারেন। ফরেক্স মার্কেট এ স্টপ লস আপনাকে বড় ধরনের লস এর হাত থেকে রক্ষা করে। যদি কেউ স্টপ লস ব্যবহার করে ট্রেড করে তাইলে সে ফরেক্স মার্কেট হতে লস খাবে কম।

lotifahelen
2015-09-27, 07:52 PM
ট্রেড করার জন্য স্টপ লস বিষয়টা একটা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। প্রতিটা ট্রেড এর ক্ষেত্রে স্টপ লস ব্যবহার করা উচিত। স্টপ লস ব্যবহার করলে অ্যাকাউন্ট সেভ হয় । এই জন্য স্টপ লস এতটা দরকার.....।

M M RABIUL ISLAM
2015-10-25, 12:59 PM
ফরেক্স এ স্টপ লস হচ্ছে একটা অটোমেটিক একটা অপশন যেটা দিয়ে লস যাতে কম থাকে তার নিরাপত্তা নিশ্চিত করা। আপনি যখন একটা ট্রেড অপেন করবেন তখন অবশ্যই আপনাকে একটা টার্গেট নিবেন যে কত পিপস লাভ নিবেন ঠিক তেমনি টার্গেট নিতে হবে কত পিপস লস নিবেন যে এর উপর আপনি লস আর বয়তে পারবেন।

BD ONLINE
2015-10-25, 01:12 PM
ফরেক্স এ স্টপ লস অনেক গুরুত্বপূর্ন বিষয়। অনেকেই এ ব্যাপারটি বোঝে না বা ব্যবহার করে না। তবে আমি মনে করি প্রতিটি ট্রেডেই স্টপ লস ব্যবহার করা উচিত। স্টপ লস হল- মনে করুন আপনি কোন ট্রেড ওপেন করেছেন কিন্তু মার্কেটের সামনে তো আর আপনি সব সময় বসে থাকবেন না। আপনার ধারনা মার্কেট হয়ত আপনার বিপরীতে চলেও যেতে পারে। আর যদি কোন একটা প্রাইজের উপরে বা নিচে চলে যায় তাহলে মার্কেট সেই দিকেই মুভ করবে। এবং আপনার এ্যাকাউন্টের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই আপনি একটি পয়েন্ট দিয়ে দিলেন স্টপ লসে। সেই পয়েন্ট এ মার্কেট আসলে আপনার ট্রেডটি অটো বন্ধ হয়ে যাবে। এতে আপনি অনেক বড় ধরনের ক্ষতির হাত হতে রক্ষা পেলেন।

shakawath
2015-10-25, 02:16 PM
স্টপ লস হল ঝুকির মাত্রা নির্দেশক। আপনি ট্রেড অপেন করে যদি ওভাবেই রেখে দেন এবং মার্কেট আপনার বিপরীত এ চলে যায় তখন আপনার লসটা বেশি হবে। একটা ট্রেডে যে পরিমান ঝুকি আপনি নেবেন তা ণির্ণয় করে পিপ হিসেবে কতখানি লস খেলে আপনার সহনীয় মাত্রায় থাকবে সেই হিসেবে স্টপ লস সেট করলে লস টা সর্বোচ্চ ওই পর্যন্ত যেয়ে অটোমেটিক ট্রেড বন্ধ হয়ে যাবে। আর আপনি অনাকাংখিত লস থেকে বেচে যাবেন।

RUBEL MIAH
2015-12-18, 12:56 AM
ফরেক্স ব্যবসায় স্টপ লস বিষয়টি হল যখন ট্রেডারগণ ট্র্রেড করে তখন স্টপলস ব্যবহার করলে সমস্যায় পড়তে হয় না । যারা স্টপ লস ব্যবহার করে তাদের এ্যাকাউন্ট খুব কমই আছে যে শূণ্য হয় । সুতরাং আমি বলব আপনারা যখনই ট্রেড করবেন মনে করে স্টপ লস ব্যবহার করবেন ।

lima1
2015-12-18, 02:08 PM
ফরেক্স মার্কেট স্টপ লস বিসয়টা হল ফরেক্স মারকেটে যখন আমরা ট্রেড ওপেন করি তখন ফরেক্স মার্কেট অনেক বিপরিত জেতে পারে তাই জেন বিপরিত জেয়ে আমার অনেক বর লস না হতে পারে সেই জন্য আমরা স্টপ লস ব্যবহার করে থাকি জেন যেখানে স্টপ লস দিব মার্কেট আমার ট্রেডের বিপরিত গেলে আমার জেন অনেক বর লস না হয় স্টপ লস হিট করে আমার ট্রেড অই জায়গায় কেটে জায় এবং ক্লজ হয়ে জায় ।

AbuRaihan
2015-12-18, 02:18 PM
স্টপ লস মেটাট্রেডার সফট্ওয়ার এর একটা গুরুত্বপূর্ণ অপশন ৤ ফরেক্স মার্কেটে আমরা যখন একটা ট্রেড ওপেন করি এবং সে ট্রেডে লাভ হওয়া না হওয়ার যে একটা অনিশ্চয়তা থাকে তা দূর করার জন্য আমরা স্টপ লস ব্যবহার করি ৤ সংক্ষিপ্ত অর্থে বলতে গেলে বলতে হয় যে স্টপ লস হল আপনি ঠিক কতটুকু ঝুঁকি/লস বহন করতে চান তার পরিমাণ নির্ধারন করে দেওয়া ৤ স্টপ লস সেট করার সিস্টেম থাকায় আমরা অনেক বেশি উপকৃত হই ৤ কারণ স্টপ লস ব্যবহারের মাধ্যমে আমরা অতিরক্তি পরিমাণে ঝুঁকি এড়িয়ে চলতে পারি ৤

Harun1650
2015-12-18, 02:26 PM
ফরেক্স মার্কেটে স্টপ লস হল আপনি কোন একটা ট্রেড ওপেন করলে আপনি কত পরিমান লস পর্যন্ত ট্রেড ওপেন রাখবেন। অর্থাৎ আপনি ইউরো/ইউএসডি পেয়ারে ০.০১ লটে ১.০৮১০ বাই এ ট্রেড ওপেন করলেন এবং আপনার ব্যালেন্স ধরলাম ১০ ডলার, এখন যদি ট্রেড আপনার বিপক্ষে চলে যায় তাহলে আপনি ধরে নিলেন এই পেয়ার এ ২ ডলার পর্যন্ত লস সহ্য করবেন তাহলে টেক লস এর ঘরে আপনি ১.০৬১০ তে ট্রেড বসালে আপনি ২ডলার লস করবেন কিন্তু যদি না বসান তাহলে মার্কেট আরো নিচে নামলে আপনার একাউন্ট ব্যালেন্স জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়।

basaki
2015-12-18, 03:31 PM
ফরেক্স মার্কেটের গুরুত্ব পুর্ন্য একটি বিষয় হচ্ছে স্টপ লস। একজন ট্রেডার তার ট্রেডের অনাকাংকিত লসের হার কমানোর জন্য স্টপ লস ব্যবহার করে থাকে।আপনি আপনার ট্রেড কতটুকু লস দিতে প্রস্তুত তা স্টপ লস দিয়ে বুজা যায়।স্টপ লস ব্যবহার করা অনেক ভালো।

Selim BU
2015-12-18, 03:39 PM
ফরেক্স মার্কেটের মুভমেন্ট সবসময় থাকে। কিন্তু আমরা ট্রেড নিয়ে সবসময় মার্কেটে নজর রাখতে পারিনা। আমরা যখন মার্কেটে নজর রাখতে পারিনা তখন মার্কেট যেকোনো দিকে যেতে পারে। আমাদের অনুপস্থিতিতে মার্কেট যদি অনেক বিপরীতে যায় তবে আমাদের অনেক লস হবে কিন্তু মার্কেটে না থাকার দরুন আমরা ট্রেড ক্লোজ করতে পারবো না। স্টপ লস হলো লসের দিকে এমন একটি প্রাইস ঠিক করে দেয়া যেখানে মার্কেট গেলে ট্রেড অটোমেটিক ক্লোজ হয়ে যাবে এবং আমরা অনাকাঙ্খিত লস এড়াতে পারব।

Realifat
2015-12-19, 07:47 AM
যতটুকু লসে ট্রেড ক্লোজ করতে প্রত্যাশী ঐ প্রাইসে মার্কেট গেলে ট্রেড অটো ক্লোজ হওয়ার সিস্টেমকে স্টপলস বলে । ফরেক্স মার্কেটে স্টপলস একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি ট্রেডার জানে কিভাবে স্টপলস সেটাপ করতে হবে এবং প্রতিটি ট্রেডারই স্টপলস এর গুরুত্ব অনুধাবন করতে পারে বিধায় স্টপলস ব্যবহার করে থাকে।

sumekus
2015-12-19, 07:55 AM
ফরেক্সে স্টপ লস একটা গুরুত্বপূর্ণ টার্ম। প্রতিটি ট্রেডেই স্টপ লস টার্মটি ব্যবহার করা উচিত। আপনি একটা ট্রেড ওপেন করলেন- আপনার অবশ্যই টার্গেট আছে কত পিপ গেইন করতে চাচ্ছেন ঠিক একই ভাবে আপনার টার্গেট থাকতে হবে আপনি কত পিপ লস নিতে চান।

sharifulbaf
2015-12-20, 05:58 PM
ফরেক্স মার্কেট এ আমরা সব সময় স্টপ লস ও টেক প্রফিট ব্যাবহার করি কিন্তু কেন আমরা স্টপ লস ব্যাবহার করি যযখন ট্রেড ওপেন করি সেই সময় স্টপ লস ব্যাবহার করার অঅন্যতম হল বেশি লস যাতে না হয় কম লসের মাধ্যমে ট্রেড ক্লোজ হয়ে যায়,এ জন্য স্টপ লস ব্যাবহার করা হয়ে থাকে।

owalith
2015-12-20, 06:44 PM
ফরেক্সে ইস্তপ লস ট্রেড এর একটি অংশ ও খুব গুরুত্বপূর্ণ বিষয়। ইস্তপ লস হচ্ছে সেই ট্রেড যেখানে লস হবার দিকে ইনডিকেট বা স্টপ হবার কমান্ড দেওয়া থাকে। এটা তখন দেওয়া হই যখন একজন ট্রেডার তার ট্রেড এর জন্য বেশী লস নিতে পারবে না এইজন বেবহার করা হই।

Talha
2015-12-20, 08:03 PM
ফরেক্স এ ট্রেডের ক্ষেত্রে স্টপ লস বিষয়টা কি ?এইটা কিভাবে ব্যবহার করতে হয়।ফরেক্স ট্রেডে এর ভুমিকা কেমন?

ফরেক্স মার্কেট এ লস হল আপনি যে ট্রেডে এন্ট্রি নিবেন সেই ট্রেডে কতটুকু লস বহন করতে ইচ্ছুক ঠিক সেইজায়গায় এসে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে এতে করে আপনার লস নির্দিষ্ট সীমার মধ্যে থাকবে আর যদি আমরা স্টপ লস ব্যবহার না করি বড় ধরনের লসের সম্মুখীন হতে হবে

Marufa
2015-12-20, 08:31 PM
ফরেক্স এ স্টপ লস ব্যবহার করা উপকারিতা অনেক । তবে মনে রাখতে হবে স্টপ লসটা যেন অবশ্যই যুক্তিসংগত হয় । না হলে বেশিরভাগ সময় স্টপ লসই হিট করবে । অনেক বুঝে শুনে স্টপ লস ব্যবহার করা উচিৎ ।

uzzalbd
2015-12-20, 09:26 PM
ফরেক্স স্টপ লস ব্যভার করা সবার ই প্রয়োজন। কারন স্টপ লস না ব্যভার করলে আপনার ক্যপিটাল রিস্ক এ থাকবে। ফরেক্স মার্কেট সবসময় মুভ। ব্র কোন নিউজ আপ্ন্র আকাউণ্ট জিরো হয়ে যেতে পারে। স্টপ লস হছে যে দামের বাইরে আপনি আপনার ট্রেড আর চালু রাখতে চান না। একটা নিরদিস্ট প্রিচে ক্লওজ করে দিন। এটা হছে স্টপ লস।

Sahed
2016-02-07, 10:11 PM
ফরেক্স মার্কেটে স্টপ লস এবং টেক প্রফিট একটি গুরুত্বপূর্ণ বিষয় । স্টপ লস ব্যবহারের মাধ্যমে আপনি আপনার একাউন্ট ব্যালেন্স শূন্য হওয়া থেকে বিরত রাখতে পারেন । অভিজ্ঞ ট্রেডাররা সব সময় স্টপ লস ব্যবহার করে ট্রেড করে থাকে । আর টেক প্রফিট হচ্ছে অতিরিক্ত লোভ না করে একটি নির্দিষ্ট লক্ষমাত্রা নিয়ে ট্রেডটি আপনা আপনি বন্ধ করে দেওয়ার একটি কৌশল ।

razu777
2016-02-07, 11:35 PM
ফরেক্স মার্কেটে স্টপ লস হল আপনার নির্দিষ্ট কোন অর্ডার যদি আপনার বিপরীতে যায় তাহলে আপনি কত ডলার প্রফিট করতে চান তা টেইক প্রফিট হিসেবে সেট করে দেওয়াকে বোঝায়। অর্থাৎ আপনি ট্রেডে যদি নাও থাকতে পারে তাহলে ঐ নির্দিষ্ট পরিমান লস এ গেলে আপনার সেট করা স্টপ লস হিট করে ট্রেডলি লসে ক্লোজ হয়ে যাবে এবং নির্দিষ্ট পরিমান লাভে গিয়ে আপনার দেওয়া টেক প্রফিট হিট করে ট্রেডটি অটোমেটিকভাবে লাভে ক্লোজ হয়ে যাবে। এটা হচ্ছে সাধারণভাবে স্টপ লস এবং টেক প্রফিট।

Vision
2016-02-08, 12:04 AM
আমি আগে স্টপ লস বিষয়টাকে তেমন একটা গুরুত্ব না দিলে ইদানিং আমি অনেক বেশি সিরিয়াস এই বিষয়টা নিয়ে যে কেন আমাদের স্টপ লস ব্যবহার করা উচিত । ফরেক্স নিয়ে আমি অনেক বেশি পড়ালেখা করছি যদিও নিজে নিজেও শিখার চেয়ে একজন গুরু থাকলে অনেক বেশি দ্রুত শিখা যাবে । আর স্টপ লস ব্যবহার করে আমি ডেমো একাউন্টে অনেক উপকৃত হয়েছি । আসল এটা ফরেক্সের অন্যতম একটা বিশেষত্ব যে এখানে স্টপ লস ব্যবহারের মাধ্যমে আমরা অনেক বেশি ক্ষতি এড়াতে পারি ।

real80
2016-02-08, 12:02 PM
ফরেক্স বিজনেসের একটি বড় সুবিধা হল এখানে সারাদিন মার্কেট দেখে থাকতে হয় না। তাই ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্ট একটি গুরুত্বপূর্ণ অংশ। ফরেক্স মার্কেটের একটি জরুরি টার্ম হল এই স্টপ লস। আপনি যখন কোন বাই ট্রেড অথবা সেল ট্রেড অর্ডার করবেন তখন আপনার অবশ্যই একটি টার্গেট থাকে যে আপনি সর্বোচ্চ কত লাভ করবেন আর এর বিনিময়ে কতটুকু লস করতে আপনি রাজি আছেন। নিজের লসের পরিমান ট্রেড অর্ডার করার আগেই ঠিক করে রাখার নামই স্টপ লস।

Fxaziz
2016-02-09, 05:19 PM
ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস থেকে বাছার জন্য আমরা ফরেক্স মার্কেট এ স্টপ লস ব্যাবহার করি।স্টপ লস ব্যাবহার করলে আমরা আমাদের একাউন্ট কে খালি হওয়ার দিক থেকে রক্ষা করতে পারবো।ফরেক্স মার্কেট এ দুইটি বিষয় রয়েছে টেক প্রপিট এবং স্টপ লস। এই দুইটি বিষয় এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ টিকে থাকতে পারি।আমরা যখন কম্পিটার এর সামনে থাকি না তখন আমাদের ট্রেড নিজে নিজে ক্লোজ হয়ে যাই এই দুইটি বিষয় এর মাধ্যমে। ধন্যবাদ.........।

Sakar Sorkar
2016-03-12, 11:36 AM
ফরেক্স মার্কেটে স্টপ লস হচ্ছে হচ্ছে এমন একটি বিষয় যে খানে আপনি কতটুকু পরিমান লস মেনে নিবেস তা নির্ধারন করে দেওয়া। বিশেষ করে কোন নিউজ বা আপনার পক্ষে মার্কেটে বসে মনিটর করা সম্ভব
নয় সেই সময় এটি ব্যবহার করা হয়। তবে মার্কেটে ট্রেড নেওয়ার পর পরেই স্টপ লস বা স্টপ প্রফিট সেট করা উপযুক্ত।

pipshunter
2016-03-12, 12:06 PM
ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় আপনি কতটুকু লস নিতে পারবেন এর পরিমান নির্ধারণ করতে স্টপ লস ব্যবহার করা হয়।স্টপ লস আপনার অ্যাকাউন্ট কে অধিক লস হতে রক্ষা করবে।যে পরিমাণ স্টপ লস দেয়া থাকবে মার্কেট তার বেশি লস কখনওই করবে না।

Md Sanuwar Hossain Hossai
2016-03-12, 12:39 PM
ফরেক্সে স্টপ লসের ভুমিকা অনেক।। আমরা যখন ফরেক্সে ট্রেড অপেন করি তখন অই ট্রেড যদি আমাদের অনুকলে না থাকে তবে সেই ট্রেডে আমরা কতটা লস মেনে নিতে পারব তা আগে থেকে নির্ধারণ করে দেয়ার জন্য স্টপ লস ব্যাবহার করা হয়। ।। এছাড়া ও ফরেক্সের একাউন্ট কে টিকিয়ে রাখার জন্য স্টপ লস ব্যাবহার করা হয়।।

Md Akter Hossain
2016-03-12, 12:59 PM
স্টপ লস হল একধরনের পেনডিং অর্ডার । যা আপনি আপনার ইচ্ছামত বসিয়ে থাকেন । ধরুন আপনি বাই করলেন এবং ২০ পিপস নিচে স্টপ লস সেট করলেন । এখন যদি মার্কেট ২০ পিপস নিচে নামে তাহলে আপনার ট্রেডটি অটো ক্লোজ হয়ে যাবে । সাধারণত আমরা লস থেকে বাচতে স্টপ লস ব্যবহার করে থাকি ।

hasan019
2016-03-12, 01:53 PM
টেক প্রফিট আর স্টপ লস বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সবসময় মার্কেট ওয়াচ করা পসিবল হয় না। সেই কারনে আমরা টেক প্রফিট আর স্টপ লস দেই। এতা আমাদের অ্যাকাউন্ট থিক রাখে। নতুনরা অনেকেই স্টপ লস দিতে চায় না কারন তারা সুধু লাভ করতে চায়।

fatemaakhter
2016-03-12, 02:10 PM
আমি স্টপলস ব্যবহার করলে আমার অতিরিক্ত লসের ট্রেড ক্লোজ হয়ে যায়। আবার প্রত্যাশাজনিত প্রাইসে টেকপ্রফিট হিট করে ট্রেড ক্লোজ হয়। এজন্য আমি স্টপলস এবং টেকপ্রফিট ব্যবহার করে থাকি। স্টপ লস ব্যবহার না করলে আপনার ব্যালেন্স যে কোন সময় জিরো হবার সম্ভাবনা থাকে ।তাই স্টপ লস ফরেক্সে টিকে থাকতে আপনাকে সাহায্য করে ।

rahmot255
2016-03-12, 05:32 PM
আমার জানা মতে স্টপ লস হল আপনার নির্দিষ্ট কোন অর্ডার যদি আপনার বিপরীতে যায় তাহলে আপনি কত ডলার প্রফিট করতে চান তা টেইক প্রফিট হিসেবে সেট করে দেওয়াকে বোঝায়। অর্থাৎ আপনি ট্রেডে যদি নাও থাকতে পারে তাহলে ঐ নির্দিষ্ট পরিমান লস এ গেলে আপনার সেট করা স্টপ লস হিট করে ট্রেডটি লসে ক্লোজ হয়ে যাবে এবং নির্দিষ্ট পরিমান লাভে গিয়ে আপনার দেওয়া টেক প্রফিট হিট করে ট্রেডটি অটোমেটিকভাবে লাভে ক্লোজ হয়ে যাবে। এটা হচ্ছে সাধারণভাবে স্পট লস এবং টেইক প্রফিট।

Fxaziz
2016-03-17, 07:35 PM
ফরেক্স মার্কেট এ স্টপ লস বিষয়টা হচ্ছে অটো ট্রেড ক্লোজ।স্টপ লস ব্যাবহার এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে আমাদের লস কে কন্ট্রোল করতে পারি।আমরা যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করার ক্ষেত্রে এটি ব্যাবহার না করি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে টিকে থাকতে পারবোনা।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার ক্ষেত্র স্টপ লস এবং টেক প্রপিট ব্যাবহার করি।না হয় আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করে টিকে থাকতে পারবো না।ট্রেড করার ক্ষেত্রে এই দুইটি জিনিস এর গুরুত্ব অনেক।

Md Akter Hossain
2016-03-17, 09:54 PM
স্টপ লস হল অটোমেটিক পেন্ডিং অর্ডার যেখানে প্রাইজ গেলে আপনার ট্রেড অটো ক্লোজ হয়ে যাবে । মনে করুন আপন ১.২২২২ তে বাই করলেন এবং ১.২২০০ তে স্টপ লস সেট করলেন । এবার মার্কেট যদি ১.২২০০ তে আসে তাহলে আপনার ট্রেডটি অটো ক্লোজ হয়ে যাবে ।

shimul77ss
2016-11-23, 10:07 PM
স্টপ লস হল আপনার ট্রেড যদি আপনার বিপক্ষে যাই তাহলে স্টপ লস সিলেক্ট করে দিলে ঠিক ওই পয়েন্টে গিয়ে আপনার ট্রেড অটমেটিক ক্লজ হয়ে যাবে।আপনি টেক প্রফিট ব্যবহার করেন আর নাই করেন আপনাকে অবশ্যি স্টপ লস ব্যবহার করা উচিত এতে আপনার একাউন্টকে ০ এর হাত থেকে রক্ষা করে।

uzzal05
2016-11-27, 12:22 PM
ফরেক্স এ স্টপ লস খুবই গুরুত্তপূর্ন। এখানে সটপ লস ছাড়া ট্রেড অনেকটা হার্ট স্টক এর মত। যে কোন সময় আপনার মৃত্য হতে পারে। কারন ফান্ডামেন্টাল নিউজ এর কাওরনে অনেক সময় মার্কেট বড় ধুরনের মুভ হয় থাকে। যার ফলে আপনার ব্যলেন্স একাউন্ট এ ব্যকাপ্ না দিতে পেরে একাউন্ট এ লাল বাতি জালিয়ে দিবে। নির্দিষ্ট পরিমান লসের হাত থেকে বাচার জন্য সটপ লস ব্যবহার করা হয়।

Bindu72
2016-11-27, 12:52 PM
ফরেক্স ট্রেডিং করার ক্ষেত্রে স্টপ লস বেশ গুরুত্ব পুর্ন একটা ট্রেডিং টুলস যা আপনাকে বড় রকম লসের হাত তেকে বাচাতে পারে তাই আমার মতে সব ট্রেডের সাথেই স্টপ লস সেট করা উচিত কারন কারন তা না করা হলে আপনার অন উপস্থিতিতে ফরেক্স মার্কেটে বড় ধারনের দর পতন হলে বা আপনার ট্রেড অনেক লসে বা আপনার একাউন্ট জিরো হতে পারে।

RUBEL MIAH
2016-11-27, 06:32 PM
ফরেক্স ব্যবসা করতে হলে অবশ্যই স্টপ লসের ইন্ডিকেটরটি ব্যবহার করার চেষ্টা করব । এই স্টপ লসটি এমন এক ইন্ডিকেটর যেটি ব্যবহারের মাধ্যমে আমাদের এ্যাকাউন্ট সব সময় নিরাপদ থাকবে । অতএব আমরা সব সময় রিয়েল ট্রেড করার সময় স্টপ লস ইন্ডিকেটরটি ব্যবহার করবই । আর আপনারাও এই ভুল যাতে না করেন সেদিকে খেয়াল রাখবেন ।

sujon30
2016-11-27, 06:43 PM
ফরেক্স স্টপ লস হল যে আপনি কত টাকা লস দিয়ে তা ক্লোজ করে দিবেন তা বোঝায়। ফরেক্স মার্কেট এ এই স্টপ লস ব্যবহার করে অনেকেই লস থেকে বিরত থাকছে। আপনি যদি এই স্টপ লস ব্যবহার করে কোথাও ব্যস্ত থাকেন তাহলে যখন আপনার লস এর দিকে যাবে তখন আপনি কত টাকা লস করে দিবেন তা অটোমেটিক লস হলে তা বন্ধ হয়ে যাবে।

ONLINE IT
2016-11-27, 08:05 PM
ফরেক্স এ স্টপ লস খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু বেশির ভাগ ট্রেডাররাই স্টপ লস ব্যবহার করে না। ফলে তারা প্রায়ই তাদের এ্যাকউন্ট হারিয়ে ফেলে। স্টপ লস হল এমন এক বিষয়- মনে করুন আপনি কোন এন্ট্রি নিলেন। কিন্তু আপনি চাচ্ছেন যে, মার্কেট যদি আপনার বিপরীতে ১০০ পিপ যায় তাহলে যেন অটোমেটিক ট্রেডটি বন্ধ হয়ে যায়। তাই আপনি যদি ১০০ পিপ আপনার ট্রেডের বিপরীতে স্টপ লস নিয়ে থাকেন তাহলে যদি মার্কেট উক্ত পয়েন্টে হিট করে তাহলে আপনার ট্রেডটি বন্ধ হয়ে যাবে।

uzzal05
2017-06-22, 01:51 PM
ফরেক্স মার্কেট কেউ স্টপ লস ব্যবহার করে আবার কেউ ব্যবহার করে না। স্টপ লস ব্যবহার করলে আপনার লস নির্দিষ্ট পরিমান হবে। আপনি কি পরিমান লস গেলে ট্রেডটি ক্লোজ করে দিতে চান সেজন্যই স্টপ লস ব্যবহার করা হয়। স্টপ লস আপনি যেকোন পরিমান সেট করতে পারেন।

morshed naim
2017-07-29, 11:23 PM
ফরেক্সে স্টপ লস একটা গুরুত্বপূর্ণ টার্ম আপনি একটা ট্রেড ওপেন করলেন আপনার অবশ্যই টার্গেট আছে কত পিপ গেইন করতে চান।আপনার নির্দিষ্ট কোন অর্ডার যদি আপনার বিপরীতে যায় তাহলে আপনি কত ডলার প্রফিট করতে চান তা টেইক প্রফিট হিসেবে সেট করে দেওয়াকে বোঝায়।আপনি ট্রেডে যদি নাও থাকতে পারে তাহলে ঐ নির্দিষ্ট পরিমান লস এ গেলে আপনার সেট করা স্টপ লস হিট করে ট্রেডলি লসে ক্লোজ হয়ে যাবে এবং নির্দিষ্ট পরিমান লাভে গিয়ে আপনার দেওয়া টেক প্রফিট হিট করে ট্রেডটি অটোমেটিকভাবে লাভে ক্লোজ হয়ে যাবে।

mahbubhb
2017-08-15, 11:30 PM
ফরেক্সে টেকলস একটি পদ্ধতি যেখানে একজন ট্রেডার নিজেই নিজের লসের পরিমাণ নির্ধারণ করে থাকে । যদি কোন ট্রেডার মনে করে যে কোন একটি ট্রেড করার পর সে তার বাই/সেল থেকে একটি নির্দিষ্ট পরিমাণ লসের পর তা ক্লোজ করে দিবে তখন সে সেই ট্রেড এর মধ্যে টেকলস এর ভিতরে সংখ্যা বসিয়ে দিবে। যদি তার মুল্য সেই পরিমাণে পৌঁছায় তাহলে অটো ক্লোজ হয়ে যাবে। এটাকে টেকলস বলা হয়।

martin
2017-08-30, 09:32 PM
স্টপ লস টা হল ট্রেডের জন্য অনেক বড় একটা অস্ত্র বলতে পারেন, কারন স্টপ লস ছাড়া ট্রেড করলে একসময় আপনার মানি ম্যনেজমেন্তে বড় ধরনের সমসস্যায় পরতে হবে, আর একজন ভাল ত্রেদার কখনই স্টপ লস ছাড়া ট্রেড করে না, আর রেক্স বিহীন ট্রেডের জন্য এর থেকে ভাল আর কোন মাধ্যম নাই ।

kashi93
2017-09-06, 05:37 PM
হ্যা, ফরেক্স এর মাধ্যমে আমরা আমদের জীবনটাকে খুব সহজেই সাফল্যের শীর্ষে নিয়ে যেতে পারি। অন্য কোনো কাজের মাধ্যমে আমাদের সফলতা অর্জন করতে যতটা সময় লাগে তার থেকে অল্প সময়ে আমরা ফরেক্স এর মাধ্যমে জীবনটাকে গড়ে তুলতে পারি। শুধু মাত্র আমাদের ফরেক্স সম্পর্কে ভালো ধরনা নিতে হবে এবং এর সম্পর্কে জ্ঞানার্জন করতে হবে।

Mamun13
2017-09-06, 06:15 PM
ফরেক্স ট্রেডে স্টপলস সেট করা জরুরী বিষয়৷স্টপলস সেটিং আপনার মূলধন বা ব্যালেন্স সম্পূর্ণ জিরো হওয়া থেকে সুরক্ষা করবে৷স্টপলস সঠিকভাবে সেট করতে হলে আপনাকে প্রথমে আপনার ট্রেডিং চার্টের সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো ভালো করে চিনতে হবে৷এই সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলোর ২০/৩০ পিপস উপরে/নীচে স্টপলস সেট করতে হয়৷

sr ritu
2017-11-21, 07:49 PM
ফরেক্স মার্কেটে স্টপ লস হল আপনার নির্দিষ্ট কোন অর্ডার যদি আপনার বিপরীতে যায় তাহলে আপনি কত ডলার প্রফিট করতে চান তা টেইক প্রফিট হিসেবে সেট করে দেওয়াকে বোঝায়।

yasir
2017-11-29, 10:36 AM
ফরেক্স মার্কেটে স্টপ লস হল আপনার নির্দিষ্ট কোন অর্ডার যদি আপনার বিপরীতে যায় তাহলে আপনি কত ডলার প্রফিট করতে চান তা টেইক প্রফিট হিসেবে সেট করে দেওয়াকে বোঝায়।

iloveyou
2018-04-14, 08:50 PM
আসলে ফরেক্স মার্কেটে স্টপ লস বিষয়টা হচ্ছে আপনার সচেতনতা অর্থাৎ* মার্কেটের উপর আপনার পুরোপুরি কনসনট্রেড বলা যায়। কারন আপনি যে এখানে লেনদেন করছেন সেটার লাভ-লস কতটুকু হতে পারে, সেটার পূর্ব নির্ধারণ করাটাই হল এখানে স্টপ লস। মানে একটা ট্রেডে আপনি এর চেয়ে বেশি লস করতে রাজি না, সেই এমাউন্টা এখানে ফিক্স করে দেওয়া, এটাই হল স্টপ লস।

udaydebnath
2018-04-14, 10:11 PM
ষ্টপ লস এমন একটা বিষয় যা আমরা মেটা ট্রেডার ট্রেডিং প্লাটফর্মে ব্যবহার করে থাকি। ধরুন, আমার ব্যালেন্স 1000 ডলার। আমি একটা ট্রেড ওপেন করার পর যদি প্রাইস লসে যায় সেক্ষেত্রে 10 ডলারের বেশি লস নেব না। তাহলে আমি ঠিক যে পাইসে গেলে আমার 10 ডলার লস হবে সেই প্রাইসে আমি ষ্টপ লস সেট করে দিব। ইউরো ইউএসডি পেয়ারে 0.1 লটে 1.2555 প্রাইসে আমি বাই দিলাম। 10 ডলার লসে 1.2545 প্রাইসে আমি ষ্টপ লস সেট করে রাখলে আমার 10 ডলারের বেশি লস হবে না। কারন প্রাইস যখন 1.2545 তে হিট করবে তখন আমার ট্রেড অটোমেটিক ক্লোজ হয়ে যাবে।

hasem79
2018-04-15, 08:08 AM
এটা হল এমন একটা জিনিস যা ব্যবহার করলেও বিপদ না করলে আরও বড় বিপদ। ঐ যে - একটা গল্প পড়েন নাই লুঙ্গিতে আগুন লাগা, খুললে বিপদ না খুললে মহাবিপদ। তাই নিজ দায়িত্বে ব্যবহার করবেন। আমি গত বেশ ক বছর থেকে এটা ব্যবহার বাদ দিয়েছি। আমার কাছে মনে হয়েছে শখ করে লস করার কোন লজিক নেই।

riponinsta
2018-04-15, 11:51 AM
ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে আপনার স্টপ লস দিয়ে ট্রেড করতে হবে কারন স্টপ লস দিয়ে ট্রেড করলে আপনি কম রিস্ক নিয়ে ট্রেড করতে পারবেন স্টপ লস ব্যবহার করলে আপনি এই ট্রেড এ কতটুকু লস নিবেন তা ঠিক করে দিতে পারবেন স্টপ লস ছাড়া ট্রেড করলে নিউজ এর সময় আপনার বড় লস হতে পারে তাই টিপি আপনি দেন না দেন আপনাকে স্টপ লস দিতেই হবে

expkhaled
2018-04-15, 12:01 PM
ফরেক্স এ স্টপলস হলো সয়ংক্রিয় ভাবে লস কে বন্ধ করার একটি টুল। ফরেক্স মার্কেট অনিশ্চিত মার্কেট, যেকোন সময় যেকোন ট্রেড বিপরীত দিকে যেতে পারে যা থেকে হতে পারে আপনার বড় ধরনের লস বা একাউন্ট শূণ্য। তাই যখন কোন ট্রেড নেই তখন একটি লস ক্যালকুলেশন বা মানিম্যানেজমেন্ট করে নিয়ে নেই। যদি ট্রেড লাভ হয় তাহলে তো খুব ভাল আর যদি লস হয় তাহলে পূর্বে থেকে যে লস নির্ধারন করে দেওয়া হবে সেখানে এসে ট্রেডটি স্টপ হয়ে যাবে। স্টপলস ছাড়া ট্রেড করা বিপদজনক তাই সব সময় স্টপলস ব্যবহার করে ট্রেড করা উচিত।

marjahan
2018-04-15, 02:35 PM
স্টপ লস ফরেক্স মার্কেটে খুবই গুরুত্বপূর্ন যা আপনার একাউন্টকে সুরক্ষিত করবে ।স্টপ লস সেট করে দিলে মার্কেট থেকে বড় ধরনের লস এড়ানো সম্ভব হবে ।স্টপলস সেট করে দিলে ট্রেড অটোমেটিকালি ক্লোজ হয়ে যাবে যখন স্টপলসে হিট করবে মার্কেট ।

alamsat
2018-04-18, 10:46 PM
স্টপ লস আপনার একাউন্ট কে সুরিক্ষিত রাখে. কারণ আপনি একটি ট্রেড ওপেন করে যদি স্টপ লস ব্যবহার না করেন তা হলে মার্কেট আপনার বিপরীত এ গেলে আপনার একাউন্ট হয়তো ০ হতে পারে. তাই আমরা একাউন্ট কে ০ হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য স্টপ লস ব্যবহার করি. একটি ট্রেডিং ওপেন করে আপনার একাউন্ট এ ১০০ ডলার থাকলে ৩০ ডলার বাকি থাকতে স্টপ লস ব্যবহার করতে পারেন. আপনার ট্রেড টি বিপরীত মুখী হলে ৩০ ডলার বাকি থাকতে ট্রেড টি ক্লোজ হয়ে যাবে. তাইলে আপনার একাউন্ট টি আর ০ হলো না. পুনরায় আপনি ৩০ ডলার দিয়া ট্রেডিং করতে পারবেন. এটি হলো স্টপ লস এর কাজ.

al amin
2018-09-19, 01:01 AM
ফরেক্স এ ট্রেড করার জন্য স্টপ লজ বিষয়টা একটা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে কারন ট্রেড ওপেন করার সময় আপনি কতটুকু টেক প্রফিট এবং কতটুকু টেক লজ নির্ধারন করবেন তার উপর নির্ভর করবে এবং এর মধ্যে যদি ফরেক্স মার্কেট এ পিপস যদি কমতে থাকে এবং বাড়তে থাকে সেক্ষেত্রে আপনার ট্রেড এ যদি নির্দিষ্ট টেক প্রফিট ও টেক লজ নির্ধারন করা থাকলে আপনার একাউন্ট অনেক সেফ থাকবে। তবে আমার মতে স্টপ লজ ব্যবহার করা উচিত।

Md_MhorroM
2018-11-29, 09:22 PM
আমি মনে করি ফরেক্স এ স্টপ লস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম বা প্যারামিটার। কারন এটার মাধ্যমে আমরা ট্রেডকে বলে দিতে পারি আমরা প্রতিটি ট্রেডে কত পরিমাণ লস দিতে রাজী আছি। যখন আমরা সেল করি তখন আমরা সেল প্রাইসের উপরে যত পিপস লস দিতে রাজি থাকি ঠিক তত পিপস এ স্টপ লস দিয়ে থাকি। যখন আমরা বাই করি ঠিক তার উলটো ঘটনা ঘটে। সুতরাং এটি একটা গুরুত্বপূর্ণ প্যারামিটার।

Mahidul84
2018-12-03, 07:28 PM
স্টপ লস পদ্ধতিটা হচ্ছে ফরেক্স মার্কেটে ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। কারণ এই পদ্ধতির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ক্ষতি বন্ধ করতে পারবেন এমনকি আপনার লসের পরিমাণটা একটা সীমাবদ্ধতার মধ্যে রাখতে পারবেন। আর যদি স্টপ লস পদ্ধতিটি ব্যবহার না করেন তাহলে আপনার ব্যালেন্স অনেক সময় ঝুকির মুখে পড়ে যেতে পারে। এজন্য এই মার্কেটে সঠিকভাবে কাজ করতে চাইলে বা টিকে থাকতে চাইলে আপনাকে অবশ্যই স্টপ লস পদ্ধতি অবলম্বন করে চলতে হবে। আর স্টপ লস পদ্ধতির মাধ্যমে আপনি অবশ্যই ভবিষ্যতে সফলভাবে এগোতে পারবেন।

Panna1989
2018-12-03, 10:42 PM
যারা ট্রেড করেন তাদের জন্য স্টপ লস হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্টপ লস থাকার এইতাই হল অনেক সুবিধা । ট্রেড ওপেন টার্গেট কত পিপ গেইন করতে চাচ্ছেন ঠিক একই ভাবে আপনার টার্গেট থাকতে হবে আপনি কত পিপ লস নিতে চান। স্টপ লস হলো এমন একটি কমান্ড যা নিদিস্ট এমাউন্ট সিলেক্ট করে সেট করলে দাম কমলে অটমেটিকলি ঐ দামে আসলেই ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। বেশি লস হবে না।

sumon918
2018-12-04, 04:21 AM
আপনি যখন কোন ট্রেড ওপেন করবেন তখন আপনার অপশন থাকবে য আপনি কত পিপ পর্যন্ত লাভ করবেন বা কত টুকু লস মেনে নিবেন। যত পিপ পর্যন্ত লস মেনে নিবেন ওইটাই হল স্টপ লস।

fxjaman
2018-12-04, 12:57 PM
ফরেক্স মার্কেটে স্টপ লস এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রেডিং এর ক্ষেত্রে এই বিষয়টা এজন্যই গুরুত্ব দিতে হবে যেন আপনি স্বাভাবিকের তুলনায় লস বেশি না করেন। অন্যান্য ব্যবসার তুলনায় এই ব্যবসাটা একটু ভিন্ন ও জটিল ধরা হয়। কারন এখানে আপনি আপনার আইডিয়া/ধারনা অনুযায়ী সব ডিসিশনগুলো নেবেন কিন্তু আপনার ধারনা পুরোপুরি সঠিক নাও হতে পারে। সেজন্যই স্টপ লস ব্যবহার করে ট্রেডগুলো করতে হবে, যাতে করে আপনি মার্কেটে অন্ততপক্ষে টিকে থাকতে পারেন।

Grimm
2019-02-10, 08:05 PM
স্টপলস হলো এই মার্কেটের একটা অপশন যার মাধ্যমে আপনি আপনার লস সীমিত করে দিতে পারবেন। অর্থ্যাৎ আপনি যে পয়েন্টে আপনার লস নেওয়া বন্ধ করে দিতে চান সেই পয়েন্টে এই স্টপলস ব্যবহার করবেন এবং মার্কেট যখন সেই পয়েন্টটা ছুবে তখন সয়ংক্রিয়ভাবে আপনার ট্রেড বন্ধ হয়ে যাবে। এর কিন্তু অনেক সুবিধা আছে। ধরেন আপনি ট্রেড অপেন করার পর আর প্ল্যাটফর্মের সামানে থাকতে পারলেন না এবং সেই সময়টাতে যদি মার্কেট আপনার বিপরিতে অনেক চলে যায় তাহলে স্টপলস ছাড়া আপনি অনেক লসের সম্মুখীন হয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি মার্জিন কলও পেতে পারেন। আর এগুলো যাতে না হয় সেকারনেই স্টপলস ব্যবহার করা হয়।

SHARIFfx
2019-02-10, 08:33 PM
ফরেক্স ট্রেডিং এ স্টপ লস কে গুরুত্ব দিয়ে দেখা উচিত। কারন আমরা জানি ফরেক্স মার্কেট পরিবর্তন শীল। এই মার্কেট এ যে কোনো সময়ে বড় দরনের মুভমেন্ট হতে পারে। তাই এই সময় মার্কেট ট্রেডিং এর বিপরীতে গেলে আপনার বেলেন্স খালি হতে পারে। তাই এই দরনের বিপদ থেকে রক্ষা পেতে হলে আমাদের কে স্টপ লস ব্যবহার করতে হবে। তবে অনেক দক্ষ ট্রেডার পেন্ডিন বাই অথবা পেন্ডিন সেল ব্যবহার করে স্টোপ লস এর বিপরিতে ট্রেডিং পরিচালনা করে থাকেন।

Ronesh186
2019-02-10, 10:22 PM
স্টপ লস বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ট্রেড করার সময় টেক প্রফিটের পাশে আরেকটি অপশন থাকে এটাই স্টপ লস। ট্রেড করার সময় স্টপ লস অপশনে একটি লস এমাউন্ট উল্লেখ করে দিতে হয়। মার্কেট যখন ওই পরিমাণ লস অতিক্রম করবে তখন আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে। স্টপ লসের সুবিধা হল বড় ধরণের লস থেকে আপনার একাউন্টকে সুরক্ষিত রাখা। কিন্তু অনেকেই শুধুমাত্র টেক প্রফিটটাই ব্যাবহার করেন। তারা একটুও লস করতে চান না। ফলে দেখা যায় বাজার বেশি লসে থকলে তাদের ব্যালেন্স শূন্য হওয়ার ঝুকি থাকে। তাই আমি মনে করি অতিরিক্ত ঝুকি না নিয়ে সকল ট্রেডারদের স্টপ লস ব্যাবহার করা উচিৎ।

TanjirKhandokar1994
2019-02-14, 07:19 AM
আমি যতোদূর জানি যে ফরেক্স ট্রেডিং এ স্টপ লস হচ্ছে একটা অটোমেটিক অপশন। আর এটা দিয়ে লস যাতে কম থাকে তার নিরাপত্তা ব্যবস্থা করা । কেননা সব সময় ট্রেডিং এ উপস্তিত থাকা সম্ভব হয় না। আর তাই তখন যেন বেশি লস না হয় তার জন্য স্টপ লস ব্যবহার করা হয় । স্টপ লস থাকার এটাই হল সুবিধা । নিজে উপস্তিত না থেকে ও ট্রেড ক্লোজ করা যায়।ধন্যবাদ

habibi
2019-02-14, 07:24 PM
স্টপ লস হলো এক ধরনের নির্দেশ যা মুদ্রার হারের অস্বাভাবিক ওঠানামা থেকে সম্ভাব্য লোকসানের পরিমাণ সীমিত করে।
অপশন খোলা থাকা অবস্থায় শুধুমাত্র স্টপ লস নির্দেশটি প্রয়োগ করা যায়। যখন মার্কেটের অবস্থা গ্রাহকের অনুকূলে থাকে না এবং মূল্য স্টপ লস এর লেভেল পর্যন্ত পৌঁছে, যখন চুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। এভাবে, স্টপ লস ট্রেডারদের লোকসান নিয়ন্ত্রণে সাহায্য করে এবং লোকসান হলে আমানতের কিছু অংশ সুরক্ষিত থাকে।
যদি একজন ট্রেডার স্টপ লস অর্ডার ব্যবহার না করে, তাহলে পজিশন ব্রোকারই বন্ধ করে যখন লোকসানের পরিমাণ আমানতের পরিমাণের সমান হয়।
তিন ধরনের স্টপ লস অর্ডার আছে যেমনঃ ফিক্সড স্টপ লস, স্লাইডিং স্টপ লস এবং কম্বাইন্ড স্টপ লস।
ফিক্সড স্টপ লস অবস্থান খোলার সময় নির্ধারণ করা হয়। চুক্তি বন্ধ হওয়া পর্যন্ত সেগুলো পরিবর্তন করা যায় না। শ্লাইডিং স্টপ লস, মূল্য ওঠানামার উপর নির্ভরকরে যে কোন সময় পরিবর্তন করা যায়। স্লাইডিং স্টপ লসের আরেকটি নাম হলো ট্রেইলিং স্টপ লস যা সেটিং এর উপর নির্ভর করে ট্রেডার নিজে অথবা স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করতে পারে। বর্তমানে স্টপ লস ব্যবহার করার প্রয়োজন আছে কিনা সেটা নিয়ে অনেক ধরনের মতামত রয়েছে। অনেক ট্রেডারেরা মনে করেন যে স্টপ লস ট্রেডিং এর ক্ষেত্রে বাধ্যতামূলক হওয়া উচিত, বিশেষ করে স্টপ লস ব্যবহার করে গ্রাহক সম্পূর্ণ আমানত হারানো থেকে বেঁচে যেতে পারে। যদি পূর্বাভাসের উপর নির্ভর না করে মূল্য ক্রমাগত পরিবর্তিত হতে থাকে, সেক্ষেত্রে চুক্তি সময়মত বন্ধ না হলে অনেক বেশি ক্ষতি লোকসান হতে পারে। স্টপ লসের বিপক্ষের ট্রেডারেরা মনে করেন এই ধরনের অর্ডার শুধু লোকসান নয় লাভের ক্ষেত্র ও সীমাবদ্ধ করে দেয়। মূল্যের ওঠানামা অনিশ্চিত এবং অপ্রত্যাশিত। এটা ট্রেডারের প্রত্যাশা অনুযায়ী হতে পারে এবং স্টপ লসের লেভেল অতিক্রম করতে পারে। এক্ষেত্রে পজিশন লসের পরিবর্তে লাভের ক্ষেত্রে নিদিষ্ট থাকে।
নিয়ম হিসাবে, একজন ট্রেডার স্টপ লস অথবা ব্যক্তিগত কৌশল কোনটি অনুসরণ করবে সেটা তার উপর নির্ভর করবে। সুতরাং লোকসান সীমাবদ্ধ করার প্রয়োজনীয়তা নিয়ে মতামত ব্যক্ত করার কোন প্রয়োজন নেই।

ইন্সটাফরেক্সের সৌজন্যে

fardin
2019-03-15, 11:41 AM
প্রতিটি ট্রেডেই স্টপ লস টার্মটি ব্যবহার করা উচিত। স্টপ লস হলো এমন একটি কমান্ড যা নিদিস্ট এমাউন্ট সিলেক্ট করে সেট করলে দাম কমলে অটমেটিকলি ঐ দামে আসলেই ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। বেশি লস হবে না।

bdunity
2019-03-15, 03:07 PM
আমার মতে যারা ট্রেড করেন তাদের কন্য স্টপ লস অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়।এটা হলো চলমান কোন ট্রেডে আপনি সবচেয়ে বেশি কতটুকু লস করবেন তার সীমা।কোন ট্রেড সেই সীমাই পৌছালে স্বয়ংক্রিয় ভাবে সেই ট্রেড বন্ধ হয়ে যাবে।

NasirMollah739
2019-03-15, 03:19 PM
স্টপ লস হল আপনার নির্দিষ্ট কোন অর্ডার যদি আপনার বিপরীতে যায় তাহলে আপনি কত ডলার প্রফিট করতে চান তা টেইক প্রফিট হিসেবে সেট করে দেওয়াকে বোঝায়। অর্থাৎ আপনি ট্রেডে যদি নাও থাকতে পারে তাহলে ঐ নির্দিষ্ট পরিমান লস এ গেলে আপনার সেট করা স্টপ লস হিট করে ট্রেডটি লসে ক্লোজ হয়ে যাবে এবং নির্দিষ্ট পরিমান লাভে গিয়ে আপনার দেওয়া টেক প্রফিট হিট করে ট্রেডটি অটোমেটিকভাবে লাভে ক্লোজ হয়ে যাবে। এটা হচ্ছে সাধারণভাবে স্টপ লস এবং টেইক প্রফিট।
যেকোনো ট্রেডিংয়ে এই বিষয়গুলি অনুসরণ করা দরকার।

Rion
2019-11-08, 03:04 PM
স্টপ লস টা হল ট্রেডের জন্য অনেক বড় একটা অস্ত্র বলতে পারেন, কারন স্টপ লস ছাড়া ট্রেড করলে একসময় আপনার মানি ম্যনেজমেন্তে বড় ধরনের সমসস্যায় পরতে হবে, আর একজন ভাল ত্রেদার কখনই স্টপ লস ছাড়া ট্রেড করে না, আর রেক্স বিহীন ট্রেডের জন্য এর থেকে ভাল আর কোন মাধ্যম নাই ।

KAZIMAJHARULISLAM
2019-11-08, 03:13 PM
স্টপ লস হলো এক ধরনের ট্রেডিং টুলস। যেটা ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ stop-loss ব্যবহার করার মাধ্যমে একজন ট্রেডার তার একাউন্ট কেউ অনাকাঙ্ক্ষিত লস এর হাত থেকে রক্ষা করতে পারে। এবং নির্দিষ্ট সময়ে তার ওপেন করা ট্রেড গুলো ক্লোজ করতে পারে তার জন্য তাকে মার্কেটে একটিভ থাকার প্রয়োজন হয় না। অর্থাৎ একজন ট্রেডারের পক্ষে সবসময় মার্কেটের দিকে নজর রাখা সম্ভব হয় না বিধায় সে যখন ট্রেড ওপেন করে থাকে তখন তার এনালাইসিস অনুসারে মার্কেটের একটা নির্দিষ্ট লেভেলে স্টপ লস নির্ধারণ করে থাকে। এবং পরবর্তীতে মার্কেট যখন তার বিপরীত দিকে গিয়ে ওই নির্ধারিত লেভেলে পৌঁছায় তখন স্বাভাবিকভাবেই তার ট্রেডগুলো ক্লোজ হয়ে যায়। যার ফলে অতিরিক্ত লস এর হাত থেকে তার অ্যাকাউন্ট রক্ষা পায়। তাই বলা যায় একজন ট্রেডারের ফরেক্স মার্কেটে টিকে থাকার পিছনে স্টপ লস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

Leee
2019-11-08, 03:22 PM
স্টপ লস অপশনটির সাথে কম বেশি আমরা সবাই পরিচিত। ট্রেডকে অধিক লসের হাত থেকে বাঁচাতে স্টপ লস ব্যবহার করা হয়। এককথায় একটি ট্রেডের জন্য আপনি যতটা লস করতে প্রস্তুত ওই পরিমাণ লসে ট্রেড আপনাআপনি ক্লোলড করে দেওয়ার জন্য স্টপ লস ব্যবহার করা হয়। স্টপ লস ব্যবহারের সুবিধা অনেক কারণ আমাদের পক্ষে সর্বক্ষণ মার্কেট পর্যবেক্ষণ করা সম্ভব নয়। ফলে ট্রেডারের অবর্তমানে তার ট্রেডটি অনেক লসে চলে যেতে পারতো। কিন্তু স্টপ লস ব্যবহারের ফলে আপনার বেধে দেয়া প্রাইসে ট্রেডটি আপনাআপনি ক্লোজড হয়ে যাবে। মূলত লস মিনিমাইজ করার জন্যই স্টপ লস অপশনটি ব্যবহারিত হয়।

ARD
2019-11-08, 11:25 PM
জ্ঞান সর্বদা ভাল পরিকল্পনার মাধ্যমে বৃদ্ধি পায় এমন এক ব্যক্তির কথা মনে রাখুন যার ফরেক্স ট্রেডিং সম্পর্কে অনেক বেশি জ্ঞান থাকে সে অনেক বেশি অর্থ উপার্জন করতে পারে। কেউ জ্ঞান ছাড়াই বৈদেশিক মুদ্রার ব্যবসা করতে পারে যদি কেউ যদি কোনও জ্ঞান না নিয়ে ট্রেড শুরু করে তবে তাকে হারাতে হবে তাই জ্ঞান বৃদ্ধি করুন

DILIPDKS19571952
2019-11-09, 11:38 AM
আসলে ফরেক্স এ স্টপ লস বলতে আমার জানা মতে আপনি কতটুকু লস করবেন তার আগাম বার্তা সেভ করে রাখাকেই স্টপ লস বলে । এর মাধ্যমে নির্দিষ্ট পরিমানে লসে গিয়ে অটোমেটক ভাবে ট্রেড ক্লোজ করে দেওয়াই স্টপ লসের কাজ ।মনে করেন আপনি একটি ট্রেডে ২% লস করবেন এর বেশি করা যাবে না , ট্রেড অপেন করার পর আপনার লসের পরিমান বেশি হতে চাইলে তখন অটোমেটিক ভাবে ট্রেড বন্ধ হয়ে যাবে । ফরেক্স এ স্টপ লস ব্যবহার করা ভাল আমি ও স্টপ লস ব্যবহার করি ।

samirarman
2019-11-09, 02:25 PM
আমার জানা মতে, ফরেক্সে স্টপ লস একটা গুরুত্বপূর্ণ টার্ম।আপনি ট্রেডে যদি নাও থাকতে পারেন তাহলে ঐ নির্দিষ্ট পরিমান লস এ গেলে আপনার সেট করা স্টপ লস হিট করে ট্রেডলি লসে ক্লোজ হয়ে যাবে এবং নির্দিষ্ট পরিমান লাভে গিয়ে আপনার দেওয়া টেক প্রফিট হিট করে ট্রেডটি অটোমেটিকভাবে লাভে ক্লোজ হয়ে যাবে। এটা হচ্ছে সাধারণভাবে স্পট লস এবং টেইক প্রফিট।

ARD1
2019-12-31, 09:02 PM
বিশেষত উন্নত স্তরের ফরেক্স শিক্ষা যা আপনাকে নিয়মিত ভিত্তিতে শক্তি দিতে পারে যে আপনি যে কোনও সময় বাজার বিশ্লেষণ করতে পারেন এবং আপনি সারা জীবন সফলতার সাথে বাণিজ্য করতে পারবেন। আমি বলব আপনাকে অবশ্যই আপনার উন্নত ফরেক্স শিক্ষা প্রযুক্তি সমাপ্ত করতে হবে এবং ডেমো ট্রেডিং

Emarif1992
2019-12-31, 11:13 PM
স্টপ লস(sl) হচ্ছে এমনটি কৌশল যেটা ব্যবহার করলে আমি একটি ট্রেড থেকে কত পরিমাণ বা কত পিপস লস নিতে ইচ্ছুক সেটাকেই নির্দেশ করে। স্টপ লস সেট করলে আকাঙ্খিত লস বা পিপস এ এন্ট্রিটি পৌছানোর সাথে সাথেই ট্রেড ক্লোজ হয়ে যাবে। তাই আমরা প্রত্যেকেভ স্টপ লস ব্যবহার করে ট্রেড করবো।

KF84
2019-12-31, 11:37 PM
ফরেক্স এ ট্রেড ওপেন করার জন্য আমরা একটি সিস্টেম বা প্লাটফর্ম ব্যবহার করে থাকি আর এই প্ল্যাটফর্মের একটি টুল হল এই স্টপ লস টুল । এর মাধ্যমে আমরা একটি ট্রেড যদি লস এর দিকে যায় তাহলে আমরা এই সেটআপ ট্রেড করার শুরুতেই দিয়ে দিতে পারি যে আমরা সঠিক কত লস করব । এই টুলের ব্যবহারের কারণে আমরা অনেক বড় লস থেকে বেচে যেতে পারি ।

fxarif
2019-12-31, 11:56 PM
স্টপ লস হলো এমন একটা সময় যা আপনার ট্রেডকে লসে ক্লোজ করে ফেলবে আপনার অনুপস্থিতিতে।যেম আপনি ১.২১২৪ এ একটা সেল নিলেন।আর আপনি ১.২১৫০ এ স্টপ লস সেট করলেন।তাহলে মার্কেট ১.২১৫০ এ যাওয়ার সাথে সাথে অটোমেটিক লস স্বীকার করে ক্লোজ হয়ে যাবে

Hredy
2020-01-01, 05:31 PM
স্টপ লস হচ্ছে একটা নির্দিষ্ট লসে স্বয়ংক্রিয় ট্রেড ক্লোজ হওয়ার অপশন।ফরেক্সের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়।নিউজ ট্রেডের সময় এটার গুরুত্ব অনেক বেশী।স্টপ লস আমাদের অ্যাকাউন্টকে জিরো হওয়ার হাত থেকে রক্ষা করে।

Fxxx
2020-01-02, 02:17 PM
স্টপ লস লেভেলটি হচ্ছে আপনি আপনার ট্রেডটি কত পিপস লসে চলে গেলে আপনার ট্রেডটি আপনি বন্ধ করে দিতে চাচ্ছেণ। ধরুন আপনি চাচ্ছেন আপনার ট্রেডটি ৪০ পিপস লসে চলে যদি চায় তাহলে আপনি আপনার ট্রেডটি বন্ধ করে দিতে চাচ্ছেন। তাহলে আপনাকে স্টপ লস সেট করতে হবে ৪০ পিপস।

Hridoy6763
2020-01-02, 04:36 PM
ফরেক্স মার্কেট এর গুরুত্বপূর্ণ টুলস হয়ছে স্টপলস,এটি এমন একটা জিনিস আপনি যদি আপনার এন্ট্রিতে না ব্যবহার না করেন তাহলে আপনি বড় লস এর স্বীকার হবেন,এটি সেট করে রাখলে মার্কেট যদি ওই লেভেল এ যাই তাহলে অটোমেটিক আপনার এন্ট্রি ক্লোজ হয়ে যাবে,ফলে আপনি বড় লস হতে সেফ থাকবেন।

saraa
2020-02-23, 06:31 PM
গতকাল শুক্রবার আপনি সঠিক সিদ্ধান্তটি নিয়েছিলেন এবং বাজারের সমাপ্তির সময়টি ছিল আমাদের বাজারে আমাদের যে সমস্ত বাণিজ্য আছে তা বন্ধের সময় বন্ধ করতে হবে। কারণ যখন বাজারটি বন্ধ থাকে, তখন তার অস্থিরতা বৃদ্ধি পায় এবং গতিও বৃদ্ধি পায় এবং যখন এটি খোলা হয়, যদি এটি হয় তবে এটি খুব বেশি পরিচিত যেটি আরও বেশি, তাই আমি চাই যে রাস্তাটি বন্ধ করা উচিত যাতে আমরা বড় এড়াতে পারি

Sapna1212
2020-02-23, 08:33 PM
যখন আমাদের অ্যাকাউন্টটি বড় হয় তখন আমরা বাণিজ্যে স্টপ লসও ব্যবহার করি এবং স্টপ লস খুব ভাল এবং দরকারী জিনিস। এবং এটি আরও দ্রুত, আরও দরকারী সামগ্রীর জন্য, আমাদের কর্মীদের ক্ষতি ব্যবহার করে প্রতিটি বাণিজ্য করা উচিত নয় যাতে আমরা এতে ভাল লাভ করতে পারি।

rakib.r
2020-02-23, 08:33 PM
স্টপলস আর টেক প্রফিট জিনিস টা হলো অনেকটা বোবটিক সিস্টেমের মত। এখানে আপনি একটা ট্রেডে কত লস মেনে নিবেন আর কত পরিমান লাভ হলে আপনি খুশি হবেন তাই মেন্টেইন করা হয়ে থাকে। এটা অনেকে সব সময় ই ইউজ করে আবার অনেকে এটাকে যখন মার্কেটে সময় দিতে পারে না তখন ইউজ করে থাকে ।

PK_SHIKDER
2020-02-23, 08:34 PM
ফরেক্স মার্কেটে স্টপ লচ ব্যবহারের বিষয়টা হলো একটি ট্রেডকে অতিরিক্ত লচের হাত থেকে রক্ষা করা এই ছাড়া আর কিছু না । এই স্টপ লচ এবং টেক প্রফিট সকলে ব্যবহার করে না । আমি ও স্টপ লচ ও টেক প্রফিট ব্যবহার করি না,,,,, ধন্যবাদ ।

DIGITALBABU2020
2020-02-23, 09:41 PM
ফরেক্স মার্কেটে কারেন্সি প্রাইস স্থির না। এটা প্রতিনিয়তই পরিবর্তন হয়। দেখা যায় মার্কেট কখনো উপরে উঠে আবার কখনও নিচে নামে। এর ওপর এনালাইসিস করে ট্রেড ধরার উপযুক্ত সময় বের করতে হয়। কিন্তু কিছু কিছু সময়ে এনালাইসিস অনুযায়ী মার্কেটে সঠিক মুভমেন্ট বোঝা যায় না। ওই সময় মার্কেট তার নিজের গতিতে ওঠানামা করে। ওই সময় ট্রেড ধরা থাকলে মার্কেট যদি অতিরিক্ত বিপরীতে চলে যায় তাহলে ব্যালেন্স শূন্য হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ব্যালেন্স শূন্য হয়ে গেলে তা রিকভারি করা খুবই যন্ত্রণাদায়ক। তাই ব্যালেন্স শূন্য যাতে না হয় এর জন্য সামান্য লসে ট্রেড ক্লোজ করতে হয়। সব সময় কম্পিউটার বা স্মার্টফোন এর সামনে বসে থেকে ফরেক্স মার্কেটের মুভমেন্ট পর্যবেক্ষণ করা সম্ভব হয়ে ওঠে না। তাই স্টপ লস অপশনে একটা প্রাইস সেট করে দিতে হয়। কত লসে আপনি ট্রেড ক্লোজ করতে চান তার একটা প্রাইস stop-loss অপশনে সেট করে দিতে হয়। মার্কেট যখন ওই প্রাইসে উন্নীত হবে তখন অটোমেটিক ভাবে ট্রেড ক্লোজ হয়ে যাবে। এর কারণে আপনার সামান্য লস হতে পারে কিন্তু একাউন্ট ব্যালেন্স শূন্য হলো না। তাই আমি মনে করি সবাইকে টেক প্রফিট এর পাশাপাশি স্টপ লস ব্যবহার করা উচিত।

DJSUMON777
2020-02-24, 03:44 AM
ফরেক্স মার্কেটে স্টপ লস একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটি এমনই একটা সিস্টেম যা আপনার ব্যালেন্স কে অনেক বড় ক্ষতির হাত থেকে রক্ষা করে অর্থাৎ বিস্তারিত ভাবে বলা যায় যখন আপনি কোন একটি ট্রেড ওপেন করবেন যদি মার্কেট আপনার এন্ট্রি পয়েন্ট এর বিপরীতে যায় বার নেগেটিভে যায় তাহলে আপনি একটি নির্দিষ্ট মান বসিয়ে দিবেন যে মানের সমানে গেলে ট্রেড টি অটো ক্লোজ হয়ে যাবে।এই স্টপ লস আপনি যখন ট্রেড ওপেন করবেন তখনি বসাতে পারেন অথবা পরে মডিফাই করে বসাতে পারেন।

KaziBayzid162
2020-02-24, 06:43 AM
"স্টপ লস" ফরেক্স ট্রেডিং এ বহুল ব্যবহৃত এবং গুরুত্বপূর্ণ এক ধরনের টুলস।যেটা ব্যবহার করার মাধ্যমে একজন ট্রেডার মার্কেটে একটিভ না থেকেও নির্দিষ্ট পজিশনে তার ট্রেড ক্লোজ করে থাকে। অর্থাৎ যখন একজন ট্রেডার কোন ট্রেড ওপেন করে থাকে তখন ওই ট্রেড গুলোতে সে কি পরিমান লস করতে রাজি এবং মার্কেট তার কতটুকু বিপরীত পর্যন্ত সে ট্রেডগুলো ওপেন রাখবে সেটা নির্ধারণ করে দিয়ে থাকে স্টপ লস সেট করার মাধ্যমে। এবং পরবর্তীতে মার্কেট তার বিপরীত দিকে গিয়ে ওই পজিশনে পৌঁছায় তখন অটোমেটিকভাবে তার ট্রেডগুলো ক্লোজ হয়ে যায়। যার ফলশ্রুতিতে একজন ট্রেডার তার একাউন্ট কে বড় ধরনের লসের হাত থেকে রক্ষা করতে পারে।

fxhazera
2020-02-24, 10:35 AM
স্টপ লস হলো আপনার ওপেনকৃত ট্রেডটি যদি ট্রেন্ডের বিপরীতে চলে যায়,তাহলে আপনার সেটকৃত একটা প্রাইসে লসের মাধ্যমে ক্লোজ হয়ে যাবে।এরই নাম স্টপ লস।

amreta
2020-02-24, 12:21 PM
ফরেক্স এ ট্রেডের ক্ষেত্রে স্টপ লস বিষয়টা কি ?এইটা কিভাবে ব্যবহার করতে হয়।ফরেক্স ট্রেডে এর ভুমিকা কেমন?

প্রিয় সদস্যগণ আমাদের জন্য স্টপলস, আমরা এটির জন্য সেরা সরঞ্জাম হতে পারি কারণ যখন আমাদের ডেটা বন্ধ থাকে বা আমরা এই সমস্তগুলির উপর একটি কালো বাজারের সাথে সংযুক্ত না থাকি, তবে এটি আমাদের পক্ষে খুব ভাল প্রমাণিত হতে পারে এবং আমরা অনেক ক্ষতি এড়াতে পারি।

Rion83
2020-03-25, 11:28 AM
আমার মতে ফরেক্স এ ট্রেড করার জন্য স্টপ লজ বিষয়টা একটা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে কারন ট্রেড ওপেন করার সময় আপনি কতটুকু টেক প্রফিট এবং কতটুকু টেক লজ নির্ধারন করবেন তার উপর নির্ভর করবে এবং এর মধ্যে যদি ফরেক্স মার্কেট এ পিপস যদি কমতে থাকে এবং বাড়তে থাকে সেক্ষেত্রে আপনার ট্রেড এ যদি নির্দিষ্ট টেক প্রফিট ও টেক লজ নির্ধারন করা থাকলে আপনার একাউন্ট অনেক সেফ থাকবে। তবে আমার মতে স্টপ লজ ব্যবহার করা উচিত।

SR12
2020-03-25, 11:36 AM
আপনি যখন মার্কেটে কোনো ট্রেডে এন্ট্রি নিবেন তখন আপনাকে স্টপলস সেট করে দিতে হবে আপনি কতটকু লসে ট্রেডটি ক্লোজ করে দিবেন সেটাই হলো স্টপলস। কারন আপনি ট্রেড ধরলেই যে সেটা ১০০% পজিটিভ হবে এমনতো নয় সেটাতো নেগেটিভও হতে পারে। আর যদি আপনার এনালাইসিস সঠিক না হয় তখন আপনি ট্রেডে লস খাবেন আর এক্ষেত্রে যতটুকু স্টপলস দিবেন ততটুকুই লস হবে আপনার পুরো একাউন্ট খালি হওয়ার সম্ভাবনা কম তাতে করে।

Romjan1989
2020-03-25, 12:03 PM
ফরেক্স ট্রেডিং ব্যবসায় স্টপ লস বিষয় টা মাথায় রেখে ট্রেডিং করলে ব্যবসায় লসের পরিমাণ টা কম। স্টপ লস হল লসের পরিমাণ কমানোর একটি পপদ্ধতি। ট্রেডিং খোলার পর একটি নির্দিষ্ট স্থানে স্টপ লস টি সেট করতে হবে এবং মাথায় থাকতে হবে যে আমার এই পরিমাণ লস হলে আমি ট্রেডিং টি বন্ধ করে দেব। স্টপ লস হল মুলত অটোমেটিক ট্রেডিং বন্ধ হওয়ার একটি সিস্টেম যা আমাদের একাউন্টটি সুরক্ষীত রাখতে সাহায্য করে।

souravkumarhazra6763
2020-03-25, 12:05 PM
ফরেক্স মার্কেট এ স্টপ লস একটি গুরুত্বপূর্ণ টুলস,স্টপ লস এমন একটি বিষয়,আপনি আপনার এন্ট্রি সাথে যেই খানে স্টপ লস সেট করে দিবেন,মার্কেট ওই লেভেল এ গেলে অটোমেটিক ট্রেড টি ক্লোজ হয়ে যাবে,স্টপ লস আপনাকে বড় লস এর থেকে সেফ রাখবে,প্রতেক ট্রেডার এর উচিত তাদের এন্ট্রি এর সাথে এটি ব্যবহার করা।

sofiz
2020-03-25, 01:41 PM
স্টপ লস এর মাধ্যমে আমরা এই মার্কেট এ মানি ম্যানেজমেন্ট এর মাধ্যমে নির্দিষ্ট পয়েন্ট এ বা নির্দিষ্ট লস % হিসাব করে স্টপ লস বসিয়ে থাকি যাতে করে মার্কেট আমাদের টার্গেট ক্রস করলে অটো ট্রেড বন্ধ হয়ে যায় । স্টপ লসের মাধ্যমে আমাদের একাউন্টের নিরাপত্তা বজায় থাকে ।

rakib.r
2020-03-25, 02:35 PM
স্টপ লস আর টেক প্রফিট ব্যাপার টা অনেক টা রবোটিক ট্রেডএর মত একটা ব্যাপার কিন্তু এর ব্যাপ্তি এত বিশাল না। এর কাজ হলো একটা নিদ্রিস্ট সীমার বাইরে গেলে ট্রেড টাকে ক্লোজ করে দেওয়া। এতে করে আপনার বেশি লস হবার সম্ভবনা খুব কম থাকে। অনেকে স্টপ লস ব্যাবশার করে আবার অনেকে স্টলস ব্যাবহার করে না। কিন্তু সকলের উচিৎ স্টপ লস ব্যবহার করা

Fxhuman
2020-03-26, 03:54 PM
ফরেক্স এই বিষয় সর্ম্পকে আমরা সবাই পরিচিত এবং এটি দ্বারা বুঝায় যায় যে স্টপ লস মানে লস বন্দ করা এটি আপটি ট্রেড করার সময় ভাবেন যদি আপনি লস করবেন বেশি পরিমান এই জন্য আপনি স্টপ লস সেট করতে পারেন এটি তে আপনার একাউন্ট সচল থাকে।

Hredy
2020-03-26, 04:15 PM
প্রতিটি ট্রেডেই স্টপ লস টার্মটি ব্যবহার করা উচিত। স্টপ লস হলো এমন একটি কমান্ড যা নিদিস্ট এমাউন্ট সিলেক্ট করে সেট করলে দাম কমলে অটমেটিকলি ঐ দামে আসলেই ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। বেশি লস হবে না।

Kane
2020-03-26, 04:33 PM
আপনাকে একটা টার্গেট নিবেন যে কত পিপস লাভ নিবেন ঠিক তেমনি টার্গেট নিতে হবে কত পিপস লস নিবেন যে এর উপর আপনি লস আর বয়তে পারবেন। সেই টার্গেট টাকে লক্ষ্য রেখে টেক প্রফিট যেভাবে আপনি সেট করে রাখেন ঠিক তেমনি টেক লস অপশনটাও সেট করে রাখলে আপনার ঐপর্যন্ত মার্কেট এর অবস্থান যাওয়া হলে আপনার স্টপ লস বন্ধ হয়ে যাবে।

DEARMUM100
2020-04-06, 09:57 PM
স্টপ লস হলো এমন একটি মাধ্যম যার মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইসে গেলে অফ করবেন তা নির্দেশ করে।আর ফরেক্স ট্রেডিং বিজনেসে স্টপলসের প্রয়োজনীয়তা অনেক।ট্রেডিং মার্কেটে স্টপলস খুবই গুরুত্ব পূর্ণ।
ফরেক্স এ স্টপ লস হচ্ছে একটা অটোমেটিক একটা অপশন যেটা দিয়ে লস যাতে কম থাকে তার নিরাপত্তা নিশ্চিত করা। কখন ও ট্রেড এ সব সময় উপস্তিত থাকা সম্ভব হয় না। তখন লস যেন বেশি না হয় তার জন্য স্টপ লস ব্যবহার করা হয় । স্টপ লস থাকার এইটাই হল অনেক সুবিধা । নিজে উপস্তিত না থেকে ও ট্রেড ক্লোজ করা যায়।

smbiplob
2020-04-06, 10:36 PM
আমরা ট্রেড নিয়ে সবসময় মার্কেটে নজর রাখতে পারিনা কারণ আমরা যখন মার্কেটে নজর রাখতে পারিনা তখন মার্কেট যেকোনো দিকে যেতে পারে , তাই আমাদের অনুপস্থিতিতে মার্কেট যদি অনেক বিপরীতে যায় তবে আমাদের অনেক লস হবে কিন্তু মার্কেটে না থাকার দরুন আমরা ট্রেড ক্লোজ করতে পারবো না। তখন স্টপ লস সেট করে রাখলে একটা নির্দিষ্ট পজিশনে ট্রেডটি ক্লোজ হয়ে যাবে , মূলত এটাই স্টপ লস ।

XXXTentacion
2020-04-07, 11:52 AM
সাইড এফডিএস বা ডিবেঞ্চারের মতো নিরাপদ বিনিয়োগে আমাদের মহানগরীর বরাদ্দ রাখা উচিত, আমি একটি তরুণ উপাদান ন্যায়বিচারে বিনিয়োগ করব এবং ফরেক্স ট্রেডিংয়ের জন্য আমি যে কোনও বিভাজন ব্যবহার করব shall এপ কি ওয়ার্কিং টাইমিং পার কর্টা হতা। পেশাদার ব্যবসায়ীদের কাছে আপনি সাব আসানী সি আয় কর সত্য হ্যায় তবে নতুন ব্যবসায়ী কো কাফি উক্তিটি মূলতঃ আপনি যখন বাজারে হারাতে শুরু করেন বা আপনি লাভ করেন আপনি

FREEDOM
2020-04-07, 01:19 PM
ফরেক্স মার্কেটে স্টপলস ব্যাবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা এক কথায় বলতে পারেন গাড়ি ব্রেকের মত। আপনি যখন ট্রেড করবেন অবশ্যই এনালাইসিস করে ট্রেড করবেন তবে সবসময় তা সঠিক নাও হতে পারে সেজন্যই আপনাকে স্টপ লস ব্যাবহার করতে হবে। আপনি যখন কোনো ট্রেডে প্রফিট নিবেন তখন হয়তো ৫০ পিপস বা ১০০ পিপস নিবেন। কিন্তু ট্রেডটি যখন আপনার প্রতিকুলে যাবে তখন আপনি ট্রেডটি কতখন ধরে রাখবেন। লাভের ক্ষেত্রে ১০০ পিপস নিয়েই ক্লোজ করে দিচ্ছেন আর লসের ক্ষেত্রে নিশ্চয়ই ৫০০ পিপস লস নিয়ে ঝুলে থাকবেন না৷ সেজন্য অবশ্যই একটি নির্দিষ্ট স্টপলস সেট করে নেয়া উচিত যাতে করে ব্যালেন্স থাকে ট্রেড করার ক্ষেত্রে। এতে করে নিজের একাউন্টও সুরক্ষিত থাকবে।

KGF3010
2020-04-26, 11:06 AM
অন্তর্জাতিক মুদ্রা বাজারে স্টপ লস হলো এমন একটি ব্যবস্থা পার মাধ্যমে আপনি আপনার ট্রেডেল লস এর পরিমান নির্ধারণ করে দিতে পারবেন। উদাহরন হিসাবে বলা যায় আপনি যেখান থেকে একটি ট্রেড শুরু করলেন সেখান খেকে কত পিপ লস পর্যত আপনার চলমান ট্রেডটি কার্যকর থাকবে তা নির্ধরন করে দি পারবেন এই স্টপ লস সিস্টেমের মাধ্যমে। এজন ভাল ট্রেডার অবম্যই তার প্রতিটি ট্রেডে স্টপ লস কত দিবেন তা হিসেব করে থাকেন।

Fardin02
2020-04-26, 11:18 AM
ফরেক্স এ স্টপ লস হচ্ছে একটা অটোমেটিক একটা অপশন যেটা দিয়ে লস যাতে কম থাকে তার নিরাপত্তা নিশ্চিত করা। কখন ও ট্রেড এ সব সময় উপস্তিত থাকা সম্ভব হয় না। তখন লস যেন বেশি না হয় তার জন্য স্টপ লস বেবহার করা হয় । স্টপ লস থাকার এইতাই হল অনেক সুবিধা । নিজে উপস্তিত না থেকে ও ট্রেড ক্লোজ করা যায়।

Jid13
2020-04-26, 12:06 PM
ফরেক্সে স্টপ লস একটা গুরুত্বপূর্ণ টার্ম আপনি একটা ট্রেড ওপেন করলেন আপনার অবশ্যই টার্গেট আছে কত পিপ গেইন করতে চান।আপনার নির্দিষ্ট কোন অর্ডার যদি আপনার বিপরীতে যায় তাহলে আপনি কত ডলার প্রফিট করতে চান তা টেইক প্রফিট হিসেবে সেট করে দেওয়াকে বোঝায়।কোন ট্রেড সেই সীমাই পৌঁছালে স্বয়ংক্রিয় ভাবে সেই ট্রেড বন্ধ হয়ে যাবে।কিন্তু যদি আপনি মনে করেন লাভ না হয়ে যদি লস হয় তাহলে আপনি নির্দিষ্ট একটি পরিমান করবেন সেটা নির্নয় করবেন আপনার স্টপলস এর মাধ্যমে

Lubna1212
2020-05-28, 01:03 PM
যদি কোনও নির্দিষ্ট অনুরোধ আপনার সাথে দ্বন্দ্ব করে তবে আপনার লাভবান হওয়া ডলারের পরিমাপ হ'ল স্টপ লস। দিনের শেষে, আপনি যখন বিনিময় করছেন না এমন ইভেন্টে আপনি যখন দুর্ভাগ্যের সেই নির্দিষ্ট পরিমাপের দিকে যাওয়ার সুযোগ পাবেন তখন আপনার সেট স্টপ দুর্ভাগ্য হ'ল এবং ভয়ঙ্কর দুর্ভাগ্য বন্ধ হয়ে যাবে এবং প্রদত্ত প্রযুক্তিগত সুবিধাটি হিট করে এক্সচেঞ্জটি স্বভাবতই বন্ধ হয়ে যাবে। এটি এবং বৃহত্তর স্পট দুর্ভাগ্য এবং সুবিধা গ্রহণ করুন।

zakia
2020-06-01, 10:28 PM
ফরেক্স মার্কেটে স্টপ লস একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটি এমনই একটা সিস্টেম যা আপনার ব্যালেন্স কে অনেক বড় ক্ষতির হাত থেকে রক্ষা করে অর্থাৎ বিস্তারিত ভাবে বলা যায় যখন আপনি কোন একটি ট্রেড ওপেন করবেন যদি মার্কেট আপনার এন্ট্রি পয়েন্ট এর বিপরীতে যায় বার নেগেটিভে যায় তাহলে আপনি একটি নির্দিষ্ট মান বসিয়ে দিবেন যে মানের সমানে গেলে ট্রেড টি অটো ক্লোজ হয়ে যাবে। যখন আমাদের অ্যাকাউন্টটি বড় হয় তখন আমরা বাণিজ্যে স্টপ লসও ব্যবহার করি এবং স্টপ লস খুব ভাল এবং দরকারী জিনিস। এবং এটি আরও দ্রুত, আরও দরকারী সামগ্রীর জন্য, আমাদের কর্মীদের ক্ষতি ব্যবহার করে প্রতিটি বাণিজ্য করা উচিত নয় যাতে আমরা এতে ভাল লাভ করতে পারি ।

Suriya Sultana Hira
2020-06-02, 12:37 PM
ফরেক্স এ ট্রেডের ক্ষেত্রে স্টপ লস বিষয়টা কি ?এইটা কিভাবে ব্যবহার করতে হয়।ফরেক্স ট্রেডে এর ভুমিকা কেমন?

ফরেক্স মার্কেটে স্টপ লচ এর বিষয়টা হলো কোনো ধারণকৃত ট্রেডকে অতিরিক্ত লচের হাত থেকে রক্ষা করা । স্টপ লচের ব্যবহার হলো কোনো ট্রেড ওপেন করার সময় একটা নির্দিষ্ট পয়েন্টে অর্থাৎ আপনি যতটুকু সম্ভব লচ স্বীকার করে নিতে পারবেন ঠিক সেই স্থানে স্টপ লচ বসিয়ে ট্রেডটি ওপেন করতে হবে । তারপর যদি আপনার ধারণকৃত ট্রেডটি লচের সম্মুখীন হয় তাহলে সেই ট্রেডটি ঠিক সেই স্থানে গিয়ে নিজে নিজেই ক্লোজ হয়ে যাবে । এটাই হলো স্টপ লচ ব্যবহারের সুবিধা,,,, ধন্যবাদ ।

Soh1952
2020-06-02, 02:27 PM
ফরেক্স স্টপ লস বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ টার্ম কারণ আপনি যখন একটা ট্রেড অপেন করবেন তখন অবশ্যই আপনাকে একটা টার্গেট নিবেন যে কত পিপস লাভ নিবেন ঠিক তেমনি টার্গেট নিতে হবে কত পিপস লস নিবেন যে এর উপর আপনি লস আর বয়তে পারবেন। তাই আমারা আমদের অ্যাকাউন্ট কে নিরাপদ রাখার জন্য স্তপ লস বেবহার করি, এবং প্রফিট নেয়ার জন্য তেক প্রফিত ব্যাবহার করি।

samun
2020-06-02, 03:03 PM
ফরেক্স এ স্টপ লস অনেক গুরুত্বপূর্ন বিষয়। অনেকেই এটি ব্যবহার করে না। প্রতিটি ট্রেডেই স্টপ লস ব্যবহার করা উচিত। স্টপ লস হল- কোন ট্রেড করার পর সব সময় মার্কেট দেখা সম্ভব হয় না। ফলে মার্কেট হয়ত ট্রেডের বিপরীতে চলেও যেতে পারে। আর যদি কোন একটা প্রাইজের উপরে বা নিচে চলে যায় তাহলে মার্কেট সেই দিকেই মুভ করবে। এবং এ্যাকাউন্টের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই একটি পয়েন্ট দিয়ে স্টপ লস ব্যবহার করা হয় । যেন সেই পয়েন্ট এ মার্কেট আসার পর ট্রেডটি অটো বন্ধ হয়ে যাবে। এতে অনেক বড় ধরনের ক্ষতির হাত হতে রক্ষা পাওয়া যাবে ।।।

zakia
2020-06-02, 05:41 PM
স্টপ লস অপশনটির সাথে কম বেশি আমরা সবাই পরিচিত। স্টপলস আর টেক প্রফিট জিনিস টা হলো অনেকটা বোবটিক সিস্টেমের মত। এখানে আপনি একটা ট্রেডে কত লস মেনে নিবেন আর কত পরিমান লাভ হলে আপনি খুশি হবেন তাই মেন্টেইন করা হয়ে থাকে। এটা অনেকে সব সময় ই ইউজ করে আবার অনেকে এটাকে যখন মার্কেটে সময় দিতে পারে না তখন ইউজ করে থাকে । ট্রেডকে অধিক লসের হাত থেকে বাঁচাতে স্টপ লস ব্যবহার করা হয়। এককথায় একটি ট্রেডের জন্য আপনি যতটা লস করতে প্রস্তুত ওই পরিমাণ লসে ট্রেড আপনাআপনি ক্লোলড করে দেওয়ার জন্য স্টপ লস ব্যবহার করা হয়।

IFXmehedi
2020-06-04, 06:27 PM
ফরেক্স এ ট্রেডের ক্ষেত্রে স্টপ লস বিষয়টা কি ?এইটা কিভাবে ব্যবহার করতে হয়।ফরেক্স ট্রেডে এর ভুমিকা কেমন?

ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আমাদের অনেক সুব্যবস্থা আছে। এই মার্কেট টা এমন ভাবে সাজান যেন একজন ট্রেডার তার ইচ্ছামতো যেকোনো সময় যেকোনো টুলহ ব্যবহার করে ট্রেড করতে পারে। স্টপ লস সেরকম একটা অপশন বা টুল ফরেক্স মার্কেটের । এই স্টপ লস টা আসলে অটোমেটেড সিস্টেমে কাজ করে। যেমন ধরুন আপনি ট্রেড ওপেন করে মার্কেট থেকে বের হয়ে আসলেন আর ফরেস্ট মার্কেট স্থিতিশীল নয় মার্কেট চলতেই থাকবে ।তখন আপনি যদি আপনার ট্রেডিং এ স্টপ লস সেট করে দেন তাহলে আপনার ট্রেডটি একটি সে নির্দিষ্ট পয়েন্টে এসে অটোমেটিক ক্লোজ হয়ে যাবে এটাই মূলত স্টপ লস এর কাজ।

zakia
2020-06-13, 06:11 PM
যখন আমাদের অ্যাকাউন্টটি বড় হয় তখন আমরা বাণিজ্যে স্টপ লসও ব্যবহার করি এবং স্টপ লস খুব ভাল এবং দরকারী জিনিস। এবং এটি আরও দ্রুত, আরও দরকারী সামগ্রীর জন্য, আমাদের কর্মীদের ক্ষতি ব্যবহার করে প্রতিটি বাণিজ্য করা উচিত নয় যাতে আমরা এতে ভাল লাভ করতে পারি। ট্রেডকে অধিক লসের হাত থেকে বাঁচাতে স্টপ লস ব্যবহার করা হয়। এককথায় একটি ট্রেডের জন্য আপনি যতটা লস করতে প্রস্তুত ওই পরিমাণ লসে ট্রেড আপনাআপনি ক্লোলড করে দেওয়ার জন্য স্টপ লস ব্যবহার করা হয়। স্টপ লস ব্যবহারের সুবিধা অনেক কারণ আমাদের পক্ষে সর্বক্ষণ মার্কেট পর্যবেক্ষণ করা সম্ভব নয়। ফলে ট্রেডারের অবর্তমানে তার ট্রেডটি অনেক লসে চলে যেতে পারতো।

muslima
2020-07-12, 12:53 AM
আপনি ট্রেডে যদি নাও থাকতে পারে তাহলে ঐ নির্দিষ্ট পরিমান লস এ গেলে আপনার সেট করা স্টপ লস হিট করে ট্রেডটি লসে ক্লোজ হয়ে যাবে এবং নির্দিষ্ট পরিমান লাভে গিয়ে আপনার দেওয়া টেক প্রফিট হিট করে ট্রেডটি অটোমেটিকভাবে লাভে ক্লোজ হয়ে যাবে। ফরেক্স স্টপ লস বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ টার্ম কারণ আপনি যখন একটা ট্রেড অপেন করবেন তখন অবশ্যই আপনাকে একটা টার্গেট নিবেন যে কত পিপস লাভ নিবেন ঠিক তেমনি টার্গেট নিতে হবে কত পিপস লস নিবেন যে এর উপর আপনি লস আর বয়তে পারবেন।

konok
2020-07-28, 09:58 PM
ফরেক্স এ স্টপ লস খুবই গুরত্তপুড়নো একটা ব্যাপার। কারন স্টপ লস ব্যবহার করলে আপনার অ্যাকাউন্ট কখনও ০ হবে না। তবে কিছু সময়ই আপনার ট্রেড লস এ ক্লোস হতে পারে। নির্ধারণ করে দিলে আপনি যদি অনলাইনে নাও থাকেন তবুও এটি অটোমেটিক কাজ করবে। আপনার ট্রেড ঐ অবস্থানে পৌছালে তা ক্লোজ হয়ে যাবে।

FREEDOM
2020-07-28, 10:17 PM
নতুন দের জন্য স্টপ লস ব্যাবহার করা টা অনেক জুরুরি বলে আমি মনে করি আপনি যদি নতুন হওয় থাকেন আর ফরেক্স সম্পর্কে কিছুই না জানেন তাহলে আপনাকে ওইটাই করতে হবে আর আমি মনে করি আপনি এইটা করলে অনেক ভাল করবেন আর আমি আসা করি আপনি পারবেন যদি টা ফলো করেন

jimislam
2020-07-31, 08:39 PM
ফরেক্সে স্টপ লস একটা গুরুত্বপূর্ণ টার্ম। স্টপ লস হল আপনার নির্দিষ্ট কোন অর্ডার যদি আপনার বিপরীতে যায় তাহলে আপনি কত ডলার প্রফিট করতে চান তা টেইক প্রফিট হিসেবে সেট করে দেওয়াকে বোঝায়। তাই আপনি যদি ১০০ পিপ আপনার ট্রেডের বিপরীতে স্টপ লস নিয়ে থাকেন তাহলে যদি মার্কেট উক্ত পয়েন্টে হিট করে তাহলে আপনার ট্রেডটি বন্ধ হয়ে যাবে।

milu
2020-08-01, 12:21 AM
ফরেক্সে স্টপ লস একটা গুরুত্বপূর্ণ টার্ম।আপনি ট্রেডে যদি নাও থাকতে পারেন তাহলে ঐ নির্দিষ্ট পরিমান লস এ গেলে আপনার সেট করা স্টপ লস হিট করে ট্রেডলি লসে ক্লোজ হয়ে যাবে এবং নির্দিষ্ট পরিমান লাভে গিয়ে আপনার দেওয়া টেক প্রফিট হিট করে ট্রেডটি অটোমেটিকভাবে লাভে ক্লোজ হয়ে যাবে।তবে কিছু সময়ই আপনার ট্রেড লস এ ক্লোস হতে পারে। তবে স্টপ লস ব্যবহার করা আমার মনে হয় অনেক নিরাপদ।

Devdas
2020-08-01, 08:23 PM
ফরেক্স এ এই স্টপ লস বিষয়টা অনেকটা গুরুত্বপূর্ন। ফরেক্স এ মার্কেট এ যখন ট্রেড করা হয় তখন আপনি বেশী ঝুঁকি না নিয়ে এই স্টপ লস চালু করে রাখলে মার্কেট এ যখন অনেক গতি হিট হয় তখন এই স্টপ লস এর মাধ্যেমে আপনার একাউন্ট জিরো ও আপনার অনেক লসের হাত থেকে রক্ষা করে থাকে। আমি প্রতিটি ট্রেড এ স্টপ লস ব্যবহার করে থাকি। এতে আমার ঝুঁকি অনেক কম থাকে।

Starship
2020-08-01, 11:49 PM
ফরেক্সে স্টপ লস বিষয় কি

আমরা যখন লং টাইমে ট্রেড করে থাকি তখন অনেক সময় কম্পিউটারের সামনে বা ল্যাপটপের সামনে থাকা হয়না। এই সময় মার্কেট বিভিন্নভাবে মুভমেন্ট করতে পারে। তাই আমাদের নির্দিষ্ট পরিমাণে বেশি যাতে লস না হয় সে লক্ষ্যে আমরা যে প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকি তাই হলো স্টপ লস।
এতে করে আমাদের একাউন্ট বড় ধরনের ক্ষতি হতে লস হতে রক্ষা পায়। প্লাটফর্মে আমাদের একাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা থেকে বাঁচায়।

Md.shohag
2020-09-13, 06:53 PM
ফরেক্সে স্টপ লস একটা গুরুত্বপূর্ণ টার্ম। আপনি একটা ট্রেড ওপেন করলেন- আপনার অবশ্যই টার্গেট আছে কত পিপ গেইন করতে চাচ্ছেন ঠিক একই ভাবে আপনার টার্গেট থাকতে হবে আপনি কত পিপ লস নিতে চান।

sss21
2020-09-13, 07:24 PM
ফরেক্স মার্কেট এ স্টপ লস বিষয়টা হল আমাদের জন্য একটি প্রতিরক্ষা মূলক অবস্থান আমরা স্টপ লস আর টেক প্রফিত দিয়ে মার্কেট থেকে সহজেই টাকা বের করে আনতে পারি । এর মাধ্যমে আমাদের একাউন্ট এর ঝুঁকি কমে যায় ফলে আমরা খুব সহজেই এ থেকে আয় করে নিতে পারি ।

Ashrafun
2020-09-13, 07:56 PM
স্টপ লস খুবই গুরুত্বপূর্ণ বিষয়। স্টপ লস এর মাধ্যমে আমরা টার্গেট করে দিতে পারি কত পিপস আমরা লস নিব। ঠিক একই পদ্ধতিতে আমরা আমাদের প্রফিটও টার্গেট করে দিতে পারি যে আমরা কত পিপস মুনাফা নিব। এতে করে লোকসান এর পরিমান কম হয়। একটি নির্দিষ্ট পরিমান লাভ বা লস হওয়ার পর ট্রেডটি ক্লোজ হয়ে যায় এর ফলে আমরা ট্রেড কারার পর অন্যান্য কাজ ও করতে পারি। তাই বলতে পারি স্টপ লস অনেক উপকারি একটি অপশন।

Starship
2020-09-13, 08:05 PM
আমরা যখন একটি ট্রেড ওপেন করি তখন আমাদের কাঙ্ক্ষিত প্রফিট এবং লস সেট করে থাকি। আমরা যদি ট্রেড ওপেন করার সময় স্টপ লস এবং টেক প্রফিট সেট না করি তাহলে বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে। তাই প্রতিটি ট্রেড ওপেন করার সময় স্টপ লস সেট করা অতীব জরুরী।
স্টপ লস হলো টার্গেটকৃত লসের স্থানে যদি আমাদের ট্রেডটি হিট করে তাহলে তা অটোমেটিকভাবে ক্লোজ হওয়ার প্রক্রিয়া এই হইল স্টপ লস। স্টপ লস সেট করার কারণে আমরা বড় ধরনের ক্ষতি হতে রক্ষা পায়।

ABDUSSALAM2020
2020-09-13, 11:20 PM
ফরেক্স এ স্টপ লস বিষয়টি হলো যে মার্কেটে অনেক সময় মুদ্রার দাম কম থাকে সে ক্ষেত্রে জন্য একজন ফরেক্স ট্রেডার তার অ্যাকাউন্টে মুদ্রা স্টক করে রাখতে পারে এবং পরবর্তীতে মার্কেটের যখন মুদ্রার দাম বাড়তি আসবে তখন সে মার্কেটে তার স্টক যে মুদ্রা সেটা বিনিয়োগ করতে পারে তাহলে সে ভালো ধরনের অ্যামাউন্ট পাবে এবং অনেক আয় করতে পারবে কারণ মার্কেটে বিষয়টি হলো অনেক সময় মুদ্রার দাম কম থাকে আবার অনেক সময় বৃদ্ধি হয় তাই তাকে বুঝে স্টক করতে হবে সে লাভ করার জন্য তাকে মাল স্টক করে রাখতে হয় তাহলে যখন মালের দাম বৃদ্ধি হয় তখন সে চড়া দাম পাবে এবং অনেক লাভ করতে পারে তাই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে।

opudey
2020-09-13, 11:38 PM
ফরেক্স ব্যবসায় ট্রেডের ক্ষেত্রে স্টপ লস একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি বড় ধরনের লস এর হাত থেকে রক্ষা করে থাকে ফরেক্স একাউন্ট।

Sakib42
2020-09-14, 12:02 AM
ফরেক্স এ ট্রেডের ক্ষেত্রে স্টপ লস বিষয়টা কি ?এইটা কিভাবে ব্যবহার করতে হয়।ফরেক্স ট্রেডে এর ভুমিকা কেমন?

অনেক সময়ে আপনি ট্রেড দিয়ে সামনে থাকতে পারেন না মার্কেট ওয়াচ করতে পারেন না এবং আপনি জানেন না যে মার্কেট প্রাইস কোনদিকে মুভমেন্ট করবে তাই আপনার লাভ হচ্ছে কিনা সেটা দেখার জন্য আপনি মারকেটওয়াচ করে থাকেন কিন্তু সবসময় সেইটা সফলভাবে হয়ে ওঠে না কারণ অনেক ব্যস্ততার কারণে আমাদের সবসময় মারকেটওয়াচ করা সম্ভব হয় না

তাই লস হতে হতে যেন আমাদের ব্যালেন্স 0 না হয়ে যায় সেটির জন্য আমরা স্টপ লস ব্যবহার করি এটি দিলে আপনার - এ ট্রেড ক্লোজ হয়ে যাবে আপনার সম্পূর্ণ ব্যালেন্স 0 হয়ে যাবে না এবং পরবর্তীতে আপনি আবার ট্রেড দিতে পারবেন

Smd
2020-09-14, 07:03 AM
ফরেক্স স্টপ লস বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ টার্ম কারণ আপনি যখন একটা ট্রেড অপেন করবেন তখন অবশ্যই আপনাকে একটা টার্গেট নিবেন যে কত পিপস লাভ নিবেন ঠিক তেমনি টার্গেট নিতে হবে কত পিপস লস নিবেন যে এর উপর আপনি লস আর বয়তে পারবেন।ফরেক্স মার্কেট এ পিপস যদি কমতে থাকে এবং বাড়তে থাকে সেক্ষেত্রে আপনার ট্রেড এ যদি নির্দিষ্ট টেক প্রফিট ও টেক লস নির্ধারন করা থাকলে আপনার একাউন্ট অনেক সেফ থাকবে।

EmonFX
2020-09-14, 11:36 AM
ফরেক্সে স্টপ লস এমন একটা ব্যাপার, যেখানে আপনার লসে থাকা ট্রেডটি একটা নির্দিষ্ট প্রাইসে বেধে দেয়া, যার থেকে বেশি লস আপনি করতে চান না।

স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।
এবং টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।

ধরুন, ১.৭৪৩৫ এ একটি বাই ট্রেড ওপেন করলেন। আপনি চাচ্ছেন ৫০ পিপস লাভ করবেন অথবা ৫০ পিপস এর বেশি লস করবেন না। তাহলে আপনি ৫০ পিপস স্টপ লস ৫০ পিপস টেক প্রফিট সেট করে দিতে পারেন। আপনার কম্পিউটার বন্ধ থাকলেও বা কোন স্পাইকের ফল হঠাৎ প্রাইস বেড়ে বা কমে গেলে স্টপ লস বা টেক প্রফিটের প্রাইসে সয়ংক্রিয়ভাবে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে