PDA

View Full Version : ফরেক্স মার্কেটে প্রতিদিনের চেকলিস্ট!



BDFOREX TRADER
2019-09-05, 01:18 PM
8803
কোন কাজে ভূল হওয়ার সম্ভবনা থাকলে সেটাকে একবার যাচাই করে নেওয়াকেই বলে চেকলিস্ট। ধরুন, আমার " মনে থাকে না " এমন একটি রোগ রয়েছে। তাহলে আমার কি করতে হবে? খাতায় লিখে রাখতে হবে। সকাল থেকে রাত পর্যন্ত আমি যে কাজগুলি করবো তা যদি সারিবদ্ধ ভাবে খাতায় লিপিবদ্ধ করি এবং একটি কাজ শেষ হওয়ার পর যদি টিক দিয়ে রাখি তবে কাজগুলো সহজ হবে। মুলত চেকলিস্ট হল আপনার ষ্ট্রেটেজির সাথে সম্পর্কযুক্ত। আসলে বিভিন্ন ধরনের ট্রেডারের ( স্কেলপিং, ডে, সুইং ইত্যাদি ) চেকলিস্টও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাই আপনার এবং আমার ফরেক্স ষ্ট্রেটেজি এক রকম হতেও পারে আবার নাও হতে পারে। তাই আপনাদের নিজের ট্রেডিং ষ্ট্রেটেজির সাথে মিল রেখে একটি সুন্দর চেকলিস্ট তৈরী করে ফেলতে পারেন। দেখবেন ট্রেডিং লাইফ আরো সুন্দর এবং প্রফিটেবল হয়ে উঠবে।
ধন্যবাদ

alamsat
2019-09-05, 03:49 PM
নিজের স্টাটেজি এমনিতেই সবাই একটি ডায়েরীতে লিপিবদ্ধ করে রাখে বিশেষকরে আপনি ৫ থেকে ৭টি নিয়ম একটি ডায়েরীতে লিপিবদ্ধ করে রাখবেন যেন সেই নিয়মগুলি আপনি সহজে মনে রাখতে পারেন এবং সেই নিয়মগুলির সাথে মার্কেট মিলে গেলেই আপনি একটি ট্রেড নিবেন। আর এই নিয়মগুলিকে চেকলিস্ট বলা হয়। তাই যারা অভিজ্ঞ ট্রেডার বা নতুন ট্রেডার সবাই এটি কম বেশি করে থাকে। কারন সকল নিয়ম তো আর ট্রেড করার সময় মনে থাকে না। তাই স্মরন রাখার ক্ষেত্রে এটি করা হয়ে থাকে।

Montu Zaman
2019-09-09, 12:47 PM
আমি এখনো একজন নোভিস ট্রেডার এবং ফরেক্সের অনেক কিছুই আমার শেখার বাকি। গুছিয়ে ''কনফার্ম'' হয়ে ট্রেড করতে পছন্দ করি। এজন্য ট্রেড প্লেস করার আগে একটা চেকলিস্ট ফলো করাটা জরুরি মনে করি। আমার চেকলিস্টে নিচের ফ্যাক্টরগুলো রয়েছে:
১. আমি চার্ট ওপেন করেই প্রথমে খুবই পছন্দের একটা ইনডিকেটর ব্যবহার করে প্রাথমিক একটা সিদ্ধান্ত নেই। ইটস ফানি বাট সেই ইন্ডিকেটরের নাম হলো ''গাট ফিলিংস''। যাই হোক, এরপর ঝটপট macd, rsi, ikh ইত্যাদি ইনডিকেটর দেখে সিদ্ধান্ত পাকাপোক্ত করি। cmf এর আইডিয়া টা ভাল্লাগে বাট ভালো পারিনা।
২. ১৫ মিনিটের চার্টে থাকলে আরো কনফার্ম হতে ৩০ মিনিট, ১ আওয়ার এবং ৪ আওয়ার চার্ট ও দেখে নেই।
৩. সাপোর্ট রেসিস্টেন্স দেখে প্রফিট আর স্টপ লস এর একটা টার্গেট ফিক্স করি। এই কাজটাও আমি এখনো দুর্বল।
৪. আই হেইট নিউজ - মোস্টলি। সো, হট কোনো নিউজ বা পলিটিকাল ইভেন্ট আছে কিনা দেখে নেই।
৫. লোভ, ভয়, সংশয়, ইগো - এগুলো নিজের ভেতর কাজ করছে কিনা বোঝার চেষ্টা করি। করলে নিজেকে বোঝাই। ট্রেড প্লেস করিনা। এমনটা বেশি হয় যখন মার্কেট সাইডওয়েস-এ যায়।
আর মানি ম্যানেজমেন্টের হিসাব তো আগেই করা থাকে। আর কি, সব ঠিক থাকলে টুক করে ট্রেড প্লেস করি। আপনাদের কার চেকলিস্ট কেমন একটু দেখতে চাই। আর আরো নিশ্চিত হয়ে ট্রেড প্লেস করার জন্য চেকলিস্টে আর কি কি যোগ করা যেতে পারে? হতে পারে সেটা কোনো টুলস বা ট্রিক।
আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ