PDA

View Full Version : ফরেক্সই আমার স্বপ্ন এবং কেন ??



Hasinapx
2019-09-07, 09:04 AM
নিজের ব্যাপারে মনে হয় আমি একজন মুক্তমনের মানুষ, স্বাধীনচেতা পেশাই আমার পছন্দ। ছাত্রজীবন থেকেই ভাবতাম পেশাগত লাইফটা যেন একটু মুক্ত-স্বাধীন হয়। এযাবত অনেক খড়ি পোড়ানোর পর সন্ধান পেলাম ফরেক্স নামক বিশ্ববিখ্যাত সবচেয়ে জনপ্রিয় ব্যবসা বৈদেশিক মুদ্রা বাজার। এখানে একটা কম্পিউটার/মোবাইল, ইন্টারনেট সংযোগ,ফরেক্সের কিছু নিয়ম কানুন জানলে,ঘরে বসেই বিনাপুজিতে ভাল ইনকাম করা যায়। তবে লোভ এবং আবেগকে নিয়ন্ত্রণ করতে পারলে এই পেশায় সফলতা কোন ব্যাপারই নয়। ফরেক্স সম্পূর্ণ স্বাধীন - মুক্ত পেশা, প্রফিট আনলিমিটেড। আপনাদের মতামত !!!!

Mahmud1984fx
2019-09-07, 10:48 AM
ফরেক্সে আমিও স্বপ্ন দেখি কিন্তু মাঝে মাঝে স্বপ্ন ভেঙে যায়। কারণ অনেক স্বপ্ন নিয়ে যখন ট্রেড করি ,প্রথম প্রথম বেশ ভালেই প্র্রফিট হয় , স্বপ্নও বড় হতে থাকে -রঙিন স্বপ্নে ভাসতে থাকি কিন্তু যখনই মার্কেট এ্যান্ট্রির বিপরীত দিকে যেতে থাকে তখন আমার সব স্বপ্ন ভেঙ্গে চুরমার হতে থাকে, কোন ভাবেই আর মার্কেট ফিরাতে পারি না- তখন বিপরীত স্বপ্ন দেখা শুরু করি তবে স্বপ্ন দেখি।

alamsat
2019-09-07, 12:10 PM
নিজের ব্যাপারে মনে হয় আমি একজন মুক্তমনের মানুষ, স্বাধীনচেতা পেশাই আমার পছন্দ। ছাত্রজীবন থেকেই ভাবতাম পেশাগত লাইফটা যেন একটু মুক্ত-স্বাধীন হয়। এযাবত অনেক খড়ি পোড়ানোর পর সন্ধান পেলাম ফরেক্স নামক বিশ্ববিখ্যাত সবচেয়ে জনপ্রিয় ব্যবসা বৈদেশিক মুদ্রা বাজার। এখানে একটা কম্পিউটার/মোবাইল, ইন্টারনেট সংযোগ,ফরেক্সের কিছু নিয়ম কানুন জানলে,ঘরে বসেই বিনাপুজিতে ভাল ইনকাম করা যায়। তবে লোভ এবং আবেগকে নিয়ন্ত্রণ করতে পারলে এই পেশায় সফলতা কোন ব্যাপারই নয়। ফরেক্স সম্পূর্ণ স্বাধীন - মুক্ত পেশা, প্রফিট আনলিমিটেড। আপনাদের মতামত !!!!

হ্যা আমিও এই ব্যাবসা করতে পেরে খুবই আনন্দিত তবে কিছ সমস্যার সম্মুখিন হয়েছি যেমন ধরুন ১৫দিন ধরে ট্রেড করে ৫০ ডলার আয় করলাম আর একটি মাত্র ভুল ট্রেড করার কারনে মুহুর্তের মধ্যে সমস্ত ডলার লস করে ফেললাম তাই যদি শুধুমাত্র ফরেক্স এর উপর নির্ভর করে জীবন চালাতে চান তবে সেটা অনেক কষ্টকর হবে। ফরেক্স স্বাধীন একটি ব্যাবসা কিন্তু এই ব্যাবসায় অনেক রিস্ক ও আছে ব্রোকার যদি আপনার সাথে চিটারী করে তাহলে আপনার কিছুই করার নেই আপনার আয়ের সব ডলার ওরা বিনা শর্তে নিতে পারে। তাই ট্রেড শুরু করার আগে ভাল মানের ব্রোকার নির্বাচন করতে হবে। তারপরও রিস্ক ম্যানেজমেন্ট ও মানি ম্যানেজমেন্ট না মানতে পারলে একাউন্ট একাধিকবার শুন্য হয়ে যাবে। তারপর যদি এ্যানালিসিস ভাল করে না করতে পারনে বা ভাল এ্যানালিসিসও অনেক সময় কাজ করে না। তাই সব মিলিয়ে ফরেক্স একটি অত্যান্ত রিস্কি ব্যাবসা কিন্তু এটা স্বাধীন তাই ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে।

Hredy
2019-09-07, 03:22 PM
ফরেক্স একটি বিশাল সম্ভাবনাময় ব্যবসায় এখানে কাজ করে আনলিমিটেড অর্থ উপার্জন করা সম্ভব। এত লাভ আর কোন ব্যবসায় থেকে করা যায় না। এবং ফরেক্স করতে বিশেষ কোন শর্ত নেই যে কারণে সহজেই যে কেউ ইনভেস্ট করতে পারে। এখানে ক্যারিয়ার গড়তে পারলে নিশ্চিত হবে অর্থনৈতিক নিরাপত্তা। যেদিন থেকে ফরেক্স শুরু করেছি সেদিন থেকেই স্বপ্ন দেখছি একদিন আমি ফরেক্স এর হাত ধরে সফলতার শীর্ষে পৌছাবো।

alamsat
2019-09-07, 03:44 PM
ফরেক্স একটি বিশাল সম্ভাবনাময় ব্যবসায় এখানে কাজ করে আনলিমিটেড অর্থ উপার্জন করা সম্ভব। এত লাভ আর কোন ব্যবসায় থেকে করা যায় না। এবং ফরেক্স করতে বিশেষ কোন শর্ত নেই যে কারণে সহজেই যে কেউ ইনভেস্ট করতে পারে। এখানে ক্যারিয়ার গড়তে পারলে নিশ্চিত হবে অর্থনৈতিক নিরাপত্তা। যেদিন থেকে ফরেক্স শুরু করেছি সেদিন থেকেই স্বপ্ন দেখছি একদিন আমি ফরেক্স এর হাত ধরে সফলতার শীর্ষে পৌছাবো।

ভাই আপনাকে অনেক ধন্যবাদ জানাই এমন একটি কথা লেখার জন্য যে ফরেক্স থেকে আনলিমিটেড আয় করা যাই কিন্তু কারা এখানে থেকে আনলিমিটেড আয় করতে পারা সেটা আপনার হয়ত জানা নেই। এখানে থেকে আনলিমিটেড আয় করতে হলে আমি দেখেছি বিশাল বিনিয়োগ এবং বড় লটে ট্রেড যেমন ধরুন একজন ভাল ট্রেডার কমপক্ষে ১০ হাজার ডলার বিনিয়োগ করে এবং সর্বনি¤œ ১.০০ লটে ট্রেড করে যেটা আমরা কখনও কল্পনা ও করতে পারি না। আমরা সর্বোচ্চ বিনিয়োগ করতে পারলেও সেটার পরিমান ৫০০ ডলার এর বেশি নয় আর প্রফিটের আশা করি মাসে ২ থেকে ৩ শত ডলার যেটা কোন মতে সম্ভব নয়। তাই বেশি আয় করতে গেলে বেশি ইনভেষ্ট করতে হবে আর দক্ষতা ছাড়া কোন মতে ফরেক্স থেকে আয় করতে পারবেন না। হয়ত আপনি কয়েকটি ট্রেড এ প্রফিট করতে পারলেও একটি মাত্র ভুল ট্রেড আপনার সকল প্রফিটের ডলার লস করিয়ে দেবে তাই সাবধানের সহিত ট্রেড করতে হবে এবং কম প্রফিটের আশা করতে হবে তাহলে হয়ত কিছু ডলার মাসে আয় করতে পারবেন। অধিক আয়ের আশায় অল্প বিনিয়োগ করে বেশি লেভারেজ নিয়ে বড় লটে ট্রেড করলে শুধু শুধু সময় নষ্ট হবে।

SHARIFfx
2019-09-07, 03:48 PM
আসলে আপনি যদি আপনার সেন্টিমেন্ট ঠিক্ রাখতে পারেন তা হলে ফরেক্সে ধারাবাহিক ভাবে প্রফিট করে যেতে পারেন। তাই আমাদের উচিত টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্টাল এনালাইসিস কাজে লাগিয়ে ট্রেড ওপেন করা। প্রতি ট্রেডে টিপি আর স্টোপ লস ব্যবহার করা। মানিমেনেজমান্ট করে ট্রেড ওপেন করা। আর এই সব নিয়ম কানুন মানলেই আপনি সফল।

masum0086
2019-09-07, 04:19 PM
ফরেক্স যেহেতু আন্তর্জাতিক মানের ব্যবসা। এটা স্বাধীন-মুক্ত পেশা। যে কেউ ফরেক্স জেনে ভালভাবে করতে পারলে আমি মনে করি যে কোন চাকুরির চেয়ে ভাল। এজন্য আমিও করতেছি এর মাধ্যমে কতটুকু স্বপ্ন পূরণ করতে পারি।

alamsat
2019-09-07, 09:11 PM
ফরেক্স যেহেতু আন্তর্জাতিক মানের ব্যবসা। এটা স্বাধীন-মুক্ত পেশা। যে কেউ ফরেক্স জেনে ভালভাবে করতে পারলে আমি মনে করি যে কোন চাকুরির চেয়ে ভাল। এজন্য আমিও করতেছি এর মাধ্যমে কতটুকু স্বপ্ন পূরণ করতে পারি।

প্রিয় মাসুম ভাই আমি যানি না আপনার ট্রেডিং অভিজ্ঞতা কতদিন তবে যারা অভিজ্ঞ তারা বলে আর আমিও দীর্ঘ ২ বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি নিয়মিত হয়ত প্রফিট করা যাই কিন্তু প্রফিট ধরে রাখাটা অনেক কষ্টের। এ জন্য ফরেক্স এ পেশা হিসাবে নিতে হলে অনেক চিন্তা ভাবনা করে নিতে হবে। যদি আপনি নিয়মিত প্রফিট করতে পারেন এবং প্রফিট ধরে রাখতে পারেন তাহলে ফরেক্স আপনার জন্য না হলে নয়। তাই চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে।

mamunjd97
2019-09-08, 10:59 AM
ফরেক্সে আমি একেবারেই নতুন । ফরেক্স সম্পর্কে এখনো অনেক কিছু শেখার আছে। তবে যতটুকু মনে হয়েছে যে, এর মাধ্যমে ভাল কিছু করা যেতে পারে যদি ফরেক্স সম্পর্কে ভালভাবে শেখা যায় এবং বেশী আবেগী না হয়ে টিকে থাকা শেখা যায় । তাহলে এটা দিয়ে স্বপ্ন দেখা যায় । হয়ত অনেকেই ফরেক্স সম্পর্কে জেনে গেছেন এবং শিখে ফেলেছেন তাই স্বপ্ন দেখতেই পারেন।

alamsat
2019-09-08, 11:14 AM
ফরেক্সে আমি একেবারেই নতুন । ফরেক্স সম্পর্কে এখনো অনেক কিছু শেখার আছে। তবে যতটুকু মনে হয়েছে যে, এর মাধ্যমে ভাল কিছু করা যেতে পারে যদি ফরেক্স সম্পর্কে ভালভাবে শেখা যায় এবং বেশী আবেগী না হয়ে টিকে থাকা শেখা যায় । তাহলে এটা দিয়ে স্বপ্ন দেখা যায় । হয়ত অনেকেই ফরেক্স সম্পর্কে জেনে গেছেন এবং শিখে ফেলেছেন তাই স্বপ্ন দেখতেই পারেন।

প্রিয় মামুন ভাই ফরেক্স ভাল করে শিখতে এবং অভিজ্ঞতা অর্জন করতে পারলে অবশ্যয় ফরেক্স থেকে ভাল আয় করা যাবে। কিন্তু ফরেক্স থেকে কখনও বেশি আয়ের জন্য লোভ করবেন না। আর আপনি যেহেতু নতুন তাই আপনাকে বলতে চাই গুহলে সার্চ দিয়ে প্রাইস এ্যাকশন স্টাটেজি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করুন এবং শুধুমাত্র এই স্টাটেজি নিয়ে পড়ে থাকুন তাই প্রফিট হোক বা না হোক এমন এক সময় আসবে যে আপনি দেখবেন মার্কেট আপনার কাছে পানির মত সোজা হয়ে গেছে কারন প্রাইজ এ্যাকশন স্টাটেজি দেখে অনেক বড় বড় ট্রেডার ট্রেড করে থাকে আর তাদের সাথে তাল মিলিয়ে ট্রেড করতে পারলেই আপনি সহজে ফরেক্স থেকে আয় করতে পারবেন। কারন একটি পেয়ারে যদি সকলেই বাই করতে থাকে তাহলে সেই মার্কেট উপরে উঠতে শুরু করে আর আপনিও যদি তাদের সাথে বাই করতে পারেন তাহলে আপনি সফলকাম। এ জন্য দরকার অভিজ্ঞতা।

mahmudpx
2019-09-09, 02:08 PM
ফরেক্স অনেকেরই স্বপ্ন । কারণ ফরেক্সের মাধ্যমে খুব সহজেই বিনিয়োগ ছাড়াই বাসায় বসে ইনকাম করা যায়। এজন্য আমরা অনেকেই বড় স্বপ্ন দেখি এই ফরেক্স নিয়ে। তবে স্বপ্ন পূরণেল জন্য প্রয়োজনীঢ জ্ঞান,কম্পিউটার/মোবাইল এবং ইন্টারনেট সংযোগ থাকলেই ফরেক্স দিয়ে স্বপ্ন দেখা যায়।

FRK75
2021-03-25, 02:25 PM
ফরেক্স থেকে আনলিমিটেড আয় করা যাই কিন্তু কারা এখানে থেকে আনলিমিটেড আয় করতে পারা সেটা আপনার হয়ত জানা নেই। এখানে থেকে আনলিমিটেড আয় করতে হলে আমি দেখেছি বিশাল বিনিয়োগ এবং বড় লটে ট্রেড যেমন ধরুন একজন ভাল ট্রেডার কমপক্ষে ১০ হাজার ডলার বিনিয়োগ করে এবং সর্বনি¤œ ১.০০ লটে ট্রেড করে যেটা আমরা কখনও কল্পনা ও করতে পারি না। আমরা সর্বোচ্চ বিনিয়োগ করতে পারলেও সেটার পরিমান ৫০০ ডলার এর বেশি নয় আর প্রফিটের আশা করি মাসে ২ থেকে ৩ শত ডলার যেটা কোন মতে সম্ভব নয়। তাই বেশি আয় করতে গেলে বেশি ইনভেষ্ট করতে হবে আর দক্ষতা ছাড়া কোন মতে ফরেক্স থেকে আয় করতে পারবেন না।

Starship
2021-03-25, 04:39 PM
ফরেক্স আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। ফরেক্স এর মাধ্যমেই আমি আমার জীবনের নতুন আলোর দেখা পাচ্ছি। ফরেক্স এর মাধ্যমে আমি আমার অতিরিক্ত বা অলস সময়কে কাজে লাগিয়ে ফরেক্স থেকে আয় করতে পারছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমরা জানি ফরেক্সে সবাই আয় করতে পারে না। যাহারা ফরেক্স বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন করতে পেরেছে তারাই শুধু আয় করতে পারে। তাই সেই পথে অগ্রসর হওয়ার জন্য নিজেকে দক্ষ ও এক্সপার্ট হিসেবে গড়ে তুলছি। যাতে আমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারি।

KAZIMAJHARULISLAM
2021-03-27, 08:59 AM
অতি স্বল্প ইনভেসমেন্ট এবং কিছু দিনের প্রশিক্ষণ কাজে লাগিয়ে, উপার্জনের সবথেকে সহজ ও বিশ্বাসযোগ্য মাধ্যম হলো ফরেক্স ট্রেডিং। কেননা এটি একটি আন্তর্জাতিক মুদ্রা বাজার, তাই হুট করে বন্ধ হবার ভয় নেই। সেই সাথে এটি একটি উন্মুক্ত ও স্বাধীন ব্যবসা হওয়ায়,নিজেই নিজের বস হয়ে, ইচ্ছামত কাজ করা যায়। এছাড়াও শুধুমাত্র ইন্টারনেট চালানোর জ্ঞান ও ডিভাইস থাকলেই এইখানে কাজ করা যায়। সেই সাথে সিডিউল মেনে অফিস করার ঝামেলা নেই বিধায়, আপনি আপনার সুবিধা মত যে কোন সময়ে, কাজ করে উপার্জন করতে পারবেন।এ সমস্ত সুবিধা সমুহ বিবেচনা করেই, ফরেক্স ট্রেডিংকে আমার পেশা হিসেবে বেছে নিয়েছি।