PDA

View Full Version : ফরেক্সে আপনি কতদিন ? সফলতা আর কতদূর ?



Mahmud1984fx
2019-09-08, 10:40 AM
সত্যি কথা বলতে কি আমি প্রায় ১০বছর যাবত ফরেক্সে আছি। আপনাদের দোয়া এবং সহযোগীতায় এত দীর্ঘসময় এখানে এখনো টিকে আছি। মাঝে মাঝে বেশ সফলতা পায় আবার কখনো কখনো একটু - আধটু সমস্যায় পড়ে যায়। তবে আমার মনে হয় অভিজ্ঞতার একটা লেভেলে এসে বেশ আত্মবিশ্বাস তৈরী হয়েছে যে, না ফরেক্স করে কিছু করা সম্ভব তবে সতর্কতার সাথে লোভ এবং আবেগকে সব সময় নিয়ন্ত্রনে রাকতে হবে। আবার এটাও মনে হয় ফরেক্সে শেখার আরো অনেক কিছু আছে । যত দিন যাচ্ছে ততই মনে হয় নতুন নতুন বিষয় শিখছি। এক সময় হয়ত চুড়ান্ত সফলতা ধরা দেবে ইনশা আল্লাহ।

alamsat
2019-09-08, 11:08 AM
ভাই আমি মাত্র ২ বছর হচ্ছে ট্রেড করছি কিন্তু এখনও লস করি। তাই মনে হয় শেখার কোন শেষ নেই। এত এ্যানালিসিস করে ট্রেড করি কিন্তু কিছু কিছু সময় এমন আসে যে কোন এ্যানালিসিস আর কাজ করে না। তবে আমার অভিজ্ঞতা থেকে একটি কথা বলতে চাই যে ব্যালেন্স অনুযায়ী রিস্ক নিয়ে ট্রেড করতে পারলে কখনও লস হবে না। ধরুন আপনার একাউন্টে ১০০ ডলার আছে আপনি ০.০১ সেন্ট এর বেশি লটে কখনও ট্রেড করবেন না। তাহলে আপনি সফলতা পাবেন আর যদি লোভ করে বেশি লটে ট্রেড করতে যান তাহলে আপনি ধরা। ০.০১ সেন্ট এর ট্রেড করলে হয়ত প্রফিট এর পরিমান কম হবে কিন্তু আপনার একাউন্ট সুরক্ষিত থাকবে। তাই একাউন্ট এ ব্যালেন্স থাকলে একটি ট্রেড এ লস হলেও পরবর্তীতে ট্রেড করে লস পুষিয়ে নেওয়া যাবে।

SHARIFfx
2019-09-08, 11:34 AM
আমি ফরেক্সে ৭ বছর। এখনো সফলতা পাচ্ছি না। তবে ৫-১০% প্রফিট আসতেছে রিস্ক ফ্রি তে। তবে মাঝে মাঝে লোকসান হয়ে যাচ্ছে আর জেটা রি কভারি কর*তে গিয়ে আবার ২-৩ মাস সময় লেগে যাচ্ছে। এই হিসাবে বছরে গিয়ে ৫০% আসে না। তাই আমি হতাশ নয়। কারন আমার তো আর পুজি হারাতে হচ্ছে না। তবে কয়েক মাস ডেইলি কেন্ডেল এনালাইসিস করে ডেইলির ট্রেড ডেইলি ক্লোজ করে টিপ আর স্টোপ লস ব্যবহার করে ভালো ফল পাচ্ছি।

masum0086
2019-09-08, 11:37 AM
ফরেক্সে একেবারেই নতুন-প্রায় ২মাস রানিং । ফরেক্স সম্পর্কে এখনো অনেক কিছু জানার আছে। শেখার চেষ্ট করতেছি । ডেমোতে ট্রেড করতেছি। বুঝতেছি অনেক পথ পাঢ়ি দিতে হবে -জানতে হবে অনেক কিছু । দীর্ঘ সময় টিকে থাকতে পারলে ফরেক্সে ভাল কিছু করা যাবে বলে আমার মনে হয়।

alamsat
2019-09-08, 11:51 AM
ফরেক্সে একেবারেই নতুন-প্রায় ২মাস রানিং । ফরেক্স সম্পর্কে এখনো অনেক কিছু জানার আছে। শেখার চেষ্ট করতেছি । ডেমোতে ট্রেড করতেছি। বুঝতেছি অনেক পথ পাঢ়ি দিতে হবে -জানতে হবে অনেক কিছু । দীর্ঘ সময় টিকে থাকতে পারলে ফরেক্সে ভাল কিছু করা যাবে বলে আমার মনে হয়।

প্রিয় মাসুম ভাই শরিফ ভাই এর সাথে আমিও তাল মিলিয়ে একটি কথা সবার জন্য শেয়ার করতে চাই সেটা হল আপনি যখন ট্রেড করবেন তখন এ্যানালিসিস করার জন্য সবচেয়ে ভাল উপায় হল ডে ক্যান্ডেল দেখে এ্যানালিসিস করা কারন প্রায় সব অভিজ্ঞ ট্রেডার গন ডে ক্যান্ডেল দেখে ট্রেড করে থাকে তাই তারা যদি ডে ক্যালেন্ডল চার্ট একটি বাই অর্ডার করে তাহলে আপনি যদি ১ ঘন্টা বা ৩০ মিনিট এর চার্ট এ এ্যানালিসিস করেন তাহলে আপনি বাই সিগনাল পাবেন তাই যদি আপনি বাই করে বসেন তাহলে আপনি বড় আকারের লস করে ফেলবেন তাই সব সময় ডে ক্যান্ডেল দেখে এ্যানালিসিস করে নিবেন যে মার্কেট কোন দিকে যেতে পারে উপরে না নীচে। যদি উপরে হয় তাহলে ট্রেড নেওয়ার সময় ১ ঘন্টা বা ৩০ মিনিট বা ৫ মিনিট যে চার্ট এ ট্রেড নেন না কেন ট্রেড হবে বাই ট্রেড কারন ডে ক্যান্ডেল এ মার্কেট বাই মোডে আছে। আশা করি এভাবে ট্রেড করতে পারলে ৫০% ট্রেড এ সফলতা পাবেন।

souravkumarhazra6763
2019-09-08, 05:52 PM
ফরেক্স এর সফলতা এখনো অনেক দূরে,ফরেক্স এ মাত্র আমি ২ বছর,কিন্তু ফরেক্স এর সফলতা পেতে হলে আপনাকে অনেক বছর অপেক্ষা করতে হবে,তাই আমার সফলতার জন্য আমাকে এখনো ৩ বছর অপেক্ষা করতে হবে,ফরেক্স এর স্ট্যাডি করতে হলে আপনি অল্প সময়ে পারবেন না,ফরেক্স এর সফলতা অনেক দিন এর প্রতীক্ষার পরে হয়ে থাকে।

KaziBayzid162
2019-09-08, 07:52 PM
আমার মতে ফরেক্স একটি আন্তর্জাতিক ঝুঁকিপূর্ণ লাভজনক ব্যবসা, যেখানে খুব সহজে ব্যবসা শুরু করা যায়, কিন্তু সফলতা অর্জন করাটা ততটাই কঠিন, অর্থাৎ সফল হওয়ার জন্য অনেক বেশি জ্ঞান, সময়, ধৈর্য এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়, আর আমি মাত্র ছয় মাস যাবত ফরেক্স মার্কেটে কাজ শুরু করেছি, তাই এখনই এখান থেকে সফলতা অর্জন করার কথা চিন্তা না করে, ফরেক্স সম্পর্কে প্রপার জ্ঞান অর্জনের চেষ্টা করছি, সেই সাথে নিজের অভিজ্ঞতার পরিমাণকে বাড়িয়ে নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি, যাতে করে পরবর্তীতে আমার অর্জিত জ্ঞান ,অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করে সফলতা অর্জন করতে পারি।

TanjirKhandokar1994
2019-09-09, 06:49 AM
ফরেক্স ট্রেডিং এ আমি আছি মাত্র আট/নয় মাসের মতো তবে আমি এখানে কাজ করে যেটুকু বুঝতে পারছি এখানে অনেক কিছু শেখার আছে। এখানে শেখার কোন শেষ নেই আর সফলতা? সে তো অনেক পরের কথা। এখানে সফলতা এমনিতেই পাওয়া যায় না এটা অনেক সাধনার ব্যপার। তবে আমি মনে করি ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালো করে দক্ষতা ও অবিজ্ঞতা অর্জন করতে পারলে অবশ্যই একসময় এখানে সফলতা আসবেই এতে কোন সন্দেহ নেই। তবে সেটা সময় সাপেক্ষ। তাই আমাদের সকলের উচিত হবে ধৈর্যের সঙ্গে কাজ করা। আর এভাবেই আমরা জয় করতে পারবো ফরেক্স ট্রেডিং কে।

Hredy
2019-09-09, 08:09 AM
ফরেক্স এ আমি ২ মাস আছি। এখনো আমি প্রতিদিন কিছু না কিছু শিখছি ফরেক্স এক বিশাল সমুদ্র এখান থেকে শেখার কোন শেষ নেই। সফলতা পেতে হলে আগে অবশ্যই ফরেক্স সম্পর্কে ভালো করে জানতে হবে কারণ অভিজ্ঞতা ছাড়া সফলতা অসম্ভব। আমি আশা করি খুব শীঘ্রই ফরেক্স থেকে প্রফিট করতে পারবো।

Hasinapx
2019-09-09, 09:29 AM
ফরেক্সে ৭-৮বছর যাবত জড়িত। যতদিন যাচ্ছে তত নতুন নতুন বিষয় শিখতে পারতেছি।মনে হয় ফরেক্স এক বিশাল জ্ঞান ভান্ডারও বটে। কারণ ফরেক্স সম্পর্কে যত জানা যায় তত ট্রেড করতে সুবিধা। শুধু মার্কেট এ্যানালাইসিস নিয়ে কেউ যদি জানার চেষ্টা করে আবার মানি ম্যানেজমেন্ট,লট/ভলিউম,টাইমফ্রেম,লি ভারেজ ইত্যাদি তো আছেই। যে কোন ব্যবসায় শতভাগ সফলতা একদিনের ব্যাপার নয় , সময় সাপেক্ষ ব্যাপার।তবে টিকে থাকতে পারলে এক সময় সফলতা আসবে ( ইনশা আল্লাহ)।

mondalpijush1985
2019-09-09, 01:06 PM
ফরেক্সে আমি ২-৩মাস চলছে । এর মধ্যে ডেমোতেই ট্রেড বেশী করতেছি । রিয়েল ট্রেড করার ইচ্ছা আছে । তবে আমার মনে হয় ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানা বা শেখার আছে। আশা করি এখানে অনেক কিছু করার আছে।

mamunjd97
2020-07-01, 07:45 PM
ফরেক্সে আমার বয়স ১বছর এখনো হয়নি তবে কাছাকাছি। এই সময়টাতে আমার যা মনে হয়েছে যে, ফরেক্স খুব ভাল একটা ব্যবসা। এই ব্যবসায় স্বাধীনতা আছে, ভাল করলে আছে দারুন এক প্রশান্তি, বেশ উপভোগ করার মত রসদ,আনলিমিটেড ইনকামের সুযোগ । ধৈর্য্য ধরে টিকে থাকতে পারলে এক সময় ঠিকই সফলতা আসতে পারে- এটা অসম্ভব নয়। অতিরিক্ত লোভমুক্ত থাকতে পারলে, নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারলে টিকে থাকা সম্ভব।

IFXmehedi
2020-07-01, 11:50 PM
সত্যি কথা বলতে কি আমি প্রায় ১০বছর যাবত ফরেক্সে আছি। আপনাদের দোয়া এবং সহযোগীতায় এত দীর্ঘসময় এখানে এখনো টিকে আছি। মাঝে মাঝে বেশ সফলতা পায় আবার কখনো কখনো একটু - আধটু সমস্যায় পড়ে যায়। তবে আমার মনে হয় অভিজ্ঞতার একটা লেভেলে এসে বেশ আত্মবিশ্বাস তৈরী হয়েছে যে, না ফরেক্স করে কিছু করা সম্ভব তবে সতর্কতার সাথে লোভ এবং আবেগকে সব সময় নিয়ন্ত্রনে রাকতে হবে। আবার এটাও মনে হয় ফরেক্সে শেখার আরো অনেক কিছু আছে । যত দিন যাচ্ছে ততই মনে হয় নতুন নতুন বিষয় শিখছি। এক সময় হয়ত চুড়ান্ত সফলতা ধরা দেবে ইনশা আল্লাহ।

ভাই আমি দীর্ঘ তিন থেকে চার বছর ধরে ফরেক্স মার্কেটে ট্রেডিং করছি । কিন্তু সত্য কথা বলতে ফরেক্স মার্কেটে আমি কখনো খুব মনোযোগ সহকারে ট্রেডিং করিনি । যার কারণে ফরেক্স মার্কেট সম্বন্ধে পরিপূর্ণ জ্ঞান আজ পর্যন্ত আমার সমৃদ্ধ হয়নি। তবে বর্তমানে চেষ্টা করছি ফরেক্স মার্কেট সম্বন্ধে বিস্তারিত জ্ঞান লাভ করার যেন আমি ভবিষ্যতে ফরেক্স মার্কেট থেকে আরো অনেক ভালো কিছু করতে পারি । বর্তমানে ফরেক্স মার্কেটের সফলতা বলতে আমি আমার সফলতা কোন মাপকাঠি দিয়ে এখনো মাপি না কারণ আমি মনে করে আমি এখনো সফল না ।

FATEMARUMA
2020-07-02, 07:36 AM
ফরেক্স মার্কেটে আমি নতুন। ডেমো অ্যাকাউন্ট প্র্যাকটিস করছি। আগামী মাস থেকে ইনশাআল্লাহ রিয়েল ট্রেডিং শুরু করব। দোয়া চাই সকলের কাছে।

FATEMAKHATUN
2020-07-02, 07:42 AM
আমি ফরেক্স এ নতুন। এই মাস থেকে রিয়েল ট্রেডিং শুরু করবেন ইনশাআল্লাহ। এখনো ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করছি।

HASIBURRAHMAN
2020-07-02, 08:57 AM
মার্কেটে আমি এক মাস ট্রেড করছি। সফলতা বিফলতা এখনো পুরোপুরি বুঝতে পারছিনা। তবে আশা আছে সফল হবো ইনশাল্লাহ।

Devdas
2020-07-05, 12:37 PM
ফরেক্স এ আমি প্রায় ৩ বছর ধরে আছি এবং আমি প্রতিদিন কম আর বেশী ফরেক্স এ সময় দিয়ে থাকি। ফরেক্স এ প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু শিখায়। ফরেক্স শিখার শেষ নেই। আমি আমার নিজেকে অনেকটা আত্নবিশ্বাস রেখে ফরেক্স এ কাজ করে যাচ্ছি ধৈর্য্য সহকারে। আমার বিশ্বাস যে আমি ফরেক্স থেকে সামনে সাফলতা পাব। ধন্যবাদ।

FRK75
2021-04-01, 12:02 PM
ফরেক্স এ মাত্র আমি ২ বছর,কিন্তু ফরেক্স এর সফলতা পেতে হলে আপনাকে অনেক বছর অপেক্ষা করতে হবে,তাই আমার সফলতার জন্য আমাকে এখনো ৩ বছর অপেক্ষা করতে হবে,ফরেক্স এর স্ট্যাডি করতে হলে আপনি অল্প সময়ে পারবেন না,ফরেক্স এর সফলতা অনেক দিন এর প্রতীক্ষার পরে হয়ে থাকে।ভলিউম,টাইমফ্ েম,লি ভারেজ ইত্যাদি তো আছেই। যে কোন ব্যবসায় শতভাগ সফলতা একদিনের ব্যাপার নয় , সময় সাপেক্ষ ব্যাপার।তবে টিকে থাকতে পারলে এক সময় সফলতা আসবে ( ইনশা আল্লাহ)।

EmonFX
2021-05-31, 05:49 PM
সত্যি কথা বলতে কি আমি প্রায় ১০বছর যাবত ফরেক্সে আছি। আপনাদের দোয়া এবং সহযোগীতায় এত দীর্ঘসময় এখানে এখনো টিকে আছি। মাঝে মাঝে বেশ সফলতা পায় আবার কখনো কখনো একটু - আধটু সমস্যায় পড়ে যায়। তবে আমার মনে হয় অভিজ্ঞতার একটা লেভেলে এসে বেশ আত্মবিশ্বাস তৈরী হয়েছে যে, না ফরেক্স করে কিছু করা সম্ভব তবে সতর্কতার সাথে লোভ এবং আবেগকে সব সময় নিয়ন্ত্রনে রাকতে হবে। আবার এটাও মনে হয় ফরেক্সে শেখার আরো অনেক কিছু আছে । যত দিন যাচ্ছে ততই মনে হয় নতুন নতুন বিষয় শিখছি। এক সময় হয়ত চুড়ান্ত সফলতা ধরা দেবে ইনশা আল্লাহ।

আমি ফরেক্স মার্কেটে এসেছি খুব বেশিদিন হয়নি। এই স্বল্প সময়ে সফলতা বলতে তেমন কিছুই অর্জিত হয়নি। যেটুকু আরেকজন সেটা হল ফরেক্স ট্রেডিং সম্পর্কে কিছুটা দক্ষতা ও অভিজ্ঞতা এ নিজেকে সমৃদ্ধ করতে পেরেছি। ফরেক্স মার্কেটে সফলতার মূলে রয়েছে অভিজ্ঞতা। ফরেক্স মার্কেটে অভিজ্ঞতার কোন বিকল্প নেই। ফরেক্সে ব্যাপক দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন না করেই যারা ট্রেড করতে চলে আসেন তাদের বেশির ভাগই ব্যর্থ হয়। তারা অনেকেই দু’একটি ট্রেডিং ইন্ডিকেটরের উপর ভিত্তি করেই ট্রেড নিয়ে বসে এবং উইনিং পার্সেন্টিজ দেখে ট্রেড নিয়ে বসে। নিজের মেধা না খাটিয়ে, কোন ধরেনের স্ট্রাটেজি বা স্টাডি না করেই ট্রেড করা শুরু করে দেয়। ট্রেড ওপেন করে বাই সেল নিতে পারলেই মনে করে ট্রেডিং এর অনেক কিছু শিখে ফেলেছে এবং ট্রেড নিয়ে বসে। ফলে লস করে ব্যালেন্সে হারিয়ে হতাশ হয়ে মার্কেট থেকে বিদায় নিয়ে নেয়।

তাই একথা স্পষ্টভাবে বলা যায় ফরেক্সে ভালো করতে হলে অবশ্যই ফরেক্স সম্পর্কে অনেক দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। তার জন্য প্রচুর মার্কেট এনালাইসিস করতে হবে। টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস করে মার্কেট সম্পর্কে পূর্ন ধারনা তৈরি করতে হবে। ক্যান্ডেলিস্টিক চার্ট বিশ্লেষনের মাধ্যমে টেকনিক্যাল এবং বিভিন্ন নিউজ গুলো বিশ্লেষন করে ফান্ডামেন্টাল ধারনা নিতে হবে। সর্বপরি বেশি বেশি ডেমো প্রাকটিস করতে হবে। তাহলেই ফরেক্স থেকে ভালো উপার্জন সম্ভব। অন্যথায় আপনার জন্য শুধু হতাশাই অপেক্ষা করছে।

Starship
2021-05-31, 06:05 PM
ফরেক্সে আমি অফিসিয়ালি ও আনঅফিসিয়ালী তিন বছর ধরে সংযুক্ত। যদিও এই সময় ফরেক্সে তেমন দীর্ঘ সময় নয় ফরেক্স সম্পর্কে জানার ও শেখার জন্য। ফরেক্সে জানার কোন নিদিষ্ট সীমারেখা নেই। এখানে পর্যাপ্ত পরিমাণে অভিজ্ঞতা সম্পন্ন করতে হবে। ডেমো একাউন্টে অনুশীলন করে কৌশল যাচাই করতে হবে। যার যত বেশি যাচাই কৃত কৌশল থাকে তাহারা ট্রেড করে প্রফিট করতে পারে। আমি এখনো ব্যালেন্স জিরো করে ফেলি। তার মানে আমাকে ফরেক্স সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান লাভ হয়নি। আমাকে আরো অভিজ্ঞতা সম্পন্ন করতে হবে।

Mas26
2021-05-31, 10:21 PM
ফরেক্স সম্পর্কে এখনো অনেক কিছু জানার আছে। শেখার চেষ্ট করতেছি । ডেমোতে ট্রেড করতেছি। বুঝতেছি অনেক পথ পাঢ়ি দিতে হবে -জানতে হবে অনেক কিছু । দীর্ঘ সময় টিকে থাকতে পারলে ফরেক্সে ভাল কিছু করা যাবে বলে আমার মনে হয়।ফরেক্স এর সফলতা এখনো অনেক দূরে,ফরেক্স এ মাত্র আমি ২ বছর,কিন্তু ফরেক্স এর সফলতা পেতে হলে আপনাকে অনেক বছর অপেক্ষা করতে হবে,তাই আমার সফলতার জন্য আমাকে এখনো ৩ বছর অপেক্ষা করতে হবে,ফরেক্স এর স্ট্যাডি করতে হলে আপনি অল্প সময়ে পারবেন না,ফরেক্স এর সফলতা অনেক দিন এর প্রতীক্ষার পরে হয়ে থাকে।

Smd
2021-08-08, 12:09 AM
সত্য কথা বলতে ফরেক্স মার্কেটে আমি কখনো খুব মনোযোগ সহকারে ট্রেডিং করিনি । যার কারণে ফরেক্স মার্কেট সম্বন্ধে পরিপূর্ণ জ্ঞান আজ পর্যন্ত আমার সমৃদ্ধ হয়নি। তবে বর্তমানে চেষ্টা করছি ফরেক্স মার্কেট সম্বন্ধে বিস্তারিত জ্ঞান লাভ করার যেন আমি ভবিষ্যতে ফরেক্স মার্কেট থেকে আরো অনেক ভালো কিছু করতে পারি ।আপনাকে অনেক বছর অপেক্ষা করতে হবে,তাই আমার সফলতার জন্য আমাকে এখনো ৩ বছর অপেক্ষা করতে হবে,ফরেক্স এর স্ট্যাডি করতে হলে আপনি অল্প সময়ে পারবেন না,ফরেক্স এর সফলতা অনেক দিন এর প্রতীক্ষার পরে হয়ে থাকে।

md mehedi hasan
2021-08-08, 05:47 AM
আমি ফরেক্স মার্কেটে প্রায় ছয় বছর ধরে আছি।এই ছয় বছরের অনেক টা কঠিন পথ আমাকে অতিরিক্ত করতে হয়েছে।অনেকে আমার সাথে ফরেক্স মার্কেটে এসছে তারা সবাই ঝরে পরে গেছে।আপনাদের দোয়াতে আমি কোন মত ফরেক্স মার্কেটে টিকে আছি।ফরেক্স মার্কেটে আমার অর্জন বলতে তেমন সুখকর কিছুই নেই।তবে এই বছরে অনেক টা উন্নতি হয়েছে।আশা করছি আগামী বছর ব্যক্তিগত ফান্ড থেকে বড় একটা ডিপোজিট করবো।ইনশাল্লাহ।

Devdas
2021-08-10, 11:24 PM
ফরেক্স এ আমি প্রায় দেড় বছর হল ফরেক্স করে যাচ্ছি। আমি ফরেক্স এ নতুন অবস্থায় কোন প্রকার রিয়েল একাউন্ট খোলে ট্রেড করি নি। আমি সবে মাত্র কয়েক মাস হল রিয়েল একাউন্ট খোলে ফরেক্স এ ট্রেড করে যাচ্ছি খুব ছোট ছোট লটে। এতে আমার কিছুটা প্রফিট হয়েছে। আমি যেহেতু নতুন তাই আমি এখনো প্রাকটিস করে যাচ্ছি এবং আমি নিজেকে দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ানোর জন্য ফরেক্স এ অনেক পরিশ্রম করে যাচ্ছি। আমার সাফলতা আসতে বেশী দিন সময় লাগবে না আশা করছি। হয়তো আমি এই বছরের শেষ এ দিকে ভাল একটি সাফলতার ফলাফল করবো।

Sakib42
2021-08-11, 11:27 PM
আমি দীর্ঘ দুই বছর যাবত ফরেক্স এর সাথে সংযুক্ত আছি। প্রথম এক বছর আমি ফোরামের সাথে সম্পৃক্ত ছিলাম না, পরের এক বছর আমি বাংলা ফোরাম এর সাথে সংযুক্ত হয়েছে কেননা আমার পক্ষে ডিপোজিট করা সম্ভব হচ্ছিল না তাই চিন্তা করেছি যে বাংলা পুরানো সাথে সংযুক্ত হয়েছে আগে অভিজ্ঞতা অর্জন করি তারপরে ডিপোজিট এর কথা চিন্তা করব যখন সব কিছু নিজে একা পরিচালনা করতে পারব। দুই বছর সময় অতিবাহিত হয়ে গেলেও এখনো মনে হয় যে নিজে তেমনটা অভিজ্ঞ হতে পারিনি যার ফলে এখনো ডিপোজিট করছি না কিন্তু খুব শীঘ্রই হয়তো ডিপোজিট এর দিকে এগিয়ে যাব আর যদি সফলতার কথা বলি তাহলে বলবো আমি দুই বছরে অনেক সফল হয়েছি এবং আমি অনেক বেশি সন্তুষ্ট আমার কর্ম কে নিয়ে এবং ফরেক্স এর প্রতি আমি চির কৃতজ্ঞ থাকব।

Smd
2021-11-03, 08:27 PM
আপনি যখন ট্রেড করবেন তখন এ্যানালিসিস করার জন্য সবচেয়ে ভাল উপায় হল ডে ক্যান্ডেল দেখে এ্যানালিসিস করা কারন প্রায় সব অভিজ্ঞ ট্রেডার গন ডে ক্যান্ডেল দেখে ট্রেড করে থাকে তাই তারা যদি ডে ক্যালেন্ডল চার্ট একটি বাই অর্ডার করে তাহলে আপনি যদি ১ ঘন্টা বা ৩০ মিনিট এর চার্ট এ এ্যানালিসিস করেন তাহলে আপনি বাই সিগনাল পাবেন তাই যদি আপনি বাই করে বসেন তাহলে আপনি বড় আকারের লস করে ফেলবেন। এখানে শেখার কোন শেষ নেই আর সফলতা? সে তো অনেক পরের কথা। এখানে সফলতা এমনিতেই পাওয়া যায় না এটা অনেক সাধনার ব্যপার। তবে আমি মনে করি ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালো করে দক্ষতা ও অবিজ্ঞতা অর্জন করতে পারলে অবশ্যই একসময় এখানে সফলতা আসবেই এতে কোন সন্দেহ নেই।

samun
2021-11-04, 08:44 PM
ফরেক্স মার্কেটে আমি প্রায় তিন বছর যাবত অতিবাহিত করছি ফরেক্স মার্কেটে আসলে সফলতার কোন শেষ নেই কারণ এটি এমন একটি মার্কেট যেখানে একজন দক্ষ ট্রেডার্স করে থাকে তাই আমাদের আসলে প্রতিটা পদক্ষেপে শিক্ষার কোন শেষ নেই প্রতিনিয়ত নতুন নতুন বিপদে পড়ি এবং নতুন নতুন কিছু সমাধান খুঁজে পাই আর এটি চলতেই থাকবে যা কখনো শেষ হবে না

Smd
2022-02-23, 08:03 AM
ফরেক্স খুব ভাল একটা ব্যবসা। এই ব্যবসায় স্বাধীনতা আছে, ভাল করলে আছে দারুন এক প্রশান্তি, বেশ উপভোগ করার মত রসদ,আনলিমিটেড ইনকামের সুযোগ । ধৈর্য্য ধরে টিকে থাকতে পারলে এক সময় ঠিকই সফলতা আসতে পারে- এটা অসম্ভব নয়। ফরেক্স এ প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু শিখায়। ফরেক্স শিখার শেষ নেই। আমি আমার নিজেকে অনেকটা আত্নবিশ্বাস রেখে ফরেক্স এ কাজ করে যাচ্ছি ধৈর্য্য সহকারে। আমার বিশ্বাস যে আমি ফরেক্স থেকে সামনে সাফলতা পাব।