PDA

View Full Version : ফাইভ-জির জন্য প্রস্তুত হুয়াওয়ে



kohit
2019-09-08, 05:13 PM
ইতোমধ্যে চীনের চেংদু শহরে পরিবহন সেবা ও টেলিমেডিসিনে পরীক্ষামূলকভাবে ফাইভ-জি নেটওয়ার্ক সেবা চালু করেছে হুয়াওয়ে।

হুয়াওয়ের শীর্ষ কর্মকর্তারা বলছেন, টেলিমেডিসিনে নতুন দিগন্ত উম্মোচন করবে ফাইভ-জি প্রযুক্তি। আধুনিক এ ব্যবস্থায় থাকবে কানেক্টেড অ্যাম্বুলেন্স এবং এআই সাপোর্টেড অ্যাপ্লিকেশন।

যখন কোনো রোগী ফাইভ-জি নেওয়ার্কে যুক্ত অ্যাম্বুলেন্সে উঠবেন, সেখানে থাকা চিকিৎসা উপকরণ দিয়ে তার বিভিন্ন পরীক্ষা করে দ্রুততম সময়ে রিপোর্ট হাসপাতালে পাঠানো যাবে। ফলে চিকিৎসকদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া, অপারেশনের জন্য প্রস্তুতি গ্রহণ সহজ হবে। এতে সময় বাঁচাবে; প্রাণের ঝুঁকি কমবে।

গত ৩ সেপ্টেম্বর চীনের চেংদুতে ওয়ালডর্ফ এস্টোরিয়া হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল পঞ্চম হুয়াওয়ে এশিয়া-প্যাসিফিক ইনোভেশন ডে। এ বছরের ইনোভেশন ডে এর মূল প্রতিপাদ্য ছিল ‘ইনোভেশন এনাবেলস এশিয়া-প্যাসিফিক ডিজিটালাইজেশন।’

ইনোভেশন ডে’র বিভিন্ন অধিবেশনে টেলিমেডিসিন খাতে ফাইভ-জির নতুন সম্ভাবনার কথা উঠে এসেছে হুয়াওয়ের কর্মকর্তাদের মুখে।

অনুষ্ঠানে এ বিষয়ে বিভিন্ন প্রযুক্তি এবং তথ্যও প্রদর্শন করা হয়। এছাড়া অনুষ্ঠানে হুয়াওয়ে 'কুনপেং ইকোসিস্টেম বেস' উন্মোচন করা হয়।

এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলো থেকে সরকারি-বেসরকারি পর্যায়ের প্রযুক্তি বিশেষজ্ঞ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ২০০ জনের বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন এবারের ইনোভেশন ডেতে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম