PDA

View Full Version : এবার ইউটিউবেও আইফোন ইভেন্ট



kohit
2019-09-09, 06:59 PM
মঙ্গলবার গুগলের ইউটিউব প্ল্যাটফর্মে আইফোন ১১ ইভেন্ট স্ট্রিম করার পরিকল্পনা করছে অ্যাপল। এমনটা হলে প্রথমবারের মতো অ্যাপলের কোনো ইভেন্ট ইউটিউবে সরাসরি স্ট্রিম করা হবে, যা দর্শক সংখ্যা অনেক গুণ বাড়াবে।

আগের বছরই টুইটারের ইভেন্ট স্ট্রিম করেছে অ্যাপল। সাম্প্রতিক বছরগুলোতে প্রতিষ্ঠানের ইভেন্ট স্ট্রিমিংয়ের পরিধি অনেক বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তি সাইট ভার্জ।

২০১৫ সালে মাইক্রোসফট এজ ব্রাউজারের মাধ্যমে ইভেন্ট স্ট্রিম দেখার সুযোগ দেওয়া হয় উইন্ডোজ ১০ গ্রাহকদের। ডেস্কটপে ইভেন্ট স্ট্রিম সীমিত ছিলো শুধু সাফারি এবং এজ ব্রাউজারের মধ্যেই। আগের বছরই ডাব্লিউডাব্লিউডি ি-তে ক্রোম এবং ফায়ারফক্স ব্রাউজারের জন্যও এটি উন্মুক্ত করা হয়।

ধারণা করা হচ্ছে, মঙ্গলবারের ইভেন্টে নতুন তিনটি আইফোন মডেল উন্মোচন করবে অ্যাপল। এর পাশাপাশি উন্মোচন করা হতে পারে নতুন অ্যাপল ওয়াচসহ অন্যান্য হার্ডওয়্যার।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে অ্যাপলের এই বিশেষ অনুষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম