PDA

View Full Version : বোনাস দিতে দেরী কেন ??



Hasinapx
2019-09-11, 01:33 PM
ফরেক্সে ট্রেড করার জন্য ফোরামের পক্ষ থেকে শর্ত সাপেক্ষে বোনাস দিয়ে থাকে। এটা খুব ভাল একটা উদ্যোগ। অনেকেই শুধুমাত্র বোনাস দিয়েই ট্রেড করেন।। কিন্তু বোনাসটা দিতে বেশ দেরী করা হয় । মাসের ৫ তারিখের মধ্যে বোনাস দিলে আমার মনে হয় সকলের জন্য উপকার হত। বোনাস যেহেতু দেয়াই হয় তাহলে দেরী করার দরকার কি ? আর যদি দেরী হয় কারণটা কি জানালে ভাল হত। আমার মনে হয় দেরী করার যৌক্তিক কোন কারণ কি ডিজিটাল যুগেও থাকতে পারে ?

Hredy
2019-09-11, 01:51 PM
হুম আমি ও একমত বোনাস দিতে এত দেরি করার যৌক্তিকতা কতটুকু। বোনাস টা আগে দিলে অনেকেরই উপকার হয়। ধন্যবাদ।

alamsat
2019-09-11, 02:13 PM
ফরেক্সে ট্রেড করার জন্য ফোরামের পক্ষ থেকে শর্ত সাপেক্ষে বোনাস দিয়ে থাকে। এটা খুব ভাল একটা উদ্যোগ। অনেকেই শুধুমাত্র বোনাস দিয়েই ট্রেড করেন।। কিন্তু বোনাসটা দিতে বেশ দেরী করা হয় । মাসের ৫ তারিখের মধ্যে বোনাস দিলে আমার মনে হয় সকলের জন্য উপকার হত। বোনাস যেহেতু দেয়াই হয় তাহলে দেরী করার দরকার কি ? আর যদি দেরী হয় কারণটা কি জানালে ভাল হত। আমার মনে হয় দেরী করার যৌক্তিক কোন কারণ কি ডিজিটাল যুগেও থাকতে পারে ?

ফোরামের নিয়ম অনুযায়ী প্রতিমাসের ৭ তারিখের পরে বোনাস একাউন্টে প্রদান করা হয় তবে কখন কখন এর চেয়েও বেশি সময় লাগতে পারে কারন ফোরাম থেকে যে পোস্ট গুলি করা হয় সেগুলি ইস্টাফরেক্স এর নিকট প্রেরন করা হয় তারা এটার ভিত্তিতে বোনাস প্রদান করে থাকে তাই সময় একটি বেশি লাগতে পারে। আমি এ যাবৎ পর্যন্ত বোনাস নেওয়ার সময় কোন মাসের ১০ তারিখ কোন মাসে ১৫ তারিখ কোন মাসে ২০ তারিখ এমন কি কোন মাসে বোনাস প্রদান না করে পরবর্তী মাসে একসাথে বোনাস প্রদান করেছে। তাই বোনাস নিয়ে চিন্তা করার কোন কারন নেই এটা দেরি হলেও আপনি পাবেন নিশ্চিত।

Mahmud1984fx
2019-09-11, 02:18 PM
ভাই, আমিও তো বলি এমাসে বোনাস দিতে এত দেরী হচ্ছে কেন ? দিতেই যখন হবে তাড়াতাড়ি দিলে সম্যা কি ?

alamsat
2019-09-11, 02:26 PM
ভাই, আমিও তো বলি এমাসে বোনাস দিতে এত দেরী হচ্ছে কেন ? দিতেই যখন হবে তাড়াতাড়ি দিলে সম্যা কি ?

প্রিয় মাহমুদ ভাই সব জিনিসের একটা নিয়ম থাকে তাই ফোরামের ও একটি নিয়ম আছে। তারা তাদের নিয়ম অনুযায়ী বোনাস প্রদান করে থাকে তবে ৫ তারিখের আগে বোনাস পেলে এটা সকলের জন্য অনেক ভাল হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন ফোরাম আমাদের যে ট্রেড করার জন্য বোনাস প্রদান করে থাকে সেটা আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া। কারন নিজের টাকা ইনভেস্ট করে ট্রেড করাটা অনেক কষ্টের ব্যাপার। তাই বোনাস একটি দিতে একটু দেরি হলেও এটা আমাদের জন্যই মঙ্গল বলে আমি মনে করি। যদি ফোরাম বোনস দেওয়া বন্ধ করে দেই তাহলে আমাদের মত ছোট ট্রেডারগন কখনও ফরেক্স ট্রেড করতে পারবে না। তাই যেটা পাওয়া যাই সেটা নিয়ে খুশি থাকাটা ভাল।

mondalpijush1985
2019-09-11, 03:05 PM
আমি ফরেক্সে নতুন। শুনেছি ফোরামে ১০তারিখের মধ্যে বোনাস দেয়া হয় । কিন্তু ১১তারিখ হয়ে গেল তাও বোনাস পেলাম না। দেয়ই যখন মাসের ৩ তারিখের মধ্যে দিলে তো আরো ভাল হয়।

alamsat
2019-09-11, 04:06 PM
আমি ফরেক্সে নতুন। শুনেছি ফোরামে ১০তারিখের মধ্যে বোনাস দেয়া হয় । কিন্তু ১১তারিখ হয়ে গেল তাও বোনাস পেলাম না। দেয়ই যখন মাসের ৩ তারিখের মধ্যে দিলে তো আরো ভাল হয়।

প্রিয় মন্ডল ভাই সব কাজের একটা নিয়ম আছে আর সেই নিয়মেই সব কাজ হয়ে থাকে। তাই আমাদের স্বার্থের কথা চিন্তা করলে সেটা ১ তারিখের মধ্যে বোনাস প্রদান করা হলে আরও ভাল হয় কিন্তু নিয়মের বাইরে যেহেতু কোন কাজ হয় না তাই ফোরাম থেকেও বোনাস তাদের নিয়মে প্রতিমাসের ৭ তাখিরে পরে যে কোন সময়ে পাওয়া যাবে। তাই সেটা ৭ থেকে ৩০ তারিখ লাগুক না কেন। আপনাকে অনেক ধন্যবাদ।

TanjirKhandokar1994
2019-09-11, 05:29 PM
আমরা যারা ফরেক্স ট্রেডিং এর সাথে যুক্ত আছি তারা সকলেই জানি যে ফরেক্স ফোরাম কতৃপক্ষ তাদের পোস্টের জন্য প্রাপ্ত বোনাস প্রদান করে থাকে প্রতি মাসের ৭ থেকে ১৫ তারিখের মধ্যে। তবে মাঝে মাঝে একটু দেরি হয়ে থাকলেও তারা আমাদের প্রতি মাসেই বোনাস দিয়ে থাকে। তবে মাঝে মাঝে এই বিলম্ব হওয়ার কারন আমি নিজেও জানিনা। অভিজ্ঞ ভাইদের কাছ থেকে সঠিক উত্তর আশা করি। ধন্যবাদ

jasminbd
2019-09-11, 06:22 PM
ফরেক্সে ট্রেড করার জন্য ফোরামের পক্ষ থেকে শর্ত সাপেক্ষে বোনাস দিয়ে থাকে। এটা খুব ভাল একটা উদ্যোগ। অনেকেই শুধুমাত্র বোনাস দিয়েই ট্রেড করেন।। কিন্তু বোনাসটা দিতে বেশ দেরী করা হয় । মাসের ৫ তারিখের মধ্যে বোনাস দিলে আমার মনে হয় সকলের জন্য উপকার হত। বোনাস যেহেতু দেয়াই হয় তাহলে দেরী করার দরকার কি ? আর যদি দেরী হয় কারণটা কি জানালে ভাল হত। আমার মনে হয় দেরী করার যৌক্তিক কোন কারণ কি ডিজিটাল যুগেও থাকতে পারে ?

আমার মতে বোনাস দেরীতে দেওয়ার কারন হচ্ছে প্রতিটি ফোরাম মেম্বারের বোনাস হিসাব করা হয় প্রতি মাসের ১ থেকে ৩০ তারিখ পর্যন্ত। এরপর তারা পোস্টের উপর আনাল্যসিস করে যে ফোরাম মেম্বাররা সঠিক রুলস মেনে পোস্ট করেছে কিনা। তারপর বোনাস হিসাব করে ইন্সটাফরেক্সেকে পাঠায়। তারপর ইন্সটাফরেক্সে থেকে অনুমোদন হয় তারপর তা আমারদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। এসব প্রক্রিয়া করার জন্য সময়তো প্রয়োজন হবেই। এর প্রক্রিয়া জন্য ১০ দিন সময় বেশি না। আপনারা যারা মাসের ১ তারিখকে বোনাস চান তাদের বলব এক তারিখ বোনাস দিলে আপনি কি সেই বোনাস আপনি কোন উপকার টুকু পাবেন। আমার বোনাস আসা নিয়ে কোন ক্ষোভ নেই। মাসের ১০ তারিখ বোনাস চলে আসে এটাতেই আমি সন্তুষ্ট। আমার আমার উদ্দেশ্য হল নিজের অভিজ্ঞতা শেয়ার করা এবং অন্যদের থেকে কিছু সেখা।

আমার এই মাসের বোনাস এর স্ক্রীনশর্ট
8842

souravkumarhazra6763
2019-09-11, 08:12 PM
ঠিক জানিনা গত মাসের বোনাস এই মাস এর দশ তারিখ এ যোগ হবার কথা ট্রেড ব্যালেন্স এ কিন্তু আজও পেলাম না,খুব চিন্তায় আছি,আগে কখনো এমন হয়নি,কিন্তু আমি আশা করি বোনাস দেরি হলেও পাবো,এরা কখনো বোনাস না দেওয়া হয় না,তাই দেরি হলেও আশা আছে।

alamsat
2019-09-11, 09:00 PM
ঠিক জানিনা গত মাসের বোনাস এই মাস এর দশ তারিখ এ যোগ হবার কথা ট্রেড ব্যালেন্স এ কিন্তু আজও পেলাম না,খুব চিন্তায় আছি,আগে কখনো এমন হয়নি,কিন্তু আমি আশা করি বোনাস দেরি হলেও পাবো,এরা কখনো বোনাস না দেওয়া হয় না,তাই দেরি হলেও আশা আছে।

প্রিয় সৌরভ ভাই কোন চিন্তা ছাড়াই পোষ্ট চালিয়ে যান কারন আমার গত ২ বছরের অভিজ্ঞা থেকে বলছি ফোরামের বোনাস দিতে দেরি হলেও কোন মাস এমন যাইনী যে বোনাস দেয়নী তাই এত চিন্তা না করে যে ডলার বোনাস গ্রহন করেছেন তা দিয়ে নিশ্চিন্তে ট্রেড করতে থাকুন দেখবেন হঠাৎ একদিন সকালে বোনাসের ডলার আপনার একাউন্টে ডুকে গেছে। তাই চিন্তা না করে ভাল ভাল পোস্ট করতে থাকুন। ধন্যবাদ আপনাকে।

mahmudpx
2019-09-12, 05:10 PM
বোনাস দিতে দেরীর কারণ সম্ভবত ইনস্টাফরেক্স কর্তৃক অনুমোদন। অনুমোদন ছাড়া তো বোনাস দেয়ার সুযোগ নেই। এজন্য অপেক্ষা করতে হবে।

KANIZFATEMA1997
2019-09-12, 06:15 PM
ফরেক্সে ট্রেড করার জন্য ফোরামের পক্ষ থেকে শর্ত সাপেক্ষে বোনাস দিয়ে থাকে। এটা খুব ভাল একটা উদ্যোগ। অনেকেই শুধুমাত্র বোনাস দিয়েই ট্রেড করেন।। কিন্তু বোনাসটা দিতে বেশ দেরী করা হয় । মাসের ৫ তারিখের মধ্যে বোনাস দিলে আমার মনে হয় সকলের জন্য উপকার হত। বোনাস যেহেতু দেয়াই হয় তাহলে দেরী করার দরকার কি ? আর যদি দেরী হয় কারণটা কি জানালে ভাল হত। আমার মনে হয় দেরী করার যৌক্তিক কোন কারণ কি ডিজিটাল যুগেও থাকতে পারে ?আমিও গতমাসের বোনাস এখনও পাই নি।তবে আমি যতটুকু আপডেট নিউজ পেলাম ৭-১৫তারিখের মধ্যে সবার বোনাস পাওয়ার একটা সম্ভবনা আছে।আর বোনাস দিতে মাঝেমাঝে দেরী হয়। এটা চিন্তার কোন কারণ নাই। আর বর্তমানে বোনাস দেওয়ার পদ্ধতি কিছুটা পরিবর্তন হওয়ার জন্য হয়তো দেরী হচ্ছে।তবে খুব দূরতর বোনাস আসবে

habibi
2019-09-15, 04:26 PM
ঠিক জানিনা গত মাসের বোনাস এই মাস এর দশ তারিখ এ যোগ হবার কথা ট্রেড ব্যালেন্স এ কিন্তু আজও পেলাম না,খুব চিন্তায় আছি,আগে কখনো এমন হয়নি,কিন্তু আমি আশা করি বোনাস দেরি হলেও পাবো,এরা কখনো বোনাস না দেওয়া হয় না,তাই দেরি হলেও আশা আছে।

ফোরামের সকল সদস্যদের পোস্টিং বোনাস এক সাথে পাঠিয়ে দেয়। সেই হিসাবে আপনিও বোনাস পেয়ে যাওয়ার কথা। আর এই মাসে দেখা গিয়েছে যে দুইভাবে বোনাস এসেছে। একটি এসেছে ১০ তারিখ আরেকটি এসেছে ১৩ তারিখ। আপনি যদি এই দুই দিনের কোনটিতে বোনাস না পেয়ে থাকেন তাহলে আপনি ফোরামের মোডারেটরদের সাথে যোগাযোগ করুন। তারা আপনাকে বলতে পারবেন যে বোনাস কোন আসেনি বা কবে আসবে। তবে অনেক সময় পোস্টের মান ভাল নাহলেও কিন্তু অ্যাকাউন্টে বোনাস আসে না। যদি আপনার পোস্টগুলো মানহীন হয় তবে সে পোস্টগুলোর জন্য আপনাকে বোনাস দিবে না। তাই আপনি যা করতে পারেন তা হল ফোরামের মোডারেটদের সাথে আলোচনা করা। তারা হয়ত আপনাকে বোনাস না আসার সঠিক কারন বলতে পারে।

MDRIAZ777
2019-09-15, 04:52 PM
বোনাস প্রদানের ব্যাপারে অনেক মেম্বার অনেক ধরনের মন্তব্য করলেন হ্যাঁ এটা ঠিক যে বাংলাদেশ ফরেক্স ফোরামের প্রতিটি মেম্বার বাংলাদেশ ফরেক্স ফোরামের নিয়ম অনুযায়ী ফোরামে পোস্ট করলে মোট পোস্ট বাবদ মাসের শেষে ফোরাম কর্তৃপক্ষ তাকে পোস্ট মূল্যায়ন সাপেক্ষে একটি নির্দিষ্ট পরিমাণ বোনাস তার ট্রেডিং একাউন্টে প্রদান করবেন যা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ ফরেক্স ফোরাম দায়িত্বের সঙ্গে প্রদান করে আসছে আগে একটা সময় ছিল যখন বাংলাদেশ ফরেক্স ফোরাম তাদের মেম্বারদের পোস্ট সমূহকে তিন ভাবে মূল্যায়ন সাপেক্ষে বোনাস প্রদান করতেন কিন্তু বোনাস প্রদান সিস্টেমের পরিবর্তনের কারণে এখন কেবলমাত্র পোষ্টের উপর প্রাপ্ত লাইকের উপর মূল্যায়ন সাপেক্ষে বোনাস প্রদান করা হয় এবং আগে যখন তিনটা ক্যাটাগরিতে বোনাস প্রদান করা হতো তখন বোনাস মাসের প্রথম সপ্তাহের মধ্যেই প্রদান করা হতো কিন্তু এখন কেবলমাত্র লাইকের ওপর বোনাস প্রদান করা হয় এবং সেখানেও বোনাস প্রাপ্তিতে মাসের দ্বিতীয় সপ্তাহ লেগে যায়। আমার মনে হয় এর অন্যতম কারণ হলো আগে যখন তিন ক্যাটাগরিতে বোনাস প্রদান করা হতো তখন ফোরামের মেম্বার সংখ্যা সীমিত ছিল কিন্তু বর্তমানে দিনকে দিন বাংলাদেশ ফরেক্স ফোরামের মেম্বার সংখ্যা বেড়েই চলেছে যে কারণে বিপুল সংখ্যক সদস্যের পোস্ট এর মান এবং প্রাপ্ত লাইক মূল্যায়ন করতে যথেষ্ট সময় লাগছে যে কারণে ফোরাম মেম্বারদের বোনাস প্রদানে এত বেশি সময় লাগছে। পরিশেষে বলতে চাই বাংলাদেশ ফরেক্স ফোরাম দীর্ঘদিন যাবৎ সফলতার সঙ্গে বাংলাদেশে টিকে রয়েছে এবং তাদের মেম্বারদের বোনাস প্রদান করে আসছে ফলে বোনাস প্রাপ্তিতে আমাদের কিছুটা দেরি হলেও নিয়মিতভাবে আমরা বোনাস পাচ্ছি ফলে মেম্বারদের সকলের উচিত বিষয়টিকে পজিটিভ ভাবে নেওয়া এবং নিয়মিত ভাবে বাংলাদেশ ফরেক্স ফোরামের এই প্লাটফর্মকে আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করা।