View Full Version : ফরেক্সে সফল হওয়ার সবচেয়ে সহজ পথ .....
Hasinapx
2019-09-12, 09:46 AM
ফরেক্সে সফলতা অনেকে শুধুমাত্র ভাগ্যের ব্যাপার মনে করে। যে জাতি নিজের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট হয় না আল্লাহও সেই জাতির ভাগ্য পরিবর্তন করেন না। এ কথা দিয়ে বোঝা যায় যে ফরেক্সে সফলতা নিজেকেই আনতে হবে। প্রথমে যে কোন মূল্যে লোভকে নিয়ন্ত্রণ করুন,ফরেক্স প্রতিদিন শিখুন,বুঝুন,অনুসরণ করুন,দক্ষতা অর্জন করুন,অল্পতে তুষ্ট থাকুন,বেশী ঝুকি নিবেন না ,আবেগকে নিয়ন্ত্রণে রাখুন, বিন্দু বিন্দু সিন্ধু গড়ুন,কষ্টে পাওয়া সফলতা উপভোগ করুন- সবশেষে সফলতার সুউচ্চ চূড়ায় আরোহন করুন। ধন্যবাদ।
Mahmud1984fx
2019-09-12, 10:40 AM
আমি মনে করি শুধুমাত্র লোভকে নিয়ন্ত্রণ এবং আবেগকে কন্ট্রোল করতে পারলেই ফরেক্সে সফল হওয়া সম্ভব। তবে মার্কেট এ্যানালাইসিস,মানি ম্যানেজমেন্ট,লট/ভলিউম,স্টপলস ,টেক প্রফিট ইত্যাদি মেনে চললে আশা করি ফরেক্সে সফল হওয়া যাবে।
mondalpijush1985
2019-09-12, 11:50 AM
বড় মুলধনের ঝুকি,অবাস্তবপূর্ণ ট্রেড প্রথ্যাশা,এ্যাভার জিং ডাউনের প্রক্রিয়া,ট্রেডে যথাযথ অবস্থান, নিউজের পরপরই ট্রেডিং অথবা ইভেন্ট ব্রেক আউট এর পর, মার্কেট ক্লোজ হওয়ার আগ মুহুর্তে মার্কেটে প্রবেশ না করা,বাধাবিপত্তি এর উপরে ফোকাস না হয়ে স্ট্রাটেজিগুলোতে ফোকাস করা ইত্যাদি বিষয় গুলো মাথায় রেখে ট্রেড করলে আমার মতে সে সফল হতে পারবে।
mamunjd97
2019-09-12, 12:36 PM
ফরেক্সে যারা ট্রেড করেন আমার জানা মতে তারা জেনে শুনেই করেন। আমার মনে হয় শুধুমাত্র আবেগ এবং লোভকে নিয়ন্ত্রণ করতে পারলেই ফরেক্সে সফল হওয়া যায়।
alamsat
2019-09-12, 12:47 PM
ফরেক্স এ দিনে সফলতা পাওয়া যাই না এর জন্য প্রয়োজন বিশাল ধৈর্য্য আর পরিশ্রম আপনি যদি মনে করেন একদিনে বা রাতারাতি প্রফিট করে প্রচুর আয় করতে চাই তাহলে ফরেক্স আপনার জন্য নয়। কারন ফরেক্স শিখতে এবং অভিজ্ঞা অর্জন করতে কমপক্ষে ১ থেকে ২ বছর সময় লাগবে এবং বিনিয়োগ একটা বড় ব্যাপার এখানে কারন বেশি বিনিয়োগ ছাড়া বেশি প্রফিট করা যাই না। আপনি যদি ১০০ ডলার বিনিয়োগ করেন তাহলে মাসে ৫ থেকে ১০ ডলার তার বেশি আয়ের চিন্তা করতে পারবেন না। হ্যা বড় লটে বেশি প্রফিটের জন্য ট্রেড করতে গেলে একটি ভুল ট্রেড হলেই আপনার ব্যালেন্স শুন্য হয়ে যাবে তাই ব্যালেন্স অনুযায়ী ট্রেড করতে পারলে সফলতা পাওয়া যাবে।
KANIZFATEMA1997
2019-09-12, 03:28 PM
সাফল্য একটি মইয়ের মতো এবং কেউ কখনই পকেটে হাত রেখে মইয়ে উঠতে পারেনি।সফল হওয়ার সটকাঠ কোনো পথ নাই। সফলতা লাভ করার জন্য আপনাকে অনেক বেশী পরিশ্রম করতে হবে।অন্যসবার চেয়ে বেশী জানতে হবে।ধৈর্য্যশীল হতে হবে।সাফল্য কোনও দিন একদিনে আসে না।এটা পেতে সময় লাগে তাই হতাশ হলে চলবে না।অন্ধকারে পরই আলো আসে।তবে তার জন্য অপেক্ষা করতে হয়।নিজের ওপর বিশ্বাস রাখতে হবে আর বেশী করে ট্রেডিং করতে হবে।আপডেট নিউজ দেখে ট্রেড ওপেন করা।বেশী লটে ট্রেড ওপেন না করা।প্লান করে কাজ করা। এনালাইসিস না করে কোন ট্রেড ওপেন করা যাবে না।নিজের মেধাশক্তিকে আরও উজ্জীবিত করা।জ্ঞানের প্রয়োগ করা
masum0086
2019-09-12, 05:02 PM
ফরেক্স সফলতার সবচেয়ে বড় প্রতিবন্ধক হলো অতিরিক্ত লোভ ও নিয়ন্ত্রণহীন আবেগ । আবেগ তাড়িত হয়ে ,নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ী খালে পড়ার মত দিক বিদিক শূন্য হয়ে এ্যান্ট্রি দিতে দিতে ব্যালেন্স শূন্য হওয়ার উপক্রম।
ARIFULISLAM1996
2019-09-13, 05:26 PM
ফরেক্স এর সফলতা সম্পুর্ন আপনার নিজের উপর নির্ভর করবে। কেননা এটি একটি স্বাধীন ব্যবসা।আপনি যদি এখানে লোকসানও করেন তারপরেও আপনাকে কারো কাছে জবাবদিহিতা করতে হবে না। কাজেই নিজের কেরিয়ারটা নিজেকে গড়ে নিতে হবে। ফরেক্সে সাফল্যের মূল চাবিকাঠি হচ্ছে ধৈর্যশীলতা।ফরেক্ ট্রেডিং করতে আসার আগে নিজেকে একজন ধৈর্যশীল এবং পরিশ্রমী ট্রেডার হিসেবে গড়ে তুলতে হবে। নিজের মন থেকে লোভ এবং ভয় দূর করতে হবে। নিজের প্রতি আত্মবিশ্বাসী হতে হবে। লসের সময়গুলোতে নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে।মনে রাখবেন ফরেক্স খুবই ঝুঁকিপূর্ণ একটি ব্যবসা। তাই সতর্কতার সাথে ট্রেড করতে হবে।ফরেক্স থেকে ভালো কিছু পেতে হলে আগে ফরেক্স সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি জ্ঞান অর্জন করতে হবে। ফরেক্সের নিয়ম-নীতিগুলো মেনে চলতে হবে। লোভের তাড়নাই পড়ে অতিরিক্ত ঝুঁকি নিয়ে ট্রেড ওপেন করা যাবে না। ফরেক্স অবশ্যই লোভনীয় একটি ব্যবসা। খুব কম সময়ে ধনী হওয়ার চেষ্টা করা যাবে না। মনে রাখবেন ফরেক্সের টিকে থাকতে পারলে আপনি আর্থিকভাবে সাবলীল হবেন। কিন্তু সবাই ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারে না।আর যারা টিকে থাকতে পারে তারাই ভবিষ্যতে একজন সফল ট্রেডার হিসেবে গড়ে ওঠে।ফরেক্সের মানি ম্যানেজমেন্ট সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। কেননা মানি মানেজমেন্ট ফরেক্স এর মূল ভিত্তি। ফরেক্স মার্কেট এনালাইসিস যথাযথভাবে করতে হবে। মার্কেট এনালাইসিস করার পরে ট্রেড ওপেন করতে হবে। নিউজগুলো পর্যালোচনা করে দেখতে হবে।আমার মনে হয় উপরোক্ত কাজগুলো যথাযথভাবে করলেই আপনি ফরেক্সে সফল হবেন ইনশাল্লাহ।
KaziBayzid162
2019-09-13, 09:22 PM
সফলতা কখনো এমনি এমনি আসেনা, সফলতা মানুষকে ধৈর্য এবং পরিশ্রমের দ্বারা অর্জন করতে হয়, তেমনি ফরেক্সে সফলতা অর্জন করতে হলে অবশ্যই ফরেক্স সম্পর্কে বিস্তারিতভাবে জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে দক্ষ ও অভিজ্ঞ করে তুলতে হবে, এবং সেই অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে সময় দিয়ে পরিশ্রম করতে হবে, ফরেক্স এর সকল প্রকার এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা অর্জন করতে হবে, লোভ এবং ইমোশনকে নিয়ন্ত্রণে রেখে ট্রেডিং করতে হবে, লাভের পাশাপাশি লসকে মেনে নেয়ার মানসিকতা তৈরি করতে হবে, কখনো যদি কোন কারনে লস হয়ে থাকে তাহলে সেই কারণটা খুঁজে বের করে নিজেকে সেই বিষয়ে শুধরে নিতে হবে।সেই সাথে যে কোন কারেন্সি তে ট্রেড ওপেন করার পূর্বে ওই কারেন্সি সম্পর্কে কোন নিউজ আছে কিনা সে বিষয়ে অবগত হয়ে তারপরে ট্রেড ওপেন করতে হবে, তবেই আশা করি ফরেক্স থেকে সফলতা অর্জন করা সম্ভব হবে।
SOMARANITHAKUR1995
2019-09-13, 10:18 PM
ফরেক্স মার্কেট থেকে সফলতা পেতে হলে আগে আপনাকে ফরেক্স সম্পর্কে দক্ষ হতে হবে। এর জন্য প্রাথমিক পর্যায়ে আপনাকে ডেমো ট্রেড করতে হবে মিনিমাম 6 মাস। ডেমোতে ট্রেড করে এভাবে দক্ষ হোন তারপর রিয়েল ট্রেড করুন। রিয়েল ট্রেড করার কিছু নিয়ম আছে। আপনাকে অবশ্যই এই নিয়মগুলি মেনে ট্রেড করতে হবে। যেমন ট্রেড করার পূর্বে আপনাকে অবশ্যই মার্কেট এনালাইসিস করে তারপর ট্রেড করতে হবে, মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে এবং যতটা সম্ভব কম ঝুঁকি নিয়ে ট্রেড করতে হবে, লোভ থেকে বিরত থাকতে হবে, কখনো উত্তেজিত হওয়া যাবেনা, ট্রেড করার সময় ঠান্ডা মাথায় ধীরেসুস্থে ট্রেড করুন, কখনো কারোর সিগনাল এর উপর নির্ভর করবেন না। এই নিয়মগুলো মেনে চললে আশা করি আপনার ফরেক্স মার্কেটে সফলতা আসবে।
saraa
2020-02-23, 12:53 PM
বৈদেশিক মুদ্রার ট্রেডিং উপার্জনের ভাল উত্স এবং ভাল উপার্জনের জন্য শেখা আমাদের পক্ষে ফরেক্সে খুব গুরুত্বপূর্ণ কারণ ভাল অভিজ্ঞতা এবং জ্ঞানের কারণে আমরা ভাল ট্রেডিং করতে পারি এবং ফরেক্সে ভাল উপার্জন পেতে পারি এবং এতে ইনকাম করার কোনও সীমা নেই the বৈদেশিক মুদ্রার উপার্জন ফরেক্সে আমাদের কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে তাই ফরেক্সে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে।
Hredy
2020-02-23, 01:04 PM
আমি মনে করি শুধুমাত্র লোভকে নিয়ন্ত্রণ এবং আবেগকে কন্ট্রোল করতে পারলেই ফরেক্সে সফল হওয়া সম্ভব। তবে মার্কেট এ্যানালাইসিস,মানি ম্যানেজমেন্ট,লট/ভলিউম,স্টপলস ,টেক প্রফিট ইত্যাদি মেনে চললে আশা করি ফরেক্সে সফল হওয়া যাবে।
amreta
2020-02-23, 01:20 PM
স্যার, আমার বক্তব্য অনুসারে, আপনি যদি অর্থের আকারে সফল হতে চান এবং আপনি এতে কঠোর পরিশ্রম করেন এবং আপনি আত্মবিশ্বাসী যে আপনি এই খামারে কাজ করতে সফল হতে পারেন তবে আপনার এ বিষয়ে কঠোর পরিশ্রম করা উচিত। তিনি কঠোর পরিশ্রম করেন শুধুমাত্র তিনি এতে সফল হন। আমার মতে আমার মতে আপনার সদস্য হিসাবে আপনার কঠোর পরিশ্রম করা উচিত যাতে আপনিও সফল হতে পারেন।
FRK75
2021-04-09, 10:47 AM
সফল হওয়ার সটকাঠ কোনো পথ নাই। সফলতা লাভ করার জন্য আপনাকে অনেক বেশী পরিশ্রম করতে হবে।অন্যসবার চেয়ে বেশী জানতে হবে।ধৈর্য্যশীল হতে হবে।সাফল্য কোনও দিন একদিনে আসে না।এটা পেতে সময় লাগে তাই হতাশ হলে চলবে না।অন্ধকারে পরই আলো আসে।তবে তার জন্য অপেক্ষা করতে হয়।নিজের ওপর বিশ্বাস রাখতে হবে আর বেশী করে ট্রেডিং করতে হবে।আপডেট নিউজ দেখে ট্রেড ওপেন করা।বেশী লটে ট্রেড ওপেন না করা।প্লান করে কাজ করা।
সফলতা লাভ করার জন্য আপনাকে অনেক বেশী পরিশ্রম করতে হবে।অন্যসবার চেয়ে বেশী জানতে হবে।ধৈর্য্যশীল হতে হবে।সাফল্য কোনও দিন একদিনে আসে না।এটা পেতে সময় লাগে তাই হতাশ হলে চলবে না।অন্ধকারে পরই আলো আসে।তবে তার জন্য অপেক্ষা করতে হয়।নিজের ওপর বিশ্বাস রাখতে হবে আর বেশী করে ট্রেডিং করতে হবে। সেই অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে সময় দিয়ে পরিশ্রম করতে হবে, ফরেক্স এর সকল প্রকার এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা অর্জন করতে হবে, লোভ এবং ইমোশনকে নিয়ন্ত্রণে রেখে ট্রেডিং করতে হবে, লাভের পাশাপাশি লসকে মেনে নেয়ার মানসিকতা তৈরি করতে হবে।
EmonFX
2021-04-10, 05:54 AM
ফরেক্স মার্কেট উপার্জনের বা সফল হওয়ার সহজ কোনো পথ নয়। ফরেক্সে সফল হতে হলে আপনাকে কঠোর পরিশ্রমের মাধ্যমেই সফল হতে হবে। ফরেক্সে সংক্ষেপে বা শর্টকাট টাকা ইনকামের কোনো রাস্তা নেই। ফরেক্স মার্কেট থেকে আপনাকে ইনকাম করতে হলে অবশ্যই দীর্ঘসময় ফরেক্স এর সাথে থেকে ফরেক্স ট্রেডিং জ্ঞান অর্জন ও কৌশল আয়ত্ম করার পর ফরেক্স ট্রেডিং করতে হবে। খুব বেশি পরিমানে সময় দিয়ে স্টাডি মার্কেট এনালাইসিস, মানি ম্যানেজমেন্ট, সাপোর্ট রেজিস্টেন্স, সূচক ইত্যাদি বিষয় জ্ঞান অর্জন করতে হবে যদি আপনি ফরেক্স মার্কেট থেকে উপার্জন করতে চান। যারা ফরেক্স মার্কেট থেকে অতি তাড়াতাড়ি এবং শর্টকাট ওয়েতে ইনকাম করতে যায় তারা খুব দ্রুতই ফরেক্স মার্কেট থেকে ঝরে যায়। যারা রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন নিয়ে ফরেক্সে আসেন তারা ফরেক্স মার্কেটে সার্ভাইভ করতে পারেনা। ফরেক্সকে সংক্ষেপে টাকা ইনকাম করার মেশিন হিসেবে মনে করা ঠিক নয়। ফরেক্স এমন একটি ব্যবসা যেখানে অনেক পরিশ্রম, সময়, মেধা ও মূলধন বিনিয়োগের মাধ্যমে সফল হতে হয়। তাই শর্টকাট বা সংক্ষিপ্ত পথ না খুঁজে বেশি বেশি সময় দিয়ে ফরেক্স ট্রেডিংটাকে ভালোভাবে শিখুন, তাহলেই কেবল ফরেক্স মার্কেট থেকে উপার্জন করা সম্ভব। কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায় পারে আপনাকে সফলতার পথ দেখাতে।
Mas26
2021-04-10, 09:35 AM
ফরেক্স মার্কেটে সফল হওয়াটা খুব একটা কঠিন ব্যাপার নয়। শুধুমাত্র লোভকে নিয়ন্ত্রণ এবং আবেগকে কন্ট্রোল করতে পারলেই ফরেক্সে সফল হওয়া সম্ভব। তবে মার্কেট এ্যানালাইসিস,মানি ম্যানেজমেন্ট,লট/ভলিউম,স্টপলস ,টেক প্রফিট ইত্যাদি মেনে চললে আশা করি ফরেক্সে সফল হওয়া যাবে। ট্রেড করার সময় ঠান্ডা মাথায় ধীরেসুস্থে ট্রেড করুন।
samun
2021-04-10, 09:57 AM
আসলে যে কোন কাজে সফল হতে হলে অবশ্যই প্রথমে সেই কাজে দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করতে হবে ফরেক্স মার্কেটের সফল হতে হলে অবশ্যই দক্ষতা অভিজ্ঞতা জ্ঞানের পাশাপাশি ধৈর্যের প্রয়োজন যারা ফরেক্স মার্কেটে অধিক দক্ষতা জ্ঞান অর্জন করতে পারে এবং ধৈর্যের সাথে থাকতে পারে তারাই ফরেক্স মার্কেটে সফল হতে পারে সফল হতে হলে অবশ্যই লোভকে ত্যাগ করতে হবে ভালোভাবে এনালাইসিস করা শিখতে হবে এবং কোন প্রকার মাত্রাতিরিক্ত ঝুঁকি বহন করা যাবে না তবে ফরেক্স মার্কেটে সফল হওয়া সম্ভব
Starship
2021-04-10, 10:20 PM
ফরেক্সে সফল হওয়ার একমাত্র সহজ উপায় হল অবশ্যই আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে ধৈর্যসহকারে অনুশীলনের মাধ্যমে। তবে সহজে কেউ এখানে সফল হতে পারে না। তার জন্য পর্যাপ্ত ধৈর্যের প্রয়োজন। ধৈর্যশীলতা ব্যতীত কেউ ইতিপূর্বে দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করতে পারেনি। কেননা ফরেক্সে শুধু তারাই সফল হয়েছে যারা ধৈর্যের সাথে অনুশীলন করে। ফরেক্স এর সফলতার অন্যতম হলো অতিরিক্ত লোভ নিয়ন্ত্রণ করতে হবে এবং প্রতিটা নিয়ম অনুসরণ করে ট্রেড করতে হবে। মার্কেট এনালাইসিস যত দ্রুত শিখবেন তত আপনার জন্য ভালো। কেননা অনুমানের উপর ট্রেড করে কখনো সফল হওয়া যায় না।
Devdas
2021-07-28, 09:39 PM
ফরেক্স এ কোন দিক দিয়েই সোজা ভাবে আয় করার কোন পথ নেই। কম আর বেশী সব দিক দিয়েই কঠিন। আর এই কঠিনকে সহজ করে নিতে হলে ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে নিতে হয়্ দক্ষতা ও অভিজ্ঞতা ছাড়া ফরেক্স কখনো সোজা মনে হবে না। তাই বেশী বেশী করে ফরেক্স এ প্রাকটিস করুন এবং নিয়মিত ভাবে নতুন নতুন কলা-কৌশল শিখুন এবং নতুন নতুন টিপস শিখুন দেখবেন আপনি অনেকটা দক্ষতা ও অভিজ্ঞ হয়ে যাবেন তখন আপনার কাছে ফরেক্স এর সব কিছুই সোজা বলে মনে হবে।
ফরেক্স শিখতে এবং অভিজ্ঞা অর্জন করতে কমপক্ষে ১ থেকে ২ বছর সময় লাগবে এবং বিনিয়োগ একটা বড় ব্যাপার এখানে কারন বেশি বিনিয়োগ ছাড়া বেশি প্রফিট করা যাই না। আপনি যদি ১০০ ডলার বিনিয়োগ করেন তাহলে মাসে ৫ থেকে ১০ ডলার তার বেশি আয়ের চিন্তা করতে পারবেন না। হ্যা বড় লটে বেশি প্রফিটের জন্য ট্রেড করতে গেলে একটি ভুল ট্রেড হলেই আপনার ব্যালেন্স শুন্য হয়ে যাবে। ফরেক্স অবশ্যই লোভনীয় একটি ব্যবসা। খুব কম সময়ে ধনী হওয়ার চেষ্টা করা যাবে না। মনে রাখবেন ফরেক্সের টিকে থাকতে পারলে আপনি আর্থিকভাবে সাবলীল হবেন। কিন্তু সবাই ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারে না।আর যারা টিকে থাকতে পারে তারাই ভবিষ্যতে একজন সফল ট্রেডার হিসেবে গড়ে ওঠে।ফরেক্সের মানি ম্যানেজমেন্ট সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। কেননা মানি মানেজমেন্ট ফরেক্স এর মূল ভিত্তি।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.