Log in

View Full Version : বেশি বেশি ট্রেড করলে কি সফলতা আসবে?



Grimm
2019-09-14, 08:47 PM
আমরা জানি ফরেক্স মার্কেট খুবই ঝুকিপূর্ণ আর এখানে সফলতা পাওয়া খুব সহজ নয়। কিন্তু অনেকের কাছে শুনেছি বেশি জ্ঞান এবং অভিজ্ঞতা থাকলে নাকি এই ব্যবসায় সফলতা সম্ভব। সেক্ষেত্রে আমি যদি বেশি বেশি ট্রেড করি তাহলে তো আমার অভিজ্ঞতা বাড়বে আর এতে করে কি আমি সফলতা আনতে পারবো? আপনারা সফলতার জন্য সাধারণত কি করে থাকেন?

alamsat
2019-09-14, 09:45 PM
সফলতা পেতে হবে এটাই মোট কথা তাই সেটা যে উপায়ে হোক পেতেই হবে তবে বেশি ট্রেড করলেই যে বেশি অভিজ্ঞতা হবে এমনটি নয় বেশি ট্রেড করলে বেশি ভুল ট্রেড হবে এবং ব্যালেন্স শুন্য হয়ে যাবে এবং ব্যালেন্স শুন্য হলে মাথায় কোন কাজ করে না ফলে আরও বেশি ভুল ট্রেড হতে থাকে তাই আমার পরামর্শ হল ডে ক্যান্ডেল দেখে ট্রেড করুন কম ট্রেড করার সুযোগ পাবেন ফলে ভুল ট্রেড হলেও সেটা আপনার বেশি ক্ষতি করতে পারবে না কারন ডে চার্টে একটি ট্রেড ভুল করলে ১০ ডলার যাবে আর যদি ছোট টাইম ফ্রেম এ ১০ ট্রেড ভুল করেন তাহলে ১০০ ডলার চলে যাবে তাই সর্বোত্তম হল ডে চার্টে ট্রেড করা।

IFXmehedi
2019-09-14, 10:24 PM
ভাই আমি আসলে বেশি বেশি ট্রেডকে সমর্থন করি না । আমি আসলে রেলাক্স এ ট্রেড করা কে সমর্থন করি । বেশি লাভ করার আশায় আমরা যদি বেশি বেশি ট্রেড করি তাহলে লস এর ঝুঁকিও অনেক বেশি থাকে । সেজন্য আমার কথা হল ভাই আপনি মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে লং টার্ম ট্রেড করেন দেখবেন অল্প অল্প লাভ নিয়ে করে বেশি ট্রেড করার থেকে একটা ট্রেড থেকে বেশি লাভ করা আমার কাছে বেশি ভাল মনে হয় । আপনি যদি ম্যানেজমেন্ট অনুসরণ করে লং টার্ম ট্রেড করেন আমার ধারণা ফরেক্স ট্রেডিং এ আপনি সফল হতে পারবেন ।

alamsat
2019-09-15, 10:48 AM
ভাই আমি আসলে বেশি বেশি ট্রেডকে সমর্থন করি না । আমি আসলে রেলাক্স এ ট্রেড করা কে সমর্থন করি । বেশি লাভ করার আশায় আমরা যদি বেশি বেশি ট্রেড করি তাহলে লস এর ঝুঁকিও অনেক বেশি থাকে । সেজন্য আমার কথা হল ভাই আপনি মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে লং টার্ম ট্রেড করেন দেখবেন অল্প অল্প লাভ নিয়ে করে বেশি ট্রেড করার থেকে একটা ট্রেড থেকে বেশি লাভ করা আমার কাছে বেশি ভাল মনে হয় । আপনি যদি ম্যানেজমেন্ট অনুসরণ করে লং টার্ম ট্রেড করেন আমার ধারণা ফরেক্স ট্রেডিং এ আপনি সফল হতে পারবেন ।

প্রিয় মেহেদী ভাই আপনার কথার সাথে আমি ১০০% একমত কারন যারা বেশি ট্রেড করতে যাই অবশ্যয় ভুল এ্যানালিসিস এর জন্য বেশি ভুল ট্রেড হয়েও যেতে পারে যার দরুন অনেক লস হতে পারে কিন্তু যদি আপনি কম ট্রেড করেন তাহলে কম ভুল ট্রেড এর সম্ভাবনা থাকবে আর ভুল কম হলে অবশ্যয় লস কম হবে। তাই সবচেয়ে ভাল হল লং ট্রেড করা কারন এতে ভুল ট্রেড এর সংখ্যা কম হয় ফলে লসের তুলনায় প্রফিট বেশি থাকে। আর যদি ফরেক্স এ টিকে থাকতে চান তাহলে অবশ্যয় লস ঠেকাতে হবে।

Hredy
2019-09-15, 04:07 PM
বেশি বেশি ট্রেড করলে সফলতা পাওয়া যায় না। ভালো প্রাইসে ভালো এন্ট্রি নিতে পারলে লাভ হয়। যত বেশি ভালো ট্রেড তত বেশি লাভ আবার যত বেশি ভুল ট্রেড তত বেশি লস। বিষয়টা হচ্ছে ধৈর্যধারণ করে অপেক্ষা করতে হবে ভালো এন্ট্রি নেওয়ার জন্য। অনিশ্চয়তার মধ্যে ট্রেডিং করা যাবে না। সফলতা নির্ভর করে উইন রেশিওর ওপর বেশি বা কম ট্রেড করার ওপর নয়।

jasminbd
2019-09-15, 05:05 PM
Practice makes a man perfect. এই কথাটা আমরা সবাই জানি। আপনি যতবেশি ট্রেড করবেন ততবেশি অভিজ্ঞ হবেন। তবে এখানে কথা আছে আপনি কোন প্রকার মার্কেট আনাল্যসিস না করে বা কোন কিছু না জেনে শুধু মাত্র আন্দাজে ট্রেড করতে থাকেন তাহলে সেক্ষেত্রে দিনে হাজার হাজার ট্রেড ওপেন করলেও কোন লাভ হবে না। আপনার প্রতিটি ট্রেড কোন না কোন মার্কেট আনাল্যসিস এর উপর ভিত্তি করে হতে হবে। এতে আপনি বুঝতে পারবেন কোন সময়, কোন আনাল্যসিস আপনাকে ভাল ফলাফল দিয়েছে আর কোন ট্রেডগুলো আপনাকে খারাপ ফলাফল দিয়েছে। আর লাইভ অ্যাকাউন্ট বেশি বেশি ট্রেড না করে আগে ডেমো অ্যাকাউন্ট প্র্যাকটিস করেন সেক্ষেত্রে লস হলেও সমস্যা চিন্তার কারন থাকবেন না। আর আপনাকে ট্রেডিং এর ব্যপারে সিরিয়াস থাকতে হবে তাহলে আপনি প্রতিটি ট্রেড নতুন কিছু শিখতে পারবেন ।

MDRIAZ777
2019-09-15, 05:13 PM
ফরেক্স মার্কেটে বেশি বেশি ট্রেড করলে সফলতার দেখা পাবেন এমনটা ভাবা সত্যি বোকামি। ফরেক্স মার্কেটে অনেক অনেক ট্রেড করলেই সফলতার দেখা মিলবে এমনটা ভাবার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করতে হলে একজন ট্রেডার কে সর্বপ্রথম ট্রেডিং জ্ঞানের আলোকে ট্রেড করার অভ্যাস গড়ে তুলতে হবে
মানি ম্যানেজমেন্ট মার্কেট এনালাইসিস ইত্যাদির আলোকে সঠিক সময়ে সঠিক ট্রেডিং সিদ্ধান্ত নিতে পারলে সফলতার দেখা মিলবে। তবে কখনোই লোভ এর দ্বারা প্রভাবিত হয়ে অধিক প্রফিট অর্জনের আশায় ট্রেডিং সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না এতে করে সঠিক ট্রেডিং কৌশল এর ব্যত্যয় ঘটতে পারে যার ফলশ্রুতিতে আপনার ভুল ট্রেডিং জালে জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরী হতে পারে।

MANIK6642
2019-09-15, 09:06 PM
ফরেক্স মার্কেট এ বেশি বেশি ট্রেড করলে বেশি সফলতা আসবে এটা ঠিক নয়।আপনাকে আগে ফরেক্স এ দক্ষ ও অভিজ্ঞ হতে হবে তাহলে আপনার ফরেক্স এ সফলতা আসবে।আর প্রথমদিকে আমার মনে হয় ট্রেড না করাই বেটার।আগে ডেমোতে নিয়মিত প্র্যাক্টিস করে নিজেকে দক্ষ ও অভিজ্ঞ করে তুলতে হবে।এরপর যখন রিয়্যাল ট্রেড শুরু করবেন প্রথম দিকে বেশি ট্রেড করা যাবেনা। প্রথম দিকে অল্প কয়েকটাতে ট্রেড করলে এতে সুবিধা হয়কি আপনি মার্কেট টা ভালভাবে এনালাইসিস করতে পারবেন।আর বেশি ট্রেড করতে গেলে আপনি সব দিকে এনালাইসিস করে ঠিক রাখতে পারবেন না।আপনি এজন্য যত কম ট্রেড করবেন আপনার ততই লাভ।আর প্রথম অবস্থায় বেশি ট্রেড করতে গেলে আপনি কোন দিকেই ঠিক রাখতে পারবেন না।শেষে লস করে ফেলবেন।আপনি তখনই বেশি ট্রেড করবেন যখন আপনি ট্রেডে দক্ষ ও অভিজ্ঞ হবেন।এজন্য আগে আপনাকে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে হবে।প্রথম অবস্থায় ছোট ছোট লটে ট্রেড করুন লাভ না হোক অন্তত ট্রেডে টিকে থাকুন।এভাবে একসময় দেখবেন আপনি অভিজ্ঞ হয়ে গেছেন সঠিক ট্রেড এন্টি দিতে পারছেন।তখন আপনার ট্রেড সংখ্যা বাড়ালেও লস কম হবে লাভ বেশি করতে পারবেন।তাই ফরেক্স এ প্রাথমিক অবস্থায় বেশি বেশি ট্রেড না করে আগে অভিজ্ঞ হন এরপর ট্রেড সংখ্যা বাড়ান আপনি ভালো আয় করতে পারবেন।

alamsat
2019-09-16, 12:30 PM
বেশি বেশি ট্রেড করলে সফলতা পাওয়া যায় না। ভালো প্রাইসে ভালো এন্ট্রি নিতে পারলে লাভ হয়। যত বেশি ভালো ট্রেড তত বেশি লাভ আবার যত বেশি ভুল ট্রেড তত বেশি লস। বিষয়টা হচ্ছে ধৈর্যধারণ করে অপেক্ষা করতে হবে ভালো এন্ট্রি নেওয়ার জন্য। অনিশ্চয়তার মধ্যে ট্রেডিং করা যাবে না। সফলতা নির্ভর করে উইন রেশিওর ওপর বেশি বা কম ট্রেড করার ওপর নয়।

হ্যা ভাই বেশি ট্রেড না করে যদি আপনি সঠিক স্থান থেকে একটি ভাল ট্রেড করতে পারেন এবং ট্রেড টি যতদুর যাই ততদুর প্রফিট নিতে পারেন অর্থাৎ আমরা অনেকে আছি মার্কেট একটি ট্রেড করে কিছুটা প্রফিট নিয়ে ট্রেড ক্লোজ করে দিই কিন্তু যদি ট্রেড টি আরও কিছু সময় ধরে রাখা যেত তাহলে আরও বেশি প্রফিট করা যেত এ জন্য ট্রেড যতক্ষন সম্ভব ধরে রেখে প্রফিট বেশি করতে হবে। আর যদিও ভুল ট্রেড হয়ে যাই তবে একটি নির্দিষ্ট পিপন্স লস নিয়ে ক্লোজ করে দিতে হবে তাহলে বেশি ট্রেড না করেও বেশি প্রফিট করা যাবে।