Log in

View Full Version : ফরেক্স থেকে মাসিক কত টাকা আয় করা সম্ভাব ?



IFXmehedi
2019-09-14, 10:05 PM
আমরা সবাই জানি ফরেক্স ট্রেডিং খুবই লাভবান একটা বিজনেস । কিন্তু সবাই ফরেক্স থেকে সম পরিমাণ আয় করতে পারে না । আসলে ফরেক্স থেকে আয় করার বিষয়টা সম্পূর্ণ নির্ভর করে ফরেক্স সম্পর্কে জ্ঞান আর অভিজ্ঞতা এর উপর । আমার কাছে আরও একটা বিষয় নির্ভর করে সেটা হল আপনার মূলধন এর পরিমাণ । ধরুন আপনার মূলধন ১০০০$ অন্য জনের ৫০০$ তাহলে ২ জনের আয়ের পার্থক্য অবশ্যই থাকবে । বর্তমানে আমার অ্যাকাউন্ট এ আছে ৯৫$ এটা থেকে আমি প্রতি মাসে ১৫$ আয় করবার চেষ্টা করব মানি ম্যানেজমেন্ট ব্যবহার করে । ভাই আপনাদের অ্যাকাউন্ট এর মূলধন কেমন আছে আর আপনার কেমন আয় করছেন প্রতি মাসে শেয়ার করবেন । তাহলে ফরেক্স থেকে হয়তবা নতুনদের নেগাতিভে ধারণা দূর হবে ।

alamsat
2019-09-15, 10:52 AM
অবশ্যয় ব্যালেন্স অনুযায়ী প্রফিট কম বা বেশি হয়ে থাকে যদি আপনার একাউন্টে ১০০০ ডলার থাকে তবে আপনি মানি ম্যানেজমেন্ট অনুযায়ী বেশি ভলিউমে ট্রেড করতে পারবেন আর বেশি ভলিউমে ট্রেড মানে বেশি প্রফিট পক্ষান্তরে কম ব্যালেন্স থাকলে লটের পরিমান ও কম হবে আর প্রফিট ও কম হবে তাই যদি আপনি কম ব্যালেন্স নিয়ে বেশি লেভারেজ নিয়ে বড় লটে ট্রেড করতে যান তাহলে সেটা শুধুমাত্র বোকামী হবে কারন যদি মার্কেট বিপরীতে যেতে শুরু করে তাহলে পরিনাম একাউন্ট শুন্য তাই ব্যালেন্স অনুযায়ী মানি ম্যানেজমেন্ট অনুযায়ী ট্রেড করতে থাকেন তাহলে প্রফিট নিশ্চিত হবে।

Hredy
2019-09-15, 03:54 PM
প্রফিট নির্ভর করে ট্রেডারের ট্রেডিং দক্ষতা এবং একাউন্ট সাইজের ওপর। ডিপোজিট বেশি হলে বড় লটে ট্রেড করে বেশি প্রফিট করা যায় আর ছোট হলে প্রফিট ও কম হবে। একজন দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন ট্রেডার ১০০০ ডলারের একাউন্ট থেকে মান্থলি ১০০০ ডলার অনায়াসে আয় করতে পারে। আর যারা নতুন ডিপোজিট ও কম তাদের মান্থলি ১০০ ডলার প্রফিট হলেই এনাফ বলে আমি মনে করি।

alamsat
2019-09-16, 12:37 PM
প্রফিট নির্ভর করে ট্রেডারের ট্রেডিং দক্ষতা এবং একাউন্ট সাইজের ওপর। ডিপোজিট বেশি হলে বড় লটে ট্রেড করে বেশি প্রফিট করা যায় আর ছোট হলে প্রফিট ও কম হবে। একজন দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন ট্রেডার ১০০০ ডলারের একাউন্ট থেকে মান্থলি ১০০০ ডলার অনায়াসে আয় করতে পারে। আর যারা নতুন ডিপোজিট ও কম তাদের মান্থলি ১০০ ডলার প্রফিট হলেই এনাফ বলে আমি মনে করি।

ভাই আপনার এ কথায় আমি একমত হতে পারলাম না যে ১০০০ ডলার একাউন্টে থাকলে প্রতি মাসে ১০০০ ডলার আয় করা যাবে। কারন ১০০০ ডলার আয় করতে হলে ১.০০ লটে ট্রেড করে প্রতি ট্রেড এ কমপক্ষে ২০ পিপন্স করে প্রফিট করতে পারলেও কমপক্ষে ৫০টি প্রফিটেবল ট্রেড করতে হবে তাহলে আপনি মাসে ১০০০ ডলার আয় করতে পারবেন তাই আপনি চিন্তা করে দেখেন মাসে ৫০ টি সঠিক ট্রেড করাটা কিন্তু একেবারে সহজ ব্যাপার নয়। তাই ১০০০ ডলার একাউন্টে থাকলে ২ থেকে ৩ শত ডলার হলে ভাল হয় এর বেশি আশা করা ঠিক নয়।

habibi
2019-09-16, 06:31 PM
ফরেক্স থেকে কত ডলার আশা করা যায় এটি নির্ভর করে ডিপোজিটের উপর। আপনি যদি ১০০ ডলার ডিপোজিট করেন তাহলে আপনি মাসে ৩০-৬০ ডলার আয় নিয়ে সন্তুষ্ট থাকতে পারেন। আর যদি আপনি মাসে ৫০০ ডলার ডিপোজিট করেন তাহলে সেক্ষেত্রে আপনি মাসে ২০০ থেকে ৩০০ ডলার নিয়ে সন্তুষ্ট থাকতে পারেন। তবে আমি আমার আমার ডিপোজিটের উপর ৩০% থেকে ৪০% প্রফিট হলে তা নিয়ে খুশি। আর ফরেক্স থেকে মাসে ৩০% থেকে ৪০% প্রফিট বের করা এত সহজও না অন্যদিকে আবার কঠিনও না। তবে হা এর মাসে ৩০% থেকে ৪০% প্রফিটের জন্য আপনার ট্রেডিং স্ট্রেটেজিও এই করম হতে হবে। এখানে আপনার রিস্ক রেশিও নির্ধারণ করতে হবে। মোট কথা আপনি যদি ভাল প্রফিট করতে চান তাহলে আপনাকে ট্রেডিং এ মনোযোগ দিতে হবে। আর আমার মতে বাংলাদেশে মোটামুটি সবাই পার্টটাইম হিসাবে ফরেক্স করে। তাই এখান থেকে যদি ৩০%ও প্রফিট বের করা যায় তাহলে খারাপ না।

alamsat
2019-09-16, 09:04 PM
ফরেক্স থেকে কত ডলার আশা করা যায় এটি নির্ভর করে ডিপোজিটের উপর। আপনি যদি ১০০ ডলার ডিপোজিট করেন তাহলে আপনি মাসে ৩০-৬০ ডলার আয় নিয়ে সন্তুষ্ট থাকতে পারেন। আর যদি আপনি মাসে ৫০০ ডলার ডিপোজিট করেন তাহলে সেক্ষেত্রে আপনি মাসে ২০০ থেকে ৩০০ ডলার নিয়ে সন্তুষ্ট থাকতে পারেন। তবে আমি আমার আমার ডিপোজিটের উপর ৩০% থেকে ৪০% প্রফিট হলে তা নিয়ে খুশি। আর ফরেক্স থেকে মাসে ৩০% থেকে ৪০% প্রফিট বের করা এত সহজও না অন্যদিকে আবার কঠিনও না। তবে হা এর মাসে ৩০% থেকে ৪০% প্রফিটের জন্য আপনার ট্রেডিং স্ট্রেটেজিও এই করম হতে হবে। এখানে আপনার রিস্ক রেশিও নির্ধারণ করতে হবে। মোট কথা আপনি যদি ভাল প্রফিট করতে চান তাহলে আপনাকে ট্রেডিং এ মনোযোগ দিতে হবে। আর আমার মতে বাংলাদেশে মোটামুটি সবাই পার্টটাইম হিসাবে ফরেক্স করে। তাই এখান থেকে যদি ৩০%ও প্রফিট বের করা যায় তাহলে খারাপ না।

হ্যা ভাই ফরেক্স এ যদি যথেষ্ট সময় প্রদান করা যাই তাহলে প্রফিট করা সম্ভব এবং লসের ট্রেডটি কম লসে ক্লোজ করে দেওয়া যাই কিন্তু আমরা বাংলাদেশের অধিকাংশ ট্রেডার গন পারটাইম হিসাবে ফরেক্স করে থাকি বিশেষকরে আমি চাকুরী করা কালীন ট্রেড করে থাকি এখন বড় একটি নিউজ প্রকাশিত হবে এমন সময় আমার অফিসের গুরুত্বপূর্ণ একটি কাজ চলে আসল তখন মার্কেট কে ছেড়ে দিয়ে অফিসের কাজে ব্যাস্ত হয়ে যেতে হয় এদিকে বড় একটি নিউজ এর ফলে আমার প্রফিটেবল ট্রেড টি অনেক লস নিয়ে ক্লোজ হয়ে যাই। তাই ট্রেড করতে হলে সময় দিয়ে ট্রেড করতে পারলে ভাল প্রফিট করা সম্ভব।

DJSUMON777
2019-09-16, 11:45 PM
ফরেক্স থেকে মাসে কত টাকা ইনকাম করা সম্ভব এটা নির্ভর করে আপনার দক্ষতার উপর বিচার-বিশ্লেষণের উপর। মার্কেটের মুভমেন্ট ও সাথে যুক্ত আছে।এখানে সঠিক কোন অ্যামাউন্ট বলা সম্ভব নয় কেননা মার্কেট সব সময় একই অবস্থানে থাকে না। তাই কখনো দেখা যায় কোন মাসে প্রফিট বেশি আবার কোন মাসে কম আবার কখনো লসে থাকতে হয়। আপনার কর্ম দক্ষতা এবং মার্কেট মুভমেন্ট এর উপর নির্ভর করে প্রফিট।

KaziBayzid162
2019-09-17, 03:30 PM
আসলে ফরেক্স মার্কেট থেকে একজন ট্রেডার কি পরিমান প্রফিট করতে পারবে সেটা নির্ভর করে তার অভিজ্ঞতা, দক্ষতা এবং তার অ্যাকাউন্ট ব্যালেন্স এর উপর।অর্থাৎ কোন ট্রেডারের যদি সম্পর্কে প্রপার দক্ষতার না থাকে তাহলে তার অ্যাকাউন্টে প্রচুর ব্যালেন্স থাকার সত্বেও ফরেক্স থেকে ভাল প্রফিট করতে পারবে না, অন্যদিকে সে যদি ফরেক্স সম্পর্কে যথেষ্ট দক্ষ অভিজ্ঞ হয় কিন্তু পর্যাপ্ত ব্যালেন্স না থাকলেও ভাল প্রফিট করতে পারবেনা, তাই ফরেক্স থেকে ভাল প্রফিট করতে হলে একজন ট্রেডারকে অবশ্যই দক্ষ ও অভিজ্ঞ হতে হবে সেই সাথে তার অ্যাকাউন্টে ব্যালেন্সের পরিমাণ বেশি হতে হবে, অর্থাৎ যদি কোন ট্রেডারের একাউন্টে 500 ডলার ডিপোজিট থাকে এবং সে যদি ফরেক্স সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ ও দক্ষ হয়ে থাকে, পাশাপাশি সঠিকভাবে এ সকল প্রকার এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট করে ট্রেডিং করতে পারে,তাহলে অবশ্যই ফরেক্স থেকে প্রতিমাসে কমপক্ষে 100 ডলার প্রফিট করতে পারবে বলে আমি মনে করি। তাই ফরেক্স থেকে খুব ভাল প্রফিট করতে চাইলে আমাদের প্রথমে ফরেক্স সম্পর্কে যথেষ্ট দক্ষ ও অভিজ্ঞ হওয়া উচিত এবং সেইসাথে একটা মানসম্মত ব্যালেন্স নিয়ে তারপরে ট্রেডিং শুরু করা উচিত।

souravkumarhazra6763
2019-09-17, 05:02 PM
ফরেক্স এ বিজিনেস এ আমার ব্যালেন্স ৫০০ ডলার আমি তা দিয়ে মাসিক ৫০/৮০ ডলার আয় করে থাকি,আরো বেশি আয় করা সম্ভব কিন্তু আমি রিস্ক ফ্রী ভাবে আয় করে থাকি,ফরেক্স থেকে আপনি মাসে ৩০% ও আয় করতে পারবেন যদি আপনি একজন দক্ষ ট্রেডার হন,কারণ ফরেক্স ইনকাম ডিপেন্ড করে থাকে দক্ষতার উপর।

alamsat
2019-09-18, 10:48 AM
ফরেক্স এ বিজিনেস এ আমার ব্যালেন্স ৫০০ ডলার আমি তা দিয়ে মাসিক ৫০/৮০ ডলার আয় করে থাকি,আরো বেশি আয় করা সম্ভব কিন্তু আমি রিস্ক ফ্রী ভাবে আয় করে থাকি,ফরেক্স থেকে আপনি মাসে ৩০% ও আয় করতে পারবেন যদি আপনি একজন দক্ষ ট্রেডার হন,কারণ ফরেক্স ইনকাম ডিপেন্ড করে থাকে দক্ষতার উপর।

ভাই আপনি যদি ৫০০ ডলার দিয়ে মাসে নিয়মিত ৫০ থেকে ৮০ ডলার আয় করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ এটা আপনার জন্য অনেক বড় একটি পাওয়া কিন্তু শর্ত একটা প্রফিট প্রতি মাসে যাই হোক প্রফিটের ডলার নিয়মিত ধরে রাখতে হবে কারন অনেকে প্রফিট করতে পারে কিন্তু সেই প্রফিট ধরে রাখতে পারে না। যেমন আপনি এক মাসে ৮০ ডলার আয় করলেন কিন্তু পরবর্তী মাসে ১০০ ডলার লস করলেন এটার ফলে আরও ২০ ডলার আপনার ব্যালেন্স থেকে কমে গেল তাই শুধু প্রফিট করলে হবে না প্রফিট ধরে রাখতে হবে এবং নিয়মিত প্রফিট করার চিন্তা করতে হবে তবেই আপনি ফরেক্স এ সফলকাম।

bravtrader
2019-09-18, 12:27 PM
এটি নির্ভর করে যে আপনি কতটা মাসিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন আমার উপার্জনটি বিশাল নয় তবে আমি সেই বাজার থেকে ভাল পরিমাণ উপার্জনের চেষ্টা করি এবং আশা করি একদিন আমি সেই বাজার থেকে ভাল পরিমাণ উপার্জন করতে সক্ষম হব। ফরেক্স একটি লাভজনক ব্যবসা তবে ট্রেডারকে সেই বাজারে যথাযথ প্রস্তুতি নিয়ে প্রবেশ করা উচিত, উপযুক্ত প্রস্তুতি আপনাকে যথাযথ মুনাফা দেবে।

Starship
2021-03-13, 04:39 PM
ফরেক্সে আপনি প্রতি মাসে কত টাকা আয় করতে পারবেন তা জানার আগে আপনাকে বেশ কিছু বিষয়ের প্রতি নজর রাখতে হবে। প্রথমত আপনার ফরেক্সে সময়কাল কত? একজন নতুন আর একজন পুরাতন ট্রেডারের আয় ও টার্গেট এক থাকবে না। দ্বিতীয়ত ট্রেডিং অভিজ্ঞতা ও দক্ষতা। আপনি যদি ট্রেডিং বিষয়ে পর্যাপ্ত অভিজ্ঞতা সম্পন্ন হন তাহলে ফরেক্স থেকে মাসিক আয়ের পরিমানও বাড়তি হবে। তৃতীয়ত গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ব্যালেন্স। ব্যালেন্স যদি কম হয় তাহলে আপনি যথেষ্ট আয় করতে পারবেন না। আমার ব্যালেন্স যখন ২০০ ডলার থাকে তখন আমি মাসে ৫০০০ টার্গের রাখি আবার যখন ৫০ ডলার থাকে তখন মাসে এক হাজার টার্গেট থাকে।

KAZIMAJHARULISLAM
2021-03-13, 05:42 PM
আসলে ফরেক্স ট্রেডিং থেকে আপনি মাসিক কত টাকা উপার্জন করতে চান,এই সম্পূর্ণ বিষয়টাই নির্ভর করে,আপনার ফরেক্স সম্পর্কিত জ্ঞান ও অভিজ্ঞতার উপর। এবং আপনার উপযুক্ত ট্রেডিং প্লান ও পর্যাপ্ত পরিমাণ মুলধন এর উপর। কেননা যখন আপনি ফরেক্স সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানী ও অভিজ্ঞ হবেন,তখন আপনি সঠিকভাবে মার্কেট এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট করে সঠিক সময়ে ট্রেডে এন্ট্রি নিতে পারবেন। সেই সাথে উপযুক্ত লটের ট্রেড হলে,সম পরিমাণ পিপসেই অন্যের থেকে অনেক বেশি ডলার উপার্জন সম্ভব। তাই আগে নিজেকে তৈরি করুন। কেননা আপনি আপনার দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী, উপযুক্ত মুলধন কাজে লাগিয়ে, নিয়মিত অনেক ভালো মাপের উপার্জন করতে পারবেন।

EmonFX
2021-03-13, 06:06 PM
ফরেক্স মার্কেট কারো জন্য হয়তো লাভের বিজনেস আবার কারো জন্য লসের কারণ। *ফরেক্স মার্কেট থেকে মাসে ঠিক কত আয় করা সম্ভব এটা একজ্যাক্ট বলা সম্ভব নয়। মাসিক আয় একেক জনের ক্ষেত্রে একেক রকম হতে পারে। এটা সম্পূর্ণ নির্ভর করে ট্রেডারদের অভিজ্ঞতা ও মূলধনের ওপর। যার যত বেশি ফরেক্স ট্রেডিং সম্পর্কে অভিজ্ঞতা বেশি সে ততো বেশি ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারবে। আবার যার ফরেক্স ট্রেডিং সম্পর্কে অভিজ্ঞতা কম সে আয় দূরে থাকুক খুব তাড়াতাড়ি মূলধনই খুঁজে পাবেনা। অনুরূপভাবে ফরেক্স মার্কেট থেকে আয় করার জন্য বড় মূলধনের দরকার রয়েছে। আপনার পর্যাপ্ত অভিজ্ঞতা থাকা সত্ত্বেও যদি বড় মূলধন না থাকে তাহলে মার্কেটে টিকে থাকা অনেক কঠিন। ছোট মূলধন নিয়ে ট্রেড করলে সব সময়ই মূলধন হারানোর একটা ভয় থাকে। আর মনে ভয় নিয়ে ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই আমি বলবো একজন ট্রেডারের দক্ষতা অভিজ্ঞতা এবং মূলধনের উপর নির্ভর করে তার মাসিক আয়ের লক্ষ্যমাত্রা কতো হবে।

samun
2023-11-29, 01:29 PM
ফরেক্স মার্কেট থেকে কে কেমন আয় করে এটা আমার খুব একটা জানা নেই তবে আমি নিজের অর্জনের কথা উল্লেখ করতে পারি আমি প্রতিমাসে ফরেক্স মার্কেট থেকে প্রায় দশ হাজার টাকার মত আয় করতে সক্ষম হই তবে সম্প্রতি সময় বোনাসের সমস্যার কারণে এবং মার্কেট ধ্বসের কারণে আমার আয়ের পরিমাণ আরো অনেক কমে গেছে তবে আশা করা যায় ফরেক্স মার্কেট থেকে একজন দক্ষ এবং অভিজ্ঞ ট্রেডার প্রতি মাসে ৫০ হাজার টাকা বা ১ লক্ষ টাকাও আয় করতে সক্ষম হয়

Mas26
2023-11-30, 01:20 PM
অবশ্যই ব্যালেন্স অনুযায়ী প্রফিট কম বা বেশি হয়ে থাকে যদি আপনার একাউন্টে ১০০০ ডলার থাকে তবে আপনি মানি ম্যানেজমেন্ট অনুযায়ী বেশি ভলিউমে ট্রেড করতে পারবেন আর বেশি ভলিউমে ট্রেড মানে বেশি প্রফিট পক্ষান্তরে কম ব্যালেন্স থাকলে লটের পরিমান ও কম হবে আর প্রফিট ও কম হবে তাই যদি আপনি কম ব্যালেন্স নিয়ে বেশি লেভারেজ নিয়ে বড় লটে ট্রেড করতে যান তাহলে সেটা শুধুমাত্র বোকামী হবে কারন যদি মার্কেট বিপরীতে যেতে শুরু করে তাহলে পরিনাম একাউন্ট শুন্য তাই ব্যালেন্স অনুযায়ী মানি ম্যানেজমেন্ট অনুযায়ী ট্রেড করতে থাকেন তাহলে প্রফিট নিশ্চিত হবে।