PDA

View Full Version : ফরেক্সে অনুপ্রেরণার গুরুত্ব



BangaliBabu
2019-09-16, 08:07 PM
হ্যালো বন্ধুরা!! আশা করি সকলে ভালো আছেন। অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হয়েছি। এবারের আলোচনার বিষয়বস্তু হলো “অনুপ্রেরণা”। নতুন ট্রেডাররা সবসময় অনুপ্রাণিত হয় এমন ধরনের লেখা বা দিকনির্দেশনা সিনিয়র ট্রেডারদের কাছ থেকে আশা করেন। বেশিরভাগ সিনিয়র ট্রেডাররা যেটা করেন সেটা হল - নিজের বড় বড় ট্রেডের স্ক্রিনশট দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছেড়ে দেন যাতে তিনি নতুন ট্রেডারদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। তারপর শুরু হয়ে যায় ইন্টারভিউ, আপনার ব্যালেন্স কত? কতদিন যাবত ট্রেড করছেন? ইত্যাদি ইত্যাদি। তাদের মূল লক্ষ হলো ইনভেস্টর তৈরী করা। প্রথম দিকে হয়ত আপনাকে অনেক কিছু শিখাবে বলে প্রতিশ্রুতি দিবে কিন্তু পরে সব ভুলে সমান সমান মুনাফা বন্টনের চুক্তিতে আপনার একাউন্ট তার হাতে তুলে দিতে বলবে। আমি ঐদিকে আর না যায়, এবার আসি মূল বিষয়বস্তুতে। এভাবে করে আমরা শুরুতেই আমাদের আগ্রহ হারিয়ে আস্তে আস্তে অনুপ্রেরণাহীন হয়ে পড়ি। শিক্ষক না থাকলে ছাত্র কিভাবে শিখবে এটাই ভাবতে থাকি।

যখন একটার পর একটা লসের সম্মুখীন হই তখন নিজেকে প্রতিনিয়ত ধিক্কার দিতে থাকি। এরপর হাল একেবারেই ছেড়ে দেই, আমি নিজেও এই বাস্তবতার শিকার হয়েছি কয়েকবার। ব্যালেন্স শেষ হয়ে যাবার পর ফরেক্স সম্পর্কিত কোন কিছু আপনার আর ভালো লাগবে না। যদি এত সহজে ফরেক্স শেখা যেত তাহলে পৃথিবীর অর্ধেক মানুষ ফরেক্সকে পেশা হিসাবে গ্রহণ করত। অন্য ট্রেডারদের থেকে চার্ট কপি করে কোন লাভ নেই যতদিন নিজের মত করে চার্ট সাজাতে পারছেন। প্রতিটি লস ট্রেডকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করুন। নোট করুন আপনি কোনটা ফলো না করাতে লসের সম্মুখীন হয়েছেন। প্রতিদিন ফরেক্স সম্পর্কিত বস্তুনিষ্ঠ একটি বাক্য হলেও সংগ্রহ করুন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মোটিভেশনাল ভিডিও দেখুন। জীবন হলো আপনার ছোট ছোট সকল সিদ্ধান্তের বহিঃপ্রকাশ। ভুলের পর ভুল করতে করতে একসময় দেখবেন আপনি চাইলেও ভুল আর হচ্ছেনা।

alamsat
2019-09-16, 08:59 PM
জি হ্যা ভাই ফরেক্স ট্রেড করতে হলে অবশ্যয় নিজে জ্ঞান অর্জন করতে হবে কারো ভরসাই থাকলে কোন সময় ফরেক্স এ সফলতা পাওয়া যাবে না। কারন এ পৃথিবীতে কেউই বিনা সার্থে কাজ করে না। আর যারা এখন অভিজ্ঞ বলে বিভিন্ন সামাজিক সাইটে এ্যাড দিয়ে বেড়াই তারা ও একদিন ছাত্র ছিল তাই তারা যদি পরিশ্রম করে এখন স্যার হতে পারে তাহলে আমরা ও চেষ্টা করলে একদিন স্যার হতে পারব কিন্তু তার জন্য দরকার কঠোর পরিশ্রম বিভিন্ন সাইট থেকে বিভিন্ন এ্যানালিসস কিভাবে করতে হয় জানতে হবে এবং সেটা বাস্তবে প্রয়োগ করে অভিজ্ঞতা অর্জন করতে পারলেই আপনি ফরেক্স এ সফলতা পাবেন।

KaziBayzid162
2019-09-17, 03:18 PM
আমার মতে ফরেক্স ব্যবসা একটি স্বাধীন ব্যবসা, তাই ফরেক্স মার্কেটে অনুপ্রেরণা দিয়ে ব্যবসা করা সম্ভব না, তার জন্য নিজেকেই দক্ষ ও অভিজ্ঞ হওয়ার দরকার রয়েছে, কারণ কেউই ফ্রিতে অনুপ্রেরণা বা পরামর্শ দিতে আগ্রহী থাকে না সবাই তার জন্য কিছু-না-কিছু বেনিফিট আশা করে থাকে, আর তাছাড়া আজ যারা যারা অনুপ্রেরণা বা পরামর্শ দিচ্ছে তারাও একদিন নতুন এবং অনভিজ্ঞ ট্রেডার ছিল,এবং ধীরে ধীরে তারা অভিজ্ঞ ট্রেডার এ পরিণত হয়েছে, তাই আমরাও যদি ফরেক্স সঠিকভাবে জ্ঞান অর্জন করে ফরেক্স এর নিয়ম অনুসারে এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট মেনে ধৈর্যসহকারে ট্রেডিং করে ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারি, একদিন আমরাও দক্ষ ট্রেডার এ পরিণত হতে পারব,তাই আমার মতে কারো অনুপ্রেরণা বা পরামর্শের উপর শতভাগ নির্ভর না করে নিজস্ব ট্রেডিং স্ট্রেটিজি গড়ে তোলা উচিত, এবং কম লাভের সন্তুষ্ট থেকে ধৈর্য সহকারে নিজের সংস্কৃতি মেনেই ট্রেডিং করা উচিত।

TanjirKhandokar1994
2019-09-17, 05:25 PM
যে কোন কাজে অনুপ্রেরণা বা সাপোর্ট একটা বড়ো ভূমিকা পালন করে। তবে ফরেক্স যেহেতু একটি আন্তর্জাতিক অনলাইন বিজনেস সেহেতু এখানে সুধা অনুপ্রেরণা হলেই চলবে না এখানে ভালো করতে হলে অবশ্যই দক্ষ ও অবিজ্ঞ ট্রেডার হতে হবে। তবে তাই বলে অনুপ্রেরণার যে কোন মূল্য নাই তেমনটা কিন্তু নয়। কেননা যে কোন কাজে অনুপ্রেরণা বা উৎসাহ না থাকলে সেই কাজ বেশিদূর এগোতে পারে না। আমি মনে করি একটা পরিবার তার ছেলেমেয়েকে অনুপ্রেরণা বা সাপোর্ট এর মাধ্যমে অনেক দুর এগিয়ে নিয়ে যেতে পারে। আর ছেলেমেয়েরা পরিবার থেকে ভালো অনুপ্রেরণা বা সাপোর্ট না পেলে ভালো করতে পারেনা। তাই ফরেক্সেও তেমনি অনুপ্রেরণার গুরুত্ব আছে বলে আমি মনে করি।

alamsat
2019-09-18, 10:43 AM
যে কোন কাজে অনুপ্রেরণা বা সাপোর্ট একটা বড়ো ভূমিকা পালন করে। তবে ফরেক্স যেহেতু একটি আন্তর্জাতিক অনলাইন বিজনেস সেহেতু এখানে সুধা অনুপ্রেরণা হলেই চলবে না এখানে ভালো করতে হলে অবশ্যই দক্ষ ও অবিজ্ঞ ট্রেডার হতে হবে। তবে তাই বলে অনুপ্রেরণার যে কোন মূল্য নাই তেমনটা কিন্তু নয়। কেননা যে কোন কাজে অনুপ্রেরণা বা উৎসাহ না থাকলে সেই কাজ বেশিদূর এগোতে পারে না। আমি মনে করি একটা পরিবার তার ছেলেমেয়েকে অনুপ্রেরণা বা সাপোর্ট এর মাধ্যমে অনেক দুর এগিয়ে নিয়ে যেতে পারে। আর ছেলেমেয়েরা পরিবার থেকে ভালো অনুপ্রেরণা বা সাপোর্ট না পেলে ভালো করতে পারেনা। তাই ফরেক্সেও তেমনি অনুপ্রেরণার গুরুত্ব আছে বলে আমি মনে করি।

হ্যা ভাই যে কোন কজে অনুপ্রেরনা পেলে সেই কাজ আরও ভাল করে করতে ইচ্ছে হয়। কিন্তু আমরা যারা নতুন ট্রেডার তারা কিন্তু বিভিন্ন সাইট থেকে ফরেক্স সম্পর্কে সামান্য ধারনা নিয়ে ট্রেড শুরু করি এবং বার বার লস করি আবার কোন সাইট থেকে কিছু তথ্য পাওয়ার পর আবারও কিছু অনুপ্রেরনা পেয়ে আবার ও ডিপোজিট করে ট্রেড করতে থাকি এক সময় আবারও লস কারন আমরা ফরেক্স ট্রেড করার জন্য দক্ষ জ্ঞান সংগ্রহের অভাবে বার বার লস করে থাকি তাই বিভিন্ন অনুপ্রেরনার পাশাপাশি দক্ষ জ্ঞান অর্জন করতে না পারলে ফরেক্স এ টিকে থাকা সম্ভব না।