PDA

View Full Version : ফরেক্স মার্কেটে নিউজ ট্রেডিং স্ট্রাটেজি



BDFOREX TRADER
2019-09-17, 12:55 PM
ফান্ডামেন্টাল নিউজ ফরেক্স মার্কেটের বেশ বড় একটা পার্ট। যখন কোন কারেন্সির উপর কোন ফান্ডামেন্টাল নিউজ রিলিজ হয় তখন ওই কারেন্সির সবগুলো পেয়ারে ঐ নিউজের প্রভাবে দাম কিছুটা ভোলাটাইল হয়ে থাকে। আসুন জেনে নেই, কোন নিউজের কেমন ইফেক্ট পড়ে থাকে ফরেক্ম মার্কেটেঃ ফরেক্স মার্কেটে ইমপ্যাক্ট করে, এমন গুরুত্বপূর্ণ নিউজ ইভেন্টগুলো ও এসব ইভেন্টে মার্কেট সম্ভাব্য কত পিপ্স মুভ করে সে বিষয়ে জেনে নেইঃ
8875
#NFP- এই ইভেন্টে মার্কেট সম্ভাব্য ১৪০-১৫০ পিপ্সের মত মুভ করে থাকে।
#FOMC- এই ইভেন্টে মার্কেট সম্ভাব্য ৬০-৬৫ পিপ্সের মত মুভ করে থাকে।
#Trade Balance- এই ইভেন্টে মার্কেট সম্ভাব্য ৭০-৭৫ পিপ্সের মত মুভ করে থাকে।
#CPI- এই ইভেন্টে মার্কেট সম্ভাব্য ৬০-৬৫ পিপ্সের মত মুভ করে থাকে।
#Retail Sales- এই ইভেন্টে সভাব্য ৭৫-৮০ পিপ্সের মত মুভ করে থাকে মার্কেট।
নিউজের মাত্রার উপর নির্ভর করে এই মুভমেন্ট একটু কম বেশিও হতে পারে।
আপনি কিছু পিপস উপরে এবং কিছু পিপস নিচে আপনার মানি ম্যানেজমেন্ট অনুযায়ী বাই স্টপ এবং সেল স্টপ টেক প্রফিট সহ বসিয়ে দিবেন। নিউজ হওয়ার পর টেক প্রফিট হিট না করলে নিজ হাতে ক্লোজ করে দিবেন। আগে ডেমো প্র্যাকটিস করে সেন্টিমেন্ট ঠিক করে নিবেন।

SUROZ Islam
2019-10-30, 05:50 PM
একজন স্ট্র্যাটিজি ট্রেড করেন স্ট্র্যাটিজি। স্ট্র্যাটিজি হল একটা এন্ট্রি বা এক্সিট প্ল্যান যা নির্ধারিত হয় পূর্ববর্তী গ্রহনযোগ্য ডাটা থেকে। একজন স্ট্র্যাটিজি ট্রেডার কাজ করেন বেশ কিছু নিয়মের সমন্বয়ে এবং কখনোই নিয়মের বাইরে ট্রেড করেন না। যদি না সে অন্য কোন স্ট্র্যাটিজি ফলো করতে চায় একই সাথে। স্ট্র্যাটিজি বাই করতে বললে বাই করে এবং সেল করতে বললে সেল করেন। আসলে একজন স্ট্র্যাটিজি ট্রেডার নিয়ম ফলো করে কারন সে এই নিয়ম গুলো বানাতে অনেক সময় নিয়েছে। নিয়মগুলো নিজ হাতে বানানো এবং পরীক্ষিত অনেক বছরের হিস্টোরিকাল ডাটা থেকে। তারও ইমোশন হয়ত কাজ করে অন্য কোন এন্ট্রি নেয়ার জন্য কিন্তু সে এই স্টেজ পার করে আসছে অনেক আগেই। এখন আর সে কোন গুরু, হলি গ্রেইল, হট নিউজ এর প্রত্যাশা করে না। মার্কেট প্রেডিক্ট করার কোন প্রয়োজন বোধ করেন না তিনি। ধীরে ধীরে তিনি ব্যাবসায়ী হয়ে উঠছেন। একজন স্ট্র্যাটিজি ট্রেডার এর সবচেয়ে বেশী যে জিনিষ টা লাগে তা হল নির্ভরযোগ্য ডাটা। এমন ডাটা যা সে তার স্ট্র্যাটিজির সাথে মিলাতে পারে এবং স্ট্রাটিজি এর উন্নতি করতে পারে।
আমার কাছে মনে হয় ফরেক্স এর প্রোডাক্ট হল স্ট্র্যাটিজি। মানে ব্যাবসায় তো একটা প্রোডাক্ট বা সার্ভিস থাকতে হয় যা বেচে আপনি প্রফিট করবেন। আসলে আমার কাছে মনে হয় আমরা ডলার পাউন্ড বাই সেল করি না বরং সেল করি আমাদের স্ট্র্যাটিজি। আমি ইঞ্জিনিয়ারিং পড়তে এসে কোয়ালিটি কন্ট্রোলের একটা কোর্স করতেছি। আমি জানি যে প্রোডাক্ট এর কোয়ালিটি কন্ট্রোল একটা নেভার এন্ডিং জার্নি। তাই বলতেছিলাম যদি কিছু চেঞ্জ করতে হয় তাহলে আপনার স্ট্র্যাটিজির কোয়ালিটি চেঞ্জ করেন এর উন্নতি করেন ধীরে ধীরে। বলছিলাম নির্ভরযোগ্য ডাটার কথা। আপনাকে প্রথমেই যেই জিনিষটা জানতে হবে তা হল নির্ভরযোগ্য এবং অনির্ভরযোগ্য ডাটার পার্থক্য। অনির্ভরযোগ্য ডাটা হল তাই যা মোটামুটি ন্যাচারাল অর্থাৎ খুব কমই প্রেডিক্ট করা যায়। উদাহরন হিসাবে পলিটিসিয়ান দের বক্তৃতা কখনোই নির্ভরশীল কিছু হতে পারে না। কারন সে আজ একটা কথা বলবে কাল অন্য। নির্ভরযোগ্য ডাটার উদাহরন হিসাবে বলা যেতে পারে মাসিক আর্নিং রিপোর্ট, আনইমপ্লোয়মেন্ট রিপোর্ট, ইন্টারেস্ট রেট ইত্যাদি। তো একজন স্ট্র্যাটিজি ট্রেডার এই নির্ভরযোগ্য ডাটার সাথে সংমিশ্রন ঘটান তার স্ট্র্যাটিজির। এইটাই হল একজন টেকনিকাল ট্রেডার এবং একজন স্ট্র্যাটিজি ট্রেডার এর মূল পার্থক্য। এখন একজন স্ট্র্যাটিজি ট্রেডার শিখতে পারছেন যে কোন কিছু হঠাত করে ভাল লাগলেই যে তা লং টার্ম এ প্রফিটেবল হতে পারে তা নয়। সবচেয়ে বড় প্রাপ্তি হল সে একটা কনফিডেন্স পেয়েছে যা আসে কেবল মাত্র কনসিস্ট্যান্ট প্রফিট থেকে যা কম কিন্তু নিয়মিত। ট্রেডিং এর সাথে দীর্ঘক্ষন থাকার ফলে সে জানতে পারে রিস্ক কন্ট্রোলের সুফল। অর্থাত জানতে পারে সে যদি স্টপ লস খুব কাছে দেয় তাহলে তার স্ট্র্যাটিজিতে প্রচুর ট্রেড করতে হবে এবং উপার্জন ও হবে কম। সর্বোপরি সে এখন আর কারও উপর নির্ভর করে না ট্রেডিং সিগনাল বা আইডিয়া এর জন্য। একজন স্ট্র্যাটিজি ট্রেডার নিজেকে চিনতে পারে খুব দ্রুতই। সে এমন প্যারামিটার তার স্ট্র্যাটিজিতে সেট করে যা তার পারসোনালিটির সাথে যায়। এইখানে পারসোনালিটি বলতে বোঝায় কি পরিমান রিস্ক সে নিতে পারে বা কি পরিমান টাকা হারালে সে স্বাভাবিক থাকতে পারে। তাই এমন কোন স্ট্রাটিজি ডেভেলপ করার কোন মানেই হয় না যাতে তার পারসোনালিটির রিফ্লেকশন না থাকে।

ARD
2019-10-30, 07:20 PM
ননফরম পেয়ারলস (এনএফপি) কেন্দ্রীয় ব্যাংকের ইভেন্ট বা সুদের হারের সিদ্ধান্তের সাথে ফরেক্স মার্কেটের সবচেয়ে বড় মার্কেট মুভর এবং সম্ভবত সর্বাধিক দেখা ফরেক্স সংবাদ আইটেম হিসাবে অন্তর্ভুক্ত। যদিও তাদের প্রভাব গত কয়েক মাস ধরে হ্রাস পাচ্ছে বলে মনে হচ্ছে। বৈদেশিক মুদ্রার মধ্যে এটি একটি খুব সংবেদনশীল খবর।

sufianhoshen
2019-11-02, 10:49 AM
আপনি একবার সত্যিকার অর্থে ফরেক্সটি বুঝতে পারলে, এটি আপনাকে অন্য বাজারগুলিতে আপনাকে অনেকগুলি প্রান্ত দিতে পারে আপনি সম্ভবত আরও ভাল জানেন স্টক মার্কেট। উদাহরণস্বরূপ, আপনি যখন কোনও সংস্থা এবং নগদের বিভিন্ন প্রবাহ এবং প্রকারগুলি অনুসরণ করেন তখন এটি আপনাকে আরও ভাল স্টক বাছাইকারী করে তুলবে।

FX7
2019-11-27, 02:13 PM
ধন্যবাদ আপনাদের সবাইকে।খুবই ভাল একটা পোষ্ট করেছেন।আসলে আমি নতুন ফরেক্স মাকেটে। নিউজ সম্পকে ধোন ধারনাই নাই আমার কিন্তু আজ কিছু অস্পষ্ট ধারনা নিলাম।আসলে আমি কিছু নিউজ প্লাটফর্ম ব্যাবহার করি তাতে কিছুই বুজি না।তবে লেখা দেখি nfp,cpi ইত্যাদি।আজ বুঝলাম এগুলা নিউজ এর ক্যাটাগরি।নতুন কিছু যখন শিখি তখন নিজের কাছে খুব ভাল লাগে,এত ধরনের অনুপেরনা জাগে মনে

Rokibul7
2020-07-07, 02:05 PM
আর বিস্তারিত বলতে,এসব নিউজ সম্পর্কে যদি কেন এবং এ সব নিউজ কোন দেশের কি নিদেশ করে সেইটা যদি আলোচনা করতেন তাহলে আরও সহজে মাথায় ডুকাতে পারতাম।এবং এই নিৎজ গুলো এনালাইসিস করা টা সহজ হয়ে যেত।ধন্যবাদ

BDFOREX TRADER
2020-07-13, 06:36 PM
যত ধরনের ফান্ডামেন্টাল নিউজ আছে সব নিউজ মার্কেটে যেমনটা আশা করা হয় তেমন প্রভাব ফেলে না আবার উল্টা ও হয়। কিন্তু আমার যেটা বুঝ তাহল নিউজ পাবলিশ হওয়ার পূর্বে মার্কেট এর গতি যেদিকে থাকে নিউজ পাবলিশ হওয়ার পর মার্কেট তার উল্টা দিকে চলে শতকরা 99% । এটা আমি ডেমোতে প্র্যাক্টিস করেছি বর্তমানে রিয়েলে করছি। এটা আমার সাইক্লোজি বা আবেগ বলতে পারেন।