PDA

View Full Version : আবেগে ট্রেড করে কি আমরা লাভ করতে পারি ?



IFXmehedi
2019-09-18, 01:21 AM
আমার মতে ফরেক্স ট্রেডিং এ আবেগ নিয়ন্ত্রন করা খুবই কঠিন একটা বিষয় । বিশেষ করে নতুনদের জন্য এটা সবথেকে কঠিন । কিন্তু বাস্তবতা হলে আপনি যদি ফরেক্স ট্রেডিং এ আপনার আবেগ নিয়ন্ত্রন করতে না পারেন টা হলে আপনি কখনই সফল ট্রেডার হতে পারবেন না । আমি যখন প্রথম ট্রেড শুরু করি তখন আমি কিসুতেই পারতাম না আবেগ নিয়ন্ত্রন করতে । একটা ট্রেডে লস হলে আবার ট্রেড দিতাম লস হবে কেন এভাবে যে কত অ্যাকাউন্ট শেষ করেছি সেটা আজ ভাবলে নিজেকে অনেক বোকা মনে হয় । তাই ভাই আমার উপলব্ধি থেকে আপনারদের সাথে বিষয়টা শেয়ার করলাম জেনেো আপনারা আমার মত কাজটা না করেন ।

Hredy
2019-09-22, 08:15 AM
আবেগ কখনো সুফল বয়ে আনতে পারে না। আবেগ মানুষের হিতাহিত জ্ঞানকে লোপ করে আর তখনই মানুষ ভুল সিদ্ধান্ত গ্রহন করে। আর ফরেক্স ট্রেডে কোন ভুল করা চলে না। এজন্য অবশ্যই আবেগ কন্ট্রোল করতে হবে এবং মাথা ঠান্ডা রেখে ট্রেড করতে হবে তবেই সফলতা অাসবে। আর আবেগ নিয়ে ট্রেড করলে ফরেক্স এ টিকে থাকা সম্ভব হবে না।

alamsat
2019-09-22, 10:41 AM
ফরেক্স মার্কেট তার নিজ গতিতে চলতে থাকে যেমনী নদীর ¯্রােত তার নীজ গতিতে চলতে থাকে তবে মাঝে মধ্যে ঝড় বা অতি বৃষ্টির কারনে নদী তার গতি পথ পরিবর্তন করতে পারে তেমনী ফরেক্স মার্কেট বিভিন্ন এ্যানালিসিস এবং নিউজ দ্বারা তার গতিপথ পরিচালনা করে থাকে এখানে আপনি নিজের আবেগ খাটিয়ে ট্রেড করতে গেলে ই লস করবেন। ধরুন বড় একটি নিউজ প্রকাশিত হচ্ছে এবং মার্কেট অনেক উপরে উঠবে এখন আপনি যদি নীজের আবেগে একটি সেল ট্রেড দিন তাহলে আপনার ট্রেড টির অবস্থা কি হবে একবার আপনিই ভেবে দেখুন।

MANIK6642
2019-09-22, 01:06 PM
ফরেক্স মার্কেট তার নিজস্ব নিয়ম অনুসরণ করেই চলে।আবেগ দিয়ে কখনোই ফরেক্স করা সম্ভব না।বিশেষ করে ফরেক্স এ যারা নতুন ট্রেডার তাদের ভিতরে এ আবেগটা বেশি কাজ করে।একসময় আবেগ আমার ভিতরেও কাজ করত দু একবার লসের পরে এখন আর আবেগ তেমন কাজ করেনা।আবেগ দিয়ে ফরেক্স হয় না।এখানে আপনি যেই দেশের কারেন্সিতে ট্রেড করবেন সেই দেশের অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক অবস্থার উপর তাদের কারেন্সি উঠানামা করবে।আপনার আমার আবেগ দিয়ে কখনোই সেই দেশের কারেন্সি নিয়ন্ত্রণ করা সম্ভব না।আবেগ আর লোভ নিয়ে ট্রেডে আসলে আপনি কখনোই সফল হতে পারবেন না।আপনি হয়ত একটা নিউজ প্রকাশিত হয়েছে যে মার্কেট নিচে নামবে কিন্তু আপনি বাই এ ট্রেড এন্টি করে বসলেন।এখন আপনিই ভেবে দেখুন আবেগ দিয়ে ট্রেড করলে লাভ হবে কিনা।এজন্য আবেগ পরিহার করে সঠিক নিয়ম মেনেই আমাদের ট্রেড করা উচিত।মার্কেট এনালাইসিস, নিউজ দেখে, মানি ম্যানেজমেন্ট ঠিক রেখেই আমাদের ট্রেড করা উচিত তাহলে লাভ করতে পারবে।আবেগ দিয়ে শুধু ফরেক্স নয় পৃথিবীর কোথাও আপনি সফল হতে পারবেন না।

alamsat
2019-09-22, 03:27 PM
ফরেক্স মার্কেট তার নিজস্ব নিয়ম অনুসরণ করেই চলে।আবেগ দিয়ে কখনোই ফরেক্স করা সম্ভব না।বিশেষ করে ফরেক্স এ যারা নতুন ট্রেডার তাদের ভিতরে এ আবেগটা বেশি কাজ করে।একসময় আবেগ আমার ভিতরেও কাজ করত দু একবার লসের পরে এখন আর আবেগ তেমন কাজ করেনা।আবেগ দিয়ে ফরেক্স হয় না।এখানে আপনি যেই দেশের কারেন্সিতে ট্রেড করবেন সেই দেশের অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক অবস্থার উপর তাদের কারেন্সি উঠানামা করবে।আপনার আমার আবেগ দিয়ে কখনোই সেই দেশের কারেন্সি নিয়ন্ত্রণ করা সম্ভব না।আবেগ আর লোভ নিয়ে ট্রেডে আসলে আপনি কখনোই সফল হতে পারবেন না।আপনি হয়ত একটা নিউজ প্রকাশিত হয়েছে যে মার্কেট নিচে নামবে কিন্তু আপনি বাই এ ট্রেড এন্টি করে বসলেন।এখন আপনিই ভেবে দেখুন আবেগ দিয়ে ট্রেড করলে লাভ হবে কিনা।এজন্য আবেগ পরিহার করে সঠিক নিয়ম মেনেই আমাদের ট্রেড করা উচিত।মার্কেট এনালাইসিস, নিউজ দেখে, মানি ম্যানেজমেন্ট ঠিক রেখেই আমাদের ট্রেড করা উচিত তাহলে লাভ করতে পারবে।আবেগ দিয়ে শুধু ফরেক্স নয় পৃথিবীর কোথাও আপনি সফল হতে পারবেন না।

প্রিয় মানিক ভাই আবেগ নিয়ন্ত্রন করতে না পারলে কখনও ট্রেড কলে সফলতা পাওয়া যাই না এবং যত এ্যানালিসিস করেন না কেন ট্রেড করার সময় সকলেরই একটি আবেগ কাজ করে থাকে যেমন মার্কেট উপরে অনেকটা উঠেছে মনে হয় উঠছে যখন আরও উঠতে পারে এই মনে করে একটি বাই ট্রেড নিতে মন চাই কিন্তু আপনি যখন ই চার্ট এ দেখবেন যে প্রাইচ যখন অনেক বেশি উপরে ওঠে তখন সেটা নীচে নামার সম্ভাবনা বেশি থাকে ফলে তখন বাই ট্রেড থেকে বিরত থেকে লেস ট্রেড নেওয়ার জন্য অপেক্ষা করতে হয় কিন্তু মন মানে না। তাই তো ভুল ট্রেড হয়ে যাই।

Hasinapx
2019-09-22, 03:35 PM
আমার মতে আবেগে ট্রেড করলে লাভের মুখ কখনোই দেখা যায় না বরং শুধূ লস আর লস। এজন্য সব সময় আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারলে ফরেক্সে টিকে থাকা সম্ভব না হলে ফরেক্স থেকে খুব শীঘ্রই বিদায় নিতে হয়। তাই আমি মনে করি কেউ যদি শুধুমাত্র লোভ এবং আবেগকে ভালভাবে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে ফরেক্স তার জন্য । ফরেক্সের জন্য আবেগ প্রয়োজন আছে কিন্তু সেটা অবশ্যই নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে।

Mahmud1984fx
2019-09-22, 03:49 PM
আবেগে ট্রেড করে অবশ্যই লাভ করা সম্ভব তবে সেই আবেগ হতে হবে নিয়ন্ত্রিত । তবে অতিরিক্ত আবেগ কোন ক্ষেত্রেই ভাল নয়।

sofiz
2019-09-27, 01:50 AM
আবেগের বশে আমরা কত ধরনের ঘটনাই ঘটিয়ে থাকি যার প্রভাব আমাদেরকেই ভুগিয়ে থাকে। তাই আমাদেরকে বুজতে হবে এই আবেগ কখনো ভালো বয়ে আনতে পারেনা আর কিভাবেএই আবেগ থেকে দুরে থাকা যাবে৷ আর বিশেষ করে যখন ফরেক্সে ট্রেড করবো তখন ভুল করেও আবেগের বশে ট্রেড নেয়া উচিত না। কারন বেশিরভাগ সময়ই যখন লস করি তখন আবেগের বশেই রাগ হয়ে ট্রেড করে থাকি তখন মনে হয় যা হবার হবে যার কারনে লস বেশি হয়।

nurulazim
2019-09-27, 03:58 PM
ফরেক্স মার্কেট তার নিজস্ব নিয়ম অনুসরণ করেই চলে।আবেগ দিয়ে কখনোই ফরেক্স করা সম্ভব না।বিশেষ করে ফরেক্স এ যারা নতুন ট্রেডার তাদের ভিতরে এ আবেগটা বেশি কাজ করে।

expkhaled
2019-09-27, 06:04 PM
মানুষের আবেগ তখনই কাজ করে যখন কোন প্রকারের সিস্টেম না থাকে। তাই আবেগ দূর করতে হবে স্টাডি করা শুরু করুন ফরেক্স সকল বিষয়ের উপর আপনাকে স্টাাডি করতে হবে তাহলে আবেগ এমনিতেই চলে যাবে। বেশীর ভাগ আবেগ প্রথম দিকে থাকে তাই আপনাকে প্রথম ৩ বছর কোন প্রকারের ইনভেস্টমেন্ট না করে ট্রেড করতে হবে অর্থাত বোনাস ডলার বা ডেমো ট্রেড। অনেক নবাগত ট্রেডার প্রথম তিন মাসের মধ্যেই রিয়েল ট্রেড করা শুরু করেন কোন প্রকারের নিয়মনীতি না শিখে তারাই ক্ষতিগ্রস্থ হন বেশী। তাই আমি বলবো আপনি আগে ফরেক্স এর ব্যপারে খুটিনাটি সকল বিষয়ে জানবেন তারপর যখন মনে করবেন যে, মার্কেট আপনি টিকতে পারবেন তারপর ট্রেড তার আগে এক টাকাও ইনভেস্ট করবেন না।

saraa
2020-02-23, 05:41 PM
আমি মনে করি যে ট্রেডিং জার্নালটি কোনও ব্যবসায়ীর সাফল্যের অন্যতম মূল উপাদান, কারণ আপনি যখন বিশদ পরিসংখ্যান রাখেন তখন আপনি সেই মুহুর্তগুলি লক্ষ্য করতে শুরু করেন যা আপনাকে ব্যবসায়ের হাত থেকে বাধা দেয় বা বিপরীতে আপনাকে আরও দক্ষ ও লাভজনকভাবে ব্যবসায়ের সুযোগ সরবরাহ করে। আপনি যদি নিয়মিতভাবে আপনার ভাগ্যকে নিয়ে কাজ করেন এবং কোনও সিদ্ধান্তে না বেরেন তবে আপনি এটি মূল্যায়ন করতে পারবেন না, এক্ষেত্রে আপনি কখনও পেশাদার হতে পারবেন না। এমনকি যদি আপনি এটি সম্পর্কে গুরুতর না হন তবে আপনার অবশ্যই ট্রেডিং জার্নালের কথা মাথায় রাখা উচিত, কারণ যাইহোক ছোট ক্ষতির চেয়ে একটি অল্প লাভই ভাল।

Sapna1212
2020-02-23, 10:30 PM
আমরা যদি শখটি কম করি তবে আমরা এর প্রচুর পরিমাণে পেতে পারি তাই আমরা যদি জ্বালানির পরিমাণ হ্রাস না করি তবে আমরা কখনই সফল হতে পারি না এবং কাজ করার সময় সন্ধ্যার দিকে অ্যামিকে নিয়ে যেতে পারি না। তখন আমি বলেছিলাম শিগগির করাচিতে সাফল্য আসবে

Mas26
2020-02-23, 11:10 PM
আবেগ কখনো সুফল বয়ে আনতে পারে না। আবেগ মানুষের হিতাহিত জ্ঞানকে লোপ করে আর তখনই মানুষ ভুল সিদ্ধান্ত গ্রহন করে। আর ফরেক্স ট্রেডে কোন ভুল করা চলে না। এজন্য অবশ্যই আবেগ কন্ট্রোল করতে হবে এবং মাথা ঠান্ডা রেখে ট্রেড করতে হবে তবেই সফলতা অাসবে। আর আবেগ নিয়ে ট্রেড করলে ফরেক্স এ টিকে থাকা সম্ভব হবে না।

DJSUMON777
2020-02-24, 04:03 AM
ফরেক্স মার্কেট একটি অনলাইন ভিত্তিক আধুনিক বিজনেস। যে কোন বিজনেস করার ক্ষেত্রে আবেগ দিয়ে বিজনেস হয় না। ফরেক্স মার্কেটে আবেগ কন্ট্রোল করা খুবই কঠিন বিষয় একবার লস হলে কেন লস হলো যার জন্য আবার ট্রেড করে আরো লস বেশি করে কয়েকবার অ্যাকাউন্ট জিরো করে ফেলেছিলাম। আবার নতুন করে শুরু করেছি নিজেকে একটু সামলাতে শিখেছি। ফরেক্স মার্কেটে যারা আবেগ নিয়ন্ত্রণ করতে না পারবেন তারা এখানে শুধু লস এই গ্রহণ করবেন। তাই ফরেক্স এ কাজ করার জন্য অনেক বেশি ধৈর্যশীল হতে হয় তাহলে আপনি ফরেক্সে সফলতা অর্জন করবেন।

KaziBayzid162
2020-02-24, 06:35 AM
ফরেক্স ট্রেডিং সম্পর্কে যতটুকু জ্ঞান ও দক্ষতা তৈরি হয়েছে তার আলোকে বলতে গেলে বলা যায় যে আবেগ দিয়ে ট্রেড করে কখনোই ফরেক্স থেকে প্রফিট করা সম্ভব না। কেননা ফরেক্স মার্কেটে আবেগের কোন স্থান নেই যার ফলে যখন আবেগের দ্বারা প্রভাবিত হয়ে কোন ট্রেড ওপেন করা হয় তখনই বড় ধরনের লসের সম্মুখীন হতে হয়।শুধু তাই নয় যদি আমরা আবেগ নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে কোন প্রকার অ্যানালাইসিস করো আমরা ফরেক্স থেকে প্রফিট করা সম্ভব না।তাই বলব আপনি যদি ফরেক্স মার্কেটে ট্রেডিং করে লাভ করতে চান তাহলে অবশ্যই আপনাকে আবেগ নিয়ন্ত্রণ করতে হবে আর এজন্য আপনাকে ফরেক্স ট্রেডিং সম্পর্কে প্রপার জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে যথেষ্ট দক্ষ ও অভিজ্ঞ হতে হবে।কেননা আপনার দক্ষতা ও অভিজ্ঞতার পরিমাণ যখন বৃদ্ধি পাবে তখন এমনিতেই আপনার আবেগ নিয়ন্ত্রণে চলে আসবে।

fxarif
2020-02-24, 09:42 AM
একটা কথা আছে আবেগ দিয়া সংসারে চলে না।তেমনি আবেগ দিয়া ফরেক্স ও করা যায় না।ফরেক্স করতে হলে সর্বপ্রথম এবংং সর্বশেষ কথাই হলো এনালাইসিস।আপনি যত ভালো এনালাইসিস করবেন তত ভালো ফল পাবেন।আর আবেগ দিয়া ট্রেড করার মানেই আপনার হয় খুব লাভবান হয়ে যাওয়া নয়তো ফকির হয়ে যাওয়া।

amreta
2020-02-24, 01:15 PM
আমার মতে ফরেক্স ট্রেডিং এ আবেগ নিয়ন্ত্রন করা খুবই কঠিন একটা বিষয় । বিশেষ করে নতুনদের জন্য এটা সবথেকে কঠিন । কিন্তু বাস্তবতা হলে আপনি যদি ফরেক্স ট্রেডিং এ আপনার আবেগ নিয়ন্ত্রন করতে না পারেন টা হলে আপনি কখনই সফল ট্রেডার হতে পারবেন না । আমি যখন প্রথম ট্রেড শুরু করি তখন আমি কিসুতেই পারতাম না আবেগ নিয়ন্ত্রন করতে । একটা ট্রেডে লস হলে আবার ট্রেড দিতাম লস হবে কেন এভাবে যে কত অ্যাকাউন্ট শেষ করেছি সেটা আজ ভাবলে নিজেকে অনেক বোকা মনে হয় । তাই ভাই আমার উপলব্ধি থেকে আপনারদের সাথে বিষয়টা শেয়ার করলাম জেনেো আপনারা আমার মত কাজটা না করেন ।

আপনি যদি ফ্রিজ থেকে খুব ভাল উপার্জন করতে সক্ষম হন এবং একজন ভাল ব্যবসায়ী হতে চান তবে আপনাকে খুব কঠোর পরিশ্রম করতে হবে কারণ কঠোর পরিশ্রম ব্যতিরেকে আপনি কখনই বাজারের গতিবিধি বুঝতে পারবেন না এবং আপনার হাতের বাণিজ্য আপনাকে একটি উপহার দেবে অনেক লোকসান আপনি যদি অর্থ পরিচালনার সাথে কাজ করেন, তবে আপনি একটি ভাল কায়দা এবং স্টপলস হয়ে উঠতে পারেন, আপনার একটি নিখুঁত সরঞ্জামের সাথে বাণিজ্য করা উচিত

FRK75
2021-04-08, 02:54 PM
সফলতা পাওয়া যাই না এবং যত এ্যানালিসিস করেন না কেন ট্রেড করার সময় সকলেরই একটি আবেগ কাজ করে থাকে যেমন মার্কেট উপরে অনেকটা উঠেছে মনে হয় উঠছে যখন আরও উঠতে পারে এই মনে করে একটি বাই ট্রেড নিতে মন চাই কিন্তু আপনি যখন ই চার্ট এ দেখবেন যে প্রাইচ যখন অনেক বেশি উপরে ওঠে তখন সেটা নীচে নামার সম্ভাবনা বেশি থাকে ফলে তখন বাই ট্রেড থেকে বিরত থেকে লেস ট্রেড নেওয়ার জন্য অপেক্ষা করতে হয় কিন্তু মন মানে না। তাই তো ভুল ট্রেড হয়ে যাই।

EmonFX
2021-04-08, 03:23 PM
আসলেই ফরেক্সে আবেগ নিয়ন্ত্রণ করা অনেকটা কঠিন ব্যাপার। ফরেক্সে অনেক বেশি আবেগী হয়ে থাকে বিশেষ করে নতুন ট্রেডাররা। মানুষ সামাজিক জীব তাই প্রেম-ভালোবাসা, আবেগ থাকবে এটাই স্বাভাবিক, তবে অতিরিক্ত ইমোশন বা আবেগ ফরেক্স সফলতার অন্তরায়। ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে আবেগের কোন সুযোগ নেই। এখানে আপনাকে আবেগকে কন্ট্রোল করতেই হবে। আবেগ দিয়ে প্রেম ভালোবাসা বা প্রেমিকার হৃদয় জয় করা যেতে পারে কিন্তু ফরেক্স মার্কেটে আবেগ একদমই অকার্যকর। বেশিরভাগ ট্রেডার ব্যালেন্স হারিয়ে ফেলে অতিরিক্ত লোভ এবং আবেগী হয়ে ট্রেড করার কারণে। আমরা যদি বড় প্রফিটের সম্ভাবনা দেখেও লোভ কন্ট্রোল করে আস্তে-ধীরে, ছোট ছোট লটে ট্রেড করে কম প্রফিট করার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে পারি তাহলেই বুঝবো যে আমাদের লোভ এবং আবেগকে অনেকটা কন্ট্রোল করতে পেরেছি, এবং ফরেক্স সফলতার পথেই হাঁটছি।

Mas26
2021-04-08, 09:17 PM
আসলে ফরেক্স মার্কেট এমন একটা মার্কেট এখানে আপনার আবেগ কখনোই কোনো কাজে আসবে না। সুতরাং আপনাকে ফরেক্স সম্পর্কে অবশ্যই অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং অভিজ্ঞতা দিয়ে আপনাকে ট্রেড করতে হবে। তাহলে আপনি ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। অনেক সময় দেখা গেল যে আপনার আবেগে আন্দাজে একটা ট্রেড করলেন সেখানে প্রফিট করলেন তাই বলে প্রতিক্ষেত্রে এ ধরনের হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। সেজন্য আপনাকে ফরেক্স সম্পর্কে আগে অভিজ্ঞতা অর্জন করার মাধ্যমে আপনাকে ফরেক্স মার্কেটে ট্রেড করার উত্তম বলে আমি মনে করি ধন্যবাদ।

Starship
2021-04-08, 11:33 PM
আবেগ আমাদের বাস্তব জীবনে যে কোনো কার্য বাস্তবায়ন করার ক্ষেত্রে বা সফল করার ক্ষেত্রে বাধা হিসেবে কাজ করে। আবেগ নিয়ে কোন কাজ করতে গেলে উক্ত কাজে সফল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এমনকি আবেগের বশবর্তী হয়ে কোন কাজ করলেও তা ব্যর্থতার সম্ভাবনা বেশি থাকে। ফরেক্স এর ক্ষেত্র আবেগ নিয়ে ট্রেড করলে কখনো প্রফিট করা সম্ভব হবে না। ফরেক্সে লসের একটি অন্যতম কারণ হলো এটি। তাই আমাদের লস প্রতিরোধ করার জন্য অবশ্যই আবেগ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। অবশ্যই বাস্তবতা মুখী সিদ্ধান্ত নিতে হবে।

Sakib42
2021-04-08, 11:38 PM
আবগে কাজ করলে সেই কাজে সফলতা অর্জন করা খুব কষ্টকর হয়ে যায়। খুব কম মানুষই পারে আবেগ কে সাথে নিয়া ভালো ফলাফল অর্জন করতে।আবেগের বশে আমরা কত ধরনের ঘটনাই ঘটিয়ে থাকি যার প্রভাব আমাদেরকেই ভুগিয়ে থাকে।আবেগ দিয়ে কখনোই ফরেক্স করা সম্ভব না।এজন্য আবেগ পরিহার করে সঠিক নিয়ম মেনেই আমাদের ট্রেড করা উচিত।মার্কেট এনালাইসিস, নিউজ দেখে, মানি ম্যানেজমেন্ট ঠিক রেখেই আমাদের ট্রেড করা উচিত।

Smd
2021-08-21, 08:56 AM
ফরেক্স মার্কেট বিভিন্ন এ্যানালিসিস এবং নিউজ দ্বারা তার গতিপথ পরিচালনা করে থাকে এখানে আপনি নিজের আবেগ খাটিয়ে ট্রেড করতে গেলে ই লস করবেন। ধরুন বড় একটি নিউজ প্রকাশিত হচ্ছে এবং মার্কেট অনেক উপরে উঠবে। তাই আমাদেরকে বুজতে হবে এই আবেগ কখনো ভালো বয়ে আনতে পারেনা আর কিভাবেএই আবেগ থেকে দুরে থাকা যাবে৷ আর বিশেষ করে যখন ফরেক্সে ট্রেড করবো তখন ভুল করেও আবেগের বশে ট্রেড নেয়া উচিত না। কারন বেশিরভাগ সময়ই যখন লস করি তখন আবেগের বশেই রাগ হয়ে ট্রেড করে থাকি।

samun
2021-08-21, 09:44 AM
আসলে আমরা যা যতই বলি না কেন আবেগবশত করা যাবে না আসলে কথাটা সম্পূর্ণ ঠিক নয় কারণ মানুষের আবেগ বিবেক দুটি কাজ করবে সব সময় মানুষ আবেগ ছাড়া কখনো চলতে পারে না কিন্তু এই আবেগটাকে অবশ্যই আমাদের সঠিক সময়ে সঠিকভাবে কাজে লাগাতে হবে আমরা যত যাই বলি না কেন লস করলে এমন কোন ব্যক্তি নিজে তার খারাপ লাগেনা বা কষ্ট হয়না সে ক্ষেত্রে যে কেউ ছোটখাটো ভুল সিদ্ধান্ত নিতেই পারে তাই আমি মনে করে আবেগ জিনিষটা কে কখনো বাদ দিয়ে কোন কাজ করা যাবে না তাই এই আবেগকে আমাদের সঠিকভাবে কাজে লাগিয়ে ফরেক্স মার্কেটে টিকে থাকতে হবে

Devdas
2021-08-23, 10:06 PM
সব মানুষেরই আগেব রয়েছে। কার ও আগেব অনেক বেশী আবার কারও আবেগ অনেক কম। আগেব সব কিছুতেই মন ভোলাতে পারে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আগেব অনেক ক্ষতির সাধন করে ফেলে। যেমন ফরেক্স মার্কেট এ আবেগ দিয়ে ফরেক্স করলে লাভ না করে বরং লস করে ফরেক্স একাউন্ট এ অনেক ক্ষতি হয়ে থাকে। তাই ফরেক্স মার্কেট এ ট্রেড করার আগে নিজের আবেগকে নিয়ন্ত্রন করে তারপর ফরেক্স এ ট্রেড করলে ফরেক্স থেকে আয় করা যাবে এবং সাফলতা অর্জন করা যাবে।

Smd
2021-11-15, 08:11 PM
আবেগ দিয়ে ফরেক্স হয় না।এখানে আপনি যেই দেশের কারেন্সিতে ট্রেড করবেন সেই দেশের অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক অবস্থার উপর তাদের কারেন্সি উঠানামা করবে।আপনার আমার আবেগ দিয়ে কখনোই সেই দেশের কারেন্সি নিয়ন্ত্রণ করা সম্ভব না।আবেগ আর লোভ নিয়ে ট্রেডে আসলে আপনি কখনোই সফল হতে পারবেন না।আপনি হয়ত একটা নিউজ প্রকাশিত হয়েছে যে মার্কেট নিচে নামবে কিন্তু আপনি বাই এ ট্রেড এন্টি করে বসলেন। তাই আমাদেরকে বুজতে হবে এই আবেগ কখনো ভালো বয়ে আনতে পারেনা আর কিভাবেএই আবেগ থেকে দুরে থাকা যাবে৷ আর বিশেষ করে যখন ফরেক্সে ট্রেড করবো তখন ভুল করেও আবেগের বশে ট্রেড নেয়া উচিত না।

Mas26
2024-04-03, 03:26 PM
আবেগ কখনো সুফল বয়ে আনতে পারে না। আবেগ মানুষের হিতাহিত জ্ঞানকে লোপ করে আর তখনই মানুষ ভুল সিদ্ধান্ত গ্রহন করে। আর ফরেক্স ট্রেডে কোন ভুল করা চলে না। এজন্য অবশ্যই আবেগ কন্ট্রোল করতে হবে এবং মাথা ঠান্ডা রেখে ট্রেড করতে হবে তবেই সফলতা অাসবে। আর আবেগ নিয়ে ট্রেড করলে ফরেক্স এ টিকে থাকা সম্ভব হবে না।