PDA

View Full Version : Fomc নিউজ রিলিজ হবার পর eur/usd পেয়ারটি পজিশন কি হতে পারে।



SUROZ Islam
2019-09-18, 01:45 PM
8886
fomc নিউজ রিলিজ হবার পর eur/usd পেয়ারটি পজিশন কি হতে পারে। তা আজ বাংলাদেশ সময় রাত ১২টায় জানা যাবে। কারেন্সী মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ন নিউজ হল (fomc)। আর বেশিরভাগ ক্ষেত্রে এই নিউজ পাবলিশড হবার সময় আমেরিকান ডলার রিলেটেড পেয়ারগুলোতে ভোলাটিলিট অনেক বেড়ে যায় এবং নিয়মিত পাবলিশড হওয়া নিউজগুলোর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে সবচেয়ে বেশি মার্কেট মুভ করে এই নিউজের সময়। নিউজটি রিলিজ করে ফেডারেল রিজার্ভ যা সংক্ষেপে fomc নিউজ হিসাবে উল্লেখ্য করা হয়, মুলত (fomc এর পূর্ণ মানে হল ফেডারেল ওপেন মার্কেট কমিটি, আর কমিটি গঠিত হয় ১২ জন সদস্য নিয়ে - ( গভর্নর বোর্ডের সাত সদস্য এবং রিজার্ভ ব্যাংকের সভাপতি ৫ জন ) । বোর্ড চেয়ারম্যান এফওএমইসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন । ফেডারেল রিজার্ভ সভাপতি ব্যাংক অফ নিউ ইয়র্কের কমিটির স্থায়ী সদস্য এবং কমিটির ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। অন্যান্য রিজার্ভ ব্যাঙ্কের সভাপতিরা চক্রাকারে এফওএমইসির অবশিষ্ট চারটি ভোটদান করেন। রিজার্ভ ব্যাংকের সকল সভাপতি, যারা ভোটদানকারী সদস্য নন, তাদের অন্তর্ভুক্ত, এফওএমইসি মিটিংগুলিতে অংশগ্রহণ, অর্থনীতি এবং অন্যান্য আলোচনায় অংশগ্রহন করে মূল্যবান অবদান রাখেন।
এফওএমইসি প্রতি বছর ৮টি মিটিং এর আয়োজন করেন, যা প্রতি ৬ সপ্তাহ পর পর অনুষ্ঠিত হয় । অর্থনৈতিক ও আর্থিক উন্নয়নের পর্যালোচনা করার জন্য কমিটি এই সময় বাদেও অন্য সময় অতিরিক্ত সভা ডাকতে পারেন । কমিটির অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি এবং সেই সভায় গৃহীত সিদ্ধান্ত একটা একটা প্রেস বিবৃতি আকারে প্রকাশ করা হয়, যা এফওএমসি স্টেটমেন্ট নামে পরিচিত । এই স্টেটমেন্ট এর উপর ভিত্তি করেই বিগ ইনভেস্টররা দীর্ঘমেয়াদে সিদ্ধান্ত নেয়।
স্টেটমেন্ট সাধারনত দু-ধরনেরঃ ১. হকিশ এবং ২. ডভিশ ।
*** হকিশ ***
-------------------
হকিশ স্টেটমেন্ট হচ্ছে , ফেডারেল রিজার্ভ এর একটি বিবৃতি যেটি বর্ণনা করে যে এটি বর্তমানে/ভবিষ্যতে সুদের হার বাড়াতে পারে অথবা সুদের হার না কমিয়ে শক্তিশালী অর্থনৈতিক অবস্থার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে। এটি একটি আক্রমণাত্মক স্বর। ফেডারেল রিজার্ভ মুদ্রাস্ফীতির ক্ষতিকর দিকগুলো আমলে নিয়ে ভবিষ্যতে এটি নিয়ন্ত্রনের জন্য যুক্তিসঙ্গতভাবে যে শক্তিশালী পদক্ষেপগুলি গ্রহন করবে সেগুলোর যে বিবৃতিমূলক বক্তব্য দেয় মুলত সেটাকেই হকিশ স্টেটমেন্ট বলে। আর যদি স্টেটমেন্ট হকিশ হয় , তাহলে ঐ কারেন্সী শক্তিশালী হয়ে যায়।

*** ডভিশ ***
-------------------
ডভিশ স্টেটমেন্ট হচ্ছে , ফেডারেল রিজার্ভ এর একটি বিবৃতি যেটি বর্ণনা করে যে এটি বর্তমানে/ভবিষ্যতে সুদের হার কমাতে পারে অথবা সুদের হার না বাড়িয়ে দূর্বল অর্থনৈতিক অবস্থার ইংগিত দেয়। বিবৃতিটিকে ডভিশ বলা হয় কারন, ফেড সমসাময়িক সময়ের মুদ্রাস্ফিতি নিয়ে মাথা ঘামায় না। ফেড সরাসরি তার বক্তব্যে সুদের হার কমানোর ইঙ্গিত দেয় । অনেকক্ষেত্রে এটি একটি মিশ্র স্বর। ফেড তার বক্তব্যে পরবর্তীতে সুদের হার বাড়াবে কিনা বা কমাবে কিনা এই বিষয়ে পরিষ্কার কোনো কথা বলে না। এই রকম সুদের হার কমানোর ইঙ্গিত দিয়ে এবং ধোয়াশাঁ রেখে যে বিবৃতিমূলক বক্তব্য দেয় মুলত সেটাকেই ডভিশ স্টেটমেন্ট বলে ।

আর যদি স্টেটমেন্ট ডভিশ হয় , তাহলে ইনভেস্টররা আগ্রহ হারিয়ে ফেলে এবং দ্বিধায় পড়ে যায় । একারনে ঐ সময়ে কারেন্সি দূর্বল হয়ে যায় ।

SaifulRahman
2019-10-27, 03:36 PM
FOMC তে আলোচিত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হচ্ছে টেপারিং। সোজা বাংলায় বলতে গেলে ফেড টেপারিং হচ্ছে, বন্ড বায়িং প্রসেস যা কে আমরা Quantitative Easing (QE) নামে জানি সেটা কমিয়ে আনা । যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) বন্ড বায়িং প্রসেস শুরু করেছিল একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে । যার মধ্যে অন্যতম হচ্ছে আন ইপ্লয়মেন্ট রেট ৭.৮ থেকে ৬.৫ এ নামিয়ে আনা ।মূলত ২০০৮-০৯ সালের আর্থিক বিপর্যয় ও পরবর্তী সময়ে মন্দা থেকে উত্তরণে ব্যাপক প্রণোদনার অংশ হিসেবে মুদ্রা*সরবরাহ বাড়ানোর নীতি নেয় যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরা । সুদের হার প্রায় শূন্যে নামিয়ে আনে কেন্দ্রীয় ব্যাংক । পুনরুদ্ধার কর্মসূচি শক্তিশালী করতে ২০১২ সালে প্রতিমাসে বাড়তি ডলার ছাপিয়ে তা দিয়ে সরকারি বন্ড ও বিভিন্ন সিকিউরিটিজ কেনা শুরু করে তারা। ২০১৩ এর শুরুর দিকে তা মাসে ৮৫ বিলিয়ন ডলারে উন্নীত করা হয়। আনইপ্লয়মেন্ট রেট কমে আসলে টেপারিংও কমিয়ে আনার সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।কি হতে পারে টেপারিং হলে ?যেহেতু বন্ড বায়িং প্রসেস কমিয়ে আনা হবে তার মানে মার্কেটে ডলার সাপ্লাই কমে যাবে । তাহলে সাপ্লাই এবং ডিমান্ডের প্রচলিত থিউরি অনুযায়ী ডলারের দাম বৃদ্ধি পাবার সম্ভাবনা থাকে এবং ট্রেডারদের সাইকোলজিকাল ভিউটাতেও এটি অনেক প্রভাব ফেলে ।

BDFOREX TRADER
2019-12-22, 04:29 PM
ফরেক্সে মার্কেটে বছরে আটবার , সাধারনত সবসময়ই বুধবার, গুণে গুণে ঠিক বাংলাদেশ সময় রাত ১২ টায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেড (FED) তার গুরুত্বপূর্ণ পদস্থ কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসার পর একটি বিবৃতি দেয়। সেই বিবৃতির প্যাটার্ন কি, তাও আবার আগে থেকেই ঠিক করা। এই বৈঠকই Federal Open Market Committee Meeting বা সংক্ষেপে FOMC মীটিং নামে পরিচিত।
ফেড হয় এক বিশেষ ধরনের সুদের হার বাড়াবে , কমাবে অথবা আগের মতই রাখবে। এই বিশেষ ধরনের সুদের হারের নাম হচ্ছে Overnight Borrowing Rate. মানে, একদিনের জন্য কোন ব্যাংক অপর ব্যাংকের কাছ থেকে তার জন্য যে সুদ দিতে হবে। কিন্তু, এই এতটুকু সিদ্ধান্তই যে যুক্তরাষ্ট্রের মানুষের জীবনে কি ব্যাপক প্রভাব রাখতে পারে, কারণ এই একদিনের জন্য টাকা ধার করাটাই অর্থনীতির অন্যতম ঝুকিপূর্ণ কাজ। আর সেই ধার করার পেছনে খরচ যত বাড়বে, তার উপর ভিত্তি করে মানুষ যা যা করতে চায়, সেগুলোর খরচও বাড়বে। আর তাই, ব্যাঙ্ক, ব্যবসা প্রতিষ্ঠান অথবা ব্যক্তিবিশেষ কেউই বেশি একটা এই ঝুকিতে যেতে চাইবে না। ফলশ্রুতিতে কি হবে? তারা ধারও কম করবে, বিনিয়োগ ও কম করবে। তার মানে, সামগ্রিকভাবে কমে যাবে অর্থনৈতিক কর্মকান্ড।
9638
আসলে অর্থনীতি বেশি চাঙ্গা থাকলে প্রবলেম (মূল্যস্ফীতি বেড়ে যাবে), আবার বেশি স্থবির হলেও প্রবলেম (ব্যবসা বাণিজ্য ক্ষতির সম্মুখীন হবে). তাই, সুদের হার বাড়িয়ে কমিয়ে সবসময় একটা ভারসাম্য তৈরি করার চেস্টা করা হয়.
এখন দেখুন, একজন সাধারণ কৃষকের কাছেও ফেডের এই Overnight Borrowing Rate কতটা গুরুত্বপূর্ণ: থমাস মুলার যুক্তরাষ্ট্রের একজন কৃষক। পৈত্রিক সূত্রে বেশ ভালো পরিমাণ জমিরই মালিক তিনি। এই জমিতে তিনি চাইলে সয়াবিনও চাষ করতে পারেন আবার অন্যান্য শস্য়ও চাষ করতে পারেন। সয়াবিনে লাভ অনেক বেশি, কিনতু এর জন্য তাকে আন্তর্জাতিক বাজারের দিকেও লক্ষ্য রাখতে হয়. কারণ, আন্তর্জাতিক বাজারে সয়াবিন রপ্তানীতে ব্রাজিল ও আর্জেন্টিনাও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দী। বাপ দাদার মত তাই তাকেও ফেডের Overnight Borrowing Rate এর দিকে লক্ষ্য রাখতে হয়, কারন তার যে ব্যবসা তার জন্য ব্যাঙ্ক লোনের প্রয়োজন। আর সুদের হার বেড়ে গেলে তার উত্পাদন খরচ ও বেড়ে যাবে। মড়ার উপর খরার ঘা হচ্ছে সুদের হার বেড়ে গেলে বেশি সুদের আশায় মানুষ ডলারও ব্যাংকে বেশি রাখে, আবার অনেক বিদেশী বিনিয়োগকারীয় বেশি ডলার কিনতে চায়. ফলে, বাজারের সরবরাহ যায় কমে, আর ডলারের দামও যায় বেড়ে। ফলে, অন্য় দেশের আমদানীকারকদের যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কিনতে গেলে অনেক বেশি খরচ পড়বে,আর তাই তারা চিন্তা করবে সস্তায় ব্রাজিল বা আর্জেন্টিনা থেকে কিনতে। ফলে, যুক্তরাষ্ট্রের সয়াবিন উত্পাদকেরা মার খেয়ে যাবে।
তাই, সবারই জানার আগ্রহ থাকে, সামনের দিনগুলোতে Overnight Borrowing Rate কিরকম থাকবে। আর তা জানার একমাত্র উপায় ওই FOMC মিটিংই। কিনতু , তার অপেক্ষায় কি আর সবসময় বসে থাকলে চলে? সাংবাদিকরা তাই সবসময় ফেডের উচ্চপদস্থ কর্মকর্তাদের পেছনে লেগে থাকেন। তাদের কথাবার্তা থেকেই তো ইঙ্গিত পাওয়া যায়, কি হতে যাচ্ছে পরবর্তী FOMC মিটিংএ। ফেড সুদের হার বছরে ওই একদুইবারই বাড়ায় বা কমায়। কিনতু, সেটা কখন, তা জানাই থমাস বা অন্যদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেভাবেই তারা ব্যবসার পরিকল্পনা সাজান, সয়াবিন চাষ করবেন নাকি আলু, টমেটো যা কম লাভ হলেও ডলারের দামের উপর নির্ভরশীল না, স্থানীয় বাজারেই বিক্রি করা যায়। তাই, বছরে ফেডের আটটি মিটিং এর প্রতিই খুব আগ্রহ থাকে সবার।
এবার, আপনিই বলুন, টমাসের কাছে যদি FOMC মিটিং এত গুরুত্বপূর্ণ হয়, তাহলে আমরা যারা ডলার পাউন্ড নিয়েই ফরেক্স মার্কেটে ব্যবসা করি, তাদের জন্য FOMC মিটিং কতটা গুরুত্বপূর্ণ? বুঝতেই পারছেন, সুদের হার বাড়ল নাকি কমল, শুধু সেটার উপর ভিত্তি করেই FOMC মিটিং এর পর ডলার শক্তিশালী অথবা দুর্বল হয় না। FED সুদের হার অপরিবর্তিত রাখলেও তা ডলারকে শক্তিশালী অথবা দুর্বল করতে পারে, যদিনা শুধু এমন জোরালো কোন ইঙ্গিত পাওয়া যায় যে, কখন সুদের হার বাড়তে বা কমতে যাচ্ছে। সেটা FOMC মিটিং থেকেই জানা যাক, অথবা তার আগে পরে কোন উচ্চপদস্থ কর্মকর্তা থেকে জানা যাক।

Montu Zaman
2020-01-15, 05:18 PM
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) ২০২০ সালে অন্তত তিনবার সুদহার কমাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ইউবিএস (ইউনিয়ন ব্যাংক অব সুইজারল্যান্ড)। এ বিষয়ে গতকাল ইউবিএসের অর্থনৈতিক গবেষণার প্রধান আ্য্যরেন্ড ক্যাপ্টেইন বলেন, ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বাণিজ্যযুদ্ধের কারণে যে শুল্কারোপ করা হয়েছে, তাতে এ বছরের প্রথম ছয় মাসে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি গত বছরের একই সময়ের চেয়ে দশমিক ৫ শতাংশ কমবে। এ শুল্ক ক্ষতির কারণে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধির পতন হবে বলে ধারণা করা হচ্ছে, যার প্রভাব পড়বে দেশটির কেন্দ্রীয় ব্যাংকেও। সবকিছু বিবেচনায় ব্যাংকটি অন্তত তিনবার সুদহার কমাতে পারে। এ বছর প্রথমবারের মতো সুদহার কমানো হতে পারে মার্চে।

Tofazzal Mia
2021-09-22, 01:31 PM
আজ বাংলাদেশ সময় রাত ১২টায় আমেরিকান ডলারের অন্যতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ন নিউজ FOMC (FOMC Economic Projections, FOMC Statement এবং Federal Funds Rate) পাবলিশড হবে এবং রাত ১২ঃ৩০টায় FOMC Press Conference অনুষ্ঠিত হবে। বেশিরভাগ ক্ষেত্রে এই নিউজ পাবলিশড হবার সময় আমেরিকান ডলার রিলেটেড পেয়ারগুলোতে ভোলাটিলিট অনেক বেড়ে যায় এবং নিয়মিত পাবলিশড হওয়া নিউজগুলোর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে সবচেয়ে বেশি মার্কেট মুভ করে এই নিউজের সময়।
তার আগে আসুন আজ আমরা জানি, কি এই FOMC মিটিং??
ফেডারেল ওপেন মার্কেট কমিটি (এফওমসি) হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেমের আর্থিক নীতিমালা সংস্থা। এফওমসি গঠিত হয় ১২ জন সদস্য নিয়ে - ( গভর্নর বোর্ডের সাত সদস্য এবং রিজার্ভ ব্যাংকের সভাপতি ৫ জন ) । বোর্ড চেয়ারম্যান এফওএমইসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন । ফেডারেল রিজার্ভ সভাপতি ব্যাংক অফ নিউ ইয়র্কের কমিটির স্থায়ী সদস্য এবং কমিটির ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। অন্যান্য রিজার্ভ ব্যাঙ্কের সভাপতিরা চক্রাকারে এফওএমইসির অবশিষ্ট চারটি ভোটদান করেন। রিজার্ভ ব্যাংকের সকল সভাপতি, যারা ভোটদানকারী সদস্য নন, তাদের অন্তর্ভুক্ত, এফওএমইসি মিটিংগুলিতে অংশগ্রহণ, অর্থনীতি এবং অন্যান্য আলোচনায় অংশগ্রহন করে মূল্যবান অবদান রাখেন।
এফওএমইসি প্রতি বছর ৮টি মিটিং এর আয়োজন করেন, যা প্রতি ৬ সপ্তাহ পর পর অনুষ্ঠিত হয় । অর্থনৈতিক ও আর্থিক উন্নয়নের পর্যালোচনা করার জন্য কমিটি এই সময় বাদেও অন্য সময় অতিরিক্ত সভা ডাকতে পারেন । কমিটির অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি এবং সেই সভায় গৃহীত সিদ্ধান্ত একটা একটা প্রেস বিবৃতি আকারে প্রকাশ করা হয়, যা এফওএমসি স্টেটমেন্ট নামে পরিচিত । এই স্টেটমেন্ট এর উপর ভিত্তি করেই বিগ ইনভেস্টররা দীর্ঘমেয়াদে সিদ্ধান্ত নেয়।
স্টেটমেন্ট সাধারনত দু-ধরনেরঃ
১. হকিশ ,
২. ডভিশ ।
*** হকিশ ***
-------------------
হকিশ স্টেটমেন্ট হচ্ছে , ফেডারেল রিজার্ভ এর একটি বিবৃতি যেটি বর্ণনা করে যে এটি বর্তমানে/ভবিষ্যতে সুদের হার বাড়াতে পারে অথবা সুদের হার না কমিয়ে শক্তিশালী অর্থনৈতিক অবস্থার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে । এটি একটি আক্রমণাত্মক স্বর। ফেডারেল রিজার্ভ মুদ্রাস্ফীতির ক্ষতিকর দিকগুলো আমলে নিয়ে ভবিষ্যতে এটি নিয়ন্ত্রনের জন্য যুক্তিসঙ্গতভাবে যে শক্তিশালী পদক্ষেপগুলি গ্রহন করবে সেগুলোর যে বিবৃতিমূলক বক্তব্য দেয় মুলত সেটাকেই হকিশ স্টেটমেন্ট বলে ।
আর যদি স্টেটমেন্ট হকিশ হয় , তাহলে ঐ কারেন্সী শক্তিশালী হয়ে যায়।
*** ডভিশ ***
-------------------
ডভিশ স্টেটমেন্ট হচ্ছে , ফেডারেল রিজার্ভ এর একটি বিবৃতি যেটি বর্ণনা করে যে এটি বর্তমানে/ভবিষ্যতে সুদের হার কমাতে পারে অথবা সুদের হার না বাড়িয়ে দূর্বল অর্থনৈতিক অবস্থার ইংগিত দেয়। বিবৃতিটিকে ডভিশ বলা হয় কারন, ফেড সমসাময়িক সময়ের মুদ্রাস্ফিতি নিয়ে মাথা ঘামায় না। ফেড সরাসরি তার বক্তব্যে সুদের হার কমানোর ইঙ্গিত দেয় । অনেকক্ষেত্রে এটি একটি মিশ্র স্বর। ফেড তার বক্তব্যে পরবর্তীতে সুদের হার বাড়াবে কিনা বা কমাবে কিনা এই বিষয়ে পরিষ্কার কোনো কথা বলে না। এই রকম সুদের হার কমানোর ইঙ্গিত দিয়ে এবং ধোয়াশাঁ রেখে যে বিবৃতিমূলক বক্তব্য দেয় মুলত সেটাকেই ডভিশ স্টেটমেন্ট বলে ।
আর যদি স্টেটমেন্ট ডভিশ হয় , তাহলে ইনভেস্টররা আগ্রহ হারিয়ে ফেলে এবং দ্বিধায় পড়ে যায় । একারনে ঐ সময়ে কারেন্সি দূর্বল হয়ে যায় ।
তারপরেও দিন শেষে ফরেক্স মার্কেট তার আপন গতিতেই চলবে। মাঝে মাঝে ফ্ল্যাশ ক্রাশ , ব্রেক্সিট ইস্যুর মত ঝড় এসে সমস্ত হিসেব নিকেশ উল্টাপাল্টা করে দিবে। তাই অবশ্যই সঠিক মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করা উচিৎ এবং ভালো সেটাপ এবং ভালো ট্রেড কনফার্মেশন এর জন্য ধৈর্য্য ধারণ করে অপেক্ষা করা উচিৎ।