PDA

View Full Version : গোল্ড এ কখন ট্রেড করা উচিত?



fh.ratul
2014-12-26, 10:50 PM
আমি গোল্ড এ ট্রেড করতে খুব মজা পাই । কিন্তু এটি খুব ঝুকি পূর্ণ। আমাকে যদি কেও পারেন সাজেশন দেন আমি নতুন আমার কি গোল্ড এ ট্রেড করে ভাল কিছু করা সম্ভব?
যদি না হয় তবে আমি কি করতে পারি । বা আমি কোথা থেকে ভাল সাজেশন পেতে পারি ??

jeko
2015-01-11, 12:50 PM
ডলারের দাম বাড়ার সাথে সাথে গোল্ডের দাম ও বাড়ে তাই আমার মনে হয় যখন ডলারের দাম বাড়ে তখনই গোল্ডে এন্ট্রি দেওয়া ভাল তাতে লাভ করার সম্ভবনা বেশী থাকে।

qpionee
2015-01-12, 12:29 AM
ডলার এর সাথে gold এর কেমন সম্পক ? gold কি currency তে প্রভাব ফেলতে পারে? আর পারলে ও সেটা কেমন প্রভাব আর কানো এই প্রভাব পরে?

doha1075
2015-02-14, 09:33 PM
ডলারের দাম বাড়ার সাথে সাথে গোল্ডের দাম ও বাড়ে তাই আমার মনে হয় যখন ডলারের দাম বাড়ে তখনই গোল্ডে এন্ট্রি দেওয়া ভাল তাতে লাভ করার সম্ভবনা বেশী থাকে। কিন্তু এটি খুব ঝুকি পূর্ণ।

mybff
2015-02-17, 10:05 AM
গোল্ড ট্রেড অনেক ঝুকি পূরণ । আমার মতে গোল্ড এ কম ট্রেড করা ভাল ।। যেহেতু গোল্ড কোন কারেন্সিতে পড়েনা তাই কোন কারেন্সি এর উপর প্রভাব ফেলতে পারেনা ।। তবে হ্যে ইউরো এর সাথে কিছু সম্পর্ক আছে।।

mybff
2015-02-17, 10:39 AM
কেও বলে ডলার কেও বলে ইউরো এর সাথে সম্পরক ।। আসলে এখানে আমার কনফিউসন ঢুকে গেসে।। আসলে কনটা ঠিক বুজতে পারছিনা । আসলে যখন উএসডি / ইউরো যখন একজন আর এক জনের বিপরিতে বড়ে বা কমে তখন কি হতে পারে।।

জাহাঙ্গীর
2015-02-17, 10:48 AM
গোল্ড খুব বেশি মুভমেন্ট কর। তাই সফল ট্রেডার ছাড়া গোল্ড ট্রেড করা উচিত নয়। এছাড়াও গোল্ড ট্রেড করতে আপনার মূলধনের পরিমাণও বেশি থাকতে হয়। ডলারের দাম উঠানামা সাথে গোল্ডের দামও উঠানামা করে থাকে। তাইতো ডলারের দাম উঠার সময় আপনি গোল্ড ট্রেড করতে পারেন।

A Momin Chowdhury262
2015-03-17, 11:45 PM
ডলারের দাম বাড়ার সাথে সাথে গোল্ড এর ও দাম বাড়ে । এটি খুব রিস্কি । তাই আমি মনে করি যারা নতুন তারা গোল্ডে ট্রেড না করাই ভাল । কারণ এ সময় মার্কেট খুব বেশি মুভ করে । তাই লসও হতে পারে । তবে যারা অভিজ্ঞ তারা গোল্ডে ট্রেড করলে ভাল একটি প্রফিট করতে পারবে ।

mithun
2015-04-25, 02:18 AM
সবাইকে অনেক ধন্যবাদ, আপনাদের দেয়া গুরুত্বপূর্ণ পোষ্ট গুলো দেখে দেখে ফরেক্স সম্পর্কে ভালো ধারনা নিতে পারছি। অনেকর মতে গোল্ডে ট্রেড করা নতুনদের জন্য বিপদজনক হতে পারে যেহেতু গোল্ডের দাম ডলারের দামের সাথে সম্পর্কযুক্ত, তাহলে নতুন যারা আছে তারা কিসের প্রতি বেশি মনোযোগ দিতে পারে। কিসে ট্রেড করা বেশি নিরাপদ।

maziz6989
2016-07-23, 09:48 AM
আসলে গোল্ড ডলার ইনডেক্স এর সাথে সম্পর্কীত। ডলার ইনডেক্স যদি স্ট্রং হয় তবে গো্ল্ড দুর্বল হবে। আর যদি ডলার ইনডেক্স দুর্বল হয় তবে গোল্ড স্ট্রং হবে। আর গোল্ডের স্প্রেড সাধারণ কারেন্সির তুলনায় বেশি। আবার মার্জিন ও বেশি প্রয়োজন হয়ে থাকে।