PDA

View Full Version : মুদ্রাস্ফিতী



irfanul-islam
2014-12-27, 04:54 PM
অর্থনিতীর কৌন অবস্থা মুদ্রাস্ফিতির জন্য বিশেষ ভাবে দায়ী? আর তা কেমন প্রভাব ফেলে ফরেক্স ট্রেডিং এ?

kiku
2015-01-04, 11:25 AM
একটি দেশের কোন নির্দিষ্ট অবস্থার উপর ভিত্তি করে মুদ্রাস্ফীতি বাড়ে না। এটি নানান বিষয়ের উপর নির্ভর করতে পারে। তবে এক কথায় বলা যায়, বিশ্ব বাজারে কোন দেশের কোন এক বা একাধিক পন্যের বা অন্য কোন দিক দিয়ে চাহিদা কমে গিয়ে থাকে তখন সে দেশের মুদ্রার মানও কমে যায়। আর তখনই ঘটে মুদ্রাস্ফীতি। এটি একটি দেশের গুরুত্ব যথেষ্ট কমিয়ে দিতে পারে আন্তর্জাতিক বাজারে।

Eraulhaque
2015-02-02, 09:32 PM
আমি মনে করি যেকোনো দেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি খুবই পরিচিত শব্দ।যেকোনো দেশের দ্রব্যের পরিমান বৃদ্ধি পাওয়ার ফলে মুদ্রামান কমে যায়।একে মুদ্রাস্ফীতি বলে।মুদ্রাস্ফীতির ফলে একটি দেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়ে থাকে।মুদ্রাস্ফীতির ফলে মুদ্রামান কমে যাওয়ায় দেশে প্রচলিত মুদ্রার সরবরাহ বাড়াতে হয়।

shuvo2014
2015-02-08, 02:21 PM
এটি একটি দেশের
গুরুত্ব যথেষ্ট কমিয়ে দিতে পারে আন্তর্জাতিক বাজারে। একটি দেশের কোন নির্দিষ্ট অবস্থার উপর
ভিত্তি করে মুদ্রাস্ফীতি বাড়ে না। এটি নানান বিষয়ের উপর
নির্ভর করতে পারে। তবে এক কথায় বলা যায়, বিশ্ব
বাজারে কোন দেশের কোন এক বা একাধিক পন্যের বা অন্য কোন
দিক দিয়ে চাহিদা কমে গিয়ে থাকে তখন সে দেশের মুদ্রার
মানও কমে যায়। আর তখনই ঘটে মুদ্রাস্ফীতি।

shuvo2014
2015-02-15, 01:44 AM
এক কথায় বলা যায়, বিশ্ব বাজারে কোন দেশের কোন এক বা একাধিক পন্যের বা অন্য কোন দিক দিয়ে চাহিদা কমে গিয়ে থাকে তখন সে দেশের মুদ্রার মানও কমে যায়। আর তখনই ঘটে মুদ্রাস্ফীতি। এটি একটি দেশের গুরুত্ব যথেষ্ট কমিয়ে দিতে পারে আন্তর্জাতিক বাজারে।আমি মনে করি যেকোনো দেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি খুবই পরিচিত শব্দ।

fh.ratul
2015-02-28, 09:27 PM
একটি দেশের কোন নির্দিষ্ট অবস্থার উপর ভিত্তি করে মুদ্রাস্ফীতি বাড়ে না। এটি নানান বিষয়ের উপর নির্ভর করতে পারে। তবে এক কথায় বলা যায়, বিশ্ব বাজারে কোন দেশের কোন এক বা একাধিক পন্যের বা অন্য কোন দিক দিয়ে চাহিদা কমে গিয়ে থাকে তখন সে দেশের মুদ্রার মানও কমে যায়। আর তখনই ঘটে মুদ্রাস্ফীতি। এটি একটি দেশের গুরুত্ব যথেষ্ট কমিয়ে দিতে পারে আন্তর্জাতিক বাজারে।

এতো কিছু বুঝে ফরেক্স করতে আপনার ফরেক্স করতে অনেক সময় লাগবে। আপনি দেখবেন কিছু দিন পড়ে পড়ে একটি দেশের মুদ্রা স্ফিতি এর রিপোর্ট দেয়। বেশি হলে বুঝতে হবে দেশের অরথনিতীর অবস্থা খারাপ । কম হলে ভাল। এই ভাবেই সব দেশের মুদ্রার মান উঠা নামা করে ।

Aktarul Arefine
2015-03-29, 07:11 PM
মূদ্রাস্ফীতি বলতে সাধারনত মূদ্রার ক্রয় ক্ষমতার হ্রাস পাওয়াকেই বোঝায়। এরুপ পরিস্থিতিতে বাজারে মূদ্রার যোগান বেশি থাকে। ফলে ভোক্তা অপেক্ষাকৃত বেশি মূল্যর বিনিমে পণ্য ক্রয় করতে ইচ্ছুক থাকে। নিদৃষ্ট কোনো একটি বা দুটি বিষয়কে মূদ্রাস্ফীতির জন্য দ্বায়ী করা যাবেনা। বরং একাধিক বিষয়ের মিশ্র প্রভাবেই সাধারনত মূদ্রাস্ফীতি ঘটে। এ ক্ষেত্রে বিবেচ্য বিষয় গুল হতে পারে যেমন, অধিক উতপাদন, ব্যাংক ও অন্যান্য আর্থীক প্রতিষ্টানের ঋণ বন্টণে অনিয়ম, রপ্তাণী বৃদ্ধির লক্ষ্যে সরকার কতৃক সৃষ্ট মূদ্রাস্ফীতি ইত্যাদি। এ ছাড়াও International money market এ মূদ্রাস্ফীতি দেখা দিলা তা Domestic market এ প্রভাব ফেলে।

Forex Trading যেহেতু Foreign Exchang নিয়ে কাজ করে, সেহেতু বিভিন্ন দেশের মূদ্রাস্ফীতি জনিত কারনে trading এ লাভ-ক্ষতি প্রভাবিত হয়।

A Momin Chowdhury262
2015-04-04, 11:28 AM
যখন কোন একটি দেশের বিশ্ব বাজারে এক বা একাধিক পণ্যের চাহিদা কমে যায় তখন মুদ্রাস্ফীতি দেখা দেয় । মুদ্রাস্ফীতি সব সময় দেশের জন্য ভাল কিছু বয়ে আনতে পারেনা , বিশেষ করে উন্নয়নশীল দেশ গুলোর জন্য । এটি একটি দেশের গুরত্ত যতেস্ট কমিয়ে দেয় বিশ্ব বাজারে । আর তাই ফরেক্স মার্কেটে মুদ্রাস্ফীতি ভালই প্রভাব ফেলে ।

MD Aktarul Arefine
2015-04-07, 06:41 PM
মূদ্রাস্ফীতী একটি দেশের অর্থনীতিতে সবসময়ই যে নেতিবাচক প্রভাব ফেলে তা কিন্তু নয়। অনেক সময় দীর্ঘমেয়াদি সুফল অর্জনের জন্য কৃত্রিম ভাবেই মূদ্রাস্ফীতি ঘটানো হয়। ট্রেড অব ব্যাল্যান্স ঘাটতি কমাতে অথবা অতি উতপাদন হলে রপ্তানি বাড়াতে, অথবা বৈদেশিক বিনিয়োগকারীদের উতসাহ প্রদান করতে সাধারনত মূদ্রাস্ফীতি ঘটানো হয়।

Emrul Hasan
2015-04-11, 01:47 PM
মুদ্রাস্ফীতি হলো কনো দেশের মুদ্রার. দাম হটাৎ করে কমে যাওয়া .মুদ্রাস্ফীতি ফরেক্স. মার্কেট. এ সেইরকম প্রভাব. ফেলে ন তারপরও এটা জানতে হবে .এখন. usd dollar. এর দাম ৭৭ . হটাৎ. করে দাম কমে ৭৫ হলো এটাই মুদ্রাস্ফীতি .

Imrankhan
2015-04-17, 11:09 AM
মুদ্রাস্ফীতি হল কোন দেশের মুদ্রার দাম কমে যাওয়া। যার মানে জনগনের হাতে বিপুল পরিমান মুদ্রা থাকবে কিন্তু তার মূল্যায়ন থকবেনা। অর্থাৎ পণ্যের দাম বেড়ে যাবে।

mithun
2015-04-21, 07:53 PM
অর্থনিতীর কৌন অবস্থা মুদ্রাস্ফিতির জন্য বিশেষ ভাবে দায়ী? আর তা কেমন প্রভাব ফেলে ফরেক্স ট্রেডিং এ?
মুদ্রাস্ফীতির অন্যতম কারন হচ্ছে অর্থের সর্বরাহ বৃদ্ধি সাথে পণ্যের সর্বরাহ কমে যাওয়া অথবা যেকনো একটির প্রভাবে মুদ্রাস্ফীতি হতে পারে। আর ফরেক্স যেহেতু আর্থিক বিষায়ক লেনদেন তাই মার্কেটে নীতিবাচক প্রভাব পড়তে পারে।

hasanmasud1985
2015-04-21, 07:57 PM
মুদ্রাস্ফীতি হল কোন দেশের মুদ্রার দাম কমে যাওয়া । মুদ্রাস্ফীতির অন্যতম কারন হচ্ছে অর্থের সর্বরাহ বৃদ্ধি সাথে পণ্যের সর্বরাহ কমে যাওয়া অথবা যেকনো একটির প্রভাবে মুদ্রাস্ফীতি হতে পারে। আর ফরেক্স যেহেতু আর্থিক বিষায়ক লেনদেন তাই মার্কেটে নীতিবাচক প্রভাব পড়তে পারে।

Talha
2015-07-08, 07:31 PM
মুদ্রাস্ফীতি একটা দেশের জন্য অভিশাপ অর্থনীতিক অবস্থার বিবেচনায় সেই দেশেটি অনেক নিচে নেমে যায় তখন তারা অন্যন্য দেশের সাথে তালমিলিয়ে চলতে পারে না

salahuddin
2015-07-10, 03:49 AM
একটি দেশের কোন নির্দিষ্ট অবস্থার উপর ভিত্তি করে মুদ্রাস্ফীতি বাড়ে না।এ ছাড়াও International money market এ মূদ্রাস্ফীতি দেখা দিলা তা Domestic market এ প্রভাব ফেলে। আর তাই ফরেক্স মার্কেটে মুদ্রাস্ফীতি ভালই প্রভাব ফেলে ।

bijoy121
2015-07-10, 03:58 AM
মুদ্রাস্ফীতি বলতে কোন দেশের মুদ্রার দাম কমে যাওয়া বুঝায়। মুদ্রাস্ফীতি হলে তা দেশের অর্থনৗতির উপর বিরুপ প্রভাব ফেলে।

Ekram
2015-08-17, 01:12 PM
মুদ্রাস্ফীতি হলো কনো দেশের মুদ্রার. দাম হটাৎ করে কমে যাওয়া .মুদ্রাস্ফীতি ফরেক্স. মার্কেট. এ সেইরকম প্রভাব. ফেলে ন তারপরও এটা জানতে হবে .এখন. usd dollar. এর দাম ৭৭ . হটাৎ. করে দাম কমে ৭৫ হলো এটাই মুদ্রাস্ফীতি .

আমাদের কে অবশ্যই অর্থনিতি সম্পরকে জানতে হবে । মুদ্রাস্ফিতি অর্থনীতির ই একটা অংশ । এর সাথে বৈদেশিক মুদ্রার উঠা নামা ওতপ্রোত ভাবে জড়িত । যেহেতু আমরা ফরেক্স ট্রেডিং করছি বা করবো সেহেতু এর বিস্তারিত আমাদের জানা আবশ্যক ।

amdad123
2015-08-26, 12:50 AM
কোন দেশের পন্যের চাহিদা কমে গেলে দামও কমে যায়, আর এই দাম কমে যাওয়াই হল মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি একটি দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। মুদ্রাস্ফীতি ভালো হলে দেশের অর্থনীতি ভালো হয়, আর মুদ্রাস্ফীতি খারাফ হলে দেশের অর্থনীতি খারাফ হয়।

yasir arafat
2016-04-06, 12:29 PM
এটা অনেক বড় প্রভাব ফেলে ফরেক্স মার্কেটে ।কারণ বর্তমাণ অর্থনৈতিক বাজারে শুধু একটাই সমস্য,সেটা হল মুদ্রাস্ফিতি।সুতরাং আপনি যদি ফরেক্স মার্কেটে বিরাট একটা পার্থক্য লক্ষ্য করেন,তাহলে তা মুদ্রাস্ফিতির কারণে হয়ে থাকে।

Realifat
2016-08-20, 07:25 AM
একটা দেশের অর্থনীতির অবনতি মানেই সে দেশের মুদ্রার মান কমে যাওয়া। আর বিষ্ববাজারে কোনো দেশের মুদ্রার মান কমে যাওয়াটা ঐ দেশের জন্য মুদ্রাস্ফিতীর। তাই মুদ্রাস্ফিতীর প্রধান কারন দেশের উন্নয়নের বাধা। একটাদেশের মুদ্রার চাহিদা বিশ্ববাজারে তখনই বাড়বে যখন ঐ দেশের অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে এবং সার্বিকভাবে দেশটি উন্নত থাকবে।

vodrolok
2016-09-06, 02:59 PM
মুদ্রাস্ফীতি হচ্ছে বাজারে মুদ্রা সরবরাহ বেড়ে যাওয়া যার ফলে পণ্যের মূল্য বেড়ে যায় এবং অর্থের মান অনেক কমে যায়। তাই স্বাভাবিক মুদ্রাস্ফীতি ধরে রাখা সর্বদাই কেন্দ্রীয় ব্যাংকার অন্যতম গুরু দায়িত্ব। কারণ যার কাছে অর্থ সরবরাহ আগের মতোই আছে তার জন্য পণ্য সংগ্রহ কঠিন হয়ে যায়। এবং অনেক পণ্যের মূল্য স্থায়ী ভাবে বাড়িয়ে দেয়, দেশের অর্থিনীতিকে ক্ষতিগ্রস্ত করে।

milonkhanfx1993
2016-09-21, 06:04 PM
মুদ্রাস্ফীতি এর আসল কারন সমুহ আমি খুজে পাচ্ছিনা আর এই সমেয়ে এর কারনের প্রভাবে যে রেজাল্ট টা আসে সেটা দেখে আমরা কিভাবে ট্রেড এ ঝাপ দিতে পারি সে বিষয়ে যদি কেউ বিস্তারিত বলতেন প্লিজ।

tarekbsl101
2016-10-05, 12:18 PM
এটি খুবি গুরতব্বপূন নতুন দের জন্য
আসা করি এই রকম অনেক কিছু শিখতে পারবো এখান থেকে

mithunsarkar
2016-10-05, 11:53 PM
ফরেক্স মার্কেট এ আমরা সাধারনত তিন ধরনের এনালাইসিস ব্যাবহার করে থাকি।যেমন ১ টেকনিক্যাল এনালাইসিস ২ ফান্ডামেন্টাল এনালাইসিস ৩ সেন্টিমেন্টাল এনালাইসিস । আর এই এনালাইসিস গুলোর এক একটি এক একধরনের কাজ করে। আর এই এনালাইসিস এর সমন্বয়ে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি।টেকনিক্যাল এনালাইসিস হচ্ছে ঈন্ডিকেটর এনালাইসিস।এর মধ্যে রয়েছে এম এফ লাইন আর এস আয় মাকডী ইত্যাদি ইনডিকেটর ।

tarekbsl101
2016-10-06, 04:06 PM
ভাল একটি জিনিশ শিখলাম আজকে আসলে নতুন এইজন্য এখনো অনেক কিছু সিখার বাকি আছে

nisho5533
2016-11-16, 08:40 PM
আমরা বলতে পারি যখন টাকাড় মান দ্রবের মানের থেকে কম হয় তখন তাকে মুদ্রাস্ফীতি বলে | মুদ্রাস্ফীতি একটী দেশের অথনিতিকে বাধা দান করে মুদ্রাস্ফীতি যেকোণ দেশের জন্য ক্ষতিকর আমি মন করি আপনি কি আমার সাথে একমত যদি একমত থাকেন তবে আমাকে জানাবেন |

riponinsta
2016-12-17, 12:39 PM
মুদ্রাস্ফিতী হল কোন দেশ এর টাকা র মান কমে জাবাকে বুজাই । টাকা র মান কমে গেলে ফরেক্স মার্কেট এ অনেক মুভ মেন্ত হল সেই সব জাইগাই ফরেক্স মার্কেট এর ফরেক্স টেড আর গন টেড করে অনেক লাভ করে থাকে তাই আপনার উচিত ফরেক্স মার্কেট এ ফরেক্স টেড ভাল করে সিখা । আপনাকে ফরেক্স শিখতে হলে মুদ্রাস্ফিতী আরও অনেক কিছু বুজতে হবে জানতে হবে ।

msisohel
2016-12-22, 10:19 PM
পণ্যের চাহিদা বেড়ে গেলে এবং চাহিদার তুলনায় যগান কমে গেলে মুদ্রার মান কমে গেলে মুদ্রাস্ফিতি হয়। যখন মুদ্রাস্ফিতি ঘটে তখন ব্যবস বানিজ্যের উপর প্রভাব বিস্তার করে।

Eefatali
2017-01-27, 03:41 PM
মুদ্রাস্ফীতি একটা দেশের অর্থনৈতিক অবস্থার নির্দেশক। একটা দেশের অর্থনৈতিক অবস্থা যখন খারাপ থাকে তখন ঐ দেশের মুদ্রার মান কমে যায়।এমন অবস্থা কে মুদ্রাস্ফীতি বলে। মুদ্রাস্ফীতির ঘটার পেছনে অর্থনৈতিক অনেক ব্যাপার জড়িত থাকে। মুদ্রাস্ফীতির ব্যাপারটা ফরেক্স মার্কেটে অনেক ভাণো প্রভাব ফেলতে পারে।তাই মুদ্রাস্ফীতি বুঝার প্রয়োজন।

shohanjacksion
2017-02-05, 05:52 PM
মুদ্রাস্ফিতি হয় মূলত অর্থনৈতিক দুরাবস্থা কারনেই। তবে ফরেক্স মার্কেটে মুদ্রাস্ফিতির প্রভাব খুব কম পড়ে। কারন প্রত্যেকটা দেশের গভর্ণর কোন দেশের অর্থনৈতিক দুরাবস্থা ঘটার আশংখ্যা নিয়ে কাজ করে থাকে। তাছাড়া,মুদ্রাস্ফিতির প্রভাব ফরেক্স মার্কেটে হটাৎ করেই ঘটেনা।

RUBEL MIAH
2017-04-28, 02:41 PM
চাহিদা কমে গিয়ে থাকে তখন সে দেশের মুদ্রার মানও কমে যায়। আর তখনই ঘটে মুদ্রাস্ফীতি । বৈদেশিক বিনিয়োগকারীদের উৎসাহ প্রদান করতে সাধারনত মূদ্রাস্ফীতি ঘটানো হয় । দীর্ঘ মেয়াদি সুফল অর্জনের জন্য কৃত্রিম ভাবেই মূদ্রাস্ফীতি ঘটানো হয় ।