PDA

View Full Version : ফরেক্স part 1



mehedi12122
2014-12-28, 03:54 PM
ফরেক্স কি?
যেহেতু অনলাইন ফরেক্স ট্রেডিং এর সাথে আমাদের পরিচয় খুব বেশি দিনের না। একসময় শুধু বড় বড় ফাইনান্সিয়াল প্রতিষ্ঠানগুলাই এ ব্যবসা করার সুযোগ পেত। সাধারণ মানুষের খুব নাগালে ছিলনা এটি হয়তো হাতে গোনা কিছু মানুষ এ ব্যবসাটিতে ছিল কিন্তু প্রযুক্তির প্রসারে এবং অনেক ব্রোকারেজ হাউজ মাইক্রো ট্রেডারদের ট্রেডের সুযোগ দেবার কারণে ফরেক্স ট্রেড শব্দটি এখন অনেকেরি জানা। তাই জেনে নেই ফরেক্স কি?
FOREX শব্দটি মুলত Foreign Exchange শব্দটির সংক্ষিপ্তরুপ। এটি বিশ্বের সবচেয়ে বড় মার্কেট যেখানে দৈনিক টার্নওভার ৫ ট্রিলিওন ডলার।
http://en.wikipedia.org/wiki/Foreign_exchange_market
উইকিপিডিয়ার সুত্রে জানা যায় এপ্রিল ২০১৩ তে প্রতিদিন ৫.৩ ট্রিলিয়ন ডলার লেনদেন হয়েছে এই মার্কেটে, যা ২০১০ এর এপ্রিলে ছিল ৪ ট্রিলিয়ন ডলার। এর মাধ্যমেই বুঝা যায় এটি কত বড় মার্কেট এবং দিন দিন এর ব্যপকতা কত বাড়ছে।
মুলত বিভিন্ন ফাইনান্সিয়াল প্রতিষ্ঠানগুলা এ লেনদেন করে থাকে। বিভিন্ন ব্যাংক, বড় কোম্পানী, ব্যবসায়িক প্রতিষ্ঠান, ইনভেস্টিং ফার্ম, ক্ষুদ্র ইনভেস্টর প্রতিনিয়ত ক্রয় বিক্রয় করে থাকে এ মার্কেটে। তাই প্রতিনিয়ত এখানে চাহিদা এবং যোগানের কারণে মুদ্রার দর উঠা-নামা করে থাকে। আর এই উঠা-নামার মধ্যেই কারেন্সি ট্রেডাররা তাদের লাভ করে থাকে।
এ মার্কেটের সবচেয়ে বড় সুবিধা এটি ২৪ ঘন্টা চালু থাকে সপ্তাহের পাঁচদিন শুধু মাত্র উইকেন্ড শনি-রবিবার বন্ধ থাকে। বাংলাদেশ সময় সোমবার রাত ৩:০০ টা থেকে শুক্রবার রাত ৩:০০ পর্যন্ত এ মার্কেট খোলা থাকে। কোন কোন ব্রোকারেজ হাউজে ১ ঘন্টা এদিক সেদিক হয় তাদের টাইমজোনের কারণে।
অনলাইন ফরেক্স ১৯৯৬ সালের আগে পর্যন্ত খুচরা পর্যায়ে আমাদের মত ক্ষুদ্র টেডারদের জন্য ফরেক্স উম্মুক্ত ছিলনা। বড় কোম্পানী এবং ফাইনান্সিয়াল কোম্পানীগুলাই সেগুলা করত।
কিন্তু নিত্য নতুন টেকনোলজির কারণে বিভিন্ন ব্রোকারেজ হাউজের কারণে আজ একজন ক্ষুদ্র ট্রেডার ১ ডলার ইনভেষ্ট করেও ফরেক্স ট্রেড করতে পারে। এটি আমাদের জন্য প্রযুক্তির একটি আশির্বাদ স্বরুপ বলা যায়।
ফরেক্সে প্রফিট কিভাবে করা যায়?
মুলত খুচরা ট্রেডাররা হাই থেকে সেল লো থেকে বাই করেই এখানে প্রফিট করে থাকে বিভিন্ন টেকনিক ব্যবহার করে। তবে তার আগে আমরা ফরেক্স এর বেসিকটি জেনে নেই তাহলেই প্রফিট এর ব্যপারটি বুঝা আরো সহজ হবে।
ফরেক্স মার্কেট কোথায় অবস্থিত?



ফরেক্স মার্কেটের নির্দিষ্ট কোন মার্কেট লোকেশন নেই। স্টক মার্কেটের যেমন নির্দিষ্ট স্থান রয়েছে যেমন আমেরিকার স্টক মার্কেট New York Stock Exchange (NYSE). কানাডার স্টক মার্কেট Toronto Stock Exchange. ইউরোপিয়ান স্টক মার্কেট Amsterdam Stock Exchange, London Stock Exchange, Paris Bourse,আফ্রিকার স্টক মার্কেট Nigerian Stock Exchange, JSE Limited, ইত্যাদি. এশিয়ায় আছে Philippine Stock Exchange, the Singapore Exchange, the Tokyo Stock Exchange, the Hong Kong Stock Exchange, the Shanghai Stock Exchange, and the Bombay Stock Exchange. অষ্ট্রেলিয়ার আছে the Australian Securities Exchange, বাংলাদেশের আছে DSE, CSE ইত্যাদি।
কিন্তু ফরেক্স মার্কেটের এমন নির্দিষ্ট কোন লোকেশন নেই। মুলত পুরো বিশ্বই হল ফরেক্স এর মার্কেট। এটা মুলত গ্লোবালি সকল ব্যাংকের সাথে, ফাইনান্সিয়াল প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত।
কারা ফরেক্স ট্রেড করে?
যেহেতু এ মার্কেটের ব্যাপকতা অনেক। অনেকেই এখানে অংশগ্রহণ করে থাকে।
১. ব্যাংক
২. বড় আর্ন্তজাতিক কোম্পানীগুলো
৩. ট্রেডিং কোম্পানী
৪. স্বল্পমেয়াদী ট্রেডার। যাকে ইংরেজীতে Speculator বলা হয়। এর সংজ্ঞায় বলা হয়েছে ।

bdtake
2014-12-28, 11:14 PM
আপনার পোষ্টটি খুব ভাল লাগল। আমি ফরেক্সে নতুন তাই আমি আপনার পোষ্ট থেকে কিছু জানার চেষ্টা করছি। এটা মনে হয় আপনার পোষ্টের প্রথম পর্ব। পরবর্তি পোষ্ট কবে পাব এবং পরবর্তি পোষ্টে কি থাকছে একটু জানালে ভাল হত। ধন্যবাদ

Zakariea
2015-05-10, 05:39 PM
আমার একটা প্রশ্ন আছে,
ফরেক্স এর কি কোনো নিদিষ্ট কম্পানি রয়েছে আর ফরেক্স মুদ্রার প্রধান মান নিয়ন্ত্রক কে?

fxover
2015-09-20, 02:22 AM
আমার একটা প্রশ্ন আছে,
ফরেক্স এর কি কোনো নিদিষ্ট কম্পানি রয়েছে আর ফরেক্স মুদ্রার প্রধান মান নিয়ন্ত্রক কে?

না ভাই ফরেক্স এর নির্দিষ্ট কোণ কোম্পানি নাই । আর ফরেক্স মার্কেট কেউ নিয়ন্ত্রন করে না কেউ মুদ্রার দাম ঠিক করে দেয় না । ফরেক্স মার্কেট সম্পুর্ন নিজ গতিতে চলে । সকল ট্রেডার দের ট্রেড এর প্রতিফলন এই ফরেক্স মার্কেটে হয়ে থাকে । শেয়ার বাজারে পন্যের দাম সে দেশের সরকার কর্তৃক নির্ধারিত হয় কিন্তু ফরেক্স মার্কেট এ কারেন্সির দাম কেঊ নির্ধারন করে দেয় না । এটি আমাদের জন্য অনেক সুবিধার যে কেউ চাইলে কিছু করতে পারবে না । ফরেক্স মার্কেট ট্রেডারদের ট্রেড এর প্রতিফলিত রূপ।

MotinFX
2016-02-07, 03:11 PM
ফরেক্স হল আন্তর্জাতিক মুদ্রা বাজার এইখানে সকল প্রকার মুদ্রা ক্রয় বিক্রয় করা হয়।যেমন আমাদের দেশে ডলারের বিপরীতে টাকার দাম উঠানামা করে তেমনি প্রত্যেক দেশের মুদ্রা দামের সাথে উঠানামা করে। এইটা নিয়ত্রন করে বিশ্বের বড় বড় স্টক মার্কেট। এই খানে ট্রেড করে ব্যাংক, আর্থিক প্রতিস্ঠান এবং বড় কোম্পানি।

basaki
2016-02-07, 04:05 PM
ফরেক্স শিখতে হলে আপনাকে পার্ট অয়ান শেষ করে আপনাকে পর্যায়ক্রমে ফ্ররেক্স মার্কেটে ভাল করতে হলে একজন সদস্যকে অনেক কিছুই জানতে হবে বলে আমি মনে করি তার কারন হচ্ছে ফরেক্স মার্কেটে যে যত বেশি সময় ব্যয় করবে সে তত বেশি কিছু জানতে পারবে ফরেক্স সম্পর্কে।

Marufa
2016-02-07, 06:37 PM
ফরেক্স ট্রেডিং এর ইতিহাস অনেক বেশি বৃস্তিত । ফরেক্স ট্রেডিং এর ইতিহাস জানা সবার জন্য জরুরী । ফরেক্স ট্রেডিং এর ইতিহাস জানলে এর সম্বন্ধে অনেক ভুল ধারনা দুর হয়ে যাবে । ফরক্স এর সাথে বিশ্বের বড় বড় কেন্দ্রীয় ব্যাংক সরাসরি জড়িত । তা্ই ফরেক্স ট্রেডিং কে সম্পূর্ণ নিরাপদ একটি পেশা হিসেবে বলা যায় ।

yasir arafat
2016-04-07, 01:33 AM
আমরা যত ফরেক্স নিয়ে নাড়াচড়া করছি ততো শিখছি ।আসলে ফরেক্স শেখার কোন শেষ নাই।একেক সময় একেক প্রশ্ন আমাদের মনে আসছে ।আর আমরা সেখান থেকে আরো ভাল কিছু জানতে পারছি এবং নিজেদেরকে আরো দক্ষ করতে পারছি।

dwipFX
2016-05-11, 11:59 AM
ফরেক্স সম্পর্কে আপনার লেখায় অনেক কিছু জানতে পারলাম কারন আমাদের পক্ষে এখনো ফরেক্স সম্পর্কে অনেক কিছু অজানা রয়েছে যা সবচেয়ে ভাল লাগল ফরেক্স মার্কেটে কাররা ট্রেড করে। কারন আমাদের মত ক্ষুদ্র ট্রেডারদের পক্ষে সম্বভ না এত বড় মার্কেটে মুভ ঘটনো তাই বিস্তারিত জানতে পেরে ভাল লাগল।

sharifulbaf
2016-05-18, 03:23 PM
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের আগে প্রথমিক ভাবে ধারনা নিয়ে তার পরে কিছু দিন ফরেক্স মার্কেটে ডেমো ট্রেডিং করার পরে যদি লাইভ ট্রেডিং করতে পারলে ভাল প্রফিট করা যাবে,তাই আমাদের ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের আগে জানতে হবে তার পরে করতে হবে।

md mehedi hasan
2016-12-04, 09:12 AM
ফরেক্স মার্কেটে অর্থ ইনকাম রতে চাইলে আপনাকে ধারাবাহিক ভাবে ফরেক্স শিখতে হবে।প্রথমে আপনাকে ফরেক্স বিষয়ে বেসিক ধারনা গুলো নিতে হবে এবং এরপর ডেো একাউন্ট খুলে আপনাকে ট্রেড করতে হবে।ফরেক্স মার্কেটে এভাবে আপনার যখন দক্ষতা হবে আপনি তখন রিয়েল ট্রেড করতে পারেন।