PDA

View Full Version : Ballinger squeeze খুব কাজের ভাল একটি ইনডিকেটর ।



fh.ratul
2014-12-28, 05:59 PM
নিচের ছবিতে দেখুন মার্কেটে breakout কিভাবে হয়।

ছবিতে দেখুন দুইটি লাইন প্রথমে অনেক বড় জায়গা নিয়ে এসে আস্তে আস্তে সঙ্কুচিত হয় এবং resistance ও support লাইন বানিয়ে অগ্রসর হয়। পরবর্তীতে প্রথম বার breakout করতে গিয়েও পারে নাই। কিছুক্ষণ পরের চার্টটি নিচে দেখি।

দেখুন মার্কেট পরবর্তীতে Bollinger band এর resistance লাইন বানিয়ে breakout করে এবং মার্কেট অনেক উপরে উঠে যায়। আপনি যদি এই resistance লেভেল এই কিছুটা উপরে buy limit বসাতেন তাহলে আপনার ট্রেডটি একটি profitable ট্রেড হত। এভাবেই মূলত ট্রেডাররা Bollinger band কে support এবং resistance লেভেল বানিয়ে ট্রেড করেন।
Bollinger band indicator টি আপনি যেকোনো chart এ ব্যবহার করতে পারেন তবে professional দের মতে Bollinger band দিয়ে 15M চার্ট এ সবচেয়ে ভাল profitable ট্রেড করা যায়।


**** দুঃখিত অনেক কস্ট করেও আমি ছবি দিতে পারলাম না। ছবি আপ্লোড নিচ্ছে না।

fh.ratul
2014-12-28, 06:05 PM
508
509
যাই হোক আমি অবসেশে দিতে পারলাম চিত্র একটু কস্ট করে দেখে নিন ।

abdullahmasum
2014-12-31, 11:31 AM
ভাই ব্রেক আউট কি ডাউন ট্রেণ্ড এউ হতে পারে?
যেমন আমি যদি সেল দিয়ে রাখি তাহলে তো আমার মনে করেন নিচে নাম্লে লাভ হবে। কিন্তু আপনি তো দেখালেন উপর দিয়ে গেলে ব্রেক আউট। আমার প্রস্ন হল ডাউন এ ব্রেক আউট হতে পারে কি না।??

fh.ratul
2014-12-31, 11:51 AM
ভাল একটি প্রস্ন করেছেন ।
নিচে নামতে পারে তবে এটাকে বলে ব্রেক ডাউন। এ নিয়ে পরে একদিন একটা পোস্ট দিব। আমি একটি ইংরেজি ব্লগ এ দেখেসিলাম আমি অনুবাদ করে আপনাদের জন্য পোস্ট দিব। আর আমাকে উৎসাহ দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমিতো পোস্ট করা ছেরেই দিয়েছিলাম । আবারো আপনাদের জন্য লিখব।

shuvo2014
2015-02-15, 06:15 PM
আমি যদি সেল দিয়ে রাখি তাহলে তো আমার মনে করেন নিচে নাম্লে লাভ হবে। কিন্তু আপনি তো দেখালেন উপর দিয়ে গেলে ব্রেক আউট। আমার প্রস্ন হল ডাউন এ ব্রেক আউট হতে পারে কি না।??

Zakariea
2015-07-09, 12:44 PM
Bollinger Band ইন্ডিকেটর এর শত শত স্ট্রাটিজি রয়েছে। যা দিয়ে আপনি লং টাইম 4 আওয়ার থেকে উইকেলি পর্যন্ত ট্রেড করতে পারেন। তবে এই Bollinger Band ইন্ডিকেটর দিয়ে সট টাইম ট্রেড করে প্রফিট করতে পারবেন।তবে আপনার ট্রেড কে আরো স্ট্রিং করার জন্য আপনি Bollinger Band ইন্ডিকেটর এর পাশাপাশি মুভিংএভারেজ অথবা RSI ব্যাবহার করতে পারেন।

Aunik
2015-09-01, 08:01 AM
Bollinger Band ইন্ডিকেটর এর শত শত স্ট্রাটিজি রয়েছে। যা দিয়ে আপনি লং টাইম 4 আওয়ার থেকে উইকেলি পর্যন্ত ট্রেড করতে পারেন। তবে এই Bollinger Band ইন্ডিকেটর দিয়ে সট টাইম ট্রেড করে প্রফিট করতে পারবেন।তবে আপনার ট্রেড কে আরো স্ট্রিং করার জন্য আপনি Bollinger Band ইন্ডিকেটর এর পাশাপাশি মুভিংএভারেজ অথবা RSI ব্যাবহার করতে পারেন।

আপনাকে অনেক ধন্যবাদ আপনার পরামর্শের জন্য । আসলেই তাই কোন একটি ইন্ডিকেটর পুরোপুরি কখনই কাজ করে না । কোনটাই ১০০% সফল নয় । তাই ট্রেড করার আগে বেষ কয়েকটি মিলিয়ে নিয়ে ট্রেড করতে হবে । তাহলেই সফলতা পাওয়া যাবে । সফল হতে হলে আমাদের টেকনিক্যাল এনালাইসিস করার পাশাপাশি আমাদের নিঊজ এর দিকেও খেয়াল রাখতে হবে । আশা করি সফল হওয়া যাবে ।

mlbasumata
2015-10-23, 11:53 PM
আপনার কাছে আরও ভাল অন্য ইন্ডিকেটর পাবার আশা রাখছি। ইন্ডিকেটর নির্ভর আমাদের মত ট্রেডারদের জন্য যতই সরল ইন্ডিকেটর দিতে পারেন ততই ভাল যাতে আমরা টিপি ও এসএল পর্যন্ত সঠিকভাবে প্রদান করতে পারি। লো একাউন্টের জন্য এসএল আর সবসময় কম্পিউটারের সামনে বসে না থাকতে পারার জন্য টিপি আমাদের ব্যবহার করতেই হয়।

HasanXM
2015-11-16, 12:36 PM
আমি আপনাদের সাথেে একমত যে এটা একটি ভাল ইনডেকেটর যখন ব্যান্ড ২টি খুব বেশি সংকুচিত হয়ে যায় তখন এটি সাধারনত নির্দেশ করে যে সম্ভবত ব্রেকআউট হতে যাচ্ছে। যদি ক্যানডেল ওপরের ব্যান্ডটিকে ব্রেক করে ওপরে উঠে যায় তবে সাধারনত প্রাইস আরও ওপরে উঠতে থাকে অর্থাৎ প্রাইস বাড়তে থাকে। আর যদি ক্যানডেল নিচের ব্যান্ডটিকে ব্রেক করে নিচে নামতে থাকে, তাহলে প্রাইস আরও নিচে নামতে থাকে অর্থাৎ প্রাইস কমতে থাকে।

iqbalearth
2015-11-23, 01:44 AM
Bollinger Band ইন্ডিকেটর এর শত শত স্ট্রাটিজি রয়েছে। যা দিয়ে আপনি লং টাইম 4 আওয়ার থেকে উইকেলি পর্যন্ত ট্রেড করতে পারেন। তবে এই Bollinger Band ইন্ডিকেটর দিয়ে সট টাইম ট্রেড করে প্রফিট করতে পারবেন।তবে আপনার ট্রেড কে আরো স্ট্রিং করার জন্য আপনি Bollinger Band ইন্ডিকেটর এর পাশাপাশি মুভিংএভারেজ অথবা RSI ব্যাবহার করতে পারেন।

HKProduction
2015-12-07, 04:15 PM
আমি এটির শুধু সংকুচিত আর প্রসারিত সময় বিবেচনা করেই ট্রেড করতাম। আপনার পোস্টটি পড়ার পর এর সাথে যে সাপোর্ট এবং রেসিস্ট্যান্সের সম্পর্ক আছে তা নিশ্চিত হলাম। আমি এবিষয়টা নিয়ে খুব চিন্তিত ছিলাম। আমার প্রথম ধন্যবাদটি আপনাকে দিলাম। আর ও সহায়ক ভালো ভালো লিখবেন।

Forexer
2015-12-15, 11:11 PM
1960

Ajke day ta valoi gelo.

MotinFX
2015-12-19, 09:04 PM
আমি এই ইনডিকেটর থেকে কিছু বুঝতে পারলাম আগে ামার এই ইনডিকেটর সম্পর্কে কোন ধারনা ছিলনা। ব্রেক আউট আর ফেক ব্রেক আউট সঠিক ভাবে বুঝতে পারিনাই।

HKProduction
2015-12-28, 04:15 PM
বোলিঙ্গার ব্যান্ড খুব ভাল একটি ইন্ডিকেটর। আমি এটি ব্যবহার করি। আমাদের আরও বেশি কাস্টম ইন্ডিকেটর নিয়ে ট্রেড করা উচিত। আমাদের টেকনিক্যাল এনালাইসিস যত বেশি হবে ততই আমরা ট্রেডে দক্ষ হতে পারব। দক্ষতা ছাড়া কখনো অভিজ্ঞতা অর্জন করা যায় না।

Marufa
2015-12-28, 06:07 PM
কাজের ইন্ডিকেটর এর অভাব নেই । একেক ইন্ডিকেটর একেকভাবে কাজ করে । তবে ইন্ডিকেটর কম ব্যবহার করাটাই বেশি ভাল । ইন্ডিকেটর এর সাথে সাথে নিজের ব্যক্তিগত এনালাইসিস ও প্রয়োগ করতে হবে ভাল ফলাফলের জন্য ।

HKProduction
2016-01-01, 09:07 PM
বোলিঙ্গার ব্যান্ড আমার প্রিয় একটি ইন্ডিকেটর। সমগ্র পৃথিবীতে অনেক সফল ট্রেডাররা এই ইন্ডিকেটরটি ব্যবহার করে থাকেন। এর চমৎকার ফর পাওয়া যায়। সবচেয়ে বড় কথা এর সাথে আরও কিছু ইন্ডিকেটর যোগ করে এর নিখূঁত লক্ষণ সহজেই বোঝা যায়। আমি এটি ব্যবহার করি।

yasir arafat
2016-04-05, 01:48 PM
এই ইন্ডিকেটরটির আরেকটি ভার্সন আছে।যেটি হচ্ছে বোলিংঙ্গার বেন্ড বার।এটি বুঝতে অনেক সুবিধা আছে।নেটে সার্চ দিলেই পাবেন।মার্কেটের ব্রেক আউট কিংবা মার্কেট বুঝার জন্য এটি খুব ভাল ভূমিকা রাখে।মেটাট্রেডারের ডিফল্ট ইন্ডিকেটর হিসেবে আমাদের এসব ইন্ডিকেটরের ব্যবহার জানা উচিত।

fatema begum
2016-08-01, 12:41 AM
সেরকমতো ইন্ডিকেটরটা।আপনিতো স্ট্রাটেজিসহ দিয়ে দিলেন মনে হচ্ছে।এভাবে বিস্তারিত লেখলে আমাদের জন্য সুবিধা হয়।আসলে আমি ধরতে গেলে মাত্রাতিরিক্ত ইন্ডিকেটর ব্যবহার করি না ।আর তাছাড়া আমি মেটাট্রেডারেল বাই ডিফল্ট ইন্ডিকেটরগুলো নিয়ে একটু বেশি নাড়াছড়া করে।এ আরকি।