PDA

View Full Version : ATR (Average True Range) শিখে নিন লস ভুলে যান।



fh.ratul
2014-12-28, 06:10 PM
আপনারা যারা পুর্বে শেয়ার বাজারের সাথে জড়িত ছিলেন তারা এই Average True Range indicator নামটির সাথে পরিচিত । Average True Range indicator টি অনেক simple হলেও এই indicator টি তার কাজের দক্ষতার জন্য forex মার্কেটে ব্যপক প্রচলিত। এই ছোট chart indicator টি আপনাকে বর্তমান মার্কেটের অবস্থান প্রকাশ করে। যেমন বর্তমানে মার্কেট শান্ত নাকি মার্কেট ব্যপক পরিবর্তন করেছে এর সম্পর্কে ধারনা দিবে।আজ আমরা এই ইন্ডিকেটর টি নিয়ে বিস্তারিত আলচনা করব ।

এই ইন্ডিকেটরটি দামের গতি ও সময় কোনোটাই নির্দেশ করে না, এর কাজ হল শুধু দাম পরিবর্তনশীলতার (volatility) ডিগ্রি নির্দেশ করে । সহজ কথায় দাম কত বাড়ল বা কমল ত খুব সহজেই আপনারা বুঝতে পারবেন । এর উপাদান গুলো সবসময় উপডেট নিয়ে আপনাকে সঠিক একটি (gap) ও limit move দেখাবে । এর limit move সংঘটিত হয় এমন সময়, যখন একটি মুদ্রা তার অনুমোদিত সর্বোচ্চ সীমা পর্যন্ত ওঠানামা করে ও পরবর্তী সেশন না আসা পর্যন্ত আবার ট্রেডে অংশগ্রহণ করে না। আমরা লক্ষ্য করলে দেখব যে এর ফলে ক্যান্ডেল স্টিক ছোট ড্যাশে পরিণত হয়।
510
ATR (Average True Range) নির্ণয়ের পদ্ধতিঃ
ATR (Average True Range) সাধারনত তিনটি মুল ভেলু এর উপর ভিত্তি করে নিরধারন করা হয়ঃ
১। CURRENT সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল্যের পার্থক্য (high & low)।
২। পূর্বের সমাপ্তি মূল্য এবং CURRENT সর্বনিম্ন মূল্যের পার্থক্য।
৩। পূর্বের সমাপ্তি মূল্য এবং CURRENT সর্বোচ্চ মূল্যের পার্থক্য।

CURRENT সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল্যের পার্থক্য (high & low) CURRENT সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল্যের পরিধি যদি বাড়ে, তখন এটিকে ট্রু রেঞ্জ হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন ।

অন্যদিকে, যদি CURRENT সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল্যের পরিধি যদি কমে যায় তবে এটি অন্য দুটি পদ্ধতির মতো True range ক্যালকুলেশনে ব্যবহৃত হয়।
ক্যালকুলেশনে্র পরে আপনারা দেখতে পাবেন যে এর দুটি সম্ভাবনা তৈরি হয়েছে । যখন PREVIOUS ENDING মূল্য CURRENT HIGH PRICE VALU এর চেয়ে বেশী থাকে যা পরবর্তিতে limit move অথবা একটি বড় gap নেমে আসতে পারে বলে ধারনা দেয় ।

abdullahmasum
2014-12-31, 11:29 AM
এটি শিখলে কি ভাই আসলেই লস ভুলে জাব? আমি অনেক দিন যাবত ফরেক্সে লস এ আছি। আমার এরকম আরো কিছু ইন্ডিকেটর দরকার যেগুলো আমি ভাল করে ব্যবহার কোরতে পারব।
আমাদের এরকম কিছু দিয়ে সাহায্য করুন ।

ahmed
2015-01-28, 10:56 PM
ধন্যবাদ আপনার এই চমতকার পোষ্টের জন্য।আমি এই ইন্ডিকেটর সম্পর্কে খুব বেশি কিছু জানি না কিন্তু অনেকের কাছে শুনেছি,এটি বেশ ভাল।তাই আশা করি আপনি এর ব্যাবহার প্রনালি বিস্তারিত জানালে সবাই উপকৃত হবে।

mybff
2015-02-24, 09:48 AM
আপনার পোস্ট টা পড়লাম ভালই লাগল তবে ভাল করে বুঝিনাই , আপনি যদি বিস্তারিত জানাতেন ভাল হত ।। এই ইন্ডিকেটর টা থিক কিভাবে কাজ করবে সেটা একটু ভাল কইরা বুঝাই বলেন ।। আমি আগে কখন ইন্ডিকেটর ব্যবহার করিনাই তাই আমারে একটু সহজ কইরা দেন ।।

ahsan
2015-04-07, 12:20 PM
কোন ইন্ডিকেটর ই ট্রেডকে শতভাগ ঝুকিপূর্ন বা লাভজনক করতে পারে না। ফরেক্স মার্কেট খুবই গতিশীল একটি মার্কেট, এটি প্রতিনিয়ত পরিবর্তনশীল। তাই কোন ইন্ডিকেটর দিয়ে এই মার্কেট সম্পর্কে নিশ্চিত করে কোন ভবিষৎবানী করা যায় না।

Talha
2015-07-07, 01:33 AM
আমি জানতে চাই এই ইন্ডিকেটর কোন অপশন থেকে বের করতে হয় এটা শিখা আমার জন্য খুবই জরুরি করন লস করতে করতে আমি শেষ অবস্থায় বিস্তারিত কেউ জানালে উপকৃত হব

Zakariea
2015-07-07, 09:39 PM
ATR (Average True Range) ইন্ডিকেটর নিয়ে আগেও অনেক লেখা পরে ছিলাম। অনেক রকমের উপায় আছে ATR (Average True Range) ইন্ডিকেটর দিয়ে ট্রেড করার। সবার উচিত ATR (Average True Range) ইন্ডিকেটর দিয়ে প্রথমে ডেমো ট্রেড করা।তারপর যদি মনো হয় হ্যা আপনি প্রফিট করতে পারবেন তাহলে রিয়েল ট্রেড করবেন।

Aunik
2015-09-01, 08:36 AM
ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার এমন একটি তথ্যপুর্ন পোস্ট করার জন্য। বিষেশ করে আপনার
"ATR (Average True Range) নির্ণয়ের পদ্ধতিঃ
ATR (Average True Range) সাধারনত তিনটি মুল ভেলু এর উপর ভিত্তি করে নিরধারন করা হয়ঃ
১। CURRENT সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল্যের পার্থক্য (high & low)।
২। পূর্বের সমাপ্তি মূল্য এবং CURRENT সর্বনিম্ন মূল্যের পার্থক্য।
৩। পূর্বের সমাপ্তি মূল্য এবং CURRENT সর্বোচ্চ মূল্যের পার্থক্য।"
এই জিনিস্টি আমার খুব ভাল লেগেছে যে আপনি এর বের করার পদ্ধতি টাও আমাদের সবার সাথে শেয়ার করেছেন।

Defender
2015-09-01, 03:15 PM
এটা সম্পকে আমি জানতাম না তবে জারা বা জে এটা নিয়ে আলোচনা করেছেন তাদের সকল কে জানায় অশেষ ধন্যবাদ । প্রথমে আমার সালাম নিবেন আস্ সালামুআলাইকুম । আমি আজ সকালে ভয়ে ভয়ে ঘুম থেকে উঠেছি কারন আমি খুব খাবাপ স্পন দেখেছি তো তবে ,এখান দেখি আমাকে বা আমি আজ সকলের কাছে কোন না কোন মু্ল্য বান উপদেশ পাচ্ছি যেমন এটা ও আমার কাছে এটা একটা মুল্যবান উপদেশ

Marufa
2015-09-02, 03:55 PM
পোষ্টটি পুরোপুরি ক্লিয়ার না । কিভাবে ইন্ডিকেটরটি ব্যবহার করতে হবে আর একটু বুঝিয়ে বললে ভাল হত । তবে ধারনা দেয়ার জন্য ধন্যবাদ । তবে যেকোন ইন্ডিকেটরই আপনাকে একক ভাবে সাফল্য এনে দিবে না । এর পরও আরও অনেক বিষয় রয়েছে ।

smartroni1996
2015-09-24, 12:33 PM
ভাল করে বুঝিনাই ,আপনি যদি বিস্তারিত জানাতেন ভাল হত। আর হে,এই জিনিসটা আমার খুব ভাল লেগেছে যে আপনি এর বের করার পদ্ধতি টাও আমাদের সবার সাথে শেয়ার করেছেন।

mlbasumata
2015-10-23, 04:55 PM
কি হিসেব করব আর কি ট্রেড নিব, কখন কত পিপস নেহয়া যাবে পরিস্কার বুঝতে পারলাম না। আরও একটু বিস্তারিত বললে ভাল হত। আমরাও ভাল করে বুঝে সঠিক ট্রেড দিয়ে লাভ করতে চাই। ছবিসহ বললে আরও ভাল হয়। আশায় থাকলাম বিস্তারিত পাবার জন্য।

MotinFX
2015-12-16, 09:34 AM
আপনাকে অনেক ধন্যবাদ আমাদের কে ইনডিকেটর সম্পর্কে জানার জন্য। atr ইনডিকটর চার্ট টা কোথায় পাব এবং এর সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা মার্কেট মুভমেন্ট সম্পর্কে জানা যায়। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে ইনডিকেটর দিয়ে ট্রেড করতে হয়।

HasanXM
2015-12-19, 02:16 PM
আমি আপনার সাথে একমত যে এই ইন্ডিকেটরটি দামের গতি ও সময় কোনোটাই নির্দেশ করে না, এর কাজ হল শুধু দাম পরিবর্তনশীলতার (volatility) ডিগ্রি নির্দেশ করে । সহজ কথায় দাম কত বাড়ল বা কমল ত খুব সহজেই আপনারা বুঝতে পারবেন । এর উপাদান গুলো সবসময় উপডেট নিয়ে আপনাকে সঠিক একটি (gap) ও limit move দেখাবে । এর limit move সংঘটিত হয় এমন সময়, যখন একটি মুদ্রা তার অনুমোদিত সর্বোচ্চ সীমা পর্যন্ত ওঠানামা করে ও পরবর্তী সেশন না আসা পর্যন্ত আবার ট্রেডে অংশগ্রহণ করে না। আমরা লক্ষ্য করলে দেখব যে এর ফলে ক্যান্ডেল স্টিক ছোট ড্যাশে পরিণত হয়। ধন্যবাদ

HKProduction
2015-12-28, 04:51 PM
অবাক করলেন। লস ভুলে যাব! এ কি করে সম্ভব ? লস না করলে তো ফরেক্স শেখা সম্ভব না। দয়া করে এসব 100 % গুড ইন্ডিকেটরের কথা বলবেন না। কেমন যেন সন্দেহের গন্ধ লাগে। সবচেয়ে ভাল কাস্টম ইন্ডিকেটর নিয়ে প্রাকটিশ করা। এতে মাইন্ড সেটিশফেকশন অনেক বেশি গ্রো করে।

yasir arafat
2016-04-05, 01:44 PM
Atr ইন্ডিকেটরের আরেকটি সুবিধা হচ্ছে এর ভ্যালু নির্ধারন করা যায়।অথাত্* ফরেক্স মার্কেটে প্রাইসের যে উঠা নামা করে তার একটি নির্দিষ্ট ভলিয়ম অঙ্খিত হয়।সুতরাং আমরা এ ইন্ডিকেটর থেকে প্রাইসের চিত্রগুলো সহজেই অনুধাবন করতে পারি।

fatema begum
2016-08-01, 01:04 AM
সাধারণত এই ইন্ডিকেটরটার ব্যবহার আগে আমি জানতাম না।এখন জেনে ভাল লাগল।তবে আপাদত অপশনাল ইন্ডাকেটরে রাখলাম দরকার পড়লে স্ট্রাটেজি দিয়ে ট্রাই করে দেখব।আসলে আমরা মাত্রাতিরিক্ত ইন্ডিকেটর ব্যবহারে আমাদের অনেক প্রফিট চলে যেতে পারে ।সেজন্য বেশি ইন্ডিকেটর ব্যবহার না করায় ভাল মনে করি।