PDA

View Full Version : Bollinger Band ব্যপক প্রচলিত একটি ইন্ডিকেটর।



fh.ratul
2014-12-28, 06:27 PM
Bollinger Band নামের chart indicator টি john Bollinger নামের একজন ব্যক্তি তৈরি করেন । Bollinger Band এর মাধ্যমে trader মার্কেটের volatility বা উদ্বায়ীতা পরিমাপ করা হয়।
Bollinger band indicator টি অনেক simple হলেও এই indicator টি তার কাজের দক্ষতার জন্য forex মার্কেটে ব্যপক প্রচলিত। এই ছোট chart indicator টি আপনাকে বর্তমান মার্কেটের অবস্থান প্রকাশ করে। যেমন বর্তমানে মার্কেট শান্ত নাকি মার্কেট ব্যপক পরিবর্তন করেছে এর সম্পর্কে ধারনা দিবে। নিচের ছবিতে দেখুনঃ

ছবিতে দেখুন মার্কেট দুইটি লাইন এর মধ্যে অবস্থান করেছে। প্রথমে মার্কেট যখন শান্ত ছিল লাইন দুইটি অনেক কাছাকাছি অবস্থান করেছে। এর পর যখন একটু বড় মভেমেন্ত নেয় তখন লাইন দুইটি অনেক দূরে সরে যায় এবং মার্কেটের বড় ধারনের movement প্রকাশ করে।

মার্কেটে Bollinger band দিয়ে অনেক ধরনের ট্রেড করা হয় আমরা তার থেকে গুরুত্তপূর্ণ কিছু trend সম্পর্কে জানবো। forex school এ আমরা ফরেক্স সম্পর্কে ধারনা নিব এবং forex strategy পেজএ forex strategy নিয়ে লেখা হবে। কারন ফরেক্স নিয়ে সম্পূর্ণ ধারনা না নিয়ে forex strategy শিখা যেমন ভাল নয় তেমনি ফরেক্স মার্কেটে real trade তো এর আগেই নয়। Bollinger band indicator টি আপনি আপনার indicator lists থেকে ইন্সটল করে নিতে পারেন । এই indicator টি mt4 সফটওয়্যার এর সাথে দেওয়া থাকে । না থাকলে এই পেজ এর শেষ এ দেওয়া আছে আপনি সেখান থেকে ইন্সটল করে নিতে পারেন।

fh.ratul
2014-12-28, 06:30 PM
এই খানে যদি আপনাদের বুঝতে কোন অসুবিধা হয় চিন্তা করবেন না আমি তো আছি। মন্ত্যব্য করুন আমি আপনাদের সমস্যা কমাধান করে দিব।

abdullahmasum
2014-12-31, 11:24 AM
ভাই চিত্র ছাড়া বুঝতে কস্ট হয় যদি পারেন একটা চিত্র দিয়ে দিয়েন। আমাদের অনেক উপকার হবে।
অনেক ওয়েবসাইটে ইনলিশ এ দেয়া থাকে। বাংলায় দেয় না। আমাদের বুঝতে কস্ট হয়। কিন্তু আপনি যদি আমাদের এভাবে এই ইন্ডিকেটর গুলো দেন আমাদের খুব উপকার হবে।

fh.ratul
2014-12-31, 08:11 PM
ভাই চিত্র ছাড়া বুঝতে কস্ট হয় যদি পারেন একটা চিত্র দিয়ে দিয়েন। আমাদের অনেক উপকার হবে।
অনেক ওয়েবসাইটে ইনলিশ এ দেয়া থাকে। বাংলায় দেয় না। আমাদের বুঝতে কস্ট হয়। কিন্তু আপনি যদি আমাদের এভাবে এই ইন্ডিকেটর গুলো দেন আমাদের খুব উপকার হবে।

ওকে ভাই আমি তরায় করব আপনাদের আরো কিছু ভাল ইন্ডিকেটর দিতে । চিত্রসহ দিব পরেরগুলা। চিন্তা করবেন না।
টাচে থাকেন।

ahmed
2015-01-31, 12:11 PM
আমরা জানি Bollinger Band একটি বহুল প্রচলিত এবং ভাল একটা ইন্ডিকেটর।অনেকে এটা ব্যাবহার করে ভাল ফল পাচ্ছে।তাই আমি আশা করব,যারা এই ইন্ডিকেটর ব্যাবহার করে বাল ফল পাচ্ছেন,তারা আমাদের সাথে এই ইন্ডিকেটর এর ব্যাবহারবিধি সহ আমাদের সাথে শেয়ার করলে উপকৃত হব।

mybff
2015-02-24, 09:53 AM
আমি এই ইন্ডিকেটর টা কিভাবে পাবো ।। আমাকে বিস্তারিত জানান ।। আমি অনেকদিন জাবত ট্রেড করসি মটা মুটি আমার প্রফিট অ ভাল ।। তবে আমি অনেকদিন ধরেই একটি ভাল ইন্ডিকেটর খুজসি জা আমাকে মার্কেট এর মুভমেন্ট এর অপরে দক্ষ করে তুলবে ।।

ahsan
2015-04-07, 12:04 PM
বোলিংগার ব্যান্ড ফরেক্স মার্কেটে একটি বহুল ব্যাবহৃত ও জনপ্রিয় ইন্ডিকেটর। এই ইন্ডিকেটর এর মাধ্যমে ট্রেন্ডি এবং সাইডওয়ে উভয় মার্কেটেই ট্রেড করা সম্ভব। এছাড়া ব্রেকআউট ট্রেডিং এর ক্ষেত্রে ও এই ইন্ডিকেটর খুব চমৎকার কাজ করে।

Kennethpn
2015-06-11, 11:44 AM
Hello traders and Coders.
I am feeling curious about how this one can be tweaked to get some good pips.
The conditions for this reversal signal are as follows:
Sell:
When Red HA candle closes touching upper Bollinger Bands. Sell right below the low of this candle.
Our Stop loss is few pips above the signal candle.
Long:
When Green or Up Heiken Ashi candle closes after touching the lower band. Buy just when price crosses the high of this signal candle. Stop loss is few pips below the signal candle.

Now this is not a system and it happens quiet often during flat market conditions but believe you me when it happens to be true this kind of reversal signal gives us very tight stop loss . We shall discuss here how this can be combined with another strategy to filter some bad signals. We still can afford to hit our stop loss more than our tp but the luxury of this signal is that our Stop loss will be much tighter than our Take profit which will give us good Risk o Reward ratio.

I request our very kind coder friends to help us build an EA on these conditions so that it can be backtested and any further options to tweaking this thing to actually evolve into a system should be considered.

One silly advice could be to take the opposite position after we hit our stop loss but for this we shall have to consider the daily range of the pair. If there is enough room for our trade to get in green then we shall take the opposite direction after being stopped out.
It looks like this thing works good on GBp/JPY and EUR/JPY. not really seen too many charts though.
EUR JPY M5.PNG

RichMahfuz
2015-06-11, 11:50 AM
বলিঞ্জার ব্যান্ড ইনডিকেটর ব্যবহার করে ট্রেডিং করলে লাভের চেয়ে লস বেশি হবে। কারন এই ইনডিকেটর অতীত রেকর্ড দেখাতে পারে আর এতা এভারেজ দেখায়, আর তাতে মার্কেটের সঠিক অবস্থা প্রকাশ পায় না। সঠিক অবস্থা জানার জন্য ক্যান্ডেলসটীক সম্পর্কে ভাল জানতে হবে।

RichMahfuz
2015-06-13, 08:36 PM
সবচেয়ে বড় কথা ইনডিকেটর ছাড়াই ট্রেডিং করা জরুরী । ইনডিকেটর এর উপর নির্ভর না হয়ে আনালাইসিস করে ট্রেড করাই শ্রেয়।

Talha
2015-07-07, 01:59 AM
ফরেক্স মার্কেট আমি মনে করি সমগ্র বিষয়ে পরিষ্কার ধারনা থাকতে হবে না হলে ট্রেড করে লাভের চেয় লসের আশংকা বেশি থাকবে চার্ট প্যাটার্ন নিয়ে আমাদের ভাল অ্যানালাইসিস করার সামর্থ্য থাকলে আমাদের ইন্ডিকেটর নিয়ে পরে থাকতে হবে না।

Zakariea
2015-07-07, 01:31 PM
আমার সব চেয়ে প্রিয় ইন্ডেকোটার হলো Bollinger Band. আমি অনেক স্ট্রাটিজি দেখেছি Bollinger Band নিয়ে। অনেক ভাবে এটাকে ব্যাবহার করা যায়। সঠিক ভাবে ব্যাবহার করলে Bollinger Band দিয়ে বেশ ভালো প্রফিট করা যায়। Bollinger Band দিয়ে ট্রেডারা সাপোর্ট রেজিটেন্স নিধারন ও করে। Bollinger Band ব্রেকআউট করলে ১০০-২০০ পিপস প্রফিট করা যায়।

Aunik
2015-09-01, 08:45 AM
বোলিংগার ব্যান্ড ইন্ডিকেটর টি মার্কেট এর ভোলাটিলিটি নির্দেশ করে । এর মাধ্যমে আপনি মার্কেট এর মুভমেন্ট এর ধারনা পাবেন । তবে আপনি যদি মার্কেট এর মুভমেন্ট আরও ভাল ভাবে জানতে চান তাহলে সবসময় বিভিনবন দেশের অর্থনোইতিক নিউজ গুলোর উপর চোখ রাখতে পারেন । মার্কেট এর মুভমেন্ট জানার জন্য এর চাইতে ভালো আর কি হতে পারে?

FxAhsan
2015-09-09, 06:27 PM
বোলিংগার ব্যান্ড মুলত একটি সাপোর্ট রেজিস্ট্যান্স বেইজড ইনডিকেটর, এর তিনটা লেভেল থাকে উপরে নিচে একটি করে আর মাঝখানে একটি।উপরের লেভেল রেজিস্ট্যান্স আর নিচের লেভেল সাপোর্ট হিসাবে কাজ করে। আর মাঝের লেভেলটি ট্রেন্ড চেঞ্জার হিসাবে কাজ করে।

Marufa
2015-09-14, 11:17 AM
ফরেক্স মার্কেটে দুইটি বহুল প্রচলিত এবং ব্যবহৃত ইন্ডিকেটর হচ্ছে বুলিঙ্গার ব্যান্ড এবং আর এস আই । এই দুটি ইন্ডিকেটর আমি সবসময় ব্যবহার করে থাকি ট্রেডে এন্ট্রি নেয়ার জন্য এবং ট্রেড থেকে বের হয়ে আসার জন্য । ধন্যবাদ ।

GMGoodwill
2015-09-17, 09:05 AM
Greetings.

What Method can be Used to Filter Stocks Bouncing Off Bottom Bollinger Band?

Smack

FxAhsan
2015-09-20, 03:29 PM
বোলিংগার ব্যান্ড অনেক জনপ্রিয় একটি ইনডিকেটর কারন এটা সাপোর্ট রেজিস্ট্যান্স বেইজড ইনডিকেটর, আপনি যদি এর সাথে মুভিং এভারেজ যোগ করে নেন তাহলে এটা অনেক শক্তিশালী হয়ে যায়।আপনারা ডেমোতে অনুশীলন করে দেখতে পারেন।

HasanXM
2015-10-12, 03:56 PM
আমি আপনার সাথে একমত Bollinger Bands ইন্ডিকেটরটি ভাল, তবে সব সময় সঠিক চিত্র দিতে সখ্ষম নয়, তবে ডেমোতে ব্যবহার করে দেখরত পারেন

mlbasumata
2015-10-23, 04:07 PM
টিপি ও এসএলসহ ট্রেডিং সিগনাল ম্যাসেজ দিবে এমন একটি ইন্ডিকেটর শেয়ার করলে খুব ভাল হয়। আমি এরকম ইন্ডিকেটর চাইছি অনেক দিন থেকেই। কারও কাছে থাকলে দয়া করে শেয়ার করুন, আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব।

MotinFX
2015-12-16, 09:39 AM
ফরেক্স মার্কেটে ইনডিকেটর দিয়ে আমাদের ট্রেড করতে হয় আর ট্রেড করার জন্য বুলিঞ্জার বেন্ড ভাল কাজ করে। আমাদের কে সঠিক ভাবে ইনডিকেটর কোথায় ব্যাবহার করব ামমাদের জানা নেই কখন কোথায় অবস্হান করলে বাই বা সেল করব।

HKProduction
2015-12-17, 11:56 AM
আমি এই ব্যান্ডটিকে খুবই পছন্দ করি। এটি আমরা আমাদের টার্মিনালের ভিতর থেকেই একটি ডিফল্ট ইন্ডিকেটর হিসেবে পাই। এটি একটি শক্তিশালী কাস্টম ইন্ডিকেটর। এর ব্যবহার বিধি অত্যন্ত সহজ বিধায় এটি ফরেক্স ট্রেডারদের কাছে খুবই জনপ্রিয় একটি ইন্ডিকেটর।

Hafizur Rahman
2016-02-06, 08:41 AM
বলিংগার বন্ড ইনডিকেটর আর সাথে ক্যান্ডএল স্টিক প্যাটার্ন ব্যবহার করলে ভাল সেট আপ পাওয়া যায় ।

basaki
2016-02-06, 08:57 AM
হা আমার তাই মনে হয় যে বুলিংগার বেন্ড ইন্ডিকেটরটি খুবেই জনপ্রিয় একটি ইন্ডিকেটর। তবে ফরেক্স মার্কেটে ট্রেড করতে কেউ যদি এই ইন্ডিকেটরটি ভাল করে বুঝে শুনে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারে তবে আমি মনে করি সে কিছু না কিছু ল্যাব করতে পারবে। তাই এটি খুব জনপ্রিয়।

yasir arafat
2016-04-04, 04:16 PM
আর এটার ইএ ভার্সনেও ফ্রিতে পাওয়া যায়।ডেমোতে ব্যবহার করে দেখতে পারেন।আশা করি ভাল ফলাফল দিবে।আর যেকোন স্ট্রাটেজি বা ইন্ডিকেটর ডেমোতে ট্রাই করা উচিত। যাতে করে কোন প্রকার লসের মুখোমুখি হতে না হয়।

yasir arafat
2016-04-05, 01:56 PM
আসলে ফরেক্স মার্কেটে ট্রেন্ড ধরার জন্য একটি সাহায্যকারী ট্রেন্ড নিদের্শক দরকার।bollinger band এতে সাহায্য করে। কারন আমরা চায় যে ঝুকি মুক্ত ট্রেডিং করতে যা আমরা ইন্ডিকেটর থেকে পেয়ে থাকি।আর নিজেরা যদি অভিঙ্গ হয়ে থাকে তাহলে তো ভাল হয়।কারন এর থেকে নিজেদের অভিঙ্গতাটাকে ভালই কাজে লাগেনো যায়।যাতে মার্কেট ভালভাবে এ্যানালাইসিহ করা যায়।

dwipFX
2016-05-13, 03:14 PM
অামি ডেমো ট্রেড করার সময় বুলিংগার বেন দিয়ে ট্রেড করতে পারিনাই। আমার কাছে ইনডিকেটর আমাদের কে ভাল ট্রেড সিগনাল দিবে বড় মনে হয়না। এর আগে আমি কয়েকটি ইনডিকেটর ব্যাবহার করে অনেক লস করেছি। তাই আমাদের ইনডিকেটর না দেখে ট্রেড করতে পারলে ভাল হবে।

fatema begum
2016-08-01, 12:35 AM
মার্কেট বা ট্রেড কোথায় ব্রেক করবে বা শুরু হবে তা বুঝার জন্য এই বহুল প্রচলিত বুলিঙ্গার ইন্ডিকেটরটা ব্যবহার হয়ে থাকে।আমি নিজে ও এটা ব্যবহার করি।এমন কোন ফরেক্স ট্রেডার পাবেন না যে যারা এটা ব্যবহার করে নি বা নাম শুনে নি।

vodrolok
2016-09-13, 02:18 PM
বোলিংয়ের ব্যান্ড হচ্ছে একটি অত্যন্ত জনপ্রিয় ইন্ডিকেটর। এই ইন্ডিকেটর প্রাইস একটি সার্কেলের মধ্যে থাকার দিকে ইঙ্গিত করে। মাঝের ব্যান্ডের উপরে বুলিশ আর নিচে বেয়ারিশ। উপরের ব্যান্ড টাচ করলে অথবা নিচের ব্যান্ড টাচ করলে তখন রিভার্সের খুব সম্ভাবনা থাকে।

tarekbsl101
2016-10-07, 12:06 AM
ভাল কাজ করে এটি কারন মারক্রেট সান্ত নাকি অনেক গরম তা এটির মাধ্যমে মানতে পারবো

riponinsta
2016-12-11, 01:58 PM
Bollinger Band ইন্ডিকেটর একটি ভাল ইন্দিচাতর । আমি Bollinger Band ইন্ডিকেটর দিয়ে আমি নিউজ টেড করে থাকি । আমি Bollinger Band ইন্ডিকেটর ব্যবহার করে ভাল ফল পাইছি আপনি ব্যবহার করে ভাল ফল পাইছি । আমি Bollinger Band ইন্ডিকেটর এম ৩০ মিনিট চাট এ ব্যবহার করি ।