PDA

View Full Version : স্কাল্পারদের জন্য কিছু দরকারী টিপস



mehedi12122
2014-12-28, 06:32 PM
স্কাল্পিং ফরেক্স এর সবচেয়ে বিপদজনক স্ট্রাটেজি নিউ কামারদের জন্য। ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেনেও অনেকে যেমন ধুমপাণ করে। অনেক সিনিয়র ট্রেডার যাদের আমরা অনুকরণীয় মনে করি চুপি চুপি না দেখিয়ে তারাও স্কাল্পিং করে। কারণ স্কাল্পিং এ দ্রুত প্রফিট আসে। তেমনি আবার দ্রুত একাউন্টও জিরো হয়। তারপরো এক্সপার্টরা কিছু জিনিস মেনে চলেন বলে তারা হয়তো লসের মুখ তেমন দেখেননা। আমার অভিজ্ঞতা থেকে কিছু পয়েন্ট শেয়ার করলাম স্কাল্পিং যারা করেন তারা এগুলা মেনে চললে আশা করি ভাল করবেন।
১. স্টপলস টিপি ছাড়া স্কাল্পিং না। লট সাইজ সহনীয় থাকতে হবে।
২. হায়ার টাইমফ্রেম দেখে পজিশন বুঝে শুধু বাই বা সেল এ থাকতে হবে। একবার বাই, একবার সেল দেয়ার চেয়ে ওভারবাউট থেকে সেল আর ওভারসোলড থেকে বাই দেয়া নিরাপদ। RSI ব্যবহার করে সেটা বুঝতে পারবেন।
৩. শুক্রবারে কোন স্কাল্পিং চলবেনা, বরং ট্রেড মুক্ত থেকে ইবাদত বন্দেগীতে শুক্রবারটা কাজে লাগালেই ভাল। আল্লাহর রহমত ছাড়া কোন কিছুই সম্ভবনা। অন্য ধর্মাবলম্বীরা তাদের ধর্মকর্মে মন দিন এই দিনে। তাহলে ট্রেড এর ভুত মাথায় থাকবেনা।
৪. হাই ইমপেক্ট নিউজের ২ ঘন্টা আগে পরে কোন স্কাল্পিং না।
৫. অন্য স্ট্রাটেজিতে আমি ১:২ রিস্ক রিওয়ার্ড মানলেও স্কাল্পিং এ ২:১ ফলো করি যখন আমি শিউর হই যে মার্কেট এ আমি এখন এন্ট্রি নিতে পারব। অর্থাত সুইং ট্রেড এ আমি যদি ১০০ পিপ স্টপলস ২০০ পিপ টিপি দেই, সেক্ষেত্রে স্কাল্পিং এ ২০ পিপ স্টপলস আর ১০ পিপ টিপি দেই। অবশ্য সেক্ষেত্রে রিস্ক হবে একাউন্টের .৫০% ২টা ট্রেডে ১% লস হলে সেদিনের জন্য ট্রেড অফ। আড্ডা মারতে চলে যান। পরদিন আবার চেষ্টা করুন।
৫. রেঞ্জি মার্কেট স্কাল্পিং এর জন্য নিরাপদ। বিশেষ করে কোন নিউজ ইমপ্যাক্টে মার্কেট যখন ১৫০-২০০ পিপ পড়ে যাবে তখন শুধু বাই এ থাকি রিট্রেসমেন্ট নেয়ার জন্য এবং সেটা নিউজের অনেক পরে একটা পর্যায়ে মার্কেট যখন সাইডওয়েতে থাকে। সেক্ষেত্র স্টপলস হবে ওইদিনের লো থেকে ২০ পিপ নিচে। আর আপ হলে সেল এ থাকব সেম কন্ডিশনে।
৭. হায়ার টাইম ফ্রেম থেকে ডিরেকশন নিতে হবে। সেক্ষেত্রে RSI আপনাকে সহায়তা করবে।

৮. স্কাল্পিং এর সময় ট্রেন্ডলাইন একে মার্কেট আপট্রেন্ড না ডাউনট্রেন্ড সেটা বের করবেন। আপট্রেন্ডে সাপোর্ট থেকে ডাউন ট্রেন্ডে রেজিস্টান্স থেকে এন্ট্রি নেয়ার চেষ্টা করবেন।
৯. কখনো ভোলাটাইল সময় মার্কেটের বিপরীতে গিয়ে রিট্রেসের আশা করে ট্রেড দিবেননা। বরং মার্কেটে একটা নিউজ এর এফেক্ট শেষ হয়ে গেল যখন সাইডওয়েতে চলে যাবে তখন স্কাল্পিং করবেন।
১০. সবচেয়ে বড় কথা মানি ম্যানেজমেন্ট মানতে হবে। না হয় ৯ ট্রেডে প্রফিট করে ১০ নং ট্রেডে একাউন্টটা জিরো করে ফেলবেন:rules:

copy from mona nai

fh.ratul
2014-12-28, 06:53 PM
ভাই খুব ভাল একটি পোস্ট দিলেন । চালিয়ে যান আমরা খুব উপক্রিত হব আপনার পোস্ট পেলে।

Zakariea
2015-05-10, 01:41 AM
আমার স্কাল্পিং সম্পর্কে তেমন কোনো ধারনা নেই।
আমার একটা প্রশ্ন আছে,
স্কাল্পিং জন্য কোন টাইমফ্রেমটা সবচেয়ে ভালো ?

Shimanto754
2015-05-12, 01:41 PM
২০ পিপসের নিচে ট্রেড ক্লোজ করাকে স্ব্যালপিং বলা যায়।স্ব্যালপিং খুব ঝুঁকিপূর্ণ। এজন্য স্ব্যালপিং করার জন্য কিছু নিয়ম অনুসরন করা ভালো।যেমন-
১.ট্রেন্ড বুঝে ট্রেড ট্রেন্ডের দিকে নিতে হবে
২.স্টপলস এবং টেকপ্রফিট অবশ্যই ব্যবহার করতে হবে
৩.মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে
৪.সর্বোপরি খুব দেখেশুনে ট্রেড করে যেতে হবে।

FxAhsan
2015-09-06, 11:09 PM
স্ক্যাল্পিং করবেন ভাল কথা কিন্তু কখনোই ট্রেন্ডের বিপরীত গিয়ে ট্রেড করবেন না,নিউজের সময় স্ক্যাল্পিং করা আর নিজের কবর নিজে খোড়া একই কথা,আর মুভমেন্ট যখন রেঞ্জে থাকবে তখন স্ক্যাল্পিং করা সবচেয়ে নিরাপদ।

MotinFX
2015-09-12, 01:00 PM
ভাই আপনার পোস্ট পেয়ে খুব ভাল লাগল। স্কেলপিং সম্পর্কে আমার কোন ধারনা ছিলনা। আমি নতুন ট্রেড করি আমার অধিকাংশ ট্রেড স্কেলপিং এর মত। আপনার পরামর্শ আমার কাজে আসবে।

Marufa
2015-09-12, 03:30 PM
পুরো পোষ্টটি মনোযোগ সহকারে পড়লাম । অনেক কিছু শেখার আছে । স্ক্যাল্পিং প্রথম প্রথম করতাম । তারপর দেখলাম যেই মূলধন তাতে ভাল ফলাফল আশা করা যায় না । তাই স্ক্যাল্পিং বাদ দিয়ে এখন ডে ট্রেডিং করি ।

fxover
2015-09-13, 12:56 PM
স্কাল্পিং ফরেক্স এর সবচেয়ে বিপদজনক স্ট্রাটেজি নিউ কামারদের জন্য। ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেনেও অনেকে যেমন ধুমপাণ করে। অনেক সিনিয়র ট্রেডার যাদের আমরা অনুকরণীয় মনে করি চুপি চুপি না দেখিয়ে তারাও স্কাল্পিং করে। কারণ স্কাল্পিং এ দ্রুত প্রফিট আসে। তেমনি আবার দ্রুত একাউন্টও জিরো হয়। তারপরো এক্সপার্টরা কিছু জিনিস মেনে চলেন বলে তারা হয়তো লসের মুখ তেমন দেখেননা। আমার অভিজ্ঞতা থেকে কিছু পয়েন্ট শেয়ার করলাম স্কাল্পিং যারা করেন তারা এগুলা মেনে চললে আশা করি ভাল করবেন।
১. স্টপলস টিপি ছাড়া স্কাল্পিং না। লট সাইজ সহনীয় থাকতে হবে।
২. হায়ার টাইমফ্রেম দেখে পজিশন বুঝে শুধু বাই বা সেল এ থাকতে হবে। একবার বাই, একবার সেল দেয়ার চেয়ে ওভারবাউট থেকে সেল আর ওভারসোলড থেকে বাই দেয়া নিরাপদ। RSI ব্যবহার করে সেটা বুঝতে পারবেন।
৩. শুক্রবারে কোন স্কাল্পিং চলবেনা, বরং ট্রেড মুক্ত থেকে ইবাদত বন্দেগীতে শুক্রবারটা কাজে লাগালেই ভাল। আল্লাহর রহমত ছাড়া কোন কিছুই সম্ভবনা। অন্য ধর্মাবলম্বীরা তাদের ধর্মকর্মে মন দিন এই দিনে। তাহলে ট্রেড এর ভুত মাথায় থাকবেনা।
৪. হাই ইমপেক্ট নিউজের ২ ঘন্টা আগে পরে কোন স্কাল্পিং না।
৫. অন্য স্ট্রাটেজিতে আমি ১:২ রিস্ক রিওয়ার্ড মানলেও স্কাল্পিং এ ২:১ ফলো করি যখন আমি শিউর হই যে মার্কেট এ আমি এখন এন্ট্রি নিতে পারব। অর্থাত সুইং ট্রেড এ আমি যদি ১০০ পিপ স্টপলস ২০০ পিপ টিপি দেই, সেক্ষেত্রে স্কাল্পিং এ ২০ পিপ স্টপলস আর ১০ পিপ টিপি দেই। অবশ্য সেক্ষেত্রে রিস্ক হবে একাউন্টের .৫০% ২টা ট্রেডে ১% লস হলে সেদিনের জন্য ট্রেড অফ। আড্ডা মারতে চলে যান। পরদিন আবার চেষ্টা করুন।
৫. রেঞ্জি মার্কেট স্কাল্পিং এর জন্য নিরাপদ। বিশেষ করে কোন নিউজ ইমপ্যাক্টে মার্কেট যখন ১৫০-২০০ পিপ পড়ে যাবে তখন শুধু বাই এ থাকি রিট্রেসমেন্ট নেয়ার জন্য এবং সেটা নিউজের অনেক পরে একটা পর্যায়ে মার্কেট যখন সাইডওয়েতে থাকে। সেক্ষেত্র স্টপলস হবে ওইদিনের লো থেকে ২০ পিপ নিচে। আর আপ হলে সেল এ থাকব সেম কন্ডিশনে।
৭. হায়ার টাইম ফ্রেম থেকে ডিরেকশন নিতে হবে। সেক্ষেত্রে RSI আপনাকে সহায়তা করবে।

৮. স্কাল্পিং এর সময় ট্রেন্ডলাইন একে মার্কেট আপট্রেন্ড না ডাউনট্রেন্ড সেটা বের করবেন। আপট্রেন্ডে সাপোর্ট থেকে ডাউন ট্রেন্ডে রেজিস্টান্স থেকে এন্ট্রি নেয়ার চেষ্টা করবেন।
৯. কখনো ভোলাটাইল সময় মার্কেটের বিপরীতে গিয়ে রিট্রেসের আশা করে ট্রেড দিবেননা। বরং মার্কেটে একটা নিউজ এর এফেক্ট শেষ হয়ে গেল যখন সাইডওয়েতে চলে যাবে তখন স্কাল্পিং করবেন।
১০. সবচেয়ে বড় কথা মানি ম্যানেজমেন্ট মানতে হবে। না হয় ৯ ট্রেডে প্রফিট করে ১০ নং ট্রেডে একাউন্টটা জিরো করে ফেলবেন:rules:

copy from mona nai

আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই গুরুত্বপুর্ন পোস্টির জন্য । আমার ক্ষেত্রে আপনার ১০ নম্বর কারন টা মিলে যায় । আমি সব ট্রেড এই লাভ করি কিন্তু দেখা যায় মানি ম্যানেজমেন্ট না মেনে একটা ট্রেড খুব বেশি লট এ ওপেন করে ধরা খেলেই একেবারে আমার একাউন্ট টা উধাও হয়ে যায় । আলরেডি আমার দুইবার একাউন্ট জিরো হয়েছে । আর চাচ্ছি না যে এমন কিছু হোক । সব কিছু ভেবে দেখলাম মানি ম্যানেজমেন্ট এর অভাবেই আমার আজ এ অবস্থা ।

onlyfx
2015-10-22, 08:27 PM
আপনার পোস্টটি খুবই গুরুত্ব পুর্ন । স্কাল্পিং করতে হলে আপনাকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে । স্ক্যাল্পিং এর জন্য ছোট ছোট টাইম্ফ্রেম গুলো আমাদের বেশি বেশি করে এনালাইসিস করতে হবে । আপনি যত ভাক্লো এনালাইসিস করতে পারবেন । এবং মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে পারবেন আপনি ততই ফরেক্সে লাভ করতে পারবেন । আর লোভে পড়ে বেশি লটে কখনই ট্রেড করা উচিত নয় । আপনার ব্যালেনশ এর দিকে খেয়াল রেখে ট্রেড করেন ।

basaki
2016-01-01, 10:30 AM
ফরেক্স মার্কেটে ট্রেড হচ্ছে দুই ধরনের একটি স্কেল্পিং আর অন্যটি হচ্ছে লং ট্রেড। আমার মতে স্কেল্পিং করা খুবই কঠিন কাজ। কারন একজন ট্রেডার যদি স্কেল্পিং করতে চায় তাহলে তাকে অবশ্যই অনেক দক্ষতা সম্পূন্য ট্রেডার হতে হবে। সব সময় মার্কেটের মুবমেন্ট দেখে ট্রেড করতে হবে। স্টপ লস এবং টেইক প্রফিটের দিকে খেয়াল রাখতে হবে।

ShariyarSojib
2016-01-06, 08:47 PM
আমার স্ক্যাল্পিং করতে খুবই ভালো লাগে। কিন্তু আমি স্কাল্পিং করার সময় কখনও স্টপ লস ব্যাবহার করি না এবং বেশি লটে ট্রেড করি ফলে প্রায়ইই ব্যালেন্স যিরো হয়ে যায়।আমার প্রশ্ন হচ্ছে আসলে কত পিপস এ স্টপ লস ধারা উচিত

Audhidul
2016-01-07, 01:03 AM
স্ক্যাল্পিং করলে কখনো ট্রেন্ডের বিপরীত গিয়ে ট্রেড করবেন না,নিউজের সময় স্ক্যাল্পিং করবেন না। মুভমেন্ট যখন রেঞ্জে থাকবে তখন স্ক্যাল্পিং করা তুলনামূলক নিরাপদ। লোভে পড়ে বড় লটে কখনই ট্রেড করা ভাল না।

yasir arafat
2016-04-07, 01:14 AM
স্কালপিং আমার তেমন পছন্দ নয়।কারণ এতে হাঠাত্* করে লাভ হলেও আবার একইভাবে লস হওয়ার সম্বাবনা আছে।তবে যাদের লং টাইম ট্রেডিং এর জন্য ধৈর্য কম তারা এ বিষয়ে বিবেচনা করতে পারে ।ফরেক্স মার্কেটে নতুনদের স্ট্রাটেজি প্রায়ই স্কালপিং দেখা যায়।আমরা বিভিন্নভাবে তা থেকে প্রফিট করতে পারি।

dwipFX
2016-05-11, 08:09 PM
ফরেক্স মার্কেটে কয়েক ভাবে ট্রেড করা যায় কিন্তু আমার কাছে স্কেলপিং করার চেয়ে লং ট্রেড করতে ভাল লাগে কারন স্কেলপিং করে ট্রেড করলে যেকোন সময় আপনি ক্ষতির সম্মুখিন হতে পারেন তাই স্কেলপিং ট্রেড না করে আপনাকে লং ট্রেডের দিকে যেতে হবে।

sharifulbaf
2016-05-17, 10:51 PM
ফরেক্স মার্কেটে যারা স্কাল্পিং করে ট্রেডিং করে থাকে তাদের জন্য ভাল মাধ্যম হল কম টাইম ফ্রেম ব্যাবহার করে ট্রেডিং করা,এই টাইম ফ্রেম হবে ৫ মিনিট বা ১৫ মিনিট এই টাইন ফ্রেম দেখতে হবে,মার্কেটে যে দিকে মুভমেন্ট করে সেই দিকে ট্রেড অপেনিং করতে হবে,টেক প্রফিট দিতে হবে ১০ পিপস বা ১৫ পিপস।

md mehedi hasan
2016-12-04, 09:39 AM
ফরেক্স মার্কেটে ট্রেডারা বিভিন্ন ধরনের ট্রেড করে থাকে।কেউ পজিশন টেড করে আবার কেউ লং ট্রেড করে আবার কেউ শর্ট ট্রেড এবং স্কালাপিং করে থাকে।ফরেক্স মার্কেটে স্কালাপিং করা অত্যান্ত ঝুকির বিষয়।এর জন্য আপনাকে নির্দষ্ট নিয়ম মেনে ট্রেড করতে হবে।

kumarkhali
2016-12-04, 03:06 PM
ফরেক্স বিজনেস তো এমনিতেই রিস্ক,আর যারা ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় স্কাল্পার ট্রেড করে থাকে, তাদের জন্য আরও বেশি রিস্ক হইয়ে যাই, তাদের জন্য দরকারি কিছি টিপস মেনে চলা উচিৎ, স্কাল্পারদের জন্য usd/jpy পেয়ার টা সব থেকে মঙ্গল জনক, তাদের সব সময় মার্কেটের নিউজ গুলো খেয়াল করতে হবে,তাদের সব সময় মার্কেট এর ভাল মুভমেন্ট টা বুঝতে হবে,এবং তাদের সব সময় শর্ট টাইম ধরে ট্রেড করতে হবে, এই রকম আরও কিছু ফ্লও করতে হবে স্কাল্পারদের জন্য।

vampire
2016-12-05, 05:07 PM
ভাই স্কাপ্লিং ট্রেড ক্রা আমি মনে করি খুব ঝুকিপুর্ন ট্রেড তাই আমি মনে করি যে স্কাল্পিং না করা বেশি ভাল।কারন স্কাল্পিং ট্রেডে আপনি ৫ টাই লাভ করেছেন অনেক বেশি কিন্তু একটা লসে আপনার পুরো লাভটা নিয়ে যেতে পারে।

RUBEL MIAH
2016-12-12, 06:37 PM
স্কাল্পারদের জন্য ফরেক্স মার্কেট অবশ্যই কিছু দরকারী টিপস রয়েছে । এই টিপসগুলো আমরা যদি মেনে চলতে পারি তাহলে অবশ্যই আমরা লাভবান হতে পারব । যে ট্রেডার যত বেশী মার্কেট এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে । অতএব আমরা টিপসগুলো জেনে নিলে ভালো হয় ।
(১) ছোট ট্রেড না করে লং ট্রেড করা ।
(২) ধৈর্য্য ধারণ করা ।
(৩) মার্কেট এ্যানালাইসিস করা ।

msisohel
2016-12-12, 10:29 PM
স্কাল্পিং নতুনদের জন্য খুবই রিঙ্কি

nbfx
2016-12-12, 11:35 PM
স্ক্যপ্লিং করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো-
১। বড় টাইমফ্রেম এর ট্রেড লাইন অর্থাৎ ট্রেন্ডের গতি বুঝে ছোট টাইমফ্রেম ব্যবহার করা।
২। মানিমেনেজম্যান্ট মেনে চলা।
৩। ধৈর্য্য ধারন করা,কারন ফরেক্স মার্কেটে সুযোগ বারে বারে আসে।
৪। যে সকল কারেন্সি পেয়ারে কমিশন কম সেই সকল কারেন্সি পছন্দ করা।
তবে মনে রাখবেন স্ক্যাপ্লিং করে কখনও ট্রেডার হতে পারবেন না। ট্রেড শিখুন , দীর্ঘদিন ফরেক্সে টিকে থাকুন।

riponinsta
2017-01-25, 12:53 PM
ফরেক্স মার্কেট এ টেড করতে গেলে আপনি যে টিপস গুল দিয়েছেন তা আমার অনেক কাজে লেগেছে নতুন অনেক টেড আর আছে যারা এই টিপস গুল মেনে চললে অনেক ডলার লাভ করতে পারবে ফরেক্স মার্কেট এ আসলে ফরেক্স মার্কেট এ নিয়ম মেনে টেড করতে পারলে একটু সময় লাগবে কিন্তু কিছু দিন পর ভাল লাভ করতে পারবে ফরেক্স মার্কেট এ সফল সে ফরেক্স মার্কেট এ লেগে থাকছে আর ভাল করে টেড সিখছে

shohanjacksion
2017-02-04, 04:48 PM
স্ক্যাল্পিং পদ্ধতি ঝুকিপূর্ন জেনেও আমরা মানি ম্যানেজমেন্ট এর দিকে তাকিয়ে অনেকেই স্ক্যাল্পিং করে থাকি। আমাদের জন্য এই পরামর্শগুলো খুব ভাল দিয়েছেন।আপনি শুধু মানি ম্যানেজমেন্ট নিয়েই বলেননি, আপনার দেয়া এই তথ্যগুলো যেন একটি স্ট্যাটেজি। ভবিষ্যতে এই রকম আরো অনেক ভাল করে তথ্য দিবেন বলে আশা করি।আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

nbfx
2017-02-11, 06:28 PM
স্ক্যাপ্লিং এর জন্য দরকারী টিপস
১। কম স্প্রেড যুক্ত কারেন্সি পেয়ার নির্বাচর করা।
২। ছোট টাইমফ্রেম ব্যবহার করা (১মিনিটি থেকে ৩০ মিনিট পর্যন্ত)
৩। হাই ইম্পেক্ট নিউজগুলোর ২ ঘন্টা পূর্বে উক্ত কারেন্সি পেয়ারে ট্রেড করা থেকে বিরত থাকা।
৪। কোন ধরনের সিগন্যাল ব্যবহার না করা।
৫। বড় টাইমফ্রেম দেখে নিজস্ব মেধা দিয়ে এনালাইসিস করা।তারপর ছোট টাইমফ্রেমে গিয়ে ট্রেড ওপেন করা।
৬। একসাথে অনেকগুলো ট্রেড না করা।
৭। মানি ম্যানেজমেন্ট মেনে চলা ।

instasaiful
2017-02-11, 10:44 PM
অনেক ধন্যবাদ। এতো সুন্দর পোষ্ট দেবার জন্য। আসলেই খুব খুশি হলাম। আশা করি আরো বেশি বেশি এরুপ পরামর্শ দিবেন। তবে কাছে সব চাইতে বেশি গুরুত্বপূর্ন মনে হয়েছে মানি ম্যানেজমেন্টকে। আশা করি এবিষয়ে আরো বিস্তারিত কিছু লিখবেন।

maziz6989
2017-02-13, 12:18 PM
আসলেই দরকারী টিপস তবে আমার মাথায় স্ক্যপ্লিং এর ভূত এখন আর নেই। আমি মনে করি স্ক্যাল্পিং একটা ফালতু জিনিস আমাদের মত ১০০-৫০০ ডলারের একাউন্ট ধারীদের জন্য। এটা তাদের জন্য যাদের একাউন্ট এ কয়েক হাজার ডলার আছে। কেননা যদি কেউ দুই পিপের জন্য ট্রেড করে তবে তাকে সেখান থেকেই ভাল মানের প্রফিট বের করে আনতে হবে।

Mamun13
2017-11-22, 06:55 PM
নতুন শিক্ষানবীশ ট্রেডারদের জন্য স্ক্যালপিং বা শর্ট ট্রেড কখোনোই প্রযোজ্য নয়৷যেহেতু ছোট টাইমফ্রেমগুলো দেখেই স্ক্যালপিং করতে হয় তাই খুবই ঝুঁকি থাকে৷তাই ছোট টাইমফ্রেমে ট্রেড করতে হলে দীর্ঘদিনের বাস্তব ট্রেডিং দক্ষতার প্রয়োজন হবে যা নতুন শিক্ষানবীশ ট্রেডারদের থাকেনা৷ স্ক্যালপিং বা শর্ট ট্রেড করে অভিজ্ঞ ট্রেডারগণ প্রচুর প্রফিট করেন আর নতুন ট্রেডারগণ লস করে করে ব্যালেন্স শুন্য করেন৷

expkhaled
2017-11-26, 10:42 AM
আসলে স্ক্যালপিং করা এক্সপার্টদের ট্রেডিং স্টাইল এটা যারা নতুন আসেন তাদের জন্য রিস্কি। তাই আমি মনে প্রাথমিক ভাবে ট্রেডিং এ এসে স্ক্যালপিং না করাই উচিত। স্ক্যালপিং একমাত্র অভিজ্ঞদের জন্য। তাই ফরেক্স এ অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করুন। ফরেক্স দীর্ঘদিন স্টাডি এবং ডেমো প্র্যাকটিসের মাধ্যমে আপনার নিজেকে তৈরী করে নিতে হবে। তাহলে আপনি যে কোন টাইমফ্রেমে এবং যেকোন স্টাইলেই ট্রেড করতে পারবেন।