PDA

View Full Version : মানি ম্যানেজমেন্ট কেন?



mehedi12122
2014-12-28, 06:41 PM
মানি ম্যানেজমেন্ট আপনার ট্রেডিং মূলধন কে একটি সঠিক ব্যবস্থাপনায় পরিচালিত করবে।
গাণিতিক সূত্রে আপনার মূলধন এর সময়ভিত্তিক রিটার্ন তৈরির ফর্মুলা দিবে।
আপনার ট্রেডের রিস্ক ফ্রী লাভ এবং লস রেশিও তৈরি করে দিবে।
প্রোপার এবং ইম্প্রোপার ট্রেডিং তৈরিতে সাহায্য করবে।
আপনার মূলধনের সেইফ রিটার্ন ফর্মুলা তৈরি করে দিবে।
একাউন্ট ফায়ারিং থেকে আপনাকে সেভ করবে।
লং এবং শর্ট টাইম ভিত্তিক ভিন্ন ভিন্ন ধারনায় ট্রেড করতে সাহায্য করবে।
আপনি কখন থেকে এই ফর্মুলায় ট্রেড করবেন তা নিশিত করবে।
আপনার ফরেক্স আল্টিমেট গোল কি হতে পারে তার সঠিক ব্যবস্থাপনা দিবে।
মার্কেটে লং লাইভ হওয়ার মত স্টেবিলিটিতে সাহায্য করবে।
আপনারা হয়ত লক্ষ করেছেন, যে সময়ে আপনি ৫০০ ডলার মেইক করতে পারেন আরেকজন ঠিক একই সময়ে একই ডিপোজেটে তার ডাবল মেইক করতে পারে অথবা আপনি যে পরিমানে লস করেন এবং আপনার রিটার্ন এর যে হার আরেকজন তার অনেক কম হারে লস করে এবং তার রিটার্ন ও বেশি, আসলে এইসব বিষয়গুলো কারো এক্সট্রা কোন পাওয়ার নয় , পাওয়ার যদি থেকে থাকে তা হল তার জানার পরিধি ভালো, যা আপনিও করতে পারেন। তাই আপনার ট্রেডিং চালিয়ে যেতে যে যে বিষয় গুলো প্রয়োজন তা আগে ভালোভাবে ক্যাপচার করে নিন তারপর ট্রেড শুরু করুন আপনি লস করবেন না।

ahmed
2015-01-13, 09:46 PM
ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্টের ভুমিকা অপরিসীম।সঠিক মানি ম্যানেজমেন্ট আপনার মুলধনকে অনাকাংক্ষিত ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে।আপনি ভুল ট্রেড করলেও,শুধু মানি ম্যানেজমেন্টের কারনে ব্যালেন্স শুন্য হওয়া থেকে রক্ষা পাবেন।

robi_21123
2015-01-18, 02:49 PM
ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্টের ভুমিকা অপরিসীম।সঠিক মানি ম্যানেজমেন্ট আপনার মুলধনকে অনাকাংক্ষিত ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে।আপনি ভুল ট্রেড করলেও,শুধু মানি ম্যানেজমেন্টের কারনে ব্যালেন্স শুন্য হওয়া থেকে রক্ষা পাবেন। মানি মেনেজমেন্ট ব্যতীত আপনার ব্যবসায় ঝুঁকি বৃদ্ধি পাবে। মানি মেনেজমেন্টের মাধ্যমে আপনি আপনার মূলধনকে সঠিকভাবে বিনিয়োগ করতে পারবেন।

salehchy
2015-01-30, 12:23 AM
:ok: মানি ম্যানেজমেন্ট কিন্তু বাস্তব ব্যাক্তি জীবনেও অপরিহার্য্য যেভাবে ব্যাক্তি জীবনে মানি ম্যানেজম্যান্ট প্রয়োজনীয় ঠিক তেমনি ভাবে ফরেক্সেও জরুরী । ফরেক্স এর মতো ব্যবসায় ঝুকি থাকে বেশী তাই মুলধন ঠিক রাখতে হলে মানি ম্যানেজ করতে হবে একটু সতর্ক থাকলে এবং ধর্য্য রাখতে পারলে এটা খুব কঠিন কিছু নয় ।

Harun1650
2015-03-17, 02:52 AM
আমি যেটা মানি ম্যানেজমেন্ট বলতে বুঝি সেটা হল আপনি কিভাবে আপনার টাকা খরচ করবেন তার একটা প্লেন তৈরি করা।ধরা যাক আপনি ১.৩৪৩২৫ পয়েন্ট এ একটি ট্রেড অপেন করেছেন তাহলে আপনার টকা কতটুকু লস এর বেশি আপনি আর নিবেন না সে জন্য এওক্টা প্লেন করলেন যে যদি ২ ডলার লস হয় তাহলে আমি আমার ট্রেডটি ক্লোস করে নতুন ট্রেড অপেন করে এই ক্ষতি থেকে রক্ষা পেতে পারেন।

mybff
2015-03-21, 11:21 PM
ফরেক্স ট্রেডিং করার ক্ষেত্রে মানি ম্যানেজমেন্ট খুব গুরুত্বপুর্ন একটি বিষোয় । আপনি লাভ করবেন না আপনার একাউন্ট টি কয়েকঘন্টার মধ্যে জিরো করে ফরেক্স থেকে ফেরত যাবেন তা এই মানি ম্যানেজমেন্ট এর উপর অনেকাংশে নির্ভর করে । মানি ম্যানেজমেন্ট করে ট্রেড না করলে আমাদেরকে অনেক বড় ক্ষতির সমুক্ষীন হতে হয় । আপনি কত লট এ ট্রেড ওপেন করলেন , আপনার রিস্ক কত টুকু , আপনি স্টপ লস , টেক প্রফিট সেট করলেন কিনা এসবই হচ্ছে মানি ম্যানেজমেন্ট এর অন্তর্গত ।

shojib23
2015-04-08, 01:23 PM
ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্টের ভুমিকা অপরিসীম।সঠিক মানি ম্যানেজমেন্ট আপনার মুলধনকে অনাকাংক্ষিত ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে। তাই আপনাকে আগে মানি ম্যানেজমেন্ট ভাল করে বুজতে হবে তা না হলে আপনি লস করবেন বারবার ।

Sacrifice
2015-04-08, 07:42 PM
মানি ম্যানেজমেন্ট হল একটি নিরাপত্তামূলক ব্যবস্থা। আপনারা জানেন যে ফরেক্স একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা। তাই এই ঝুঁকির নিয়ন্ত্রনের জন্য উপযুক্ত মানি ম্যানেজমেন্ট প্রয়োজন। অর্থাৎ, আপনি কি পরিমাণ ট্রেড ওপেন করবেন, তা থেকে কি পরিমান লাভ গ্রহণ করবেন, ট্রেড আপনার বিপরীতে মুভ করলে আপনি কতটুকু ক্ষতিতে ট্রেড ক্লোজ করবেন - এসব নির্ধারণ করাই হল মানি ম্যানেজমেন্ট। ফরেক্স মার্কেটে স্থায়িত্বতার সাথে ট্রেড করার জন্য মানি ম্যানেজমেন্টের গুরুত্ব অপরিসীম।

shojib23
2015-04-09, 04:41 PM
ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্টের ভুমিকা অপরিসীম।সঠিক মানি ম্যানেজমেন্ট আপনার মুলধনকে অনাকাংক্ষিত ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে।মানি ম্যানেজমেন্ট হল একটি নিরাপত্তামূলক ব্যবস্থা। আপনারা জানেন যে ফরেক্স একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা। তাই এই ঝুঁকির নিয়ন্ত্রনের জন্য উপযুক্ত মানি ম্যানেজমেন্ট প্রয়োজন।

Zakariea
2015-05-08, 02:48 PM
ফরেক্স একটি ব্যাবসা আর এই ব্যাবসা সঠিক ভাবে পরিচালোনা করার জন্য মানি ম্যানেজমেন্ট গুরুত্ব অনেক। সঠিক মানি ম্যানেজমেন্ট এর অভাবে অনেক ট্রেডার এর একাউন্ট জিরো হয়ে গেছে। ইউটিউবে মানি ম্যানেজমেন্ট এর উপর অনেক টিউটিরিয়াল আছে। দরকার হলে দেখে নিতে পারেন।

Shimanto754
2015-05-13, 09:41 AM
ফরেক্স ট্রেডিং করেন অথচ মানি ম্যানেজমেন্ট করেন তা এটা ভালো না।কারন মানি ম্যানেজমেন্টে ফরেক্স করতে প্রয়োজন।মানি ম্যানেজমেন্টের মাধ্যমে প্রতিটি ট্রেডার তাদের অ্যাকাউন্ট ম্যানেজ করে থাকে।কতটুকু রিস্ক নিবেন,কতটুকু লাভ করবেন কত লসে ট্রেড ক্লোজ করবেন এসবের সুষ্টু প্রয়োগই মানি ম্যানেজমেন্টের অন্তর্গত।সুতরাং মানি ম্যানেজমেন্ট ফরেক্স করতে হলে মানতে হবে।

fxover
2015-09-20, 05:58 PM
মানি ম্যানেজমেন্ট ফরেক্স মার্কেটের অনেক গুরুত্বপুর্ন একটা বিষয় ।ফরেক্স এ সফলতার অন্যতম চাবিকাঠি হচ্ছে মানি ম্যানেজমেন্ট । মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড না করলে আমরা কখনই সফল হতে পারব না তাতে আমাদের একাউন্ট ব্যালেন্স যতই বেশি হোক না কেন । আমরা যদি সঠিকভাবে এনালাইসিস করে ট্রেড করি এবং মানি ম্যানেজমেন্ট মেনে চলি তাহলে আমরা সফল অবশ্যই হব । একটা কথা ভাবুন যে আপনি যদি এনালাইসিস করে ট্রেড করেন এবং সবগুলো যদি একই লটে ট্রেড করে থাকেন তাহলে ১০ট ট্রেড এর মধ্যে যদি ২ টি ট্রেড আপনার বিপরীতে যায় তাহলেও আপনার অনেক লাভ থাকবে ।

MotinFX
2015-09-20, 07:14 PM
ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্টের গুরুত্ব অনেক। মানি ম্যানেজমেন্ট মেনেচললে অনাকাঙ্ক্ষিত লস থেকে ঝুকি মুক্ত থাকা যায়। সঠিক মানি ম্যানেজমেন্ট মেনে চলার অভাবে অনেক সময় একাউন্ট জিরো হয়ে যায়। তাই নিয়ন্ত্রনের জন্য মানি ম্যানেজমেন্ট মেনে চলা প্রয়োজন।

Jobless
2015-09-21, 11:43 AM
ফরেক্স এ যদি আমরা একটি প্রপার ট্রেড করতে চাই তাহলে ম্যানি ম্যানেজমেন্ট অবশ্যয় দরকার পরে।ম্যানি ম্যানেকজমেন্ট এর মাধ্যমে আমারা ফর্মুলা তৈরি করে থাকি যার মাধ্যমে কিভাবে মার্কেট এ টিকে থাকতে হবে সেই বিষয়ে ভাল ধারনা পেয়ে তাকি।ট্রেড এর বিভিন্ন আনুসঙ্গনিক বিষয় রিস্ক থেকে নিরাপদ লস থেকে মুক্তি ইত্যাদির ক্ষেত্রে আমাদের অবশ্যয় ম্যানি ম্যনেজমেন্ট এর দরকার পরে।

shakawath
2015-09-23, 12:11 PM
শুধু ফরেক্স এ নয়, ব্যক্তি জীবনেও মানি ম্যানেজমেন্ট খুবই জরুরী। মানি ম্যানেজমেন্ট আপনার এয়কাউন্টকে অনাকাঙ্ক্ষিত ঝুঁকি বা লস এর হাত থেকে রক্ষা পায়। আর প্রপার মানি ম্যানেজমেন্ট না থাক্লে আপনার মান্থলি টার্গেট পুরন করতেও ব্যার্থ হবেন। এর দ্বারা আপনার ডেইলি টার্গেট ও নির্দিষ্ট হবে। মানি ম্যানেজমেন্ট আপনার একাউন্ট কে লক্ষ্যে পৌছুতে সহায়তা করবে।

swadip chakma
2015-09-23, 11:37 PM
ফরেক্স যেহেতু একটি ব্যবসা সেহেতু ফরেক্স এ মানি মেনেসমেন্ট অন্যান্ত প্রয়োজন ।কারন একানে অনেক কিছু জেনে শুনে সবাই কাজ করে আয় করে এছাড়া মানি মেনেসমেন্ট না করলে বা না মানলে যত ডলার বা মেধা ব্যবহার করা হবে সব বৃথাই যাবে ,তাই ফরেক্স এ মানি মেনেসমেন্ট দরকার।

AbuRaihan
2015-10-03, 09:32 PM
জীবনের জন্য যেমন পানি প্রয়োজন ঠিক তেমনি ফরেক্স মার্কেট এর জন্য প্রয়োজন সঠিক মানি ম্যানেজমেন্ট । সঠিক মানি ম্যানেজমেন্ট এর কারণে আপনার প্রত্যকটা ট্রেড হবে কম ঝুঁকির এবং আপনার মূলধনকে সঠিকভাবে ব্যবস্থাপনা করার কাজে সহয়তা করবে । যাদের মানিম্যনেজমেন্ট সম্পর্কে যথেষ্ট জ্ঞান নেই তাদের উচিত হবে কোন অভিজ্ঞ ট্রেডার অথবা টিউটোরিয়াল দেখে এই বিষয়ে নিজের স্কিল বৃদ্ধি করা । ফরেক্স করে সফলতা পেতে চাইলে মানি ম্যানেজমেন্ট আপনাকে মেনে চলতেই হবে । কেননা প্র্রত্যকটা সফল ট্রেডার মানিম্যানেজমেন্ট রুলস মেনেই ট্রেড করেন ।

dinner
2015-12-04, 03:12 PM
অ্যাকাউন্টের ছোট পার্সেনটেজ রিস্ক নেয়া কেন গুরুত্বপূর্ণ? এর কারন হচ্ছে আপনাকে আপনার অ্যাকাউন্ট টিকিয়ে রাখতে হবে। প্রথমে আপনার অ্যাকাউন্ট টিকিয়ে রাখতে হবে, তারপর প্রফিটের কথা ভাবতে হবে।
ভালো ট্রেডার তারাই যারা তাদের অ্যাকাউন্ট টিকিয়ে রাখতে পারে এবং এ ব্যাপারে সচেতন।
যদি আপনি কম রিস্ক নিয়ে ট্রেড করেন তবে কোন ট্রেডে আপনার লস অনেক বেশী হলেও চাইলে আপনি আপনার ট্রেডটিকে হোল্ড করতে পারবেন।
মানি ম্যানেজমেন্ট হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ফরেক্স ট্রেডাররা তাদের অ্যাকাউন্ট ম্যানেজ করে থাকে। ফরেক্স ট্রেডারদের জন্য মানি ম্যানেজমেন্ট খুবই জরুরী। একটি ভাল মানি ম্যানেজমেন্ট আপনার অ্যাকাউন্টকে ব্যাঙ্কর*্যাপ্টসি থেকে রক্ষা করতে সাহায্য করে। একটি ভাল মানি ম্যানেজমেন্ট ফলো করলে আপনার ক্যাপিটাল হারানোর সম্ভাবনা খুব কম।

HKProduction
2015-12-06, 07:28 PM
আপনার ধারনার সাথে আমি একমত। আসলে মানি ম্যানেজমেন্ট যদিও খুবই উপকারী আমরা এর গুরুত্ব দিতে ব্যর্থ হই। আমাদের অভাব আমাদের স্বভাবকে লোভে পরিণত করে। আমরা শুধু আছাড় খেতেই থাকি। তবে আমরা কখনই ভুলব না যে- ঘোড়ায় চড়িল , আছাড় খাইল। আবার পড়িল, আবার চড়িল। এভাবেই শিখিল। থামলে চলবে না।

sharifulbaf
2015-12-09, 09:59 AM
ফরেক্স মার্কেটে মানিম্যানেজমেন্ট অনেক দারুন ভূমিকা পালন করে।মানি ম্যানেজমেন্ট ছাড়া ফরেক্স মার্কেট এ টিকে থাকা অনেক কঠিন।যদি মার্কেট এ আপনার ১০০ ডলার আছে এখানে আপনাকে ৮০% রাখতে হবে।আর ২০% লস ধরে রাখতে হবে।এই জন্য স্টপ লস ব্যাবহার করতে হবে।

shihab
2015-12-10, 11:28 AM
আপনি কততুকু রিস্ক নিয়ে কততুকু লাভ করবেন, আর আপনি আপনার অ্যাকাউন্ট এর কত পারসেন্ত রিস্ক নিচ্ছেন তা যদি হিশাব না রাখেন তাহলে আপনি কখনি একজন দক্ষ ত্রেদার হতে পারবেন না। শফল হতে হলে অবসসই আপনাকে মানি ম্যানেজমেন্ট এর নিয়ম অনুশরন করতে হবে।

Realifat
2015-12-20, 02:08 PM
ফরেক্স ট্রেডিং খুবই রিস্কি বিজনেস। এই বিজনেসের রিস্ক বেশি বিধায় অনেক স্ট্রাটেজি প্রয়োগ করতে হয়। এমনই এক স্ট্রাটেজি হচ্ছে মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট এর মাধ্যমে অ্যাকাউন্ট ম্যানেজ করতে হয় যাতে অ্যাকাউন্টে ব্যালেন্স জিরো না হয়। সর্বোপরি ভালোভাবে টিকে থাকতে মানি ম্যানেজমেন্ট প্রয়োজন।

basaki
2016-03-18, 05:16 PM
কোন কিছুর আগে প্লান করে কতে হয় আর এই কাহটা সফল হবে তেমনেই ফরেক্স মার্কেটে আপনি যদি ফরেক্স মার্কেটে ট্রেড জরতে জান তবে আমি মনে করি আপনি যদি ভাল করে মানিমেনেজমেন্ট করে করতে পারেন তবে আপনি ভাল করে ট্রেড করতে পারবেন এবং আপনার লস কম হবে।

ASADUR RAHMAN
2016-03-19, 09:37 PM
মানি ম্যানেজমেন্ট হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ফরেক্স ট্রেডাররা তাদের অ্যাকাউন্ট ম্যানেজ করে থাকে। ফরেক্স ট্রেডারদের জন্য মানি ম্যানেজমেন্ট খুবই জরুরী। একটি ভাল মানি ম্যানেজমেন্ট আপনার অ্যাকাউন্টকে ব্যাঙ্কর*্যাপ্টসি থেকে রক্ষা করতে সাহায্য করে। একটি ভাল মানি ম্যানেজমেন্ট ফলো করলে আপনার ক্যাপিটাল হারানোর সম্ভাবনা খুব কম। তাই আপনাকে মানি ম্যানেজমেন্ট করতে হবে।

fatemaakhter
2016-03-19, 11:04 PM
মানি ম্যানেজমেন্ট ফরেক্স এর জন্য অত্যাবশ্যক। কারন মানি ম্যানেজমেন্ট ছাড়া ফরেক্সে উন্নতি করা সম্ভবপর হয়ে ওঠে না। যে যত মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করবে সে তত বেশি উন্নতি করতে পারবে মানে তার লস এর পরিমান তত কম হবে। তাই ফরেক্সে উন্নতি করতে হলে মানি ম্যানেজমেন্ট এর গুরুতব অপরিসীম। আপনাকে মনে রাখতে হবে আপনার ব্যালেন্স যদি জিরো হয়ে যায় তাহলে আপনি কি দিয়ে ট্রেড করবেন ।

yasir arafat
2016-04-01, 02:38 AM
আপনারা হয়তোবা দেখবেন যে ফরেক্সে নতুন যখন পা রাখবেন বা আপনার পরিচিত কাউকে দেখবেন ,তখন লক্ষ্য করবেন যে সে একটি ফর্মুলা ব্যবহার করছে যার কারণ সে ফরেক্সে ঠিকে আছে।আপনি লক্ষ্য করলে আরো দেখবেন যে সে যে ফর্মুলা ব্যবহার করছিল সেটা আসলে মানিম্যানেজমেন্ট ।যার কারণে সে লাভ করতে সক্ষম হচ্ছে এবং লসের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারছে।সুতরাং আমাদেরকে এ সকল নিয়ম মেনে চলা উচিত।:yahoo:

RUBEL MIAH
2016-04-01, 06:15 PM
মানি ম্যানেজমেন্ট ফরেক্স মার্কেটের অন্যতম হাতিয়ার । যার যত বেশী ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্ট রয়েছে সে তত বেশী সফরকাম হতে পারবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য মানি ম্যানেজমেন্ট করার চেষ্টা করব ।

maziz6989
2016-05-30, 12:29 PM
এক সময় আমি ও ভাবতাম মানি ম্যানেজমেন্ট সেটা আবার কি। কয়েক বার একাউন্ট জিরো করার পরে অনুধাবন করলামর্ ফরেক্স মার্কেট এ ঠিকে থাকার সুত্র হল মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করা না হলে এখানে সফল হওয়া তো দূরের কথা ঠিকে থাকাই সম্ভব হবে না। এখনও মাঝে মধ্যে পাগলামি করার ইচ্ছা জাগে। মাঝে মাঝে নিজেকে নিয়ন্ত্রন করতে পারি আবার মাঝে মাঝে পারিও না।

Moon
2016-06-07, 11:01 PM
সঠিক মানিম্যানেজমেন্ট না করার কারণে অনেকে অনেক টাকা এখানে লস করেছেন যার জ্বলন্ত প্রমাণ রয়েছে । আমি মনে করি যে ফরেক্স মার্কেটে আমাদেরকে বেশি করে মানিম্যনেজমেন্ট এর উপর গুরত্ব দিতে হবে । কেননা আমরা যে টাকা বিনিয়োগ করি সেই বিনিয়োগকৃত টাকার যথার্থ ব্যবহারই হল মানিম্যনেজমেন্ট । যত ভাল মানিম্যনেজমেন্ট করা যাবে লাভের সম্ভাবনা ততই বেশি ।

Rahat015
2016-06-09, 01:04 PM
ফরেক্স এ মানি ম্যানেজমেন্ট এর গুরুত্ব আসলেই অপরিসীম।। আপনার একাউন্ট কে ঠিকিয়ে রাখতে হলে মানি ম্যানেজমেন্ট এর কোন বিকল্প নায়।। কেন মানি ম্যানেজমেন্ট করবেন?
১।মানি ম্যানেজমেন্ট আপনার ট্রেডিং মূলধন কে একটি সঠিক ব্যবস্থাপনায় পরিচালিত করবে।
২।গাণিতিক সূত্রে আপনার মূলধন এর সময়ভিত্তিক রিটার্ন তৈরির ফর্মুলা দিবে।
৩।আপনার ট্রেডের রিস্ক ফ্রী লাভ এবং লস রেশিও তৈরি করে দিবে।
৪।আপনার মূলধনের সেইফ রিটার্ন ফর্মুলা তৈরি করে দিবে।
৫।সর্বোপরি আপনার একাউন্ট জিরো হওয়া থেকে বাচাবে।

dwipFX
2016-06-09, 03:48 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে আমাদের কে মানি মেনেজমেন্ট সম্পর্কে জানতে হবে কারন আপনি ট্রেড লাভ করলেন আরেক ট্রেডে মানি মেনেজমেন্ট না করে ট্রেড করলেন তখন লসেরর পরিমান বেশি এই ভাবে এক সময় আপনি ফরেক্স মার্কেটে একাউন্ট জডরো হয়ে যাবে।তাই আমাদের কে মানি মেনেজমেন্ট মেনে ট্রেড করতে হবে।

Rahat015
2016-06-15, 11:20 PM
মানি মেনেজমেন্ট কেন করবেন না? আপনার একাউন্ট কে জিরো হওয়ার হাত থেকে বাচাতে মানি মেনেজমেন্ট ।। একটা প্রপার ইনভেস্টমেন্ট পার ট্রেড এ, তাতেও মানি মেনেজমেন্ট। আর সবচেয়ে বড় কথা হল ঝুকিপূর্ণ এই ব্যবসাতে ঠিকে থাকার জন্য দরকার মানি মেনেজমেন্ট। আরো জানতে গুগল করুন।

Md. Tariqul Islam
2016-06-21, 05:40 PM
সঠিক মানি ম্যানেজমেন্ট আপনার মুলধনকে অনাকাংক্ষিত ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে।আপনি ভুল ট্রেড করলেও,শুধু মানি ম্যানেজমেন্টের কারনে ব্যালেন্স শুন্য হওয়া থেকে রক্ষা পাবেন। মানি মেনেজমেন্ট ব্যতীত আপনার ব্যবসায় ঝুঁকি বৃদ্ধি পাবে। মানি মেনেজমেন্টের মাধ্যমে আপনি আপনার মূলধনকে সঠিকভাবে বিনিয়োগ করতে পারবেন। ফরেক্স এর মতো ব্যবসায় ঝুকি থাকে বেশী তাই মুলধন ঠিক রাখতে হলে মানি ম্যানেজ করতে হবে একটু সতর্ক থাকলে এবং ধর্য্য রাখতে পারলে এটা খুব কঠিন কিছু নয় ।

Sahed
2016-07-24, 07:13 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য মানি ম্যানেজমেন্ট অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে আমি মনে করি । অধিকাংশ ট্রেডাররাই মার্কেটে লস করে মানি ম্যানেজমেন্ট না করার কারনে । এলোমেলো ট্রেড না করে মার্কেট এ্যনালাইসিস করে সীমিত ট্রেড করাই উত্তম ট্রেডারের বৈশিষ্ট । মনে রাখতে হবে মার্কেটে মানি ম্যানেজমেন্ট না করলে লস করে একাউন্ট শূণ্য করার সম্ভাবনাই বেশি ।

milonkhanfx1993
2016-09-30, 02:09 PM
মানি ম্যানেজমেন্ট আপনার ট্রেডিং মূলধন কে একটি সঠিক ব্যবস্থাপনায় পরিচালিত করবে।
গাণিতিক সূত্রে আপনার মূলধন এর সময়ভিত্তিক রিটার্ন তৈরির ফর্মুলা দিবে।
আপনার ট্রেডের রিস্ক ফ্রী লাভ এবং লস রেশিও তৈরি করে দিবে।
প্রোপার এবং ইম্প্রোপার ট্রেডিং তৈরিতে সাহায্য করবে।
আপনার মূলধনের সেইফ রিটার্ন ফর্মুলা তৈরি করে দিবে।
একাউন্ট ফায়ারিং থেকে আপনাকে সেভ করবে।
লং এবং শর্ট টাইম ভিত্তিক ভিন্ন ভিন্ন ধারনায় ট্রেড করতে সাহায্য করবে।
আপনি কখন থেকে এই ফর্মুলায় ট্রেড করবেন তা নিশিত করবে।
আপনার ফরেক্স আল্টিমেট গোল কি হতে পারে তার সঠিক ব্যবস্থাপনা দিবে।
মার্কেটে লং লাইভ হওয়ার মত স্টেবিলিটিতে সাহায্য করবে।
আপনারা হয়ত লক্ষ করেছেন, যে সময়ে আপনি ৫০০ ডলার মেইক করতে পারেন আরেকজন ঠিক একই সময়ে একই ডিপোজেটে তার ডাবল মেইক করতে পারে অথবা আপনি যে পরিমানে লস করেন এবং আপনার রিটার্ন এর যে হার আরেকজন তার অনেক কম হারে লস করে এবং তার রিটার্ন ও বেশি, আসলে এইসব বিষয়গুলো কারো এক্সট্রা কোন পাওয়ার নয় , পাওয়ার যদি থেকে থাকে তা হল তার জানার পরিধি ভালো, যা আপনিও করতে পারেন। তাই আপনার ট্রেডিং চালিয়ে যেতে যে যে বিষয় গুলো প্রয়োজন তা আগে ভালোভাবে ক্যাপচার করে নিন তারপর ট্রেড শুরু করুন আপনি লস করবেন না।

ফরেক্স মার্কেট এ টিকে থাকাটা সব চেয়ে বড় চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জ মোকাবেলার অস্ত্র হচ্ছে মানি ম্যানেজমেন্ট কারন লস হতেই পারে সেটাকে রিকভার করার মত সামর্থ্য তো রাখতে হবে।

MoinFX
2016-10-06, 11:16 AM
আমার একাউন্টে একশত ডলার থাকলে আমি এক ট্রেডে একশত ডলার দিয়ে ট্রেড করতে পারি।ফরেক্স মার্কেটে নিশ্চিত করে বলতে পারবেনা মার্কেট এখন ডাউন হবে। তাই সেটাকে মাথাই রেখে মানি মেনেজমেন করতে হয়।

mithunsarkar
2016-10-20, 12:31 PM
প্রতিটা ট্রেড ওপেন করার আগে আমাদের রিস্ক কতটুকু তা সঠিকভাবে নির্নয় করতে হবে । যদি মনে হয় বেশি রিস্ক তাহলে ট্রেড এ এন্ট্রি নেয়া থেকে বিরত থাকতে হবে । বেশি রিস্ক নিয়ে ট্রেড করা খুবই বাজে একটি অভ্যাস । আর এর কারনে আপনার একাউন্ট জিরো হতে পারে । বেশি রিস্ক নিয়ে ট্রেড করলে কপাল গুনে দু একবার লাভ হলেও পরে দেখা যাবে অনেক বেশি লস করে ফেলেছেন । তাই বেশি রিস্ক না নিয়ে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করাই ভালো।

Mamun13
2017-10-02, 08:33 AM
বিশ্বের যেকোনোও ব্যাবসায় এই মানি মেনেজমেন্ট সঠিকভাবে ফলো করে ব্যাবসা করতে হয়৷যার ব্যাবসার মানি মেনেজমেন্ট তত ভালো থাকে তার ব্যাবসা যত ভালো হবে ৷সঠিকভাবে মানি মেনেজমেন্ট ফলো করা সফল ব্যাবসায়ীদের জন্য অপরিহার্য৷এই মার্কেট থেকে পালিয়ে যাওয়া 95% নতুন ট্রেডারদের মূল সমস্যাই থাকে এই মানি মেনেজমেন্টের ভূল প্রয়োগ৷

expkhaled
2017-10-17, 08:18 PM
মানিম্যানেজমেন্ট ফরেক্স এর জন্য একটি অত্যান্ত গুরুত্বপূর্ন বিষয়। এটা ছাড়া আসলে ট্রেড করা একদম উচিত নয়। কারণ সঠিক মানিম্যানেজমেন্ট না থাকলে আপনার একাউন্ট জিরো হতে সময় লাগবে না। কারণ একটি ভূল ট্রেড আপনার একাউন্ট শূন্য করে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি যদি দীর্ঘ দিন ট্রেড এ টিকতে চান বা অভিজ্ঞতা অর্জন করতে চান তা হলে মানিম্যানেজমেন্ট এর ব্যপারে আগে জানা প্রয়োজন।

Mahidul84
2017-10-17, 09:10 PM
মানি ম্যনেজমেন্ট ফরেক্স ব্যবসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ এটা ছাড়া ফরেক্স মার্কেটে ট্রেড করা মোটেও উচিত হবে না তার অন্যতম কারণ হচ্ছে মানি ম্যনেজমেন্ট যদি আপনি সঠিকভাবে পরিচালনা না করতে পারেন তাহলে আপনার এ্যাকাউন্ট জিরো হয়ে যেতে পারে। বিশেষ করে একটি ভুল ট্রেড করলে যেমন আপনার এ্যাকাউন্ট ঝুকির মুখে পড়ে যায় ঠিক তেমনি মানি ম্যনেজমেন্ট সঠিকভাবে পরিচালনা না করলে আপনার এ্যাকাউন্ট ব্যালেন্স শূন্য হতে পারে। এজন্য প্রত্যেক ট্রেডারের উচিত সঠিকভাবে মানি ম্যনেজমেন্ট করা এবং মানি ম্যনেজমেন্ট দ্বারা কিভাবে দীর্ঘ দিন টিকে থাকা যায় সেই বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা আপনাকে অর্জন করতে হবে।

FXBD
2019-04-15, 05:54 PM
মন ট্রেডারও জানেন যে এখানে টিকে থাকতে হলে অন্যান্য সকল বিষয়ের সাথে মানি ম্যানেজমেন্ট খুব শক্তভাবে আয়ত্ত করতে হবে। মানি ম্যানেজমেন্ট ভালভাবে ব্যবহার করতে শেখা মানে ফরেক্স এর ৭০% নিজের নিয়ন্ত্রনে নিয়ে আসা। আর এই মানি ম্যানেজমেন্ট ৫% সর্বোচ্চ হতে পারে, এর বেশি করতে গেলেই ট্রেড ও আপনার ব্যালান্স উভয়ই ঝুঁকির মাঝে পড়বে। এই মানি ম্যানেজমেন্টের উপরেই আপনার সাইকোলজি অনেকটাই নির্ভরশীল। আপনি সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করলে আপনি সাইকোলজিক্যালি অনেক রিল্যাক্স থাকতে পারবেন। অন্যদিকে আপনার ট্রেডিং স্ট্রাটেজী যতই ভাল প্রফিট দেক না কেন, মানি ম্যানেজমেন্ট ভালভাবে ফলো না করলে আপনার সাইকোলজি আপনাকে অস্থির করে তুলবে প্রতিটা ট্রেডেই। আর তখনই আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন আর লুজার হয়ে যাবেন। আপনার সাইকোলজি আপনাকে এরপর থেকে নিয়মিত আপনাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। আপনি চাইলেও আর প্রফিটের ধারায় আসতে পারবেন না। কারন আপনার সাইকোলজি আপনাকে নিয়ন্ত্রন করা শুরু করে দিয়েছে ততোক্ষনে।

Xrin
2019-04-18, 03:06 PM
ফরেক্স ট্রেডিং এ মানি ম্যানেজমেন্ট অনেক গুরুত্বপূর্ণ কারণ আপনি যত ভালো এবং প্রভেন ট্রেডিং স্ট্রাটেজি এই ব্যবহার করেন না কেন আপনার মানি ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে তাহলে কোনো প্রভেন ট্রেডিং স্ট্রাটেজি এই কাজ করবে না লং টার্ম এ. সুতরাং মানি ম্যানেজমেন্ট হলো ভাইটাল যেকোনো স্ট্রাটেজি এর জন্য.

তবে সব কিছুর উপর হলো ফরেক্স ট্রেডিং শিক্ষা এবং অনুশীলন. যারা ফরেক্স ট্রেডিং শিখতে চান তারা এই সাইট এ ভিজিট করুন বিনা মূল্যে ফরেক্স ট্রেডিং এর যাবতীয় বই, কলাকৌশল শিখতে পারবেন এবং আপনার রিয়েল একাউন্ট এ বোনাস নিয়ে ট্রেডিং করতে পারবেন.

ফরেক্স ট্রেডিং এ যাবতীয় সব কিছুর তথ্য পাবেন, ক্যাশ বোনাস, কনটেস্ট, কপি ট্রেডিং, এডুকেশন, বুকস, ভিডিও লেকচার. Forex University (http://www.forex-university.co.uk)

amreta
2020-01-25, 12:16 PM
অনেক সাথী অবশেষে আপনি এখানে এসেছেন শুভ পদক্ষেপ নিয়ে ফিরে আসুন কারণ আপনি যেভাবেই আমাদের ঘরোয়া কারণেই শুভকামনা নিয়ে ব্যস্ত রয়েছেন এবং আমি আশা করি আপনি খুশি এবং এই ফোরামে কাজ করার জন্য ভাল স্ট্যাকুইন নিয়ে ফিরে আসতে প্রস্তুত, আপনি সোনার হলুদ ধাতব অনুচ্ছেদটি হলেন নেতিবাচক বাজারটি দেখান তবে আমার প্রযুক্তিগত মনে এই বলে যে সোনা আরও বেশি উপরে যাবে।

FREEDOM
2020-04-21, 09:10 PM
মানি ম্যানেজমেন্ট ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো ট্রেডার সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে না পারে তবে তার পক্ষে এই মার্কেট থেকে সফল হওয়া সম্ভব নয়। একজন ট্রেডার যখন সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করতে পারবে ঠিক তখনই সে ভালো করতে শুরু করবে। আমরা অনেকেই আছি ওভার লটে ট্রেড করি এক্ষেত্রে যখন লাভ হয় তখন কিছু লাভে ক্লোজ আর লস হলে তখন লস নিয়েই পড়ে থাকি আর একাউন্ট হয়ে পড়ে শুন্য। এজন্য আমাদের উচিত সঠিক মানি ম্যানেজমেন্ট ফলো করা যাতে লাভ লসের রেশিও অন্ততপক্ষে লাভে না আসলেও বেশি লসে চলে না যায়।

Rokibul7
2020-05-03, 10:39 AM
ফরেক্স মাকেটে এ মানি ম্যানেজ মেন্ট আপনার একাউন্টকে সুরক্ষিত রাখবে। মানি ম্যানেজমেন্ট গুরুত্ব অনেক। সঠিক মানি ম্যানেজমেন্ট এর অভাবে অনেক ট্রেডার এর একাউন্ট জিরো হয়ে গেছে।সঠিক মানি ম্যানেজমেন্ট আপনার মুলধনকে অনাকাংক্ষিত ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে।তাই আপনাকে আগে মানি ম্যানেজমেন্ট ভাল করে বুজতে হবে তা না হলে আপনি লস করবেন বারবার ।

KF84
2020-05-05, 10:26 PM
ফরেক্স এ আপনার একাউন্ট কে ঠিকিয়ে রাখতে হলে মানি ম্যানেজমেন্ট এর কোন বিকল্প নাই । মানি ম্যানেজমেন্ট ছাড়া ফরেক্সে উন্নতি করা সম্ভবপর হয়ে ওঠে না । যে যত মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করবে সে তত বেশি উন্নতি করতে পারবে মানে তার লস এর পরিমান তত কম হবে । তাই ফরেক্সে উন্নতি করতে হলে মানি ম্যানেজমেন্ট এর গুরুত্ব অপরিসীম । আপনাকে মনে রাখতে হবে আপনার ব্যালেন্স যদি জিরো হয়ে যায় তাহলে আপনি কি দিয়ে ট্রেড করবেন ।

Md.shohag
2020-12-02, 07:48 PM
আমি যেটা মানি ম্যানেজমেন্ট বলতে বুঝি সেটা হল আপনি কিভাবে আপনার টাকা খরচ করবেন তার একটা প্লেন তৈরি করা।ধরা যাক আপনি ১.৩৪৩২৫ পয়েন্ট এ একটি ট্রেড অপেন করেছেন তাহলে আপনার টকা কতটুকু লস এর বেশি আপনি আর নিবেন না সে জন্য এওক্টা প্লেন করলেন যে যদি ২ ডলার লস হয় তাহলে আমি আমার ট্রেডটি ক্লোস করে নতুন ট্রেড অপেন করে এই ক্ষতি থেকে রক্ষা পেতে পারেন।

Bossking
2021-01-23, 02:36 PM
ফরেক্স এক্সচেঞ্জিং একটি অত্যন্ত বিপজ্জনক ব্যবসা। এই ব্যবসায়ের বিপদ বেশি হওয়ায় অসংখ্য পদ্ধতি কার্যকর করতে হবে। এরকম একটি ব্যবস্থা হ'ল বোর্ড নগদ। রেকর্ডগুলি অবশ্যই নগদ বোর্ডের মাধ্যমে তদারকি করতে হবে যাতে রেকর্ডের ভারসাম্যটি শূন্য নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ, নগদ বোর্ড ভাল সহ্য করবে বলে আশা করা হচ্ছে।

AbdulRazzak
2021-01-26, 05:46 PM
আপনি দ্বিতীয় ধাপের শেষের দিকে যাওয়ার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে সিস্টেমটিতে আসলেই কোনও সমস্যা নেই, আপনি ভেবেছিলেন। আপনি বুঝতে শুরু করবেন যে আপনি যদি ভাল অর্থ পরিচালন বাস্তবায়ন করতে পারেন তবে চলাচলের একটি সহজ মাধ্যম দিয়েও অর্থোপার্জন করা যায়। আপনি বিভিন্ন মনোবিজ্ঞানের বই পড়তে শুরু করবেন এবং সেই বইগুলিতে বর্ণিত বিভিন্ন চরিত্রের সাথে মিল পাবেন। ইউরেকা আপাতত আসবে।

zubair
2021-01-27, 08:55 AM
মানি ম্যনেজমেন্ট ফরেক্স ব্যবসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ এটা ছাড়া ফরেক্স মার্কেটে ট্রেড করা মোটেও উচিত হবে না তার অন্যতম কারণ হচ্ছে মানি ম্যনেজমেন্ট যদি আপনি সঠিকভাবে পরিচালনা না করতে পারেন তাহলে আপনার এ্যাকাউন্ট জিরো হয়ে যেতে পারে। বিশেষ করে একটি ভুল ট্রেড করলে যেমন আপনার এ্যাকাউন্ট ঝুকির মুখে পড়ে যায় ঠিক তেমনি মানি ম্যনেজমেন্ট সঠিকভাবে পরিচালনা না করলে আপনার এ্যাকাউন্ট ব্যালেন্স শূন্য হতে পারে। এজন্য প্রত্যেক ট্রেডারের উচিত সঠিকভাবে মানি ম্যনেজমেন্ট করা এবং মানি ম্যনেজমেন্ট দ্বারা কিভাবে দীর্ঘ দিন টিকে থাকা যায় সেই বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা আপনাকে অর্জন করতে হবে।

Mas26
2021-03-11, 01:05 PM
ফরেক্স এর মূল চাবিকাঠি হল মানি ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট সঠিক ভাবে না করতে পারলে ব্যবসায় কখনোই সফল হওয়া সম্ভব হয় না।
মানি ম্যানেজমেন্ট কিন্তু বাস্তব ব্যাক্তি জীবনেও অপরিহার্য্য যেভাবে ব্যাক্তি জীবনে মানি ম্যানেজম্যান্ট প্রয়োজনীয় ঠিক তেমনি ভাবে ফরেক্সেও জরুরী । ফরেক্স এর মতো ব্যবসায় ঝুকি থাকে বেশী তাই মুলধন ঠিক রাখতে হলে মানি ম্যানেজ করতে হবে একটু সতর্ক থাকলে এবং ধর্য্য রাখতে পারলে এটা খুব কঠিন কিছু নয় ।

md mehedi hasan
2021-04-08, 09:54 AM
আপনি কখনো এক ফুট ফাকা রেখে দশ তালা বিল্ডিং তৈরি করতে পারবেন না।তেমনি ফরেক্স মার্কেটে যত এনালাইসিস করেনা কেন সঠিকভাবে মানিমেনেজমেন্ট না করলে টিকে থাকতে পারবোনা।আপনি একটি ট্রেডে কখনো দশ ডলার রিক্স নিলেন আবার কোন ট্রেড এ পঞ্চাশ ডলার রিক্স নিলেন।দেখা গেল আপনার প্রথম ট্রেড লাভ করলেন দশ ডলার আর দ্বিতীয়টা লস করলে পঞ্চাশ ডলার তাহলে আপনার একাউন্ট এর কোন ব্যালেন্স থাকবেনা।আর এই একাউন্ট এর সঠিক ব্যবহার এর জন্য ফরেক্স মার্কেটে মানিমেনেজমেন্ট করা অত্যন্ত জরুরি।

EmonFX
2021-04-14, 09:31 AM
ফরেক্সে মানি ম্যানেজমেন্ট হলো মূলধন জিরো হওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য একটি বিশেষ ট্রেডিং স্ট্রাটেজি। ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিজনেস। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই আমাদের রিস্ক নিতে হবে, তবে সেটা মানি ম্যানেজমেন্ট তথা মূলধন ঠিক রেখে নিতে হবে। বিজনেস এর ক্ষেত্রে রিস্ক নিতে হবে, অবশ্যই সেটা একটি সহনীয় মাত্রায় হতে হবে। আমি যদি আমার মূল ধনের অনুপাতের বেশি রিস্ক নিয়ে ট্রেড করি তাহলে লস করে যেকোনো সময় ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে। মূলধন শেষ হয়ে গেলে পরবর্তীতে আর ট্রেড করার সুযোগ থাকবে না। আমার যদি 100 ডলার মূলধন থাকে তাহলে সর্বোচ্চ 10 শতাংশ রিস্ক নেওয়া উচিত। তাতে করে রিস্ক থাকবে। 100 ডলার শূন্য হাতে প্রায় দশটি ট্রেডে আপনাকে লস করতে হবে। মনে রাখবেন একটি ভুল ট্রেন নিয়ে লস করার থেকে মুনাফাবিহীন থাকা অনেক ভালো। এর জন্য যদি আপনাকে একটি ট্রেন নিতে তিন/চার দিন অথবা এক সপ্তাহ অপেক্ষা করতে হয় তবে তাই করুন। আপনার মূলধন থাকলে ভালো ট্রেড অপারচুনিটি একসময় না একসময় অবশ্যই আসবে। তাই বলব কম রিস্ক নিয়ে ট্রেড করুন এবং মূলধন রক্ষা করুন।

Mas26
2021-05-27, 11:26 AM
মানি ম্যানেজমেন্ট হল একটি নিরাপত্তামূলক ব্যবস্থা। আপনারা জানেন যে ফরেক্স একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা। তাই এই ঝুঁকির নিয়ন্ত্রনের জন্য উপযুক্ত মানি ম্যানেজমেন্ট প্রয়োজন। অর্থাৎ, আপনি কি পরিমাণ ট্রেড ওপেন করবেন, তা থেকে কি পরিমান লাভ গ্রহণ করবেন, ট্রেড আপনার বিপরীতে মুভ করলে আপনি কতটুকু ক্ষতিতে ট্রেড ক্লোজ করবেন।ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্টের ভুমিকা অপরিসীম।সঠিক মানি ম্যানেজমেন্ট আপনার মুলধনকে অনাকাংক্ষিত ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে।আপনি ভুল ট্রেড করলেও,শুধু মানি ম্যানেজমেন্টের কারনে ব্যালেন্স শুন্য হওয়া থেকে রক্ষা পাবেন। মানি মেনেজমেন্ট ব্যতীত আপনার ব্যবসায় ঝুঁকি বৃদ্ধি পাবে। মানি মেনেজমেন্টের মাধ্যমে আপনি আপনার মূলধনকে সঠিকভাবে বিনিয়োগ করতে পারবেন।এসব নির্ধারণ করাই হল মানি ম্যানেজমেন্ট। ফরেক্স মার্কেটে স্থায়িত্বতার সাথে ট্রেড করার জন্য মানি ম্যানেজমেন্টের গুরুত্ব অপরিসীম।