PDA

View Full Version : (ADX-Average Directional Index) এর সিদ্ধান্ত



fh.ratul
2014-12-29, 12:34 AM
সিদ্ধান্তঃ
এই ইনডিকেটরে আপট্রেন্ড পজিশন +di লাইন যখন –di লাইন এর উপরে থাকে তখন বুজতে হবে মার্কেটের আপ ট্রেন্ড ।
অন্যদিকে যখন -di লাইন , +di লাইন এর উপরে থাকে তখন বুঝতে হবে যে মার্কেটের ডাউন ট্রেন্ড ।
*** যখন দুটি di লাইন একে অপর কে ক্রস করে তখন আপনারা সহজেই বুঝতে পারবেন কি সিদ্ধান্ত আপনার নেয়া উচিত ।
*** যখন adx লাইন ৩০ লেভেল ক্রস করে এবং +di লাইন –di লাইন এর উপরে থাকে তখন বায় ট্রেড করবেন। বিপরীতভাবে adx লাইন ৩০ লেভেল ক্রস করলে –di লাইন যখন +di লাইন এর উপরে থাকবে তখন সেল ট্রেড করবেন।
adx ইন্ডিকেটর কিন্তু আপনাকে কখনই বলবে না যে কখন বাই করতে হবে অথবা কখন সেল করতে হবে। এটা আপনাকে বলে দিবে যে সম্ভাব্য বা বর্তমান ট্রেন্ডে যে আপনি ট্রেড করতে চাচ্ছেন, তা নিরাপদ কিনা।
514

abdullahmasum
2014-12-31, 11:19 AM
ভাই খুব ভাল এক পোস্ট দিয়েছেণ আমরা অনেক বেশি উপক্রিত হয়েছি। এরকম আরো পোস্ট দিয়েন।
আমি আপনার পোস্ট গুলা খুব ভাল করে পরি ।

shuvo2014
2015-02-15, 06:18 PM
এরকম আরো পোস্ট দিয়েন। আমি আপনার পোস্ট গুলা খুব ভাল করে পরি ।ভাই খুব ভাল এক পোস্ট দিয়েছেণ আমরা অনেক বেশি উপক্রিত হয়েছি।

zabid
2015-04-02, 03:42 PM
আপনাকে ধন্যবাদ।
এটি ব্যবহার করার চেষ্টা করছি । আশা করি ভাল করতে পারব।
আর পোস্ট আশা করছি।

ahsan
2015-04-07, 11:48 AM
ইন্ডিকেটর ব্যবহার করে ট্র্রেড করা খুব ভাল কোন সমাধান না। কারন সব ইন্ডিকেটর ই ল্যাগিং আর্থাৎ মার্কেট প্রাইসের সাথে উঠানামা করে তাই ইন্ডিকেটর অনুসরন করলে ট্রেডিং এ ফলাফল অধিকাংশ সময়েই খারাপ হয়।

Aunik
2015-09-01, 09:09 AM
সিদ্ধান্তঃ
এই ইনডিকেটরে আপট্রেন্ড পজিশন +di লাইন যখন –di লাইন এর উপরে থাকে তখন বুজতে হবে মার্কেটের আপ ট্রেন্ড ।
অন্যদিকে যখন -di লাইন , +di লাইন এর উপরে থাকে তখন বুঝতে হবে যে মার্কেটের ডাউন ট্রেন্ড ।
*** যখন দুটি di লাইন একে অপর কে ক্রস করে তখন আপনারা সহজেই বুঝতে পারবেন কি সিদ্ধান্ত আপনার নেয়া উচিত ।
*** যখন adx লাইন ৩০ লেভেল ক্রস করে এবং +di লাইন –di লাইন এর উপরে থাকে তখন বায় ট্রেড করবেন। বিপরীতভাবে adx লাইন ৩০ লেভেল ক্রস করলে –di লাইন যখন +di লাইন এর উপরে থাকবে তখন সেল ট্রেড করবেন।
adx ইন্ডিকেটর কিন্তু আপনাকে কখনই বলবে না যে কখন বাই করতে হবে অথবা কখন সেল করতে হবে। এটা আপনাকে বলে দিবে যে সম্ভাব্য বা বর্তমান ট্রেন্ডে যে আপনি ট্রেড করতে চাচ্ছেন, তা নিরাপদ কিনা।
514

ভাই আপনাকে অনেক ধন্যবাদ এই ইন্ডিকেটর টি এতটা সুন্দরভাবে উপস্থাপন করার জন্য । বেশির ভাগ নতুন ট্রেডাররা ইন্ডিকেটর অনুসরন করে ট্রেড করে থাকে । হ্যাঁ ইন্ডিকেটর ব্যাবহার করা যাবে তবে তা ব্যাবহার করার আগে অবশ্যই নিশ্চিত হয়ে নিতে হবে । আর কোন একটি ইন্ডিকেটর এর উপর পুরোপুরি নির্ভর হয়ে ট্রেড করা উচিত নয় । বেশ কয়েক্টির ফলাফল মিলিয়ে নিয়ে ট্রেড করা উচিত ।

mlbasumata
2015-10-23, 11:27 PM
কার কি মত আমি তা দেখতে চাই না, আমার মতে ফরেক্স ট্রেড করতে ইন্ডিকেটর খুব ভাল সাহায্য করে। তাই পোস্টদাতাকে আন্তরিক ধন্যবাদ দিতে চাই, কারণ অনেকে আছেন যাদের এখনও ইন্ডিকেটরের সিগনাল বা মুভ দেখে ট্রেড করতে অসুবিধা হয়। তাদের জন্য এই পোস্ট খুবই উপকারে আসবে।

HasanXM
2015-11-02, 04:35 PM
এটা বলা কঠিন তবে আমি ফলো করি যে, adx ০ থেকে ১০০ এর স্কেল রয়েছে। ২০ এর নিচে রিডিং নির্দেশ করে বর্তমান ট্রেন্ডটি দুর্বল, এবং ৫০ এর ওপরে রিডিং নির্দেশ করে যে বর্তমান ট্রেন্ডটি যথেষ্ট শক্তিশালী। adx এর সাহায্যে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে কখন আপনার ট্রেডটি ক্লোজ করা উচিত। যখন adx ৫০ থেকে কমে যেতে থাকবে, তখন আপনাকে বুঝতে হবে যে বর্তমান ট্রেন্ডটি দুর্বল হয়ে যাচ্ছে, তাই তখন আপনি আপনার প্রফিট লক করতে পারেন।

MotinFX
2015-12-19, 06:39 PM
এই ইনডিকেটর দিয়ে বুঝতে পারলাম কোথায় গেলে বাই করব আর কোথায় গেলে সেল করব। আমারা কি এই ইনডিকেটর সঠিক di+ এবং di-যাওয়ার পর বাই সেল করার একটা মাধ্যম জানতে পারলাম।

yasir arafat
2016-04-05, 01:42 PM
আমার কাছে বার বার একটি জিনিস পরীলক্ষীত হয় যে কোন কাস্টম ইন্ডিকেটরের চেয়ে মেটাট্রেডারের বাই ডিফল্ট ইন্ডিকেটরগুলো ভাল কাজ করে।এডিএক্স ইন্ডিকের এভারেজ ডাইরেকসন নির্নয় করতে ভাল কাজ করে।এটিও প্রায় মোবিং এভারেজের মত।

fatema begum
2016-08-01, 01:12 AM
মুলত বলতে গেলে এটি একটি ভাল ইন্ডিকেটর ।আমি মনে করি মেটাট্রেডারের সব ইন্ডিকেটরই ভাল।বাইরের ইন্ডিকেটরগুলো নিয়ে নাড়াছড়া না করে এগুলো দিয়ে ট্রেড করা ভাল।তবে খেয়াল রাখতে হবে যেন ইন্ডিকেটরের সংখ্যা মাত্রাতিরিক্ত বেড়ে না যায়।সুতরাং আমরা যদি একটা নিদিষ্ট আঙ্গকে ট্রেড করি এবং ছোট খাট ইন্ডিকেটরকে ফলো করি তাহলে তা আমাদের জন্য প্রফিট নিয়ে আসবে।