View Full Version : এ বছর কেমন ট্রেডিং কেমন হলো মতামত শেয়ার কর
mehedi12122
2014-12-29, 10:31 AM
সামনে ২০১৫ সন , ২০১৪ সনের ট্রেডিং প্রায় শেষ ।। এ বছর কেমন ট্রেডিং হলো ।। আপনি কি সাকসেস নাকি ফেইলার ।। অভারঅল সব মিলিয়ে কি প্রফিটে আছেন নাকি লসে আছেন ।। ট্রেডিং বিষয়ে কি কি ভুল ছিল শেয়ার করেন আমাদের সাথে ।:woo:
mahadihasan0001
2014-12-29, 11:19 AM
বন্ধু ২০১৪ সালে আমি একটু বিপদের মধ্যেই আছি কারন অক্টোবার মাসে আমার একটা একাউন্ট টা জিরো হয়ে ছিল এবং নভেম্বরে আমি পেমেন্ট নিতে পারিনি তবে ডিসেম্বরে চেষ্টা করছি আশা করছি ২০১৫ আবার ট্রেড করতে পারবো । ধন্যবাদ।
zaman
2015-01-13, 09:42 AM
যদিও ২০১৫ সালে মার্কেট মুভমেন্ট খুব একটা ভালো ছিল না তবুও লাভে লসে মিলিয়ে ২০১৪ সাল মোটামুটি লাভেই ছিল।কিছু কিছু লসও হয়েছে কিন্তু সেটা রিকভার করে নিয়েছি।তবে আশা করি ২০১৫ সালে খুব ভালো মার্কেট মুভমেন্ট পাবো এবং আরও ভালো লাভ করতে পারব।সবার প্রতি শুভ কামনা রইলো ২০১৫ সাল আপনাদের জন্য মঙ্গলময় হোক এবং গ্রীন পিপ্সে ভরে উঠুক আপনাদের ট্রেডিং টার্মিনাল।
ahmed
2015-01-15, 03:30 PM
২০১৪ সালটা ছিল আমার কাছে ভাল-মন্দের মিশ্রণ।২০১৪ সালে আসলে আমি খুব বেশি ট্রেড করতে পারিনি।আর যা করেছি তা অনিয়মিত ভাবে করেছি।তারপরও ২০১৪ সালে আমার উইনিং রেশিও ছিল ৬০-৪০,যেটা ২০১৩ সালের চাইতে খারাপ।আশা করি ২০১৫ সালে গত বছরের ঘাটতি পুশিয়ে নিতে পারব।
Babu11
2015-01-17, 03:18 PM
সবে মাত্র ২০১৫ সাল শুরু হয়েছে তাই আপনি নিশ্চয় ২০১৪ সাল সম্পর্কে জানতে চাইছেন............ আমি ২০১৪ সালের মার্চ মাস থেকেই সর্বপ্রথম ফরেক্স নিয়ে কাজ করসি । মার্চ থেকে জুলাই পর্যন্ত আমি ফরেক্স সম্পর্কে পড়েছি , ফোরাম পোস্টিং করেছি এবং ডেমো অ্যাকাউন্ট এ কাজ করেছি। আগস্ট মাসে প্রথম আমি রিয়েল ট্রেড শুরু করি কিন্তু প্রথম ৫ দিনেই আমার অ্যাকাউন্ট জিরো হয়েছিল। তাই আবার আমি ডেমো ট্রেড করা শুরু করি এবং ২০১৫ সালের জানুয়ারি থেকে রিয়েল ট্রেড শুরু করেছি। তাই ২০১৪ সাল আমার ফরেক্স কে কাছে পাবার বছর এবং ফরেক্সকে জানার বছর এবং ভালবাসার বছর।
khairul
2015-01-17, 04:00 PM
আমি ২০১৫ তে তো মাত্র যোগ দিলাম।দেখি, ১৫ তে আমি কি করতে পারি…………………
fxover
2015-09-21, 10:20 PM
আমার ফরেক্স জীবন শুরুই হয়েছে ২০১৫ থেকে । আমি ২০১৫ জানুয়ারীর ৫ তারিখ থেকে ডেমো ট্রেড করা শুরু করি । এর দুই মাস পর থেকেই রিয়াল ট্রেড করা শুরু করি । কিন্তু এখনোও কোন লাভ করতে পারি নি । বার বার লস করে আর বার বার ফোরামে পোস্টিং করে আবার একাউন্টে ডিপোজিট করি । এপর্যন্ত দুইবার একাউন্ট জিরো করেছি । কিন্তু অনেক কিছু শিখলাম । আশা করছি সামনে মাস থেকে আবার ট্রেড করব যদি আল্লাহ সহায় থাকেন ।
onlyfx
2015-11-01, 10:14 AM
আমি ২০১৪ সালের শেষের দিকে ফরেক্স এর কথা সুনেছিলাম কিন্তু আমি তখনও শুরু করি নি । একমাস পর আমি ২০১৪ এর দিসেম্বর মাস থেকে ফরেক্স শিখতে শুরু করি এবং আমার ফরেক্স এর সম্ভাবনার কথা শুনে খুব ভালো লাগে । আর তখনই আমি মনে মনে পন করে নেই আমি ফরেক্স যে করেই হোক শিখব । তাই আমি এখনো দুইবার একাউন্ট জিরো করার পরেও ফরেক্সে লেগে আছি ।
Realifat
2015-12-19, 03:40 PM
বর্তমানে ২০১৫ সাল প্রায় শেষের দিকে। সামনেই ২০১৬ সাল শুরু হতে যাচ্ছে। তো বছর শেষেই মূলত রিয়েল ট্রেডে সবে প্রবেশ করতে যাচ্ছি। এজন্য মনেমনে চিন্তা করেছি ২০১৫ সালে আর ট্রেড না করে ডেমো ট্রেড এবং ফরেক্স বিষয়ে পড়ালেখার মাধ্যমে ভালোমতো ফরেক্স শিখবো এবং ২০১৬ সাল থেকে ভালোমত ট্রেডড করে যাবো।
maziz6989
2015-12-19, 04:24 PM
এই বছরটা বেশ খারাপ গেল বলতে হবে। কেননা প্রফিট বেশ করেছি কিন্তু ভুলের পরিমানও কম ছিলনা। তবে সব মিলিয়ে তেমন একটা খারাপও বলা যাবে না। একাউন্ট হারানোর মাত্রা কমে গেছে আগের তুলনায়। যাই হোক নতুন বছর কেমন শুরু হবে সেই চিন্তায় আছি।
basaki
2015-12-19, 04:30 PM
২০১৫ সাল প্রায় শেষের দিকে। ২০১৫ সালেই আমি প্রথম ফরেক্স ট্রেড সম্পর্কে জানতে পারি। তারপর আমি কিছুদিন ইবুক পরে ফরেক্স সম্পর্কে ধারনা অর্জন করি।তারপর ডেমো একাউন্ট করে আস্তে আস্তে ডেমো তট্রেড করি এবং ভাল ল্যাব করেচি।
Harun1650
2015-12-19, 04:40 PM
ফরেক্স মার্কেট এ লাভ লস আছে তবে এ বছর আমার তেমন লাভ হয় নি যেটুকু হয়েছিল তা আবার হারিয়ে ফেলেছি। কারন এ বছর অনেক পরিমানে ইউরো/ইউএসডি পেয়ার অনেক নিচে নেমেছে যেটা কিনা গত সাত বছরের মধ্যে আবার এইবার হয়েছে। যার কারনে এই পেয়ারে আমি খুব একটা ভাল করতে পারি নি। এখন পর্যন্ত লাভ লস সমান এ আছি আমি। দেখি সামনে এটাকে অভারকাম করতে পারি কিনা।
Selim BU
2015-12-19, 06:29 PM
এবছরে আমি ট্রেডিং শুরু করি ফেব্রুয়ারি থগেকে। তবে সে একাউন্টের ব্যালেন্স কম ছিল বিধায় অল্প দিনেই আমার একাউন্ট জিরো হয়ে যায়। এরপরের দুই মাস মার্চ এবং এবং এপ্রিল মাসে আমার লসে লসেই কেটেছে। মে মাসে আমি প্রথম ফরেক্স থেকে আয় করতে পারি। জুন মাসে আমি সবচেয়ে বেশি আয় করি। জুলাইয়ে অল্প আয় করি। তারপর আবার আয় শুন্য। বলা যায় এ বছর চড়াই উতরাই এর মাঝেই কেটেছে।
sharifulbaf
2015-12-20, 12:00 PM
ফরেক্স মার্কেট এ ২০১৫ সালে আমি প্রায় ৬ থেকে ৮ মাস ডেমো একাউন্ট করে ট্রেড করি,ডেমতে অনেক প্রফিট করি তার পরে একটি ব্রোকারে লাইভ একাউন্ট নো ডিপোজিট বোনাসে ট্রেড করি, ট্রেডে অনেক সফ লতা আসে সেই ব্রোকার আমাকে পেমেন্ট দেয়নি।
Marufa
2016-02-12, 12:11 PM
২০১৫ সাল ও শেষ এখন ২০১৬ সাল । ২০১৫ সাল আমার মোটামুটি ভাল ছিল তবে ২০১৬ সালের শুরুর দিকে তেমন ভাল করতে পারিনি । তবে এখন কঠিন প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে যাচ্ছি । নিজেকে একটি সিস্টেমের মধ্যে নিয়ে আসবই ইনশাল্লাহ । এটাই এখন মূল লক্ষ্য । ২০১৬ ই হবে আমার জীবনের অন্যতম ভাল একটি সময় । এসময়ের মধ্যেই জীবনের সবচেয়ে বড় পরিবর্তন করব ইনশাল্লাহ ।
RUBEL MIAH
2016-03-25, 06:02 PM
এ বছর ট্রেড তেমন একটা ভালো যায়নি কারণ ফরেক্স মার্কেট সর্ম্পকে অামি তেমন একটা ভালো ধারণা রাখতে পারিনি । সুতরাং আমরা সকলেই এই ব্যবসা বুঝে শুনে তারপর করব তাহলেই সফলকাম হতে পারব ।
raju0000
2016-03-25, 09:19 PM
এ বছর ট্রেডিং ভালই হলো.এইবছর এর জন্য আমার মূলধন ও ভালই যোগার করা হয়েছে যার ফলে আমি সঠিকভাবে ট্রেডিং চালিয়ে যেতে পারছি.২০১৬ সালের এই ৩ মাসে লাভটা ভালই হচ্ছে.প্রতি মাসে আমি আনুমানিক ৫০-৫৫ ডলার লাভ করতে সক্ষম হচ্ছি যা আমার জন্য পর্যাপ্ত.আমি আগের সাল থেকে এই সালে ভালো লাভবান হচ্ছি এখন এই লাভ ধারাবাহিক রেখে সালটা শেষ করতে পারলে ভালো হয়.
Ajobja12
2016-09-30, 02:45 AM
অবশ্যই এটা ভেবে দেখার কথা যে আমরা যখন লস করি তখন আমরা যে জিনিসটি সামলাতে পারি না সেটা হল লোভ । লোভ ছাড়া যে ট্রেড করবে সে জীবনে সফলতা অর্জন করবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য লোভ থেকে নিজেকে হেফাজত করব তাহলেই সফলকাম হতে পারব ।
riponinsta
2017-01-28, 03:19 PM
আমার ২০১৬ দাল এর শেষের দিকে কিছু লস হয়ছে এই বছর মানে ২০১৭ সালে আবার ভাল লাভ করা শুরু করছি আশা করি এই বছর এ আমি মাসে ৫০% বেশি লাভ করতে পারবো আমি বেশি রিস্ক নিয়ে টেড করি না রিস্ক নিয়ে যদি টেড করি তা হলে আরও লাভ হবে রিস্ক নিলে অ্যাকাউন্ট ০ হবার ভয় থাকে তাই রিস্ক নেওয়া হয় না তবে আশা করছি ২০১৭ তা টেড ইং এর জন্য অনেক ভাল যাবে আমার একি স্যস্তমে এ পুর ২০১৭ সাল টেড করব
Mamun13
2017-11-11, 11:59 PM
এখন ২০১৭ সালের শেষের সময়৷এসময়ে বলবো সারা বছরই আমার ব্যাক্তিগত ট্রেডগুলোতে প্রেসারে ছিলাম,অনেক লস করেছি,বহুবার ব্যালেন্সও জিরো হয়েছে৷এই বছর আমার ট্রেডিং লাইফের চতুর্থ বছর ছিল৷গত ৪ বছর এক লাইন করে করে শুধুই শিখলাম৷সারাবছর দক্ষতা অর্জনের জন্য ইন্সটাফরেক্সে নিয়মিত ডেমো কনটেষ্ট করেছি এবং কয়েকবার প্রাইজ মানিও পেয়েছি৷এবছরে অনেক স্ট্র্যাটেজী যাচাই বাছাইও করেছি,অভিজ্ঞতা অর্জন করেছি৷ফোরামেও অনেক কিছু শিখেছি,বোনাস ডলারও পেয়েছি৷এই বোনাস ডলার দিয়ে নিয়মিত ট্রেডও করেছি এবং লস/লাভ দুটোই করেছি৷বছর শেষে ভালো লাভেই আছি...আলহামদুলিল্লাহ৷
01797733223
2017-12-30, 07:58 PM
ভাই এই বছরে আমার ট্রেডিং লাইফ অনেক ভাল কেটেছে বলা যায়। কারন আমি সব লাভ লসের মাঝখান থেকে অনেক কিছু বুঝতে ও জানতে পারলাম যেটা আগে কখনও আমার জানা ছিল না। সেকারনে বলা যায় যে আমি এই বছরটাতে অনেক প্রফিট করেছি। সুতরাং আগামী বছরের জন্য একটা ভাল পিপারেশন নিয়ে আমরা যাতে সবাই বেশি বেশি প্রফিট করতে পারি সেই প্রার্থনাই হোক আমাদের সকলের কাম্য। তবে অভারঅল সব মিলিয়ে আমি মোটামুটি প্রফিটেই আছি।
expkhaled
2017-12-30, 08:32 PM
আলহামদুলিল্লাহ এই বছর যদিও আমি নতুন ট্রেডার তারপরও আমার মনে আমি সাকসেস ফরেক্স এ। ফোরাম বোনাস থেকে ট্রেড করে কিছু আয় করতে পেরেছি এটা বিশাল বড় পাওয়া আমার জন্য, আশা রাখি ২০১৮ সাল টা আমাদের ট্রেডারদের জন্য ভাল একটি বছর হবে। আমি আরও নতুন কিছু শিখতে চাই ফরেক্স এর ব্যাপারে আশা রাখি সেটা এই নতুন বছরের প্রথম দিকে সেটা শিখতে পারবো। আমি সব ট্রেডারদের বলবো ধৈর্য্য ধারন করে লং টাইমফ্রেমে ট্রেড করতে তাহলে ভাল আয় করতে পারবেন। বিশেষ করে স্ক্যালপিং থেকে দুরে থাকার জন্য বলবো।
Mahidul84
2017-12-31, 08:03 PM
আল্লাহ রহমতে আমি এ বছর বেশ মোটামুটি ভালই প্রফিট অর্জন করতে পেরেছি। তবে এর চেয়ে আমি ২০১৮ সালে বেশি টার্গেট নিয়ে ট্রেড করার পরিকল্পনা করতেছি। আশা করি আগামী বছর শুরু হতে আমার ট্রেডিং সঠিকভাবে পরিচালনা করতে পারলে বেশ ভালই প্রফিট অর্জন করতে পারব। তবে এজন্য আমাকে আরও বেশি কঠোর পরিশ্রম ও ধৈর্য্যশীল হয়ে ট্রেড করার মত পরিকল্পনা তৈরি করতে হবে। আশা করি আরও নতুন নতুন কৌশল অবলম্বন করে ভাল প্রফিট অর্জন করতে পারব। আর আশা করি ফোরাম হতে আমি আরও বেশি বেশি ফরেক্স সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারব যা আমার ট্রেডিং কৌশল পরিচালনা অনেক বেশি সহায়তা ভোগ করতে পারব।
uzzal05
2018-01-01, 09:22 AM
২০১৭ সালে আমি তেমন কিছু করতে পারি নাই। তবে অনেক চেষ্টা করেছি লস এড়ানোর জন্য। কিন্তু লস যেন আমাকে ছাড়ে না। আমি প্রফিট করবত পেরেছি। তবে আমি আগামী বছরে যেন আরও ভালো কিছু করতে পারি। আর আমি মার্কেট নিয়ে আরও বেশি ঘাটাঘাটি করব যাতে আমার অ্যানালািইসিস ঠিকমত হয়।
samun
2021-07-26, 01:27 PM
পরীক্ষার জন্য সবথেকে উত্তম একটি সাল হলো আমার জন্য 2020 সাল এই 2020 সালে আমি ফরেক্স মার্কেট থেকে ভাল প্রফিট অর্জন করেছি এবং এই সময় আমি সবথেকে বেশি জ্ঞান অর্জন করেছি এছাড়াও ফরেক্স মার্কেটে 2020 সালে আমার খুব একটা লস হয়নি এবং 2020 সালে আমি সবথেকে বেশি প্রফিট উত্তোলন করেছে তাই আমার ক্ষেত্রে ফরেক্সের স্বর্ণ সময় হল 2020 সাল সামনে 2021 সাল এটি সম্পূর্ণ আমার দক্ষতা এবং ধৈর্যের উপরে নির্ভর করবে 2021 সালে আমার জন্য কেমন যাবে
Devdas
2021-07-26, 02:02 PM
আসলে আমার এই বছরে ট্রেডিং তেমন একটি ভাল যাচ্ছে না। কারন আমার কিছু লসে আসে তাই লস গুলো উঠাতে অনেকটা পরিশ্রম করে যাচ্ছি। গত বছর আমার ৫টি পেয়ার এর ট্রেড করেছিলাম এতে আমার অনেকটা লাভ হয়েছিল। কিন্তু বর্তমান বছরে কিছু পেয়ার এ হঠাৎ করে ব্রেক ডাউন করায় আমার ২টি পেয়ার এ কিছু ব্যালেন্স লসে আছে এখনো লসে পরে থাকার করনে আর কোন পেয়ার এ ট্রেড থেকে বিরত আছি এবং এই লস গুলো উঠাতে চেষ্টা করে যাচ্ছি। দেখা যাক এই বছরে কী হয় আমার পরিকল্পনায়।
Starship
2021-07-26, 03:12 PM
সামনে ২০১৫ সন , ২০১৪ সনের ট্রেডিং প্রায় শেষ ।। এ বছর কেমন ট্রেডিং হলো ।। আপনি কি সাকসেস নাকি ফেইলার ।। অভারঅল সব মিলিয়ে কি প্রফিটে আছেন নাকি লসে আছেন ।। ট্রেডিং বিষয়ে কি কি ভুল ছিল শেয়ার করেন আমাদের সাথে ।:woo:
আমি একজন নতুন ক্যাডার হিসেবে 2020 সালে তুলনামূলক ভাল প্রফিট করতে পেরেছি। সেই তুলনায় এ বছর শুরু থেকে 2021 সালে তেমন কোন প্রফিট করতে পারিনি। আমার বর্তমানে মূল টার্গেট হলো কিভাবে ফরেক্স সম্পর্কে জানা যায় ট্রেড বিষয়ে অভিজ্ঞতা অর্জন করা যায়। কেননা আমি যদি এখন প্রফিট করার টার্গেট থাকে তাহলে আমি ফরেক্স থেকে খুব অল্প সময়ে ছিটকে যাব। তাই আমার মূল টার্গেট হলো জ্ঞান অর্জন করার পাশাপাশি অপশনাল হিসেবে প্রফিট অর্জন করা। কেননা প্রফিট করা এতটা সহজ বিষয় নয় এ জন্য পর্যাপ্ত জ্ঞানের প্রয়োজন।
md mehedi hasan
2021-07-27, 05:51 AM
ফরেক্স মার্কেটে আপনি সফল কি না তা বছর শেষে লাভ লস হিসাব করে বুঝা যায়।আমি গত ২০২০ সালে প্রথম দিকে বোনাস একাউন্ট থেকে মোটামুটি ভাবে একটি ভালো এমাউন্ট এর প্রফিট ডলার উত্তোলন করেছিলাম।এর কিছু দিন পর লোভে পরে কয়েক সপ্তাহের মধ্যেই একাউন্ট জিরো করি।আবার বোনাস নিয়ে ট্রেড করি আবার লস করি।এভাবে কয়েক বার একাউন্ট লস করি।এই বছরে মোটামুটি 200 ডলার আমি লস করি।
EmonFX
2021-07-27, 09:10 AM
এ বছর অর্থাৎ ২০২১ সালে তেমন কোন কিছু অর্জন করতে পারিনি। শুরুর দিকটা অনেক বেশি বাজেভাবে ট্রেডিং করেছি। সঠিক মানি ম্যানেজমেন্ট না করে লোভে পড়ে অতিরিক্ত ভলিয়্যুমে ট্রেড করা এবং স্টপ লস অর্ডার ব্যবহার না করার কারণে কয়েকবার ব্যালেন্স জিরো করে ফেলেছি। তবে এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আমি এখন অনেকটা পরিকল্পনা মোতাবেক ট্রেডিং করছি, যার ফলে ব্যালেন্স ধরে রাখতে সক্ষম হয়েছি। এখন আমার লক্ষ্য প্রফিট নয় বরং ব্যালেন্স টিকিয়ে রাখা। আর এই কৌশলের সুফল ইতিমধ্যেই ভোগ করতে শুরু করেছে। প্রফিট কম করলেও আমি আমার ব্যালেন্সের বড় ধরনের কোনো লস করছি না। আমি মনে করি এ বছরই এটাই আমার বড় সফলতা বা অর্জন।
samun
2021-09-06, 09:41 AM
২০১৯ সালেই আমি প্রথম ফরেক্স ট্রেড সম্পর্কে জানতে পারি। তারপর আমি কিছুদিন বন্ধুদের মাধ্যমে ফরেক্স সম্পর্কে ধারনা অর্জন করি।তারপর ডেমো একাউন্ট করে আস্তে আস্তে ডেমো ট্রেড করি এবং রিয়েল ট্রেডিং এ যোগদান করি। ফরেক্স মার্কেট এ লাভ লস আছে তবে এ বছর আমার তেমন লাভ হয় নি যেটুকু হয়েছিল তা আবার হারিয়ে ফেলেছি। যার কারনে আমি খুব একটা ভাল করতে পারি নি। এখন পর্যন্ত লাভ লস সমান এ আছি আমি। দেখি সামনে এটাকে অভারকাম করতে পারি কিনা। তবে বর্তমানে আমি ইদানিাং কাল মোটামুটি ভালো প্রফিট অর্জন করতে সক্ষম হচ্ছি।
FRK75
2021-12-25, 10:53 AM
ট্রেডিং ভালই হলো.এইবছর এর জন্য আমার মূলধন ও ভালই যোগার করা হয়েছে যার ফলে আমি সঠিকভাবে ট্রেডিং চালিয়ে যেতে পারছি.২০১৬ সালের এই ৩ মাসে লাভটা ভালই হচ্ছে.প্রতি মাসে আমি আনুমানিক ৫০-৫৫ ডলার লাভ করতে সক্ষম হচ্ছি যা আমার জন্য পর্যাপ্ত.আমি আগের সাল থেকে এই সালে ভালো লাভবান হচ্ছি এখন এই লাভ ধারাবাহিক রেখে সালটা শেষ করতে পারলে ভালো হয়.
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.