PDA

View Full Version : মেটা ট্রেডার ৫ এ কি আছে?



fh.ratul
2014-12-29, 09:05 PM
SPEED: সময় ফরেক্স ট্রেডার দের জন্য অনেক গুরুত্বপূর্ণ । ট্রেডিং এর একটি মুহূর্ত আপনার সাফল্য এবং ব্যর্থতার জন্য যথেষ্ট । পুরনো ভার্সনের চেয়ে এই ভার্সন অনেক বেশি গতি সম্পন্ন যা ট্রেড টাইম কমিয়ে দিয়ে ট্রেডার কে অনেক দ্রুত গতিতে ট্রেড করতে সাহায্য করছে । এটি ফরেক্স ট্রেডারদের ক্লিক করে লেনদেনের সুযোগ তৈরি করে দিয়েছে, একজন ট্রেডার কয়েকটি ক্লিক করেই তার লেনদেন সম্পন্ন করে দিতে পারে মাত্র কয়েক মিলিসেকেন্ডে !!!!
সহজ ব্যবহার : একজন ইউজার কে অনেক সময় স্ক্রীন এর সামনে বসে থাকতে হয় তাই এর user interface আগের থেকে অনেক সহজ করে তৈরি করা হয়েছে । এর ফন্ট এবং চার্ট পড়তে চোখের কোন সমস্যা হয় না ।
চার্ট: চার্ট গুলো এক বাতিক্রমি ফিচার সম্বলিত যা ট্রেডার দের মনের খোরাক মেটাতে পেরেছে এবং এই সফটওয়্যার কে আলাদা করেছে । তারা এখান থেকে সঠিক মার্কেট ভিউ তা পাবে ।
চার্টের ছবি : Technical Analysis খুব সহজেই করতে পারবেন এখানে যে গ্রাফ গুলো থাকে সেগুলো থেকে । আপনি ইচ্ছা করলে চার্ট এর ছবি Facebook, Twitter জনপ্রিয় ৩০০ + সামাজিক ওয়েবসাইট শেয়ার করতে পারবেন ।
ভাষা : ট্রেডারের উপকারের জন্য তৈরি করা হয়েছে প্রধান ১৪ টি ভাষার এই ট্রেডিং প্লাটফরম । জেতি আপনি ব্যবহার করতে পারবেন ইংরেজি,ফরাশী,রুশ,স্পেনিশ,পলিশ,পর্তুগিজ,জাপানিজ,চাই নিজ,কোরিয়ান,ইতালিয়ান,তুর্কি,গ্রীক,জার্মান,হাঙ্গেরি য়ান,আরবি,এবং ভিয়েতনামি ভাষায় ।
জুম লেভেল এবং টাইম ফ্রেম: এই প্লাটফর্মের ৬ তা জুম লেভেল আছে । যা একজন ট্রেডার কে সূক্ষ্ম ভাবে বাজার পর্যালোচনা করতে সাহায্য করে । এটি আপনাকে ১৪ টি আলাদা ফ্রেম দেয় তা আপনি ট্রেড এনালাইসিস করতে ব্যবহার করতে পারেন । এই টাইমফ্রেম গুলো হয় ২ মিনিট থেকে ১২ ঘণ্টা পর্যন্ত । ট্রেডিং কৌশল তৈরি করতে সাহায্য করে ।

shuvo2014
2015-01-05, 01:06 AM
অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই গুরুত্বপুর্ণ তত্ব প্রধান করার জন্য।

mybff
2015-02-16, 07:41 PM
আপনার তথ্য গুলা পরলাম ভাল লাগলো যে mt5 এ এতো কিসু নতুন কিছু আছে।। আমি mt4 ব্যবহার করি।। এখন থেকে এইটা ব্যবহার করতে পারি।।

জাহাঙ্গীর
2015-02-18, 11:06 AM
সুন্দর একটি পোস্ট লিখার জন্য আপনাকে ধন্যবাদ। মেটা ট্রেডার ৫ এর সুবিধাগুলো সম্পর্কে আমি জানতাম নাঃ। আপনার পোস্ট পড়ের অনেক কিছুই জানতে পারলাম। এখন থেকে মেটা ট্রেডার ৫ দিয়ে ট্রেড করার চেষ্টা করবো। আপনাকে আবারো ধন্যবাদ।

fxtdr
2015-07-01, 10:19 AM
হ্যাঁ ঠিক তাই । মেটাট্রেডার ত৫ এ অনেক নতুন ফিচার যোগ করা মহয়েছে যা মেটা ট্রেডার ৪এ নাই । মেটা ট্রেডার ৫ হচ্ছে মেটাত্রেয়াদ্র ৪ এর আপডেট ভার্সন । এখানে নতুন কিছু থাকাটাই স্বাভাবিক । আপনার যদি মনে হয়ে থাকে যে মেটা ত্রেডার ৪ এ এসব জিনিস গুলো থাকা উচিৎ চিল কিন্তু নেই তাহলে আপনি দেখবেন যে সেটা আপনি মেতাট্রেডার ৫ এ পেয়ে গেছেন । তাই মাদের সবার উচিৎ মেটাট্রেডার ৫ এর নতুন ফিচার গুলো কে কাজে লাগিয়ে আরও ।ভালভাবে এগিয়ে যাওয়া।

samrat
2015-08-21, 03:25 PM
মেটা ট্রেডার 5এ কিছু নতুনত্ত আছে।যা আমাদের অনেকের ভালো লাগে।এতে অনেকেই ব্যবহার করে।আমার জানামতে নতুন জিনিস ব্যবহার করতে অনেক মজাই লাগে।এছারও এখানে নতুন ভারসন এখানে দিয়া আছে।

Aunik
2015-08-29, 12:50 PM
হা ভাই আপনি ঠিক ই বলেছেন , এবং আমিও টাই মনে করি ।। মেটা ট্রেডার ফোর এর থেকে মেটা ট্রেডার ফাইভ এ অনেক নতুন নতুন ফিচার যোগ করা হয়েছে যা মেটা ট্রেডার ফোর এ নাই ।। সবচেয়ে বড় কথা হলো মেটা ট্রেডার ফাইভ হলো মেটা ট্রেডার ফোর এর আপডেট ভার সন তাই এখানে নতুন কিছু থাকাটাই সাভাবিক।। তাই আমাদের এই সব নতুন ফিচার গুল কাজেলাগাতে হবে এবং মার্কেট থেকে প্রফিট করে সফলতা নিয়ে আস্তে হবে।।

MotinFX
2015-09-02, 11:00 AM
সুন্দর একটি পোস্ট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার পুরো লেখাটি পড়লাম।আমি mt4 ব্যবহার করি।

Tajmin
2015-09-08, 12:27 AM
রিয়েলি মেটা ট্রেডার ৫, ৪ থেকে অনেক উন্নত, দ্রুত গতি সম্পন্ন।যার ফলে ট্রেডিং এর ক্ষেত্র প্রচুর সময় বাচে। মেটা ট্রেডার ৫ এ নতুন নতুন ফিচার যোগ হয়েছে।

imran3
2015-09-08, 10:49 AM
মেটা ট্রেডার ৫ এ কি ছিল তা আমার জানা ছিল না ।জেনে নিলাম ।এতো গুরুত্বপূর্ণ একটি পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

FxAhsan
2015-09-09, 04:56 PM
আমি এখনো ব্যবহার করে দেখিনি,তবে এখানে পড়লাম টাইমফ্রেম নাকি ২ মিনিট থাকে ১২ ঘন্টা তাহলে ডে, উইক মান্থলি টাইমফ্রেম যদি না থাকে তাহলে যারা লং ট্রেড করে তাদের জন্য তো প্রবলেম হয়ে যাবে।আশা এর সলুউশন আছে সেখানে।

Imran1995
2015-09-09, 05:21 PM
হা ভাই আপনি ঠিক ই বলেছেন , এবং আমিও টাই মনে করি ।। মেটা ট্রেডার ফোর এর থেকে মেটা ট্রেডার ফাইভ এ অনেক নতুন নতুন ফিচার যোগ করা হয়েছে যা মেটা ট্রেডার ফোর এ নাই ।। সবচেয়ে বড় কথা হলো মেটা ট্রেডার ফাইভ হলো মেটা ট্রেডার ফোর এর আপডেট ভার সন তাই এখানে নতুন কিছু থাকাটাই সাভাবিক।। তাই আমাদের এই সব নতুন ফিচার গুল কাজেলাগাতে হবে এবং মার্কেট থেকে প্রফিট করে সফলতা নিয়ে আস্তে হবে।।

mlbasumata
2015-10-23, 02:49 PM
মেটাট্রেডার ৪-এর চেয়ে মেটাট্রেডার ৫-এ বেশ কিছু বেশি সুবিধা আছে:
১। ৯টির বদলে ২১টি টাইমফ্রেম।
২। ইনবিল্ট ক্যালেন্ডার।
৩। ৩০-এর বদলে ৩৮+ ইন্ডিকেটর।
৪। বেশি পরিমাণে ট্রেড।
৫। অনেক বেশি ট্রেডিং মেথড সাপোর্ট।
৬। উন্নত স্ট্র্যাটেজি টেস্টার।

HasanXM
2015-11-04, 03:16 PM
আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমি ২ বছর ধরে ট্রেড করি কিন্তু কোন দিন ভুলেও mt5 কি তা দেখে নাই এখানে কিছু নতুন বিষয় আছে যা আমার উপকারে আসবে.

iqbalearth
2015-11-23, 09:57 AM
মেটাট্রেডার ত৫ এ অনেক নতুন ফিচার যোগ করা মহয়েছে যা মেটা ট্রেডার ৪এ নাই । মেটা ট্রেডার ৫ হচ্ছে মেটাত্রেয়াদ্র ৪ এর আপডেট ভার্সন । এখানে নতুন কিছু থাকাটাই স্বাভাবিক । আপনার যদি মনে হয়ে থাকে যে মেটা ত্রেডার ৪ এ এসব জিনিস গুলো থাকা উচিৎ চিল কিন্তু নেই তাহলে আপনি দেখবেন যে সেটা আপনি মেতাট্রেডার ৫ এ পেয়ে গেছেন । তাই মাদের সবার উচিৎ মেটাট্রেডার ৫ এর নতুন ফিচার গুলো কে কাজে লাগিয়ে আরও ।ভালভাবে এগিয়ে যাওয়া।

iqbalearth
2015-11-23, 10:29 AM
হ্যাঁ ঠিক তাই । মেটাট্রেডার ত৫ এ অনেক নতুন ফিচার যোগ করা মহয়েছে যা মেটা ট্রেডার ৪এ নাই । মেটা ট্রেডার ৫ হচ্ছে মেটাত্রেয়াদ্র ৪ এর আপডেট ভার্সন । এখানে নতুন কিছু থাকাটাই স্বাভাবিক । আপনার যদি মনে হয়ে থাকে যে মেটা ত্রেডার ৪ এ এসব জিনিস গুলো থাকা উচিৎ চিল কিন্তু নেই তাহলে আপনি দেখবেন যে সেটা আপনি মেতাট্রেডার ৫ এ পেয়ে গেছেন । তাই মাদের সবার উচিৎ মেটাট্রেডার ৫ এর নতুন ফিচার গুলো কে কাজে লাগিয়ে আরও ।ভালভাবে এগিয়ে যাওয়া।

HKProduction
2015-12-08, 11:31 AM
আমি কখনও এসব জানতাম না। তবে এসব ব্যবহার তথা ওপেন ও ক্লোজ পদ্ধতিটা জটিল কিনা তা বিস্তারিত জানালে উপকৃত হব। একাধিক আইকন অনেক সময় মেমোরি ও মনোযোগে সমস্যা সৃস্টি করে। তাই অনেকেই পুরানোকে ছেড়ে নতুনের দিকে হাত বাড়াতে চান না। অর্থাৎ মেটা ৪ ই ভাল।

AbuRaihan
2015-12-20, 03:03 PM
ফরেক্স মার্কেটে শুরু থেকেই আমি মেটাট্রেডা-৪ ব্যবহারে ব্যাস্ত ছিলাম এবং এই সফটও্যার-এ ট্রেড করতে স্বাচ্ছন্দবোধ হওয়ায় আমি এখনো অন্য কোন সফটও্যার টেস্ট করে দেখিনি ৤ তবে মেটাট্রেডার-৫ এর বৈশিষ্টগুলো আপনি যেভাবে ব্যাখ্যা করে দিলেন তাতে মনে হল এটা অনেক বেশি আপডেট যা একজন ট্রেডারকে পূর্বের চেয়ে বেশি ট্রেড ইনজয় করতে সাহায্য করবে ৤ আমি মেটাট্রেডার-৫ ব্যবহার করে দেখব অতিশিঘ্রই ৤

Marufa
2016-02-14, 07:04 PM
মেটা ট্রেডার পাচঁ এর বিভিন্ন রকম নতুন নতুন সুবিধা বর্ণনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আসলে আমার এ বিষয়গুলো জানা ছিল না যে মেটা ট্রেডার পাচঁ এর নতুন আপডেটে কি কি নতুন নতুন সুবিধা যুক্ত হয়েছে । এখনও আমি মটা ট্রেডার চার ব্যবহার করছি । তবে মাঝে মাঝে মেটা ট্রেডার ৫ ও ব্যবহার করে থাকি ।

basaki
2016-02-14, 07:50 PM
আসলে ফরেক্স মার্কেট আমি একজন নতুন সদস্য আর আমি কখনো মেটা ট্রেডার ৫ ব্যবহার করি নাই তাই মেটা ট্রেডার ৫ সম্পর্কে আমাদের খুব কম ধারনার খুব কম জানা আছে তবে আমি আশা করি খুব অল্প সময় মধ্য আমি সব কিছু জানতে পারব বলে মনে করি তবে আমার ধারনা মতে মেটা ৪ সবছেয়ে ভাল।

yasir arafat
2016-04-02, 04:56 PM
মেটাট্রেডার ৫ আর মেটাট্রেডার ৪ এর মধ্যে আমি তেমন কোন ভিন্নতা পাই নি।শুধু ইন্টারফেসটা পরিবর্তন করা হইছে।তবে টুলসের দিক থেকে আপনি ট্রেড করে অনেক মজা পাবেন।ইনস্টল করে দেখে নিতে পারেন।

nisho5533
2016-08-02, 05:57 PM
আমি যখন থেক মেটা ট্রেডার ব্যবহার করি তখন শুধু মেটা ট্রেডার ৪ আমার ভাল মনে হয়েছে । ভাল লাগে তাই আমি এটা ব্যবহার করছি|



অনেক ধন্যবাদ আপনাকে এই গুরুত্বপুর্ণ তত্ব প্রধান করার জন্য।

MoinFX
2016-10-06, 09:03 PM
মেটা ট্রেডার ৫ কি আছে আমার জানা নেই। নতুন প্লাট ফর্মে ট্রেড করতে আমার কাছে অনেক বাল লাগে কারন সে প্লাট ফর্মে নতুন ভাল কিছু আছে। এম টি ৫ কিভাবে ব্যাবহার করা যায় একটু বলবেন।

ssrahman00
2016-10-10, 03:43 PM
এই মাত্র মেটা ট্রেডার ৫ আমার পিসি তে ইন্সটল করলাম।দেখি কন উপকার পাই কিনা।আসা করি পাব কারন মেটা ট্রেডার ৫ মেটা ট্রেডার ৪ এর আপডেট ভারসন।

nisho5533
2016-11-11, 07:35 PM
আমি ফরেক্স এ নতুন তাই আমি আপনাকে বলতে পারছি না মেটা ট্রেডার ৫ এ কি আছে তবে আমি ব্যবহার করি ৪ মেটা তাই আমার মনে হয়েছে ৪ মেটা ভাল ভাবে বুঝতে সাহায্য করে ফরেক্স করে আমি মনে করি ৪ এ আমি ব্যবহার করব আপনি কোন টা ব্যবহার করেন |

Momen
2017-07-24, 08:13 AM
মেটা ট্রেডার ৫ এ অনেক সুবিধা দেওয়া হয়েছে। মেটা ট্রেডার ৪ এর তুলনায় এটাকে অনেক আপডেট করা হয়েছে। মেটা ট্রেডার ৫ মেটা ট্রেডার ৪ এর তুলনায় অনেকটায় দ্রুতগতি সম্পন্ন। তাছাড়া, মেটা ট্রেডার ৫ এ অনেক নতুন ভার্সন এর ইন্ডিকেটর এবং মার্কেট এনালাইসিস করার জন্য টুলস ব্যবহার করা হয়েছে। আমরা মেটা ট্রেডার ৫ ব্যবহার করে ফরেক্স মার্কেট ট্রেড ওপেন করবো এবং প্রফিট করে থাকবো আশা করছি।

habibi
2018-02-11, 05:08 PM
#mt5 এ সবচেয়ে বড় যে সুবিধাটি রয়েছে তাহলো অসংখ্য টাইম ফ্রেম এগুলো হল-
m1 m2 m3 m4 m5 m6 m10 m12 m15 m20 m30 h1 h2 h3 h4 h6 h8 h12 d1 w1 mn1

Grimm
2018-02-23, 10:45 PM
আমি এখন পর্যন্ত মেটাট্রেডার ৫ ব্যবহার করি নাই আর আমি শুনেছি এই প্ল্যাটফর্মে অনেক কিছু ব্যবহার করা যায় না যেগুলো মেটাট্রেডার ৪ এ ব্যবহার করা যায়। তাছাড়া আমি ইন্টারনেট অনুসন্ধান করে দেখেছি যে, মেটাট্রেডার ৪ মেটাট্রেডার ৫ এর চেয়ে অনেক জনপ্রিয়। তাই এখন পর্যন্ত আমার মেটাট্রেডার ৫ ব্যবহার করা হয় নাই আর আমার বর্তমানে এই প্ল্যাটফর্ম ব্যবহার করার ইচ্ছাও নেই।

abilkis7
2019-11-17, 05:14 PM
আমি এখনও ভাল করে জানি না মেটাট্রেডার-৫ নতুন কি রয়েছ। তবে পূর্বের অভিজ্ঞতার আলোকে বুঝা যাচ্ছে শুধুমাত্র এর পাওয়ার বা আপগ্রেড করা হয়েছে। অন্যকিছুই না। মেটাট্রেডার-৪ এর মতই সবকিছু এখনও এখানে রয়েছে।

Goearn.info
2020-01-13, 12:00 PM
আমরা সাধারণত মেটাট্রেডার 4 ব্যবহার করে থাকি কিন্তু অনেকে মেটাট্রেডার ফাইন ব্যবহার করে কারণ হলো মেটাট্রেডার থেকে মেটাট্রেডার 5 একটু উন্নত এবং এখানে কাজ করতে বিভিন্ন রকমের সুবিধা পাওয়া সম্ভব মোবাইল এর ক্ষেত্রে মেটাট্রেডার ফাইভ একটু বেশি মজার কারণ মেটাট্রেডার 5 দুইটা মার্কেট একসাথে এনালাইসিস করা যায় এমন অসাধারণ কিছু ব্যবহার করা যায় এবং খুব সহজে।

FREEDOM
2020-10-29, 11:58 AM
হা ভাই আপনি ঠিক ই বলেছেন , এবং আমিও টাই মনে করি ।। মেটা ট্রেডার ফোর এর থেকে মেটা ট্রেডার ফাইভ এ অনেক নতুন নতুন ফিচার যোগ করা হয়েছে যা মেটা ট্রেডার ফোর এ নাই ।। সবচেয়ে বড় কথা হলো মেটা ট্রেডার ফাইভ হলো মেটা ট্রেডার ফোর এর আপডেট ভার সন তাই এখানে নতুন কিছু থাকাটাই সাভাবিক।। তাই আমাদের এই সব নতুন ফিচার গুল কাজেলাগাতে হবে এবং মার্কেট থেকে প্রফিট করে সফলতা নিয়ে আস্তে হবে।।