PDA

View Full Version : টাইম ফ্রেম কি?



fh.ratul
2014-12-29, 09:15 PM
কেউ জানলে বিস্তারিত বলুন আমার এটি সম্পরকে তেমন কোন ধারনা নাই।
আপনারা যারা জানেন তাদের সাহায্য চাই ।
সমাধান পেলে কৃতজ্ঞ থাকব।

kiku
2014-12-30, 09:42 AM
আপনি যখন ফরেক্স করতে যাবেন, আপনাকে কোন না কোন স্ট্র্যাটেজী মেনে ট্রেড করতে হবে। আর ১মিনিট, ৫ মিনিট, ১৫ মিনিট, ১ ঘন্টা...... এমন টাইমফ্রেম প্রতিটি mt4 প্লাটফর্মে দেখা যায়। আর প্রতিটি টাইমের জন্য স্ট্র্যাটেজী আলাদা আলাদা হয়ে থাকে। কারন প্রতিটি ক্যান্ডলস্টিক টাইমফ্রেমের প্রতিটি টাইম নির্দিষ্ট করে দেয়। ১ ঘন্টার টাইমফ্রেম মানে প্রতিটি ক্যান্ডলস্টিক=১ঘন্টা। আপনি এগুলোর যেকোন একটা টাইম বেছে নিয়ে ট্রেড করতে পারেন।

mdtuhinfx
2014-12-30, 05:06 PM
সময়কে এনালাইসিস করার জন্য টাইম ফ্রেম ব্যবহার করা হয়। অর্থাৎ m5, m15, m30, h1 ইত্যাদি।

Dulal
2014-12-31, 10:28 AM
টাইম ফ্রেম হচ্ছে ফরেক্স মার্কেট দেখার জন্য একটি নির্দিস্ট সময়ের ক্যান্ডেল। এই নির্দিস্ট সময় পর পর ক্যান্ডেল পরিবর্তন হয়। একটা ক্লোজ হয়ে আরেকটা ক্যান্ডেল শুরু হয়। এমটিফোর এ বিভিন্ন টাইম ফ্রেম আছে। যথা ১ মিনিট, ৫ মিনিট, ১৫ মিনিট, ৩০ মিনিট, ১ ঘন্টা, ৪ ঘন্টা, ১ দিন, ১ সপ্তাহ, ১ মাস। আপনি যে সময় অন্তর অন্তর ক্যান্ডেল পরিবর্তম দেখতে চান সে টাইম ফ্রেম এ ক্লিক করলেই হবে।

fh.ratul
2014-12-31, 11:44 AM
হু এই বার বুঝলাম যে ফরেক্স এর চারটে উপর এ এমন লিখা থাকে । এইগুলাই ।
আমি দেখতাম কিন্তু বুঝতাম না। ধন্যবাদ।

uzzal86
2014-12-31, 07:57 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য বিভিন্ন সময় বেধে দেওয়া যায়। একটি ট্রেড কত সময়ের জন্য করা হবে মিনিট, ঘন্টা ও দিন সে সময়টি নিদিষ্ট ভাবে করে দেওয়া যায়। একে টাইম ফ্রেম বলা হয়। কোন একটি ট্রেড করার জন্য টাইম ফ্রেম বেদে দেওয়া হলে সে সময়ে আপনি কম্পিউটারের সামনে না থাকলেও সেই ট্রেডটি বন্ধ হয়ে যাবে। এক কথায় বলা যায় কোন একটি নিদিষ্ট ঠিক করে যে ট্রেড করা হয় তাকে টাইম ফ্রেম বলা হয়।

Shimanto754
2015-04-20, 04:41 PM
ফরেক্সে অনেক জনপ্রিয় এবং সর্বোচ্চ ব্যবহার হয় ক্যান্ডেলস্ট্রিক চার্ট।এই চার্টে এখাকটা ক্যান্ডেল সময় মেইনটেইন করে চলে।যে টাইমফ্রেম হবে ক্যান্ডেল ঠিক ততটুকু সময় পর পর পরিবর্তন হয়ে আরেকটা নতুন ক্যান্ডেল দিবে।আমরা ফরেক্স ট্রেডিং টার্মিনালে বিভিন্ন রকমের যেমন 1m,5m,15m,30m,1h,4h,1d,1w,1Mএইসব চাইমফ্রেম দেখি।৫মিনিটের টাইমফ্রেমে ৫মিনিট পরপর একটা নতুন ক্যান্ডেল শুরু হয়।এভাবে টাইমফ্রেম দেখে ট্রেডিং পজিশন নিতে হয়।

abdullahsakib
2015-04-29, 03:47 PM
টাইম ফ্রেম হচ্ছে আপনি যে সময়ের ক্যান্ডেল্ এর উপর নির্ভর করে ট্রেড করতে চান আপনি আপনার এমটি ৪ সফটয়্যারএ মোট ৯ টি টাইম ফ্রেম দেখতে পারেন প্রতি টি টাইমফ্রেম্ ঐ ঘন্টার নির্দেশ করে যার মানে একএকটি ক্যান্ডেল ঐ মাপের মানে টাইম এর হয়ে থাকে।

fxakas
2015-04-29, 05:59 PM
আপনি যখন কোন নির্দিষ্ট টাইমফ্রেমের কোন ১টি ক্যানডেল দেখবেন তখন বুঝতে পারবেন ঐ সময়ে প্রাইসের মুভমেন্ট কেমন হয়েছিল। টাইমফ্রেমের মাধ্যমে আমরা কোন নির্দিষ্ট ৫ মিনিট, ১৫ মিনিট, ১ ঘন্টা, ১ সপ্তাহ বা ১ মাসে প্রাইস সর্বোচ্চ কত বেড়েছিল বা কমেছিল ইত্যাদি আমরা জানতে পারি। ফরেক্স ট্রডিং-এর ক্ষেত্র বিভিন্ন টাইমফ্রেম এনালাইসিস খুবই গুরুত্বপূর্ণ।আমরা যে টাইমফ্রেমই ট্রেড করি না কেন ভিন্ন ভিন্ন টাইমফ্রেম এনালাইসিস খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে লং টাইমফ্রেম এনালাইসিস খুবই গুরুত্বপূর্ণ।

TselimRezaa
2015-04-29, 07:45 PM
ফরেক্সে অনেক জনপ্রিয় এবং সর্বোচ্চ ব্যবহার হয় ক্যান্ডেলস্ট্রিক চার্ট।এই চার্টে এখাকটা ক্যান্ডেল সময় মেইনটেইন করে চলে।যে টাইমফ্রেম হবে ক্যান্ডেল ঠিক ততটুকু সময় পর পর পরিবর্তন হয়ে আরেকটা নতুন ক্যান্ডেল দিবে।আমরা ফরেক্স ট্রেডিং টার্মিনালে বিভিন্ন রকমের যেমন 1m,5m,15m,30m,1h,4h,1d,1w,1Mএইসব চাইমফ্রেম দেখি।৫মিনিটের টাইমফ্রেমে ৫মিনিট পরপর একটা নতুন ক্যান্ডেল শুরু হয়।এভাবে টাইমফ্রেম দেখে ট্রেডিং পজিশন নিতে হয়।

pallabbd
2015-05-03, 08:57 PM
ফরেক্স প্লাটফর্মে ১মিনিট থেকে ১ মাসের টাইম ফ্রেম রয়েছে। যেখানে আপনি বুঝতে পারবেন যে এক মিনিটে মার্কেট কোথা থেকে কোথায় গিয়েছিল। এমনকি এক মাসে কি হয়েছিল তাও আমরা টাইম ফ্রেম এর মাধ্যমে পেতে পারি। মূলত এটিই টাইম ফ্রেম। ধন্যবাদ

abdullahsajib
2015-05-04, 10:46 AM
ফরেক্স এ ৯ টি টাইম মেথড আছে যার প্রতি টি নির্দেশ করে যে এক একটি ক্যান্ডেল এবং তার মাধ্যমে আপনি আপানর ট্রেড কো আরও ভাল ভাবে পরিচালনা করতে পারেন । আমার মনে হয় যে টাইম ফ্রেমে আমদের ট্রেড করা উচিৎ তা হলো ১ ঘন্টার টা্ইম ফ্রেম এটিই সবচাইতে উত্তম টাইম ফ্রেম ।

amitbd
2015-05-04, 05:48 PM
ফরেক্স মার্কেটে টাইম ফ্রেম বলতে আমরা যে বিষয় টি দেখতে পাই চার্টে 15 মিনিট , 30 মিনিট , 1যন্টা , 4 যন্টা এবং 1 দিনের ইত্যাদি চার্ট দেখি আর সেই মোতাবেগ আমরা একটি আইডিয়া নিয়ে আমরা ট্রেড করে থাকি । এক এক জন ট্রেডার একটি একটি টাইম পছন্দ করে , আমি বেশির ভাগ সময় 30মিনিট এবং 1 দিনের চার্ট দেখে ট্রেড করতে আমার কাছে অনেক ভাল মনে হয় ।

NaimurRahman
2015-05-04, 06:15 PM
ফরেক্স মার্কেট এ আপনি ক্যান্ডালেস্তিক চার্ট যদি দেখেন, তাহলে দেখতে পাবেন যে, প্রতিটি ক্যান্ডেল একটা সময় নিয়ে গঠন হয়ে থাকে। তার আপনি যদি ১ দিনের চার্ট দেখেন তাহলে ঐ দিনের আপ আর ডাউন মিলিয়ে একটা গড় হবে, আর সেটাই ক্যান্ডেল দেখা যাবে। আর এই একটি ক্যান্ডেল এর বিস্তারিত দেখতে হলে আপনাকে ৪ ঘণ্টার চার্টে যেতে হবে। এটাই টাইম ফ্রেম।

shimulmoni
2015-05-04, 08:47 PM
ফরেক্স মার্কেটে কোন নিদ্দিষ্ট সময়ের ব্যবধানে মার্কেটের কোন পেয়ারের মুভমেন্ট যে ক্যান্ডেলিক রুপ ধারন করে সেই সময়টাকে বলে টাইম ফ্রেম যেমন ১মি. ৫মি. ১৫মি. ৩০ মি. ১ ঘন্টা ৪ ঘন্টা ১ দিন ১ সপ্তাহ ১ মাস এই যে সময় গুলো উল্লেখ করলাম এই সময়ের জন্য মার্কেটের মুভমেন্ট যে ক্যন্ডেলের আকার নেই সেই ক্যান্ডেলটুকুর নিদ্দিষ্ট সময়কে বলে টাইম ফ্রেম। ধন্যবাদ।

sheikhbd05
2015-07-29, 06:15 PM
টাইম ফ্রেম হচ্ছে ফরেক্স মার্কেট দেখার জন্য একটি নির্দিস্ট সময়ের ক্যান্ডেল। এই নির্দিস্ট সময় পর পর ক্যান্ডেল পরিবর্তন হয়। একটা ক্লোজ হয়ে আরেকটা ক্যান্ডেল শুরু হয়। এমটিফোর এ বিভিন্ন টাইম ফ্রেম আছে। যথা 1m,5m,15m,30m,1h,4h,1d,1w,1M ইত্যাদি। এক কথায় বলতে গেলে একটি নিদিষ্ট ঠিক করে যে ট্রেড করা হয় তাকে টাইম ফ্রেম বলা হয়।

Talha
2015-07-29, 08:58 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য আমরা এমটি৪ প্লাটফর্মে আমরা অনেক ধরনের টাইম ফ্রেম দেখতে পাব যেমন ১মিনিট ৫মিনিট ১৫মিনিট ৩০মিনিট ১ঘন্টা ৪ঘন্টা ১দিন ৭দিন ১মাস এভাবে টাইম ফ্রেমে ট্রেডাররা ট্রেড করে থাকেন ১মিনিট মানে হল একটি ক্যান্ডেল স্টিক এক মিনিটের মধ্যেই অপেন হবে এরই মধ্যেই ক্লোজ হবে এরুপ সব টাইম ফ্রেমে একই ব্যপার ঘটবে একদিনের ক্যান্ডেল স্টিক একদিনে একটি ক্যান্ডেল স্টিক অপেন হবে একটি ক্লোজ হবে এরুপ ভাবে চলতে থাকবে।

hmnayem
2015-07-29, 09:03 PM
ট্রেডিং স্ট্রাটিজির একটা বড় অংশ হল টাইম ফ্রেম । মুলত টাইম ফ্রেম বলতে বোঝায় একটা ক্যান্ডেল তৈরীর সময়। ১মিনিট টাইম ফ্রেম মানে হল যে ক্যান্ডেল আছে সেটা এক মিনিট থাকবে এবং এক মিনিট পরে আর একটা ক্যান্ডেল তৈরী হবে । তাছড়া হিস্টোরি বোঝার জন্য ও টাইম ফ্রেম খুবই গুরুত্বপুর্ণ কাজ করে থাকে ।

mamun93
2015-07-30, 04:35 AM
টাইমফ্রেম হল ফরেক্স মার্কেট প্লেসে ট্রেড করার জন্য কিছু সময়ের সংক্ষেপ বিশেষ যা দেখে ফরেক্স ট্রেডাররা বা যার মাধ্যমে ফরেক্স ট্রেডাররা সট টাইম এবং লং টাইমে ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকে।

muhim123
2015-07-30, 02:23 PM
টাইম ফ্রেম হচ্ছে ফরেক্স মার্কেট দেখার জন্য একটি নির্দিস্ট সময়ের ক্যান্ডেল। এই নির্দিস্ট সময় পর পর ক্যান্ডেল পরিবর্তন হয়। একটা ক্লোজ হয়ে আরেকটা ক্যান্ডেল শুরু হয়। আর এক কথায় বলা যায় কোন একটি নিদিষ্ট ঠিক করে যে ট্রেড করা হয় তাকে টাইম ফ্রেম বলা হয়।

sheikhbd05
2015-08-03, 06:27 PM
টাইম ফ্রেম হচ্ছে ফরেক্স মার্কেট দেখার জন্য একটি নির্দিস্ট সময়ের ক্যান্ডেল। এই নির্দিস্ট সময় পর পর ক্যান্ডেল পরিবর্তন হয়। এমটিফোর এ বিভিন্ন টাইম ফ্রেম আছে। 1m,5m,15m,30m,1h,4h,1d,1w,1Mএইসব আপনি যে সময় অন্তর অন্তর ক্যান্ডেল পরিবর্তম দেখতে চান সে টাইম ফ্রেম এ ক্লিক করলেই হবে।

md.israfil
2015-08-03, 06:45 PM
টাইম ফ্রেম হল, ফরেক্স মার্কেটের দাম উঠানামা করে তার একটি সময়ের হিসাব অর্থাৎ ফরেক্স মার্কেটের দাম উঠানামাটা ক্যান্ডলের উপর চাপ পড়ার মাধ্যমে বুঝা যায়, এ রকম ক্যান্ডলের হিসাবটা ১ মিনিট থেকে শুরু করে ১ মাস পর্যন্ত হিসাব সচরাচর দেখা যায়, আবার ইচ্ছা করলে পেছনের বছর এর হিসাবও দেখা যাবে, তো মুল কথা হল টাইম ফ্রেম দ্বারা ফরেক্স এর মার্কেট বুঝা বা দেখা সহজ হয়।

Kafu
2015-08-04, 02:20 AM
টাইম ফেরেম হল ফরেক্স মার্কে দেখার জেন্ন একটা একটি নির্দিস্ট সময়ের ক্যান্ডেল একটা সময় পর এইটা পরিবর্তন হয় এই পরিবর্তন দেকতে হলে টাইম ফ্রেম এ ক্লিক করলেই হবে

roni11
2015-08-08, 09:15 PM
ফরেক্স মারকেটে টাইম ফ্রেম হল ভিবিন্ন ধরনের ফরেক্স টাইম ফ্রেম আছে এই টাইম ফ্রেম গুল হল যেমন ১ মিনিট থেকে শুরু করে ১ মাস পর্যন্ত আছে ১ মিনিট ৫ মিনিট ১৫ মিনিট ১ ঘন্টা ৪ ঘন্টা ১ দিন ১ সপ্তাহ ১ মাস এই টাইম ফ্রেমে ভিবিন্ন সময় বিভিন্ন ধরনের দেখা যায় মার্কেট ।

sunil
2015-08-14, 05:32 PM
অরেক্স মার্কেটে ট্রেড করার জন্য অনেক প্রকার টাইম ফ্রেম আছে যেমন ১ মিন্ট ৫ মিনিট ১৫ মিনিট ৩০ মিনি'ট ১ ঘন্টা ৪ ঘন্টা ১ সপ্তাহ ১ মাস এই গুল হল ফরেক্স মার্কেটে টাইম ফ্রেম বপ্লা হয় এর মধ্যে ভাল টিমে ফ্রেম হল ১ ঘন্টার টাইম ফ্রেম।

Vimri
2015-08-14, 06:17 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য টাইম ফ্রেম একটা বিসাল ভুমিকা পালন করে টাইম ফ্রেম গুল হল যেমন ১ মিনিট থেকে শুরু করে ১ মাস পর্যন্ত আছে ১ মিনিট ৫ মিনিট ১৫ মিনিট ১ ঘন্টা ৪ ঘন্টা ১ দিন ১ সপ্তাহ ১ মাস এই টাইম ফ্রেমে ভিবিন্ন সময় বিভিন্ন ধরনের দেখা যায় মার্কেট । টাইম ফ্রেম ধরে ট্রেড করলে অনেক সময় লাভ বান হওয়া যায়

MotinFX
2015-08-14, 08:30 PM
ফরেক্স মার্কেটে নিদিষ্ট সময়ে পর যে ক্যান্ডেলষ্টীক তৈরি হয় যা বিভিন্ন টাইম ফ্রেমে দেখা যায় তাকে টাইম ফ্রেম বলে । ১ মিনিট ৫ মিনিট ১৫ মিনিট ১ ঘন্টা ডেইলি টাইম ফ্রেম এর মাধ্যমে দেথতে পারেন ।

Doom
2015-08-21, 04:33 PM
ফরেক্স মার্কেট এ ৪ ঘন্তা এবং ১ ঘন্তার তাইম ফ্রেম খুব ভাল কারন আমরা যদি এই দুটো তাইম ফ্রেম দিএ ট্রেড করি তাহলে আমাদের মার্কেট এর মুভ নুঝতে অনেক সুভিদা হবে। আমাদের উচিত সব সময় মার্কেট এর মুভ বুঝে ত্রেড করা। টাইম ফ্রেম এই মার্কেট এর খুব গুরুত্ত পুরন জিনিস।

fxover
2015-09-28, 08:12 PM
আমরা যখন মার্কেট এনালাইসিস করি তখন তা যেকোন একটি টাইমফ্রেমে এনালাইসিস করি । আমরা যদি যে টাইমফ্রেম এ মার্কেট দেখি সেই মার্কেট উইন্ডোতে সেই টাইমে মার্কেট কতটুকু উঠানামা করে তা দেখতে পাই । টাইমফ্রেম ১ মিনিট থেকে শুরু করে ১ মাস পর্যন্ত হয়ে থাকে । যেমন- ১ মিনিট, ৫ মিনিট, ১৫ মিনিট, ৩০ মিনিট , ১ ঘন্টা ,৪ ঘন্টা, ১ দিন ,১ মাস । ট্রেডিং প্ল্যাটফর্মে সাধারনত আপনি আপনার পছন্দমত টাইমফ্রেম ব্যাবহার করে মার্কেট এনালাইসিস করতে পারেন ।

lima1
2015-09-28, 08:17 PM
ফরেক্স মার্কেটে টাইম ফ্রেম একটি গুরুত পূর্ণ জিনিস কারন ফরেক্স মারকেটে ট্রেড করে সফলতার পিছনে টাইম ফ্রেম একটি ভুমিকা আছে আর এই টাইম ফ্রেম সঠিক ভাবে নিরবাচন না করে ফরেক্স মার্কেটে ট্রেড করলে ভাল প্রফিট করা জায় টাইম ১ মিনিট থেকে সুরু করে ১ মাস পর্যন্ত আছে এর কন একটি টাইম ফ্রেম দেখে ট্রেড করতে হয় আর এনালাইসিস করতে হয় ।

Rina akter
2015-10-15, 07:48 PM
আমি এক জন নতুন ছাএী মাএ অল্প কয়েক দনি সময় ধরে ফরেক্স ফোরামে কাজ করছি।তাই সত্যি আমি জানিনা যে টাইম ফ্রেম কি। তবে অাপনাদের অনেকের অনেক মতামত দেখলাম।এবং বুঝলাম যে আপনি যখন ফরেক্স মার্কেটে ট্রেড করবেন তখন আপনাকে একটা সময় দিয়ে দিতে হয়।যেমন একটি ট্রেড আপনি কত সময় জন্য করবেন সেটা কি মিনিট হবে না ঘন্টা হবে না কি দনি হবে সেই সময়টি নিদিষ্ট ভাবে করে দেয়া যায় তাক বলে টাইম ফ্রেম।ধন্যবাদ

M M RABIUL ISLAM
2015-10-30, 05:27 PM
আমার মতে টাইম ফ্রেম একটি গুরুত পূর্ণ জিনিস কারন ফরেক্স মারকেটে ট্রেড করে সফলতার পিছনে টাইম ফ্রেম একটি ভুমিকা আছে আর এই টাইম ফ্রেম সঠিক ভাবে নিরবাচন না করে ফরেক্স মার্কেটে ট্রেড করলে ভাল প্রফিট করা জায় টাইম ১ মিনিট থেকে সুরু করে ১ মাস পর্যন্ত আছে। এরকম একটি টাইম ফ্রেম দেখে ট্রেড করতে হয় আর এনালাইসিস করতে হয়। ধন্যবাদ

Md Mirazul
2015-11-05, 03:01 PM
টাইম ফ্রেম বলতে বোঝায় ফরেক্স মার্কেট এ ট্রেড করার আগে কিছু সময় ধরে ফরেক্স মার্কেট এর মুভমেন্ট দেখতে হয় যে ফরেক্স মার্কেট কখন কোন দিকে মুভ নেবে । যে সময় ধরে আপনি এটা ফলো করবেন সেই সময়কে বা টাইমকে টাইম ফ্রেম বলে । টাইম ফ্রেম ধরে ফরেক্স এ ট্রেড করা ভালো । এতে করে বুঝে শুনে ট্রেড করা যায় এবং ট্রেডে লাভ ও ভালো হয় । টাইম ফ্রেম বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন ৫ মি.১৫ম.৩০মি.১ঘন্টা ইত্যাদি । যার যেরকম টাইম ফ্রেম পছন্দ সে সেরকম টাইম ফ্রেম ব্যবহার করে ট্রেড করবে ।

Naju
2015-11-05, 06:04 PM
টাইম ফ্রেম বলতে কোন একটি নির্দিষ্ট সময়কে বুঝনো হয়েছে,যেমন কি আমরা যখন ফরেক্স মার্কেটে ট্রেড করতে বসি তখন কোন একটা টাইম ফ্রেম এ ট্রেড করি যেমন ৪ ঘণ্টার টাইম ফ্রেম,অথবা ১ দিনের টাইম ফ্রেম ,এ কয়েক টা সময় কে নিরধারন করে যে সময় টুকুতে ট্রেড করা হয় তাকে সাধারনত টাইম ফ্রেম বলা হয়ে থাকে।

Diction Barua
2015-11-06, 06:18 PM
টাইম ফ্রেম বলতে আমি যা বুঝি তা হল, টাইম ফ্রেম হচ্ছে একটি নির্দ্দিষ্ট সময়ের মধ্যে ক্যান্ডেল স্টিকের অবস্থার পরিবর্তনকে বুঝায়।ক্যান্ডেল স্টিকের বিভিন্ন ধরনের পরিবর্তন যেমন বুলিশ, বিয়ারিস, দজি ক্যান্ডেল ইত্যাদি পরিবর্তন মার্কেটের গতিবিধি বা সময়ের উপর নির্ভর করে।ফরেক্স মার্কেটে সাধারণত পাঁচ, পনের,ত্রিশ মিনিট,এক ঘন্টা, চার ঘন্টা, একদিন,এক সপ্তাহ,এক মাস পর্যন্ত টাইম ফ্রেম দেখা যায়।

AbuRaihan
2015-11-08, 03:23 PM
টাইমফ্রেম অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ ৤ তাই ফরেক্স টাইম ফ্রেম ব্যবহার জানা টা সব ট্রেডার এর জন্য একান্ত কর্তব্য ৤ ফরেক্স মার্কেটে আমরা যখন একটা ট্রেড ওপেন করি তার পূর্বে আমাগেদর সঠিক বিশ্লেষণ করতে হয় ৤ আর বিশ্লেষন এর জন্যই টাইম ফ্রেম অধিক গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে ৤ আমার জানা মতে ফরেক্সে মোট ৯ ধরনের টাইমফ্রেম রয়েছে ৤ তার কম বেশিও হতে পারে ৤ টােইম ফ্রেমগুলো সম্পর্কে সঠিক ধারণা রাখা প্রত্যক ট্রেডারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ৤

HasanXM
2015-11-08, 04:21 PM
আমি জানি যে টাইমফ্রেমের মাধ্যমে আমরা কোন নির্দিষ্ট ৫ মিনিট, ১৫ মিনিট, ১ ঘন্টা, ১ সপ্তাহ বা ১ মাসে প্রাইস সর্বোচ্চ কত বেড়েছিল বা কমেছিল ইত্যাদি আমরা জানতে পারি। যদি আমরা ১টি ৫ মিনিটের ক্যানডেল দেখি, তাহলে তা থেকে আমরা বুঝতে পারবোঃ

কোন প্রাইসে ক্যানডেলটি শুরু হয়েছে
কোন প্রাইসে ক্যানডেলটি ক্লোজ হয়েছে
প্রাইস ঐ ৫ মিনিতে সর্বোচ্চ কত বেড়েছিল
প্রাইস ঐ ৫ মিনিতে সর্বনিম্ন কত কমেছিল

সাধারনত নিম্নোক্ত টাইমফ্রেমগুলো বেশী ইউজ হয় কারন এগুলো মেটাট্রেডার ৪ এ দেয়া আছে। কিন্তু মেটাট্রেডার ৫ এ আপনি আরো কাস্টম টাইমফ্রেম ব্যবহার করতে পারবেন।

m1
m5
m15
m30
h1
h4
d1
w1
mn

আপনি কোন নির্দিষ্ট টাইমফ্রেমের কোন ১টি ক্যানডেল দেখলেই বুঝতে পারবেন ঐ সময়ে প্রাইসের মুভমেন্ট কেমন হয়েছিল।

Realifat
2015-12-21, 10:19 PM
ক্যান্ডেলস্টিক চার্টে মার্কেটের পরিবর্তনের সময়ের উপর ভিত্তি করে ৫ মিনিট, ১৫ মিনিট, ৩০ মিনিট পরপর যে নতুন ক্যান্ডেল তৈরি করে এবং ভিন্ন ভিন্ন ক্যান্ডেল একই মার্কেটের অবস্থা প্রকাশ করে তাকে টাইমফ্রেমম বলে। ফরেক্সে বিভিন্ন রকমের টাইমফ্রেম রয়েছে। এসব টাইমফ্রেমগুলো ভালোভাবে বুঝতে এবং চিনার প্রয়োজন।

Marufa
2015-12-25, 08:17 PM
টাইমফ্রেম হচ্ছে সময় । একটি নির্দিষ্ট সময়ে মার্কেট কতটুকু মুভ করল ইত্যাদি বোঝার জন্য টাইমফ্রেম ব্যবহৃত হয় । ফরেক্স মার্কেটে বিভিন্ন রকম টাইম ফ্রেম রয়েছে । এর মধ্যে মিনিট ১ থেকে শুরু করে এক মাসের টাইম ফ্রেম রয়েছে ।

Selim BU
2015-12-25, 09:48 PM
টাইমফ্রেম ফরেক্স মার্কেটের খুবই গুরুত্বপূর্ন অংশ। এটি মূলত সময়ের সাথে মার্কেটের পরিবর্তন নির্দেশ করে। মনে করুন প্রতি একক দ্বারা এক ঘন্টায় মার্কেটের পরিবর্তন। মার্কেটে অনেক টাইম ফ্রেম আছে। যেমন ১ মিনিট, ৫ মিনিট, ১৫ মিনিট, ৩০ মিনিট, ১ ঘন্টা, ৪ ঘন্টা, ১ দিন, ৭ দিন, ৩০ দিন ।

sumekus
2015-12-28, 12:14 PM
একটি ট্রেড কত সময়ের জন্য করা হবে মিনিট, ঘন্টা ও দিন সে সময়টি নিদিষ্ট ভাবে করে দেওয়া যায়। একে টাইম ফ্রেম বলা হয়। কোন একটি ট্রেড করার জন্য টাইম ফ্রেম বেধে দেওয়া হলে সে সময়ে আপনি কম্পিউটারের সামনে না থাকলেও সেই ট্রেডটি বন্ধ হয়ে যাবে। এক কথায় বলা যায় কোন একটি নিদিষ্ট ঠিক করে যে ট্রেড করা হয় তাকে টাইম ফ্রেম বলা হয়।

hasan019
2015-12-28, 01:06 PM
আপনাকে টাইম্ফ্রেম এর সমপরকে অনেক ভাল ধারনা থাকতে হবে। অনেক তাইমফ্রেম আছে আপনি এমটি ৫ এ আরো বেশি পাবেন। আপনার ট্রেড করার ধরন এর উপর নিরভর করবে আপনি কোনটা ইউজ করবেন। আপনি ছোট ট্রেড করলে ৩০ মিনিট ৫ মিনিট এর গুলা ইউজ করবেন।

MotinFX
2015-12-28, 02:59 PM
ফরেক্স মার্কেটে আমরা টাইম ফ্রেমের মাধ্যমে ট্রেড করে থাকি। তাই আমাড়ের কে একটি নির্দিস্ট টটইম ফ্রেম অনিসরন করতে হয়। কেই এক ঘন্টার টাইম ফ্রেম দেখে আবার কেই ডেইলি মার্কেটের টাইম ফ্রেম দেখে। আমি এক ঘন্টা ও ডেইলি টাইম দেখে ট্রেড করে থাকি।

Naju
2015-12-28, 05:35 PM
টাইম ফ্রেম হচ্ছে ফরেক্স মার্কেটের একটা নির্দিষ্ট সময় ,যা দেখে আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকি ,ফরেক্স মার্কেটে ১ মিনিট থেকে শুরু করে ১ মাসের টাইম ফ্রেমও রয়েছে যে টাইম ফ্রেম গোলতে সাধারনত আমরা ট্রেড করে থাকি ,যেমন কি আমরা বিভিন্ন টাইম ফ্রেম এ ট্রেড করি যেগুলোর মধ্যে আমরা বেশি ট্রেড করে থাকি সেগুলো হচ্ছে ১ ঘণ্টার টাইম ফ্রেম ৪ ঘণ্টার টাইম ফ্রেম বা ১ দিনের টাইম ফ্রেম ,এই টাইম ফ্রেম গুলোতে ট্রেড করলে অনেক বেনিফিত পাওয়া যাই।

anita
2015-12-30, 07:54 PM
ফরেক্স মার্কেটে অনেক টাইম ফ্রেম আছে এই টাইম ফ্রেমে ট্রেড করতে হয় যেমন টাইম ফ্রেম হোল ৫ মিনিট থেকে শুরু করে ১ মাস পর্যন্ত টাইম ফ্রম আছে ১৫ মিনিট ৩০ মিনিট ১ ঘন্টা ,৪ ঘন্টা ১ সপ্তা ১ মাস এই গুলকে টাইম ফ্রেম আছে এই টাইম ফ্রেমের যেকোনো একটি টাইম ফ্রেম নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হয় ।

raju0000
2015-12-30, 10:59 PM
টাইম ফ্রেম হলো বিভিন্ন সময়ের উপর নির্ভর করে মার্কেট এর মুভমেন্ট অথবা মার্কেট এর নড়াচড়ার গ্রাফ নির্দেশ করি. বিভিন্ন টাইম ফ্রেম এ আপনি মার্কেট এ বিভিন্ন পরিবর্তন খেয়াল করতে পারবেন. মার্কেট এ মিনিট ১ থেকে শুরু করে, মার্কেট ৫, মিনিট ১০, মিনিট ৩০, ঘন্টা ১, ঘন্টা ৪, ১ দিন, ১ সপ্তাহ থেকে শুরু করে ১ মাস এর টাইম ফ্রেম পর্যন্ত দেয়া রয়েছে. আপনি যেকোনো তার উপর নির্ভর করে চার্ট বুঝতে পারবেন.

MdRazu128890
2015-12-30, 11:12 PM
ফরেক্সে আমরা ট্রেড করার ক্ষেত্রে বিভিন্ন সময় সংক্ষেপ ব্যাবহার করে থাকি আর একে ফরেক্সের ভাষায় টাইমফ্রেম বলা হয়। ফরেক্সে যারা লং ট্রেড করে থাকে তারা লং টাইমফ্রেম ব্যাবহার করেই এখানে ট্রেড করে থাকে পাশাপাশি যারা ফরেক্সে অল্প সময়ের ব্যাবধানে প্রফিট করতে চায় তারা এখানে স্ক্যাল্পিং করে থাকে এবং সেক্ষেত্রে তারা শর্ট টাইমফ্রেমই বেশি ব্যাবহার করে থাকে।

Tazul Islam
2016-04-23, 10:34 PM
টাইম ফ্রেম হচ্ছে ফরেক্স মার্কেট এ কেন্ডল দেখার জন্য একটি নির্দিস্ট সময়। এই নির্দিস্ট সময় পর পর ক্যান্ডেল পরিবর্তন হয়। একটা ক্লোজ হয়ে আরেকটা ক্যান্ডেল শুরু হয়। মেটাট্রেডার ৪ এ বিভিন্ন টাইম ফ্রেম আছে। যথা ১ মিনিট, ৫ মিনিট, ১৫ মিনিট, ৩০ মিনিট, ১ ঘন্টা, ৪ ঘন্টা, ১ দিন, ১ সপ্তাহ, ১ মাস। আপনি যে সময় অন্তর অন্তর ক্যান্ডেল পরিবর্তম দেখতে চান সে টাইম ফ্রেম এ ক্লিক করলেই হবে।

basaki
2016-04-23, 10:43 PM
ফরেক্স মার্কেটে টাইম ফ্রেম হচ্ছে ফরেক্স মার্কেটে যে টাইম মেইন্টেইন করা হয়ে থাকে তাকেই বলা হয়ে থাকে টাইম ফ্রেম। আপনি এক ঘন্টা বা চার ঘন্টা যে কোন একটা নির্ধারন করে ফরেক্স মার্কেটে ট্রেড কপেতে পারেন কারন এই দুইটাই অনে ভাল টাইম ফ্রেম বলে আমি মনে করি।

uzzal05
2016-08-26, 06:44 AM
টাইম ফ্রেম দেখে আপনাকে ট্রেড করতে হবে। আপনি কি ধরনের ট্রেড করতে চান। আপনি যদি লং টার্ম ট্রেড করেন তাহলে আপনি ডেইলী চার্ট দেখে নিতে পারেন। আর যদি শর্ট টার্ম ট্রেড করেন তাহলে আপনি ১৫-৩০ মিনিট টাইম দেখে ট্রেড করতে পারেন। এটা আপনার উপর নির্ভর করে আপনি কি ধরনের ট্রেড করবেন।

Rana mollah
2016-08-26, 08:03 AM
টাইম ফ্রেম হলো একজন ট্রেডার কত সময় ধরে মার্কেট টা দেখে তারপর মার্কেট এ ট্রেড করবে সেই সময় । ফরেক্স মার্কেটে বিভিন্ন ধরনের টাইম ফ্রেম থাকে ৫ মিনিট , ১৫ মিনিট , ৩০ মিনিট , ১ ঘন্টা ,৪ ঘন্টা ইত্যাদি । এই সময় গুলো দেখে বা এর ভেতর যেকোন টাইম ফ্রেম ব্যবহার করে ট্রেডাররা মার্কেটে ট্রেড করে থাকে । ৫ মিনিটের টাইম ফ্রেম ব্যবহার করলে মার্কেটের ক্যান্ডেল খুব তাড়াতাড়ি পরে যা দেখে বোঝা যায় পরবর্তিতে মার্কেট কোন দিকে যেতে পারে , তারপর সেই দিকে ট্রেড বসানো ।

monirapk
2016-08-26, 08:29 AM
প্রত্যেক সেক্টরে কাজ করতে হলে টাইম দেখেই ট্রেড করা লাগে । তাই ফরেক্স ব্যবসা করতে হলে ও টাইম দেখার প্রয়োজন আছে । আমি মনে করি ক্যান্ডেল ঘুলো বোঝার জন্য টাইম ফ্রেম দেখা ও সিলেক্ট করা অনেক জরুরি । আমি ১৫ মিনিট এর টাইম ফ্রেম দেখে ট্রেড করি । আমি অনেক প্রফিট ও করে থাকি ফরেক্স থেকে ।

kholil
2016-09-22, 11:51 AM
ফরেক্স অনেক ভাল একটা ব্যবসা , এখানে যেকেউ ব্যবসা করার সুযোগ পাই । ফরেক্সে কাজ করতে হলে ট্রেড করার মাধ্যমে টাকা আয় করতে হয় । ফরেক্সে ট্রেড করতে হলে তাইম ফ্রেম দেখে ট্রেড করা ভাল । টাইম ফ্রেম হলো কিছু সময় মার্কেট ভাল করে লক্ষ করে মার্কেটে ট্রেড করা । টাইম ফ্রেম বিভিন্ন ধরনের ৫ মি। ১৫ মি। ৩০ মি। ১ ঘন্টা , ৪ ঘন্টা ইত্যাদি । এই সময় গুলো দেখে ট্রেড করা হল টাইম ফ্রেম দেখে ট্রেড করা ।

jamal191khan
2016-09-22, 06:56 PM
আমরা জানি টাইম ফ্রেম হচ্ছে ফরেক্স মার্কেট দেখার জন্য একটি নির্দিস্ট সময়ের ক্যান্ডেল। এই নির্দিস্ট সময় পর পর ক্যান্ডেল পরিবর্তন হয়। একটা ক্লোজ হয়ে আরেকটা ক্যান্ডেল শুরু হয়। এমটিফোর এ বিভিন্ন টাইম ফ্রেম আছে। যথা ১ মিনিট, ৫ মিনিট, ১৫ মিনিট, ৩০ মিনিট, ১ ঘন্টা, ৪ ঘন্টা, ১ দিন, ১ সপ্তাহ, ১ মাস। আপনি যে সময় অন্তর অন্তর ক্যান্ডেল পরিবর্তম দেখতে চান সে টাইম ফ্রেম এ ক্লিক করলেই হবে।

Tazul Islam
2016-09-22, 07:23 PM
ফরেক্স মার্কেটে আপ এবং ডাউন সিগনাল বা মার্কেটের গতিবিধি বোঝার জন্য ক্যান্ডাাল এর ব্যবহার জানতে হয়। ক্যান্ডল বিভিন্ন ধরনের হয় যেমন - 1m,5m,15m,30m,1h,4h,1d,1w,1M এমন টাইমফ্রেম প্রতিটি mt4 প্লাটফর্মে দেখা যায়। প্রতিটি ক্যান্ডলস্টিক টাইমফ্রেমের প্রতিটি টাইম নির্দিষ্ট করে দেয়। ১ ঘন্টার টাইমফ্রেম মানে প্রতিটি ক্যান্ডলস্টিক=১ঘন্টা। আপনি শর্ট টার্ম এর জন্য 5m,15m এবং লং টার্ম ট্রেড এর জন্য 1h,4h,1d,1w,1M দেখতে পারেন।

sheam
2016-10-24, 07:48 PM
ফরেক্স মারকেটে টাইম ফ্রেম হল ভিবিন্ন ধরনের ফরেক্স টাইম ফ্রেম আছে এই টাইম ফ্রেম গুল হল যেমন ১ মিনিট থেকে শুরু করে ১ মাস পর্যন্ত আছে ১ মিনিট ৫ মিনিট ১৫ মিনিট ১ ঘন্টা ৪ ঘন্টা ১ দিন ১ সপ্তাহ ১ মাস এই টাইম ফ্রেমে ভিবিন্ন সময় বিভিন্ন ধরনের দেখা যায় মার্কেট ।

mithun30
2016-10-26, 10:45 PM
ফরেক্স একটা ট্রেডিং বিজনেস এবং বর্তমানে এই বিজনেস নিয়ে অনেক আলোচনা সমালোচনা এবং বিশ্লেষন হয় যে কিভাবে বেশি বেশি প্রফিট করা যায়। এজন্য ট্রেড করার অনেকগুলো মেথড আছে। সকল মেথডগুলোর মধ্যে আমি ক্যানডেলস্টিক মেথডটি পছন্দ করি এবং আমি আমার প্রতিটি ট্রেড ক্যান্ডেলস্টিক ম্যাথডে করে থাকি।

aida
2016-11-15, 12:59 AM
ফরেক্স মার্কেট এ ৪ ঘন্তা এবং ১ ঘন্তার তাইম ফ্রেম খুব ভাল কারন আমরা যদি এই দুটো তাইম ফ্রেম দিএ ট্রেড করি তাহলে আমাদের মার্কেট এর মুভ নুঝতে অনেক সুভিদা হবে। আমাদের উচিত সব সময় মার্কেট এর মুভ বুঝে ত্রেড করা। টাইম ফ্রেম এই মার্কেট এর খুব গুরুত্ত পুরন জিনিস।

uzzal05
2016-12-07, 11:15 AM
ফরেক্স মার্কেট এ মেটা ট্রেডার প্লাটফরাম এ অনেক গুলো টাইম ফ্রেম আমরা দেখে থাকি। ট্রেডাররা তাদের সুবিধা অনুযায়ী টাইম্ফ্রেম দেখে মার্কেট এনালাইসিস করে ট্রেড করে থাকেন। ফরেক্সদ মারকেট এ টাইম্ফ্রেম অব্যশোই গুরুত্তপূর্ন।

Rony Hassan
2016-12-07, 11:36 AM
মার্কেটের মুভমেন্ট সময় ভিত্তির এ্যানালাইসিসি করার জন্য টাইম ফ্রেম ব্যবহার করা হয় । টাইম ফ্রেম এ আপনি 1 মিনিট হতে শুরু করে এক মাস পয়ন্ত নিতে পারেন । ধরুন আপনি 1 ঘন্টার টাইম ফ্রেম ব্যবহার কররেন এখানে টাইম ফ্রেম আপনেকে জানাবে প্রতি ঘন্টায় মার্কেট কি পরিমান মুভমেন্ট করেছে । ঘন্টার ক্যালেন্ডার ষ্টিক হতে জানতে পারবেন ঐ ঘন্টার সর্বো্চ্চ এবং সর্বোনিম্ম কারেন্সির মার্কেট প্রাইস । ওপেনিং এবং ক্লোজিং মার্কেট পাইস আরোও জানা যাবে মার্কেটর মুভমেন্ট কোন দিকে ।

Skfarid
2016-12-07, 01:45 PM
টাইমফ্রেমের এনালাইসিস এর জন্য খুবগুরুত্বপূর্ণ, টাইমফ্রেমের মাধ্যমে আমরা কোন নির্দিষ্ট ৫ মিনিট, ১৫ মিনিট, ১ ঘন্টা, ১ সপ্তাহ বা ১ মাসে প্রাইস সর্বোচ্চ কত বেড়েছিল বা কমেছিল ইত্যাদি আমরা জানতে পারি। যদি আমরা ১টি ৫ মিনিটের ক্যানডেল দেখি, তাহলে তা থেকে আমরা বুঝতে পারবোঃ কোন প্রাইসে ক্যানডেলটি শুরু হয়েছে,কোন প্রাইসে ক্যানডেলটি ক্লোজ হয়েছে, প্রাইস ঐ ৫ মিনিতে সর্বোচ্চ কত বেড়েছিল, প্রাইস ঐ ৫ মিনিতে সর্বনিম্ন কত কমেছিল।সাধারনতটাইমফ্রেমগুলো বেশী ইউজ হয় কারন এগুলো মেটাট্রেডার ৪ এ দেয়া আছে। m5,m15,m30,h1,h4,d1,w1,mn আপনি কোন নির্দিষ্ট টাইমফ্রেমের কোন ১টি ক্যানডেল দেখলেই বুঝতে পারবেন ঐ সময়ে প্রাইসের মুভমেন্ট কেমন হয়েছিল।

nazib72
2016-12-16, 11:51 PM
ট্রেডার যে নির্দিষ্ট সময় ধরে ট্রেড করে এবং যে সময়ের এনালিসিস করে ট্রেড করে তাকে টাইম্ফ্রেম বলে।ফরেক্স ট্রেডিং করার জন্য সব ধরনের টাইম ফ্রেম এনালাইসিস করে ফরেক্স ট্রেডিং করতে হবে । আপনি যদি স্ক্যাল্পিং করেন তাহলে ৫ মিনিট , ১৫ মিনিট এবং ৩০ মিনিট এর টাইম ফ্রেম দেখে ট্রেড করতে পারেন । এবং আপনি যদি লং টাইম ট্রেড করেন তাহলে আপনাকে ১ ঘণ্টা ৪ ঘণ্টার টাইম ফ্রেম দেখে ট্রেড করতে হবে । এছাড়া আপনি যদি আরও বেশি সময়ের ট্রেড এন্ট্রি নিতে চান তাহলে আপনাকে ডে টাইম ফ্রেম এবং সাপ্তাহিক বা মাসিক টাইম ফ্রেম দেখে ট্রেড এন্ট্রি নিতে হবে ।

atiquefx
2016-12-17, 12:31 AM
ফরেক্স ট্রেড এ আমরা অনেক ধরণের টাইম ফ্রেম দেখে থাকি । আমরা একেকজন ট্রেডার একেক রকম টাইম ফ্রেম এ ট্রেড করে থাকি । ফরেক্সে আমরা ৯ ধরণের টাইম ফ্রেম দেখি যেমন : ১ মিনিটের টাইম ফ্রেম , ৫ মিনিটের টাইম ফ্রেম , ১৫ মিনিটের টাইম ফ্রেম , ৩০ মিনিটের টাইম ফ্রেম , ১ ঘন্টার টাইম ফ্রেম , ৪ ঘন্টার টাইম ফ্রেম, ১ দিনের টাইম ফ্রেম , ১ সপ্তাহের টাইম ফ্রেম এবং ১ মাসের টাইম ফ্রেম । টাইম ফ্রেম হলো কোনো নির্দিষ্ট সময়ের মুদ্রা এর দাম এর উঠা নামার ক্যান্ডলে স্টিক এর গ্রাফ । টাইম ফ্রেম আমাদের মার্কেট এনালাইসিস করতে খুব প্রয়োজনীয় ধাপ ।

msisohel
2016-12-17, 09:11 AM
ফরেক্স ট্রেডিং এ ট্রেড করার জন্য সময়কে নির্দিষ্ট ফ্রেমে ভাগ করে দেয়া আছে । যেমন, মিনিটে, ঘণ্টা, দিন, সপ্তাহ, মাস। নিয়মিত ট্রেড করার জন্য মিনিট, ১ ঘণ্টা, ৪ ঘণ্টা টাইম ফ্রেম এনালাইসিস করে ট্রেড করা যেতে পারে।

riponinsta
2016-12-17, 11:13 AM
ফরেক্স মার্কেট এ টেড করার জন্য অনেক গুল টাইম ফ্রেম আছে । আপনি কোন টাইম ফ্রেম এ টেড করবেন এটা নিরভর করছে আপনার টেড ইং সিস্টেম এর উপর । ভাল টাইম ফ্রেম সিলেট করার উপর ও লাভ লস নিরভর করে অনেক সময় তাই আপনাকে টেড করার জন্য ভাল টাইম ফ্রেম সিলেট করে টেড করতে হবে আর লাভ করতে হবে ।

asaa
2017-03-14, 07:52 AM
আমার মনে হয় ফরেক্সে অনেক জনপ্রিয় এবং সর্বোচ্চ ব্যবহার হয় ক্যান্ডেলস্ট্রিক চার্ট।এই চার্টে এখাকটা ক্যান্ডেল সময় মেইনটেইন করে চলে।যে টাইমফ্রেম হবে ক্যান্ডেল ঠিক ততটুকু সময় পর পর পরিবর্তন হয়ে আরেকটা নতুন ক্যান্ডেল দিবে।আমরা ফরেক্স ট্রেডিং টার্মিনালে বিভিন্ন রকমের যেমন 1m,5m,15m,30m,1h,4h,1d,1w,1Mএইসব চাইমফ্রেম দেখি।৫মিনিটের টাইমফ্রেমে ৫মিনিট পরপর একটা নতুন ক্যান্ডেল শুরু হয়।এভাবে টাইমফ্রেম দেখে ট্রেডিং পজিশন নিতে হয়।

Mamun13
2017-03-14, 08:28 AM
আমরা mt4 টারমিনালের mn,w1,d1,h4,h1.....যে চার্ট দেখে ট্রেড করি সেগুলোই হলো টাইমফ্রেম৷দীর্ঘদিন প্র্যকটিস করলে পরিষ্কার বুজতে পারবেন কার জন্য কোন্ টাইমফ্রেম উপযুক্ত৷ সাপ্তাহিক ও দৈনিক টাইমফ্রেম সর্বোত্তম,মনে রাখবেন৷তবে আপনার ট্রেডিং মন মানষিকতার উপর নির্ভর করবে আপনার নিজস্ব টাইমফ্রেম৷ছোট ছোট টাইমফ্রেম কখোনোই নিরাপদ নয় বরং খুবই ঝুকিঁপূর্ণ৷বড় বড় টাইমফ্রেমে ট্রেড করা সবচেয়ে নিরাপদ৷

expkhaled
2017-12-11, 01:51 PM
ফরেক্স এর টাইমফ্রেম প্রতিটি সময়ের এককে কতগুলি ক্যান্ডেলস্টীক তৈরী হয় তার পরিমাপ। যেমন: ১মি, ৫মি, ১৫মি, ৩০মি, ১ ঘন্টা, ৪ ঘন্টা, ১দিন, ১সপ্তাহ, ১মাস টাইফ্রেম বলতে আমরা বুঝি যে, ১মি টাইমফ্রেমের জন্য প্রতিটি ক্যান্ডেলস্টিক ১মিনিটে তৈরী হবে, ১৫মি তেমনি ১টি ক্যান্ডেস্টীক তৈরী হবে আবার ১মাস টাইমফ্রেমে ক্যান্ডেলস্টীক তৈরী হবে ১টি। এভাবে মার্কেট এগিয়ে যাবে। আমরা যে, টাইমফ্রেমে ট্রেড করতে চাই সে টাইমফ্রেম পছন্দ করে নিলেই হলো।